ভাইয়া আমাদের মত middle class বাঙালির মনের কথা বললেন।।আপনার কথা শুনেই চনেলটাকে subscribe করে ফেললাম।এরকম middle class বাঙালির কথা মাথাই রেখে ভিডিও দেওয়ার আহ্বান রইলো।।❤️
ঠিক বলেছেনএকদম।।।।রেসিপির ইনগ্রিডিয়েন্স দেখে বানানোর সাহস পাইনা।।মন চাইলেও বানাইতে পারিনা আর খাইতে বা খাওয়াতে পারিনা।।।অনেক ধন্যবাদ ভাইয়া।।অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল ❤️❤️
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা মাথায় রেখে আপনি যে সব সময় সহজ করে রেসিপি দেখান।।আর অরিজিনাল রেসিপি দেখালেও সহজ উপায়টা বলে দেন এই জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে।।❤️❤️❤️।।।।রেসিপির ইনগ্রিডিয়েন্স দেখে বানানোর সাহস পাইনা।।মন চাইলেও বানাইতে পারিনা আর খাইতে বা খাওয়াতে পারিনা।।।অনেক ধন্যবাদ ভাইয়া।।অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল ❤️❤️
ভাইয়া আপনি যে সত্যি কথা বলেন এতে করে অন্য ইউটিউবার রা আপনাকে কিছু বলে না? মানে রাগ করে না। অনেক খবার জিনিস নষ্ট হয় এই ভুল রেসিপির জন্য, আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে একদিন তাদের। আর আপনি ই একজন যিনি দেখায়ে দিলেন কিভাবে হালাল উপার্জন করতে হয়।অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য 💕💕💕💕💖💖
জি, আমার বিরুদ্ধে কয়েকটা গ্রুপও খোলা আছে, কিন্তু অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না, কারন আমার কথা মিথ্যা, এটা তারা প্রমান করতে পারছে না ! তাই তারা নিজেরা নিজেরা মিলেই আমার সমালচনা করে, আর ওইসব গ্রুপে আমার আমার ঘনিস্ট কিছু মানুষ আছে, যাদের মাধ্যমে আমি এসব খবর পাই ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
ভাই আপনার প্রতিটা রেসিপি দেখলে মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগে.....আহা আমাদের মত গরীব কিন্তু সৌখিন মানুষদের জন্য আপনি অসাধারণ ভাবে জিনিস পাতি তৈরি করেন। ভালোবাসা ❤️ (বিরাট ফ্যান)
কিছু কিছু ইউটিউবার এই রেসিপি টা এত বড়লোকী উপাদান ব্যবহার করছে যে খেতে ইচছা করলে ও বানানো হয়নি কখনো, কিন্তু এই রেসেপিটা অবশ্যই বানাবো। আপনাকে অনেক ধন্যবাদ এত সহজ করে দেখানোর জন্য।
"যদিও আমার বুকটা ফাইট্টা গেছে"হাহাহা😄আমিযে কতবার শুনেছি আপনার এই ডায়লগটা!!!খুব ভালো লাগে!!!আপনি অনেক মজা করে কথা বলেন ভাইয়া,,,ভালো থাকবেন,,,সুস্থ থাকবেন,,,দোয়া রইলো💚💜💙
আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ভিডিও দেখে এই প্রথমবার নবাবি সেমাই বানাইছি অনেক ভালো হইছে সবাই পছন্দ করেছে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার এই রেসিপি দেখে সেমাইটা বানিয়েছি। খুব মজা হয়েছে। সবসময় দামী উপকরণগুলো পাওয়া যায় না। আপনি যেভাবে সাধারন উপকরণ দিয়ে অসাধারণ ডিসগুলো তৈরি করেন সেটা সবাই পারে না। আপনার জন্য দোয়া রইলো এভাবে আমাদের কাছে সবসময় যেন রেসিপি দেখাতে পারেন।
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার সব ভিডিও গুলো দেখি। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। খুব মজা করে কথা বলেন ভালো লাগে। আপনার। জন্য অনেক অনেক দোয়া।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা রেসিপি দিয়েছেন। অনেক উপকৃত হলাম। অনেক সহজ একটা রেসিপি। যে কেউ সহজেই রান্না করতে পারবে। দোয়া রইলো আপনার জন্য। ❤❤
Can you please tell me the English name for পিপুল which one you used in kabab masala before . I saw something like that at Indian store but not sure . It’s called kapok buds. Any way I live in Texas .
