Bondhu Tor Borat Niya Ami Jabo . (Film- Bondhu)

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • It is not intended to violate copyrighted material, which all belongs to its respective owners
    Bondhu Tor Borat Niya Ami Jabo. (Film.Bondhu).Act.Razzak & Ujjal .Singer.Subir Nondi.

КОМЕНТАРІ • 585

  • @mintumintu7448
    @mintumintu7448 4 роки тому +52

    বন্ধু ছায়াছির বেষ্ট গান।। ছোট সময় বিয়ে শাদি হলে এই গান মাইকে বাজাতো। এখনো শুনতে ইচ্ছে করে। সুবীর নন্দীর গান অসাধারণ

  • @user-tc2im8su1n
    @user-tc2im8su1n 4 роки тому +13

    জানি আর কোন দিন ফিরে আসবে না হারিয়ে যাওয়া দিন গুলি, কিন্তু পুড়ানো দিনের স্মৃতি গুলি আমাদের সেই দিন গুলির কাছেই নিয়ে যায়, তখন ছোট ছিলাম, তাই কিছু বুঝি নাই, কিন্তু এখন যখন এসব গান গুলি দেখি তখন ভাবি আহ কি সুন্দর ছিলো আগের দিন গুলি যা মনে পরলে চোখের কোণে পানি এসে যায়.

  • @asrafulalam4071
    @asrafulalam4071 7 років тому +87

    পুরোনো দিনের এসব গান শুনলে বার বার ফিরে আসে আমার শৈসব ।চোখ বুঝে অনুভব করি সেই সব সুখ মাখা স্মৃতি। এখন যেন কেমন লাগে সব কিছুতেই উদাসিন ।

    • @-zahid1976
      @-zahid1976 4 роки тому +3

      ভাই আপনার মতো আমিও আমার ছোট বেলার সেই সোনালী দিন গুলোতে ফিরে যাই।

  • @anwarhossain1881
    @anwarhossain1881 5 років тому +30

    কতো্যে ভাল লাগতো এই সব ছবি দেখে।আজ কোথায় হারিয়ে গেলো। মন চায় সেই ১৯৮০/১৯৯৫সালে চলে যেতে।ভাংগা চাদনী/কোকিল।টেকের হাট এর সোনালী /ফরিদ পুরের ছায়া বানি ওবনলতায়।দেখতে দেখতে হারিয়ে গেলো ৪৬/৪৭বছর।আর আসবেনা কোনোদিন ফিরে সোনালী দিন গুলো।

  • @shohelahammed7095
    @shohelahammed7095 5 років тому +14

    এই গানটি আমার কত যে প্রিয় তা আমি এককথায় বলে বোাঝাতে পারবো না। এমন সুন্দর গান আর হবে না। এটি ভালোলাগার আর ভালোবাসার গান। এর মধ্যে রয়েছে বন্ধুপ্রেমের অমর-নজির। এমন বন্ধুত্ব আগে আমাদের এই গ্রাম-বাংলায় ছিল।

  • @moinuddin9625
    @moinuddin9625 Рік тому +11

    রাজ্জাক উজ্জ্বল এর এই বন্ধু ছবির গান মানুষের মুখে মুখে লেগে থাকতো

  • @omarfaruk02
    @omarfaruk02 4 роки тому +19

    ২০৩০ সালের বন্ধুদের জন্য কমেন্ট টা রেখে গেলাম।
    তখন যাদের কাছে এই গানটা ভালো লাগবে তারাই শুধু লাইক/কমেন্ট করবে
    আজকের তারিখ ২৭-১০-২০১৯ইং

  • @nrityadatta3179
    @nrityadatta3179 2 роки тому +9

    এখনো পুরনো দিনের সিনেমা অনেক ভালো লাগে। নায়ক নায়িকাদের কি সুন্দর কি শালিন অভিনয়।

