সদরঘাট লঞ্চ টার্মিনাল পদ্মার সেতু এলাকায় নিয়ে আসা প্রয়োজন এবং সেখান থেকে সদরঘাট জিনজিরা পর্যন্ত মেট্রোরেলের ব্যবস্থা করা হোক। এবং পদ্মার পাড়ে আধুনিক বিশ্বের মতো সরকারি অর্থায়নে এশিয়ার সর্ববৃহৎ পাইকারি শপিং মলতৈরি করে চকবাজার থেকে স্থানান্তর করা প্রয়োজন। এতে করে ঢাকার যানজট নিরসন হবে এবং সারা দেশে নৌযানের মাধ্যমে পণ্য সরাসরি খালাস করা যাবে অল্প খরচে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ঘাটে প্রায় আড্ডা দিতে যেতাম। কিন্ত পানির ভয়ানক গন্ধে বেশি থাকতে পারতাম না। অথিরিটির উচিত ঢাকা বাসীকে সুন্দর একটি নদী উপহার দেয়া। প্রতি মৌসুমে নদীটা পরিষ্কার রাখলে ওই অঞ্চলের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে।
সদরঘাট লঞ্চ টার্মিনাল মানেই বরিশাল, আর আপনি সেই বরিশালের নাম বলতেই ভুলে গেলেন, তাহলে সঠিক তথ্য কিভাবে দিলন, আর লঞ্চ মানেইতো বরিশাল কেননা যত ব্যায়বহুল বিগ বাজেটের লঞ্চ সব বরিশালে
এটা সম্ভব না। শুধু মাত্র চাঁদপুরের লঞ্চ ঘাট সরানো যেতে পারে। যাত্রীরা জ্যামের কারণে পটুয়াখালির লঞ্চ বরিশালের লঞ্চে যায়, বরগুনা আমতলীর লঞ্চ না পেলে পটুয়াখালীর লঞ্চে যায়। আলাদা হয়ে গেলে, আবার এক এলাকা থেকে আরেক এলাকায় লঞ্চের খোজে যাওয়া কঠিন। লঞ্চঘাট মাওয়া নিয়ে জাওয়ার কথা একজন বলছে। এটা সত্যিই অবান্তর। প্রতিটি লঞ্চ ডেকে প্রায় ২০০০ লোক টানে যারা ২০০ টাকা ভারা দিয়ে বরিশাল যায়। ঘাট মাওয়া সরিয়ে নিলে সেখানে যেতে বাস ভারা লাগবে অতিরিক্ত ১০০ টাকা। যেটা জন সাধারনের জন্য কঠিন। একই সাথে মাওয়া পদ্মা সেতুর জন্য হুমকি। লঞ্চের বায়ু দূষণ পদ্মা সেতুর স্থায়িত্ব কমিয়ে দিবে।
ঢাকা, নারায়ণগঞ লঞ্চ ঘাট বর্তমানে ওল্ড হেরিটেজ। বর্তমানে পুরনো দুই টার্মিনাল ব্যবহার অযোগ্য। এই দুটুকে ভেঙে অত্যাধুনিক টার্মিনাল করা খুবই জরুরী। তবে বিদেশী ঠিকাদার দিয়ে কাজটা করাতে হবে।
মান্ধাতা আমলের যাতায়াত বন্ধ হল পদ্মাসেতুর বাস্তবায়নে । জীবনের ঝুঁকি পূর্ন যাতায়াত ও ভোগান্তি থেকে রক্ষা পেল দক্ষিণাঞ্চলের মানুষ । যা বহু আগে করলে ভাল হত । আমি অত্যন্ত আনন্দিত দক্ষিণাঞ্চলে র মানুষ ভোগান্তি মুক্ত । শেখ হাসিনা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
أسْتَغْفِرُ اللَّهَ الَّذي لا إلهَ إِلاَّ هُوَ الحَيَّ القَيُّومَ وأتُوبُ إلَيْهِ উচ্চারণ আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।বাংলা অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব। তিনি নিখিল সৃষ্টির পরিচালক। আমি তার কাছেই ফিরে যাব।
