Nid new registration bangladesh / Apply For New Voter NID Card Online in Bangla

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 839

  • @sonjitdas7862
    @sonjitdas7862 4 роки тому +29

    ব্রাদার আপানার কাজ গুলো খুবই ভাল।
    ভিডিও গুলো খুবই ভাল লাগে, কাজে লাগে অনেক ধন্যবাদ।

  • @monirKhan-eh9qs
    @monirKhan-eh9qs 3 роки тому +5

    ভাই কি ভাবে যে আপনাকে ধন্যবাদ দিব আপনার ভিডিও টা দেখে অনেক উপকৃত হলাম😊😊😊

  • @cloudflower
    @cloudflower 2 роки тому

    আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিজে নিজে ফরম পূরণ করে ১০টাকা দিয়ে দোকান থেকে প্রিন্ট করে নিয়েছিলাম😊। আজকে নতুন ভোটার হবার জন্য সবরকম কাজ করা শেষ😊 এখন শুধু আইডি কার্ডের অপেক্ষায় আছি😀🤗

  • @mariyacomputeronlinezone.1230
    @mariyacomputeronlinezone.1230 2 роки тому +2

    ভাই আপনাকে ধন্যবাদ আমি আপনার ভিডও প্রায় দেখি খুব ভালো লাগে

  • @YouTubeএনালাইসিস
    @YouTubeএনালাইসিস 4 роки тому +33

    যদি নির্বাচন কমিশনে ই যাওয়া লাগে তাহলে কিভাবে ঘরে বসেই অন লাইনে আবেদন করা হল

  • @mahamudulhoque26
    @mahamudulhoque26 3 роки тому +17

    আমার মায়ের আইডি কার্ড নাই আমি যে সময় ছোট্ট ছিলাম তখনই আমার মা আমাকে ছেড়ে চলে গেছে কোথায় গেছে এখনো জানতে পারি নাই তাই মায়ের আইডি কার্ড নাই এখন আমি কি করব প্লিজ দয়া করে জানাবেন ভাই আপনার উত্তরের অপেক্ষায় রইলাম বাই ?????

  • @hasanmorad2146
    @hasanmorad2146 3 роки тому

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ,
    2021 সালের নতুন ভোটার তালিকা download
    করার একটা ভিডিও দেন।

    • @hasanmorad2146
      @hasanmorad2146 3 роки тому

      আপনার ফেসবুক লিংক দেন।

  • @worldusa3441
    @worldusa3441 3 роки тому +1

    আমি ভোটার হওয়ার প্রায় ৬/৭ মাস পর স্বাক্ষর পরিবর্তন করেছিলাম । কিন্তু আজ স্মার্ট কার্ড পাওয়ার পর দেখতেছি স্মার্ট কার্ডে স্বাক্ষর আগেরটা থেকেই গেছে, পরিবর্তনকৃত স্বাক্ষর পরিবর্তন হয়ে আসেনি । কিন্তু আমি আমার আইডি একাউন্টে ঢুকে দেখলে দেখতে পাই যে স্বাক্ষর পরিবর্তন হয়েছে । এখন আমার প্রশ্ন হল :
    আমি যদি চলাফেরার ক্ষেত্রে, ব্যাংক ডকুমেন্টের ক্ষেত্রে, এন‌আইডি নেওয়ার ক্ষেত্রে, বা অন্যান্য যে কোন ধরনের কাজের ক্ষেত্রে যদি স্মার্ট কার্ড ব্যবহার করি, তাহলে কি স্বাক্ষরের অমিলের কারণে কোনো ধরনের প্রবলেম হবে?

