এই গান যখন(২০০৫) প্রথম শুনি তখন আমি কিশোর। প্রেম কি? জানতাম না,তবে ভাবতাম কোন দিন বিরহ আসলে এই গানটাই হবে সর্ব শ্রেষ্ঠ । হলোও তাই ২০০৭ ইং এ এসে প্রেমে পরি এবং ঐ বছরেই হারিয়ে ফেলি। আজও ভূলিনি,ভূলতেও পারিনি।এখনো এই গানে বেঁচে আছে ঐ মানুষটা।
প্রথম প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই । স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ , ওদের ভালোবাসার সীমানা পেড়িয়ে , আমাদের এই ভুবন থেকে অন্য কোনো পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ - খবর আমার কাছে নেই - আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ণ মালা গুলো । ৭ ই মার্চ ২০০৪ সালের সেই দিনগুলো আজ ১৩ বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি, ভালোবাসি এখনো তোমায় - -----------------------------------------------------
ভাই - কষ্ট দেয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত । প্রেমময় দিন গুলোয় আমি হয়ে ছিলাম একজন দায়িত্ববান প্রেমিক , তাই তাকে নিয়ে সংসার সাজে নি । আর এখন সংসারময় জীবনে এসেও কাঁদে নিয়েছি অনেক দায়িত্ব তাই অতীতের (সেই মানুষটির) খোঁজের সময় আর হয় না - তাই অতীতের প্রেমের স্মৃতি গুলো আমায় নিরবে কাঁদিয়ে যায় - আর আমি হাসি-খুসি জীবনের আড়ালে কেঁদে যাই - এই আর কি ............
কোনো দিন পুরনো হবেনা এই গান, বোরহানউদ্দিন রানাকে মানুষ এই একটা গানের জন্যই বেশি চেনে,এক গানে এতো জনপ্রিয়তা পৃথিবীতে বিরল, যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই গান থাকবে,চির অমর এগান,, কতবার শুনেছি হিসেব নেই, এমনো সময় গেছে শুধু এই এক গানে তিন/ চার ঘণ্টা পার করেছি, নোটিফিকেশন পেলে আবার আসবো। শেকড়ের গান
যেদিন তোমার সামনে থেকে আসি,ভাবিনি এ দেখা শেষ দেখা,তাহলে আরো একবার তাকাতাম ঐ মায়াবিনী চোখে,যেদিন তোমার মৃত্যুর খবর শুনি স্তব্ধ হয়ে যায়,অবিশ্বাস্য ভাবে অবাক হয়ে গিয়েছিলাম,শেষ দেখাও দেখতে পাইনি,নিজ হাতে তোমার কবরে মাটি দিয়েছি,কি যে কষ্ট,একা একা ওখানে থেকে আসতে পারতেছিলাম না,বারবার তোমার কবরের দিকে তাকিয়েছি আর কেঁদেছি কাওকে বলতে বা শেয়ার করতেও পারিনি এমন এক সম্পর্ক।আজও সহ্য করতে পারিনি হে প্রিয়,,, আমার পবিত্র সম্পর্ক ছিলো,কোন পাপ ছিলো না, মহান আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।মাঝে মাঝে মনেহয় তোমার কবর দেখলেও শান্তি পাবো কিন্তু সে দুঃসাহস হয়না,
প্রিয় তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটি আমার সোনায় হতো না,, কমেন্ট করে গেলাম কোন কালে কোন সময় যদি কেউ এসে আমার এই কমেন্ট একটি লাইক করে তার নোটিফিকেশন পেয়ে আমি তোমার স্মৃতি মনে করে আবার ফিরে আসবো গানটি শোনার জন্য ভালো থেকো স্বার্থপর প্রিয় আমার,,,
তোমারে আমার জীবনে পাওয়া হইলে হয়তো বা এত সুন্দর গান শোনা হত না... সবাই যখন এই কমেন্ট দেখে একটা লাইক দিবে সেই নোটিফিকেশন আমার কাছে আসবে আর তার মধ্যে তোমাকে আমার মনে করতে পারবো ❤️❤️❤️❤️
“যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে! তবে যে ধোঁকা খায়, সে বোকা নয়, সে বিশ্বাসী!”🥺💔স্রীতি হিসেবে রেখে গেলাম,,,যদি কেও লাইক বা কমেন্ট করে,, আবার আসবো,, গানটা শুনতে,,,🥀,,,06/09/2024