সতিহ্য জদি হয় অনেক ভালো Dhakar সাথে আমার মনে হয় নৌ পরিবহন কেটে দেওয়া উভিত এতে নদী দূশিত হবে না আরো সুন্দর লাগবে বুরিগংগা। বরিশাল চাঁদপুর আর এইসব নদীর জেলা গুলোর সাথে Dhaka নৌ কেটে দিলে সদর ঘাট এর যামজট কমবে। আর এইসব জেলার Road a Connect করা উচিত
ওরে কানা ছাগল।অন্যকে আবাল বলার আগে নিজের লেখার বানানের দিকে তাকা।গরীব কামলা বাবা পয়সার অভাবে পড়াতে পারেনি।কিন্তু বাইরে গিয়ে কামলাগিরি করে ঠিকই মোবাইল কিনেছিস।তোর উচিত আগে আদর্শলিপি কেনারে গরুর গোবর খোর।
সদরঘাট টার্মিনাল টি সরিয়ে পোস্তগোলা নিলে সেই সদরঘাটের মত একই সমস্যা হবে। বরং টার্মিনালটি মাওয়া ঘাটে নেয়া যেতে পারে। যখন ঢাকা শহরের জনসংখ্যা পরিমাণে কম ছিল তখন সদরঘাট টার্মিনাল যথেষ্ট ছিল। কিন্তু এখন সদরঘাট টার্মিনাল যেমন যথেষ্ট নয় পোস্তগোলার ও একই অবস্থা। তাই শুধু শুধু পোস্তগোলায় টার্মিনাল করে টাকা পয়সা নষ্ট না করে সেই পয়সা দিয়ে মাওয়া ঘাটে বিশাল টার্মিনাল করা যেতে পারে। পদ্মা নদীর পাড় ঘেঁষে বিশাল টার্মিনাল করা যেতে পারে। এবং সেখানে সদরঘাটের চেয়েও বিশাল টার্মিনাল করা সম্ভব। যেই বৃহত্তর টার্মিনালে বর্তমানে সদরঘাটে অবস্থিত লঞ্চ গুলোর তুলনায় অনেক বড় বড় লঞ্চের জন্যে টার্মিনাল-ঘাট করা সম্ভব। এতে সদরঘাট সহ ঢাকা শহরের বিশেষত পুরান ঢাকার যানজটের চাপ অনেকটা কমে যাবে ইনশায়াল্লাহ। আর সদরঘাট তথা বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা সহ ঢাকার চতুর্দিকের ছোট ছোট নদী গুলোর জন্য ছোট ছোট লঞ্চের অনুমতি থাকতে পারে। এরপর মাওয়া ঘাটের নদী পাড় ঘেঁষে যখন সদরঘাট চকবাজার বাদামতলীর মত ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠবে তখন, পর্যায়ক্রমে ছোট ছোট লঞ্চ গুলোও বন্ধ হয়ে শুধু বিনোদনের জন্য স্পিডবোর্ড ইত্যাদি চলবে ইনশাআল্লাহ। তবে এর জন্য মাওয়া ঘাটের পাশে দুটি কাজ করতে হবেঃ এক - মাওয়া ঘাট টার্মিনালের পাশ দিয়ে বড় বড় শপিং মল এর ব্যবস্থা করতে হবে। দুই- মাওয়া ঘাট থেকে ঢাকার দিকে প্রবেশ করার জন্য যেমনভাবে তৈরি হয়েছে এসপ্রেস ওয়ে। এমনিভাবে যোগাযোগ ব্যবস্থার জন্য আরও যা যা প্রয়োজন যেমন মেট্রোরেল ইত্যাদির ব্যবস্থাও করতে হবে।
সল্প মেয়াদ পরিকল্পনা জন্য দিন ও রাতে জন্য বিভিন্ন ঘাট করলে সমস্যা কিছুটা সমাধান হবে, ঘাট গুলি ঘিঞ্জি এলাকা থেকে সরিয়ে নিয়ে যোগাযোগ ব্যাবস্থা ভালো যেমন গণপরিবহন বা মেট্রো, সাবওয়ে সুবিধা আছে এমন এলাকায় স্থান্তর করলে যাত্রীদের ও সুবিধা হবে অর্থ অপচয় কমবে