  • @bscmusic9966
    @bscmusic9966 2 роки тому

    সনাক্তকারীর অংশ কম্পিউটার টাইপ হতে হবে কি, যদি কম্পিউটার টাইপ না লাগে তবে কেন নির্বাচন অফিস থেকে সেটা কম্পিউটার টাইপ নিতে বলেছেন? আসলে আবেদনের সময় সনাক্তকারীর অপশন আছে কি? প্লিজ জানাবেন। ধন্যবাদ। আপনার ভিডিওটা অনেক তথ্যবহুল ও সুন্দর এতে কোন সন্দেহ নাই। আমি আপনার রিপ্লের অপেক্ষায় রইলাম

  • @morshedalam5823
    @morshedalam5823 3 роки тому +1

    ভোটার স্লিপ পাওয়ার পর। ঠিক কতদিন পরে, অনলাইন থেকে এনআইডি কপি ডাউনলোড করা যায়?? জানা থাকলে জানাবেন প্লিজ,,,,

  • @saadamin6179
    @saadamin6179 4 роки тому +45

    Video Started 1:34 thank me later😪

  • @Antoneer
    @Antoneer Рік тому +1

    একটা বিষয়ে নিশ্চিত হতে পারলাম না। অনলাইনে সব ইনফরমেশন দেওয়ার পর যখন একটি ব্ল্যাঙ্ক ফরম ডাউনলোড করবো, সেই ফরমেও কি ঐ সব কিছু আবার লিখতে হবে?

    • @androidlecturebd
      @androidlecturebd  Рік тому

      অনলাইনে সবকিছু দেওয়ার পরে কেন ব্ল্যাক ফ্রম ডাউনলোড করবেন?

  • @shahinalam2588
    @shahinalam2588 2 роки тому

    ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @AsifAhmedd
    @AsifAhmedd 3 роки тому +1

    ভাইয়া আপনার ভিডিও দেখে খুবই উপকৃত হলাম। কিন্তু যখন ফর্ম পূরণ করে ডাওনলোড দিচ্ছি তখন যুক্তাক্ষর গুলো ভেঙ্গে যাচ্ছে। এটা কিভাবে ঠিক করে প্রিন্ট দেওয়া যায়?

  • @Sopnil.
    @Sopnil. 2 роки тому +1

    এটা ঘরে বসে কিভাবে হলো? যেই লাউ সেই কদু।। নির্বাচন অফিসে যেতেই হচ্ছে। আমি অসুস্থ, সব কিছু করতে পারলেও অফিসে যেতে পারবোনা।। আমার করণীয় কী?

  • @bipasharay1977
    @bipasharay1977 3 роки тому +1

    Thank you bro.apnar vedio ta dake ami from filaph kortay paresi.

  • @Sopnil.
    @Sopnil. 2 роки тому +1

    আমি অসুস্থ। সব কিছু ঠিকঠাক করতে পারলেও নির্বাচন অফিসে যেতে পারব না।। তাহলে করণীয় কী?

  • @abdurroufnet
    @abdurroufnet 3 роки тому +4

    আলহামদুল্লাহ খুব উপকার হলো আপনার ভিডিও পেয়ে

  • @smshuvoofficial957
    @smshuvoofficial957 3 роки тому

    Onk dhonnobad vai,, valo tottho deyar jonno,, 🙏

  • @amdsojibahmed5380
    @amdsojibahmed5380 2 роки тому

    apnar video ta. Valo lage

  • @foysalahmed2151
    @foysalahmed2151 2 роки тому

    অনেক সহজ হলো আমার জন্য ভাই

  • @newstate-infinite4170
    @newstate-infinite4170 3 роки тому

    কি করব বোঝতেছিলাম না
    খুব উপকার হইল
    ধন্যবাদ ভাই♥

  • @raihanarabby1453
    @raihanarabby1453 2 роки тому +4

    ৩৪। শনাক্তককারীর NID নং :
    ৩৬। তথ্য সংগ্রহকারীর NID নং :
    ৩৮। সুপারভাইজারের NID নং :
    ৪০। যাচাইকারীর নাম :
    ৪১। যাচাইকারীর NID নং :
    এইগুলো যদি একটু বিস্তারিত বুঝাই দিতেন?

  • @BCSPORIBAHAN
    @BCSPORIBAHAN 3 роки тому +1

    khub e vlo explain koresen

  • @fishlover1469
    @fishlover1469 4 роки тому +4

    ধন্যবাদ ভাই।আরো নতুন বিষয়ে ভিড়িও চাই।

  • @mdhamdarthahammed3187
    @mdhamdarthahammed3187 3 роки тому +1

    Accha form fill up er shomoy vule ami female er jaygay male dia disilam...akhn ar change kora jacchilo na pore pdf download die ami Microsoft word die tik chinho ta change kore female diesi aita fillup kore joma dile ki hbe???

