ভারতের প্রথম মহিলা গোয়েন্দা | Neera Arya | Netaji

Поділитися
Вставка
  • Опубліковано 19 вер 2024
  • Neera Arya was an Indian freedom fighter who played a key role in the struggle for independence, particularly as a member of Netaji Subhas Chandra Bose’s Indian National Army (INA). She is remembered for her bravery and her contribution to the freedom movement. Arya is often highlighted for her sacrifice, as she was deeply committed to the cause of India's liberation from British rule.
    One of the most dramatic stories associated with Neera Arya is her act of killing her own husband, Shrikant Jai ranjan, who was a British intelligence officer. He was accused of betraying Netaji, which led Neera to take this extreme step in the service of her country and her loyalty to Netaji.
    Despite facing immense personal challenges, including imprisonment and torture by the British authorities, Neera Arya remained a symbol of courage and patriotism. Her legacy continues to inspire many as a powerful figure in India's independence movement.
    My other social platforms
    ------------------------------------------------
    UA-cam
    Journey with Bose: / @kunalbose
    Voice of Kunal:
    / @voiceofkunal
    Facebook Page:www.facebook.c...
    Instagram account:
    www.instagram....

КОМЕНТАРІ • 216

  • @sreelekhapal9181
    @sreelekhapal9181 День тому +12

    আমরা ভারতবাসী অথচ আমাদের এই ভারতবর্ষের মূল ইতিহাস টাই আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আর এটাই আমাদের ব্যর্থতা। কতো কিছুই না অজানা থেকে যেতো যদি না ঈশ্বর আপনার খোঁজ পাইয়ে দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন সবসময় সপরিবারে। 🙏

  • @biswajitchhutar7216
    @biswajitchhutar7216 День тому +20

    অনেক দিন এই চরিত্রের সম্বন্ধে জানতে চেয়েছিলাম আজ সেই আসা পূর্ণ হলো।। কুণাল দা চালিয়ে যান , আপনার বলার ধরন খুব সুন্দর।।

    • @keshabchandradey1999
      @keshabchandradey1999 День тому

      😅,পড়ে ছিলাম কিনতু এতটা ডিটেল এ নয়।ধন্যবাদ কুণাল বাবু।

  • @soumyadipsantrasoumyadipsa4338
    @soumyadipsantrasoumyadipsa4338 День тому +9

    বীরাঙ্গনা, মহীয়সী ও মহান স্বাধীনতা সংগ্রামী নীরা আর্য কে আমার শতকোটি প্রণাম। ওঁনার বীরত্বের কাহিনী আগে ও শুনেছি। তবে, ওঁনাকে নিয়ে এত সুন্দর একটি প্রতিস্থাপনা এই প্রথম দেখলাম। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কুনাল বাবু। আসলে, নীরা আর্য -এর মতো মহানতম বিপ্লবী র জীবন কাহিনী বারবার শুনতে ইচ্ছা করে। ভাবতে বিস্মিত লাগে যে, ওঁনা্রা নিজেদের সারাজীবন কিভাবে উৎসর্গ করে গিয়েছেন,দেশকে স্বাধীন করার জন্য। আজকের সময়ে দাঁড়িয়ে এরকম একজন দেবীতুল্য নারীর সংগ্রামের কাহিনী নারী-পুরুষ নির্বিশেষে সমগ্র নাগরিক সমাজ কে উজ্জীবিত করবে।
    জয় হিন্দ🇮🇳🇮🇳

  • @Bharati1510
    @Bharati1510 День тому +13

    না জানা ছিল না, খুব ভালো লাগলো কুণাল ভাই, এখন অনেক মেয়ের মধ্যে ই বিপ্লবী মনোবল আছে, সেই টা তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেল।
    সত্যি এই সব শুনলে, শরীর সিউড়ে উঠে।
    খুব ভালো মত বল।
    এই রকম বিপ্লবী জিনিস শুনতে খুব ভালো বাসি।
    জয় হিন্দ 🇮🇳🇮🇳