একটা রেসিপি কেউ একজন করলে সেটা সবাই ধুমায় তৈরি করে আর, কেনরে ভাই ইউনিক কিছু করা যায় না, আপনি আলাদা খরচ কমায় সহজ করে দেখান ভালো লাগে সত্য হলো আমরা গরিব, এত ফুটানি দিয়া খাবার আমরা খেতে পারিনা,তাতে খরচ পরে যায় অনেক
ভাবিরা কখনো তামা তামা শুধু খায় না।ভাইয়েরা রান্না করলে ভাবিরা হেল্পিং হ্যান্ড হয়।ভাবিরা বরাবরই ১ জন সন্তান,কারো বোন,কারো জীবন সংগী,কারো ভাবি,চাচী,ফুপি,,,,,আবার কারো মা,,,,,
Sohoj vabe dekhalen khub valo laglo....cream tream er jhamekar jonyo korbo krbo korew kora hochhilona....ata amr khub pochhonder........dhonyobad... Ghoroya upaye dekhabar jonyo...... From India
ভাইয়া আমার টেনশন মুক্ত করে দিয়েছেন অন্যান্য নবাবী সেমাই দেখে যে খরচ তারা দেখায় আমাদের মত মধ্যবিত্ত দের পক্ষে সম্ভব না আপনার টা দেখে আমার সহজ মনে হইছে ইনশাল্লাহ ঈদে বাড়িতে করবো রেসিপিটা আপনার দাওয়াত রহিলো সপরিবারে চলে আসবেন। ধন্যবাদ। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আমিন।
ভাই, আপনার ইউনিকনেস হল আপনি সহজ ও আমাদের সাধ্যনুযায়ী করে রেসিপি দেখান যে আমরা বানিয়ে খেতে পারি, সেই সাথে আর ভয়েজগুলো শুনলে মন ও ভালো হয়ে যায়, কাইশ্যার ভিডিও দেখা লাগে না🤣
ভাইয়া আমাদের মত middle class বাঙালির মনের কথা বললেন।।আপনার কথা শুনেই চনেলটাকে subscribe করে ফেললাম।এরকম middle class বাঙালির কথা মাথাই রেখে ভিডিও দেওয়ার আহ্বান রইলো।।❤️
ঠিক বলেছেনএকদম।।।।রেসিপির ইনগ্রিডিয়েন্স দেখে বানানোর সাহস পাইনা।।মন চাইলেও বানাইতে পারিনা আর খাইতে বা খাওয়াতে পারিনা।।।অনেক ধন্যবাদ ভাইয়া।।অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল ❤️❤️
খুব ভালো লেগেছে আপনার রেসিপি। ইন শা আল্লাহ আমার হাজবেন্ড কে বানিয়ে খাওয়াব।আমাদের মত গরিব মানুষদের এমন গরিবি রেসিপি ই হওয়া উচিত।
আমাদের মত মধ্যবিত্ত পরিবারের মানুষের কথা মাথায় রেখে আপনি যে সব সময় সহজ করে রেসিপি দেখান।।আর অরিজিনাল রেসিপি দেখালেও সহজ উপায়টা বলে দেন এই জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে।।❤️❤️❤️।।।।রেসিপির ইনগ্রিডিয়েন্স দেখে বানানোর সাহস পাইনা।।মন চাইলেও বানাইতে পারিনা আর খাইতে বা খাওয়াতে পারিনা।।।অনেক ধন্যবাদ ভাইয়া।।অন্তরের অন্তস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল ❤️❤️
ঠিক বলেছেন
একদম ঠিক কথা ভাইয়া
বেনেলা এছেন্ছএর বদলে কি এলাচ দেওয়া জাবে
তাই নাকি 😊😊
ভাইয়া আপনি যে সত্যি কথা বলেন এতে করে অন্য ইউটিউবার রা আপনাকে কিছু বলে না? মানে রাগ করে না। অনেক খবার জিনিস নষ্ট হয় এই ভুল রেসিপির জন্য, আল্লাহর কাছে এর জন্য হিসাব দিতে হবে একদিন তাদের। আর আপনি ই একজন যিনি দেখায়ে দিলেন কিভাবে হালাল উপার্জন করতে হয়।অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা আপনার জন্য 💕💕💕💕💖💖
জি, আমার বিরুদ্ধে কয়েকটা গ্রুপও খোলা আছে, কিন্তু অনেক চেষ্টা করেও কিছু করতে পারছে না, কারন আমার কথা মিথ্যা, এটা তারা প্রমান করতে পারছে না ! তাই তারা নিজেরা নিজেরা মিলেই আমার সমালচনা করে, আর ওইসব গ্রুপে আমার আমার ঘনিস্ট কিছু মানুষ আছে, যাদের মাধ্যমে আমি এসব খবর পাই ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
@@EnjoyAmarRannaghor cornflour er alternative ki chaler gura hote pare??