  • @kmomarfaruk2599
    @kmomarfaruk2599 2 роки тому

    আসসালামু আলাইকুম,, আশা করছি ভালো আছেন ভাইয়া ,, আচ্ছা ভাইয়া কতদিনের ভিতর আমার ফিংগ্যার লাগবে, বলতে চাচ্ছি ফর্ম জোমা দেওয়ার ঠিক কত দিন পর আবার ডাকবে, ভাইয়া আমার বিনীত অনুরোধ রইলো উত্তর দিবেন?

  • @MdFarid-xx2dl
    @MdFarid-xx2dl 4 роки тому +8

    মাশা আল্লাহ্ খুব ভাল বুজতে সুবিধা হল

  • @riyadmahmud9686
    @riyadmahmud9686 4 роки тому +3

    ধন্যবাদ,কয়েকজনকে শেয়ার করেছি।মিউজিক বাদ দিলে আরো খুশি হবো এবং শেয়ার করবো

  • @Mahabubalam-kv5bg
    @Mahabubalam-kv5bg 3 роки тому +5

    অনেক ভালো ভাবে বুঝিয়েছে ধন্যবাদ ভাইয়া

  • @mdsulemankhan3815
    @mdsulemankhan3815 3 роки тому

    By Ami jante chacchi Nid Card smart Card hoye geche.smard card diye same babe abedon korte parbo Ki? AR smart card diye abedon korle vhul shonshudon howar por Ki Nid card ashbe naki smart card Ashbe?

  • @raselchandradas9969
    @raselchandradas9969 2 роки тому

    আমার ভোটার আইডি কার্ডে সমস্যা হইছে,, কিন্তু কোন অবস্থাতেই ঠিক করা যাচ্ছে না, যেই জন্ম নিবন্ধন দিয়ে ভোটার হইছি প্রথমে সেটা ঠিক করছি কিন্তু আইডি কার্ড ঠিক করা যাচ্ছে না,, এখন কি সংশোধনকৃত জন্ম নিবন্ধন সাথে স্কুল সার্টিফিকেট সহ দিয়ে আবার নতুন করে ভোটার হওয়া যাবে,কারণ জন্ম নিবন্ধন ঠিক করা হইছে আর আগে শুধু জন্মনিবন্ধন দিয়ে ভোটার হইছিলাম, এখন যাবতীয় স্কুল কাগজপত্র আছে,আগে ভোটার হওয়ার সময় শুধু নিবন্ধন ছিলো,,এখন নিবন্ধন স্কুল সার্টিফিকেট এক রকম আইডি কার্ড আরেক রকম

  • @hphimu5457
    @hphimu5457 3 роки тому +1

    Plz vaiya help koren😭😭😭amar nid te baba maar nam vul,,certifacate a vul howar jonno nid te o vul hoice,,amar bari sylhet ami dhaka theke vutar hoici. Nid ki new kore kora jabe,,,na kora gele vul gula kmne thik korbo plz janaben

  • @AbuTarek160
    @AbuTarek160 3 роки тому

    ভাই আমি সব করেছি,কিন্তু আমার থানা নির্বাচন অফিস দেওয়ান গঞ্জ, কিন্তু আমি ময়মনসিংহ ভালুকায় থাকি, সেক্ষেত্রে আমি কি ভালুকায় নির্বাচন অফিসে কাগজপত্র জমা দিতে পারব?? নাকি দেওয়ানগঞ্জে দিতে হবে।

  • @bdapondash6634
    @bdapondash6634 3 роки тому +5

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

  • @ahmedyaseen8
    @ahmedyaseen8 3 роки тому +3

    থ্যাংক ইউ ভাইয়া ভিডিওটা দেখে ভালো লাগলো ভাইয়া দোয়া কইরেন যেন কাজটা সম্পন্ন হবে করতে পারি

  • @rokunuzzamanofficial9694
    @rokunuzzamanofficial9694 2 роки тому

    ভাই আমি আপনার ভক্ত হোয়ে গেছি

  • @sumonmirdha4615
    @sumonmirdha4615 2 роки тому

    জম্ননিবন্ধন অনলাইন করা না থাকলে সেক্ষেত্রেও কি আবেদন করা যাবে?

