কঠিন প্রশ্নের মুখে তুষার! সমান মেধাবী হয়েও আমার চাকরি হয় না আপনার হচ্ছে! এটা কি বৈষম্য নয়?

Поділитися
Вставка
  • Опубліковано 23 сер 2024
  • কঠিন প্রশ্নের মুখে তুষার! সমান মেধাবী হয়েও আমার চাকরি হয় না আপনার হচ্ছে! এটা কি বৈষম্য নয়?
    আমাদের প্রতিদিনের টকশো বা অন্যান্য শো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে "বেল আইকনটি" দাবিয়ে রাখুন ।
    যোগাযোগ করতে ইমেইল করুনঃ newsfacethepeople@gmail.com
    ফেসবুকঃ / facethepeoples
    / ftpmukhomukhi

КОМЕНТАРІ • 703

  • @labon595
    @labon595 Місяць тому +167

    বিনা ভোটে ক্ষমতা এবং কোটার ভিত্তিতে চাকুরিতে নিয়োগ একই ।

  • @RumiHabib-ij3zg
    @RumiHabib-ij3zg Місяць тому +337

    আমার যোগ্যতা নাই কিন্তু আমি সরকারি চাকরি চাই। এটা হচ্ছে বর্তমান কোটা যুক্ত অকর্মা দের কথা।

    • @jahangiralam-vg2ic
      @jahangiralam-vg2ic Місяць тому +2

      Hok kotha

    • @aminurrahmannur5912
      @aminurrahmannur5912 Місяць тому

      ​@@jahangiralam-vg2icvaiya qouta ta dekha hoi kokhn

    • @Minarul1995
      @Minarul1995 Місяць тому

      ​@@aminurrahmannur5912ধরুন আপনি পরীক্ষায় ৮০ পেলেন আমিও ৮০ পেলাম তবে আপনার চাকরি হলো কোটার কারনে তাহলে কি আমার সাথে কোটা বৈষম্য হলো না

    • @jakirhossan9910
      @jakirhossan9910 Місяць тому

      কোটা দেখবেই বা কেনো প্রতিবন্ধীদের কোটা দেখা হবে শুধু

    • @sharifislamp52
      @sharifislamp52 Місяць тому +3

      তোমার সমান সার্টিফিকেট নিয়ে চাকুরীতে আবেদন করে | তবে তাদের কোন জ্ঞানের আলোকে অযোগ্য বলেন।

  • @matufhasan973
    @matufhasan973 Місяць тому +80

    সাব্বাস এভাবেই তুষারক ধুয়ে দেওয়া উচিত ❤

  • @saddamhossain-ge8ji
    @saddamhossain-ge8ji Місяць тому +44

    কোন কোটা নয়।
    সকল বৈষম্যের অবসান চাই।
    মেধা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান এর সুযোগ করে দেয়া হোক।

  • @MahabubHasanShyket
    @MahabubHasanShyket Місяць тому +112

    তুষার ভাই বলল মেধা বলতে নাকি কিছু নাই।
    আসলেই তার নিজের মেধা বলতে কিছুই নাই😑

  • @gemingwithannex01
    @gemingwithannex01 Місяць тому +26

    মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতির থেকেও দলীয় কোটা সব চেয়ে ভয়ংকর 😢

  • @mdmijanur4075
    @mdmijanur4075 Місяць тому +37

    আমি শুনেছি আমার থানার মুক্তি যুদ্ধের কমাণ্ডারের ছেলে বাবার কাছে গিয়েছিলো, বিশ্ববিদ্যালয় ভতির জন্য সুপারিশের করার জন্য বাবা বলেছিলেন নিজের যোগ্যয় পড়া লিখা কর, বাবার যোগ্যতায় নয়,উনি আজও জীবিত আছেন শুনছি ভাতা নেন না,উনি একবার চেয়ারম্যান হয়েছিল নিজের কোন উন্নতি করেননি, উনি ৪০ বছর আগে যে কাজ করেছেন আজও চোখে পড়ে।

    • @habibadnan6286
      @habibadnan6286 Місяць тому +1

      আপনার কথা হচ্ছে সব মুক্তিযোদ্ধা এভাবে সততার গন্ডিতে না খেয়ে আদর্শ হয়ে থাকুক,
      আর আপনি মেধাবী বেনজির হয়ে থাকেন,...

