ভিডিওটি অসাধারণ! ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিযান দেখার মতো। শিবাজী দার নির্দেশনা এবং অভিজ্ঞতা সত্যিই প্রশংসনীয়। এমন আরও সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ শিবাজী দা! 🌄
দারুণ একটি পর্ব। অপূর্ব সুন্দর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে গেল । সত্যিই খুব সুন্দর এই র্তীথান ভ্যলি।শিবাজী দা ও প্রীথিজিত দা কে খুব সুন্দর লগছে। ঔ গাছটির নাম গোঞ্জিকা গাছ বাংলার লেক প্রচুর খায়।
মহাভারতে সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে দিব্যদৃষ্টির জোরে কুরুক্ষেত্র যুদ্ধর বিবরণ দিয়েছিলেন, আমার মতো যারা শারীরিক কারণে এসব জায়গায় যেতে পারি না আপনারা তাদের সেরকম এরকম সুন্দর জায়গা দেখাচ্ছেন, ধন্যবাদ।
অসাধারণ সেঞ্জ, তীর্থান! হিমাচলের এই অপরূপ সৌন্দর্য মন মুগ্ধ করে। শিবাজী বাবু পৃথ্বীজিৎ বাবুকে সঙ্গে নিয়ে আপনার ব্লগে এই সকল দৃশ্যপট তুলে ধরার সঙ্গে সুন্দর বর্ননা জায়গা গুলিকে আরও মহিমান্বিত করে তুলেছে। এগিয়ে চলুন, আমরাও সঙ্গে আছি।
Mesmerising View! Through your lenses seen the Tirthan. Absolutely Beautiful place for relaxation. Nature is always more Gorgeous than expectation. You always make any place more special. Thank you sir for showing us such a captivating beautiful place. Stay Blessed ❤
দুর্দান্ত উপভোগ করলাম..ঘরে বসে বসেই আপনাদের চোখ দিয়ে আমার মন refresh হয়ে গেল..🙏🙏🙏 আর হ্যাঁ ওই গাছটা তো "শিবজি কা প্রসাদ"...জয় শিব শম্ভু🙏...আপনারা দুজনেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও অনেক কিছু আপনাদের চোখে দেখার অপেক্ষায় রইলাম 🙏।
I am your great fan, in your words I am family member of your extended family. I am 73 and my Pishi 93 everyday evening we watch your travel videos and we enjoy all your detailed description, as if we are on the spot and enjoying the places.
Very nice episode. We went these places in April. Got heavy snowfall in Jalori pass. Stayed in ShivAdya Tirthan. Amazing experience. Visited Great himalayan national park as well.
তির্থান অসম্ভব সুন্দর, এই নদী আর তার বয়ে চলা পাথর ছুঁয়ে, অনন্য এক অনুভব।❣️ আজও এমন জায়গা দেখিনি। মন তাই নির্জন হয়ে যায় এমন জায়গা দেখলে। 😢 খুব ভালো ঘুরলাম।
অপূর্ব অপূর্ব সুন্দর এই তির্থন ভ্যালি। প্রকৃতি ঢেলে সাজিয়ে তুলে ধরে ডালি। সবুজ পাহাড় নদীতে ছোট বড় পাথর সাজানো। এ যেন দু হাত মেলে ডাকছে সে আতিথ্য পাতানো। ❤
Lovely !!! Agreed that the planning, the journey is as exciting as the destination! I’ve been doing it for years, and know what it means! A jewel Tirthan is on my bucket list! Thank you for “ exploring “ this with Paul’s help… great video👌👌token contribution of “ Superthanks”…