  • @sweetrupsa.rohan.3634
    @sweetrupsa.rohan.3634 День тому +9

    অনেক ধন্যবাদ আপনাকে , চোখের জল নিজের অজান্তেই গড়িয়ে গেল। কত কষ্ট করে কত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই ভারত। পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় এই বীর সন্তানদেরকে ।😢

  • @sangeetaduttabanik.
    @sangeetaduttabanik. День тому +7

    অপূর্ব একটি প্রতিবেদন...❤❤❤...এবং অপূর্ব নিবেদন...এক দুর্গার কাহিনী শুনলাম...নীরা আর্য এর বীর বীরাঙ্গনার কাহিনী...।।...তোমারে সেলাম.....জয় হিন্দ.....🇮🇳🇮🇳🇮🇳
    ৭ মিনিটস পরে দেখেছি...শুরুতেই ৮ নম্বরে লাইক 👍 করেছি...।।...দেখে নিয়ে ১ ঘণ্টা পরে কমেন্টস করলাম...।।

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o 2 дні тому +16

    আর এক মা দূর্গার কাহিনী জানলাম। আপনার এইরকম প্রতিবেদনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।

  • @Rupali-m7r3r
    @Rupali-m7r3r День тому +15

    চোখের জল ধরে রাখা যায় না।

  • @kri972
    @kri972 День тому +3

    কুনাল দাদার প্রয়াসে বীর বিপ্লবী বীরাঙ্গনাদের সম্পর্কে জানতে পারে চোখে অশ্রু সর্ব অঙ্গে অস্থিরতা হচ্ছে, জয় গুরুদেব জয় হিন্দ

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o 2 дні тому +7

    ভারতমাতার সেবা করার জন্য এইরকম মহিলাকে শত কোটি প্রনাম জানাই।

  • @madhumitadas9340
    @madhumitadas9340 День тому +4

    অসাধারণ লাগলো। অজানা বিষয় জানা গেলো। ধন্যবাদ কুনাল দা। ❤

  • @monikapaul1593
    @monikapaul1593 День тому +2

    অসাধারণ একটি সত্যি কাহিনী যা পড়ে তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরো হাজার গুণ বেড়ে গেল এবং মনে হলো অন্যায় কাজ যেখানেই হোক তার প্রতিবাদ করতে হয় তবেই তো অপরাধীরা ভয় পাবে

  • @supratikbanerjee3447
    @supratikbanerjee3447 День тому +1

    অসংখ্য ধন্যবাদ এই সব শোনার সুযোগ করে দেওয়ার জন্য ♥️♥️🙏🙏

  • @Quamrulsikdar-sq2fi
    @Quamrulsikdar-sq2fi День тому +4

    অসংখ্য শ্রদ্ধাঞ্জলি আশীর্বাদ এবং ভালোবাসা রইলো ওই মহীয়সী নারী "নীরা আর্য"র প্রতি।
    🇧🇩 থেকে শুনছি।

  • @abhinaba1980
    @abhinaba1980 День тому +3

    Pronam neben Neera Arya...Jai Hind.... tomake selam 🎉🎉🎉

  • @seulideb1455
    @seulideb1455 День тому +1

    সত্যি অবিশ্বাস্য। আমি কখনো জানতামই না এই বীরাঙ্গনাদের কথা।Salute জানাই

  • @AshokDas-fs5eb
    @AshokDas-fs5eb 8 годин тому +2

    আজকে জানতে পারলাম,প্রকৃত দেশপ্রেমীর কথা,আগে জানতাম না।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊

  • @ranaghosh6933
    @ranaghosh6933 22 години тому +1

    সত্যি জানতাম না এই বীরাঙ্গনার ইতিহাস। স্যালুট জানাই ওনার আত্মত্যাগ কে।

  • @subratamukherjee462
    @subratamukherjee462 День тому +2

    আমি নেতাজী ভক্ত। নেতাজী কে জানার জন্য অনেক বই পড়েছি কিন্তু বীরাঙ্গনা নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানতে পারলাম সাথে সমৃদ্ধ হলাম। জয়তু নেতাজী, জয়তু নীরা আর্য।

  • @manisharay7265
    @manisharay7265 День тому +1

    সত্যিই অভিভূত হলাম । সশ্রদ্ধ প্রণাম জানাই এই মহীয়সী কে ।

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 День тому +3

    Can't resist my tears. After all these sacrifices did we get this kind of freedom? Very sad😢
    🇮🇳 Joy Hind 🇮🇳

  • @souravdey3822
    @souravdey3822 День тому +8

    কতো ইতিহাস চাপা পড়ে আছে!! আমরা এদের কাছে পাপী, এদের এতো আত্মত্যাগ,অথচো আমরা এদের ইতিহাসটুকুও স্মরণ করি না!! করবো কিভাবে,জানতাম ই না যে!!ক্ষমা করবেন!!

  • @arundhatiganguly5509
    @arundhatiganguly5509 День тому +3

    🙏🙏 জয় হিন্দ। আরও বিপ্লবীদের সম্বন্ধে জানতে চাই।

  • @susmitabedajna2604
    @susmitabedajna2604 День тому +1

    কিছুই জানতাম না। অনেক শ্রদ্ধা এই মহীয়সীর প্রতি। জয় হিন্দ।

  • @amitmajumdar8156
    @amitmajumdar8156 День тому +1

    অসাধারণ। কুণাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। আমি জানতাম না এই তথ্য। শুনতে শুনতে চোখে জল এসে গেল। আপনি আর অন্য কোনো বিষয় আলোচনা না করে শুধু নেতাজী এবং তাঁর সহযোগী যোদ্ধাদের অজানা কথা আমাদের জানিয়ে চলুন। আবার আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ধন্যবাদ।

  • @RomaDas-sj5hs
    @RomaDas-sj5hs 21 годину тому +1

    এক কথায় অসাধারণ কথাগুলো শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো❤❤❤

  • @papridas887
    @papridas887 Годину тому

    কত শত এমন ইতিহাসে অবহেলিত মানুষজনের জন্য আজ আমরা স্বাধীন হয়েছি। শুনতে-শুনতে চোখে জল চলে এলো। কেন আমরা এনাদের কথা ইতিহাস বইতে জানতে পারবো না? ইউটিউব না থাকলে তো জানতেই পারতাম না।

  • @kaberisinha5578
    @kaberisinha5578 День тому +1

    নীরা আর্যর জীবনী পড়তে চাই। ভারতের আসল ইতিহাস তো আমাদের অজানা। নেহেরু যেমন চেয়েছে তেমন ইতিহাস লেখা হয়েছে।

  • @subhrachatterjee1177
    @subhrachatterjee1177 День тому +1

    আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ বাহিনীতে যে নারীরা যোগদান করেছিলেন তাদের নামটা জানতাম। কিন্তু তাদের সবার জীবন কাহিনী টা জানা সম্ভব আমার পক্ষে হয়নি। তাই আজকের ভিডিও থেকে এইরকম একটি জীবন কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো। কুনাল দা এইরকম আজাদ হিন্দ বাহিনী , নেতাজি, এবং তাদের সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাই।
    খুব ভালো থাকবেন কুনাল দা। 🙏

  • @rinasadhukhan5963
    @rinasadhukhan5963 День тому +1

    অসংখ্য ধন্যবাদ জানাই, আর আজ লজ্জা হচ্ছে এইসব মহান দেশপ্রেমিক দের ত্যাগের কি মূল্য আমরা দিচ্ছি।

  • @MeghnathPolley-r7k
    @MeghnathPolley-r7k Годину тому

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিপ্লবী নারীর সম্বন্ধে জানানোর জন্য

