পেঁয়াজ আমদানি সবার জন্য উন্মুক্ত করা হোক। সবাই যেন LC সহজে খুলতে পারে। কৃষি মন্ত্রনালয়ের ছাড়পত্র যেন সহজীকরণ করা হোক। lower invocing করলে শুয়োরের বাচ্চাদের খোঁয়াড়ে ভরা হোক। খামার বাড়ির কুত্তার বাচ্চারা plant quarantine এর নামে টাকা খেলে ওদের গোঁয়া দিয়ে আইক্কালা বাঁশ দেওয়া উচিত। সবাইকে আমদানির সুযোগ দিতে হবে। সবাই যেন সহজে কাগজপত্র পায় আমদানি করতে। চারজন আমদানি করবে কেন? চল্লিশ হাজার লোক আমদানি করলে কার সমস্যা? শুয়োরের বাচ্চারা লুটপাট বন্ধ করে সবাইকে আমদানির সুযোগ দে আর টাকা খাওয়া বদমাইশি ছেড়ে দে। মজুদদারি এমনিতেই বন্ধ হবে জানোয়ারের বাচ্চারা। তোরাই পাবলিকের পকেট মেরেছিস। তোরা চিহ্নিত জানোয়ার শুয়োরের বাচ্চা জালিম।
@@laijubegum7636 চালের দাম চিরকালই ওঠা নামা করে। এবং তা পেঁয়াজের মত লাগাম ছাড়াভাবে কখনো দাম বাড়েনি। পেঁয়াজ ছাড়া চলে ভাত ছাড়া চলে না। আমি গত দুই মাসে দেড় কেজি পেঁয়াজ কিনেছি, একটা করে তরকারিতে, চলছে তো। শালার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ালে আমরাও পরিবারের সবাই সিন্ডিকেট করে সেই পণ্য কেনা কমিয়ে দেই।
@@abdulalim-dr3ko পেয়াঁজ ছাড়া আপনার চলতে পারে, সবার চলে না, মাছ মাংস তরকারি তেল পেয়াঁজ ছাড়া কি দেয়া যায়? মজাই যদি না লাগে তাহলে ভাত খাবে কিকরে? আর ডাল চালের দাম ওঠানামা ভুল ,ওঠেছে কিন্তু নামেনি , আর যে চাল ছিল বিএনপির আমলে 20 টাকা সেই চাল হয়েছে 65/70 টাকা , মাংস ছিল 80 টাকা সেই মাংস হয়েছে 550 টাকা আর কিভাবে বাড়লে আপনি খুশি হবেন বলতে পারেন? এটা কি লাগামহীন না? আর নিত্যপন্যের হিসেব নাই বা দিলাম, সবকিছুর দিকে তাকালে মনে হচ্ছে দেশে আগুন লেগেছে, তাও মানুষ কিছু বলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ আজ আওয়ামীলীগের কাছে জিম্মি ,মানুষ আজ অসহায়। এই ব্যবসায়ীরা কারা? কারা সিন্ডিকেট করছে? সরকারের লজ্জা নাই তাই ব্যর্থতার কথা না বলে পেয়াঁজ না খাওয়ার উপদেশ দিচ্ছে, একবার ভাতের চাপ কমাতে আলু খেতে পরামর্শ দিয়েছে , আরেকবার পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে নিষেধ করেছে, বলে আমিও খাই না আপনারাও খাবেন না! আর এবার পেয়াঁজ খেতে নিষেধ করেছে, কি , ব্যাপারটা হাস্যকর না? একদিন দেখবেন এইভাবে একটা একটা খেতে নিষেধ করে সব খাবার বন্ধ করে দিবে , আসলে তারা কিন্তু কোন খাবারই বন্ধ করেনি, চাপা মেরে জনগনকে বোকা বানাচ্ছে ,আর তাদের পকেট ভারী করতেছে ।
সরকার কই? বাজারের নিত্যপন্যের দাম তাহাদের মত অসাধারণ লোকদের জন্য মাথাব্যথার কারণ না হলেও সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। জানিনা ভারতীয় আধিপত্যবাদ আর তাদের এদেশীয় দোসরদের হাতথেকে কবে আমরা মুক্তিপাবো