আপনি সত্যিই বলেছেন শিবাজিদা, গন্তব্যের থেকে যাত্রাপথ অনেক অনেক বেশি উপভোগ্য। দারুণ জায়গা এই তীর্থান ভ্যালি। এই জায়গাটি আমাদের উত্তরবঙ্গের শ্রীখোলার কথা মনে করিয়ে দেয়। তবে পাহাড়ের ঐ পাইন গাছের জঙ্গলে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার ইচ্ছে বরাবরের। অনবদ্য একটি পর্ব দেখলাম । চোখ ও মন দুই যেন অনন্দে ভরে উঠল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Very very good, nice scenery, mindblowing and enjoyable, excellent hotel by the river side of the Tirthan, assume, very very good place, your uncle from Behala Bakultala Kolkata-61
তীর্থনের যাত্রাপথ: একটি অনবদ্য অভিজ্ঞতা তীর্থনের পথে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এক অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। যদিও জিভি অঞ্চলের দৃশ্য ততটা মুগ্ধকর নয়, তবে তার বাইরের প্রতিটি স্থানই একেকটি প্রাকৃতিক শিল্পকর্মের মতো। সত্যিই, “গন্তব্য নয়, যাত্রাই আসল”-এই কথাটি বারবার প্রমাণিত হয়। শিবাজী এবং পৃথ্বীর এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমাদের নয়, বড় বড় সাহিত্যিকদের লেখাতেও প্রকাশ পেয়েছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বহু আগেই তাঁর ‘বেনের মেয়ে’ উপন্যাসে সমুদ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। এছাড়াও বিখ্যাত ভ্রমণকারীরা তাঁদের ভ্রমণকাহিনিতে যাত্রাপথের অনন্য সৌন্দর্য লিপিবদ্ধ করেছেন। এই দুই ভ্রমণপিপাসু, শিবাজী ও পৃথ্বী, নিজেদের যাত্রাপথের অভিজ্ঞতা একের পর এক চমকপ্রদ ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে মনোমুগ্ধকর পরিবেশের সাক্ষাৎ এনে দিয়েছেন। জালোরি পাসের শীতল পরিবেশ আর অসাধারণ দৃশ্য মনকে নতুন করে বাঁচিয়ে তোলে। সেই অভিজ্ঞতা দেখার সময় ভিডিওর মধ্য দিয়ে যেন প্রকৃতির শীতল স্পর্শ অনুভব করা যায়। তীর্থন নদী একবার দেখা মানেই মনে শান্তির স্রোত বইয়ে দেওয়া। এর পাশে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশ সত্যিই অপূর্ব। নদীর পাশে বসে মাছ ধরা, পাড়ে বসে শান্ত লাঞ্চ করা এবং একাধিক রোমাঞ্চকর অভিজ্ঞতা যোগ হয় এখানে। দুই-তিনদিন খরস্রোতা নদীর পাশে থেকে প্রকৃতিকে উপভোগ করার মুগ্ধতা অনবদ্য। যাত্রার পথে ক্ষুধার অনুভূতির কথাও তাঁরা বেশ সরলতায় এবং সুন্দরভাবে তুলে ধরেছেন। পেট খালি থাকলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও কঠিন হয়ে পড়ে। তাই কবিগুরুর সেই কথাগুলি খুব মানানসই: “রাঙা অধর নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো এখন পেটের মধ্যে নাড়ী গুলো দিয়েছে সাড়া।” এভাবেই, প্রকৃতির মাঝে চরম ক্ষুধা ও রুচিসম্পন্ন খাবার যেন এক অনন্য অভিজ্ঞতায় রূপ নেয়। ভ্রমণের পরিবেশও ছিল অত্যন্ত স্বাচ্ছন্দ্যময়। এই অসাধারণ ভ্লগটির জন্য শিবাজী ও পৃথ্বীকে অসংখ্য ধন্যবাদ। তাঁদের উপস্থাপন এবং যাত্রাপথের বর্ণনায় প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম।
Tempting জায়গা। Ideal for real "atma chintan " আর poetry 😅। খুব ভালো লাগলো। হঠাৎ মনে হলো আমার jumperta তোমার কাছে কি করে গেলো!!🤔 তবে এবার surroundinger camera panning একটু কম লাগলো। তবে পৃথ্বীজিৎ ঘুরে ফেরে আজকাল Couple hunting করছে। Take the hint, Shibaji.. Tirthan সত্যিই মনমোহক। থ্যাংক্স।🎉❤🌹
যাত্রাপথের দৃশ্যপট খুব সুন্দর। তীর্থনে প্রকৃতির কোলে এই রকম একটা পান্থশালা খুবই আকর্ষণীয়। বেশ ভাল লাগল।