যারা বিশেষজ্ঞ ওদের মতো বিশেষজ্ঞ থাকলে একটা দেশ ধংষ হতে অন্য কাউকে লাগেনা যাদের মাথায় ক্ষুদ্র গ্যান আছে ওরা সহজে বুঝতে পারবে সদরঘাট টার্মমিনাল সরাসরি মুন্সীজঞ্জে সরানো সঠিক এবং নিরাপদ
আপনি গাধার মত একটা কথা বললেন। লঞ্চের যাত্রী সব ঢাকার । তো মুন্সীগঞ্জে টার্মিনাল নিয়ে গেলে লঞ্চ এত যাত্রী তখন কোথায় পাবে । ঢাকা থেকে প্রথমে মুন্সীগঞ্জে যাবে তারপর আবার লঞ্চে করে কি বরিশাল পটুয়াখালি ভোলার লঞ্চে উঠবে , এই ডাবল কষ্ট করে ডাবল জার্নি কি কেউ করবে যেখানে পদ্মা সেতু চালু হলে আরামে মানুষ যেতে পারবে । বালের মতামত মারাইছেন অশিক্ষিত মানুষের মত।
সদরঘাট লঞ্চ টার্মিনাল পদ্মার সেতু এলাকায় নিয়ে আসা প্রয়োজন এবং সেখান থেকে সদরঘাট জিনজিরা পর্যন্ত মেট্রোরেলের ব্যবস্থা করা হোক।
এবং পদ্মার পাড়ে আধুনিক বিশ্বের মতো সরকারি অর্থায়নে এশিয়ার সর্ববৃহৎ পাইকারি শপিং মলতৈরি করে চকবাজার থেকে স্থানান্তর করা প্রয়োজন।
এতে করে ঢাকার যানজট নিরসন হবে এবং সারা দেশে নৌযানের মাধ্যমে পণ্য সরাসরি খালাস করা যাবে অল্প খরচে।
গুরুত্বপূর্ণ মতামত
Sala sagol..... dhakar manush bal palaite jabe padma setute.... aar bioscope akta matal channel.... achuda news kore beray
Vul news
Agreed. Good proposal. Taltola can be one hub.
@@RezaulKarimRubell akmot
প্রচুর ধন সম্পদেও,
যেই সুখ নেই
সে সুখ নামাজ ও
আল্লাহর ইবাদতের মাঝে আছে।
প্রবাসে না আসলে বুঝতাম না দেশের মাটি কত প্রিয়।
আই লাভ ইউ মাই কান্ট্রি সোনার বাংলাদেশ 💚💛🧡❤️
Thanks for watching
আমিও প্রবাসে স্থায়ী হতে চাই🤲🏻
আপনার কথা গুলো ভালো লাগল
কোন দেশে থাকেন
প্রবাস থেকে শুনে ভালোই লাগে-দেশ উন্নতি হচ্ছে" দেশে দুর্নিতি দমন হলে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে ইনশাল্লাহ!
ধন্যবাদ প্রিয় প্রবাসী ভাই
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ আলাইহি ওয়াসাল্লাম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ঘাটে প্রায় আড্ডা দিতে যেতাম।
কিন্ত পানির ভয়ানক গন্ধে বেশি থাকতে পারতাম না। অথিরিটির উচিত ঢাকা বাসীকে সুন্দর একটি নদী উপহার দেয়া। প্রতি মৌসুমে নদীটা পরিষ্কার রাখলে ওই অঞ্চলের মানুষ বুক ভরে নিঃশ্বাস নিতে পারবে।
I love you sadarghat
ভালোই লাগে যখন দেখি বাংলাদেশেও আদুনিক হচ্ছে।
এটাই দেশ প্রেম !
