আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ফলের আড়ৎ বাদামতলী। আমাদের দেশি ড্রাগন ফল এবং দেশি মালটা'র দাম সাধ্যের মধ্যে।জাপানের জাতীয় ফল পার্সিমন এই প্রথম দেখলাম।ধন্যবাদ স্যার।
ভাই, এবার চট্টগ্রাম থেকে ঢাকা আনার ট্রান্সপোর্ট খরচ এড করুন, তারপর আড়তদারের প্রফিট মার্জিন অ্যাড করুন। তাহলে কত দাঁড়ায়। আরেকটি বিষয় চট্টগ্রামে কত কেজির ক্রেট কমেন্টসে সেটাতো বলেননি?? ধন্যবাদ!!
আরে ভাই, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পৌঁছানোর খরচের কথা বলা হয়েছে। আশা করি বুঝেছেন?? কারন আমাদের অধিকাংশ ফল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি হয়। ধন্যবাদ!!
ভাই, খুচরা ফল আর বেশি দিয়ে কিনতে হয়। যেহেতু, বাংলাদেশে অধিকাংশ ফল আমদানি করতে হয়। তাই দাম বেশি পড়ে যায়। মূলকথা হল, শারীরিক সুস্থতার জন্য ফলমূল প্রয়োজন তাই এটার দাম স্বাভাবিক ও সবার সাধ্যের মধ্যে থাকা উচিত?? ধন্যবাদ!!
ভাই, ভিডিওটি আগে ভালো করে দেখবেন?? ভিডিওতে ড্রাগন ফল ১০০ টাকা কেজি দেখানো হয়েছে। আরেকটা জিনিস ভালো করে বুঝবেন, ফলের বিভিন্ন কোয়ালিটি ও গ্রেডের কারণে দামের হেরফের হয়ে থাকে। ধন্যবাদ!
কিছু বিষয় বুঝুন?? ১) আড়তের প্রোডাক্টগুলো ভালো মান, গ্রেড, টাটকা ও ভাল কোয়ালিটির হয়ে থাকে। ২) ভিডিওতে দেখুন কমলার পাইকারি দাম কেজি ১৬৭ টাকা কিন্তু আমি খুচরা কিনলাম কেজি ২৪০ টাকা। পার্থক্য হল ৭৩ টাকা। ৩) আপনার কথা অনুযায়ী, দেশে তাহলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বলে কিছু নেই?? আশা করি, বিষয়টি বুঝেছেন। ধন্যবাদ!!
কমলার দাম আপনার গ্রামে কত টাকা কেজি?? দয়া করে জানাবেন। এই ভিডিওতে দেখুন পাইকারি প্রতি কেজি ১৬৭ টাকা। দুদিন আগে আমি কিনলাম খুচরা কেজি ২৪০ টাকা করে। পার্থক্য প্রায় ৭০ টাকা। এবার আপনি বলেন?? ধন্যবাদ!!
ফলের বাজারে দৈনিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ!!🎉
বাদামতলির ফলের আড়তের ফলের দামসহ বর্ননা তুলে ধরায় ভিডিও টি অনেক সুন্দর হয়েছে। ফলে ভিডিও টি দেখে দর্শক অনেক উপকৃত হবে। ধন্যবাদ।
ধন্যবাদ!!
Informative and nice video
Many thanks!!
আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী ফলের আড়ৎ বাদামতলী। আমাদের দেশি ড্রাগন ফল এবং দেশি মালটা'র দাম সাধ্যের মধ্যে।জাপানের জাতীয় ফল পার্সিমন এই প্রথম দেখলাম।ধন্যবাদ স্যার।
ধন্যবাদ!!
ভিডিও টি অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ!!
ভাই আপনার ভিডিও ভালো লাগছে এগিয়ে যান।
আপনাকে অনেক ধন্যবাদ!!🎉
Nice video.
Many thanks!!
সিন্ডিকেট দিয়ে দেশটা ভরে গেছে শুধু ইলিশ না একটু ভালো কিছু খেতে চাইলে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে স্বপ্নের মধ্যে খেতে হবে 😢😢😢😢
কমেন্টস জন্য ধন্যবাদ!!
মাশাল্লাহ
ধন্যবাদ!!
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ!!
আমাদের কপাল ভালো যে এই ফল গুলো এ দেশে হয় না তাহলে ইলিশ 🐟 মাছের মতো হতো কেউ কিনে খেতে পারতো না
ঠিক বলেছেন। কমেন্টস এর জন্য ধন্যবাদ!!