আমাদের দেশের মানুষ সবসময় আগে নিজের লাভ দেখতে চায়। পাশের জনের কী হবে না হবে তার কোন দায় নাই। সামান্য পেঁয়াজের ব্যবসায়ী এই রকম করতে পারে ; তাহলে ভাবেন উপরে কী হয়!!!! এমনি এমনি তো আর মোঘল, বৃটিশ আর পাকিস্তানিরা এই জাতিকে হাজার বছর ধরে শাসন করে নাই। এই স্বার্থপর জাতি এইভাবেই থাকবে।
বলদ মুঘলরা ছিল 1610 থেকে 1700 সাল ব্রিটিশরা 190 বছর পাকি জারজরা মাত্র 23 বছর। কোথায় পাস হাজার বছর ! মুঘল জারজদের বিদায়কে স্বাগত জানিয়েছিল বাঙালি। কারণ ব্রিটিশদের আগমনে শিক্ষা সভ্যতা বিজ্ঞান বিকশিত হয়েছে এই বঙ্গ অঞ্চলে। পাকি জারজরা 1947 এ প্রতারণা করে এবং আমরা 1971 এ তার সমাধান করেছি। ব্রিটেন আমেরিকা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। পনের লাখ বাংলাদেশী বংশগত ব্রিটিশ আছে। সুতরাং ব্রিটেন বাংলাদেশ আমেরিকা কৌশলগত মিত্র। সুযোগ পেলেই বিজাতীয় মিজো লোকরা বাঙালিকে অবজ্ঞা করার ধৃষ্টতা দেখায় এই বেয়াদবের পারিবারিক শিক্ষার অভাব। এদের পূর্বপুরুষদের মুন্সিগন্জের বাঙালি অতীশ যে শিক্ষা দিয়েছিল তা ধরে রাখতে পারে নাই। ফ্যাসিবাদী মন্তব্য করে বাঙালিকে ছোট করার ধৃষ্টতা দেখায়। যে মাটিতে জন্ম তার লোককে আপন ভাবতে পারে না মিথ্যা বংশগত জাতিগত গল্প পরিবার থেকে শিখে। বাঙালি শশাঙ্ক যে উত্তর ভারত পর্যন্ত অধিকার করেছিল তা কি তোর পরিবার পড়ায় নাই। আলেকজান্ডারের বিজয়রথ থামিয়ে দিয়েছিল গঙ্গাদ্রাবিড়ী বাঙালি জাতি। আছে কোন উলঙ্গ মিজো জাতির এমন ইতিহাস। পাঁচশত বছরের বৌদ্ধ পাল বাঙালি রাজ্য সম্রাজ্য ছিল তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত। হ্যাঁ আমরাই সেই রাবণ জাতি। ধর্মের রুপান্তর ঘটেছে। রক্তধারা একই। লঙ্কান বাঙালি একই রক্তধারা। সাবধানে কথা বলবি বাঙালি সম্পর্কে। বাঙালি এত স্বস্তা না। মীর জাফর ইরানী বংশের সিরাজ ইরানী বংশের। ওরা বাংলাদেশের কেউ না। ভাল করে ইতিহাস পড়। ভাল করে জেনে কথা বল। দেখ বাঙালি কারা। কলকাতা হারবাল ব্যবহার করে যেমন সুপুরুষ হওয়া যায় না ঠিক তেমনি কলকাতা সিরিয়াল দেখে বাঙালি জ্ঞান করতে যাস না। ফ্যাসিবাদী শান্তিবাহিনীর বাঙালিবিদ্বেষ বাদ দিয়ে আমরা এই মাটির সবাই ভূমি সন্তান। সবাই মিলে নিজেদের উপরে রাখি। আমি তুমি এক ও অভিন্ন। এই মাটির সন্তান আমরা। আমরা ভাই। পেঁয়াজ সঙ্কট সাময়িক। এটা বা এধরণের সমস্যার সমাধান আমরা করব। কিন্তু এটাকে পুঁজি করে বাঙালি জাতিকে অপমান করার অধিকার তোমার নাই। সবাইকে নিজের ভাবা শুরু কর। মিজো বিচ্ছিন্নতার বঙ্গে জায়গা নাই। জয় বাংলা।
শুনে কষ্ট লাগতেছে, কয়েকদিন আগে সরকার থেকে পেঁয়াজ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, তারা কিছু পেলনা আর আপনার পেয়ে গেলেন, তার মানে ঐ তদন্ত কমিটির তদন্ত করার পদ্ধতিতে সমস্যা ছিল। 😠😠😠😠
সরকারের এত এত তদন্ত বাহিনী ঘাম ঝড়িয়েও হদিস বের করতে পারলো আর সাংবাদিক ভাই বের করে ফেললো ! আসলে স্বদিচ্ছা থাকলেই সব হয়। সরকারী বাহিনীর স্বদিচ্ছার অপেক্ষায় আছি...