ভিডিওটি অসাধারণ! ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিযান দেখার মতো। শিবাজী দার নির্দেশনা এবং অভিজ্ঞতা সত্যিই প্রশংসনীয়। এমন আরও সুন্দর ভিডিওর জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ শিবাজী দা! 🌄
দারুণ একটি পর্ব। অপূর্ব সুন্দর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে গেল । সত্যিই খুব সুন্দর এই র্তীথান ভ্যলি।শিবাজী দা ও প্রীথিজিত দা কে খুব সুন্দর লগছে। ঔ গাছটির নাম গোঞ্জিকা গাছ বাংলার লেক প্রচুর খায়।
মহাভারতে সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে দিব্যদৃষ্টির জোরে কুরুক্ষেত্র যুদ্ধর বিবরণ দিয়েছিলেন, আমার মতো যারা শারীরিক কারণে এসব জায়গায় যেতে পারি না আপনারা তাদের সেরকম এরকম সুন্দর জায়গা দেখাচ্ছেন, ধন্যবাদ।
আপনার কথার সাথ সহমত হয়ে বলছি এই সব ভিডিও আমার মত বহু মানুষের বেঁচে থাকার অকসিজেন
অসাধারণ সেঞ্জ, তীর্থান! হিমাচলের এই অপরূপ সৌন্দর্য মন মুগ্ধ করে। শিবাজী বাবু পৃথ্বীজিৎ বাবুকে সঙ্গে নিয়ে আপনার ব্লগে এই সকল দৃশ্যপট তুলে ধরার সঙ্গে সুন্দর বর্ননা জায়গা গুলিকে আরও মহিমান্বিত করে তুলেছে। এগিয়ে চলুন, আমরাও সঙ্গে আছি।
মন ছুঁয়ে গেল। তোমাদের সাথে অপূর্ব একটা জায়গা ঘুরে এলাম। অফুরন্ত ধন্যবাদ। ভালো থেকো। আনন্দে থেকো।all the best.
চমৎকার জায়গা!অপূর্ব প্রাকৃতিক শোভা!দু'চোখ ভরে দেখলাম।❤
অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগছে ধন্যবাদ শিবাজী দা ও প্রীথ্বিজিত দা কে,
দারুন একটা পর্ব। খুব ভাল লাগল।
গাছটির পত্র দিয়েই গোঞ্জিকা সেবন হয়।
Great !😊
Beautiful offbeat himachal shibaji da zinda badh
Mesmerising View! Through your lenses seen the Tirthan. Absolutely Beautiful place for relaxation. Nature is always more Gorgeous than expectation. You always make any place more special. Thank you sir for showing us such a captivating beautiful place. Stay Blessed ❤
অপূর্ব জায়গা দাদা,মন একদম ভরে গেলো,আপনার মন মাতানো কন্ঠস্বর, নিখুঁত ভাবে বোঝানো দারুন, সবকিছু মিলিয়ে অসাধারণ, awsome,খুব ভালোলাগলো, অপেক্ষায় রইলাম ❤❤❤❤❤
Aha ki opurbo tirthan!! Eta amar bucket list te add holo..
First comment আগের চন্দননগরের ভিডিওটা ভীষণ ভালো ছিল
অসামান্য একটা পর্ব । প্রতিটি মুহূর্তকে লুটেপুটে নিয়েছি হিমাচলের অপরূপ সৌন্দর্যের সাথে অসামান্য ভাষ্যে।
Sotti khub khub osadharon laglo Dada.... Darun jayga Dada mon chuye jabe ❤😊
দুর্দান্ত উপভোগ করলাম..ঘরে বসে বসেই আপনাদের চোখ দিয়ে আমার মন refresh হয়ে গেল..🙏🙏🙏 আর হ্যাঁ ওই গাছটা তো "শিবজি কা প্রসাদ"...জয় শিব শম্ভু🙏...আপনারা দুজনেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও অনেক কিছু আপনাদের চোখে দেখার অপেক্ষায় রইলাম 🙏।
fatafati presentation, above all 😃
অসাধারণ সব ভিডিও আমাদের উপহার দিচ্ছেন। পৃথ্বী বাবু যেন ঢাকের বাঁয়া,সব কথাতেই তাল দিচ্ছেন...বেশ উপভোগ্য। ভালো থাকবেন।
I am your great fan, in your words I am family member of your extended family. I am 73 and my Pishi 93 everyday evening we watch your travel videos and we enjoy all your detailed description, as if we are on the spot and enjoying the places.