Bhai amr basa theke ghee nia jan
@@EnjoyAmarRannaghor vaiya tel diye vajle hobe na
Freeze poresker
ক্রিমের জন্য এ নবাবী সেমাই খাওয়ার ইচ্ছে থাকলেও খেতে পারিনি।এবার ঈদে মাস্ট ট্রাই করব।ধন্যবাদ এমন একটা রেসিপি দেয়ার জন্য
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
ঠিক বলছেন
আমারও একই অবস্থা হয়েছিলো আপু!
Kamon hoyeche cream chara sheta to bolen apu
@@Irinnn ভীষন মজা হয়ছে আপু।প্রায় বানাই এখন
Ami ajke ei recipe follow kore semai baniyechi....Etttto tasty hoise.. MasaAllah..ki r bolbo...lajobab..
ঈদের জন্য কে কে রেসিপি টা দেখতে আসছেন
আমি
Ami🤭
আমি 😁
আমি
আমি
Khub practical kotha bolar songe songe rannar recipe bola....akta darun art.eta dekhei jive jol ese galo.thank you...
ভাই আপনার প্রতিটা রেসিপি দেখলে মনের মধ্যে একটু শান্তি শান্তি লাগে.....আহা আমাদের মত গরীব কিন্তু সৌখিন মানুষদের জন্য আপনি অসাধারণ ভাবে জিনিস পাতি তৈরি করেন। ভালোবাসা ❤️ (বিরাট ফ্যান)
Amio baniyeci..😁😁
Prothom prothom vhy paici..moja hobe kina...😪😪
Akhn kheye dekhlm sotti onk moja hy..🥰🥰🥰😘😘😘😘tnx vaiya...❣️❣️
আমি বানিয়েছি আজ এটা। ঘি নাই বলে সয়াবিন তেল দিয়ে ভেজেছি৷ সেম এরকম হয়েছে। আর খেতেও খুব মজার হয়েছে। সবাই অনেক পছন্দ করছে। ধন্যবাদ☺☺
ghi er poriborte soabin tal
ভাইয়া আপনার এই সহজ ও অতি মজাদার রেসিপিটা আমি প্রতি ঈদে বানাই আর জামাই পোলাপাইন নিয়া তামা তামা কইরা খাই।
খুব সুন্দর এবং চমকপ্রদ রেসিপি। আল্লাহ পাক আপনাকে সুস্থ ও সুন্দর রাখুন।
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
কিছু কিছু ইউটিউবার এই রেসিপি টা এত বড়লোকী উপাদান ব্যবহার করছে যে খেতে ইচছা করলে ও বানানো হয়নি কখনো, কিন্তু এই রেসেপিটা অবশ্যই বানাবো। আপনাকে অনেক ধন্যবাদ এত সহজ করে দেখানোর জন্য।
"যদিও আমার বুকটা ফাইট্টা গেছে"হাহাহা😄আমিযে কতবার শুনেছি আপনার এই ডায়লগটা!!!খুব ভালো লাগে!!!আপনি অনেক মজা করে কথা বলেন ভাইয়া,,,ভালো থাকবেন,,,সুস্থ থাকবেন,,,দোয়া রইলো💚💜💙
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
এর আগেও দুইবার খুনাফা বানিয়েছি! সাথে কন্ডেস্টমিল্ক ও দিয়েছি! বাট এইবার যেটা বানিয়েছি একদম আপনার রেসিপি হুবহু বানিয়েছি! বাসার সবাই খেয়ে বলেছে এইবারের টা পারফ্যাক্ট হয়েছে!
ধন্যবাদ আংকেল এতো সহজ আর কম খরচে রেসিপিটা শেয়ার করার জন্য!