  • @RajuHalder-b7o
    @RajuHalder-b7o 2 дні тому +7

    ভারতকে মাতাকে টুকরো টুকরো করার সড়যন্ত্র চলছে তাই ভারত মাতাকে অখন্ড রাখার জন্য এইরকম দূর্গারুপী মায়েদের বর্তমানে খুবই প্রয়োজন দেখা দিয়েছে।তাই মা দূর্গারুপীদের আগমন হোক এটাই কামনা করি ভারত মাতার কাছে।👏👏👏👏👏👏👏👏👏

  • @PRATIPBAGCHI
    @PRATIPBAGCHI День тому +1

    Infinite Soulful heartiest Pranam to the God 🙏 like son of India, Netaji Subhas Chandra Bose

  • @pulaknaskar9148
    @pulaknaskar9148 День тому +2

    আপনার খবরে ভরে গেল মনটা ।

  • @sayaksc3590
    @sayaksc3590 День тому +1

    Baah Daroon daroon 👌👌 ❤️ Fantastic Eposode ❤ Sotti eta jantam na..Sundor protibedon 🙏🙏 Jai Hind 🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @dharmamandal604
    @dharmamandal604 5 годин тому

    অসাধারন চোখে জলচলে এল দেশ স্বাধীন হল তিনি কিছুই পেলেননা

  • @tanusreebhattacharya2935
    @tanusreebhattacharya2935 День тому +1

    জানতাম না ‌এই প্রথম জানলাম আপনার এই প্রতিবেদন থেকে।

  • @nantuhazra9013
    @nantuhazra9013 День тому

    নিরা মাম কে অন্তর থেকে ভালোবাসা জানাই । স্যালুট ❤

  • @KhalekHouqe-re5wr
    @KhalekHouqe-re5wr День тому +2

    Many thanks for Kunal Da alongwith the support er of you

  • @debabratamukherjee5583
    @debabratamukherjee5583 День тому

    এর আগে এই বীরাঙ্গনার কথা জানতাম না।
    Salute to ,Nira Arya .
    আরো জানতে চাই এই ধরনের তথ্য। ধন্যবাদ

  • @rajsaha7800
    @rajsaha7800 День тому

    অপূর্ব দারুন লাগলো কুণাল দা, তোমার কাছে থেকে এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য তোমাকে জানাই আন্তরিক ধন্যবাদ কুণাল দা।🙏🙏🙏 আর আমি একটাই কথা বলতে চাই, সেটা হলো -জয় হিন্দ,জয় ভারত 🇮🇳🇮🇳🇮🇳 বন্দে মাতরম 🇮🇳🇮🇳🙏🙏

  • @AsitRanjanMukherjee
    @AsitRanjanMukherjee 14 хвилин тому

    কুনাললবাবু, এইগুরুত্বপূর্ন তথ্যটি এত সুন্দর ভাবে জানানোর জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই হতোভাগ্য দেশের জন্যে মহৎ কাজটি করার যোগ্য পুরস্কার দেবার ক্ষমতা আমাদের না থাকলেও vogoban নিশ্চয় দেবেন।
    অনেক আশীর্বাদ ও শুভ কামনা রইলো, এইভাবে চালিয়ে যান।

  • @dharjanathbarman2049
    @dharjanathbarman2049 10 годин тому

    মন্ত্রমুগ্ধের মতো শুনলাম ভিডিও টা।সমৃদ্ধ হলাম দাদা। অনবদ্য উপস্থাপনা আপনার। জয়হিন।