Wow 😮 apurbo sundar nadir pare thaka sathe khawar byabostha,aha mon vore gelo, ki asadharon jaiga 👍👍❤️❤️
Jototuku ei video te tirthon vally dekhlam .... Sotti apurbooo ❤️❤️
Very nice episode. We went these places in April. Got heavy snowfall in Jalori pass. Stayed in ShivAdya Tirthan. Amazing experience. Visited Great himalayan national park as well.
Ki apurbo jaega! Thank you bhai ato sundor place ta dekhanor jonno
জালোরি পাস হয়ে মানালি গিয়েছি। অসম্ভব সুন্দর অভিজ্ঞতা ছিল। ছিলাম সোজা গ্রামে, এখনও সেই স্মৃতি আছে। চালিয়ে যান।
কি দারুন জায়গা , "তীর্থন" । সত্যিই ভ্রমণ পিপাসুর তীর্থস্থান ....
The sound of the flowing water is very energetic.❤❤
তির্থান অসম্ভব সুন্দর, এই নদী আর তার বয়ে চলা পাথর ছুঁয়ে, অনন্য এক অনুভব।❣️ আজও এমন জায়গা দেখিনি। মন তাই নির্জন হয়ে যায় এমন জায়গা দেখলে। 😢 খুব ভালো ঘুরলাম।
দারুণ, খুব সুন্দর আপনাদের কভারেজ। ঘুরতে থাকুন নতুন নতুন জায়গায় আর আমাদের উপহার দিন এমনই অপূর্ব সব ভিডিও ❤
অপূর্ব অপূর্ব সুন্দর এই তির্থন ভ্যালি।
প্রকৃতি ঢেলে সাজিয়ে তুলে ধরে ডালি।
সবুজ পাহাড় নদীতে ছোট বড় পাথর সাজানো।
এ যেন দু হাত মেলে ডাকছে সে আতিথ্য পাতানো। ❤
শান্ত, নিস্তব্ধ অসাধারণ জায়গা তীর্থন। যাওয়ার খুবই ইচ্ছে রইলো।
Awesome👌❤😊vlog beautiful views❤
Just fatafati lagche...natun experience....❤❤❤❤
খুবই সুন্দর জায়গা ভীষণ ভালো লাগলো এই জায়গায় ছুটি কাটানোর জন্য অসাধারণ। খুব ভালো লাগলো ভিডিও টি। আগামী পর্বে র অপেক্ষায় রইলাম।
👌💐 চমৎকার লাগলো তীর্থন ভ্যালি
Lovely !!! Agreed that the planning, the journey is as exciting as the destination! I’ve been doing it for years, and know what it means! A jewel Tirthan is on my bucket list! Thank you for “ exploring “ this with Paul’s help… great video👌👌token contribution of “ Superthanks”…
রাস্তার দুপাশের সৌন্দর্য সত্যিই খুব মনোরম। খুব ভালো লাগলো দেখতে
আপনি সত্যিই বলেছেন শিবাজিদা, গন্তব্যের থেকে যাত্রাপথ অনেক অনেক বেশি উপভোগ্য। দারুণ জায়গা এই তীর্থান ভ্যালি। এই জায়গাটি আমাদের উত্তরবঙ্গের শ্রীখোলার কথা মনে করিয়ে দেয়। তবে পাহাড়ের ঐ পাইন গাছের জঙ্গলে চিরকালের জন্য হারিয়ে যাওয়ার ইচ্ছে বরাবরের। অনবদ্য একটি পর্ব দেখলাম । চোখ ও মন দুই যেন অনন্দে ভরে উঠল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।
Apuuuuurbo laglo👌👌👌👌👌
অসাধারণ লাগল। আপনার উপস্থাপন করার ক্ষমতা যত দেখি তত মুদ্ধ হই।
The launch session was awesome & called a natural picnic destination...
