E tumi kemon tumi Lyrical video | Rupankar Baghchi | Jatiswar | M U S I C A C I D:/
Вставка
- Опубліковано 10 лют 2025
- E Tumi Kemon Tumi Lyrics by Rupankar Bagchi :
E Tumi Kemon Tumi Song Is Sung by Rupankar Bagchi from Jaatishwar Bengali Movie. Starring: Swastika Mukherjee And Jisshu Sengupta. Music Composed by And Song Lyrics In Bangla Written by Kabir Suman.
Movie Name: Jaatishwar
Song: E Tumi Kemon Tumi (এ তুমি কেমন তুমি)
Singer: Rupankar Bagchi
Music Director: Kabir Suman
Lyricist: Kabir Suman
Music Label : T-Series
রূপঙ্কর বাগচি আপনি যদি আর কোনও গান নাও গান তাহলেও শ্রোতা আপনাকে মনে রাখবে শুধুমাত্র এই গানটির জন্য...অনন্য rendition...
Listened time and again. Never gets stale!
Wonderful song 💖💖💖
Nice song❤❤❤
এখনও শুনছি। কতোটা মায়ায় পড়ে গেছি এ গানের বুঝাতে পারব না
❤❤2025
রূপঙ্কর শুধু একটা গানে জন্য কোনো গায়ক কি কারণে এতো বিখ্যাত এত খ্যাতনামা হয় টা জানতে হলে একবার এই গানটা মনের কান পেতে বিভোর হয়ে শুনতে হবে - একবার নয় বার বার....আপনাকে ধন্যবাদ শ্রোতাদের এমন একটা সুর শ্রুতি উপহার দেয়ার জন্য ❤🎉
❤
অসাধারন সৃষ্টি ❤❤ চিরকাল বেঁচে থাকুক এমন অনবদ্য সৃষ্টি
❤❤❤❤
নিরবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন
গানের অপর নামই যেন হৃদয়ের ভাষা
2015 theke 2024...still favourite ❤😌
কেন জানি না গানটি শুনলে এক আধ্যাত্মিক অনুভূতি চলে আসে।
আমরা সবাই ঈশ্বরের করুনা ও ভালোবাসা পাওয়ার জন্য আশা করে থাকি। হয়তো প্রার্থনা র ধরনার পার্থক্য থাকতে পারে এক মানুষ থেকে অন্য মানুষে, কিন্তূ সবার হৃদয়ের চাওয়া ওই শুধু ঈশ্বরের ভালোবাসা।
A very substantive statement. I wish people could understand this simple truth.
২৪'শে এসে এখনো প্রিয় ❤
অসাধারণ একটা গান,, এই গানের কথাগুলো আর কেমন অনুভূতি ভাষার প্রকাশ করার অসাধ্য।।
Ke ei oshadharon violin ta bajiyeche? A huge round of applause for them 👏👏
No one is giving credit to Rupankar Bagchi because that KK controversy but it's time to forget the past. This song gives a different flavour with the voice of Rupankar da
Whatever talent you that doesn't matter.your behavior and respect matters
@@atanuchakraborty2444 but giving appreciation for someone's talent is also a good behavior that matters
@@atanuchakraborty2444o
Ekdom ❤@@ananyapramanick5325
Valo singer howar age valo manush howa dorkar.
জানি না গান টির মনে বুঝি কিনা .... কিন্তু গান টি শুনলেই কেনো জানি না অকারণে কান্না পায়।
এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে 😢
I can't find underneath meaning
গান কিছু বোঝায়না যেটা তুমি শুনে অনুবব করবে সেটাই গানের মানে
@@mirajulsk5147 well said
কী অসম্ভব গভীরতা লাইনগুলোর মাঝে❤
2024 সালে যেসব মানুষ গুলো শুনছেন, তাঁরা সবাই সরল মনের মানুষ!2050 সালের পর যারা শুনবেন, তাঁদের কেমন লাগলো জানাবেন!
25/12/24 boro din e gan ta shune gelam,notification pele aber shonar sujog hobe!❤😊❤
এই গানের প্রতিটি লাইন অনেক অনেক গুরুত্বপূর্ণ।❤❤
2024 সালে কে কে শুনছেন। 🎉👍👍👍👍👍
ami 🫶
আমি💕
😊2024
আমি 😊
Ami
সময় : রাত ১ টা। চারিদিকে নিস্তব্ধতা। গানটির অভ্যন্তরে হারিয়ে যাওয়া। এক অন্য রকম অনুভূতি।
বাংলা গানের এক অপূর্ব সৃস্টি কালজয়ী গান
সুমনের গর্ভগৃহ থেকে সৃষ্টি হওয়া রূপঙ্করের অনবদ্য পরিবেশনা
সেরা ❤!
