সান্ডার লালন পালন পৃথিবীর অনেক দেশে হয়, সোউদিরা এর গোস্ত খেতে খুব পছন্দ করে, ওরা বলে "যাব"/"ধ্বাব"/"ধ্বুব" (الضب), ওরা একধরণের বিরিয়ানী বানিয়ে খায়। আর এদের জন্য শুকনা পোকা মাকড় পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় শখের পাখির খাদ্য হিসেবে। আমার মনে হয় বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। আর সোউদীতে রপ্তানীও করা যেতে পারে।
@@mdnababali8887ভিন্ন প্রজাতির তবে একই গোত্রের (যেমন গরু আর মহিষ), আমাদের দেশী গুলা হলো Saara hardwickii আর সৌদি সান্ডা হলো Uromastyx aegyptia microlepis। ভারত/পাকিস্তান থেকে দেশী সান্ডা সোউদিতে রপ্তানী হয়। দেশী গুলা বেশী সুস্বাদু, প্রচুর তেল।
@@Abdullah_Al_Saud ১০০% হালাল। সোউদিরা এর গোস্ত খেতে খুব পছন্দ করে, ওরা বলে "যাব"/"ধ্বাব"/"ধ্বুব" (الضب), ওরা একধরণের বিরিয়ানী বানিয়ে খায়। আর এদের জন্য শুকনা পোকা মাকড় পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় শখের পাখির খাদ্য হিসেবে। আমার মনে হয় বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। আর সোউদীতে রপ্তানীও করা যেতে পারে।
এখানে কমেন্টে দেখলাম অনেকেই এই প্রানী খাওয়ার কথা উল্লেখ করেছেন...🙄..তয় আপনাদের কাছে লাখ টাকার প্রশ্ন হলো - "খাওয়ার পর শান্ডা, শক্ত হয়েছে কি ডান্ডা?" 🤐😷😜🤪🐸
যারা এই দেশের এত বড় উপকার করল সান্দা বেপারী কে ধরে তাদেরকে জাতীয় মেডেল পুরস্কার দেয়া হোক আর বলা হোক বড় বড় রাঘব বোয়াল থেকে দূরে থাকো এই সমস্ত ঠান্ডা ফোনটা ধরে
পরিচ্ছেদঃ ৪. সান্ডা (দব্ব) এর গোশত খাওয়া প্রসঙ্গ রেওয়ায়ত ১০. খালিদ ইবন ওলীদ ইবনে মুগীরা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সহিত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সহধর্মিণী মায়মুনা (রাঃ)-এর ঘরে গমন করিলেন। সেখানে একটি ভুনা সান্ডা (দব্ব) আনয়ন করা হইল। রাসূলল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খাওয়ার জন্য সেই দিকে হাত বাড়াইলেন। তখন মায়মুনা (রাঃ)-এর ঘরে আগত মহিলাদের মধ্যে কেহ বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দাও যে, তিনি যাহা খাইতে চাহিতেছেন, উহা কিসের মাংস। তখন তাহাকে বলা হইল যে, ইয়া রাসূলাল্লাহ! ইহা সান্ডার মাংস। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলিয়া লইলেন (এবং খাইলেন না)। আমি (খালিদ) জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! ইহা কি হারাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। তবে যেহেতু আমাদের দেশে ইহা হয় না, তাই আমার পছন্দ হইতেছে না। খালিদ (রাঃ) বলেন, আমি উহা নিজের দিকে টানিয়া লইয়া খাইলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিতেছিলেন।[1] [1] খালিদ (রাঃ) উহা খাইতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে তাঁহাকে কোন নিষেধ করেন নাই। তাই বোঝা যাইতেছে যে, সান্ডা (দব্ব) এর গোশত হালাল। ইমাম তাহাবী (রহঃ) ইহাকে হালাল বলিয়াছেন। এমন কি প্রতিটি মাযহাবে ইহাকে হালাল বলা হইয়াছে। অবশ্য হিদায়া গ্রন্থে ইহাকে মকরূহ বলা হইয়াছে। কারণ এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাঃ)-কে ইহা খাইতে নিষেধ করিয়াছেন। কিন্তু হাদীসটি দুর্বল, ইমাম নববী (রহঃ) হারাম বলিয়াছেন। (যুরকানী)
এত টাকা দাম কে বলল। মিরপুরে কিছু ঠান্ডা জ্যান্ত আর কিছু সন্ধ্যা একটি পাত্রে তেলে ভাজা এবং তেল দিয়ে ভেজানো। এই তেল গুলোই সামনের তেল হিসেবে বিক্রি হচ্ছিল। এত দাম হলে কি ওই ব্যক্তি সালডা নিয়ে বসে থাকতো রোডে।