  • @sanjaydey6170
    @sanjaydey6170 День тому +2

    মীরা জীর আপনাদের মত কোন এক জনের মাধ্যমে জেনেছিলাম অল্প,মীরা জী ভারত সরকারের পেনশন ফিরিয়ে দিয়েছিলেন,আর সারাজীবন সবজি বিক্রি করে একা কাটিয়ে দিয়েছেন,ব্যস এইটুকু ইতিহাসের পাতায় কোন দিন পোড়ানো হয় নি আমাদের, সেই জন্য আমারা আমাদের ইতিহাস জানতে পারিনি,কুনাল দা আপনাকে অনেক ধন্যবাদ জানাই

  • @gouravroy3683
    @gouravroy3683 День тому

    অসাধারণ লাগলো। কুনাল দা ধন্যবাদ এই ধরনের তথ‍্য আমাদের সামনে তুলে ধরার জন‍্য।। 🙏

  • @kaushikbanerjee414
    @kaushikbanerjee414 День тому

    সমৃদ্ধ হতেই হয় অজানা ইতিহাস জেনে স্যালুট আপনাকেও এমন সত্যি তুলে ধরার জন্যে অবশ্যই শেয়ার করছি এখনি
    শুভেচ্ছা রইলো আমার

  • @pampadutta6489
    @pampadutta6489 День тому +1

    অসংখ্য ধন্যবাদ জানাই 🙏🏻

  • @MdHassan-us4pz
    @MdHassan-us4pz 20 годин тому

    পরম শ্রদ্ধা জানাই এই মহিয়সী নারীকে।

  • @PujaBera-x5o
    @PujaBera-x5o День тому +1

    প্রনাম এই মা কে🙏🙏🙏

  • @amitavabhattacharya3809
    @amitavabhattacharya3809 День тому +1

    আমি জানতাম না। শোনার পর মনে হলো আপনার হাত ধরে... না থাক, এই অনুভব আমার বুকের মধ্যে জমা থাক।

  • @JewelSarkar-lk4wv
    @JewelSarkar-lk4wv 20 годин тому

    কত নিরা আর্য, কত প্রীতি লতা অখণ্ড ভারতের মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। আজ সেই মাটি কোথায়? আজ সেই মুক্তি কোথায়!

  • @ArunavaMandal-g3y
    @ArunavaMandal-g3y День тому

    অসাধারণ..❤️
    এরকম কাহিনী আরও শুনতে চাই কুণালদা ❣️

  • @RahulRoy-po9ct
    @RahulRoy-po9ct День тому +2

    🙏JAI HIND 🙏
    🙏 VANDEMATARAM 🙏

  • @pradipmaity6835
    @pradipmaity6835 2 години тому

    মি: বোস আপনাকে অশেষ ধন্যবাদ। নেতাজী সহ কিছু হয়তো জানা ছিল। তবে আপনার চ্যানেল যখন চোখে পড়ে, শত ব্যস্ততা থাকলে ও আপনার বিষয় শুনতে থাকি। নেতাজী হ্যাটস্ অফ।

  • @subirsharma
    @subirsharma 21 годину тому

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই রকম ইতিহাস জানানোর জন্য। আর আর এমন ইতিহাস আরো জানানোর অনুরোধ রইলো

  • @mdmejanurrahman6093
    @mdmejanurrahman6093 День тому +1

    Excellent best sad story in my life. I wish Nela in the Haven.RAHMAN NEWYORk USA

  • @uttambiswas-qi4it
    @uttambiswas-qi4it 12 годин тому +1

    শুনে মন ভারাক্রান্ত হয়ে গেছে তবুও শ্রদ্ধা নিবেদন করছি ‌।

  • @abirmukherjee5042
    @abirmukherjee5042 10 годин тому

    অসাধারণ ব্যক্তিত্ব, এইরকম আরো ভিডিও চাই

  • @saradakundu5928
    @saradakundu5928 23 години тому

    Apnak onk dhonyobad erokm kore bharater swadhinitar itihas niye bolar jonyo🙏

  • @babymukhopadhyay6160
    @babymukhopadhyay6160 День тому +2

    ভাইয়া, শরীর টা কেঁপে কেঁপে উঠলো।এক অসাধারণ, বীর মুক্তিযোদ্ধা নারীর 😂জীবন। ভাবতে ভাবতে কিছু ক্ষন কেটে গেল।