  • @ShafiqulIslam-zs8oc
    @ShafiqulIslam-zs8oc 5 років тому +59

    অসাধারণ গান, সেলুট এই গানের গীতিকার গাজি মাজারুল সারকে।

  • @sumonmir9310
    @sumonmir9310 7 років тому +60

    সোনালী দিনের রুপালী গান । ত্রক কথায় চমৎকার ।

  • @mauemon986
    @mauemon986 3 роки тому +5

    আহা সাদা কালো জীবনটা কতো সুন্দর ছিলো, মন চাই আবারো চলে যাই সেই সুনালী দিন গুলোতে,

  • @saidurraham4661
    @saidurraham4661 4 роки тому +8

    বন্ধু ছবির এই গানটি তখনকার সময় রেডিও, মাইকে এতটাই বাজতো যে কি বলব ভাষা খূঁজে পেলাম না। আমার কানে তো এখনো বেজে উঠে রেডিও মাইকের এই গানটি। বর্তমান ডিজিটাল যুগে পারবে কেউ এমন গান সৃষ্টি করতে? সকলের মাঝে আমার প্রশ্ন থাকলো এটি। উত্তর চাই।

  • @titukhan9786
    @titukhan9786 4 роки тому +15

    ববিতা ম্যাডামের অভিনয় খুবই প্রশংসিত চমৎকার অভিনয় করেছেন এখানে

  • @MdHridoy-jy6mo
    @MdHridoy-jy6mo 3 роки тому +7

    উজ্জ্বল স্যার দারুণ অভিনয় করছে।
    নায়ক রাজ রাজ্জাক অনবদ্য

  • @lionlokmanrakib6163
    @lionlokmanrakib6163 5 років тому +12

    অাহ! প্রতিদিন একবার না শুনলে ভালো লাগেই না। মনটা ভালো হয়ে যায়।

  • @mjmohon4099
    @mjmohon4099 8 років тому +150

    এতো সুন্দর অভিনয় আর গান,,, এখন যেনো কোথায় হারিয়ে গেলো।।।

  • @mdimonahmed517
    @mdimonahmed517 4 роки тому +14

    এইসব পুরাতন গান শুনলে অনুভবে আগের দিনে চলে যাই।এখন এমন গান সম্ভব না।

  • @shopnerjashodal7674
    @shopnerjashodal7674 Рік тому +6

    জন্মের আগের সৃষ্টি
    অথচ আজীবন স্মৃতিময়

  • @mdmukulkapasia8546
    @mdmukulkapasia8546 Рік тому +10

    70 দশকের গান গুলো অনেক জনপ্রিয় তাইতো গানগুলি বারবার শুনি আরো কত যেন শুনি জানিনা তবে আরও শুনব ধন্যবাদ সবাইকে