  • @mahabubalam7730
    @mahabubalam7730 2 роки тому

    ভাই যে কোন সময় কি ভোটার আবেদন করা যায়? এখন তো ভোটার নিবন্ধন চলতাছে। আমার কথা হল নিদিষ্ট সময় লাগবে কিনা ভোটার হওয়ার জন্য? নাকি যে কোন সময় অনলাইনে আবেদন করে সব ডকুমেন্ট নিয়ে নির্বাচন অফিসে জমা দিলে হবে।

    • @mahabubalam7730
      @mahabubalam7730 2 роки тому

      ভাই রিপলাই দিবেন প্লিজ

  • @mdrazuraj3205
    @mdrazuraj3205 3 роки тому +1

    আবেদন করার কত দিনের মধ্যে আইডি কার্ড অথবা অনলাইন কপি হাতে পাবো ভাই??
    জানালে খুশি হব😊

    • @dtv9413
      @dtv9413 3 роки тому

      যারা ভোটার হয়েছেন কিন্তু এখনো কার্ড বা সার্বার কপি পান নাই। তাদের কে সার্বার কপি বা আইডি কার্ড দেয়া যাবে। যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা স্লীপ নাম্বার হারিয়ে ফেলেছেন, জন্ম তারিখ মনে নাই, অথবা ভোটার আইডি কার্ডের নামের বানান ভুল, ঠিকানা পরিবর্তন করা জরুরী যোগাযোগ করুন Imo, 01767129866 phone' 01767129866

  • @rokonkujur6720
    @rokonkujur6720 3 роки тому +1

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @mdshiplu224shiplu7
    @mdshiplu224shiplu7 3 роки тому +2

    Vaia sobar theke apnr video sera .....thank you vaia ....

  • @dipaakter7825
    @dipaakter7825 3 роки тому +2

    ভাইয়া, আমার জন্মসনদে কিছু ভুল আছে।
    যেমন জন্মতারিখ আর মাতার নাম।
    আর আমার জন্মনিবন্ধন সংশোধন করা হয়নি।
    সেক্ষেত্রে এনআইডির জন্য অনলাইনে আবেদন করতে পারছি না।
    এক্ষেত্রে কি করতে হবে??

  • @shamimhasan534
    @shamimhasan534 3 роки тому

    উপজেলায় নিয়ে গেলে কত টাকা খরচ হতে পারে?
    সর্বসাকুল্যে খরচ কত হবে?

  • @cinemabd5474
    @cinemabd5474 2 роки тому

    Help ful video

  • @amazeshopifybd
    @amazeshopifybd 4 роки тому

    অনলাইনে এপ্লাই করেছি এবং ফরম ডাউনলোড ও করেছি। কিন্তু অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত পেন্ডিং হয়ে আছে।
    অ্যাপ্লিকেশন পেন্ডিং একসেপ্ট না, হাওয়া পর্যন্ত কি ফরম সাবমিট করা যাবে না?
    #আর অ্যাপ্লিকেশন কখন একসেপ্ট হবে।
    #প্লিজ দোয়া করে কেউ জানালে খুব উপকৃত হবো।
    অগ্রিম
    ধন্যবাদ।

  • @amirulislam-sx9lv
    @amirulislam-sx9lv 3 роки тому +1

    ভাই ডাউনলোড করার কার কার সাক্ষর লাগে একটু বললে উপকৃত হতাম

    • @moshiur420
      @moshiur420 3 роки тому

      ওয়ার্ড কাউন্সিলর বাদ চেয়ারম্যান, সনাক্তকারী'-র জায়গায় বাবার এনআইডি কার্ড এবং স্বাক্ষর

  • @arshadulislam9318
    @arshadulislam9318 2 роки тому

    আস্সালামু আলাইকুম।।,আমার মায়ের ভোটার আইডি কার্ডে সুধু বেগম দেওয়া আছে, আবার আমার সার্টিফিকেটে শাহানা বেগম দেওয়া আছে, এখন ভোটারের জন্য আমার করনিও কি, বিস্তারিত জানালে উপকৃত হতাম।

  • @dirilisertugrul6906
    @dirilisertugrul6906 4 роки тому +1

    আমি নতুন ভোটার হয়েছি আমার আইডি কার্ডে ভুল হয়েছে এখন আমার করনীয় কি?