আদুনিক হবে না দোস্ত আধুনিক হবে 😛😂🤣😋😛😝
Vasha thik kor murkho
@@aponahamed9068 kira shala hori das
খারাপ লাগে যখন দেখি,
বাংলাদেশের মানুষ বাংলা পারে না লিখতে।।
নতুন লঞ্চঘাট কোথায় হবে বিস্তারিত জানালে খবরটা বস্ত নিষ্ঠ হতো।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ ভিডিও র জন্য
আপনাকেও ধন্যবাদ
সদরঘাট লঞ্চ টার্মিনাল মানেই বরিশাল, আর আপনি সেই বরিশালের নাম বলতেই ভুলে গেলেন, তাহলে সঠিক তথ্য কিভাবে দিলন, আর লঞ্চ মানেইতো বরিশাল কেননা যত ব্যায়বহুল বিগ বাজেটের লঞ্চ সব বরিশালে
বরিশাল নামটা আপনি বুলে গেলেন? কোন দেশে থাকেন? লঞ্চ মানি হলো বরিশাল
Right
বরিশাইল্লা যে পরিমানে খারাপ আমি মনে করি তাদের নাম না নেওয়াটাই ভালো
R8
lol borisal ar manus onk tai kharap hoy 😂😂
বরিশালের কয়ডা লোক আছে যাতাযাত করে বরিশাল মানেই চাপাবাজি ফাপড়বাজি চিটারি
সদরঘাট লচ গাট কে আধুনিক শক্তিশালী করে বাংলাদেশের অর্থনীতি টেকসই করা হোক
এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ
Thanks for watching
বিমানবন্দরের মতন সুন্দর করে বাড়াতে হবে যেন ঢুকলে মনে হয় বিদেশী কোন এয়ারপোর্টে এসেছি
গুরুত্বপূর্ণ মতামত
Incredible initiative.Masallah
Thanks for watching
এটা সম্ভব না। শুধু মাত্র চাঁদপুরের লঞ্চ ঘাট সরানো যেতে পারে।
যাত্রীরা জ্যামের কারণে পটুয়াখালির লঞ্চ বরিশালের লঞ্চে যায়, বরগুনা আমতলীর লঞ্চ না পেলে পটুয়াখালীর লঞ্চে যায়। আলাদা হয়ে গেলে, আবার এক এলাকা থেকে আরেক এলাকায় লঞ্চের খোজে যাওয়া কঠিন।
লঞ্চঘাট মাওয়া নিয়ে জাওয়ার কথা একজন বলছে। এটা সত্যিই অবান্তর। প্রতিটি লঞ্চ ডেকে প্রায় ২০০০ লোক টানে যারা ২০০ টাকা ভারা দিয়ে বরিশাল যায়। ঘাট মাওয়া সরিয়ে নিলে সেখানে যেতে বাস ভারা লাগবে অতিরিক্ত ১০০ টাকা। যেটা জন সাধারনের জন্য কঠিন।
একই সাথে মাওয়া পদ্মা সেতুর জন্য হুমকি। লঞ্চের বায়ু দূষণ পদ্মা সেতুর স্থায়িত্ব কমিয়ে দিবে।
আমিও একমত ভাই মাওয়া ঘাট বরতমানে খুব সুন্দর স্পট এটাও নষ্ট হয়ে যাবে।
চাই ঢাকার চারপাশে চারটি আধুনিক নৌবন্দর। জাহাজে চলাচলের ব্যবস্থা। নাব্যতা বৃদ্ধির প্রয়োগ ও গ্রান্ড ক্যানেল নির্মাণ।।
সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিষ্কার রাখা দরকার অনেক ময়লা নদিতে
অনেক সুন্দর ভিডিও প্রিয় ভাই 💞
ধন্যবাদ প্রিয় ভাই
এগিয়ে যাও বাংলাদেশ 🇧🇩🇧🇩🇧🇩
3:42 ei bridge ta kothay
ভাই আপনার সাউন্ড খুবই কম
Wow great.
Very nice video sharing 👍
Thanks for watching
সদরঘাটের নৌ বন্দর সরিয়ে সিঙ্গাপুর নেয়া হবে আর সেখান থেকে কানাডা আমেরিকার মত গরীব রাস্ট্রে লঞ্চ চালানো হবে।
এটা কি ফাইজলামি পাইছেন
তুই কি বরিশাইল্যা ?
@@কাল্পনিকজীবন-ধ৯ড আমি যেখানের ই হই না কেন তাতে তোর বাপের কি?
@@sayemdewan5030 দুর শালা আবাল
@@shaanrahman5169 যাই পাইনা কেনো,আপনার চুলকায় কেন?
