আমি ঝাড়খণ্ডের বাসিন্দা তবুও আপনার উপস্থাপনা এবং সহজ সরল ভাষায় ' সত্যকে ' যেমনভাবে প্রসারিত করেন বর্তমানে সেটা অবাক করে । তাই যখন আরামবাগ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল কয়েক হাজার ( বা তারো কম ) তখন থেকেই আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। এগিয়ে চলুন । মহাষ্টমীর শুভেচ্ছা জানাই ।
আমি গর্বিত, আমি বাঙ্গালী। আমি সনাতন ধর্মের মানুষ। দূর্গা পূজা উদযাপন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে বেশী কিছু আশা করা যায় না। মহাসপ্তমীর সন্ধ্যায় সবাই কে আন্তরীক অভিনন্দন জানাই।🌸🌸🙏🙏🌸🌸
আপনি যে বিদেশের মাটিতে এত চমৎকার ভাবে দুর্গা পূজার আয়োজন প্রতি দিন দেখিয়ে চলেছেন আমার খুব ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে জানাই আমার আন্তরিক পূজার অভিনন্দন
সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা । এবারের পুজোয় মা দুর্গার কাছে একটাই প্রার্থনা পশ্চিমবঙ্গের মানুষদের বিবেক জাগ্রত করে দাও মা । পাউসের এফেক্ট আর ৫০০ টাকার মহো দুর করে দাও মা ।
ভাই সফিকুল দিন দিন তোমার উপস্থাপনা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছ। একটি ক্ষুদ্র চ্যানেল হয়েও তুমি যেভাবে বৈচিত্র্যপূর্ণ বিষয় তুলে ধর তা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ।
স্পেনে বসবাসকারী হিন্দু বাংগালীদের দুর্গা পুজার আয়োজক ও পুজারীদের সারদীয়ার প্রীতি,শুভেচ্ছা ও আন্তরীক অভিনন্দন। আপনাদের আয়োজিত দুর্গা পুজা দেখে খুবই আপ্লুত বোধ করছি এবং তা আরামবাগ টি,বি চ্যানেলের মাধ্যমে ও সফিকুল ভাইয়ের উদ্যোগেই সম্ভব হয়েছে। এজন্য সফিকুল ভাইয়ের নিকট কৃতজ্ঞ।
সফিকুল বাবু প্রথমে আপনাকে ও পরিবারের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।আপনার চ্যানেল বিদেশে পারী দিচ্ছে ও জনপ্রিয়তার বন্যা বওয়া দেখে বাঙালী হিসেবে গর্ব বোধ করি ।আপনারা সবাই সুস্থ থাকবেন ।
I am an old man. Not going to any puja pandal. Through your coverage I am enjoying the puja sitting at home. I am so influenced. If our country people start reacting like you, then we will enjoy the harmonious unity of many in body but one in mind. This is a Buddhist Concept which we discussed in our meetings in several occasions. Thank you very much.
এই দাদাকে এর আগেও দুর্গাপুজোর ভিডিও আরামবাগ টিভিতে প্রতিবেদনের মাধ্যমে দেখেছি আরামবাগ টিভির দর্শক হিসাবে আমার খুব ভালো লাগছে যে আরামবাগ টিভি প্রতিবেদন ভারতবর্ষ ছাড়া বাইরের দেশে বহু মানুষ প্রতিবেদন দেখে 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
আরামবাগ জন্য আমরা বিদেশে দুর্গা পূজা কোথায়,কেমন করে উদযাপন করছে , জানতে পারলাম, বাংলার থেকে কোনো অংশে কম নয়, দেশে না থেকেও তারা দেশেই আছেন । আপনি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ
Shafiqul Bhai you are really grea. I am watching your programme throughout the day. I am proud of you. You are a true Bengali. All the political parties in West Bengal must see and understand the real essence which you are showing. I have no language to express my heartfelt regards for you. Great, Great, Great.