ফলের বাজার পুড়াপুরি সেন্ডিকেটের আওতায়,,
ধন্যবাদ!!
দাম আরো কম লাল আঙ্গুর ট্রাক থেকে 1850 ,
সাদা আঙ্গুর 1500 ।
আড়তে সব সময় পাইকারি দরে পাওয়া যায়। যেটা খুচরা বাজারে বেশি হয়ে থাকে। ভিডিও থেকে একটা তুলনামূলক ভাল ধারণা পাবেন। ধন্যবাদ!!
ভাই এখানে নিলাম কখন হয় সকালে নাকি দুপুরে।
@@Md.IsmailHossain-ee5eh সকালের দিকে বেশি নিলাম হয়। ধন্যবাদ!!
আমিও বুঝতেছিনা বাংলাদেশের ফলের দাম এত বেশি কেন..??? যেখানে বিদেশে অনেক সস্তা...
ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, ডলারের বাড়তি দাম ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের বাজারে দাম বর্তমানে বেশি। তথ্যসূত্র: সময় নিউজ (১২.১০.২৪) ধন্যবাদ!!
সৌদিতে আনার ৩ কেজি ১০ রিয়াল বা ৩৫০ টাকা
বাংলাদেশে এতো বেশি কেন?
শিতে এগুলো খাওয়া উচিৎ নয় ঠান্ডা লাগে
কমেন্টস এর জন্য ধন্যবাদ!!
Hi
❤️🎉
চট্টগ্রামে ১৬ শ টাকা কালো আংগুর
ভাই, এবার চট্টগ্রাম থেকে ঢাকা আনার ট্রান্সপোর্ট খরচ এড করুন, তারপর আড়তদারের প্রফিট মার্জিন অ্যাড করুন। তাহলে কত দাঁড়ায়। আরেকটি বিষয় চট্টগ্রামে কত কেজির ক্রেট কমেন্টসে সেটাতো বলেননি?? ধন্যবাদ!!
@KhansNaturalWorld ভাই চট্টগ্রামে খুচরা বিক্রি হয় ৩০০-৩২০ টাকা, আর, চট্টগ্রাম থেকে মাল ঢাকা যায় নাকি ঢাকা থেকে চট্টগ্রাম আসে বুঝলাম না
আরে ভাই, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পৌঁছানোর খরচের কথা বলা হয়েছে। আশা করি বুঝেছেন?? কারন আমাদের অধিকাংশ ফল চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি হয়। ধন্যবাদ!!
এতো দাম পাইকারিতে?বিদেশে এতো দাম না।
ভাই, খুচরা ফল আর বেশি দিয়ে কিনতে হয়। যেহেতু, বাংলাদেশে অধিকাংশ ফল আমদানি করতে হয়। তাই দাম বেশি পড়ে যায়। মূলকথা হল, শারীরিক সুস্থতার জন্য ফলমূল প্রয়োজন তাই এটার দাম স্বাভাবিক ও সবার সাধ্যের মধ্যে থাকা উচিত?? ধন্যবাদ!!
কয়দিন আগে খেলাম ৮০ টাকা কেজি কমলা। আর এখন ৩৫০ টাকা
তথ্যগুলো সঠিক মনে হচ্ছে না?? আশা করি, রিয়েল বা বাস্তব উদাহরণ দিবে। ধন্যবাদ!
Hae
পাইকারি দাম বেশি চায়
খুচরা দাম কত হবে এবার ভাবুন?? ধন্যবাদ!!
ধন্যবাদ,,, নিলামে বিক্রি হয় এমন ভিডিও চাই ভাই।
আপনাকেও ধন্যবাদ!!🎉
আহারে সিন্ডিকেট
আপনার মত জনসাধারনও এটা নিয়ে চিন্তা করছে। আশা করছি, ভবিষ্যতে এটার সুষ্ঠু ও সুন্দর সমাধান আসবে। ধন্যবাদ!!
মোহাম্মদপুরে ড্রাগন ফল খুচরা বিক্রি করতেছে ১৪০ টাকা,
আর ওনারা পাইকারি দাম চাচ্ছে ১৬০ টাকা 😅😅
ভাই, ভিডিওটি আগে ভালো করে দেখবেন?? ভিডিওতে ড্রাগন ফল ১০০ টাকা কেজি দেখানো হয়েছে। আরেকটা জিনিস ভালো করে বুঝবেন, ফলের বিভিন্ন কোয়ালিটি ও গ্রেডের কারণে দামের হেরফের হয়ে থাকে। ধন্যবাদ!