ভাই শোনেন, পেয়াজ লাগেনা রান্না করতে । আজকাল রাধুনি মিক্স মসলা দিয়েই সব রান্না করা যায় । আর পেয়াজ এর বদলে কাঁচা পেঁপেঁ বেটে দিলে পেয়াজ দেয়ার এর চেয়ে মজা হয় মাংসের তরকারি৷ আমি নিজে এভাবে নিয়মিত খাই৷ আলহামদুলিল্লাহ, পেয়াজ এর দাম না বাড়লে এই সিক্রেট রেসিপিটা আমি জানতামই না 😌
দেশি কৃষক যদি টাকাটা পাইতো খুশি হইতাম কস্ট একটু ও লাগতো না কৃষকরা অন্তত জয়ী হইতো শেষ পর্যন্ত শ্রমের ঘামের দাম পাইছে কিন্তু কৃষকরা এত দাম নেয় না বিবেকহীন হয় না কখনো আমদানিকারক তোমরা সরকারকে নিয়ন্ত্রণ করো বুঝা গেল ধন্যবাদ তোমাদের মামু
বাংলাদেশের প্রত্যেক জনগনের উচিত সম্পূর্ণ ভাবে পেঁয়াজ বর্জন করা। প্রত্যেক জনগন যখন পেঁয়াজ কিনা বন্ধ রাখবে তখন বুঝবে আমদানিকাররা। আমরা জনগনরা পেয়াজ কিনবো না পচুক তাদের পেঁয়াজ।
কথা একটাই যে সকল আমদানিকারক ও তাদের সহযোগী সবার লাইসেন্স বাতিল করে ব্যাংক একাউন্ট জব্দ করা হোক, আগামীতে আর কেউ যেন এমনটা করার সুযোগ না পায় সে দিকে নজর রাখা হোক, মনে রাখতে হবে আইনের উর্ধে কেউনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু।
সাংবাদিক ভাইয়ের উপস্থাপনা অনেক ভালো ছিলো। বুঝা যায় অনেক investigation করতে হয়েছে। jamuna tv news তাই এত ভালো লাগে। শুভকামনা রইল আপনাদের প্রতি।
গুঁটিকয়েক আমদানিকারকের জন্য কোটি মানুষের এত ভোগান্তি!! এমন দুঃসাহস এই অমানুষ গুলো পায় কিভাবে? তারা কি সব কিছুর উর্দ্ধে?
সব কিছুই সাজানো নাটক..