দেশের মানুষের অনেক বড় উপকার করছে এই বেক্তিকে ধরে।প্রসাসনের সবাইকে ঢাকায় একটি করে ফ্লাট বাসা দেয়ার অনুরোধ করছি😊😊😊😊
নিরীহ ও বিপন্ন এই প্রাণীগুলোকে অভয়ারণ্যে মুক্ত করা হউক।
আরে ভাই খামারে চাষের অনুমতি দিলেই সব লেটা চুকে যায়।। কেউ আর বনের গুলা শিকার করবে না
এই গুলো চাস করা যায় না।
এদের খাবারের তালিকা অনেক লম্বা এরা পোকা মাকড় বেশী খায়।
এদের জন্য পোকা খুঁজতে গেলে নিজেই পোকা হইয়া যাওয়া লাগবো 😂😂😂
😂😂😂😂😂😂
😁😁😁
@@sefatullahsafuda1591মালয়েশিয়ায় এই প্রাণীর খামার রয়েছে
Bitol chas korlei hobe
মাশা আল্লাহ (আল্লাহ যা চেয়েছেন) 😍
প্রথম দেখলাম
ওহ খাও নাই কোনো দিন
সান্ডার লালন পালন পৃথিবীর অনেক দেশে হয়, সোউদিরা এর গোস্ত খেতে খুব পছন্দ করে, ওরা বলে "যাব"/"ধ্বাব"/"ধ্বুব" (الضب), ওরা একধরণের বিরিয়ানী বানিয়ে খায়। আর এদের জন্য শুকনা পোকা মাকড় পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় শখের পাখির খাদ্য হিসেবে। আমার মনে হয় বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। আর সোউদীতে রপ্তানীও করা যেতে পারে।
সৌদি আরবে পাওয়া যায় ওর মুল্য বেশী হলে। বাংলাদেশী টাকায় ৩০০০ টাকা হবে।আর ওনারা বলছে ৭৫০০০ টাকা।
কারণ এটা তো আর মরুভূমি এলাকা না।এখানে তো অ্যাভেইলেবল না
কুয়েত মরুভূমিতে অনেক,গরমের সময়,
আমি এই বার তিন তা তরছি
সৌদিতে মাজরা এলাকায় অরহর ধরে ধরে খাচ্ছে মানুষরা
ওটা ভিন্ন প্রহাতীর সান্ডা
@@mdnababali8887 এটাই
@@mdnababali8887ভিন্ন প্রজাতির তবে একই গোত্রের (যেমন গরু আর মহিষ), আমাদের দেশী গুলা হলো Saara hardwickii আর সৌদি সান্ডা হলো Uromastyx aegyptia microlepis। ভারত/পাকিস্তান থেকে দেশী সান্ডা সোউদিতে রপ্তানী হয়। দেশী গুলা বেশী সুস্বাদু, প্রচুর তেল।
Alhamdulillah....Jibone ai prothom nam shunlam r dekhlam
আমরাও একমত 😊😊😊
সান্ডার তৈল মাখো লিঙ্গ লোহার মতো শক্ত করো বাজারে দেখেছি ফেরিওয়ালার কাছে সেই সান্ডা 🤠🤠🤠🤠
ভাই, ব্যবহারের পর কি ভালো ফল পেয়েছিলেন নাকি? 😜
@@Archangel_Reez নারে ভাই এইগুলি আমি কখনোই ব্যবহার করিনি আমার টা এভাবেই লোহা তৈল ব্যবহার করা প্রশ্নই উঠে না 🤠🤠🤠
@@اميناسحاق-ق1رআমি গরীব ঘরের মেয়ে আমার বয়স ১৪ বছর আমি আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না হলে আমার আপনার বউ করে নিয়ে যান
শান্ডা! ভালো করে দেয় নিচের ২ আন্ডা
😂😂😂
সৌদি আরবে অনেকবার খেয়েছি
🤮
হালাল না
@@Abdullah_Al_Saud হালাল। সহিহ হাদিসে আছে।
মাথায় গোবর নিয়ে কমেন্ট করবেন না@@Abdullah_Al_Saud
@@Abdullah_Al_Saud ১০০% হালাল। সোউদিরা এর গোস্ত খেতে খুব পছন্দ করে, ওরা বলে "যাব"/"ধ্বাব"/"ধ্বুব" (الضب), ওরা একধরণের বিরিয়ানী বানিয়ে খায়। আর এদের জন্য শুকনা পোকা মাকড় পাওয়া যায়, বাংলাদেশেও পাওয়া যায় শখের পাখির খাদ্য হিসেবে। আমার মনে হয় বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব। আর সোউদীতে রপ্তানীও করা যেতে পারে।
একজনকে ধরলে হবেনা,বড়ো বড়ো মাহফিলের বাইরের খোলা দোকানগুলোতে পাওয়া যায়। তাদেরকেও ধরতে হবে।
সানডার মাংসের বিরিয়ানি খুবই সুস্বাদু।😅
Koyak din agai khalam saudi arab
এগুলো সৌদি আরব এভেলেবেল পাওয়া যায় প্রতিটা 100 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে😊
সৌদিরা এগুলো খায়?