প্রথম জানাই অষ্টমী শুভেচ্ছা। গত কয়েক বছর দূর্গা পূজা আমাকে আর আগের। মতো টানেনা। কয়েক দিন ছুটি হিসেবে কাটাই। বাংলার দূর্গা পূজোতে আর আগের মতো আন্তরিকতা ও ভক্তি নেই। সর্বত্র রাজনীতি। এই বছর প্রবাসী দূর্গা পূজা আপনার মাধ্যমে দেখে খুব আনন্দ পেলাম। প্রবাসীদের পূজোতে যে ভক্তি ও শ্রদ্ধা দেখলাম যা এখন বাংলার পূজা তে নেই। খুব ভালো লাগলো, ছোটবেলা র দূর্গা পূজার কথা মনে পড়ে। আশা থাকলাম আরো কিছু যদি প্রবাসী পূজা দেখতে পারি। ধন্যবাদ। ত
আপনি এই প্রবাসী দম্পতি কে যা কিছু জিজ্ঞাসা করলেন ঠিক এই গুলিই যেন আমার জানার ইচ্ছা ছিল। অনেক ধন্যবাদ এই প্রতিবেদন টির জন্য। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা আর আশির্বাদ জানালাম।
প্রত্যেকটি বিদেশের প্রবাসী বাঙালিদের যে উৎসাহ উদ্দীপনার সাথে এই দুর্গাপূজা উৎসব (তাও আবার বাঙালির নিজস্ব পোষাকে) যাপন করেন তা সত্যই আমাদের আনন্দ দেয় , গর্বিত করে ।
আপনাদের দেখে খুব ভাল লাগল I এক মাত্র শফিক উল ভাইয়ের কাছেই এসব খবর পাওয়া যায় I আপনাদের অনুরোধ এই মানসিকতা যদি এখানকার ভাতা খাওয়া বাঙ্গালীদের মধ্যে বিতরণ করেন তবে খুব ভাল হয় I
Congratulations to the peoples of Spain for the happy Durgapuja festival. Congratulations to the Bengalees arranging this festival. Be the peoples happy and peaceful. Many many thanks to the channel of Shafiqueul Islam sir for bringing us to the country and her peoples. Thanks to Kanchan banu and the puja committees ofDurgapuja .We are waiting to enjoy the DHUCHI DANCE .Hope this channel will surely fulfil our hopes.
প্রিয় শফিকুল ডা শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই ।আপনার সংবাদ পরিবেশনার সাথে সাথে এই ধরনের অভিনবত্ব আরামবাগ টি ভি কে আরও অনেক বড় এবং বেশি সহৃদয় করে তুলবে ।ভারতবর্ষ আরও অন্যান্য রাষ্ট্রে
ক্যালিফোর্নিয়ার পর আজ স্পেন। পুজো দেখে মন ভরে গেল শফিকুল ভাই। তোমাকে কী বলে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ! আরও নতুন নতুন দেশের পুজোর আয়োজন দেখতে চাই।
সফিকুল ভাই শুনে খুব ভাল যে কাঞ্চন বাবু ও ওনার স্ত্রী বললেন আপনি ব্রেকিং নিউজ দেন এটা সুনে খুব ভাল লাগলো জে আপনার অসাধারণ খবর পৃথিবীতেও সম মূল্যবান ❤️❤️❤️
আমিতো! এক হাতের জন্য! কিন্তু, ভালো লাগে যখন দেখি, একটা সম্পূর্ণ প্রজন্ম রয়েই যায়, আমাদেরই পূর্বজাদের আত্মিক রাখার জন্য। HAIL MY OUR OWN country. মাতৃতান্ত্রিক সভ্যতাই সত্যি। বছরটাতো শুধু সংখ্যা মাত্র। 🙏🙏🙏🙏🫀🫀❤️❤️❤️❤️ একজন, পঞ্চাশোর্ধ, সামান্য সমেয়ে থাকা, এক আত্মা বিশেষ! সামান্য বিশেষ এক বারিষ্ঠ হওয়ার পথের পথিক হিসেবে? মাথা নত করি। স্বীকার করলে, কৃতজ্ঞতা সারা জন্মের। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 প্রণাম গ্রহণ করবেন। 🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱⚛️⚛️⚛️⚛️🚸🚸🚸🚸🧠🧠🧠🧠🧠🙊🙉🙈💯☣️☣️☣️
