নতুন ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রে পিতা-মাতার প্রমাণপত্র খুবই গুরুত্বপূর্ণ। আপনার মাতার আইডি কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে। তাহলে সেটা অনলাইন থেকে আবার পুনরায় উত্তোলন করুন। কিংবা আপনি আপনার নিজ নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।
প্রথমতো আপনার এইচএসসি সার্টিফিকেট দিয়ে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে দিবেন জন্ম তারিখ মিল রাখার জন্য কিংবা অন্যান্য তথ্য মিল রাখার জন্য। হুবহু যখন সার্টিফিকেটের সাথে জন্ম সনদ মিল থাকবে। তখন আপনি জন্ম সনদ ও সার্টিফিকেট দিয়ে নতুন ভোটারের জন্য আবেদন করবেন। তাতে আপনার সকল প্রকার কাগজপত্র ঠিক থাকবে।
অনলাইন ভোটার আইডি কার্ড আবেদন ভাইয়া সর্বোচ্চ কতবার করা যায়? আর এক নাম্বার দিয়ে একাধিক বার কি আবেদন করা যায়? আর ডকুমেন্টস হিসাবে jsc/ssc এডমিট/রেজিষ্ট্রেশন/মার্ক শীট আছে কোনটা দেয়া যাবে? জানাবেন প্লিজ
আপনি আবেদন একাধিকবার করতে পারবেন কিন্তু হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার পরিবর্তন করে করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে জেএসসি/এসএসসি মার্কশিট কিংবা সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
Vaiya amar banglai Online kora ase taile ki hoibo.. R rokto test na dela hoibo na.. R apply korte sob kagoj lagbo.. Akto janaben. Ami passport kormo dorkar onnak.. R koto din por id chad debo
ভোটার আইডি কার্ড আবেদনের ক্ষেত্রে সার্টিফিকেটের থেকে জন্ম নিবন্ধনের গুরুত্ব বেশি। সার্টিফিকেট না থাকলেও ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা যায়। কিন্তু জন্ম নিবন্ধন না থাকলে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আমার জানামতে কিংবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলেছি। এবং আমি না জেনে কথাটা আপনাকে বলিনি। আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ বাংলা ভোটার আইডি কার্ডের আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।
ভাইয়া আমাদের গ্রামের বাসা বাঞ্ছারামপুর উপজেলায় তো আমার আব্বু ঢাকায় চাকরি করে বলে আমরা ঢাকায়ই আছি, তো এখানে আমি ভোটারের জন্য আবেদন করে এখানকার উপজেলা অফিসে সকল কাগজপত্র নিয়ে যায়, কিন্তু যে মালিকের বাসায় থাকি তো উনার বাসায় আমাদের আলাদা মিটার দেয়া হয় কিন্তু নাম,ঠিকানা সব উনার নামে তো আমাদের এইখানের উপজেলা অফিসে ঐ কারেন্ট বিলের কাগজটা দেওয়ায় উনি আমারটা হবে না বলে ফেরত দিয়ে দেই এইখানে আমার কি করনীয় একটু বলবেন দয়া করে....🙏 আর এখন কি ভোটারের কাজ করতে পারবো...???