@@rokonuzzamanshawon303 রেগুলার খায়। ভারত পাকিস্তান থেকেও রপ্তানী হয়। সোউদিরা এর গস্ত দিয়ে বিরিয়ানী বানায়। বাণিজ্যিক ভাবে চাষাবাদ করা সম্ভব।
@@rokonuzzamanshawon303 hea cause it is halal
Hae khay@@rokonuzzamanshawon303
সান্ডার এত দাম!
সৌদি আরাবে অনেক আছে
এই সানডার মাংস খাইতে কিন্তু অনেক সুস্বাদু আমি সৌদিআরব খেয়েছী
হালাল না
@@Abdullah_Al_Saud সম্পুর্ন হালাল না যেনে হাদিস দেবেন না
আরবিরা অনেক পছন্দ করে এই খাবার
@@SahtiAktar-z3breptile khawa haram
@@bossmasrafee99 জানোনা কিছু, কচুরে বলো লিচু 😂
এগুলো আমরা বাণিজ্যিকভাবে চাষ করে বিদেশে রপ্তানি করতে তো পারি তাহলে দেশে বৈদেশিক মুদ্রা অর্জন হবে
এদিকে দাম বলে লোভ দেখাচ্ছে অন্য দিলি নীতি কথা। ডাবল স্ট্যান্ড
এ জিনিস আগে তো দেখিনি
আমি ও
এখানে কমেন্টে দেখলাম অনেকেই এই প্রানী খাওয়ার কথা উল্লেখ করেছেন...🙄..তয় আপনাদের কাছে লাখ টাকার প্রশ্ন হলো -
"খাওয়ার পর শান্ডা,
শক্ত হয়েছে কি ডান্ডা?"
🤐😷😜🤪🐸
😂😂🤣🤣
সান্ডা খেলে ডান্ডা শক্ত হয় এটা পুরাই ভুয়া কথা। সোউদিতে লোকজন মুরগীর মত রেগুলার খায়।
আমাদের ঝিনাইদহে গ্রামের জঙ্গলে কয়েকটি আছে।
এই সংবাদে কবি গুলজার হোসেন গরিব কে দেখতে পেলাম
প্রথম দেখলাম, প্রচলিত সান্ডার তেলের সেই সান্ডা।
মানে কি এর
ভাই, আমিও 😂😂😂
১০ দিন আগে খাইলাম জানি না পরেই দেখালো সান্ড্রা
হ্যা ভাই এগুলো সৌদি আরব সৌদিরা খায়।
It's true
গ্রামীণ অঞ্চলে ছোট-বড় বাজারে সান্ডার তেলের কদর বেশি (বুঝে-না বুঝে)। নিয়ে যান খেলা হবে!
এখন কিছু দিন ধরেই দেখি বিলুপ্ত প্রাণীগুলো পাওয়া যাচ্ছে
সৌদিতে অহরহ পাওয়া যায় যার মূল্য ২০০ থেকে ২৫০ রিয়ালে বিক্রি হয়।
ঠিক তাই
সুন্দরবন এ ছেড়ে দেওয়া হোক।
চাষ করার উদ্যোগ নিলেই হয়।
এগুলো অনেক আছে
Egulo ki Bangladesh a ace naki?
যারা এই দেশের এত বড় উপকার করল সান্দা বেপারী কে ধরে তাদেরকে জাতীয় মেডেল পুরস্কার দেয়া হোক আর বলা হোক বড় বড় রাঘব বোয়াল থেকে দূরে থাকো এই সমস্ত ঠান্ডা ফোনটা ধরে
এগুলো সৌদি আরবের বেশি দেখা যায় এবং এগুলো খায়ও
এত দাম হওয়ার কারণ কী?