    • @MahmudTravel
      @MahmudTravel Місяць тому

      আর আপনার কথা হচ্ছে তাদের নাতি পুতির কোটায় একটা ঠিকানা করে নিজের আখের।

    • @MdKamrUddin-pv3wy
      @MdKamrUddin-pv3wy 29 днів тому

      ​@@habibadnan6286বেনজির বানায় সরকাররা যাতে গদি টিকানো যায়।

  • @HassanKhan-gp5zk
    @HassanKhan-gp5zk Місяць тому +66

    কোটা বাতিল চাই
    যোগ্যতা যাচাই করে চাকরি দেয়া হোক

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      যোগ্যতা কিসের??যোগ্যতা বলতে কি বুজান?

    • @DarkKnight01283
      @DarkKnight01283 Місяць тому

      ​@@byzidislammahdi যোগ্যতা কি সেটা কি বুঝিয়ে বলতে হবে? বাংলা বোঝেন না?

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      @@DarkKnight01283 বই মুখস্ত করতে পারলেই মেধাবী হয়?? সরকারি চাকরি ছাড়া ভাত জুটে না এমন মেধাবী দিয়ে দেশের কি হবে।।।মেধাবীরা কোটা বিরোধী আন্দোলন করে না।।মেধাবী নিজের কর্মসংস্থান নিজেই খুজে নেয়।।আর তথাকথিত যেই মেধার কথা বলছেন সেই মেধা মুক্তিযোদ্ধার সন্তান বা নাতিনাতনিদেরো আছে।।

    • @highhill963
      @highhill963 Місяць тому

      ​@@byzidislammahdi joggota ki seta bujhar moto joggota quota dhari der nai

    • @Mohammed........
      @Mohammed........ Місяць тому

      যোগ্যতা মানে নিজের জ্ঞানকে কাজে লাগিয়ে কোনো কাজ পাওয়া। তোমার মতো চোরের চাকরি পাওয়া না।@@byzidislammahdi

  • @SurmaakterTasmi
    @SurmaakterTasmi Місяць тому +44

    মুক্তিযোদ্ধা কোটা কেন বলা হচ্ছে ? এরা তো মুক্তিযুদ্ধ করেনি। এটা হবে নাতি কোটা 😂

  • @faiseldoha737
    @faiseldoha737 Місяць тому +15

    প্রবাসীরা হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেমিট্যান্স যোদ্ধা। সুতরাং প্রবাসী সন্তানদের ৪০% সরকারি কোটা নির্ধারণ করতে হবে।

  • @imtiazpabel4769
    @imtiazpabel4769 Місяць тому +4

    হাসনাত ভাই একজন সাহসী ও মেধাবী মানুষ ❤
    ভাইয়ের জন্য দোআ রইলো

  • @nurjahannafisa1398
    @nurjahannafisa1398 Місяць тому +4

    এই সেই কালপ্রিট,ওকে দেখার খুব ইচ্ছে ছিল যার জন্য দেশটা আজ অস্থিতিশীল হয়েছে 😢

  • @bakhtiarhossain111
    @bakhtiarhossain111 Місяць тому +40

    তুষার কথা প্যাঁচায়, স্পেসিফিক উত্তর না দিয়ে আওলা যাওলা প্যাচাল পারে

    • @masumreza-hq7gp
      @masumreza-hq7gp Місяць тому +1

      প্যাচাবে না তো কি করবো😂 ওর তো মেধা নাই

    • @tipuchowdhury446
      @tipuchowdhury446 Місяць тому

      বুঝতে হলে বুঝাতে হবে এটা নরমাল

    • @powerhamim1141
      @powerhamim1141 Місяць тому

      কোন দলের দেখতে হবে না।

  • @syedkamrul75
    @syedkamrul75 Місяць тому +12

    হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের কাছে আমি ইংরেজি পড়েছি। ভাই অনেক মেধাবী।

  • @marouf742
    @marouf742 Місяць тому +13

    মেথার ভিত্তিতেই সরকারী চাকুরী প্রবেশের সুযোগ দেয়া হোক । এবং চাকুরীর পরীক্ষা সকল প্রকার দুর্নীতি বন্ধ করা হোক ।

  • @shakil_khan_badhon
    @shakil_khan_badhon Місяць тому +5

    সমান মেধাবী তো পরের জিনিস। অনেক কম মার্ক পেয়েও কোটা ভিক্ষুকদের চাকরি হয়ে যাচ্ছে, কিন্তু যোগ্যদের হচ্ছে না।

  • @jamanhosan645
    @jamanhosan645 Місяць тому +8

    কোটায় দেশ পিছিয়ে পরে , কোটা মুক্ত বাংলাদেশ চাই এটা বাংলার ৯৯% লোকে চায়।

  • @NUR-A8
    @NUR-A8 Місяць тому +3

    কোটার পনর্বহালের কারণে মহান মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের মহানুভবতা ও শ্রদ্ধাবোধর জায়গা সংকুচিত করা হচ্ছে...