বিদেশে বাঙালীরা অনেক শান্তিতে দুর্গাপুজা করছেন এবং সুখে শান্তিতে আছেন।
সফিকুল দা, আপনি বিদেশেও সমান জনপ্রিয় এবং সমাদৃত। আন্তরিক ভাবেই আপনার আরও সাফল্য কামনা করি।❤️❤️❤️
খুভ ভালো লাগলো।
হিন্দু ধর্ম কে সত্যি টা দেখানোর জন্য আরামবাগ টিভি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই সুস্থ ও ভালো থাকবেন। সকল দর্শক কে অস্টমীর প্রীতি ও শুভেচ্ছা ।
আমি ঝাড়খণ্ডের বাসিন্দা তবুও আপনার উপস্থাপনা এবং সহজ সরল ভাষায় ' সত্যকে ' যেমনভাবে প্রসারিত করেন বর্তমানে সেটা অবাক করে । তাই যখন আরামবাগ টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ছিল কয়েক হাজার ( বা তারো কম ) তখন থেকেই আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার। এগিয়ে চলুন । মহাষ্টমীর শুভেচ্ছা জানাই ।
আমি গর্বিত, আমি বাঙ্গালী। আমি সনাতন ধর্মের মানুষ। দূর্গা পূজা উদযাপন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এর থেকে বেশী কিছু আশা করা যায় না। মহাসপ্তমীর সন্ধ্যায় সবাই কে আন্তরীক অভিনন্দন জানাই।🌸🌸🙏🙏🌸🌸
জয় মা দুর্গা। জয় সনাতনী বাঙালী।
Ha subheccha apnakeo..but aj shaptami???ami je aj ashtami pujar anjoli dia aslam🙏
@@tapaskumargarai5478 77777
শফিকুলদার জন্যই দেশ বিদেশের পূজা গুলো দেখতে পেলাম !! এর জন্য শফিকুলদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই !!
এ রাজ্যের সেরা সাংবাদিক সফিকুল দা। অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ মনোরম পরিবেশে মা দুর্গার পুজো বিদেশের মাটিতে,, এটা আমাদের সত্যিই গর্বের বিষয়! শারদীয়ার দুর্গোৎসব এর শুভেচ্ছা রইল সকল দেশবাসীর জন্য,,
আপনি যে বিদেশের মাটিতে এত চমৎকার ভাবে দুর্গা পূজার আয়োজন প্রতি দিন দেখিয়ে চলেছেন আমার খুব ভালো লাগে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে জানাই আমার আন্তরিক পূজার অভিনন্দন
সবাইকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা । এবারের পুজোয় মা দুর্গার কাছে একটাই প্রার্থনা পশ্চিমবঙ্গের মানুষদের বিবেক জাগ্রত করে দাও মা । পাউসের এফেক্ট আর ৫০০ টাকার মহো দুর করে দাও মা ।
বিবেক জাগবে কি করে?
আমি একমত
.
বিদেশের মাটিতে মা দুর্গার পূজো দেখে আমি একজন সনাতনী হয়ে গর্বিত। জয় সনাতন ধর্মের জয় হোক। জয় মা দূর্গা 🙏🙏🙏
জয় মা দুর্গা। জয় সনাতনী বাঙালী। জয় ভারত মাতা।
Khub bhalo laglo .
সফিকুল ভাই তোমাকে ধন্যবাদ। এসব দেখানোর জন্য। সফিকুল ভাই তুমি দীর্ঘজীবী হও।
স্পেনে এতো সুন্দর বাঙালি বসবাস করে, এটা জানতে পেরে মুগ্ধ হলাম, আরও ভাল লাগলো ওনাদের মুখে সুন্দর বাংলা ভাষা, এবং পুজোর আয়োজন করা, মণ ভরে গেল
থিমের চাকচিক্য নেই । কিন্তু প্রবাসী বাঙ্গালীদের পুজো, সবসময় সাবেকিয়ানায় সেরা। জয়হিন্দ।
Ora puja tai kore..upolokkhoke upekkha banglatei kora hoi..pujar name sab rokom kharap kaj banglatei hoi.