  • @limonahmed6635
    @limonahmed6635 5 років тому +30

    সত্যিই খুব ভালো লাগে পুরোনো দিনের গান

  • @misstykotha2963
    @misstykotha2963 4 роки тому +10

    ববিতা দেখতে খুব সুন্দরী 🍀🍀

  • @auntarsarker4516
    @auntarsarker4516 7 років тому +136

    এই গান শুনে যারা তাদের রুচি অনেক ভাল।

  • @Jawakaithkuna
    @Jawakaithkuna 5 років тому +123

    চোখে পানি চলে আসলো গান শুনে।
    সেই দিনগুলো মনে পরে গেলো, আমার বড় চাচার একটা রেডিও তখন আমার কাছেই থাকতো পাকিস্তান আমলে লন্ডন থেকে নিয়ে এসেছিলেন, মাঝে মাঝে আমার হাত থেকে পরে গিয়ে চুরমার হয়ে যেতো তারপরও আমি টিক করে নিতাম, রাত দশ টায় অনুরুদের আসর, ছবির নাম বন্ধু, শিল্পী সুবির নন্দি বুঝে নিতাম গান কি হবে। ছবির নাম চন্দন দ্বীপের রাজকন্যা শিল্পী আব্দুল হাদি বলে দিতাম গান হলো আমি তুমারি প্রেম ভিখারী, সবাই অবাক হয়ে যেত কি করে বলে? মাসে একটা ছবি টেলিভিশনএ আসতো প্রথম পনের দিন যে ছবি দেখেছি তা নিয়ে সমালোচনা আর বাকি পনেরোদিন যে ছবি দেখবো তা নিয়ে সমালোচনা করে কাটতো। মাঝে মদ্ধ্যে কারেন্ট চলে যেত, বেড়িয়ে দেখতাম পাশের গ্রামগুলুতে আছে তখন বুঝতাম
    গ্রামের কিছু খারাপ ছেলে ট্রান্সফরমার অফ করে দিয়েছে কারণ তাকে কেউ হয়তো ছবি দেখতে দেয়নি, আমার চাচাতো ভাই ও ছিলেন এরকম বাহিরের কাউকে টিভি রুমে আসতে দিতেন না, কেউ কেউ আবার জানালার ফাক দিয়ে দেখতো। অবশ্য ভাল ছবি হলে গ্রামের কেউ না কেউ উঠানে বের করে দিতো কিন্তু আমার চাচাতো ভাই কুনদিন ও বের করেননি, বাড়ির করতা তিনিই ছিলেন কারন বাবা চাচা সবাই লন্ডনে তাই। আমি স্বপত নিয়ে ছিলাম আমি যখন ডিসিশন মেকার হবো তখন প্রতি মাসে উঠানে বের করে ছবি দেখাব আর সবাইকে চা খাওয়াবো কারন ছবি দেখতে বসে চা খাওয়াটার মাঝে একটা আনন্দ আছে।
    এই যে কিছু সময় আমি ব্যয় করেছি, আমি কিন্তু খুব আনন্দ পেয়েছি। এই মুহুর্তে যদি আমার হাতে কাগজ কলম থাকতো আমি অনেক কিছু লিখতাম।

    • @shakawat112
      @shakawat112 5 років тому

      Koto saler kotha vai?

    • @abdurchowdhury2512
      @abdurchowdhury2512 4 роки тому

      H

    • @abdurchowdhury2512
      @abdurchowdhury2512 4 роки тому

      Amar onovuti Ta o thik mohammad vair moto

    • @sunnojibonamarkhatun5531
      @sunnojibonamarkhatun5531 4 роки тому

      osadharon vai

    • @Banglaviewer2023
      @Banglaviewer2023 4 роки тому +4

      এটা কোন শাল ? সেটা বিষয় নয় বিষয় হল আবেগ যা ফেলে আসে মানুষ সুদুর অতীতে । মানুষের ঐ সময় গুলিতে কত ঘটনা ছিল শুধুমাত্র রেডিও তে গানের বা নাটক শোনার জন্য কিংবা টেলিভিশনে মাসে একটা ছবি হত তা শুধু পরিবার নয় পুরো পাড়া প্রতিবেশী নিয়ে সিনেমা দেখার কী আনন্দ এটাই উনি বর্ননা করেছেন মাত্র।

  • @naifpatwary9867
    @naifpatwary9867 4 роки тому +157

    2020 সালে কে কে শুনছেন..!
    👍 লাইক দিয়ে সাড়া দিবেন Plz...!❤

  • @user-gr7gy5dl7j
    @user-gr7gy5dl7j 5 років тому +8

    আল্লারে আমার মাতৃভুমিতে আগে এত সুন্দর ছবি ছিল আর এখন এখানেও রাজনীতি

  • @mojiburrahman8239
    @mojiburrahman8239 2 роки тому +5

    রোজিসামাদের মা অভিনয় অসাধারণ

  • @habibrahman1173
    @habibrahman1173 4 роки тому +8

    মন ফিরে যেতে চায় আবারো সেই পুরানো দিনের জন্য।

  • @Rana-bj9ou
    @Rana-bj9ou 5 років тому +6

    চোখের পানি চলে আসে এক কথায় চমৎকার

  • @imranhossain9055
    @imranhossain9055 4 роки тому +8

    ছোট সময় বাবার মুখে কতবার যে এই গান শুনেছি তার হিসাব নাই.....