  • @arifulakash2043
    @arifulakash2043 Місяць тому +11

    তাদের লজ্জা থাকলে কোটার মতো বৈষম্যমুলক কথার পক্ষে কথা বলতো না

  • @no_limit_editx
    @no_limit_editx Місяць тому +3

    ভর্তিতেও কোটা বাতিল করা উচিত। হোক সেটা স্কুল কিংবা ইউনিভার্সিটি

  • @user-oh4wi5gd2l
    @user-oh4wi5gd2l Місяць тому +3

    মুক্তিযোদ্ধার দোহাই দিয়ে আর নয়। কোটা বাতিল চাই, করতে হবে ।

  • @user-wb5qq2ru3j
    @user-wb5qq2ru3j Місяць тому +5

    বিএনপি জামায়াত করার জন্য প্রিলিমিনারি রিটেন ভাইভা টিকার পর ও কেন চাকরি হয়না?

  • @masudurrahman999
    @masudurrahman999 Місяць тому +28

    মুক্তি যোদ্ধা কোটা না এটা একটা নাতি পুঁতিদের কোটা

  • @md.raselmahmud8933
    @md.raselmahmud8933 Місяць тому +1

    মাশা-আল্লাহ,হাসনাত ভাই
    ধন্যবাদ ফেস দ্যা পিপল কে ❤
    কোটা বাতিল এখন বাঁচার দাবি, প্রাণের দাবি...✊🔥

  • @HumayunKabir-cd5yk
    @HumayunKabir-cd5yk Місяць тому +15

    যুদ্ব করেছে ৬০০০০ হাজার মুক্তি যোদ্বা বর্তমানে যোদ্বা কত? ৬০০০০০০ আর তাদের পোশ্য ২০০০০০০০ এই হলো বাংলাদেশ।

  • @nazrulislamarfat193
    @nazrulislamarfat193 Місяць тому +17

    Hasnat Abdullah ভাই আপনি যে টার্ম (Such as Pragmatic discourse) গুলো ব্যবহার করছেন তা সম্পর্কে তুষার ভাইয়ের নূন্যতম ধারণা নেই। ভালো হয় থিওরী গুলোর বেসিক সংজ্ঞাটা তাকে বুঝিয়ে দেন।

    • @haroonhifzurrahman-zd3wf
      @haroonhifzurrahman-zd3wf Місяць тому +2

      ওটা বুঝতে হলে কোটা ভিক্ষা লাগবে ।

    • @aminurrahmannur5912
      @aminurrahmannur5912 Місяць тому

      Vai beshi vlo vlo noi😢😢

    • @aminurrahmannur5912
      @aminurrahmannur5912 Місяць тому

      ঠেকা ঠেকির বাজনা বেশি

    • @ahsanullahkhan8737
      @ahsanullahkhan8737 Місяць тому +7

      এগুলে বুঝলে তো কোটা চাইতে হতো না

    • @jisan3338
      @jisan3338 Місяць тому

      কারে কি কন আপনি? হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে নূন্যতম ধারণা আপনার আছে? উনি আমার শিক্ষক খুব কাছে থেকে উনাকে দেখার সুযোগ হয়েছে। ভালো সবসময় ভালোই, ​@@aminurrahmannur5912

  • @khondokersayedahmed900
    @khondokersayedahmed900 Місяць тому +3

    স্পষ্ট হয়েছে রিটকারীই মেধাহীন!

  • @enjoytime121
    @enjoytime121 Місяць тому +2

    এই জন্যই বলি ছাত্রলীগ করেও কিভাবে বিসিএস ক্যাডার হয়😂😂😂

  • @sahasan7224
    @sahasan7224 Місяць тому +4

    তুষারের যে মেধা কম এটা পরিষ্কার,,, সাব্বাশ আব্দুল্লাহ

  • @monowarchaklader8340
    @monowarchaklader8340 Місяць тому +1

    একজনের কাজে অন্যজন সুবিধা নেওয়া কতটা যুক্তিসংগত,সেটা ভেবে দেখা যেতে পারে।

  • @lifeisbeautiful1861
    @lifeisbeautiful1861 Місяць тому +7

    কোটা বাতিল করা হোক

  • @mushfiqurrahman4182
    @mushfiqurrahman4182 Місяць тому

    মুক্তিযুদ্ধের স্পিডের সাথে একমত ! কিন্তু উনি তো মুক্তিযুদ্ধ করেননি বা এখনকার অনেকের পিতাও তো মুক্তিযুদ্ধ করেননি ! মুক্তিযোদ্ধাদের সুযোগে ও সুবিধাদি আরও বৃদ্ধি করা হোক !