ভাই সফিকুল দিন দিন তোমার উপস্থাপনা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় করে তুলছ। একটি ক্ষুদ্র চ্যানেল হয়েও তুমি যেভাবে বৈচিত্র্যপূর্ণ বিষয় তুলে ধর তা সত্যিই প্রশংসনীয়। ধন্যবাদ।
সফিকুল
এই দূর্গাপূজোয় আপনি সারা পৃথিবীর সাথে আমাদের connect করে দিয়েছেন। আপনাকে আমাদের 🙏
স্পেনে বসবাসকারী হিন্দু বাংগালীদের দুর্গা পুজার আয়োজক ও পুজারীদের সারদীয়ার প্রীতি,শুভেচ্ছা ও আন্তরীক অভিনন্দন। আপনাদের আয়োজিত দুর্গা পুজা দেখে খুবই আপ্লুত বোধ করছি এবং তা আরামবাগ টি,বি চ্যানেলের মাধ্যমে ও সফিকুল ভাইয়ের উদ্যোগেই সম্ভব হয়েছে। এজন্য সফিকুল ভাইয়ের নিকট কৃতজ্ঞ।
আরামবাগ টিভি র সকল দশককে শুভ অষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
মহাষ্টমীর শুভ রাত্রি তে সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
আপনাকেও শুভেচ্ছা জানাই।
আরামবাগ টিভিকে ধন্যবাদ।নির্ভীক ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের জন্য।
সফিকুল ইসলাম বাবু, আপনার উপস্থাপনা সত্যি আমাকে মুগ্ধ করে। খুব ভালো থাকবেন সকলে। গর্বে বুকটা ভরে ওঠে। অনেক ধন্যবাদ আপনাকে।
সফিকুল বাবু প্রথমে আপনাকে ও পরিবারের সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।আপনার চ্যানেল বিদেশে পারী দিচ্ছে ও জনপ্রিয়তার বন্যা বওয়া দেখে বাঙালী হিসেবে গর্ব বোধ করি ।আপনারা সবাই সুস্থ থাকবেন ।
I am an old man. Not going to any puja pandal. Through your coverage I am enjoying the puja sitting at home. I am so influenced. If our country people start reacting like you, then we will enjoy the harmonious unity of many in body but one in mind. This is a Buddhist Concept which we discussed in our meetings in several occasions. Thank you very much.
Thank you Dadu. Best wishes to you too
Same with me.👍
আমি অশক্ত পঙ্গু (৮৪)। এভাবেই পুজো উৎসব দেখি, ভালো লাগে।
এই দাদাকে এর আগেও দুর্গাপুজোর ভিডিও আরামবাগ টিভিতে প্রতিবেদনের মাধ্যমে দেখেছি আরামবাগ টিভির দর্শক হিসাবে আমার খুব ভালো লাগছে যে আরামবাগ টিভি প্রতিবেদন ভারতবর্ষ ছাড়া বাইরের দেশে বহু মানুষ প্রতিবেদন দেখে 🙏🙏🙏🙏🙏👍👍👍👍
অনেক নামি দামি chennel আছে
আরামবাগ টিভি সবার থেকে অনেক এগিয়ে।
বিদেশে বাঙালীরা ও এগিয়ে।
সাড়া বিশ্ব জুড়ে বাঙালী হিন্দুরা--
দুর্গা পূজা করে থাকে। দেখে ভীষণ--
আনন্দে মন ভরে উঠছে 🙏🙏🙏
আমি গর্বিত আমি বাঙালি। পৃথিবীর সব জায়গায় বাঙালি রয়েছেন। এটা দেখে খুব ভালো লাগলো।
সফিকুল বাবুকে এবং আরামবাগ টিভির সকল শ্রোতা দর্শকদের জানাই শারদীয পুজোর শুভেচ্ছা।
আরামবাগ জন্য আমরা বিদেশে দুর্গা পূজা কোথায়,কেমন করে উদযাপন করছে , জানতে পারলাম, বাংলার থেকে কোনো অংশে কম নয়, দেশে না থেকেও তারা দেশেই আছেন ।
আপনি ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ
শফিকুল দা সহ আরামবাগ টিভির সকল দর্শকদের শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই
দাদা সারা পৃথিবীর ঠাকুর দর্শন করলাম আপনার দ্বারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক শুভেচ্ছা রইল। ভালো থাকুন
সুস্থ থাকুন ।।
আরামবাগ টিভি ধীরে ধীরে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হয়ে উঠেছে।
এই ভাবেই এগিয়ে চলুক।
সফিকুল দা কে অনেক ধন্যবাদ।
সফিকুল দা আপনার চ্যানেল বড় টিভি চ্যানেল থেকেও অনেক বড়। এটা আপনার কাজে র মধ্যে দিয়ে প্রমানিত।
ধন্যবাদ শফিকুল ভাই। আপনিই প্রকৃত সাংবাদিক।
সফিকুল সাহেব, আপনার সৌজন্যে স্পেনের শারদীয় দুর্গোৎসব দেখলাম। খুব ভালো লাগলো। আপনাকে নিরন্তর ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সবাইকে শারদীয় শুভেচ্ছা।
সবাই কে মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা রইলো অন্তরের অন্তঃস্থল থেকে 🙏🙏🙏
দূর দেশে থেকেও আপনারা যে বাঙালির সনাতন সংস্কৃতিকে রক্ষা করছেন, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। 🙏
Ma দুগার কাছে এবার একটাই পর্থনা অশুরিনি থেকে এই বাংলাকে মুক্ত কর মা।
অপূর্ব অনুষ্ঠান ভালো লাগলো দাদা শুভ মহাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে
কি বলবো সফিকুল দা ,আপনার সারা পৃথিবীর সমন্ধে এতো খোঁজ খবর রাখেন আপনাকে ধন্যবাদ।
খুব ভালো লাগল।আপনারা ভালো থাকুন।শুভ অস্টমি
Shafiqul Bhai you are really grea. I am watching your programme throughout the day. I am proud of you. You are a true Bengali. All the political parties in West Bengal must see and understand the real essence which you are showing. I have no language to express my heartfelt regards for you. Great, Great, Great.