সদরঘাট বা লঞ্চঘাটের কথা উঠলেই প্রথমেই আসে বরিশালের কথা,,, বরিশালের নাম উল্লেখ না করে এই ভিডিও তার মান হারিয়েছে,,,,,!!
আমরা আন্তরিক ভাবে দুঃখিত!!
নতুন ঘাট করে ক্যাটাগরি ভাগ করলে ভালো হবে। আর এটা একেবার বন্ধ করলে অনেক ব্যাবসায় ভাটা পরবে কারণ ঘাটের উপরেই নির্ভরশীল
গুরুত্বপূর্ণ মতামত
হে প্রভূ দাও শক্তি
ভরিতে পারি যেন সবে মিলে নিজ ব্যাংক ভর্তি।
Best wishes from my new platform 👍you are
Congratulations for 1 million
ধন্যবাদ প্রিয় ভাই
এর ঠিকাদারি কাজ জাপান কে দেওয়া হোক। দেশী ঠিকাদার দুর্নীতি করবে।
ধন্যবাদ আপনাকে
ঢাকা, নারায়ণগঞ লঞ্চ ঘাট বর্তমানে ওল্ড হেরিটেজ। বর্তমানে পুরনো দুই টার্মিনাল ব্যবহার অযোগ্য। এই দুটুকে ভেঙে অত্যাধুনিক টার্মিনাল করা খুবই জরুরী। তবে বিদেশী ঠিকাদার দিয়ে কাজটা করাতে হবে।
গুরুত্বপূর্ণ মতামত
আলহামদুলিল্লাহ,
ইসলাম প্রিয় বন্ধুদের সহযোগিতায় ৪৮০ জনের পরিবার নিয়ে পথ চলছি। হাদীস,নবীদের গল্প, রাসূলদের জীবনী,ইসলামিক শিক্ষানিয় গল্প।🇧🇩🇧🇩
Apni kiso islamic kiso tips dite parben
নৌকায় নদী পার হলেই ঘাটে টাকা দিতে হয় সুতরাং ঘাটে বসে থাকা ঐ শাউয়ারবালদের সরানোর জোর দাবি জানাচ্ছি।যেনো সবাই সহজে চলাচল করতে পারে
বরিশাল কই???
আন্তরিকভাবে দুঃখিত!! তবে ডেসক্রিপশন বক্সে বরিশাল উল্লেখ আছে
Chandpur Bollen na keno.
আন্তরিকভাবে দুঃখিত
good
wow good
Thanks for watching
এটা যদি বাস্তবায়ন হয় তবে নদী বাঁচবে, ঢাকা বাঁচবে। পুরান ঢাকায় অতিরিক্ত চাপ কমে স্বাভাবিক পর্যায়ে আসবে। পুরোটা সড়িয়ে নেয়া উচিৎ হবে।
নিশ্চয়ই
Hola valo hoba
🤣😝
ভালো উদ্যোগ
ধন্যবাদ আপনাকে
মান্ধাতা আমলের যাতায়াত বন্ধ হল পদ্মাসেতুর বাস্তবায়নে । জীবনের ঝুঁকি পূর্ন যাতায়াত ও ভোগান্তি থেকে রক্ষা পেল দক্ষিণাঞ্চলের মানুষ । যা বহু আগে করলে ভাল হত ।
আমি অত্যন্ত আনন্দিত দক্ষিণাঞ্চলে র মানুষ ভোগান্তি মুক্ত ।
শেখ হাসিনা কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
ইলিয়াস ভাই
পানি কি ভাবে পরিষ্কার হবে?
আরও আধুনিক ও শক্তিশালী বাংলাদেশ দেখতে চাই
কবে সরানো হবে ? এটা কতবছর আগের রিপোর্ট ?
Excellent
Thanks for watching
মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিও টা
ধন্যবাদ আপনাকে
3.44 এই ব্রিজ টি কোথায়?