দোয়া নিবেন💞
Map nia j comments ta korchen shotti oshadharon.supper like dilam apnake
জি ! আমি নিজে অনেক রেসিপি করতে গিয়ে অনেক কিছু নষ্ট করেছি ওদের মাপ ফলো করে ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার ভিডিও দেখে এই প্রথমবার নবাবি সেমাই বানাইছি অনেক ভালো হইছে সবাই পছন্দ করেছে অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আমাদেরকে
আজকে কেন জানি এই রেসিপিটাই মনে মনে চাইছিলাম! ঈদের দিনে এটা বানানোর ইচ্ছা আছে।
বানান ! অনেক মজার ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Amaro issa silo ,,but cream pabona ei niye chintai asilam ekhon lock down ,,peye gelam,, cream sarai ei desert,, Thank you so much vaiya
Voy paici !!!
Bab-ba !!!
Dhomok dia dia runna shekhasse !!!
এর আগেও বানিয়েছি ভালো লেগেছে।আজ আবার বানাতে যাচ্ছি তাই রেসিপিটা দেখতা আসলা।
ভাই ঠিকই বলছেন।ক্রিমের সত্যি সত্যি কোন সাদ নাই।অথচ অন্যরা এই সেমাইটা রান্না করার সময় বলে ক্রিম অশ্যই দিতে হবে।আমাদের সবার এত টাকা নাই।আপনারটাই বেস্ট
আমি করেছি হয় নাই ভাই য়া কনপাওয়া কয় চামচ দুধ কি আদা কেজি
অনেস্টলি বলছি, গতকাল বেশ কিছু রেসিপি দেখছিলাম নবাবী সেমাইয়ের। আজকে আপনার রেসিপি জোশ লাগছে, একটু সহজ টাইপ খুঁজছিলাম। আপনাকে ধন্যবাদ।
ভাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই কঠিন সময়ে এই অসাধারণ রেসিপিটার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার এই রেসিপি দেখে সেমাইটা বানিয়েছি। খুব মজা হয়েছে। সবসময় দামী উপকরণগুলো পাওয়া যায় না। আপনি যেভাবে সাধারন উপকরণ দিয়ে অসাধারণ ডিসগুলো তৈরি করেন সেটা সবাই পারে না। আপনার জন্য দোয়া রইলো এভাবে আমাদের কাছে সবসময় যেন রেসিপি দেখাতে পারেন।
আপনি অনেক মজার একজন মানুষ ভাই ♥️ ভালোবাসা অবিরাম ♥️
আপনাকে অনেক ধন্যবাদ ভাই আমার রান্না দেখার জন্য। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Ey recipe ta ami 1 ta eid ey baniyechi ..khub ee yummy hoisilo .. thanks tamma tamma ... abar banabo arr tamma tamma kore khabo
ভাই আপনার রেসিপি থেকে আপনার কমেন্ট্রি জোস লাগে, live long vai
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
ক্রিম নাই বলে বানাতে পারিনি এটা দেখলাম এখনি বানাবো,,,,, ধন্যবাদ এতো সহজে সুন্দর রেসিপি দেয়ার জন্য।
ভাইয়া খাবার যেমন তেমনি হোক আপনার কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে ধন্যবাদ
Darun mojadar aita. Amio baniyechi. Onk sundor hoise vaia
Dada you are great. You always try to give recipe considering ecoomy. Thanks
Just wow💖,,,,,Try korechi Ar Dekhte+Sadh a otulonio hoise😊🤩
আসসালামু আলাইকুম ভাইয়া ভাল আছেন রেসিপি টা দারুন হয়েছে আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুক
ওয়ালাইকুম আস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Vaiya apner recipe dekhe koyekbar baniyeche,,khub khub testi hoyechilo,,thanks..Onek kothin recipe oo apni khub sohoj Kore den,,tai amader gorib er pokkhe SEI ranna khub sohoj hoy.
মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে। আল্লাহ আপনাকে সবসময় সুস্থ রাখুন
ক্রীম না থাকায় সেমাইটা তৈরি করতে পারছিলাম না,কিন্তু আজকে আপনার রেসিপি টা দেখে তৈরি করবো ইনসাআল্লাহ্
Uncle আপনি যদি উপকরণ গুলোর পরিমাপ description box e den tahole amamder jonno onek valo hoy
চমৎকার আপনার কথাবার্তা গুলো খুব ভালো লাগে এভাবে আপনার পরিবেশন রান্না করার সহজ পদ্ধতি খুবই খুবই খুবই চমৎকার
Apni onk easy vabe sob recipes dakhan ai jonno onk valo lage ❤️
আমি এমন ভিডিও খুজছিলাম,ক্রিম ছাড়া, ক্রিমের জন্য ইচ্ছা থাকলেও বানাতে পারিনি,ইনশ আল্লাহ এবার ট্রাই করবো
Idaning apnar recipe er jonno wait kori
Masha allah onk eassy and yummy hoi..
Allah apnake nek hayat dan koruk..
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Ami bashay baniye chilam Alhamdulillah shobai khub pochondo koreche.. R onek mojaw hoiche.. Mashallah.. Apnake onek dhonnobad eto shohoj ekta recipe deyar jonno 🖤🖤🖤🖤🖤🖤🖤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
অনেক সুন্দর রেসিপি ভাইয়া
আমি বাড়িতে লাচ্চা সেমাই বানাই
ইনশাআল্লাহ বাড়ির বানানো সেমাই দিয়ে এটা বানাবো
তাই নাকি ! দারুন তো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আমি সবসময় আপনার রেসিপি টা দেখে করি।আমার ভাই এমনিতে লাচ্ছা সেমাই খেতে পারেনা কিন্তু এটা খুব মজা করে খায়।ধন্যবাদ সহজ করে দেখানোর জন্য 😊
হেব্বি জোসের একটা আইটেম।
খালি বানামু আর তামা তামা কইরা খামু.
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। আপনাকে আমার খুব ভালো লাগে আমি আপনার সব ভিডিও গুলো দেখি। আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি। খুব মজা করে কথা বলেন ভালো লাগে। আপনার। জন্য অনেক অনেক দোয়া।
খালি বানাইবেন আর তামা করে খাইবেন😂😂love this punch line.😍
Verynice
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সুন্দর একটা রেসিপি দিয়েছেন। অনেক উপকৃত হলাম। অনেক সহজ একটা রেসিপি। যে কেউ সহজেই রান্না করতে পারবে। দোয়া রইলো আপনার জন্য। ❤❤
গরীবের নবাবী সেমাই
আপনি তৃতীয় হইছেন ! হার্ট পাইছেন ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আমি অনেক রেসিপি আপনার ভিডিও দেখে বানাই। এটাও আজ বানালাম। সত্যিই খুব মজাদার হয়েছে। আপানাকে অনেক অনেক ধন্যবাদ এতো সহজ করে ভিডিও বানানোর জন্য
ভাই জনগনের একটা অনুরোধ আপনার পরিবারের সবাইকে দেখতে চাই 🙏🙏🙏
Ami o jante cay apner personal life somporke jodi apner kono problem na take
@@marshallhazra7386 hm jante paren
Agree
Can you please tell me the English name for পিপুল which one you used in kabab masala before . I saw something like that at Indian store but not sure . It’s called kapok buds. Any way I live in Texas .
@@emranatasnim6600 পিপুল means pepper...hope it's helpful to you..
Amr wife apnr recipe ta dekhe khawalo onk testy hoyechilo tnx
Hahaha Ghee dite bukta fete gese😂😂😂I love this channel
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
খুব ভাল লগল এত সহজ বাভে রেসেপিটা দেখানোর জনৌ
Dhonnobad vai, khub tention e chilam eta parbo kina. Koto kicho lage, but ekhon mone hocche parbo . Apni onek sohoj kore dilen.