  • @mdalauddin460
    @mdalauddin460 Рік тому +2

    অতীত খুবই আনন্দময় আর কখনো ফিরে পাবো না

  • @MdImran-hq2jo
    @MdImran-hq2jo Рік тому +4

    গানটা অনেক সুন্দর 🥰🥰

  • @fazlulhoq4854
    @fazlulhoq4854 Рік тому +7

    ১৯৭৮ সালে কুড়িগ্রামের মিতালী সিনেমা হলে দেখেছি,ধরলা নদী’র পাশেই ছিল সিনেমা হলটি।।

  • @karim.net77
    @karim.net77 Рік тому +14

    2023 সালে কমেন্ট করলাম।
    ২০৬০ সালের বন্ধুদের জন্য তাদের বলি _নব্বই দশকের সময় আমাদের এই গান গুলো ছিল প্রাণের গান...

  • @misstykotha2963
    @misstykotha2963 2 роки тому +4

    নায়ক রাজ্জাক 💖

  • @sujansujan6300
    @sujansujan6300 7 років тому +386

    তখন ছবিগুলি ছিল সাদাকালো, কিন্তু মনটা এত রংগিন ছিল যে বলে বুঝানো যাবে না। প্রায় প্রতিটি ছবিই দেখতাম।এখন রঙ্গিন দুনিয়া কিন্তু মনটা একেবারে ফাকা সাদা, বারবার মন চায় সেইদিনে ফিরে যেতে।

    • @mehedihasanjoy7807
      @mehedihasanjoy7807 7 років тому +6

      Right

    • @rnmovies9091
      @rnmovies9091 7 років тому +3

      হ্রদয় স্পশ গান

    • @taposdebnath2717
      @taposdebnath2717 7 років тому +2

      Mehedi Hasan Bappy সত্য কথায় ভাই

    • @user-mf8rq5vx7v
      @user-mf8rq5vx7v 7 років тому +2

      Sujan Sujan ঠিক বলেছেন আপনি।তখনকার সময় আর আসবেনা।তখনকার মানুষের মনটা ছিল সাদা, তখনকার আমরা ঠিকই আছি এখনো।কিন্তু আমাদের সেই মন মানুষিকতা কিন্তু নেই।

    • @best_techolve6746
      @best_techolve6746 6 років тому +1

      রঙ্গিলা দুনিয়া আর ভাল্লাগেনা

  • @jakirhasan7646
    @jakirhasan7646 3 роки тому +2

    প্রিয় জাহিদ ভাই আজকে বাসায় আসলাম, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, তা বলে বোজাতে পারবো না, মোবাইটা নিয়েই ইউটিউব খুলে প্রথমেই আপনার গানটা শুনতেছি আর ভাবতেছি মনে হয় আপনার সঙ্গে আমার ছোটবেলায়র থেকেই পরিচয়?,, ❤💕

  • @KAZIVAI-ig8dx
    @KAZIVAI-ig8dx 29 днів тому +2

    সোনালি অতীত হয়তো আমি থাকবো না কিন্তু আমার কমেন্ট থেকে যাবে।

  • @xmsoyon2535
    @xmsoyon2535 7 років тому +136

    বাংলা ছবি মানেই জেনো রাজ্জাক, কবুরি,ববিতা, সাবানা,আলমগির ফারুক
    এই নামগুলি💜💜💜👌😭😭

    • @mr.prince7039
      @mr.prince7039 5 років тому +1

      Thik bolsen bhai

    • @hasanmurad3306
      @hasanmurad3306 4 роки тому

      Alright

    • @forhadislam894
      @forhadislam894 4 роки тому +1

      জসিম নামটা নাই কেনো ভাই

    • @uzzalrana3751
      @uzzalrana3751 4 роки тому +1

      বাংলা ছবি মানে শাবানা আলমগীর কবরী রাজাক ববিতা বুলবুল আহমেদ রোজিনা ফারুক রুনজু ঘোষ অশিম সুচিরীতা সোহেল রানা নতুন ইলিয়াস কাঞ্চন আর জসিম ছিলেন তখন কার ভিলেন হিসেবে