Er picone hasina magi royeche
হাসিনা হল এই নাটকের তুরুপের তাস
Ai gulo hocce hasina sorkarer sajano natok gorib manus morle ai sorkar hate tali dey thikkar janai ai hoyna der
পিয়াজ নিয়ে করা শর্ট ফিল্ম পেঁয়াজের বস।সম্পূর্ণ না দেখলে মিস করবেন।Please Like, Share & Subscribe...ua-cam.com/video/BoPJSELwdAE/v-deo.html
আমি তো পেঁয়াজ খাই না.....সকালে মেট্রোরেল, দুপুরে পদ্মা সেতু,বিকালে ফ্লাইওভার, সন্ধ্যায় স্যাটেলাইট আর রাতে ১৯৭১ এর চেতনা খেয়ে ঘুমিয়ে পড়ি! 😂😂
🤣😂🤣🤣😂
সাংবাদিক ভাই অাপনারাই পারবেন এর কোন ১ টা ব্যবস্থা করতে,,,,,, এসব অসাধু ব্যবসায়িকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হোক,,,
এরা বের করবে সব কিছু।।।
তবে এখন না।।।
আরো পাচ মাস পর।।
এখন এরা সবি জানে কিন্তু
বলবে না।।।
কারন তারাওতো এথেকে
কিছু ডুকুর ডাকুর খায়।।।।
পেঁয়াজ আমদানি সবার জন্য উন্মুক্ত করা হোক। সবাই যেন LC সহজে খুলতে পারে। কৃষি মন্ত্রনালয়ের ছাড়পত্র যেন সহজীকরণ করা হোক। lower invocing করলে শুয়োরের বাচ্চাদের খোঁয়াড়ে ভরা হোক। খামার বাড়ির কুত্তার বাচ্চারা plant quarantine এর নামে টাকা খেলে ওদের গোঁয়া দিয়ে আইক্কালা বাঁশ দেওয়া উচিত। সবাইকে আমদানির সুযোগ দিতে হবে। সবাই যেন সহজে কাগজপত্র পায় আমদানি করতে। চারজন আমদানি করবে কেন? চল্লিশ হাজার লোক আমদানি করলে কার সমস্যা? শুয়োরের বাচ্চারা লুটপাট বন্ধ করে সবাইকে আমদানির সুযোগ দে আর টাকা খাওয়া বদমাইশি ছেড়ে দে। মজুদদারি এমনিতেই বন্ধ হবে জানোয়ারের বাচ্চারা। তোরাই পাবলিকের পকেট মেরেছিস। তোরা চিহ্নিত জানোয়ার শুয়োরের বাচ্চা জালিম।
ধন্যবাদ যমুনা টেলিভিশনকে
ভাই আমি বলি পিয়াজ খাওয়া বাদ দেই সবাই মিলে । দেখি কোথায় নিয়ে বিক্রি করে ।
চালের দামও তো বাড়তি, শুনছি আরো বাড়বে, আসুন আমরা ভাত খাওয়া বন্ধ করে দেই, কারেন্টের দাম বেড়েছে, আসুন আমরা হারিকেন জ্বালিয়ে থাকি
কাপড়ের দাম বাড়লে কি করবেন? আপনার বাড়িতেও কি কাপড় ছাড়া রান্না হয়?
@@laijubegum7636 চালের দাম চিরকালই ওঠা নামা করে। এবং তা পেঁয়াজের মত লাগাম ছাড়াভাবে কখনো দাম বাড়েনি। পেঁয়াজ ছাড়া চলে ভাত ছাড়া চলে না। আমি গত দুই মাসে দেড় কেজি পেঁয়াজ কিনেছি, একটা করে তরকারিতে, চলছে তো।
শালার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়ালে আমরাও পরিবারের সবাই সিন্ডিকেট করে সেই পণ্য কেনা কমিয়ে দেই।
