কুড়া,ভুষি,তৈরীর ২০২২ সালের আপডেট মেশিন,

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2024
  • kolkobja.com আমরা বাংলাদেশের জন্য এমন একটা অনলাইন প্লাটফরম গরার চেস্টা করছি,যেখানে সকল উদ্যাক্তা তাদের পছন্দ মতন যে কোন মেশিনারি সম্পকে জানতে ও কিনতে পারবেন।বাংলাদেশ ও বাহিরের যারা মেশিনারি উৎপাদন ও বিপনন করে এবং কাচামাল সরবরাহ করে।তাদের সাথে উদ্যাক্তাদের সম্পক তৈরীর মাধ্যমে বাংলাদেশে যেন গড়ে উঠে ছোট,বড়ো,মাঝারি,খুদ্র, শিল্প, আর এই শিল্প স্থপনার মাধ্যমে হবে,মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্বনিরভর ডিজিটাল বাংলাদেশ।
    আমাদের সেবা সূমহ।
    ১, অটো রাইস মিল
    ২, ফ্লাওয়ার মিল
    ৩, ফিড মিল,
    ৪,মিনারেল ওয়াটার,
    ৫, ডাল মিল,
    ৬,মুড়ি,চানাচুর, চিপস এন্ড বেভারেজ
    ৭, সাইলো
    ৮, কুড়া,ভুসি
    ৯, টন্সফারমার,সাবস্টেশন,জেনারেটর,
    ১০, ওয়েল মিল,
    ১১, পেপার মিল
    ১২, পি,পি ওভেন ব্যাগ মেকিং মেশিন
    ১৩, জুট মিল
    বিঃদ্রঃkolkobja.com যেহেতু কোন মেশিন উৎপাদন করে না। সেহেতু মেশিন কেনার আগে ক্রেতা-বিক্রেতা উভয়কে ভালোভাবে মেশিন সম্পর্কে জেনে তারপরে লেনদেন করার জন্য বলা হচ্ছে। ক্রেতাগণ অবশ্যই মেশিন কেনার আগে বিক্রেতার নিকট হতে জেনে নেবেন এবং দেখে নিবেন যে বিক্রেতার উৎপাদনকৃত মেশিন কিরকম এবং কিভাবে চলছে এবং তাদের প্রোডাকশন লাইনটা কিরকম এই সমস্ত কিছু সম্পর্কে জানার পর তারপরে মেশিন সম্পর্কে তারা কতদিন ওয়ারেন্টি দিবে এবং মেশিন চালু করে দেবে কিনা সমস্ত কিছু জেনে তারপরে লেনদেন করবেন।শুধুমাত্র মোবাইলে ভিডিও দেখে অথবা মোবাইলে কথা বার্তা বলার মাধ্যমে কখনোই মেশিন সম্পর্কে লেনদেন করবেন না। সশরীরে এসে মেশিনের প্রোডাকশন দেখে,রানিং মেশিন দেখার নামে পাচ,দশ মিনিট,দেখা নয়, কয়েকদিন সময় দিয়ে সময় নিয়ে প্রোডাকশন দেখেশুনে মেশিন বিষয়ে সম্পন ওয়াকিবহাল হয়ে তারপরে মেশিন কেনার জন্য উদ্বুদ্ধ হবেন। আবেগে বশীভূত হয় কখনো উদ্যোক্তা হওয়া যায়না একজন অনেক লাভ করছে বলেই যে আপনি অনেক লাভ করবেন সেটাও নয় একটি মেশিন আপনাকে যেমন উন্নত করে দিতে পারে তেমনি আপনাকে পথের ভিখারী ও বানিয়ে দিতে পারে তো ব্যবসা সম্পর্কে ভালভাবে জানবেন কাঁচামাল কোথায় কিভাবে পাওয়া যায় তারপরে এগুলো সমস্ত কিছু ভালোভাবে জেনে তারপর একটি মেশিন কেনার জন্য আপনারা প্রস্তুতি নিবেন। লোভে পড়ে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন তাহলে তার দায়ভার কলকব্জা ডটকম নেবে না।
    kolkobja.com
    md,kamal hossain,
    phone 01708521063
    office, loskordiya,nogorkanda,foridpur,

КОМЕНТАРІ • 8

  • @khaberhossain7140
    @khaberhossain7140 2 роки тому

    অসম্ভব সুন্দর একটা মেশিন। দোয়া ও ভালবাসা থাকবে সারাজীবন।

  • @tanvirhasib1925
    @tanvirhasib1925 9 місяців тому

    tumra vao batper porar mechimer video dau

  • @sayodmiah8210
    @sayodmiah8210 2 роки тому +2

    How much price

  • @abdulwahed4301
    @abdulwahed4301 2 роки тому

    ভাই জান সালাম নিবেন। আমি শুধু জানতে চাচ্ছি ৫০০ কেজি প্রতি ঘন্টায় প্রডাকশন মেশিনের কিরকম ব্যায় হবে।

  • @MdNazrul-zv1rd
    @MdNazrul-zv1rd Рік тому

    এ মেশিনের মাধ্যমে হলুদ মরিচ গুড়া করা যাবে

  • @adgaibandha5919
    @adgaibandha5919 2 роки тому

    আপনাদের সাথে কীভাবে যোগাযোগ করা যাবে?

  • @sheakhmamun2850
    @sheakhmamun2850 2 роки тому

    ঠিকানা টা দিবেন প্লিজ।