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়।সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে, কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্ট এ Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো।
সে এক ছেলের মা।তবু,বাড়িতে গেছি খবর পেয়ে,সবার অগোচরে,দেখা করতে এসেছে। সামান্য একটু জড়িয়ে ধরে ছিলো।মুখের কাছে মুখ এনে,আস্তে করে বলেছিল,ভালো থেকো-ভালো আছি। কাঠ হয়ে দাড়িয়ে ছিলাম। মুহুর্তেই চলে যায়।পেছন ফিরে তাকায়নি,একটি বারো!😢
এই গানটা আরও ১০ বছর আগে থেকে শুনে আসছি, এখনো সেই আগের মতই ভালো লাগে, বার বার শুনতে মন চাই, এখন ২০২৪ সালে কমেন্ট করলাম, আজ থেকে পরবর্তী ১০ বছর পরে যাদের মন ভাঙ্গবে তারা যখন এই গান শুনবে তারা হয়ত কমেন্টা দেখবে তখন তারা বুঝবে, তাদের আগেও পৃথিবীতে অনেক মন ভাঙ্গা মানুষ ছিলো 😭😭😭😭 পরবর্তী প্রজন্ম এই গানটা যখন শুনতে আসবে, তখন তারা এই কমেন্টে যদি লাইক দেয়, নোটিফিকেশন পেয়ে গানটার কথা আবারও মনে পড়বে, তখন আরেকবার শুনে যাবো, 💕সব শেষে আমার প্রিয়তমার জন্য একটা লাইন তুমি আমায় কখনো বোঝার চেষ্টা করোনি, আমায় ছেড়ে গিয়ে কি তুমি স্বর্গ সুখ খুঁজে পেয়েছো? যাইহোক সব সময় ভালো থেকো তুমি 💕
এই গানটি শোনলেই মনে হয়, ভালোবাসার কোনো Past Tanse হয় না। সব প্রেমিকের অন্তরেই বেঁচে থাক এই কালজয়ী গানের জীবন্ত কথাগুলো। প্রিয়জনকে না পাওয়ার মাঝেই ভালোবাসার স্মৃতিগুলো অমর হয়ে থাকে চিরকাল। অসংখ্য ধন্যবাদ সবাইকে গানগুলো তৈরি করার জন্য ,অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা |
গানটি 2015 সালের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় যেদিন তাকে জরিয়ে ধনে বলেছিলাম বল আমায় কখনো ভুলে যাবেনা এভাবে আমায় সারা জীবন জরীয়ে ধরে রাখবে। আজ সে নিজেই আমাকে ছেরে সুখে জিবন জাপন করতেছে।
এই গানগুলো শৈশব-কৈশোরের মধুর-বিধুর স্মৃতিময় দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়; সোনালি রঙের সুখের মেলার মালায় শিউলি ফুলের সুবাস এখন আর নেই এই জীবনের প্রতিটি প্রহরে-মূহুর্তে-নিঃশ্বাসে-বিশ্বাসে......
কী লিখব সাধুবাদ জানানোর জন্য কোনো ভাষা খুজে পাচ্ছি নাহ। এই গানগুলোর মর্ম কত যে গভীর। প্রত্যেক মানুষ কোনো একজন মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। ভালো থাকুক প্রত্যেকের প্রিয় মানুষটা।
যার কাছে দু'ফোটা চোখের পানির কোনো মূল্য নেই, সে কি করে বুঝবে অসীম ভালোবাসার মূল্য? কেনো তুমি বার বার সেই মানুষটির জন্যে কাঁদো, যে কিনা তোমার চোখের পানিকে শুধু পানি হিসেবেই দেখে, খুঁজেনা সেই কান্নার পেছনের কারন। সেই মানুষটির জন্যেই কাঁদো, যে কিনা তোমার চোখের কোনে পানি জমার আগেই খুঁজে বের করে নেয় সেই কান্নার পেছনে কারন। সেই মানুষটি শুধু তোমার চোখের পানি ঝরার কারন খুঁজে বের করবে না, বের করবে তোমার মনে লুকিয়ে রাখা অসীম ভালোবাসা। তোমার ভালোবাসা তখনই স্বার্থক, যখন সেই মানুষটি বুঝবে তুমি তাকে কতোটাই না ভালোবাসো,। ইতি তোমার প্রেম পাগল শামাীম?
