আপনার ভিডিও ভালো লাগে সব সময় দেখি। আমার একটা এডিনিয়াম আছে ডালের চারা গোড়া মোটা হচ্ছে না লম্বা হচ্ছে ফুল ফুটে আমি এই গাছটি গ্রেটটিন করতে চাই কিন্তু আমার কাছে আর একটা গাছ নাই এখন আমি কি?এই গাছের ডাল কেটে লাগাতে পারি দয়াকরে বলবেন।
*আমার বাড়িতে ৭-৮ টা নারিকেল গাছ আছে। বছর পাঁচেক গাছ গুলিতে কোনো ফল হচ্ছে না । অনেক রকম সার দিয়েছি, তাতেও কোনো কাজ হয়নি। তাই গাছ গুলোতে যেনো ভালো ফল হয় তার উপায়টা দয়া করে বলে দেবেন। রসায়নিক বা জৈব উপায় বলে দিলেই হবে।* _ধন্যবাদ_
Amar ekta high bread jaba gachh replantation karar samay gachher shikar theke matigolo pare jay ami sei gachhtike tabe laganor par dhire dhire mare jachchhe ki karle gachhta ke bachano jabe bale dibe bhai?
সম্রাট দা আমার ছাদে একটা পেঁপে গাছ আছে ১০ দিন থেকে দেখছি ওর নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কি করবো, কি সমস্যা হচ্ছে কিছু বুঝতে পারছি না, যদি একটু হেল্প করেন তাহলে খুব ভালো হতো, আপনার নাম্বার থাকলে আমি একটা ছবি তুলে পাঠাতাম, আমার বাড়ি বীরভূম জেলা
দাদা আমি এই জুন মাসের ফার্স্ট উইকএ adeniumকে reporting করতে বাধ্য হয়েছি। আপনার দেখানো পদ্ধতিতে গাছের রুট কেটে saaf Fangisite লাগিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হল, আপনি বারো থেকে পনেরো দিন ঝুলিয়ে রাখতে বলেছেন। বর্ষা এসে যাবে তো তাহলে!কি করব?বর্ষা আসলেও তারপর যদি মাটিতে বসাই তাহলে কিগাছটা মরে যাবে? Plz জানাবেন।
Dada adiniyam ar amr codex ta dry hoya gacha but pata golo tik axha gachar groth vlo acha but codex ta norom hoya gacha ar kothau root kharap oh hoi ni akty root golo soft hoya gacha tahola akhon ki korbo aktu bola kub vlo hoto
দাদা তোমাকে একটা বিষয় জানাতে চাই, স্বপ্ন দ্বীপ কে দেখলাম, ভালো লাগলো, ওতো ছোট মানুষ ও হয়তো খেয়াল করে নি। এডেনিয়ামের পাতা বা ডালের কষ প্রদাহ সৃষ্টি করে, বিশেষ করে চোখে যদি যায় - তুমি একটু খেয়াল করো! ওতো শুধু তোমার ছেলে নয়, আমার দাদা বৌদি র ও - পাতা ভাংগার পর দেখলাম স্বপ্ন ্বীপ গায়ের জামাতে হাত মুছতে ছিলো, মনে চুলকাচ্ছিলো কিনা, তাই তোমাকে বিযয়টা জানাতে বাধ্য হলাম, মনে ব্যাথা নিও না। ভুল হলে সুধরে দিও, ভালো থেকো। কখনও তোমাকে লেখা হয়নি, আজ লেখলাম তাও আবার সমালোচনা র মতো, ভীষণ খারাপ লাগছে! স্বপ্ন দ্বীপ কে ভালো বাসি তাই অযাচিত ভাবেই লেখতে হলো!