    • @kalamahmed6655
      @kalamahmed6655 4 роки тому +1

      @@uzzalrana3751 কিছু সময় ভিলেন ছিলেন,,,পরে শাবানা ববিতার সাথে ৭৫--৮৫ সালের ভিতর অসংখ্য ছবি করেছে।

  • @ajaherulhaque946
    @ajaherulhaque946 7 років тому +42

    এ সব গান, ছবি আর জন্মাবে না

  • @sazibhasan6253
    @sazibhasan6253 8 років тому +61

    এ সমস্ত গান গুলো সত্যিই খুব ভাল লাগে। চেখ বন্ধ করে শুনার মত গান

  • @nanigopaldas304
    @nanigopaldas304 5 років тому +4

    Old is gold..............thanks.

  • @md.nabihossain98
    @md.nabihossain98 4 роки тому +1

    আগের ছবি বা সিনেমা কে বই বলে ডাকতো অধিকাংশ মানুষ (বিশেষ করে গ্রাম্য মানুষগুলো)। সাহিত্য জগতে কোনো লেখক যদি বই লেখে আলোড়ন সৃষ্টি ফেলে তাহলে তার বই টা বহু যুগ-যুগান্ত পাঠকগণ বইটা পড়ে। ঠিক বাংলার সাদা-কালো ছবি বা সিনেমা গুলো সে রকম যুগ-যুগান্তর বিখ্যাত হয়ে থাকবে ।

  • @shahidm8300
    @shahidm8300 11 років тому +5

    What a beautiful music. I had been looking for this music for so long. Thank you

  • @intexaccessories4698
    @intexaccessories4698 8 років тому +10

    Subir Nandi bole eto sundor gaan amra sunteparchi, R Razzak ache bole eto pronobonto Ovinoy dekehchi... sottiei Nayok Raz..

  • @aminshuvo913
    @aminshuvo913 5 років тому +7

    ২০১৯ সালেও জনপ্রিয় গান।

  • @moinuljibon2861
    @moinuljibon2861 3 роки тому +38

    গানের কথাঃ বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো...
    চলচ্চিত্রঃ বন্ধু (১৯৭৮ইং),
    গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার,
    সুরকার: সত্য সাহা,
    শিল্পী: সুবীর নন্দী,
    -----------------
    🇧🇩🌿B🔱M🌿Family...
    -----------------
    রাজ্জাকঃ হে! বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া,
    নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া,
    খুশিতে নেচে নেচে গান শোনাবো,
    বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো,
    বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    Music
    রাজ্জাকঃ হলদি দিয়া মেন্দি দিয়া,গোসল করাইবো,
    সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইবো,
    Short Music
    রাজ্জাকঃ হলদি দিয়া মেন্দি দিয়া,গোসল করাইবো,
    সেই গোসলের শেষে নতুন কাপড় পরাইবো,
    কাপড় পরাইয়া আতর লাগাইবো,
    আতরও লাগাইয়া সানাই বাজাইবো,
    সানাইয়ের সুরে সুরে পাগল করে দেবো,
    বন্ধু!
    ঊজ্জলঃ আরে,থাম থাম,তোর বিয়ে না দিয়ে,আমি বিয়েই করবো না,
    রাজ্জাকঃ হ্যাঁ!...
    ঊজ্জলঃ হে! বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    Music
    ঊজ্জলঃ আগে পিছে কতো মানুষ যাবে সাথী হইয়া,
    হাসি মুখে মা রবে দুয়ারে দাড়াইয়া,
    Short Music
    ঊজ্জলঃ আগে পিছে কতো মানুষ যাবে সাথী হইয়া,
    হাসি মুখে মা রবে দুয়ারে দাড়াইয়া,
    দুয়ারে দাড়াইয়া দোয়া দেবে,
    মায়ের দোয়াতে দুঃখ যাবে,
    সুখে দুখে দুই জনে এক সাথে রবো,
    ঊজ্জলঃ বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    রাজ্জাকঃ বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    ঊজ্জলঃ নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া,
    রাজ্জাকঃ নওশা সাজাইয়া পালকিতে চড়াইয়া,
    ঊজ্জলঃ খুশিতে নেচে নেচে গান শোনাবো,
    রাজ্জাকঃ হে! বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো...
    ঊজ্জলঃ বন্ধু,তোর বারাত নিয়া আমি যাবো......
    -----------------
    আল বিদা...
    Uploaded by Moinul Jibon.