কেন শুনেন নাই? যৌন শক্তি বৃদ্ধির সান্ডার তেল নামক তেল বানানো হয় এর থেকে
কারণ শান্ডা খেলে নাকি শক্ত হয় ডান্ডা... 😜
সান্ডার মাংস সেই স্বাদ
ভান্ত ধারনা হলে এত মূল্য কেন?
সান্ডার সামনের অংশ ঠিক ঐটার মত ই😂
Chudir Bhai 😅
উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«مَنْ صَلَّى الْعِشَاءَ فِي جَمَاعَةٍ فَكَأَنَّمَا قَامَ نِصْفَ اللَّيْلِ وَمَنْ صَلَّى الصُّبْحَ فِيْ جَمَاعَةٍ فَكَأَنَّمَا صَلَّى اللَّيْلَ كُلَّهُ».
“যে ব্যক্তি ইশার সালাত জামা‘আতে আদায় করলো সে যেন অর্ধ রাত পর্যন্ত নফল সালাত পড়লো। আর যে ব্যক্তি ফজরের সালাত জামা‘আতে আদায় করলো সে যেন পুরো রাত নফল সালাত পড়লো”।[1]
হালাল খাবার আমি খাইছি আলহামদুলিল্লাহ
দুবাই আছে সবাই বলে সৌদি আরবে আছে
Fast comment 😊
যদি কাজ না হয় ৭৫ হাজার দাম হয় কি করে?
কবি ? লেখক এর দেখা পাইলাম!
সান্ডা জিনিসটা কি
এই জিনিসটা আমাদের এখানে পুকুরে দেখা ঝিনাইদহ
সান্ডা দিবে আন্ডা 😂😂
সেই আন্ডা দিবে বাচ্চা তুমি হবে মা 🤠🤠🤠
আপনি কি জানেন না যে এই ধরনের ঘটনা ঘটে
Seii tasty khaite ❤
পরিচ্ছেদঃ ৪. সান্ডা (দব্ব) এর গোশত খাওয়া প্রসঙ্গ
রেওয়ায়ত ১০. খালিদ ইবন ওলীদ ইবনে মুগীরা (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সহিত নবী করীম সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের সহধর্মিণী মায়মুনা (রাঃ)-এর ঘরে গমন করিলেন। সেখানে একটি ভুনা সান্ডা (দব্ব) আনয়ন করা হইল। রাসূলল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা খাওয়ার জন্য সেই দিকে হাত বাড়াইলেন। তখন মায়মুনা (রাঃ)-এর ঘরে আগত মহিলাদের মধ্যে কেহ বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দাও যে, তিনি যাহা খাইতে চাহিতেছেন, উহা কিসের মাংস। তখন তাহাকে বলা হইল যে, ইয়া রাসূলাল্লাহ! ইহা সান্ডার মাংস। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলিয়া লইলেন (এবং খাইলেন না)। আমি (খালিদ) জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ! ইহা কি হারাম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, না। তবে যেহেতু আমাদের দেশে ইহা হয় না, তাই আমার পছন্দ হইতেছে না। খালিদ (রাঃ) বলেন, আমি উহা নিজের দিকে টানিয়া লইয়া খাইলাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিতেছিলেন।[1]
[1] খালিদ (রাঃ) উহা খাইতেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাতে তাঁহাকে কোন নিষেধ করেন নাই। তাই বোঝা যাইতেছে যে, সান্ডা (দব্ব) এর গোশত হালাল। ইমাম তাহাবী (রহঃ) ইহাকে হালাল বলিয়াছেন। এমন কি প্রতিটি মাযহাবে ইহাকে হালাল বলা হইয়াছে। অবশ্য হিদায়া গ্রন্থে ইহাকে মকরূহ বলা হইয়াছে। কারণ এক হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা (রাঃ)-কে ইহা খাইতে নিষেধ করিয়াছেন। কিন্তু হাদীসটি দুর্বল, ইমাম নববী (রহঃ) হারাম বলিয়াছেন। (যুরকানী)
সৌদি আরব😅 রাস্তাঘাটে এসব অভাব নাই আর এসব সবাই জবাই করে খায়
ভাই সৌদিতে এগুলো ১০০ টাকা করে বিক্রি হয় তার মানে দ্বারা এক পিসের দাম ৩ হাজার টাকা
একটা দম ৭৫ হাজার আর সৌদি আরবের মরুভূমিতে পাওয়া যায় একটা ২০ রিয়াল করে
এ তো দেখছি বিশাল বড় এক অপরাধী এখন উনার কি ফাঁসি দেওয়া হবে নাকি যাবজ্জীবন দেয়া হবে?😂😂😂
আমাদের এলাকায় প্রচুর
সৌদি আরবে এগুলো অনেক দাম দিয়ে কিনে নেয়
কয়টা লাগবো..৭৫ হাজার লাগবে না ৫০ করে দিলেই হবে😂😂😂😂
ভিডিও টা আরেক বেডার পেজ থেকে মাইরা দিলো।
আরে ভাই আজকে আমি এটা খাবো।কাতার
👍👍👍👍👍👍
সৌদি আরবে আমাদের সামনে কত লোক রান্না করে খেয়েছে
তাই নাকি আর আমি যে কাক্লে একটা পাইছি এই সৌদিতে 🙄
খেতে খুব মজা।আমরা মাজে মাজে খাই।
Sei shaad. Gavir dudh er moto. 😊😊
@QuranthePower য়েস
দব খাওয়া জায়েজ আছে। যেমনটা খোরগোস। যার রুচিতে আসবে সে খাবে। নবীজী সা: খেতেন না।
আমি ছোট্ট একটা ধরছিলাম কিন্তু ছেড়ে দিছি যদি বড় হইতো ছাড়তাম না খাইতাম
গুইসাপ আর সান্ডা আলাদা 😂🎉🎉
Owww shobaike jananor joono khobor banaise shobai jeno dhora shuru kore.karon dam to kom na.