অন্ধকার রুমে,হাতে সিগারেট,ফ্যানের নির্মল বাতাসে হেডফোন লাগিয়ে গানটা শুনছি।কোন এক অজানা মায়ায়,অপরিসীম ভালোবাসায় চোখ বেয়ে পানি পড়ছে। ভালোবাসার সব মানুষগুলো সবসময়ই অনেক অনেক ভালো থাকুক।সকলের জন্য ভালোবাসা!!🖤🌺
সম্ভবত 2011 12 দিকে তখন খুব বেশি এনড্রয়েড ফোন ছিল না তখন একটা বাটন ফোনে মেমোরিতে আব্বুর ফোনে মাঝে মধ্যে গানগুলো শুনতাম তখন তো বুঝতাম না এখন বুঝি এই গানগুলো সত্যিই অন্য লেভেলের ছিল
যখনই মন খারাপ থাকে এই গান গুলো খুজে শুনি। আর সেই মানুষ টার কথা মনে করে চোখ ভিজে। আর সবার কমেন্ট পরি। সত্যিই সবারই মন খারাপ হয় মাঝে মাঝে। 2023 সালে শুনলাম। যার কথা মনে করে শুনছি সে হইত অনেক দূরে
ভালোবাসা সুন্দর, তার চেয়ে ও সুন্দর প্রিয় মানুষ টার সাথে কাটানো মুহুর্ত গুলো যাখন মনে করে নিজেই মুচকি হেঁসে ফেলি🙂।২০২৪ সালে এসেও আমি এই গানটার মাঝে তারে খুঁজে পাই😢❤💔
প্রথম ভালোবাসা চাইলেও কেউ ভুলতে পারে না একজন এর মা হয়েও আজও তাকে ভুলতে পারিনি কিন্তু সে ঠিকই ভুলে গেছে আমায় 🥲🥺💔🙂বেইমান বলতেও খারাপ লাগে কারন আমার ভালেবাসা সত্যি ছিলো তাই তাকে এখনো ঘৃণা করতে পারি না কিছু বলতেও পারি না 😢😢😢
আজ অব্দি কমেন্ট বক্সে অনেক দেখলাম যে কোনো মেয়ে মানুষ সত্যি কাউকে মন থেকে ভালোবেসেছে কিনা এতো দিন প্রেলাম আজ বছরের শুরু তে প্রেয়ে গেলাম আপনাকে খুব ভালো লাগলো আমার সেই মানুষ টা যদি আপনার চিন্তা ধারার হয় আমি সারতর্ক তার বিয়া হয়ছে তিনটা বাচ্চা হয়েছে আর আমি এখনো বিয়েই করি নাই শুধু তার কথা ভেবে তার পরে-ও আনন্দ পাই যদি শুনি সে ভালো আছে 💔✍️💔
কতোই আর বিরহের কথা লিখব😢😢 তোমার সৃতিচারণ হলে কলিজায় লাগে, তোমাকে কতো যে মিস করি সেটা তোমাকে বলে বুজাতে পারবো না। প্রত্যহ সময় একাকৃত কাটে, চোখের কোনা বিজে যায়। এভাবে আর কতো দিন যাবে?? সারা দিন ছটফট করি, কোনো কাজ ভালো লাগছে, তোমার জন্যে জবে আসা আজ সেটাও বিরক্ত😢
এই গানগুলো শুনলে আজ থেকে 8 9 বছর আগের স্মৃতি গুলো মনে পড়ে যায় সবাই বলে ভালোবাসা একদিন হারিয়ে যায় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সারাজীবন বুকের একপাশে রয়ে যায়।সে আছে তাঁর পরিবার নিয়ে আমি আছি আমার পরিবার নিয়ে তাও তাকে বলতে পারিনা। ঠিক ঐভাবে রয়ে যাবে সারা জীবন বুকের বাম পাশে ছোট্ট একটা ঘরে
আজ বিসিএস ক্যাডার আমি।আজও কি তোমার বাবা যোগ্যতায় বিচার করবে আমার ভালোবাসা।জানি তার আর প্রয়োজন নেই। কিন্তু তুৃমিও তো পারতে একটু অপেক্ষা করতে।যাই হোক ভালোআছো। এইটুকুই চাওয়া।
এই গান যখন(২০০৫) প্রথম শুনি তখন আমি কিশোর। প্রেম কি? জানতাম না,তবে ভাবতাম কোন দিন বিরহ আসলে এই গানটাই হবে সর্ব শ্রেষ্ঠ । হলোও তাই ২০০৭ ইং এ এসে প্রেমে পরি এবং ঐ বছরেই হারিয়ে ফেলি। আজও ভূলিনি,ভূলতেও পারিনি।এখনো এই গানে বেঁচে আছে ঐ মানুষটা।
মানুষের লাইফে কত কিছু লুকিয়ে আছে 😢😢
এতো সুন্দর করে সাজানো হয়েছে এই গানটি পৃথিবীতে কোন দিন পুরনো হবে না
ঠিক বলছেন ভাই
প্রথম প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই । স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ , ওদের ভালোবাসার সীমানা পেড়িয়ে , আমাদের এই ভুবন থেকে অন্য কোনো পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ - খবর আমার কাছে নেই - আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ণ মালা গুলো । ৭ ই মার্চ ২০০৪ সালের সেই দিনগুলো আজ ১৩ বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি, ভালোবাসি এখনো তোমায় - -----------------------------------------------------
vai jani na ki silo sei sriti, but ksoto laglo lekha guli pore,
ভাই - কষ্ট দেয়ার জন্য আন্তরিক ভাবে দুঃখিত । প্রেমময় দিন গুলোয় আমি হয়ে ছিলাম একজন দায়িত্ববান প্রেমিক , তাই তাকে নিয়ে সংসার সাজে নি । আর এখন সংসারময় জীবনে এসেও কাঁদে নিয়েছি অনেক দায়িত্ব তাই অতীতের (সেই মানুষটির) খোঁজের সময় আর হয় না - তাই অতীতের প্রেমের স্মৃতি গুলো আমায় নিরবে কাঁদিয়ে যায় - আর আমি হাসি-খুসি জীবনের আড়ালে কেঁদে যাই - এই আর কি ............