  • @nhnayeem2315
    @nhnayeem2315 4 роки тому +6

    আমার সেরা গানগুলো মধ্যে একটি অনেক ভালো লাগে 👌👌👍👍❤❤

  • @uzzalhossain8000
    @uzzalhossain8000 3 роки тому +2

    Excellent 🌼🌼🌼🌼🌼

  • @user-he6ww7ze4x
    @user-he6ww7ze4x Рік тому +4

    আমার জিবনের প্রতম ছবি আজ অনেকেই আমাদের ছেরে চলে গেছে না ফেরার দেশে দোয়া করি তাদেরক আমিন

  • @mahmuduljewel7150
    @mahmuduljewel7150 4 роки тому +10

    "" বাংলাদেশের কিংবদন্তি শুধু তাই নয় তখনকার সময়ে কলকাতা থেকে শুরু করে সারা জায়গায় আমাদের"" নায়ক রাজ রাজ্জাক " প্রশংসা, এছাড়াও শাবানা, কবরি, ববিতা আরও অনেকে ছিল যাদের কোন তুলনা হয় না,, খুবি ❤ গান,, বাংলাদেশের ছবির গানের জয় হোক।।।

  • @sheikhshaheen3137
    @sheikhshaheen3137 5 років тому +5

    আগের সিনেমা গুলো দেখলে সত্যি ভালো লাগে

  • @faiazwasi5882
    @faiazwasi5882 3 місяці тому

    অসাধারণ ❤❤❤❤

  • @kamrulislam9916
    @kamrulislam9916 7 років тому +43

    গান টা ছিলো সাদা কালো। কিন্তু মনটা ছিলো অনেক রঙিন।।।

  • @ArifKhan-rq4vq
    @ArifKhan-rq4vq 5 років тому +4

    অনেকগুলো ভালো মানুষ গানটা শুনছে 😍

  • @meherunnesa4242
    @meherunnesa4242 Рік тому

    আসলেই অসাধারণ ❤বলার ভাষা নেই

  • @abhimanioxygen2212
    @abhimanioxygen2212 4 роки тому +1

    Great...

  • @kittywork0
    @kittywork0 3 роки тому

    কলিজায় কম্পন সৃষ্টি হওয়া গান

  • @shadahmad1820
    @shadahmad1820 4 роки тому +2

    তখনকার দিনের গানগুলা ছিল দেখার মতো,শোনার মতো,তখনকার অভিনয় ছিল দারুন,এখনকার গান শুনলে,অভিনয় দেখলে গালি দিতে মন চায়।তখন যে কি সুন্দর অভিনয় ছিল রাজ্জাক,আলমগীর,সাবানা

  • @cookingismypassion5566
    @cookingismypassion5566 6 років тому +8

    Ager movie gula ato sundor chilo??? Shamanno onader dialogue gula shune ato valo laglo j bole bojhano jabe na...Amra kn ai rongin juge jonmo grohon korlam 😭😭😭😭