REALLY GREAT SAFIKUL ISLAM.HE IS SAFIKUL IN BODY BUT GREAT HUMAN IN MIND. CARRY ON.
এই প্রতিবেদন দেখে বাঙালী হিসাবে আমি অত্যন্ত গর্বিত।
প্রথম জানাই অষ্টমী শুভেচ্ছা। গত কয়েক বছর দূর্গা পূজা আমাকে আর আগের। মতো টানেনা। কয়েক দিন ছুটি হিসেবে কাটাই। বাংলার দূর্গা পূজোতে আর আগের মতো আন্তরিকতা ও ভক্তি নেই। সর্বত্র রাজনীতি। এই বছর প্রবাসী দূর্গা পূজা আপনার মাধ্যমে দেখে খুব আনন্দ পেলাম। প্রবাসীদের পূজোতে যে ভক্তি ও শ্রদ্ধা দেখলাম যা এখন বাংলার পূজা তে নেই। খুব ভালো লাগলো, ছোটবেলা র দূর্গা পূজার কথা মনে পড়ে। আশা থাকলাম আরো কিছু যদি প্রবাসী পূজা দেখতে পারি। ধন্যবাদ।
ত
"দূর্গা"---এই বানানটা ভুল ঠিকটা হবে" দুর্গা"।
সফিকুল দা সত্যিই খুব ভালো লাগলো। আমরা অভিভূত!
আপনি এই প্রবাসী দম্পতি কে যা কিছু জিজ্ঞাসা করলেন ঠিক এই গুলিই যেন আমার জানার ইচ্ছা ছিল। অনেক ধন্যবাদ এই প্রতিবেদন টির জন্য। ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা আর আশির্বাদ জানালাম।
খুবই ভালো লাগল
খুব সুন্দর প্রতিবেদন।
খুব ভালো সফিকুল ভাই, অনেক ধন্যবাদ আপনার প্রাপ্য হয়ে গেল, ভালো থাকবেন।
প্রত্যেকটি বিদেশের প্রবাসী বাঙালিদের যে উৎসাহ উদ্দীপনার সাথে এই দুর্গাপূজা উৎসব (তাও আবার বাঙালির নিজস্ব পোষাকে)
যাপন করেন তা সত্যই আমাদের আনন্দ দেয় , গর্বিত করে ।
সব জায়গাতেই হবে পূজা
আমি খুব দুঃখ নিয়ে বলছি কেবল মাত্র বাংলাদেশ পাকিস্তানে করতে পারে না
জয় মা দূর্গা
জয় সনাতন ধর্মের জয়
সেটাই তো দুক্ষের বিষয় দাদা ধন্যবাদ
THANK YOU ARAMBAG TV
APNADER JANNYA🙏🙏 BIDESHER
DURGA PUJAR BIBARAN SHUNLAM
মহাষ্টমীর শুভেচ্ছা নেবেন।
Best wishes to you too.
সফিকুল বাবু আজকে এখানে প্রতিমা দেখে এলাম,এক জনের খালি দাঁত কেলানো ছবি।প্রায় প্রতিটি মন্ডপে,সব ৬০০০০ এর খেলা মনে হচ্ছে।
পার্থও অপিতার কথাতে
হাসাহাসি , দিদির ঝাল মুড়ি ও ঘুঘনীর কথাতে কি হত ওদের ????