এই গানে কি যেন একটা আছে মনে হয়,,তাই এত বেশি ভালো লাগে।
প্রায় সময়ই গানটি শোনা হয়।
শুনলেই চোখে জল চলে আসে এক কোথায় অসাধারণ
চিরন্তর থাকুক এই সুর ,, মনে হয় বারে বারে ছুটে যায় সেই পথে , অগ্রসর হয় সেই সুন্দরের প্রতিচ্ছবি , ❤
Ashadharan. Joto shuni abar shunte icche kore.Tulònahin.❤❤❤
Excellent singing ❤
অসাধারণ গান যা কথায় ,দর্শনে, উপলব্ধি, ভাবে , সুরে অনুভূতির শ্রেষ্ঠ শিখরে পৌঁছে গিয়েছে । 😢❤অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাই শিল্পীকে । আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে তোমাকে অভিষিক্ত করলাম ।🙏🙏
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী /কবেকার পুঁথি স্মরণ। ❤️
এই গান শুনলে,, অজান্তেই হারিয়ে যাই অন্য এক গল্পে
কোনো দিন এই গান হারিয়ে যাবে না, অনবদ্য কথা ও সুর
2024 ! Anyone here....???
Yes
Yeah ❤️
Yes ❤️😊
yeah😂
❤
2025, Anyone here..
Yes
Sotti koto taratari boro hoye gelam .....choto belai ai gaan sudhui suntam .... Akhon meaning bujhi ....sotti life a kau karo hoyna .....sobai ovinoy kore .....😅
এই গানটি অসাধারণ। বারবার করে গানটা শুনতে খুব ভালো লাগে। ❤
এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমিই এমন
সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন
জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমিই এমন
সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন
কথা নয়, নীরবতায় সজলতার আখর ভরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি
এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী
কবেকার পুঁথির শোলক তোমার মতোই অশ্রুমতি
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন
ঝরেছো বৃষ্টি হয়ে আগেও তুমি, আবার ঝরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
এ তুমি কেমন তুমি, চোখের তারায় আয়না ধরো
এ কেমন কান্না তুমি, আমায় যখন আদর করো
জন্মের আগেও জন্ম পরেও জন্ম
তুমি অমন
সুরের ও গভীর সুরে পদাবলীর ধরন যেমন
কথা নয় নিরবতায় সোজলতার আখোর ভরও
এ কেমন কান্না তুমি যখন আমায় আদর করো
যেভাবে এই গানটি অমর হয়ে থাকবে 🖤
Darun ...darun ...ak Kothai oshadarun...❤️❤️❤️
গানটা যত বার ই শুনি, পুরোনো হয়না💙💙💙
জীবনমুখী র শ্রেষ্ঠ তমো গান এ গানের তুলনা করা যাবে না 👌👌
Ajkeo sunlam gan ta darun darun ❤
বিজ্ঞানের নানান জটিল প্রশ্নের সমাধান করার সময় এসব গান সত্যি খুব উপভোগ্য।
Yes you are right
হুম
বিজ্ঞান ও শিল্প একে অপরের থেকে আলাদা
@@olaf3634no 👎
ঐহিকে লোক ভিন্ন ভিন্ন অন্তিমে সব একাঙ্গী 😢
তা ছাড়া সাহিত্য আর বিজ্ঞান একে অপরের পরিপূরক।।।
আহহহ শান্তি লাগলো শুনে....🌸💞
এই গান শুনে কান্না করতে একটু কষ্ট ও হয়না,এতো গভীরতা।
আমি জানিনা এই গানের কথগুলো কার মনে আসে ছিলো তার ভাবনা চিন্তা আমার মাতে সাধারণ মানুষের থেকে অনেক আলাদা আমি জানি আমি কোনো দিনও তাকে দেখতে পাবেনা কিন্তু এই গানের সুরে যে জাদু আছে মানতেই হবে
এই গান কবীর সুমনের লেখা। উনার আরও অনেক গান আছে। যেগুলো শুনলে আপনি আরও অবাক হবেন। উনি বাংলা গানের আশীর্বাদ। আমি সৌভাগ্যবান যে উনাকে সামনে দেখে দেখতে পেরেছি, উনার সাথে কথা হয় আমার।
Ahaaa rupankar is always amay surer jale joriye niye kandiye den apni..