দাদা, আমার অ্যাডেনিয়াম গুলোয় সামান্য সার দিলেই পাতা হলুদ হয়ে ঝরে যায়.. এক চামচ গোবর সার বা গোবরের সঙ্গে সর্ষে খোলা সিংকুচি নিমখোল দিয়েও দেখেছি.. একি রেজাল্ট..গাছের বয়স 1বছর.. গত পুজোর আগে অনেক গুলো কুঁড়ি এলেও একটা করেই ফুটেছে.. কি করবো যদি বলেন তো উপকৃত হোই
দাদা, আমি বিগত ৩ মাস আগে তিন টা এডু কিনলাম এগুলোর ৩ টার মধ্যে ২ টার পাতা শুকিয়ে ঝড়ে যাচ্ছে এবং নতুন পাতাও হচ্ছে আরেকটির পাতা এখনো শুকায়নি তবে এটার নতুন পাতা হচ্ছে সাইজেও অনেক ছোট এগুলো পরিচর্যা কিভাবে করা যায়
আমার কয়েকটা ৮ বছরের পুরোনো এডেনিয়াম গাছ আছে। এই সময়ে এডেনিয়াম এর রিপটিং আর প্রুনিং করতে হয় জানি। কিন্তু আমার গাছগুলো এখন ফুল আর কুঁড়িতে ভরে আছে। আমার এখন কি করা উচিৎ জানাবেন প্লিজ?🙏
দাদা, আপনার অনায়াস বর্ণনা আর আত্নবিশ্বাস আমাদের সবচেয়ে বেশি ভালোলাগে। Jungle junction bd ঢাকার একটি গার্ডেন রিলেটেড চ্যানেল। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার প্রশ্ন হচ্ছে, আপরুট করে এডেনিয়াম গাছ ঝুলিয়ে রাখার উপকারীতার বিষয়টি নিয়ে রেফারেন্স যোগ্য কোনো গবেষণা প্রতিবেদন কি রয়েছে যা দর্শকদের জন্য আমরা উপস্থাপন করতে পারি?
@@champabhowmik875 এখানে সাফ (Saaf) মানে Fungicide। ডিটারজেন্ট নয়। এটা গাছটাকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। দোকান বা অনলাইনে Saaf Powder বললে পেয়ে যাবেন।
আর আমার একটা G-9 কলা গাছ আছে, অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কবে কলার মোচা আসবে বুঝতে পারছি না, কোনো সার কিছু কি দোবো, কোনো সারই আমি দিই নি, যদি কিছু বলে দেন
দাদা আমার অ্যাডেনিয়াম গাছ জানুয়ারীর মাঝামাঝি তুলেজলে ধুয়ে দশদিন রেখে দিয়ে ছিলাম ।তিন দিন হলো রিপটিং করেছি এখন ডাল প্রুনিং করবো কতোদিন পরে একটু বলবেন প্লিজ??
খুব ভালো ইনফরমেশন দিলে দাদা 🌻
প্রথম কমেন্ট ভাই! দারুন তথ্য দিলে। আসলে আমি ভয়ে এডেনিয়াম করিনি আগে। এখন শুরু করব। ধন্যবাদ ভাই।
খুব informative. ধন্যবাদ
ভীষন ভালো ভিডিও
Khub sundor video, porer video er asha te roilm
দাদা আমি সবে সুরু করেছি এডিনিয়ামের গাছ লাগা। আপনার এটি দেখে উপকার হলো।
দারুণ বোঝালেন আপনি। ধন্যবাদ।
Khub bhalo video, onek information pelum
Khub valo information dilen dada thanku
খুব ভালো লাগলো ।
খুব সুন্দর লাগলো
প্রতিটি ভিডিওই খুবই তথ্য সমৃদ্ধ হওয়ার জন্য আমার খুব কাজে লাগে। 🙏
খুব সুন্দর ।
খুব ভালো লাগল
অত্যন্ত সময়োপযোগী ভিডিও। ❤️
Khub valo laglo dada..
Khub valo laglo
তা হলে খুব উপকার হতো,,, আমি আপনার সব ভিডিও দেখি আমার খুব ভালো লাগে
Love from Bangladesh for nice video.
Amar gach tar patagulor mukh ta kano holud hoye sukhiye jachcche bolte parben?
অনেক সুন্দর
good information
দারুন দারুন 😊 👌 💕
Thank u dada
অসাধারণ দাদা ❤️🤟🤟❤️
Durdanto, er porer step gulo niye akta video pele bhalo hoi, pruning r repotting niye video.
জানলাম। খুব প্রয়োজনীয় তথ্য।
Very fine
সবসময় ভাল লাগে আপনার ভিডিও গুলি।
Darun
Sundor bornona,prothomer dikta besi lengthy chilo ..rest part very convincing
Nice video
খুব সুন্দর দাদা এক কথায় অসাধারণ 🥰🥰🥰
Big fan
@@nupurhawlader4528 Thank you
আপনার ভিডিও ভালো লাগে সব সময় দেখি। আমার একটা এডিনিয়াম আছে ডালের চারা গোড়া মোটা হচ্ছে না লম্বা হচ্ছে ফুল ফুটে আমি এই গাছটি গ্রেটটিন করতে চাই কিন্তু আমার কাছে আর একটা গাছ নাই এখন আমি কি?এই গাছের ডাল কেটে লাগাতে পারি দয়াকরে বলবেন।
Darun dada
অ্যাডেনিয়াম চারাতে কি Npk স্প্রে করা যাবে ? যদি যায় তবে কতদিনের চারাতে স্প্রে করা যাবে ও কতদিন অন্তর একটু জানাবেন প্লিজ
Pruning বা repoting কোন মরশুমে করতে হবে
দাদা একটা ছোট প্রশ্ন ছিলো যে আমি একটা অ্যাডেনিয়াম গাছ কাটিং এর মাধ্যমে করেছি তো এটার কর্ডেক্স টা মোটা কিভাবে করবো
Thanks dada
Aamar strawberry gache fruit aseche kaekta guti badha abasthate dry hoye geche ki karle dry habe na beshi falbe janale upakar hoy aami natun gachlagachii .Namaskar raila.