Md.Sohag Khan ভাই জান অসাধারণ আপনাদের সুন্দর ভালবাসা দোয়া এবং শুভকামনা রইল প্রবাসী জীবন থেকে বলছি সুজন কাতার
Kub kosto pelam
Hmm
১৯৮৭ সালে যখন আমি অষ্টম শ্রেনীতে পড়ি তখন এই গানটি শুনেছিলাম । একজন মহিলা যাত্রা দলের শিল্পীর কন্ঠে । সেই সময় থেকে এখনো মাঝে মাঝে শুনি ।
কোনো দিন পুরনো হবেনা এই গান, বোরহানউদ্দিন রানাকে মানুষ এই একটা গানের জন্যই বেশি চেনে,এক গানে এতো জনপ্রিয়তা পৃথিবীতে বিরল, যতদিন বাংলা ভাষা থাকবে ততদিন এই গান থাকবে,চির অমর এগান,, কতবার শুনেছি হিসেব নেই, এমনো সময় গেছে শুধু এই এক গানে তিন/ চার ঘণ্টা পার করেছি, নোটিফিকেশন পেলে আবার আসবো। শেকড়ের গান
যেদিন তোমার সামনে থেকে আসি,ভাবিনি এ দেখা শেষ দেখা,তাহলে আরো একবার তাকাতাম ঐ মায়াবিনী চোখে,যেদিন তোমার মৃত্যুর খবর শুনি স্তব্ধ হয়ে যায়,অবিশ্বাস্য ভাবে অবাক হয়ে গিয়েছিলাম,শেষ দেখাও দেখতে পাইনি,নিজ হাতে তোমার কবরে মাটি দিয়েছি,কি যে কষ্ট,একা একা ওখানে থেকে আসতে পারতেছিলাম না,বারবার তোমার কবরের দিকে তাকিয়েছি আর কেঁদেছি কাওকে বলতে বা শেয়ার করতেও পারিনি এমন এক সম্পর্ক।আজও সহ্য করতে পারিনি হে প্রিয়,,, আমার পবিত্র সম্পর্ক ছিলো,কোন পাপ ছিলো না, মহান আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুন।মাঝে মাঝে মনেহয় তোমার কবর দেখলেও শান্তি পাবো কিন্তু সে দুঃসাহস হয়না,
কিভাবে মারা গেলো
😢
কম্পিত হৃদয় ই কেবল এই গানের আর্তনাদ বুঝবে!
তৃষ্ণার্ত হৃদয় ই কেবল এই গান খুজবে
খোদা তোমার কাছে একটাই চাওয়া,, যার জন্য যাকে বানাওনি,,😭তাকে তার পতি আকৃষ্ট কইরোনা,, 😭😭😭
Right
Right
R8 Kotha
আপনাকে ধন্যবাদ
@@shahaalam6600 আলম ভাই কিছু কথা বলার নয়, আর কিছু সৃতি ভুলার নয়, তবুয়ো বেচে আছি, একটা জিন্দা লাশ হয়ে ,,
প্রিয় তোমায় পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটি আমার সোনায় হতো না,, কমেন্ট করে গেলাম কোন কালে কোন সময় যদি কেউ এসে আমার এই কমেন্ট একটি লাইক করে তার নোটিফিকেশন পেয়ে আমি তোমার স্মৃতি মনে করে আবার ফিরে আসবো গানটি শোনার জন্য ভালো থেকো স্বার্থপর প্রিয় আমার,,,
তোমারে আমার জীবনে পাওয়া হইলে হয়তো বা এত সুন্দর গান শোনা হত না...