আপনি যে উপজেলার নির্বাচন অফিসে গিয়েছেন। সেই নির্বাচন অফিসের কি প্রধান কর্মকর্তার সাথে আপনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কথা না বললে গিয়ে অবশ্যই ডিরেক্টলি তার সাথে কথা বলবেন এবং আপনার সমস্যা কথা খুলে বলবেন। আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন এবং আপনার সমস্যার কথাটি তাদের খুলে বলুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করে এবং সকল প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করলেই হবে।
বাবার ডেট সার্টিফিকেট না থাকলে কি করার তাহলে কি ভোটার হতে পারব না . আমার জন্ম নিবন্ধন কাগজ আছে আমার আম্মু ভোটার আইডি কার্ড আছে. কিন্তু আব্বুর কোন কিছুই নাই কেননা আমি ছোট থাকতেই আব্বু মারা গেছে ! 😢
যদি এই ধরনের আপনি সমস্যায় পড়ে থাকেন। তাহলে আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কর্তৃক আপনার পিতার নাম, ঠিকানা এবং মৃত্যুর তারিখ, মাস, বছর উল্লেখপূর্বক একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করবেন। এবং আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
আমার জন্ম নিবন্ধন এ জন্ম স্থান,,, নারায়ণগঞ্জ কিন্তুু,,,বতমানে মানে আমি ব্রাহ্মণ্যবাড়িয়া তে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধন এ জন্ম স্থান,,, নারায়ণগঞ্জ ,, কিন্তুু এখন এই জন্ম নিবন্ধন দিয়ে কি ব্রাহ্মণ্যবাড়িয়া জন্ম স্থান দিয়ে NID কাড করতে পারব
ভোটারের আবেদন আপনি এই বাংলাদেশের যে কোন জায়গা থেকে করতে পারবেন কিংবা ভোটার হতে পারবেন। যেখানে আপনি ভোটার হতে ইচ্ছুক। কিন্তু আমি আপনাকে বলব আপনি যে খানের স্থায়ী নাগরিক, সেখানে আপনি ভোটার করবেন। এতে আপনার সুবিধা হবে এবং পরবর্তীতে কিংবা ভবিষ্যতে ভোটার ট্রান্সফার নিয়ে কোন ঝামেলা বা কোন প্রকারের দৌড়ঝাপ করতে হবে না আপনাকে।
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করে এবং সকল প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করলেই হবে।
আপনার পিতার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, সে ক্ষেত্রে অবশ্যই আপনার পিতার জাতীয় পরিচয়পত্র করতে হবে। এবং জাতীয় পরিচয় পত্র করার জন্য ডিজিটাল জন্ম সনদের প্রয়োজন হবে এবং এর সাথে যাবতীয় তথ্যাদি। আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
সে ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। যতদিনে ইউনিয়ন পরিষদে কিংবা নির্বাচন অফিসে কার্যক্রম শুরু না হয়। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই, কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।
ছবি তোলার ০১ মাস থেকে শুরু করে ০৩ মাসের মাঝেই এনআইডি কার্ড পাওয়া যায়। এনআইডি কার্ড পাওয়ার জন্য অনলাইন থেকে ভোটার আইডি কার্ড চেক করে দেখতে হবে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা। এরপর, চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে সেটি লেমিনেটিং করে ব্যবহার করা যাবে।
এটাতো নির্বাচন অফিসের কর্মকর্তারা বলবে, যেমন আমাদের উপজেলায় ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় সপ্তাহের সোমবার আর বুধবার। এটা আপনি আপনার নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করলে সঠিক তথ্যটা পাবেন।
সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ ❤
আপনার মূল্যবান কমেন্ট করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ❤️
ধন্যবাদ ভাইয়া ❤
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ❤️
ভাইয়া বাবার ভোটার আইডি কার্ড আছে কিন্তু মায়ের ভোটার আইডি কার্ড নাই হারিয়ে গেছে তো আমি কি আইডি কার্ড করতে পারব
নতুন ভোটার আইডি কার্ড করার ক্ষেত্রে পিতা-মাতার প্রমাণপত্র খুবই গুরুত্বপূর্ণ। আপনার মাতার আইডি কার্ড যদি হারিয়ে গিয়ে থাকে। তাহলে সেটা অনলাইন থেকে আবার পুনরায় উত্তোলন করুন। কিংবা আপনি আপনার নিজ নির্বাচন অফিসে যোগাযোগ করতে পারেন।
Good Information ❤
Thanks ❤️