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
এগিয়ে যাবে মুসলমান
أسْتَغْفِرُ اللَّهَ الَّذي لا إلهَ إِلاَّ هُوَ الحَيَّ القَيُّومَ وأتُوبُ إلَيْهِ
উচ্চারণ
আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি।বাংলা অর্থ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব। তিনি নিখিল সৃষ্টির পরিচালক। আমি তার কাছেই ফিরে যাব।
আমাদের লঞ্চ ভিডিও কল ঈগল 9 ঢাকা চাঁদপুর রুটে 🛳️ 🔥
সদরঘাট লাঞ্চ টার্মিনাল সরিয়ে, ঢাকা কেরানীগঞ্জ আনা হোক।
ধন্যবাদ আপনাকে
সবচেয়ে ব্যায় বহুল লঞ্চ হল বরিশালের আর আপনি সেই জেলার নামটাই বলেন না।বড়োই আফসোস!
Right vai
মনে হয় উনি বরিশাইল্যা বিয়ে করে অশান্তিতে আছে 😜😎
Toh ai kittam
সদরঘাট থেকে সিংহভাগ লঞ্চ বরিশাল যাতায়াত করে অথচ বরিশালের নামটি বলতেই ভুলে গেলেন ভাই। ধন্যবাদ।
আন্তরিক ভাবে দুঃখিত, এডিটিং এর সময় সমস্যা হয়েছিলে। তবে ডিস্ক্রিপশন বক্সে বরিশাল উল্লেখ আছে।
সরিয়ে কবে কোথায় কিভাবে নেয়া হচ্ছে? একথা তো চারদলীয় জোটের আমল থেকেই শুনে আসছি।
প্রকল্পের কাজ শুরু করলে তিন বছরে তো হবেই না, মিনিমাম দশ বছর লেগে যাবে, এবং দফায় দফায় বাজেট পেস করে প্রকল্প ব্যয় বাড়ানো হবে।
Vai boorish er nam e tohh nilenna..
What is boorish??
দারুন ভিডিও
ধন্যবাদ আপনাকে
congratulations for 1 Million subscribers ❤️❤️
Thanks for watching
সতিহ্য জদি হয় অনেক ভালো Dhakar সাথে আমার মনে হয় নৌ পরিবহন কেটে দেওয়া উভিত এতে নদী দূশিত হবে না আরো সুন্দর লাগবে বুরিগংগা।
বরিশাল চাঁদপুর আর এইসব নদীর জেলা গুলোর সাথে Dhaka নৌ কেটে দিলে সদর ঘাট এর যামজট কমবে। আর এইসব জেলার Road a Connect করা উচিত
ওরে কানা ছাগল।অন্যকে আবাল বলার আগে নিজের লেখার বানানের দিকে তাকা।গরীব কামলা বাবা পয়সার অভাবে পড়াতে পারেনি।কিন্তু বাইরে গিয়ে কামলাগিরি করে ঠিকই মোবাইল কিনেছিস।তোর উচিত আগে আদর্শলিপি কেনারে গরুর গোবর খোর।
@@sayemdewan5030 sala abal ami bangal mobail a typing korte pari na. Bolod.
@@Jinwoo.99 শিক্ষা থাকলে তো পারবি। অশিক্ষিত কামলা😁😁
@@sayemdewan5030 kamla tui ami na mone hoy Garments er.😎
@@Jinwoo.99 তোর তো মনে হয়,কিন্তু আমি ১০০ ভাগ শিওর তুই ইট ভাটার কামলা।
মাওয়া ঘাটে টার্মিনালটি স্থানান্তরিত করলে দীর্ঘ মেয়াদী ও স্থায়ী সুফল পাওয়া যাবে
এখন লঞ্চ ঘাটে ঢুকতেই ১০ টাকা লাগে আর আধুনিক হইলে তো ১০০ টাকা লাগবে
এটা নিশ্চয়ই সরকার বিবেচনা করবে যেন সে জনসাধারণের সাধ্যের মধ্যে থাকে
Thanks
ঢাকা, দোহার মৈনট ঘাট টি "পর্যটন নৌবন্দর" ঘোষনা করায় বিআইডব্লিউটিএর পরিচালক সাহেবকে শুভেচ্ছা ও অভিনন্দন🌹
সুন্দর পরিবর্তন এখন বাংগালিকে নৌকা দিয়ে নদি পাড়ি দিতে হয় না
বর্তমানে যেখানে আছে এখানেই ঘাট থাকবে দরকার হলে আপনারা নদী পরিষ্কার করার ব্যাবস্থা করেন
গুরুত্বপূর্ণ মতামত
আমি একজন ট্যাংকার জাহাজের মাস্টার
আমি ব্যক্তিগতভাবে মনে করি মুন্সিগঞ্জ গজারিয়া নিয়ে গেলে ভালো হবে।
Vai shariatpur.borisal koi?