Apni jets diye root katlrn tar nam ki
এই সুন্দর পদ্ধতিটি কি প্রতি বছর করতে হবে, বা কত দিন অন্তর অন্তর করা যাবে বলবেন।
Amr adenium tub phete gieche. Gaache phool ache. April a repotting korbo? Janaben pls
*আমার বাড়িতে ৭-৮ টা নারিকেল গাছ আছে। বছর পাঁচেক গাছ গুলিতে কোনো ফল হচ্ছে না । অনেক রকম সার দিয়েছি, তাতেও কোনো কাজ হয়নি। তাই গাছ গুলোতে যেনো ভালো ফল হয় তার উপায়টা দয়া করে বলে দেবেন। রসায়নিক বা জৈব উপায় বলে দিলেই হবে।*
_ধন্যবাদ_
Vai kaktas er mati toiri kore dekhan plz plz plz
Khub bhalo laglo dada,amar adenium gacher boyesh 7/8 mash 6"pot e ache gache kurio esche ekhon ki gachta repoot korbo pls bolun dada
দাদা, আমার এ্যাডেনিয়ামের বনসাই আছে। তাতেও কি একই ট্রিটমেন্ট হবে ?? অনুগ্রহ করে জানাবেন...
Amar ekta high bread jaba gachh replantation karar samay gachher shikar theke matigolo pare jay ami sei gachhtike tabe laganor par dhire dhire mare jachchhe ki karle gachhta ke bachano jabe bale dibe bhai?
Ami ki sorshe khol dite parbo? Pani te gule ?
Dada kichhu fuler gach bolun j gulo tobe kora jay onek din bache .
R dada apnar sathe personally contact korte chi.apnar ki kono e mail ache?
দাদা দয়া করে জার বেড়া ফুলের গাছের সমন্দে বলবেন.
দাদা, এখন অর্থাৎ অক্টোবর মাসের শেষ চলছে, এখন কি আমি এই প্রসেসটা করতে পারব?
জানাবেন প্লিজ
অক্টোবরে কি গ্grafting বা ripoting করা যায়?
Akhon ki rioting kora jabe
খুব সুন্দর তথ্য-সমৃদ্ধ ভিডিও দাদা।
দাদা আমি একটা Lively Jewel পদ্মের টিউবার কিনেছি ৬ দিন পরে এসেছে।
এটাকে কি H2O2 জলে ডুবিযে রাখা যাবে ?
Dada malta gacha lipminer er jonna ki insaktiside spara korbo
ইউরিয়া,টিএসপি,এমওপি, এপসম সল্ট এবং ফাঙ্গিসাইট একসাথে মাটিতে মেশানো যাবে?
দাদা আমি গতকাল একটি নার্সারি থেকে ছোট এডিনিয়াম গাছ নিয়ে এসেছি গাছটিতে দুটো কলি আছে।গাছ টি পলি ব্যাগে আছে এখন কি গাছটি পটিং করা যাবে প্লিজ জানাবেন
Dada amar akta kul gach sukiya jachay ki korbo jodi aktu bolen....
সম্রাট দা আমার ছাদে একটা পেঁপে গাছ আছে ১০ দিন থেকে দেখছি ওর নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কি করবো, কি সমস্যা হচ্ছে কিছু বুঝতে পারছি না, যদি একটু হেল্প করেন তাহলে খুব ভালো হতো, আপনার নাম্বার থাকলে আমি একটা ছবি তুলে পাঠাতাম, আমার বাড়ি বীরভূম জেলা
দাদা আমি এই জুন মাসের ফার্স্ট উইকএ adeniumকে reporting করতে বাধ্য হয়েছি। আপনার দেখানো পদ্ধতিতে গাছের রুট কেটে saaf Fangisite লাগিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হল, আপনি বারো থেকে পনেরো দিন ঝুলিয়ে রাখতে বলেছেন। বর্ষা এসে যাবে তো তাহলে!কি করব?বর্ষা আসলেও তারপর যদি মাটিতে বসাই তাহলে কিগাছটা মরে যাবে? Plz জানাবেন।
Dada apnar orchid show dekhe amio kene chelam Ural theke kintu ekhono flower hocche na pls advise
কি ধরনের টব নেওয়া উচিত?