আরব দেশ গুলাতে এর অর্ধেক মুল্যে কিভাবে ফল খাওয়ায় বুঝিনা,বাংলাদেশের সিন্ডিকেট বোধহয় কেয়ামত পর্যন্ত থাকে
কমেন্টস জন্য ধন্যবাদ!!
@KhansNaturalWorld আমি ওমানে থাকি এখানের এক রিয়েল দিয়ে বাংলা ৩১৭ টাকায় ২৫পিছ মাল্টা পাওয়া জায় সেম রিয়েলে ২০পিছ আপেল পাওয়া জায় এখানে আঙ্গুর প্রতি কেজি ২৪০ টাকায়
আনার কেরেটে কতো কেজি থাকে বলেন না কেন
আনুমানিক ২০ কেজির মত হবে। ধন্যবাদ!!
@@KhansNaturalWorld১৮ কেজি থাকে
@@HridoyVlogs_Lx ধন্যবাদ!!
উনারা দাম অনেক বেশি চাইতাছে ক্যামেরা দেখে হয়তো দাম বেশি চায়
কিছু বিষয় বুঝুন??
১) আড়তের প্রোডাক্টগুলো ভালো মান, গ্রেড, টাটকা ও ভাল কোয়ালিটির হয়ে থাকে।
২) ভিডিওতে দেখুন কমলার পাইকারি দাম কেজি ১৬৭ টাকা কিন্তু আমি খুচরা কিনলাম কেজি ২৪০ টাকা। পার্থক্য হল ৭৩ টাকা।
৩) আপনার কথা অনুযায়ী, দেশে তাহলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বলে কিছু নেই??
আশা করি, বিষয়টি বুঝেছেন।
ধন্যবাদ!!
এই দামে আমার গ্রামে পাওয়া যায়....
কমলার দাম আপনার গ্রামে কত টাকা কেজি?? দয়া করে জানাবেন। এই ভিডিওতে দেখুন পাইকারি প্রতি কেজি ১৬৭ টাকা। দুদিন আগে আমি কিনলাম খুচরা কেজি ২৪০ টাকা করে। পার্থক্য প্রায় ৭০ টাকা। এবার আপনি বলেন?? ধন্যবাদ!!
আনারের দাম অনেক বেশি।আঙুর,আপেল সবকিছুরই দাম বেশি। সাধারণ মানুষের কেনার কুনো উপায় নাই।
কমেন্টস এর জন্য ধন্যবাদ!!
ভ্যাট কমাতে হবে
ধন্যবাদ!!
দাম তো অনেক বেশি
নিচের বিষয়গুলো বুঝুন:
১) আড়তের প্রোডাক্টগুলো ভালো মান, গ্রেড, টাটকা ও ভাল কোয়ালিটির হয়ে থাকে।
২) ভিডিওতে দেখুন কমলার পাইকারি দাম কেজি ১৬৭ টাকা কিন্তু আমি খুচরা কিনলাম কেজি ২৪০ টাকা। পার্থক্য হল ৭৩ টাকা।
৩) আড়তে বেশিরভাগ ফল আমদানি করতে হয়। এরপর শুল্কের ব্যাপার তো আছেই।
আশা করি, বিষয়টি বুঝেছেন।
ধন্যবাদ!!
পাইকারী যে দাম দেখালেন সে অনুযায়ী তো খুচরা ৫০০ টাকা কেজি হওয়ার কথা
ভাই, আড়তে সব সময় ভালো কোয়ালিটি, ব্র্যান্ড ও ভালো গ্রেডের ফল পাওয়া যায়। আমদানি করা ভালো কোয়ালিটির ফলের খুচরা দাম কিছুটা বেশি হয়। ধন্যবাদ!!
আভোকাডো ফল কি পাওয়া যায়
ভাই, আমার চোখে পড়েনি। তবে ভিডিওতে দেওয়া কিছু ফলের এজেন্টের নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। ধন্যবাদ!!
তারা বলবে ৬.৫-৭ কেজি, আপনি ৭ কেজি করে হিসেব না করে ৬.৫ কেজি ধরে হিসেব করবেন, কারন তারা সব সময় বেশি বলে।
ভাই, আমাদের ভিডিওতে কার্টুনবাদে কত কেজি মাল পাওয়া যাবে তা উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ!!