  • @dipokkumar4550
    @dipokkumar4550 Місяць тому +5

    মুক্তি যোদ্ধাদের মাসে ৫ লাখ করে টাকা দেওয়া হোক কিন্তু চাকরিতে সবাই সমান অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

  • @rakibtahsin1690
    @rakibtahsin1690 Місяць тому +1

    2016 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি ২৬৩ পেয়ে ও সরকারি মেডিকেলে চান্স হয়নি ওয়েটিং এ ছিলাম, কিন্তু আমার এক বন্ধু ২৫০ পেয়েও সরকারি মেডিকেলে চান্স পায় কোটায়।

  • @user-dn1cp3cx2p
    @user-dn1cp3cx2p Місяць тому +19

    আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে বলছি কোটার অবসান হোক।

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      তুই চৌদ্দ গুষ্টিতে কেউ মুক্তিযোদ্ধা ছিল সেটা তো মনে হয় না

  • @mdjafiqul7524
    @mdjafiqul7524 Місяць тому +1

    ওরা যদি এতোই মেধাবী হয় তাহলে আবার তাদের কোটা লাগে কেন?

  • @Nazmulsaidi
    @Nazmulsaidi Місяць тому +2

    pragmatic discourse শব্দ শুনেই তুষার নিজের ......... নাম ভুইলা গেছে

  • @khalidmahmud961
    @khalidmahmud961 Місяць тому +2

    এই কোটাধারি চাকরিজীবীরা ভার্সিটিতেও কোটার ভিত্তিতেই চান্স পায়। কোটা ছাড়া এগুলো ভার্সিটিতেই চান্স পেত না। আমার ডিপার্টমেন্টে যতগুলো কোটাধারি রয়েছে এরা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্য না। অথচ ঢাবিতে পড়তেছে।

  • @mdshamsuddin5808
    @mdshamsuddin5808 Місяць тому +2

    তুষার তো গুছিয়ে কথাই বলতে পারে না! শুধু শুধু প্যাচায়

  • @zobayrulrashed4653
    @zobayrulrashed4653 Місяць тому +4

    টাকা দিয়ে চাকরি দেওয়া বন্ধ করার আন্দোলন করুন

  • @sakibal9892
    @sakibal9892 Місяць тому +2

    মুক্তিযুদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ না করলে চাকুরি দূরের কথা এখানে চাপাবাজী করতে পারতেন না, কোটা থাকুক আর না থাকুক, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকৃত সকল মুক্তিযুদ্ধাদের আমার বিনম্র শ্রদ্ধা ❤️❤️❤️

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      ভালোবাসা নেবেন ভাই❤️

    • @HumayunKabir-zp6gr
      @HumayunKabir-zp6gr Місяць тому +2

      বাবা ছিল মুক্তিযোদ্ধা সেই কোটায় ছেলের চাকরি হয়েছিল তার পর সেই বাবার কোন খবর আর ছেলে রাখেনি, এই সরকারের মুক্তিযোদ্ধা ভাতা দেওয়ার আগে সেই বাবা অনেক কস্টে জীবন যাপন করেছেন, ছেলে কোন সহায়তা করেনি আবার সেই মুক্তিযোদ্ধার ছেলে যে কোটায় চাকরি পেয়েছিল তার ছেলে মানে মুক্তিযোদ্ধার নাতি দাদার কোটায় চাকরির জন্য কোটা চাচ্ছে। তাদের মুক্তিযোদ্ধা দাদাকে নিয়ে খুব গর্ব কিন্তু দাদার কোন খোজ বাবা ও নাতি কেউ নেই না।

    • @islamlove5906
      @islamlove5906 Місяць тому

      মুক্তিযুদ্ধ হয়েছিলো কেনো তাইলে ছয় দফা সহ অন্যান্য দাবি গুলো কখনোও পড়েছেন?? সরকারি চাকরিতে জখন পশ্চিম পাকিস্তান বেশি নিয়োগ পেতো তখন যেমন বৈষম্য আর এর জন্য যুদ্ধ এখনোও তো তাইলে সেই বৈষম্য এই রয়ে গেলো তাইলে কি দরকার ছিলো ৩০ লক্ষ মানুষের প্রাণ দিয়ে দেওয়া??
      জবাব চাই এর...