আমার এডেনিয়াম গাছের গোড়া দুরবল হয়ে জাচ্ছে কেন বলতে পারবেন
দাদা আমার এডেনিয়াম গাছ এবারকার বীজের চারা। ফেব্রু. বসিয়েছি। গাছ 10/12/15"- ইঞ্চি মত বড় হয়েছে,স্বাস্থ্যও ভালো। এমতবস্থায় কি গ্রাফটিং করতে পারি। আমি একদমই নতুন,তাই জানতে চাইছি। অগ্রিম ধন্যবাদ।
কিছু তো বললেন না।
পাঙ্গি সাইট কি প্লিজ বলবেন কি..?
আমারও আপনার ছেলেকে ভীষণ ভালো লাগে তাবলে এটা বলিনি যে আপনার অনুষ্ঠান ভালো লাগে না.
দুজনেই দারুণ করেন👆👌👌👌
অসাধারণ দাদা
ভাই কীটনাশক তৈরির ভিডিওটা লিংক দেন,খুজে পাচ্ছিনা
Dada adiniyam ar amr codex ta dry hoya gacha but pata golo tik axha gachar groth vlo acha but codex ta norom hoya gacha ar kothau root kharap oh hoi ni akty root golo soft hoya gacha tahola akhon ki korbo aktu bola kub vlo hoto
মার্চ মাসের শেষের দিকে কি করা যাবে?
এটা কোন মাসে করব?
❤️❤️❤️❤️
দাদা তোমাকে একটা বিষয় জানাতে চাই, স্বপ্ন দ্বীপ কে দেখলাম, ভালো লাগলো, ওতো ছোট মানুষ ও হয়তো খেয়াল করে নি।
এডেনিয়ামের পাতা বা ডালের কষ প্রদাহ সৃষ্টি করে, বিশেষ করে চোখে যদি যায় - তুমি একটু খেয়াল করো! ওতো শুধু তোমার ছেলে নয়, আমার দাদা বৌদি র ও -
পাতা ভাংগার পর দেখলাম স্বপ্ন ্বীপ গায়ের জামাতে হাত মুছতে ছিলো, মনে চুলকাচ্ছিলো কিনা, তাই তোমাকে বিযয়টা জানাতে বাধ্য হলাম, মনে ব্যাথা নিও না।
ভুল হলে সুধরে দিও, ভালো থেকো।
কখনও তোমাকে লেখা হয়নি, আজ লেখলাম তাও আবার সমালোচনা র মতো, ভীষণ খারাপ লাগছে! স্বপ্ন দ্বীপ কে ভালো বাসি তাই অযাচিত ভাবেই লেখতে হলো!
Dada tomer bari khoty
কোন মাসে এই কাজ টি করলে ভালো হয়
দাদা, আমার অ্যাডেনিয়াম গুলোয় সামান্য সার দিলেই পাতা হলুদ হয়ে ঝরে যায়.. এক চামচ গোবর সার বা গোবরের সঙ্গে সর্ষে খোলা সিংকুচি নিমখোল দিয়েও দেখেছি.. একি রেজাল্ট..গাছের বয়স 1বছর.. গত পুজোর আগে অনেক গুলো কুঁড়ি এলেও একটা করেই ফুটেছে.. কি করবো যদি বলেন তো উপকৃত হোই
Baah
দাদা, আমার অ্যাডেনিয়াম গাছ টা কিনে এনেছি ছয় মাস হয়েছে এখনো কোনো ফুল আসছে না কি করতে পারি, বললে খুব উপকার হতো৷ দাদা দয়া করে উত্তর দিবেন।
সার্ফ fungicide টা কি জামাকাপড় কাচার সার্ফ ডিটারজেন্ট ?