অসাধারণ জায়গা আর সুন্দর উপস্থাপনা মনে হচ্ছে আমি ও আপনাদের সঙ্গে ই আছি মন ভালো হয়ে যায় এমন ভিডিও দেখে অনেক অনেক ধন্যবাদ আপনাদের।
Apurbo laglo Dada darun darun sundor jayga ❤
Very very good, nice scenery, mindblowing and enjoyable, excellent hotel by the river side of the Tirthan, assume, very very good place, your uncle from Behala Bakultala Kolkata-61
আপনাদের মাধ্যমে প্রকৃতির এই উজাড় করা রূপ চাক্ষুষ করতে পেরে ভাল লাগল। প্রকৃতির আরো সৌন্দর্য উপভোগ করার আশায় রইলাম
Nayanabhiram puro journeyta,rastar drishya ashadharan😊Tirthan valley ,homestay ,nodir dhare lunch sab kichui durdanto amezing😊❤
খুব সুন্দর অসাধারণ।
তীর্থন অসাধারণ। আপনাদের উপস্থাপনা ও দুর্দান্ত।
Darun darun video ❤
"সুন্দর" বলার অন্য কোনো ভাষা নেই।
Baah Daroon Daroon 👌❤️❤️ Fantastic Vlog ❤️ mon Mugdho kora himachal...Prakritik Soundorjo , Jalori pass Apuurbo 👌 Nodir dhare bose Lunch ekta aladai obhigyota..Durdanto upobhog korchhi..Keep it up ❤️❤️❤️
অসাধারণ ভিডিওতে প্রাকৃতিক সৌন্দর্য এবং অভিযান দেখার মতো বাংলাদেশ থেকে🙏🙏
Fantastic❤ darun trithan
Thanks❤
😊 sibaji da khub bhalo laglo a❤❤❤❤🎉🎉🎉
❤❤❤❤❤❤❤❤View টা দারুন
নিত্য নতুন ভিডিও গুলো দেখে খুব ভালো লাগছে। এক কথায় অসাধারণ বললেও কম হবে। 😊😊😊
Nice place sitting beside river and having lunch 👌. Plant shown is of bhang
Ekta porbo miss korini dada. Khub bhalo khub bhalo darun. Pahar gulo jeno dakche
Amar dekha sob thke best travel Blog channel ❤
Kub sundor ❤❤❤❤❤
অসাধারণ ❤❤❤❤
খুব ভালো লাগছে দাদা আপনাদের হিমাচল ভ্রমণের গল্প। আজকের ভিডিও দেখে মনে ভরে গেল।
অসাধারণ, চোখ ফেরানো যাচ্ছে না।
Darun jaygay boshey lunch. Offf darun lagche
অসাধারণ অপূর্ব খুব সুন্দর ভিডিও দারুন দারুন দারুন
অসাধারণ ভাই অনেক অনেক ধন্যবাদ, 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤️👍
apurbo prakritik soundarjyo, sundar jharna, asadharon shatadru nodi
প্রকৃতির রূপ দুচোখ ভরে দেখলাম ❤️🙏🙏
আপনাদের নদীর ধারে বসে lunch করা দেখে কিন্তু হিংসে হচ্ছে, অপূর্ব 👌👌
Darun Dum .Tirthan valley khub sundar
Protita episodes just bow.thank you dada.
খুব ভালো লাগলো দাদা তীর্থন ভ্যালি অপূর্ব সুন্দর
এক কথায় অনবদ্য
Khoob khoob sudor ❤. Upnader memory o besh sharpe.Amar Shilling ke mone rekhechen bishes kore ellephant falls.Dhonnobad.
Dada darun,17years before I had visited jalori pass ,on October and snow fall also
Excellent darun
Wow amazing 👌❤️ khub bhalo laglo 👍
তীর্থনের যাত্রাপথ: একটি অনবদ্য অভিজ্ঞতা
তীর্থনের পথে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এক অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। যদিও জিভি অঞ্চলের দৃশ্য ততটা মুগ্ধকর নয়, তবে তার বাইরের প্রতিটি স্থানই একেকটি প্রাকৃতিক শিল্পকর্মের মতো। সত্যিই, “গন্তব্য নয়, যাত্রাই আসল”-এই কথাটি বারবার প্রমাণিত হয়। শিবাজী এবং পৃথ্বীর এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র আমাদের নয়, বড় বড় সাহিত্যিকদের লেখাতেও প্রকাশ পেয়েছে।
ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বহু আগেই তাঁর ‘বেনের মেয়ে’ উপন্যাসে সমুদ্রযাত্রার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। এছাড়াও বিখ্যাত ভ্রমণকারীরা তাঁদের ভ্রমণকাহিনিতে যাত্রাপথের অনন্য সৌন্দর্য লিপিবদ্ধ করেছেন। এই দুই ভ্রমণপিপাসু, শিবাজী ও পৃথ্বী, নিজেদের যাত্রাপথের অভিজ্ঞতা একের পর এক চমকপ্রদ ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে মনোমুগ্ধকর পরিবেশের সাক্ষাৎ এনে দিয়েছেন।
জালোরি পাসের শীতল পরিবেশ আর অসাধারণ দৃশ্য মনকে নতুন করে বাঁচিয়ে তোলে। সেই অভিজ্ঞতা দেখার সময় ভিডিওর মধ্য দিয়ে যেন প্রকৃতির শীতল স্পর্শ অনুভব করা যায়।
তীর্থন নদী একবার দেখা মানেই মনে শান্তির স্রোত বইয়ে দেওয়া। এর পাশে গড়ে ওঠা পর্যটন কেন্দ্রের প্রাকৃতিক পরিবেশ সত্যিই অপূর্ব। নদীর পাশে বসে মাছ ধরা, পাড়ে বসে শান্ত লাঞ্চ করা এবং একাধিক রোমাঞ্চকর অভিজ্ঞতা যোগ হয় এখানে। দুই-তিনদিন খরস্রোতা নদীর পাশে থেকে প্রকৃতিকে উপভোগ করার মুগ্ধতা অনবদ্য।
যাত্রার পথে ক্ষুধার অনুভূতির কথাও তাঁরা বেশ সরলতায় এবং সুন্দরভাবে তুলে ধরেছেন। পেট খালি থাকলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও কঠিন হয়ে পড়ে। তাই কবিগুরুর সেই কথাগুলি খুব মানানসই:
“রাঙা অধর নয়ন কালো
ভরা পেটেই লাগে ভালো
এখন পেটের মধ্যে নাড়ী গুলো
দিয়েছে সাড়া।”
এভাবেই, প্রকৃতির মাঝে চরম ক্ষুধা ও রুচিসম্পন্ন খাবার যেন এক অনন্য অভিজ্ঞতায় রূপ নেয়। ভ্রমণের পরিবেশও ছিল অত্যন্ত স্বাচ্ছন্দ্যময়।
এই অসাধারণ ভ্লগটির জন্য শিবাজী ও পৃথ্বীকে অসংখ্য ধন্যবাদ। তাঁদের উপস্থাপন এবং যাত্রাপথের বর্ণনায় প্রকৃতি যেন জীবন্ত হয়ে উঠেছে। পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম।
😊❤
অসাধারণ ....আহা 👍
দুর্দান্ত ভিডিও সঙ্গে আছি
Darun laglo😀
Tirthang darun laglo ❤
Raghupur fort er trekk ta vison sundor.
Serokom e sirolsar lake.
I think u ppl missed it.
Amra soja te chilam. Vison sundor.
Tirthan satyai khub wonderful place. ❤❤❤
মুগ্ধ হয়ে গেলাম
অফ্ বিট হিমাচল টু্র এককথায় অসাধারণ। তীর্থান ভ্যালি অনবদ্য।
Khub khub valo legeche
Thik bolech Shibaji ami o berate khub bhalo bashi. Parar amar priyo jayga😊😊😊❤❤
চন্দননগরের পর আবার হিমাচলে। চেনা অচেনার ভিড়ে হারিয়ে গেলাম হিমাচলের অনুভূতি নিয়ে। দৃষ্টি নন্দন। ভালো থেকো। ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
দারুন ভালো লাগলো।
Offbit হিমাচল দারুন উপভোগ করছি ❤ এইভাবেই সামনের ব্লগ উপভোগ করতে চাই❤❤ ExS ❤❤
Oshadharon series
দারুন ভালো লাগলো, এইভাবেই চলো
Love from Bangladesh ❤❤
Ami apnar video gulo sob somoy dekhte valo bashi
Tempting জায়গা। Ideal for real "atma chintan " আর poetry 😅। খুব ভালো লাগলো। হঠাৎ মনে হলো আমার jumperta তোমার কাছে কি করে গেলো!!🤔
তবে এবার surroundinger camera panning একটু কম লাগলো। তবে পৃথ্বীজিৎ ঘুরে ফেরে আজকাল
Couple hunting করছে। Take the hint, Shibaji..
Tirthan সত্যিই
মনমোহক। থ্যাংক্স।🎉❤🌹
অসাধারণ।
Hi dada.. Awesome legece.. India te, eto sundor sundor jayega thakte r bidesh jawar dorkar nei😊😊
Asamvab sundor