  • @subhrachatterjee994
    @subhrachatterjee994 8 годин тому

    অপূর্ব বলার কোনো ভাষা নেই

  • @milankumarmaity9758
    @milankumarmaity9758 День тому +1

    দাদা আপনাকে অনেক ধন্যবাদ 🎉🎉🎉❤❤❤

  • @saptaparnasarkar3089
    @saptaparnasarkar3089 День тому

    Sotti Dada....chokhe jol chole alo.......amra see desh rokkha korte aj byarth.....salute janai tomay......aaro etihas tule dhoro.....aagami te

  • @parthabarman3131
    @parthabarman3131 День тому +1

    Asol history , Jai Hind

  • @jayantabandopadhyay1111
    @jayantabandopadhyay1111 День тому

    অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য 🙏🙏

  • @rimajaiswalsaha4882
    @rimajaiswalsaha4882 День тому

    Asadharon laglo Nira Aryar kahini o Netaji tatha desher jonno tar attotyag,, prothom sunlam, erokom aro sottikarer deshopremer galpo jante jai, Carry on Kunal da, hat's off to you and Anandi

  • @BkrmZ-f2u
    @BkrmZ-f2u 5 годин тому

    অসাধারণ। প্রথমবার জানলাম

  • @sujatabhattacharyya8004
    @sujatabhattacharyya8004 7 годин тому

    জানতাম না দাদা আপনার থেকে জানলাম খুব ভালো লাগলো

  • @ftfcfootballcamp8843
    @ftfcfootballcamp8843 День тому

    সত্যি কোনো কিছু দিয়ে চাপা দেয়া জায় না সত্য ধীরে হলেও মানুষের কাছে একদিন পৌঁছাবে ।

  • @suvendubose1017
    @suvendubose1017 День тому

    Sir aro ekbar mon ta vore galo

  • @avijitbasak7404
    @avijitbasak7404 День тому

    Ki shonale dada!!!!
    Body vibrate korche ekprokar.
    Ossadharon.
    Erom kichu shona to dur sottii jeta bolle, je erom o hote pare eta vabtei obak lagche.
    Sobtheke obak lagche etokichu sojjho koreo uni beche chilen etodin.
    Ovabonio.
    Tomar prottek ta barta ei video r nirikhe darun.
    Anandi di r voice tao darun maniyeche.
    Sotti chorom ekta informative presentation.

  • @cdas8295
    @cdas8295 9 годин тому

    Thank you so much ❤

  • @sharmisthamahalanabis4992
    @sharmisthamahalanabis4992 День тому

    Nira Arya এর ওপর ভিডিও করতে বলেছিলাম। অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

  • @sudarshonmajumder3927
    @sudarshonmajumder3927 День тому

    আবার অনেক দিন পর আমাদের পুরানো কুনাল Sir কে পেলাম। Sir কেন যে আপনি মাঝে মাঝে অন্য পথে হাড়িয়ে যান বুঝে পাই না। চাল আর কাঁকড় কোন সময় এক নয়। জয় হিন্দ।

  • @gaurangaroy592
    @gaurangaroy592 45 хвилин тому

    Good analysis! Ashes dhanyabad gyapon karchhi, Jay Hind.🇳🇪🌏🪐🙏

  • @chirantandas5771
    @chirantandas5771 День тому +1

    অবশ্য ই জানতে চাই ভারতের সত্যিকারের ইতিহাস।

  • @somaghosh2131
    @somaghosh2131 День тому +1

    এনাদের কথা শুনতে শুনতে আশ্চর্য হয়ে যায়,তখন কি সব মানুষ জন্মেছেন,আর এখন চারিদিকে শুধু লোভী মানুষের ছড়াছড়ি

  • @Kuntalarya-nx5qx
    @Kuntalarya-nx5qx 37 хвилин тому

    জয় আর্য জয় বীরাঙ্গনা নীরা আর্যা জয়❤

  • @mausumidasgupta5316
    @mausumidasgupta5316 10 хвилин тому

    College life e sunechhilam..onek dhonnyabad

  • @rekhachatterjee3284
    @rekhachatterjee3284 День тому

    Joy hind.excellent best sad story.