বাজার মূল্য উল্লেখ করে লোভী ও অসাধু লোকের উপকার করলেন
এই গুলা সৌদিতে ১৫০ ১০০ রিয়াল করে জা বাংলাদেশ এর টাকায় ৩ হাজার করে আসে।।
দেশের বড় উপকার করে পুলিশ হাজার হাজার টাকা নিয়ে জাচ্ছে তাদেরকে কিছু করতে পারবে না।
আপনি ভাই আমার কথা শুনে মনে কিছু
সান্ডার মাংস খাইতে অনেক মজা
সেই সাদ আমি অনেক ভার খাইছি সৌদিদের সাথে
সৌদিয়ান ভালো খায়
এই গুলা কুয়েতে লাক লাক
খাওয়া যায়?
Saudi Arabian khay eigulo 🤮
এটা হালাল, সৌদিতে খায় এগুলো
সৌদি আরব সবাই খায় এক 150 টাকার দাম
যারা অবিবাহিত তারা রাতে ঘুমাতে পারে না এই সান্ডার মাংস খেলে আমি নিজেই সাক্ষী
আর যারা বিবাহিত তাদের জন্য খুব উপকার এটা
😂😂
শান্ডা খেয়ে ভাই তো মনে হয় ফাটায় ফেলছেন... 🤪🐸
এইটার মাংস খুব মোজা ৩ বার খাইছি
সৌদি তে 50 থেকে ১০০ রিয়াল চা বাংলাদেশী টাকায় ১ থেকে ২ হাজার টাকা।
ভাই এর তেল ধনে মালিশ করলে নাকি অনেক উপকার পাওয়া যায় কথা কি সত্যি
Sanda
Police League ke korbe changaaa 😆
এটা অপরাধের কি হলো
এটা নিয়ে সবাই আতংকিত
ভাই আমার কাছে আছে বড় একটা
Egulo ki sob moree gese?
এটার মাংস ছোট বেলায় খেয়েছি... টেস্ট কেমন ছিল মনে নেই😅
আমিও
Amake den...amar lagbe...😂😂😂
গুই শাপ না এগুলো
এটাকে আমাদের এখনে হুন গুইল বলে কিছু দিন আগে ও আমার একটা জালে জরিয়ে মারা গেছে এর থেকে অথবা বরো
এটা টিকটিকি মানব
গুইসাপের এই একটা প্রজাতি
Etaa khawa jay vai
আরবদের কাছে এটা কমন একটা খাবার। এত দামি হওয়ার কোন মানে হয় না।
Arab country gula egula onek ase but Southasian country gula te rare
এগুলো সৌদিদের খাবার
এত টাকা দাম কে বলল। মিরপুরে কিছু ঠান্ডা জ্যান্ত আর কিছু সন্ধ্যা একটি পাত্রে তেলে ভাজা এবং তেল দিয়ে ভেজানো। এই তেল গুলোই সামনের তেল হিসেবে বিক্রি হচ্ছিল। এত দাম হলে কি ওই ব্যক্তি সালডা নিয়ে বসে থাকতো রোডে।
বর্তমানে আমাদের দেশে মানুষের চেয়ে পশুপাখি জানোয়ারের দাম অনেক বেশি।
এর মাংস খুব সুস্বাদু