    • @md.mostafijurrahaman1488
      @md.mostafijurrahaman1488 Місяць тому

      ৩০ লাখ শহীদের পরিবারের কোটা নাই কেন?

  • @najmunnaharmukti7161
    @najmunnaharmukti7161 Місяць тому +1

    দুর্নীতির দৃষ্টান্ত তুষার বাবু।

  • @user-ll8pn1ks1l
    @user-ll8pn1ks1l Місяць тому +5

    কোটামুক্ত বাংলাদেশ চাই।

  • @md.rokonzaman7808
    @md.rokonzaman7808 Місяць тому +1

    তুষার ভাই মুক্তিযুদ্ধ কি আপনি করেছেন। তাহলে তো ডাক্তারের ছেলে যোগ্যতা না থাকলেও ডাক্তারি করতে পারবে। কারন তার বাবা ডাক্তার। অধিকার চাইলে মুক্তিযুদ্ধাদের জন্য চান।

  • @selimkhan83
    @selimkhan83 Місяць тому +1

    ভাই আগে রাজনীতির চাল বুঝতে হবে আই কোটার আন্দোলন দিয়ে ওই দিক দিয়ে ভারত রেলওয়ে চালু করে দিবে রাজনীতি বুঝেন এটাই ম্যান কারণ

  • @mdsoubuj2036
    @mdsoubuj2036 Місяць тому

    তাহলে তোসার সাহেবের কথায় বুঝলাম জারা মুক্তি যুদ্ধে করেছে তারা দেশের মানুষের জন্য যুদ্ধ করে নাই তারা নিজেদের স্বার্থের জন্য যুদ্ধ করে ছে এসব বুয়া যুদ্ধাদের কে ধিক্কার জানাই

  • @labon595
    @labon595 Місяць тому +3

    যোগ্যতমের উর্ধাতন চাই।

  • @md.jahirulislam7463
    @md.jahirulislam7463 Місяць тому +1

    কৌটা নিয়ে যিনি কথা বলছেন তার কথা অযৌক্তিক এবং আনলজিক ।

  • @mangrovedrawing
    @mangrovedrawing Місяць тому +1

    এই দেশ থেকে সকল কোটা বাতিল করা হোক।

  • @tasnimarasultana7664
    @tasnimarasultana7664 Місяць тому +1

    আপনাদের মতো কোটা সুবিধাকারীদের জন্য আমাদের মতো যোগ্য ক্যান্ডিডেটরা ভালো চাকরি পাইনা

  • @atikatasnimahona1669
    @atikatasnimahona1669 Місяць тому +2

    যেখানে মেধা বলে কিছু নাই,সেখানে মুক্তিযোদ্ধা স্পিড🤣🤣🤣🤣
    Owo Bangladesh 🤕

  • @riyadhaaraan
    @riyadhaaraan Місяць тому

    আমি ৫ বছর সরকারী চাকুরী করে ছেড়ে দিয়েছি টিকতে না পেরে। সেটা ভিন্ন প্রসঙ্গ। তুষারের কথা শুনে আমি নিশ্চিত করে বলতে পারি ও কোনদিনই সরকারী চাকুরীর যোগ্য না। এমন কি তৃতীয় বা চতুর্থ শ্রেণীরও না। এই আলোচনার বেশীর ভাগ ইংরেজি ও বোঝেই নাই।

  • @user-gt4vx3ee1j
    @user-gt4vx3ee1j 28 днів тому

    দেশটা মুক্তিযুদ্ধাদের নাতি পুতিদের নামে লিখে দেন, আমরা রোহিংগা হিসাবে থাকি।

  • @ShohidulIslam-ck6qb
    @ShohidulIslam-ck6qb Місяць тому

    রাষ্ট্রের মালিক যারা তাদের উত্তরসূরীরা রাষ্ট্র যতদিন থাকবে ততদিন তারা সুবিধা পাবে। আমার দাবি স্বাধীনতা বিরোধীদের সন্তান নাতি পুতি যাহাতে সরকারি চাকুরী না পায় সে জন্য সংসদে আইন চাই। যা বিশ্বের বিভিন্ন দেশে অব্যাহত আছে।

  • @istiaqueahmed1144
    @istiaqueahmed1144 Місяць тому +1

    Hasnat Abdullah you are great

  • @khalilurrahman1857
    @khalilurrahman1857 Місяць тому +1

    ওদের লজ্জা নাই।

  • @mominulislam1216
    @mominulislam1216 Місяць тому

    এখনে আমার প্রশ্ন একটা সরকারি সারকুলার ছারলো যেখানে পদ সংখ্যা ১০ টি আবেদন পরলো ১০০০টি ফাইনালি টিকলো ১০০ টি কোটা বাদ দিলাম এখনে কোন ১০ জনকে চাকরি দিবে বলেন আর 90জন কি বৈষম্য শিকার হলো না তাহলে জবাব চাই