পদ্মাসেতু চালু হলে এত নৌযান লাগবে না । আপনা আপনি কমে যাবে লঞ্চ ।
বলছে আপনাকে।সব সময় লঞ্চ,দরকার জারা লঞ্চে জায় তারা সব সময় লঞ্চে জাতায়ত করবে
পোস্তগোলা সেতুর ঐ সাইটে পঞ্চ রোটে নেওয়া উচিত।
Thanks for watching
সদরঘাট টার্মিনাল টি সরিয়ে পোস্তগোলা নিলে সেই সদরঘাটের মত একই সমস্যা হবে।
বরং টার্মিনালটি মাওয়া ঘাটে নেয়া যেতে পারে।
যখন ঢাকা শহরের জনসংখ্যা পরিমাণে কম ছিল তখন সদরঘাট টার্মিনাল যথেষ্ট ছিল।
কিন্তু এখন সদরঘাট টার্মিনাল যেমন যথেষ্ট নয় পোস্তগোলার ও একই অবস্থা।
তাই শুধু শুধু পোস্তগোলায় টার্মিনাল করে টাকা পয়সা নষ্ট না করে সেই পয়সা দিয়ে মাওয়া ঘাটে বিশাল টার্মিনাল করা যেতে পারে।
পদ্মা নদীর পাড় ঘেঁষে বিশাল টার্মিনাল করা যেতে পারে।
এবং সেখানে সদরঘাটের চেয়েও বিশাল টার্মিনাল করা সম্ভব। যেই বৃহত্তর টার্মিনালে বর্তমানে সদরঘাটে অবস্থিত লঞ্চ গুলোর তুলনায় অনেক বড় বড় লঞ্চের জন্যে টার্মিনাল-ঘাট করা সম্ভব।
এতে সদরঘাট সহ ঢাকা শহরের বিশেষত পুরান ঢাকার যানজটের চাপ অনেকটা কমে যাবে ইনশায়াল্লাহ।
আর সদরঘাট তথা বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা সহ ঢাকার চতুর্দিকের ছোট ছোট নদী গুলোর জন্য ছোট ছোট লঞ্চের অনুমতি থাকতে পারে।
এরপর মাওয়া ঘাটের নদী পাড় ঘেঁষে যখন সদরঘাট চকবাজার বাদামতলীর মত ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠবে তখন, পর্যায়ক্রমে ছোট ছোট লঞ্চ গুলোও বন্ধ হয়ে শুধু বিনোদনের জন্য স্পিডবোর্ড ইত্যাদি চলবে ইনশাআল্লাহ।
তবে এর জন্য মাওয়া ঘাটের পাশে দুটি কাজ করতে হবেঃ
এক - মাওয়া ঘাট টার্মিনালের পাশ দিয়ে বড় বড় শপিং মল এর ব্যবস্থা করতে হবে।
দুই- মাওয়া ঘাট থেকে ঢাকার দিকে প্রবেশ করার জন্য যেমনভাবে তৈরি হয়েছে এসপ্রেস ওয়ে।
এমনিভাবে যোগাযোগ ব্যবস্থার জন্য আরও যা যা প্রয়োজন যেমন মেট্রোরেল ইত্যাদির ব্যবস্থাও করতে হবে।
ব্রিজের কাছে যদি নতুন করে হয় তা হলে দুর্ঘটনা কমবে না একটি ফাকা যায়গা লাগবে
right
ধন্যবাদ আপনাকে
আপনি এইসব কোথায় পেলেন ভাই
Sodorghat sampur dhaka hoile valo hobe bole ami mone kori
ধন্যবাদ আপনাকে
Voice ta chena chena mone hocce. SANGBADIK Elias Hossain er voice mone hoy.
ঘাটের অবস্থা খুব খারাপ
শেখ হাসিনার সরকার বারবার দরকার
আসসালামু আলাইকুম।
খুব কম খরচে ঘুড়ে বেড়াই আপনাদের সহোযোগিয়তা পেলে সামনে আরো এগিয়ে যাবো ইনশাল্লাহ। 😍
পদ্মা সেতু হলে এই লঞ্চ দিয়ে যাবে কে??