আপনাদের দেখে খুব ভাল লাগল I এক মাত্র শফিক উল ভাইয়ের কাছেই এসব খবর পাওয়া যায় I আপনাদের অনুরোধ এই মানসিকতা যদি এখানকার ভাতা খাওয়া বাঙ্গালীদের মধ্যে বিতরণ করেন তবে খুব ভাল হয় I
Congratulations to the peoples of Spain for the happy Durgapuja festival. Congratulations to the Bengalees arranging this festival. Be the peoples happy and peaceful. Many many thanks to the channel of Shafiqueul Islam sir for bringing us to the country and her peoples. Thanks to Kanchan banu and the puja committees ofDurgapuja .We are waiting to enjoy the DHUCHI DANCE .Hope this channel will surely fulfil our hopes.
এরকম আরো অনেক অনুষ্ঠান করুন মশাই
বাংলার অন্যতম সংবাদিক হিসেবে সফিকুল দা একজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইটাহার। উ।দি।
প্রিয় শফিকুল ডা শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানাই ।আপনার সংবাদ পরিবেশনার সাথে সাথে এই ধরনের অভিনবত্ব আরামবাগ টি ভি কে আরও অনেক বড় এবং বেশি সহৃদয় করে তুলবে ।ভারতবর্ষ আরও অন্যান্য রাষ্ট্রে
এ রকমভাবে দুর্গাপুজো হয় এটা আমাদের অনেকেরই জানা ছিল না
সুফিকুল ভাই আপনার জন্য বেশ বিদেশ কে জানা যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাই।
সফিকুলের কৃপায় মাদ্রিদের পূজো দেখা হয়ে গেল ঘরে বসে ।
ধন্যবাদ সফিকুল দা,,,,, বিদেশে র পুজো দেখা নোর জন্য 👍👍
বিদেশের দুর্গা পুজো কত সুন্দর শান্তির , আর আমাদের বাঙালীর দুর্গা পূজা শুধুই রাজনীতি
আরাম বাগ টিভির জন্য ভিডিও হচ্ছে শুনে ভীষণ ভাল লাগল। এটাই আরাম বাগ টিভির স্বার্থকতা। সবাইকে শুভ মহাঅষ্টমির শুভেচ্ছা।
Khub khub valo laglo. Anak anak🙏🙏🙏🙏 suvacha.
স্পেনে আপনারা দুর্গাপুজো করছেন দিদিভাই বাঙালি হিসেবে খুব আনন্দ হচ্ছে ভালো থাকবেন শুভেচ্ছা রইল
দাদা আমার ভালবাসা নেবেন দাদা বিভিন্ন দেশে র মাদূগগার পূজ দেখাছেন অমরা গবিত
Joy ma Durga, apnader sobaike Kolkata theke sarodar suvechha o ovinondon
ক্যালিফোর্নিয়ার পর আজ স্পেন। পুজো দেখে মন ভরে গেল শফিকুল ভাই। তোমাকে কী বলে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই ! আরও নতুন নতুন দেশের পুজোর আয়োজন দেখতে চাই।
Thank you Mr. Sofiqul Islam most favourite secular man of the human race.
দিদি, আপনি টালিগঞ্জের মেয়ে আমিও টালিগঞ্জের মেয়ে। তাই বেশী ভালো লাগলো ।
টালির চালা কোথায গেলো?
তাইতো। আমি আর এই ভদ্রমহিলা দেশের বাইরে থাকতো তাই।
ওহ আরামবাগ টিভি র জয় জয়কার সারা বিশ্ব জুড়ে।সাবাশ সফিকুল ভাই।
সারা পৃথিবীর পূজা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা, শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও শুভকামনা
আপনার বিদেশের পূজা পরিক্রমা ভালো লাগছে
#santoshmitrasquare The best Durga Puja 2022..
Sajal Ghosh Da fathai Diche...
Bharat Mata ki Jay 🙏🙏🙏
শুভ নবমী।সফিভাই তোমায় শারদীয়া শুভেচ্ছা,আর ধন্যবাদ দেব বাইরের দেশ এর পুজো গুলোর সাথে,আমাদের পরিচয় করিয়ে দেবার জন্য।
Darun..valo laglo conversation..
Thank you দাদা।
"ওই টাকার কিছু পেলে দেশে ফিরে যেতাম" দাদা, বৌদির কথায় একটা বিষয় পরিষ্কার, পৃথিবীর যত ভাল দেশেই থাকো না কেনো নিজের দেশের টান ভোলার নয়।
সুদূর স্পেন এ পুজোর জন্য মহিলাদের দেখে ভীষণ ভালো লাগলো
উনাদের পোশাক এর শালীনতা খুবই ভালো লাগলো
আর এই বাংলায় ?