  • @rokunuzzamanofficial9694
    @rokunuzzamanofficial9694 2 роки тому

    ভাই NID card এর ছবি পরিবর্তন কারা নিইয়ে একটা বিডিও দিবেন আপনার কাছে এটা আমার অনুরোধ

  • @4mehedi2hasan5
    @4mehedi2hasan5 2 роки тому

    ভাইয়া অাবেদন করার পর কত দিনের মধ্যে Fingerprint & ছবি তোলার জন্য কল দিবে?
    অাপনার জানা থাকলে জানাবেন, ধন্যবাদ।

  • @longlyrics4475
    @longlyrics4475 3 роки тому

    vaiya zodi kono carone baba or ma er voter id card nah thake sei khatre ki korbo? apnr suggestion er wait korlam...

  • @sujoysp
    @sujoysp 3 роки тому

    ভাই, আমি আমার এলাকায় NID card এর জন্য আবেদন করে এই মাসের ৩ তারিখ আমার ফটো এবং ফিঙ্গার সব করা হইছে তাহলে আমি কবে NID card পাবো...
    বা আমি কবে অনলাইনে NID card তোলতে পারবো..
    যদি মেসেজ টার রিপ্লাই দিতেন তাহলে উপকৃত হতাম

  • @nabinhawladar1695
    @nabinhawladar1695 4 роки тому

    ভাই আমার একটা প্রশ্ন ছিল প্রশ্নটা হল ঢাকা নির্বাচন অফিস থেকে যে কোন এলাকার বা যে কোন উপজেলার লোক কি ভোটার আইডি কার্ড করতে পারবে যেমন ধরেন আমার বাড়ি বরগুনা ডিস্ট্রিক্ট কিন্তু সময়ের কারণে বা অন্য কোন কারণে আমি গ্রামের বাড়ি যেতে পারি না তো এখন কি আমি ঢাকা নির্বাচন অফিস থেকে পার্মানেন্ট এড্রেস ভোটার আইডি কার্ড বের করতে পারবো

  • @yasinalam2951
    @yasinalam2951 3 роки тому +1

    আমি আবেদন করছি কিন্তু কিছু তথ্য ভুল দিয়ে দিসি?
    এখন আমি কি নতুন করে আবেদন করব?
    নাকি ভুল গুলো ঠিক করে পারব?

  • @syedmasrufsaleheen8548
    @syedmasrufsaleheen8548 3 роки тому

    বাবা মা এর Nid কার্ড না থাকলে সে ক্ষেত্রে নিজের nid কার্ড নিবন্ধনের জন্যে করণীয় কি , দয়া করে জানাবেন।

  • @stylemiracle2.073
    @stylemiracle2.073 3 роки тому

    ভাইয়া যদি বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে ফ্রম কো কোথায় জমা দিবো ? বর্তমান ঠিকানা নাকি স্থায়ী ঠিকানায়? আমি ঢাকায় থাকি বাট আমি চাচ্ছি আমার গ্রামে ভুটার হতে তাহলে কি ঢাকার নির্বাচনী অফিসে জমা দিলে হবে?

  • @shekhnadim3436
    @shekhnadim3436 3 роки тому +1

    ভাই 18 বছর না হলেও আইডি কার্ড টা দিয়ে কি কি কাজ করা যাবে???

  • @tahireislammagila2780
    @tahireislammagila2780 2 роки тому

    ভাইয়া, আমি গুগলে সার্চ করলে আপনার মতো ওয়েবসাইট আসেই না, অনেকক্ষণ অনেকভাবে চেষ্টা করছি, স্মার্টফোনে,

  • @bscmusic9966
    @bscmusic9966 2 роки тому

    সনাক্তকারীর বিষয়ে কিচু জানা থাকলে বলেন, reply please

  • @abdulhamid.ah.581
    @abdulhamid.ah.581 4 роки тому +2

    ভাই আমার আইডি কার্ড খুব প্রয়োজন আমি কালকেই পারব কি অনলাইনে আবেদন করতে। ভাই আমার ড্রাইভিং লাইসেন্স খুব দরকার, কিন্তু আমার NID card নাই আমি কী করে পাব। please vai janaben.