ক্রীমের জন্যই এতদিন সেমাইটা বানাতে পারিনি।আজকে বানাবো।ধন্যবাদ, আপনাকে এত সহজ করে রেসিপিটা দেখানোর জন্য।
একটা রেসিপি কেউ একজন করলে সেটা সবাই ধুমায় তৈরি করে আর, কেনরে ভাই ইউনিক কিছু করা যায় না,
আপনি আলাদা খরচ কমায় সহজ করে দেখান ভালো লাগে সত্য হলো আমরা গরিব, এত ফুটানি দিয়া খাবার আমরা খেতে পারিনা,তাতে খরচ পরে যায় অনেক
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Vaiya faluda recipi deben pls pls vaiya
Vhi osadharon akta manus apni.ami sudhu apnr kotha sunte apnr recipe dekhi pray
ভাই, আপনার বউয়ের তো খুবই সুখ। আপনি এত সুন্দর সুন্দর রান্না করেন আর ভাবি শুধু তামাতামা করে খান।😄😄
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
ভাবিরা কখনো তামা তামা শুধু খায় না।ভাইয়েরা রান্না করলে ভাবিরা হেল্পিং হ্যান্ড হয়।ভাবিরা বরাবরই ১ জন সন্তান,কারো বোন,কারো জীবন সংগী,কারো ভাবি,চাচী,ফুপি,,,,,আবার কারো মা,,,,,
Sohoj vabe dekhalen khub valo laglo....cream tream er jhamekar jonyo korbo krbo korew kora hochhilona....ata amr khub pochhonder........dhonyobad... Ghoroya upaye dekhabar jonyo...... From India
😂😂😂😂
Chef er sense of humor darun
Right??
ভাইয়া অনেক দারুন হইছে ধন্যবাদ আপনাকে রেসিপিটা দেখানোর জন্য
সবাই কত্ত সহজ জিনিস কে কঠিন করে ফেলে..!!!
কত্ত সহজে হয়ে গেলো
এই ক্রিমের জন্যই অনেক জন বানায় না..!!
ক্রিম দিলে যে টেস্ট হয় এভাবে ঐরকম টেস্ট হয়না
ওরে ভাইয়া কি যে মজা হইছে আপনার রেসিপি ফলো করে। আমি আবার এক্টু পেস্তাবাদাম গুড়া করে দিসি।আহ,,,কি স্বাদ!
ইনশাআল্লাহ ভাই
ঈদের দিন বানাবো আর তামা তামা করে খেয়ে পেলব😂😂😂😂😂
বানান ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Ajk ami try korlam for the very first time taste just delicious😋
Ammu abbu shobar valo lagse tnx vaiya😊
খুব ভালো হয়েছে রেসিপিটি। আপনার জন্য অনেক শুভ কামনা রইল। 💓💓
Vi apnar recepi jai hok
Apnar Kotha gula khub mojar
ভাইয়া, আপনি কুনাফার একটা সিম্পেল রেসিপি করে দেখাবেন যাতে বানাতে পারি প্লিয!
আচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
vaia kunafara akta video pls dien amio cai akta easy kunafar recipe
Mashaalla khub sundor hoiche 👍👍👍
I can not but laugh a lot hearing the humorous natural words of presentation. I like him enough.
আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
সেইতো ঘুরেফিরে আপনার রেসিপিই ভালো লাগে।🥰 বানাবো আর তামা তামা করে খাবো ইনশাআল্লাহ। 🥰
Yummy 😋 recipe 👌.I will make it for Eid.Amar channel dekhar amontron roilo.Eid Mubarak.
ঈদ মুবারক ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
@@EnjoyAmarRannaghor thank you. do you have any feedback and tips on how I can improve? 😄
দারুণ রেসিপি শেয়ার করার,জন্য ধন্যবাদ ভাই
Assalamualaikum your speech so much enjoyable. Thanks. 🤣🤣🤣
ভাইয়া আপনার রেসিপি গুলো আমি বাসায় করে দেখেছি সত্যিই অনেক ভালো হয়,সবাইকে রান্না করে খাইয়েছি অনেক অনেক প্রসংশা পেয়েছি।
আমি এইবার ঈদে এইটা বাসায় try করবো🙋♀️🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
ভাইয়া আপনার কথাগুলো শুনে খুব মজা পাইলাম 😂😂
এখন থেকে আপনার সব রেসিপি গুলো ফলো করবো, ইনশা আল্লাহ
সুন্দর হইছে কামরুল ভাই। আপনার গ্রামের বাড়ি কোথায় জানতে চাই
আমার বাবার বাড়ী দিনাজপুর। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
onk vlo hoiase.........cream chara o vlo hoiase....
Vai conflower absences onno kichu dewa jabe?