সেরা ❤❤
রাত ১২ টা
এই গানটি অসাধারণ। এক কথায় অসাধারণ
অনেক সুন্দরভাবে গান গেয়েছেন। বাংলাদেশ থেকে ভালোবাসা।
Akhon amar sathy k k aei song ta sunchen...❤❤❤ 🎉🎉🎉
গানটা অনেক আগে এফ এম রেডিও তে শুনছি অসাধারণ গানটি❤
yes
খুব সুন্দর গান যতবার শুনি মুগ্ধ হই
অপূর্ব 👌👌👌👌
সুন্দর গান,রাত ২ টায় আসলাম শুনতে
Favourite nice one❤
Suman - Mania...Suman is an other name of addiction.
আমার 💓 হৃদয়ের বাঁকে বাঁকে, পৌঁছে গেছে এই গানের অদৃশ্য শূন্যতা
দারুণ। খুব ভালো লাগলো
আমার মন খারাপ থাকলে এ-ই গানটি শুনলে আমার মনটা ভালো হয়ে যায়।
Darun darun darun. Samasta gan ke chapiye gache .
অপূর্ব সুন্দর গান
আমি সবসময়ই আদর করি। যেদিন ভালো লেগেছে সেদিন থেকে। আমার আদর টা মনের চোখ দিয়ে অনুভব করতে হয়। 🌏🇧🇩
এইটা গান চিরজীবন আমাদের মনের মধ্যে হৃদয় মাঝে থাকবে 🫶🪔💛🤝❤️
E tumi kamon tumi❤❤❤❤
Line ta sunle amar amar bhalobasar katha mone pore jai❤❤❤🎉🎉🎉
Mon cuya jaoya sundor gan❤❤❤❤❤❤
এক কথায় অসাধারণ❤
Sumanbabuuuuu keya kahena 😮🙏❤️💚💗
অপূর্ব,একরাশ ভাললাগা
Ami monee hoy sotobar sunechi amar akta priyo gaan
সেরা ছিল এটা 💗
সেরা❤
২০২৫.....
এই একটি গানই আমায় আমৃত্যু শান্তি দেবে। প্রণাম ❤❤
2025. Still loving this masterpiece
আমার সব যন্ত্রণার আগুন
ধিকিধিকি জ্বলে ;
ঐ দেখ
হৃদয়ের অন্ত:দ্বার.....
কেন আমায় ভাসালে
অকুল দরিয়ায়;
একবার ফিরেও
তাকালে না নিলুফার.....😢😢
Who in 2025?????
আমি শুনছি। এই গান টা কোন দিন আমার কাছে পুরোনো হবে না
অসাধারণ 😮😮❤❤🎉
খুব। খুব। খুব। সুন্দর। ।গান। অসাধারণ ❤
অসাধারণ একটি গান
Ki sundor sunte
ভীষন পছন্দের গান
2025 attendance
Ahaa..🎧🙌🖤
2024 it is and again it's shooting for heart❤❤❤❤❤❤❤
Darun 🎉
সত্যিই অসাধারণ
আসল সোনা ❤
গানটা আমার মনের মতো
অপূর্ব 😌💗😌
Khub darun gan jamon meaning temni Sur
2024 December r 21 eta amr ma r priyo gan
2024 dariye o ata amar khov pochonder ekta gaan
হটাত করে মনে পরে এই গানটি
আর এই গান টি যে একবার শুনে আর কোন গান ভালো লাগে না
Asadharon
Ai Gan ti asadharan
অশ্রুর একটি ফোঁটায় জন্ম আমার, আমার মরণ;
নীরবে জাতিস্মরের গল্প বলা তোমার ধরন।।
এক একটা লাইনের কি weight!!!
I am still now 14.12.2004 ❤️
অসাধারণ গান❤
অসাধারণ
Khub valo
আহ্ কি সুন্দর! 💞
অপূর্ব
Mon Kharaper medicin ai ganta jkhon i suni chokh kotha bole chokher jol baron suntei chai na