Vaiya amar birth certificate ee jonmo sal vul ace akn ami kih amr hsc certificate diye NID card banate parbo karon oikhane amr jonmo sal thik ace
প্রথমতো আপনার এইচএসসি সার্টিফিকেট দিয়ে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে দিবেন জন্ম তারিখ মিল রাখার জন্য কিংবা অন্যান্য তথ্য মিল রাখার জন্য। হুবহু যখন সার্টিফিকেটের সাথে জন্ম সনদ মিল থাকবে। তখন আপনি জন্ম সনদ ও সার্টিফিকেট দিয়ে নতুন ভোটারের জন্য আবেদন করবেন। তাতে আপনার সকল প্রকার কাগজপত্র ঠিক থাকবে।
অনলাইন ভোটার আইডি কার্ড আবেদন ভাইয়া সর্বোচ্চ কতবার করা যায়? আর এক নাম্বার দিয়ে একাধিক বার কি আবেদন করা যায়? আর ডকুমেন্টস হিসাবে jsc/ssc এডমিট/রেজিষ্ট্রেশন/মার্ক শীট আছে কোনটা দেয়া যাবে? জানাবেন প্লিজ
আপনি আবেদন একাধিকবার করতে পারবেন কিন্তু হচ্ছে আপনাকে মোবাইল নাম্বার পরিবর্তন করে করতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাকে জেএসসি/এসএসসি মার্কশিট কিংবা সার্টিফিকেট সংযুক্ত করতে হবে।
Vaiya amar banglai Online kora ase taile ki hoibo.. R rokto test na dela hoibo na.. R apply korte sob kagoj lagbo.. Akto janaben. Ami passport kormo dorkar onnak.. R koto din por id chad debo
জন্ম নিবন্ধন অবশ্যই বাংলা ইংলিশ হতে হবে। আর ব্লাড টেস্টের কপি বাধ্যতামূলক। আর ছবি তোলার পর এনআইডি কার্ড পেতে সাধারণত ১ মাসের মত সময় লাগে।
@@TechPlus06 amare j ak lok bollo bangla online hoilei hoibo
ভোটার আইডি কার্ড আবেদনের ক্ষেত্রে সার্টিফিকেটের থেকে জন্ম নিবন্ধনের গুরুত্ব বেশি। সার্টিফিকেট না থাকলেও ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করা যায়। কিন্তু জন্ম নিবন্ধন না থাকলে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। আমার জানামতে কিংবা আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলেছি। এবং আমি না জেনে কথাটা আপনাকে বলিনি। আপনার জন্ম নিবন্ধনের ইংলিশ বাংলা ভোটার আইডি কার্ডের আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।
ভাইয়া আমাদের গ্রামের বাসা বাঞ্ছারামপুর উপজেলায় তো আমার আব্বু ঢাকায় চাকরি করে বলে আমরা ঢাকায়ই আছি, তো এখানে আমি ভোটারের জন্য আবেদন করে এখানকার উপজেলা অফিসে সকল কাগজপত্র নিয়ে যায়, কিন্তু যে মালিকের বাসায় থাকি তো উনার বাসায় আমাদের আলাদা মিটার দেয়া হয় কিন্তু নাম,ঠিকানা সব উনার নামে তো আমাদের এইখানের উপজেলা অফিসে ঐ কারেন্ট বিলের কাগজটা দেওয়ায় উনি আমারটা হবে না বলে ফেরত দিয়ে দেই এইখানে আমার কি করনীয় একটু বলবেন দয়া করে....🙏
আর এখন কি ভোটারের কাজ করতে পারবো...???
আপনি যে উপজেলার নির্বাচন অফিসে গিয়েছেন। সেই নির্বাচন অফিসের কি প্রধান কর্মকর্তার সাথে আপনি এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। কথা না বললে গিয়ে অবশ্যই ডিরেক্টলি তার সাথে কথা বলবেন এবং আপনার সমস্যা কথা খুলে বলবেন। আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন এবং আপনার সমস্যার কথাটি তাদের খুলে বলুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
@@TechPlus06 না আমি উনার সাথে কথা বলি নি
কিন্তু এখন আপনি যেই নাম্বার দিছেন ঐটাই কল করে কথা বলে দেখবো কি বলে
হ্যাঁ আপনি আগে ওই উপজেলার নির্বাচন অফিসের ঊর্ধ্বতর কর্মকর্তার সাথে কথা বলেন। তারপরে আপনি নির্বাচন কমিশনের হেল্পলাইনে ফোন দিয়ে কথা বলতে পারেন।
ভাই এনআইডি করতে চাচা৷ চাচির এনআইডি লাগে না
না ভাইয়া! চাচা/চাচির এনআইডি কার্ড এর কোন প্রয়োজন নেই। শুধুমাত্র পিতা-মাতা তথ্য এনআইডি কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য।
@@TechPlus06 এখানে ভাইয়া চাচা চাচির গুলো বেশি লাগে
জি ভাইয়া, আপনি যা বলেন।
❤
ধন্যবাদ
এখন কি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবো...??
হ্যাঁ পারি, আর আমি কাজ করি অনলাইন সংক্রান্ত বিষয় নিয়ে।
abedon koto tarikh theke shuru?
আপনার কি ১৮ বছর পূর্ণ হয়েছে?
পূর্বে ভোটার হয়নি এটা নাকি জেলার নির্বাচন অফিস থেকে নিতে হয়?