  • @enamulhoque9171
    @enamulhoque9171 4 роки тому +16

    আল্লাহ পাক,,রাজ রাজ্জাক কে যেন জান্নাতুল ফেরদৌস দান করুন,, আমিন।

  • @subratakumardas2482
    @subratakumardas2482 6 років тому +6

    তখনকার ছবিগুলো এখনও মন কারে।

  • @zakirsarker9535
    @zakirsarker9535 2 роки тому +6

    আগের ছবির গানগুলি শুনলে কেন জানি চোখে পানি চলে আসে।

  • @Beau757
    @Beau757 4 роки тому +1

    আহা কি অভিনয়

  • @abdulalim-vw8xz
    @abdulalim-vw8xz Рік тому +3

    আবার যদি সেই সময়, সেই সময়ের অনুভূতি গুলো ফিরে পেতাম। আর কখনোই এমন সুন্দর ছবি, এমন সুন্দর গান হবেনা। তবুও আধুনিক গানের ভীড়ে চিরো অমর হয়ে রবে গানগুলো।

    • @user-ie5qm1tq4l
      @user-ie5qm1tq4l 8 місяців тому

      হবে কেন হবে না, সময় দিন আমি এবং আমরা বানাব,,, যারা সৃষ্টিশীল মানুষ তারা।

  • @md.abdullahalmamun6815
    @md.abdullahalmamun6815 9 місяців тому

    Oshadharon.

  • @kalamhazari7125
    @kalamhazari7125 6 років тому +4

    শুধু বিয়ের গান নয়,জীবনের শেষ অধ্যয় এতে বুজা যায়।

  • @mdmurshidali7520
    @mdmurshidali7520 4 роки тому +1

    চোখে পানি এসে গেল

  • @user-hi2uw2jx9e
    @user-hi2uw2jx9e Рік тому +1

    বন্ধু দের কথা মনে পরে

  • @santokhan5557
    @santokhan5557 5 років тому +2

    গান সেই ভালো লাগছে,,অভিনয় টাও সেই হইছে,,

  • @ashrafalishopon2601
    @ashrafalishopon2601 2 роки тому +1

    অসাধারণ একটা ছবি

  • @mollahasefhossain5359
    @mollahasefhossain5359 5 років тому +1

    Oshadharon, Madaripur badamtoli cinema hall e 1978 e chhobiti dekhechilam. See smriti mone pore gelo.

  • @sylhetsurma27
    @sylhetsurma27 5 років тому +8

    এ ছবিটি কতবার সিনেমা হলে গিয়ে দেখেছি। আর এখন আমার শহরে সব সিনেমা হল বন্ধ হয়ে গেছে।

  • @sujonsvlog2457
    @sujonsvlog2457 3 роки тому +4

    অনেক সুন্দর গান, সবাই এই মানুষ কে খেয়াল রাখবেন

  • @user-db2ow7jj4f
    @user-db2ow7jj4f 2 місяці тому

    কোথায় যেন হারিয়ে গেলাম গানটি সোনতেগিয়ে

  • @tutulofficial806
    @tutulofficial806 3 роки тому +3

    আমি যদিও এই সময়ের মানুষ,,,তবুও এই গানগুলো মন থেকে অনেক পছন্দ করি,,❤️❤️❤️❤️

  • @zealbangla-digitalpurjee5825
    @zealbangla-digitalpurjee5825 3 роки тому

    শুনতাম বাবা চাচারা নাকি স্কুল ফাকি দিয়ে প্রায়ই ছবি দেখতে যেতে কিন্তু তারা বেচে নেই কিন্তু আজ আমার বয়স ৩৪ বছর এখন বুঝতে বাকি রইলনা কেন তারা এত সিনেমা পাগল ছিল---এমন ছবি কার না ভাল লাগে বলুন অসাধারণ ছবি একটি ছবিতে সব যেন মিক্স সব বাস্তবতা দিয়ে ফুটিয়েছে মনে হচ্ছে নায়কাদের প্রেমে পরি তাদের প্রেমের অভিনয় দারুন, অসাধারন সব চাওয়া চাহনি---

  • @jiaulhaque8028
    @jiaulhaque8028 4 роки тому +4

    পুরোনো দিনের গানের সাথে আধুনিক গানের তুলনা হয়না..