@@abdulalim-dr3ko পেয়াঁজ ছাড়া আপনার চলতে পারে, সবার চলে না, মাছ মাংস তরকারি তেল পেয়াঁজ ছাড়া কি দেয়া যায়? মজাই যদি না লাগে তাহলে ভাত খাবে কিকরে? আর ডাল চালের দাম ওঠানামা ভুল ,ওঠেছে কিন্তু নামেনি , আর যে চাল ছিল বিএনপির আমলে 20 টাকা সেই চাল হয়েছে 65/70 টাকা , মাংস ছিল 80 টাকা সেই মাংস হয়েছে 550 টাকা আর কিভাবে বাড়লে আপনি খুশি হবেন বলতে পারেন? এটা কি লাগামহীন না? আর নিত্যপন্যের হিসেব নাই বা দিলাম, সবকিছুর দিকে তাকালে মনে হচ্ছে দেশে আগুন লেগেছে, তাও মানুষ কিছু বলতে পারে না, কারণ বাংলাদেশের মানুষ আজ আওয়ামীলীগের কাছে জিম্মি ,মানুষ আজ অসহায়। এই ব্যবসায়ীরা কারা? কারা সিন্ডিকেট করছে? সরকারের লজ্জা নাই তাই ব্যর্থতার কথা না বলে পেয়াঁজ না খাওয়ার উপদেশ দিচ্ছে, একবার ভাতের চাপ কমাতে আলু খেতে পরামর্শ দিয়েছে , আরেকবার পহেলা বৈশাখে ইলিশ মাছ খেতে নিষেধ করেছে, বলে আমিও খাই না আপনারাও খাবেন না! আর এবার পেয়াঁজ খেতে নিষেধ করেছে, কি , ব্যাপারটা হাস্যকর না? একদিন দেখবেন এইভাবে একটা একটা খেতে নিষেধ করে সব খাবার বন্ধ করে দিবে , আসলে তারা কিন্তু কোন খাবারই বন্ধ করেনি, চাপা মেরে জনগনকে বোকা বানাচ্ছে ,আর তাদের পকেট ভারী করতেছে ।
100% rights
যমুনার সেরা প্রতিবেদন
আজকাল ঝুঁকি নিয়ে তুলনামূলক সত্য প্রকাশ করে যমুনা টিভি ! ❤ যমুনা টিভির থেকে আরো সাহসী পদক্ষেপ অর্থাৎ জনহিতকর সংবাদ আসা করছি ! ◾◾◾ 😇 এগিয়ে যাও ! 👍
একজন সাংবাদিক যেভাবে তথ্য বের করে আমার মনে হয় না পুরো পুলিশ বাহিনী এভাবে তথ্য বের করার চেষ্টা করে
যে বা যারা পেয়াজের দাম বাড়িয়েছে আল্লাহ তায়ালা তাদেরকে হেদায়েত দান করুক,,,
জমোনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ
Thank you Jamuna tv
ধন্যবাদ যমুনা টিভি চ্যানেলকে
ধন্যবাদ যমুনা টিভি কে।
সরকার কই? বাজারের নিত্যপন্যের দাম তাহাদের মত অসাধারণ লোকদের জন্য মাথাব্যথার কারণ না হলেও সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে। জানিনা ভারতীয় আধিপত্যবাদ আর তাদের এদেশীয় দোসরদের হাতথেকে কবে আমরা মুক্তিপাবো
হোগার তদন্ত করে আমার সরকারি তদন্তকারীরা।এরচেয়ে তো এই সাংবাদিক ভাইয়েরা ভাল কজ করে।স্যালুট ভাই আপনাকে।অন্তত সত্যটা বের করলেন।
অনেক ভালো সাংবাদিক।
ধন্যবাদ যমুনা
*সত্যকে সামনে আনার জন্য ধন্যবাদ*
ধন্যবাদ সাংবাদিক ভাই কে
এই না হলে বাঙালি! ধন্য তুমি, ধন্য তুমি!
সাংবাদিক ভাইকে ধন্যবাদ,, জাতির জন্য এত সুন্দর একটা প্রতিবেদন প্রকাশ করার জন্য
reporter brother is good,,
In Sha Allah we will see in day of judgement
ধন্যবাদ যমুনা টেলিভিশন কে। ব্যবসায়ী নিয়ন্ত্রিত ফ্যাসিস্ট সরকারের জমানায় এমন অনুসন্ধানী রিপোর্ট করতে সাহস লাগে যা বাংলাদেশে এখন খুব কম লোকেরই আছে।
report ta onk valo hoise
অসাধারণ। এটা বাংলাদেশে সম্ভব ।। সরকারকে কঠিন সুদৃষ্টি প্রয়োজন ।
সত্যি সুন্দর কারসাজি
শুল্ক গোয়েন্দা সংস্থা যে জিজ্ঞেসাবাদ করল তারা কি উদ্ধার করল?
Thanks for this report.