    • @shafialamofficial790
      @shafialamofficial790 4 роки тому

      আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। এরপর যাবতীয় কাগজপত্র নিয়েন আপনার নিকটস্থ নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। এরপর আপনার ফরমে যে নাম্বারটি উল্লেখ করবেন সে নাম্বারে আপনাকে কল করবে, এরপর বিস্তারিত জানানো হবে আপনাকে

    • @riyadthemusicbox9646
      @riyadthemusicbox9646 4 роки тому

      safi vai, apni ki evabe peyechen?

  • @sharjatulyakin7705
    @sharjatulyakin7705 2 роки тому

    ভাই বলছিলাম নিজের ছবি কখন দিতে হবে, ঐ কাগজ পত্র জমা দেওয়া সময়

  • @Kothamala1
    @Kothamala1 2 роки тому

    আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন। আমার NID কাডে আছে 1990/1/1 আর সাটিফিকেট আছে 2000/3/20 আমি সাটিফিকেট সাথে মিলরেখে NID card সংসোদন করতে চাই আমি কি পারবো সংসুদন করতে, 10 বছর ডিফারেন্স। দয়া করে আমাকে একটু পরামর্শ দিবেন

  • @mujahidraj620
    @mujahidraj620 2 роки тому

    form fillup soho sob korar por NC a joma dile unara ki alada kono kagoj dibe ?? na dile ami jokhon fingerprint ar chobi dite jabo tokhon ki kono kagoj dekhte chaibe naki SMS ta dekhate hobe?

  • @mojahidislam9350
    @mojahidislam9350 3 роки тому

    যাচাইকারী ও সনাক্তকারী এর স্বাক্ষর এর জন্য কার স্বাক্ষর প্রয়োজন??
    আর কাগজপত্র গুলো কার থেকে সত্যায়িত করতে হবে??

    • @mdabubakkar529
      @mdabubakkar529 3 роки тому

      মেম্বার কিংবা কাউন্সিলর

    • @mojahidislam9350
      @mojahidislam9350 3 роки тому

      @@mdabubakkar529 সনাক্তকারী তো মেম্বার.. যাচাইকারী কে??

    • @mdabubakkar529
      @mdabubakkar529 3 роки тому

      @@mojahidislam9350 আপনি শুধু মেম্বারের সাইন নিয়ে জমা দেন বাকিটা নির্বাচন কমিশন করবে

    • @mojahidislam9350
      @mojahidislam9350 3 роки тому

      @@mdabubakkar529 যাচাইকারী এর স্বাক্ষর লাগবে না তাহলে??

  • @syl187
    @syl187 2 роки тому

    ভাই এক জন বোটার কি নাম চেইঞ্জ করে কি আগের কাড বাতিল করে নতুন বোটার হতে পারব কি?

  • @urmelakhanom3488
    @urmelakhanom3488 2 роки тому

    ভাইয়া আমার জন্মনিবন্ধনে বয়স সাটিফিকেটের সাথে মিল নাই
    তাহলে আমি কিভাবে ভোটার হব
    একটু জানাবেন প্লিজ,????

  • @psriksanexe7948
    @psriksanexe7948 2 роки тому

    ভাই স্কুল সার্টিফিকেট দিয়ে কি ভোটার আইডি কার্ড বানানো যাবে,,,

  • @manikmanik5836
    @manikmanik5836 2 роки тому

    ভাই আমি একটা নতুন এনআইডি আবেদন করছি কিন্তু জন্ম স্থান ভুল দেওয়া হয়ছে এটা কিভাবে পুনরায় সঠিক করব

  • @mdfaridkhalasi606
    @mdfaridkhalasi606 2 роки тому

    Thanks vhai

  • @mtrjihad-al-masud3200
    @mtrjihad-al-masud3200 3 роки тому

    Thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks thanks 🥰🥰🥰🥰 vaiya

  • @mr.positive5358
    @mr.positive5358 2 роки тому

    application submit dewat koto diner vitore application ta joma dewa jabe?