  • @mdzaman8530
    @mdzaman8530 Місяць тому +3

    জনযুদ্ধের দেশে সবাই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন।
    মুক্তিযুদ্ধের বিপক্ষের সংখ্যা ব্যতীত সবাই মুক্তিযুদ্ধা।
    তাহলে কোটা কতিপয় লোকের জন্য কেন? 🤏🤔🫣

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      কেমনে যুদ্ধ করছিলেন?

    • @mdzaman8530
      @mdzaman8530 Місяць тому

      @@byzidislammahdi
      আমি যেভাবে যুদ্ধ করেছি তা অবশ্যই মুক্তিযুদ্ধার ২য় ৩য় বা ৪র্থ প্রজন্মের চেয়ে অনেক অনেক সুন্দর করে 🤗
      তারপর অর্জিত স্বাধীনতা রক্ষায় জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছি🤏🤔🫣

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      @@mdzaman8530 আপনার জন্মও হয় নাই ৭১ এর সময়।

  • @mohammadazim1654
    @mohammadazim1654 Місяць тому +1

    চাকুরিতে মেধার চেয়ে সততার বেশি প্রয়োজন।

  • @nawazsharif7952
    @nawazsharif7952 Місяць тому

    সবাই চাকরি পাবেনা বা সবার ভাগ্যে চাকরি নেই কিন্তু মুক্তিযুদ্ধাদের প্রতিটি ছেলে চাকরি কি ভাবে করে।
    মুক্তিযুদ্ধ যদি এই ভেদাভেদ বৈষম্যের জন্য হয়ে থাকে মুক্তিযুদ্ধা এত এত সুযোগ পাওয়ার জন্য করে তাহলে পাকিস্তান থাকলে কি সমস্যা ছিলো।

  • @BackbenchersClassroom
    @BackbenchersClassroom Місяць тому +1

    আমি লজ্জিত হই ভাবতে যে সে পুরুষ হয়ে বাপ দাদার কৃতিত্ব নিয়ে চল তে চায়। নিজের কোম যোগ্যতা নাই সফল হওয়ার৷

  • @Mohammed........
    @Mohammed........ Місяць тому +1

    মাথায় গবর ছাড়া কিছু নাই তুষারের।

  • @kawsar2616
    @kawsar2616 Місяць тому +1

    কোটাধারি ছাত্ররা যে আসলেই অমেধাবি তা এই কোটাধারির কথাতেই বুঝা যায়

  • @munnakhan206
    @munnakhan206 Місяць тому +4

    ভাই তুষার সাহেব কে কোটায় পাবনা হাসপাতালে ভর্তি করানো হোক।।।।😅😅😅

  • @mdbiplobmiah9762
    @mdbiplobmiah9762 Місяць тому +2

    আমরা জনগণ সকল কোটা বাতিল চাই।

  • @user-ft2xn4wn7n
    @user-ft2xn4wn7n Місяць тому +1

    তুষার সাহেব এর উত্তর শুনে মনে হলো তাকে যদি সরকারি চাকরি দেওয়া হয় তা হলে সে হবে আরেক মতিউর!!!!কারন তাকে প্রশ্ন করা হয়েছে আগরতলা নিয়ে আর সে উত্তর দিচ্ছে চকির তলার😮😢😂😂😂

  • @MdmajharulIslam-sd8qt
    @MdmajharulIslam-sd8qt Місяць тому +1

    tushar vai mone hoi amnei ai porjonto aise

  • @emonislam978
    @emonislam978 Місяць тому +5

    বলদা তুষার।

  • @s.n5314
    @s.n5314 Місяць тому +2

    তুষার ভাই আপনার মেধা থাকলে কোটার সুবিধা নিচ্ছে কেন?