Style of talking Mr sofikul just 😁😁😂😂👍👍
Very good style.
অনেক ধন্যবাদ 🙏🕉️♥️
মাদ্রিদ আমি গেছি। খুব সুন্দর। রিয়াল মাদ্রিদ এর স্টেডিয়াম দেখার মতো। সফিকুল thanks for this presentation।
সফিকুলদা জীও, দারুন সব বিদেশের সব পূজো তোমার মাধ্যমে দেখতে পাচ্ছি।💐💐💐
Excellent, thanks Shafiqul sb.
দাদা ইউরোপের নয় ۔মনে হয় ভারত বাংলাদেশের বাইরে সব থেকে বড় পুজো swisspuja সুইজারল্যান্ডে জুরিখ শহরে হয় ۔ বিশাল আযোজন ! সেটা সম্পর্কে প্রতিবেদন চাই !
আপনি ও একটুও চেষ্টা করুন ।
ভীষণ ভালো লাগলো ।Bansdroni র বাসিন্দা spain এ পূজার দায়িত্ব সামলাচ্ছেন। আমি Bansdroni তে বসে দেখছি ।
Happy Durga Puja 🙏🙏🙏🚩🚩🚩
Many many thanks.
খুব সুন্দর মা দূর্গা...
Dada arambag tv no1 youtube khabar chanel of india
Dada, ami chotobelai bansdroni te thaktam. Kanchan da ke chotobela theke chini. Khub upokar hoi Jodi onar contact details ta share koren.
খুব সুন্দর পূজা মন্ডপ দূরগামী পূজার আয়োজন করা হয়েছে অথচ স্পেনের ওদের অনেক ধন্যবাদ কোনো ঝামেলা নেই
ওদের বিজয়ার শুভেচ্ছা জানাই।
Thank you Safikul da for these beautiful coverage 🙏. Thx
খুব ভালো লাগলো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সফিকুল ভাই শুনে খুব ভাল যে কাঞ্চন বাবু ও ওনার স্ত্রী বললেন আপনি ব্রেকিং নিউজ দেন এটা সুনে খুব ভাল লাগলো জে আপনার অসাধারণ খবর পৃথিবীতেও সম মূল্যবান ❤️❤️❤️
দারুন লাগলো সাফিকুলদা।
You and Arambagh TV are excellent !!!❤️🙏
Khub valo
সবার ই ভালো লাগলো।
সফিকুল ভাই তুমি তো বিশ্ব নিখিল সফিকুল ভাই পরিণত হয়ে গেছো। তোমার সঙ্গে একদিন দেখা করার ইচ্ছা হয় ভাই।আমি একজন রিটায়ার্ড পার্সন। ভালো থেকো সুস্থ থেকো।
আমিতো! এক হাতের জন্য!
কিন্তু, ভালো লাগে যখন দেখি, একটা সম্পূর্ণ প্রজন্ম রয়েই যায়, আমাদেরই পূর্বজাদের আত্মিক রাখার জন্য।
HAIL MY OUR OWN country.
মাতৃতান্ত্রিক সভ্যতাই সত্যি। বছরটাতো শুধু সংখ্যা মাত্র।
🙏🙏🙏🙏🫀🫀❤️❤️❤️❤️
একজন, পঞ্চাশোর্ধ, সামান্য সমেয়ে থাকা, এক আত্মা বিশেষ! সামান্য বিশেষ এক বারিষ্ঠ হওয়ার পথের পথিক হিসেবে? মাথা নত করি।
স্বীকার করলে, কৃতজ্ঞতা সারা জন্মের।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
প্রণাম গ্রহণ করবেন।
🕉️🕉️🕉️🕉️🔱🔱🔱🔱⚛️⚛️⚛️⚛️🚸🚸🚸🚸🧠🧠🧠🧠🧠🙊🙉🙈💯☣️☣️☣️
ধন্যবাদ আরামবাগ টিভি
REALLY LOVELY PERSONS FROM NRI GROUPS.MANE HAITACHE BISUDHHA BANGAL.PLS COME TO KOLKATA, WE WILL HAVE SOME SUTKI MACH AND RICE WITH POSTO BARA.