বার্লি, চালের গুঁড়া, ময়দা এগুলো ব্যাবহার করতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
ইনশাআল্লাহ ১তারিখে বানাবো,আমার হাজবেন্ডের বার্থডে তে🥰🥰
You are so funny and a happy person ☺️by the way good recipe 🤤
Apner kotha gulo khub sunder. I enjoy it
❤️
Love you uncle
Your style of talking so amusing
তাই নাকি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
চমৎকার হয়েছে তবে একটা কথা খুব ভালো লেগেছে সেটা হলো কোদালের মত করে উঠানো 😍
আসসালামুয়ালাইকুম ভাইজান কেমন আছেন, আইসকাতো আমিও নবাবজাদা থুক্কু নবাবি সেমাই খাওয়াইছি হজ্ঞলরে😂😁
ওয়ালাইকুম আস সালাম। আপনে কই পলাইছিলেন?? দুবাই গেছিলেন নাকি !!! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
@@EnjoyAmarRannaghor পলাইছিলাম ঠিকই কিন্তু করোনার লিগাতো আমারে দুবাই ঢুকতেই দিলোনা যামু কেম্নে হি হি হি হি😂
Apnar recipe dekhte khub valo lage, shudhu apnar sundor vabe bujhanor karone.onk valobasha roilo. Egiye jan❤️❤️
ডিসলাইক যে ৮ জন দিছে তাদের চেহারাটা দেখতে মন চায়।
হা হা হা ! ডিজলাইক না দিলে লাইকের মর্যাদা থাকে না তো ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
conflower na thakle ki korbo
ভাইয়া আমার টেনশন মুক্ত করে দিয়েছেন অন্যান্য নবাবী সেমাই দেখে যে খরচ তারা দেখায় আমাদের মত মধ্যবিত্ত দের পক্ষে সম্ভব না আপনার টা দেখে আমার সহজ মনে হইছে ইনশাল্লাহ ঈদে বাড়িতে করবো রেসিপিটা আপনার দাওয়াত রহিলো সপরিবারে চলে আসবেন। ধন্যবাদ। আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আমিন।
ভাই, আপনার ইউনিকনেস হল আপনি সহজ ও আমাদের সাধ্যনুযায়ী করে রেসিপি দেখান যে আমরা বানিয়ে খেতে পারি, সেই সাথে আর ভয়েজগুলো শুনলে মন ও ভালো হয়ে যায়, কাইশ্যার ভিডিও দেখা লাগে না🤣
ভাই, কাইশ্যা কি/ কে? বুঝিনি।
ভাইয়া আপনার রেসিপি সবাই করতে পারবে আপনার রেসিপি আমার অনেক ভালো লাগে।
Hahahahaha 🤣🤣. Recipe ta valo lagse sathe apnar dialogue o...🤣🤣
Mashallah dekhte onk sundor hoiche.. I think khaitew onk test hobe inshallah.... 😋👌👌
জি, খেতেও মজার ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
I tried this item. It is just wow
আপনি এতো সুন্দর করে কথা বলেন।
তাই তামা তামা করে খেতে মন চায়,
আর আপনাকে দেখতে ইচ্ছে করে।
ঈদ মোবারক।
ভাই,আড়াই কাপ দুধ মানে কতোটুকু? পরিমানটা লিটারে উল্লেখ করলে সুবিধা হতো...
Arae cup mane koto litter keu janle bolben
1 cup a 250 ml
আমিও চাইছিলাম এই ঈদে নবাবি সেমাই বানাবো। 😊😊সব ইউটিউব চ্যানেল এ দেখলাম ক্রীম দিয়ে বানাইছে।😥😥 কিন্তু আমার বাসায় ক্রীম নাই।😥😥এজন্য বানানোর আশা ছেড়ে দিলাম😭😭। তবে আজকে আপনার রেসিপি দেইখ্যা আমার নিভে যাওয়া আশার প্রদীপ আবার জ্বলে উঠেছে 😇😇।আপনাকে অনেক ধন্যবাদ রেসিপি টা দেওয়ার জন্য😍😍 ।।।এখন খালি ঈদের দিন এই হেব্বি জোশের নবাবজাদা সেমাই বানামু আর তামা তামা কইরা খামু।।😎😎
জি। এভাবে বানান ! একদম একই স্বাদ পাবেন ইনশাহ আল্লাহ্। আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
আহারে এএএ ভাইডার কইলজ্জ্যা ডা ফাইট্টা গেছে এক টেবিলচামচ ঘি দেওয়াতে 😂🤣😃😄
😤😤😤😤🤣🤣🤣🤣
হা হা হা ! হি হি হি ! আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ্ আপনাকে সুস্থ, সুন্দর আর নিরাপদে রাখুন।
Sir apnar ranna golo khobi bhalo lage.