Surf noi saaf. Saaf fungicide
Kon mas aDal Kata Hai
Shona baba k valovasha dilm
অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা বের হওয়ার কতদিন পর রিপটিং করতে হবে ও মাটি কিভাবে তৈরি করতে হবে একটু জানাবেন প্লিজ।
দাদা, আমি বিগত ৩ মাস আগে তিন টা এডু কিনলাম
এগুলোর ৩ টার মধ্যে ২ টার পাতা শুকিয়ে ঝড়ে যাচ্ছে এবং নতুন পাতাও হচ্ছে
আরেকটির পাতা এখনো শুকায়নি তবে এটার নতুন পাতা হচ্ছে
সাইজেও অনেক ছোট
এগুলো পরিচর্যা কিভাবে করা যায়
আপনার সুন্দর করে বুঝিয়ে বলার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আমি একজন নুতন লোক প্রথম কটা অ্যাডেনিয়াম গাছ রুয়েছি
আমার কয়েকটা ৮ বছরের পুরোনো এডেনিয়াম গাছ আছে। এই সময়ে এডেনিয়াম এর রিপটিং আর প্রুনিং করতে হয় জানি। কিন্তু আমার গাছগুলো এখন ফুল আর কুঁড়িতে ভরে আছে। আমার এখন কি করা উচিৎ জানাবেন প্লিজ?🙏
Plzz aktu bolben dada
দাদা আপনার কাছে রিকোয়েস্ট ছিল যে,,,, লিচু গাছের মুকুল আসার পর কি করনিয়,,,,,, তার যদি একটা ভিডিও দেখাতেন
Mosambbi gach kamon dekthe aktu dekhan
দাদা, আপনার অনায়াস বর্ণনা আর আত্নবিশ্বাস আমাদের সবচেয়ে বেশি ভালোলাগে। Jungle junction bd ঢাকার একটি গার্ডেন রিলেটেড চ্যানেল। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমার প্রশ্ন হচ্ছে, আপরুট করে এডেনিয়াম গাছ ঝুলিয়ে রাখার উপকারীতার বিষয়টি নিয়ে রেফারেন্স যোগ্য কোনো গবেষণা প্রতিবেদন কি রয়েছে যা দর্শকদের জন্য আমরা উপস্থাপন করতে পারি?
Ami saral hoyechi
আমাকে একটু বলবেন pls,,,, আমার 2 ফুটের আতা গাছের পাতার ধার গুলো শুকিয়ে লালচে হয়ে যাচ্ছে,,,, কি করবো
আমার এডনিয়াম গাছের নীচের অংশ নরম হয়ে গেছে। কি করতে পারি
স্বপ্ন দীপ কে অনেক দিন পর দেখলাম
দাদা আমার গাছে একটাও পাতা ছিল না। এইমাত্র কচি পাতা বেরোচ্ছে এখন কী করবো ?
Korte paren kono somossa nei👍
সম্রাট তা আমি আপনার সব ভিডিও গুলো দেখি। এখানে সাফ বলতে জামাকাপড় কাচার ডিটারজেন্ট নাকি অন্যকিছু জানালে উপকৃত হতাম
দাদা এই উত্তরটা তাড়াতাড়ি দিলে আমি খুব উপকৃত হব প্রসেসিং তাড়াতাড়ি শুরু করতে পারব
@@champabhowmik875 এখানে সাফ (Saaf) মানে Fungicide। ডিটারজেন্ট নয়। এটা গাছটাকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করে। দোকান বা অনলাইনে Saaf Powder বললে পেয়ে যাবেন।
@@SohelKhan-uo7sq ধন্যবাদ
আর আমার একটা G-9 কলা গাছ আছে, অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত কবে কলার মোচা আসবে বুঝতে পারছি না, কোনো সার কিছু কি দোবো, কোনো সারই আমি দিই নি, যদি কিছু বলে দেন
Samrat da ..ami helencha 1no colony theke bolchi.....tumar sathe kotha bolar chilo...tumar number ta chai....
কালো ছোট পোকা লাউ কুমড়া গাছের পাতা ফুল সব নষ্ট করে দিচ্ছে। কিভাবে এর থেকে গাছকে বাঁচাবো পরামর্শ দিলে উপকৃত হব।🙏
দাদা আমার অ্যাডেনিয়াম গাছ জানুয়ারীর মাঝামাঝি তুলেজলে ধুয়ে দশদিন রেখে দিয়ে ছিলাম ।তিন দিন হলো রিপটিং করেছি এখন ডাল প্রুনিং করবো কতোদিন পরে একটু বলবেন প্লিজ??
1-2 week pore korben karon toto dine mati te sikor adjust kore nebe....tobe pruning korar por jol kom deben
এডেনিয়াম গাছ কি বিষাক্ত?কেউ জানলে জানাবেন।