  • @arijitsain6472
    @arijitsain6472 День тому

    Darun darun laglo dada

  • @Dr.DebaniMullick
    @Dr.DebaniMullick День тому

    অসাধারণ।

  • @sonaliduttamusicandart
    @sonaliduttamusicandart 23 години тому

    Omg!! Thank you soooooooo much for making this video 🙏🏻🪔

  • @asit12344
    @asit12344 День тому

    Darun akta sotti ghotona jana holo🙏

  • @manjudebi4745
    @manjudebi4745 9 годин тому

    আমি জানতাম না দাদা আজ আপনার মাধ্যমে জানলাম । আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @tanmaychakrabarty7160
    @tanmaychakrabarty7160 День тому

    I was not following your vlog, but today I must convey my thanks to you......very informative.....

  • @suvendubose1017
    @suvendubose1017 День тому

    Je history amra poreche tate kothai pabo...tumi na thakle kothai petam...tomai hajar bar pronam..

  • @taniadas793
    @taniadas793 День тому

    Thank u sir khub bhalo laglo..eirokom aro jante chai please.

  • @pradipseal7217
    @pradipseal7217 19 годин тому

    Joy Bharat. Ha ami jani British ra ei rokom ottacher korto.amar thakurma r kache suntan. Khub bhalo video & real video. Bande Ma Taram

  • @manotoshdas2949
    @manotoshdas2949 День тому

    কোটি কোটি প্রণাম

  • @AnUsasii-v6c
    @AnUsasii-v6c День тому

    আজো আমরা স্বাধিন হতে পারলামনা সে যন্ত্রনা বুকে নিয়ে আজো বহে চলেছি।

  • @bhaskarchakraborty6255
    @bhaskarchakraborty6255 День тому

    excellent salute to mira & you.

  • @ashokebanerjee5034
    @ashokebanerjee5034 10 годин тому +1

    এসব কথা শুনে মনে হয় আমরা তো তুচ্ছ তাচ্ছিল্যের অন্ধকারে বিলীন হয়ে যাওয়ার জন্যে জন্মাইনি।আমাদের পেছনে এক উজ্জ্বল ঐতিহ্য বিদ্যমান । আমরা কি পারিনা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে ?
    চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি।
    ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি।
    প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে।
    আনন্দধারা বহিছে ভুবনে।

  • @sabyasachiroy-z6o
    @sabyasachiroy-z6o 8 годин тому

    Khub sundor akta ghat nar sambondhe jante pere abak holam ki asim jiboni sakti. Ami Subash Chandra Bose er Jhansi Bridge sambondhe aro jsnte chai, jadi sambhob hoi janaben. JAI HIND.

  • @mohuamukherjee4792
    @mohuamukherjee4792 23 години тому

    শতকোটি প্রণাম

  • @rinachattopadhyay6403
    @rinachattopadhyay6403 4 години тому

    Subscribe kore dilam... i am salute her.... nice informations... India... west Bengal... kolkata... 20.09.2024... vandemataram...

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 День тому

    I am happy to know the history of Neera Arya by your video. I am interested to know more such history which has not written in school book.

  • @shrabanidutta1231
    @shrabanidutta1231 День тому +2

    Jay hind

  • @kuntaldey2781
    @kuntaldey2781 4 години тому

    জানতাম না ভাই, ধন্যবাদ আপনাকে।

  • @suparnahazrachoudhury3229
    @suparnahazrachoudhury3229 День тому

    Salute Netaji🙏