সূরা ইয়াসিন-এর বিস্ময়কর তাফসীর || অবাক করা নতুন কিছু তথ্য || Sura Yasin || Allama Mozammel Haque waz

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • সূরা ইয়াসীন এর ধারাবাহিক তাফসীর, পর্ব-১, আয়াত : ১-১২ || Sura Yasin tafsir : 1-12 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    সূরাতুল ইয়াসীন-
    بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ يس
    ইয়া-সীন [সুরা ইয়া-সীন - ৩৬:১]
    وَالْقُرْآنِ الْحَكِيمِ
    প্রজ্ঞাময় কোরআনের কসম। [সুরা ইয়া-সীন - ৩৬:২]
    إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ
    নিশ্চয় আপনি প্রেরিত রসূলগণের একজন। [সুরা ইয়া-সীন - ৩৬:৩]
    عَلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ
    সরল পথে প্রতিষ্ঠিত। [সুরা ইয়া-সীন - ৩৬:৪]
    تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ
    কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ, [সুরা ইয়া-সীন - ৩৬:৫]
    لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ
    যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন, যাদের পূর্ব পুরুষগণকেও সতর্ক করা হয়নি। ফলে তারা গাফেল। [সুরা ইয়া-সীন - ৩৬:৬]
    لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلَى أَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ
    তাদের অধিকাংশের জন্যে শাস্তির বিষয় অবধারিত হয়েছে। সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। [সুরা ইয়া-সীন - ৩৬:৭]
    إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلاَلاً فَهِيَ إِلَى الأَذْقَانِ فَهُم مُّقْمَحُونَ
    আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ী পরিয়েছি। ফলে তাদের মস্তক উর্দ্ধমুখী হয়ে গেছে। [সুরা ইয়া-সীন - ৩৬:৮]
    وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُونَ
    আমি তাদের সামনে ও পিছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদেরকে আবৃত করে দিয়েছি, ফলে তারা দেখে না। [সুরা ইয়া-সীন - ৩৬:৯]
    وَسَوَاء عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ
    আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তাদের পক্ষে দুয়েই সমান; তারা বিশ্বাস স্থাপন করবে না। [সুরা ইয়া-সীন - ৩৬:১০]
    إِنَّمَا تُنذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِيَ الرَّحْمَن بِالْغَيْبِ فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَأَجْرٍ كَرِيمٍ
    আপনি কেবল তাদেরকেই সতর্ক করতে পারেন, যারা উপদেশ অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। অতএব আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। [সুরা ইয়া-সীন - ৩৬:১১]
    إِنَّا نَحْنُ نُحْيِي الْمَوْتَى وَنَكْتُبُ مَا قَدَّمُوا وَآثَارَهُمْ وَكُلَّ شَيْءٍ أحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ
    আমিই মৃতদেরকে জীবিত করি এবং তাদের কর্ম ও কীর্তিসমূহ লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। [সুরা ইয়া-সীন - ৩৬:১২]

КОМЕНТАРІ • 29