  • @mdaktaruzzaman2002
    @mdaktaruzzaman2002 2 роки тому +1

    আমি সবসময় পুরোনো দিনের গান শুনি,,

  • @mohammadhasan9522
    @mohammadhasan9522 5 років тому +2

    এই গুলো বেস্ট ছিলো,তখন কর সমায়ের অভিনয় আজো লোকজন দেখে,কিন্তু বর্তমানের ছবি কিছুদিন পর অচল হয়ে যায়

  • @yourmobilelaptop7924
    @yourmobilelaptop7924 3 роки тому +1

    অনেক ভালো লাগলো

  • @mrskFarid-qn8ov
    @mrskFarid-qn8ov 4 роки тому +4

    মহানায়ক নায়ক রাজ রাজ্জাক স্যার।

  • @MdMirhossain-kf8fz
    @MdMirhossain-kf8fz 8 місяців тому +11

    এই গানটি সহকারে এ-ই ছবির তিন টা গান আমার নিকট আজও সংরক্ষিত আছে অডিও ফিতায় রেকর্ড করা,, বন্ধু,,

  • @_nobinschool5270
    @_nobinschool5270 4 роки тому +3

    এখনো গান গুলো মন জুরিয়ে দেয়।

  • @foraji8706
    @foraji8706 Рік тому +1

    পুরনো দিনের গান আমার পিয়

  • @DrMijanDrMijan-yl2ws
    @DrMijanDrMijan-yl2ws 4 роки тому +3

    I never forgot this song

  • @TamimTamim-sb6qe
    @TamimTamim-sb6qe 7 років тому +10

    realy razzak is great actor of bd histori

  • @sumiyatanzim5722
    @sumiyatanzim5722 4 роки тому +9

    Old is gold, when this film is made most of the person of this generation hadn’t born but till this song cheers us.

  • @manamarahman457
    @manamarahman457 Рік тому

    ‌কি অসাধারণ গান আর চিত্রনাট্য।

  • @MsRaselislamRislam
    @MsRaselislamRislam 5 років тому +3

    Ohhho!!!!if we would came back that day!!!

  • @jihaddotnet6573
    @jihaddotnet6573 4 роки тому

    Gan ta sotti osadharon.akbar sunla bar bar sunta ischa kora..

  • @sojolchandra6020
    @sojolchandra6020 4 роки тому +8

    অত্যন্ত আবেগপ্রবন গান রিমেক হওয়া দরকার।

  • @morsalinmia1009
    @morsalinmia1009 3 роки тому

    Sornali juger sershtho nayok Raz Razzak,miss u

  • @salammatco6758
    @salammatco6758 7 років тому +2

    অসাধারণ গানটি

  • @ayshamaliha3276
    @ayshamaliha3276 5 років тому +4

    amar abbu sotokale ey song ta shunayto amake... sey 1999-2000 er dike

  • @abulkalam9018
    @abulkalam9018 7 років тому +5

    Always green actor!!!#Razzak#

  • @bappibiswas-8041
    @bappibiswas-8041 Рік тому

    গানটা সুনে কখোন জাণী চোখের কোনে জল চলে আসলো।আজ বডডো মনে পরছে আমার জানের দোস্ত তোপু রায়হান কে।মোনে পোরছে রাত দিন ঘোরাঘুরি র কথা । দোস্ত তুই ভালো থাকিস।

  • @samiasam1593
    @samiasam1593 4 роки тому +3

    Really amazing...movie...i lose my heart with this movie.....

  • @timetraveller3492
    @timetraveller3492 5 років тому

    khub sundar gan..
    hareye gache

  • @shekhrabihassan9637
    @shekhrabihassan9637 9 років тому +7

    বন্ধু forever !

  • @m.m.khandoker523
    @m.m.khandoker523 5 років тому +3

    এরকম মন থাকা চাই তবে হবে এরকম অভিনয় বা গান। এখন তো আমরা পরাধীন।