  • @JahidHasan-lg8lj
    @JahidHasan-lg8lj Місяць тому +1

    যারা কোটা নিয়ে সুযোগ পায় তারা মেধাবী খুঁজে পাবে না এটাই স্বাভাবিক

  • @mdmuminulislam3805
    @mdmuminulislam3805 Місяць тому

    আমার যোগ্যতা নাই কিন্তু আমি সরকারি চাকরি চাই। এটা হচ্ছে বর্তমান কোটা যুক্ত অকর্মা দের কথা।
    Reply

  • @earningsite8445
    @earningsite8445 Місяць тому +2

    দাদারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, আর তাদের নাতিরা গলাবাজি যুদ্ধ করছে।

  • @milonrahmanbachchu920
    @milonrahmanbachchu920 Місяць тому

    মুক্তি যুদ্ধের স্পীড নিয়ে একটা ধ্বজভঙ্গ গাড়ীকে রাস্তায় উঠিয়ে দিলে ঐ গাড়ী পথচারীকে চাপা দিবেই।

  • @mdrazaulsikdar
    @mdrazaulsikdar Місяць тому

    আসাম মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করছে কি তাদের নাতিপুতিরা চাকরি পাইবে এই বিশেষ বলে এই কারণে নাকি না নাকি দেশকে ভালোবেসে দেশের দিকে মায়া করে দেশ স্বাধীন করেছে

  • @user-lc4dr6nc1q
    @user-lc4dr6nc1q Місяць тому +1

    এই তুষার তোর যদি ক্ষমতা থাকে মেধা দিয়ে চাকরি নিয়ে যাও।

  • @sakibal9892
    @sakibal9892 Місяць тому

    আপনার বাপ-দাদার সম্পত্তির আপনি ভাগ পাবেন এটাই স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই মেনে নিন

  • @habibprodhan1035
    @habibprodhan1035 Місяць тому +2

    তুষার সাহেবের কোনো কথাই হয়না !

  • @taj-007
    @taj-007 Місяць тому

    বীর মুক্তিযোদ্ধারা না থাকলে এই টকশো হতো না ।

  • @majharulhoque797
    @majharulhoque797 Місяць тому

    কোনা নয় মেঘা দিঁযে চাকুরীতে নিয়োগ দেওয়া হঊক।

  • @user-dn8hu5uq3i
    @user-dn8hu5uq3i Місяць тому +19

    মেধাবীরা কি আঙ্গুল চুষবো সব চাকরি নাতিরা নিয়া যাইবো গা

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      মাদারবোর্ড এর বাচ্চা ১০০% এর মধ্যে ৩০% কোটা সব চাকরি নিলো কেমনে?

    • @ShohidulIslam-ck6qb
      @ShohidulIslam-ck6qb Місяць тому

      মেধাবীরা দেশের মালিকের নাতি পুতিদের পায়খানা খাবে।

  • @shimulhossain3153
    @shimulhossain3153 Місяць тому +6

    আমার এক বন্ধু মুক্তিযোদ্ধার সন্তান ২ টা ভাইবা দিছে দুই টা জব পায়ছে, আর আমরা ১০ ভাইবা দিয়েও জব পায় না, আর কি বলবো?

    • @aditbhuiyan8580
      @aditbhuiyan8580 Місяць тому +1

      Government job is your last destination? Without government job you can't do anything?

    • @shimulhossain3153
      @shimulhossain3153 Місяць тому

      @@aditbhuiyan8580 You need to know where to speak.

    • @mohammadmusa9500
      @mohammadmusa9500 Місяць тому

      ​​হ্যা, এই বাঙ্গুল্যান্ডে টিকে থাকতে হলে এইটাই লাস্ট অপশন।

    • @byzidislammahdi
      @byzidislammahdi Місяць тому

      মুক্তিযোদ্ধা কোটা চালু করলই ত কয়েকদিন।।।দুনিয়ায় আর কোনো ইনকাম সোর্স নাই??সরকারি চাকরিই সব আপনার কাছে?

    • @md.mostafijurrahaman1488
      @md.mostafijurrahaman1488 Місяць тому

      ​@@aditbhuiyan8580জব আমার অধীকার

  • @urbinpaulbadhon9451
    @urbinpaulbadhon9451 Місяць тому

    হাসনাত ভাই একটা জিনিস

  • @ashrafulalom8682
    @ashrafulalom8682 Місяць тому +1

    কোটাতে যদি এমপি, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী হওয়া যায় তবে সরকারি চাকরি কেন নয়?? 😂😂
    এজন্যই তো প্রধানমন্ত্রী হাইকোর্ট দেখাচ্ছেন। হিসাব বোঝো না... 😂😂