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করে এবং সকল প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করলেই হবে।
বাবার ডেট সার্টিফিকেট না থাকলে কি করার তাহলে কি ভোটার হতে পারব না . আমার জন্ম নিবন্ধন কাগজ আছে আমার আম্মু ভোটার আইডি কার্ড আছে. কিন্তু আব্বুর কোন কিছুই নাই কেননা আমি ছোট থাকতেই আব্বু মারা গেছে ! 😢
যদি এই ধরনের আপনি সমস্যায় পড়ে থাকেন। তাহলে আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান কর্তৃক আপনার পিতার নাম, ঠিকানা এবং মৃত্যুর তারিখ, মাস, বছর উল্লেখপূর্বক একটি প্রত্যয়ন পত্র সংগ্রহ করবেন। এবং আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
আমার জন্ম নিবন্ধন এ জন্ম স্থান,,, নারায়ণগঞ্জ কিন্তুু,,,বতমানে মানে আমি ব্রাহ্মণ্যবাড়িয়া তে চলে এসেছি এখন আমার জন্ম নিবন্ধন এ জন্ম স্থান,,, নারায়ণগঞ্জ ,, কিন্তুু এখন এই জন্ম নিবন্ধন দিয়ে কি ব্রাহ্মণ্যবাড়িয়া জন্ম স্থান দিয়ে NID কাড করতে পারব
ভোটারের আবেদন আপনি এই বাংলাদেশের যে কোন জায়গা থেকে করতে পারবেন কিংবা ভোটার হতে পারবেন। যেখানে আপনি ভোটার হতে ইচ্ছুক। কিন্তু আমি আপনাকে বলব আপনি যে খানের স্থায়ী নাগরিক, সেখানে আপনি ভোটার করবেন। এতে আপনার সুবিধা হবে এবং পরবর্তীতে কিংবা ভবিষ্যতে ভোটার ট্রান্সফার নিয়ে কোন ঝামেলা বা কোন প্রকারের দৌড়ঝাপ করতে হবে না আপনাকে।
বয়স যদি ৩০ হয় তাহলে কি ভোটার হওয়ার ক্ষেত্রে কোন বাধা আছে?
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করে এবং সকল প্রকারের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে এবং তাদের দিকনির্দেশনা অনুযায়ী কার্যক্রম শুরু করলেই হবে।
পিতার জাতীয় পরিচয়পত্র ছাড়া কি সন্তান ভোটার হতে পারবে?
দেশের বাহিরে থাকার কারণে পিতার এনআইডি কার্ড করা হয় নাই।
আপনার পিতার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, সে ক্ষেত্রে অবশ্যই আপনার পিতার জাতীয় পরিচয়পত্র করতে হবে। এবং জাতীয় পরিচয় পত্র করার জন্য ডিজিটাল জন্ম সনদের প্রয়োজন হবে এবং এর সাথে যাবতীয় তথ্যাদি। আপনি যে সমস্যা কথা বলছেন সেই সমস্যা সমাধান পেতে, নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের হেল্পলাইন নাম্বার হলো ১০৫ কল করুন। আশা করছি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন দ্রুত।
বর্তমানে তো মেম্বার চেয়ারম্যান পলাতক কি করব
সে ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। যতদিনে ইউনিয়ন পরিষদে কিংবা নির্বাচন অফিসে কার্যক্রম শুরু না হয়। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলেই, কার্যক্রম খুব দ্রুত শুরু হবে।
ভাই কাগজপত্র জমা দিয়েছি।
এখন কত দিন লাগবে?
ছবি তোলার ০১ মাস থেকে শুরু করে ০৩ মাসের মাঝেই এনআইডি কার্ড পাওয়া যায়। এনআইডি কার্ড পাওয়ার জন্য অনলাইন থেকে ভোটার আইডি কার্ড চেক করে দেখতে হবে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা। এরপর, চাইলে ভোটার আইডি কার্ড ডাউনলোড করে সেটি লেমিনেটিং করে ব্যবহার করা যাবে।
@@TechPlus06 কাগজ জমা দেওয়ার কতদিন পর ছবি,ফিঙারপ্রিন্ট দিতে হবে?
এটাতো নির্বাচন অফিসের কর্মকর্তারা বলবে, যেমন আমাদের উপজেলায় ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয় সপ্তাহের সোমবার আর বুধবার। এটা আপনি আপনার নিজ উপজেলার নির্বাচন অফিসে যোগাযোগ করলে সঠিক তথ্যটা পাবেন।
প্লিজ রিপ্লাই ❤❤
জি বলুন ভাইয়া ❤️