  • @achenashopno8336
    @achenashopno8336 3 роки тому

    ভাই আমার রক্তের গ্রুপ ভোল এসেছে আমি ২১/৩/২০২১ তারিখ ইস্টমাট কাট পেয়েছি, রক্তের গ্রুপ ঠিক করা কি জরুরি কাজ
    আমি ঠিক করলে কোথায় জেতে হবে, কিভাবে করবো -দয়া করে জানাবেন plz

  • @mdrajib8475
    @mdrajib8475 3 роки тому

    Bhaiya amr online er dokan ache..ami notun nibondhon korchi.. Kintu online a font sob thik ache kintu download deyar pore font venge jacche... Plz reply diben

  • @neverever198
    @neverever198 2 роки тому

    ভাইয়া আমি গত মাসের 8 তারিখে সব ডকুমেন্ট জমা দিয়েছিলাম ওরা আমাকে এই মাসের 8 তারিখে আসতে বলছিল কিন্তু আমার মোবাইলে কোন এসএমএস আসেনি এখন আমি কি যাব??

  • @sujan8138
    @sujan8138 3 роки тому

    আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে

  • @mdrabbymridha841
    @mdrabbymridha841 2 роки тому

    ..ভাই আমার বাবার জন্মনিবন্ধ আছে পাসপোর্ট আছে NID নাই বাবা বিদেশ থাকে এখন কি আমি করতে পারবো NID

  • @mdsanaullah5724
    @mdsanaullah5724 3 роки тому +1

    Thanks vai. 😘onek helpful video

  • @md.mobarokhossain5644
    @md.mobarokhossain5644 3 роки тому

    ভাই আমি রেজিস্ট্রেশন করার পর। আমার রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন অফিসে গ্রহণ করা হয়েছে। কিন্তু আমি আমার ভোটার আইডেন্টি কার্ডের। স্লিপ নাম্বার পাইনাই। আর আমার 18 বছরের কম বয়স আছে মাত্র কিছুদিন। তাহলে এখন আমি কি করব। বলেন না ভাই প্লিজ

  • @moktarhosen2616
    @moktarhosen2616 2 роки тому

    ভাই, আমার তো কোন প্রকার সার্টিফিকেট নেই! সার্টিফিকেট না থাকায় আমি কি ভোটার হতে পারব না?

  • @masudmasudkakoli6919
    @masudmasudkakoli6919 2 роки тому

    ধন্যবাদ ভাই

  • @iftekharahmmed3399
    @iftekharahmmed3399 3 роки тому

    ভাইয়া আমি ২৫/০৩/২১ এ নতুন ভোটার এর জন্য ছবি তুলেছি। এখন কত দিন পর আমি আমার আইডি কার্ড এর অনলাইন কপি পেতে পারি?.যদি বলতেন?😀

  • @ibrimibrim1975
    @ibrimibrim1975 3 роки тому +1

    Thank you bhaiya ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @akramkhan-jd3ls
    @akramkhan-jd3ls 4 роки тому

    ভাই আমার পুরাতন পাসপোর্ট হারিয়ে গেছে বাট পাসপোর্ট নাম্বার মনে আছে,
    পুরাতন পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে
    অনলাইনে পুরাতন পাসপোর্ট চেক করা যায় ?
    জানালে খুবই উপকৃত হবো

  • @raton412official2
    @raton412official2 3 роки тому +2

    ভাই আমার জন্ম নিবন্ধন এ জন্ম তারিখ অনলাইনে ১০-১০-২০০১ দেয়া আছে যেটা ভুল।
    আর সঠিক হল ১০-০৯-২০০১।
    পরিষদে গিয়েছিলাম ওরা সঠিকটা করে দিয়েছে।তো আমি আবেদন করতে পারবো কিনা এভাবে।
    প্লিজ জানাবেন।

    • @kawsarhossain698
      @kawsarhossain698 2 роки тому

      ইউনিয়ন পরিষদে গিয়ে কি কাজ করা লাগছে ভাই জন্ম তারিখ পরিবর্তন করতে

  • @mdkhaledsifullah3908
    @mdkhaledsifullah3908 2 роки тому

    টেংকিউ ভাই।

  • @bookshop6311
    @bookshop6311 3 роки тому +1

    আসসালামু আলাইকু< ভাইজন! আমি আমার ছোট ভায়ের জন্য অনলাইন এ নিবন্ধন করেছি। তবে PDF ফরমে দেখতে পায় যে, ‍যুক্ত বর্ণ গুলোর সমস্যা হয় তথা- ভেঙ্গে ভেঙ্গ আসছে। এক্ষেতে NID কার্ডে কি কোন সমস্যা হবে ? বা পূনরায় করা লাগবে ?? দয়া করে জানাবেন।