  • @HumayunKabir-zp6gr
    @HumayunKabir-zp6gr Місяць тому

    বাবা ছিল মুক্তিযোদ্ধা সেই কোটায় ছেলের চাকরি হয়েছিল তার পর সেই বাবার কোন খবর আর ছেলে রাখেনি, এই সরকারের মুক্তিযোদ্ধা ভাতা দেওয়ার আগে সেই বাবা অনেক কস্টে জীবন যাপন করেছেন, ছেলে কোন সহায়তা করেনি আবার সেই মুক্তিযোদ্ধার ছেলে যে কোটায় চাকরি পেয়েছিল তার ছেলে মানে মুক্তিযোদ্ধার নাতি দাদার কোটায় চাকরির জন্য কোটা চাচ্ছে। তাদের মুক্তিযোদ্ধা দাদাকে নিয়ে খুব গর্ব কিন্তু দাদার কোন খোজ বাবা ও নাতি কেউ নেই না।

  • @user-fx3ol6ni1k
    @user-fx3ol6ni1k Місяць тому

    ১৮-২০ গ্রেড ছাড়া এই বিশেষ কোটার কোন প্রয়োজন নাই।।শুধু সরকারী সুযোগ সুবিধায় পুর্নবাসনের জন্য তাদের এই সুযোগ দেয়া হোক।।

  • @U-wn4ngj
    @U-wn4ngj Місяць тому

    একদম ঠিক আছে।।
    বেশি ফটফট করতেছিল তুষার।।।
    একদম সেই বাটা দিছে,এরকম আরো আগে বাটা দেয়া দরকার ছিল।।।

  • @reajulislam9512
    @reajulislam9512 28 днів тому

    সরকার তো সবাইকে চাকুরি দিতে পারবে না। মেধা বলতে কি বুঝানো হয় ???? 6:07 মেধা সবার আছে। যারা বিসি এস এর ভাই বা দেয় সবাই মেধাবী । কোটা থাকলে শুধু ভাগ্য পরীক্ষা হয় না। চাকুরি সবার হবে না কোটা না থাকলেও । রাষ্ট্র ব্যবস্থাপনার ইচ্ছা তিনি কাকে দিয়ে কাজটি করাবেন।

  • @jahangiralam-vg2ic
    @jahangiralam-vg2ic Місяць тому +2

    Competitent students don’t require quata 😂😂😂😂😂😂😂😂

  • @MdAlAminSarker-nq6io
    @MdAlAminSarker-nq6io Місяць тому +2

    আফগানিস্তানের কোটা লাগে না। লাগে শুধু বাংলাদেশের

  • @user-nk6rd3sj3p
    @user-nk6rd3sj3p Місяць тому

    ১০০% লজিক্যাল কথা হাসনাত ভাইয়া🧡✊

  • @meghomilon8245
    @meghomilon8245 Місяць тому

    কথা শুনেই বোঝা যাচ্ছে এই নাতি কতটা অনগ্রসর।

  • @MdJahidIslam-h1d
    @MdJahidIslam-h1d Місяць тому

    তুষার ভাই কোটার জগ্যতায়

  • @MdBabu-en7ez
    @MdBabu-en7ez Місяць тому

    উনি বলতেছেন...এইটা মুক্তিযুদ্ধের স্পিড.... তাহলে উনি কি মুক্তিযুদ্ধ করেছেন যে স্পিডের কথা বলতেছেন.... লজ্জা লাগে না....??

  • @pintodabnath3959
    @pintodabnath3959 Місяць тому +3

    নাতিপুতি কোঠা চাই না

  • @user-zg1wk2ys1h
    @user-zg1wk2ys1h Місяць тому +1

    সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা ২০% রাখা উচিত

  • @habibadnan6286
    @habibadnan6286 Місяць тому +1

    আপনি ও একটি পরাধীন রাষ্ট্রের বাইরে গিয়ে তুষার ভাইকে এই প্রশ্ন করেন,
    আজ দেশ স্বাধীন করলো যার বাবা তাদের প্রজন্ম কে reward এর বাইরে গিয়ে তথাকথিত মেধাবীদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে?
    তাহলে আপনিও স্বাধীন বাংলাদেশের বাইরে গিয়ে প্রশ্ন করেন

  • @tariqulislam8354
    @tariqulislam8354 Місяць тому

    অহিদুল সাহেব উত্তর খুঁজে বের করতে না পেরে সভ্যতার সীমা অতিক্রম করেছে, ফাউল

  • @SRP7FIRE
    @SRP7FIRE Місяць тому

    কোঠা বাতিল হোক

  • @jahedahmedchowdhury762
    @jahedahmedchowdhury762 Місяць тому

    কোটা দেশের জন্য অভিশাপ

  • @ashiqkhansgk7582
    @ashiqkhansgk7582 Місяць тому

    যোগ্যতা থাকলে সবার জন্য উন্মুক্ত থাকুক,,কোটা লাগে কেন?