আল্লাহ আপনি ছাড়া কেউ নেই যে এই দেশকে রক্ষা করবে। আপনি রহমত করুন আল্লাহ এই সাধারন মানুষকে।
হাসিনা সরকার এর জন্য দায়ী
খালেদা সরকারের দুর্নীতির পার্শ্বপ্রতিক্রিয়া।
valo laglo vai...kono din kaj korer sujog pele apnader hoye kaj korbo
khub sundor report vai...mashallah apnar moto sahosi sangbadik dorkar
বানিজ্য মন্ত্রীর পদত্যাগ করা উচীত ছিলো
Great report.
Good report!
ধন্যবাদ আপনাকে !!!
এটাই ডিজিটাল বাংলাদেশ। 😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑😑
আমাদের দেশের মানুষ সবসময় আগে নিজের লাভ দেখতে চায়। পাশের জনের কী হবে না হবে তার কোন দায় নাই। সামান্য পেঁয়াজের ব্যবসায়ী এই রকম করতে পারে ; তাহলে ভাবেন উপরে কী হয়!!!!
এমনি এমনি তো আর মোঘল, বৃটিশ আর পাকিস্তানিরা এই জাতিকে হাজার বছর ধরে শাসন করে নাই। এই স্বার্থপর জাতি এইভাবেই থাকবে।
বলদ মুঘলরা ছিল 1610 থেকে 1700 সাল ব্রিটিশরা 190 বছর পাকি জারজরা মাত্র 23 বছর। কোথায় পাস হাজার বছর ! মুঘল জারজদের বিদায়কে স্বাগত জানিয়েছিল বাঙালি। কারণ ব্রিটিশদের আগমনে শিক্ষা সভ্যতা বিজ্ঞান বিকশিত হয়েছে এই বঙ্গ অঞ্চলে। পাকি জারজরা 1947 এ প্রতারণা করে এবং আমরা 1971 এ তার সমাধান করেছি। ব্রিটেন আমেরিকা আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী। পনের লাখ বাংলাদেশী বংশগত ব্রিটিশ আছে। সুতরাং ব্রিটেন বাংলাদেশ আমেরিকা কৌশলগত মিত্র। সুযোগ পেলেই বিজাতীয় মিজো লোকরা বাঙালিকে অবজ্ঞা করার ধৃষ্টতা দেখায় এই বেয়াদবের পারিবারিক শিক্ষার অভাব। এদের পূর্বপুরুষদের মুন্সিগন্জের বাঙালি অতীশ যে শিক্ষা দিয়েছিল তা ধরে রাখতে পারে নাই। ফ্যাসিবাদী মন্তব্য করে বাঙালিকে ছোট করার ধৃষ্টতা দেখায়। যে মাটিতে জন্ম তার লোককে আপন ভাবতে পারে না মিথ্যা বংশগত জাতিগত গল্প পরিবার থেকে শিখে। বাঙালি শশাঙ্ক যে উত্তর ভারত পর্যন্ত অধিকার করেছিল তা কি তোর পরিবার পড়ায় নাই। আলেকজান্ডারের বিজয়রথ থামিয়ে দিয়েছিল গঙ্গাদ্রাবিড়ী বাঙালি জাতি। আছে কোন উলঙ্গ মিজো জাতির এমন ইতিহাস। পাঁচশত বছরের বৌদ্ধ পাল বাঙালি রাজ্য সম্রাজ্য ছিল তিব্বত থেকে শ্রীলঙ্কা পর্যন্ত। হ্যাঁ আমরাই সেই রাবণ জাতি। ধর্মের রুপান্তর ঘটেছে। রক্তধারা একই। লঙ্কান বাঙালি একই রক্তধারা। সাবধানে কথা বলবি বাঙালি সম্পর্কে। বাঙালি এত স্বস্তা না। মীর জাফর ইরানী বংশের সিরাজ ইরানী বংশের। ওরা বাংলাদেশের কেউ না। ভাল করে ইতিহাস পড়। ভাল করে জেনে কথা বল। দেখ বাঙালি কারা। কলকাতা হারবাল ব্যবহার করে যেমন সুপুরুষ হওয়া যায় না ঠিক তেমনি কলকাতা সিরিয়াল দেখে বাঙালি জ্ঞান করতে যাস না। ফ্যাসিবাদী শান্তিবাহিনীর বাঙালিবিদ্বেষ বাদ দিয়ে আমরা এই মাটির সবাই ভূমি সন্তান। সবাই মিলে নিজেদের উপরে রাখি। আমি তুমি এক ও অভিন্ন। এই মাটির সন্তান আমরা। আমরা ভাই। পেঁয়াজ সঙ্কট সাময়িক। এটা বা এধরণের সমস্যার সমাধান আমরা করব। কিন্তু এটাকে পুঁজি করে বাঙালি জাতিকে অপমান করার অধিকার তোমার নাই। সবাইকে নিজের ভাবা শুরু কর। মিজো বিচ্ছিন্নতার বঙ্গে জায়গা নাই। জয় বাংলা।