    • @mdparves6714
      @mdparves6714 2 роки тому

      অনলাইন করার কত দিন পর আপনার মেসেজ আসছে

    • @mdjalil6868
      @mdjalil6868 2 роки тому

      আমারো একই অবস্থা

  • @mohammadrimon4160
    @mohammadrimon4160 3 роки тому +2

    ভাইয়া submit করার পর কি ইডিট করতে পারবো?
    এখানে তো কোন ইডিট option খুজে পাচ্ছি না

  • @dukkhomanob_6832
    @dukkhomanob_6832 4 роки тому +3

    Really thanks bro.keep it up

  • @mdmirajulislam8903
    @mdmirajulislam8903 2 роки тому

    many many thanks you

  • @nurulafsaryousuf2300
    @nurulafsaryousuf2300 3 роки тому

    ভাই ফরম পূরন এ ভোটার এরিয়া ছাড়া লাস্ট স্টেপ এ যেতে পারছিনা।
    ভোটার এইরিয়া সিলেক্ট করলে কোন অপশন আসেনা।
    আমি কি করব সে ক্ষেত্রে

  • @jihadhasanjenarulislam7087
    @jihadhasanjenarulislam7087 3 роки тому

    ভাই কতদিনের মধ্যে NID card পেতে পারি???

  • @sojibsheikh9316
    @sojibsheikh9316 3 роки тому

    ভাইয়া ময়মনসিংহ বিভাগে থাকি,কিন্তু বিভাগ অপশন নাই কি করবো, প্লিজ রিপ্লে

  • @abdunnafi8481
    @abdunnafi8481 2 роки тому +2

    Thank You
    helped a lot

  • @sajjadhossain5701
    @sajjadhossain5701 3 роки тому +2

    ভাই কতদিনের মধ্যে form জমা না দিলে আবেদন বাতিল হয়ে যাবে?

    • @arafat2158
      @arafat2158 3 роки тому

      Amaro same question ase vai??
      Plz ans me

    • @moshiur420
      @moshiur420 3 роки тому

      আমি তো ছয় মাস পরে জমা দিছি

  • @ashadulislam4363
    @ashadulislam4363 2 роки тому

    Excellent doss

  • @sadmanhoque1546
    @sadmanhoque1546 3 роки тому +2

    Jajakallah... Upokar hoilo vai

  • @MdRabby-jf6gc
    @MdRabby-jf6gc 3 роки тому

    ভাই আমি ভোটার কার্ড আবেদন করতে গিয়ে ফরমে একটা ভুল করে ফেলেছি আমার,, আর এম ও ,,এই জাগায় আমি পল্লী দিমু ,, ভুল করে পৌরসভার দিয়ে ফেলছি এখন এটা কি ভাবে সংসদন করবো একটু বলেন ভাই

  • @alineoazhossain9698
    @alineoazhossain9698 2 роки тому +2

    আবেদন সাবমিট করার পর নির্বাচন অফিসে যেয়ে ভূল পরিলক্ষিত হলে পরবর্তি তে কি করে আবার সংশোধন করবো ?

    • @tamimhasanjoytamimhasanjoy5516
      @tamimhasanjoytamimhasanjoy5516 2 роки тому

      আমারও একই কথা ভাই আপনি জানতে পারলে আমাকে দয়া করে জানাবেন

    • @takeimrulkayes5675
      @takeimrulkayes5675 2 роки тому

      @@tamimhasanjoytamimhasanjoy5516 kora jabe online theke

  • @Hasankhan-t2o7c
    @Hasankhan-t2o7c 3 роки тому +1

    ভাই নতুন যে বিভাগ হয়ছে ময়মনসিংহ অপশনে সেটা আসে না.... আমি আগে যে বিভাগ ছিলো সেটা দিছি এতে কোনো সমস্যা হবে কি.....?