পটুয়াখালী, হাতিয়া, কয়াকাটা
আমাদের সবার উচিত শেখ হাসিনার সরকারকে সাপোর্ট করা।
সদরঘাট লঞ্চ টার্মিনাল সরিয়ে বরিশাল নিয়ে যান
ভাই উন্নয়ন দিয়ে কি হবে সয়াবিন তেলের দাম লিটারে ৫০ টাকা বেড়েছে
সল্প মেয়াদ পরিকল্পনা জন্য দিন ও রাতে জন্য বিভিন্ন ঘাট করলে সমস্যা কিছুটা সমাধান হবে, ঘাট গুলি ঘিঞ্জি এলাকা থেকে সরিয়ে নিয়ে যোগাযোগ ব্যাবস্থা ভালো যেমন গণপরিবহন বা মেট্রো, সাবওয়ে সুবিধা আছে এমন এলাকায় স্থান্তর করলে যাত্রীদের ও সুবিধা হবে অর্থ অপচয় কমবে
যেই লাউ সেই কদু।
বরিশালের নাম বলতে ভুলে গেছেন
এজন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি
walaikum as salam owa rahmatullahi owaba rakatuhu shubo bikal valo thakben ameen 🤲🤲🤲 aponader kollane amora vedioguli dekhte o jante pay alhamdullah ami spain theke .
Kazi Nazrul er kotha bollen na j
ভালো লাগে।
ধন্যবাদ আপনাকে
Terminal barailei solution hoiya jai…kon ship kon terminal darabe ta fix takhbe…terminal barano hok
গুরুত্বপূর্ণ মতামত
ভাই আপনার বাড়ি কোন জেলায়..?
আশা করছি রিপ্লে দিবেন ❤️
কুমিল্লা
সদরঘাট এর একটা অংশ গাবতলী নেয়াও হোক তা হলে সদরঘাট, গুলিস্তান, ফামগেট,কলেজগেট, আসাদগেট যানজট কমবে।
Nodi shomprosharon asha korsi. ❤️🤔
ধন্যবাদ আপনাকে
বছিলার কাছাকাছি কোথাও করা হোক।
Barisal ar name ke bolbe 😡😡
কাজের মেয়ে সোলায়মান বিজনেস কেমন চলছে
সদরঘাট লঞ্চ টার্মিনাল আংশিক সরিয়ে নেওয়া সময়ের দাবি। ব্যাপক যানজটে সময় অপচয় হয়।
Thanks for watching
এক একটা জেলার জন্য আলাদা ভাবে, ভাগ করে দেয়া উচিত,,,আর নৌকার জন্য কোন এক স্থান নির্ধারণ করে দেয়া উচিত,,,
গুরুত্বপূর্ণ মতামত
সদরঘাট কে গাবতলী ঘাটে নিয়ে আসলে ভালো হবে সবার জন্য
যারা বিশেষজ্ঞ ওদের মতো বিশেষজ্ঞ থাকলে একটা দেশ ধংষ হতে অন্য কাউকে লাগেনা যাদের মাথায় ক্ষুদ্র গ্যান আছে ওরা সহজে বুঝতে পারবে সদরঘাট টার্মমিনাল সরাসরি মুন্সীজঞ্জে সরানো সঠিক এবং নিরাপদ
আপনি গাধার মত একটা কথা বললেন। লঞ্চের যাত্রী সব ঢাকার । তো মুন্সীগঞ্জে টার্মিনাল নিয়ে গেলে লঞ্চ এত যাত্রী তখন কোথায় পাবে । ঢাকা থেকে প্রথমে মুন্সীগঞ্জে যাবে তারপর আবার লঞ্চে করে কি বরিশাল পটুয়াখালি ভোলার লঞ্চে উঠবে , এই ডাবল কষ্ট করে ডাবল জার্নি কি কেউ করবে যেখানে পদ্মা সেতু চালু হলে আরামে মানুষ যেতে পারবে । বালের মতামত মারাইছেন অশিক্ষিত মানুষের মত।