JAMUNA THANKS
পেঁয়াজ খাওয়াই ছেড়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ ভালো আছি।
শুনে কষ্ট লাগতেছে, কয়েকদিন আগে সরকার থেকে পেঁয়াজ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, তারা কিছু পেলনা আর আপনার পেয়ে গেলেন, তার মানে ঐ তদন্ত কমিটির তদন্ত করার পদ্ধতিতে সমস্যা ছিল। 😠😠😠😠
পেঁয়াজের কাছে সরকার হার মেনে নিলেন
Thanks for the report. Every channel should report with such courage.
সরকারের এত এত তদন্ত বাহিনী ঘাম ঝড়িয়েও হদিস বের করতে পারলো আর সাংবাদিক ভাই বের করে ফেললো ! আসলে স্বদিচ্ছা থাকলেই সব হয়। সরকারী বাহিনীর স্বদিচ্ছার অপেক্ষায় আছি...
vah valo good job
ভাল গবেষণা,আর কেউ এভাবে বললো না
অল্প কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য গোটা বাংলাদেশ আজ পেজ সংকটে ভুগছে।
Blindness Nations 😎
ভাই শোনেন, পেয়াজ লাগেনা রান্না করতে । আজকাল রাধুনি মিক্স মসলা দিয়েই সব রান্না করা যায় । আর পেয়াজ এর বদলে কাঁচা পেঁপেঁ বেটে দিলে পেয়াজ দেয়ার এর চেয়ে মজা হয় মাংসের তরকারি৷ আমি নিজে এভাবে নিয়মিত খাই৷ আলহামদুলিল্লাহ, পেয়াজ এর দাম না বাড়লে এই সিক্রেট রেসিপিটা আমি জানতামই না 😌
আজও এক কেজি পেয়াজের দাম ২১০ টাকা ।
Nice Report...
Best tv channel bd
সরকার ১০০ কুটি,,, মন্ত্রী ৫০কোটি ,,,,,,ব্যবসায়ী ৫০ কুটি,, আমদানি করতে ২০ কুটি। সোজা হিসাব।
আমরা বাসায় পেঁয়াজ ছাড়া খায় তো☺😂😃
i love jamuna tv
Sobar license batil Kora hok, Jani parbena
সরকার তো তাদের উপর নির্ভরশীল হবে।। কারন সরকার নিজে সে রকম
দেশি কৃষক যদি টাকাটা পাইতো খুশি হইতাম কস্ট একটু ও লাগতো না
কৃষকরা অন্তত জয়ী হইতো শেষ পর্যন্ত শ্রমের ঘামের দাম পাইছে
কিন্তু কৃষকরা এত দাম নেয় না বিবেকহীন হয় না কখনো
আমদানিকারক তোমরা সরকারকে নিয়ন্ত্রণ করো বুঝা গেল ধন্যবাদ তোমাদের মামু
bangla desh supar
এই ভিডিও দেখার পরে ভারতের দাদারা জ্বলবে, বাংলাদেশ এখন ভারতের আসায় বসে নাই মায়ারমা বা মিসর থেকে পেঁয়াজ কিনে।
যারা এ ধরনের সিন্ডিকেটের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
ভাল মানুষ যদি একতাবদ্ধ হত তাহলে এ রকম পরিস্থিতির সৃষ্টি হত না।
পিয়াজ নিয়ে করা শর্ট ফিল্ম পেঁয়াজের বস।সম্পূর্ণ না দেখলে মিস করবেন।Please Like, Share & Subscribe...ua-cam.com/video/BoPJSELwdAE/v-deo.html
