দক্ষিণাঞ্চলে ফল বাগানের অপার সম্ভাবনা | মিশ্র ফল বাগান | বসত বাড়িতে ফল বাগান | অর্থায়নে কৃষি | saao

Поділитися
Вставка
  • Опубліковано 27 тра 2021
  • দেশের দক্ষিণাঞ্চলে ফল বাগানের অপার সম্ভাবনা রয়েছে। বসত বাড়িতে মিশ্র ফল বাগান অত্যন্ত লাভজনক। মিশ্র ফল বাগান হতে পারে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থ উপার্জনের একটা সহজ উপায়।
    গাছ আমাদের অকৃত্রিম ও বিশ্বত্ত বন্ধু। আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান ওষুধপত্র, খনিজ ও ভিটামিন উপাদান এক কথায় জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব উপকরণই গাছ বা উদ্ভিদ জগতের কাছ থেকে আমরা পাই। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে উদ্ভিদের জুড়ি নেই। পরিবেশবিদদের মতে, একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে বনভূমি রয়েছে মাত্র ১৫-১৭ ভাগ। তাছাড়া, প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ, পরিবেশ দূষণ কমানো, জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহ, কাঠের জোগান, প্রাকৃতিক বিপর্যয় রোধ প্রভৃতি কারণে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। বৃক্ষ আমাদের জীবন জীবান্তে বহুমুখী উপকার করে।
    আমাদের দেশে প্রধানত তিন ধরণের বৃক্ষ রয়েছে যেমন-ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ। এ তিন ধরণের বৃক্ষের মধ্যে ফলদ বৃক্ষের গুরুত্ব ও অবদান সবচেয়ে বেশি। কেননা এরা আমাদের খাদ্য, পুষ্টি, ভিটামিনের চাহিদা পূরণ, শারীরিক বাড়-বাড়তি, মেধার বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, পশুপাখির খাবারের যোগানসহ গ্রামীণ জনগণের আয়বৃদ্ধিতে নানাবিধ কাজে লাগে। তাছাড়াও অনেক ফলদ বৃক্ষ থেকে মান সম্মত কাঠও পাওয়া যায়।
    #দক্ষিণাঞ্চলে_ফল_বাগানের_অপার_সম্ভাবনা #ফল_বাগান #মিশ্র_ফল_বাগান #মিশ্র_ফল_বাগানের_গুরুত্ব #মিশ্র_ফল_বাগান_কতটা_লাভজনক #বসত_বাড়িতে_ফল_বাগান #অর্থ_উপার্জনের_সহজ_উপায় #সফল_কৃষক #সফল_উদ্যোক্তার_গুনাবলী, #সফল_উদ্যোক্তা_ও_ব্যবসায়ী #সফল_উদ্যোক্তারা সফল_উদ্যোক্তা #বাণিজ্যিক_ফল_বাগান #আম_বাগান_ব্যবস্থাপনা #আম_বাগানের_পরিচর্যা #আমের_বারো_মসি_জাত #কাটিমন_আম_চাষ
    #আত্মকর্ম_সংস্থান
    Follow me on Facebook: web.facebook.c...
    Follow me on UA-cam: / @mdsumonmia
    ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবেন। ধন্যবাদ

КОМЕНТАРІ •