পেয়াজের কারসাজি নিয়ে 360 ডিগ্রীতে একটি প্রতিবেদন করবেন আশা করছি
apnader onusondhan kortei thaken .. . khali onusondhan e dekhe gelaam
বাংলাদেশের প্রত্যেক জনগনের উচিত সম্পূর্ণ ভাবে পেঁয়াজ বর্জন করা। প্রত্যেক জনগন যখন পেঁয়াজ কিনা বন্ধ রাখবে তখন বুঝবে আমদানিকাররা। আমরা জনগনরা পেয়াজ কিনবো না পচুক তাদের পেঁয়াজ।
আর কিছু শুনতে চাই না , আগের দামে পেঁয়াজ চাই , এভাবে পেঁয়াজ ছাড়া রাঁন্না করতে আর ভালো লাগে না।
ভাই গালি দিতে দিতে আর দিতে মন চাইছে না 😡😡😡
Valo
সরকারের উচিত অন্যের উপর নির্ভরশীল না হলে নিজেই আমদানি করা।।।
LC kora price r imported country ar local market price compare kora dorkar. Tahole akta rough Idea paoya jabe .
পিযাজ কিনলে দেশি পিযাজ কিনবেন
জনগণের উচিত এক সপ্তাহ পেয়াজ না কেনা
সরকার কি করে?
একবার যদি জনগন সুজোগ পায় ভোট দেওয়ার তাহলে আর জিবনে আসতে পারবিনা
vai,,, apni ke bollen???abr o to kau vot day ni but,,,
আমিরুল ভাই right bolaso
আমদানি কারকদের অতি দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক।
যারা এর সাথে জরিত সবইকে আইনের আওতায় আনা হোক....
Good news
Hasina ke city corpartion nirbachoner taka tulece...
টিপু মুন্সি নিজে এ কারসাজির মূল হোতা
আপনি কি বলবেন পেয়াজ আমদানি কারক কোন দলের।
Thanks
কথা একটাই যে সকল আমদানিকারক ও তাদের সহযোগী সবার লাইসেন্স বাতিল করে ব্যাংক একাউন্ট জব্দ করা হোক, আগামীতে আর কেউ যেন এমনটা করার সুযোগ না পায় সে দিকে নজর রাখা হোক, মনে রাখতে হবে আইনের উর্ধে কেউনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু।
Right vi
Ader bad dia ki onion sell kora Jai na?
আরো কতমাস শুনতে হবে ঘাটতি আসে আমদানিতে তে।।
right
ব্যর্থ হয়েছি আমরা সরকার ব্যর্থ হয় নাই
এই সরকার সারাদিন এমনকি রাতেও, বিএনপি জামাত কি করে না করে এইসব নিয়া বসে থাকে।আরে দেশটার দিকে একটু নজর দে
আমার সুনার বাংলাদেশ থেকে আজ আমি ২৮০ টাকা কেজি পিঁয়াজ কিনেছে
পেয়াজের কাছে সরকার শেষ এর নাম ডিজিটাল বাংলাদেশ 😬😌😂😅
সবই সরকারের সফলতা।।
ভাই পিয়াচ ২৪০ টাকা কেজি তাই পিয়াচ ছাড়ায় ডিম ভাজি করবো ভাবছি এটায় ডিজিটাল বাংলাদেশ ,
পেঁয়াজের দাম কমার জন্য আন্দোলন করা লাগবো এবার 😑
ar koto natok sajabe
আমাদের কপালে এর থেকে ভাল কিছু নেই। সারা জীবন সয়ে যেতে হবে, দেশ যে আমাদের বাংলাদেশ
Vote chara sorker tai to aaj peaj kine khete hoy 220 taka kg.
ঘরের ইঁদুররে ঘর কাটে
প্রধানমন্ত্রী বলেছেন পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। আমাদের উচিত তার এ কথা মেনে নিয়ে দেশকে সামনে এগিয়ে যাওয়া।