সবাই যখন এই কমেন্ট দেখে একটা লাইক দিবে সেই নোটিফিকেশন আমার কাছে আসবে আর তার মধ্যে তোমাকে আমার মনে করতে পারবো ❤️❤️❤️❤️
গানটা প্রতিদিনের শোনা হয় তাই কমেন্ট করে গেলাম
“যে ধোঁকা দেয়, সে চালাক হতে পারে! তবে যে ধোঁকা খায়, সে বোকা নয়, সে বিশ্বাসী!”🥺💔স্রীতি হিসেবে রেখে গেলাম,,,যদি কেও লাইক বা কমেন্ট করে,, আবার আসবো,, গানটা শুনতে,,,🥀,,,06/09/2024
তার মনে ও তো এটাই চেয়ে ছিলো সে আমাকে ধোকা দেক এমটা হতে পারে না
Ki likhbo bujina sudu jani ami take khub valobasi apni ka janina tobe meet kora abeg prokash kora dorker...
দিন শেষে কেউ থাকুক আর না থাকুক আমার একাকীত্বটা ঠিকই থাকে 😔
@@rajibakanda823 হুম
😢😢😢😢
গানের কথা আর সুর সত্যি মনে লাড়া দিয়ে গেলো, আহ্ কি মায়া ভরা সুর
আহ,,!!!
কি সুন্দর গানের কথা,,সুর,,তাল,,লয়,,ছন্দ❤❤
গানের প্রতিটি বাক্যের সাথে সাথে সুরের বাঁক আমাকে বারবারই মুগ্ধ করে❤❤অসাধারণ❤❤
তোমাকে পেয়ে গেলে হয়তো এতো সুন্দর একটা গান শুনা হতো না প্রিয়।সৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটা শুনতে আসবে, কেউ না কেউ আমার রেখে যাওয়া কমেন্ট এ Like দিবে তখন হয়তো আবার এই গানটা শুনতে পাবো।
আজও গান টার প্রতি মন দুর্বল
সে এক ছেলের মা।তবু,বাড়িতে গেছি খবর পেয়ে,সবার অগোচরে,দেখা করতে এসেছে।
সামান্য একটু জড়িয়ে ধরে ছিলো।মুখের কাছে মুখ এনে,আস্তে করে বলেছিল,ভালো থেকো-ভালো আছি।
কাঠ হয়ে দাড়িয়ে ছিলাম।
মুহুর্তেই চলে যায়।পেছন ফিরে তাকায়নি,একটি বারো!😢
আমায় যদিগো মনে পড়ে কভু ফুল দিও সমাধীতে (১০.০৯.২০২৪) জীবন বীমা কর্পোরেশন এর সামনে বসে আছি 😢
জীবনের সাথে জরিয়ে থাকা একটি গান,,হাইরে সব কিছু মনে পরে গেলো আমার
এই গানটা আরও ১০ বছর আগে থেকে শুনে আসছি,
এখনো সেই আগের মতই ভালো লাগে,
বার বার শুনতে মন চাই,
এখন ২০২৪ সালে কমেন্ট করলাম,
আজ থেকে পরবর্তী ১০ বছর পরে যাদের মন ভাঙ্গবে তারা যখন এই গান শুনবে তারা হয়ত কমেন্টা দেখবে তখন তারা বুঝবে,
তাদের আগেও পৃথিবীতে অনেক মন ভাঙ্গা মানুষ ছিলো 😭😭😭😭
পরবর্তী প্রজন্ম এই গানটা যখন শুনতে আসবে, তখন তারা এই কমেন্টে যদি লাইক দেয়,
নোটিফিকেশন পেয়ে গানটার কথা আবারও মনে পড়বে,
তখন আরেকবার শুনে যাবো,
💕সব শেষে আমার প্রিয়তমার জন্য একটা লাইন
তুমি আমায় কখনো বোঝার চেষ্টা করোনি,
আমায় ছেড়ে গিয়ে কি তুমি স্বর্গ সুখ খুঁজে পেয়েছো?
যাইহোক সব সময় ভালো থেকো তুমি 💕
দোয়া করি যেখানেই থাকো আরশের মালিক যনো তোমাকে অনেক সুখে শান্তিতে রাখুক 🖤💟
এই গান গুলি আমার মায়ের খুব প্রিয়।। ছোট বেলায় এই গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পরেছি টেরই পাইনি।।।
আমার মায়ের প্রিয় একটা গান ছিল,, আজ মা নাই, মায়ের হাতে কাগজে লিখা আছে গান টা এখনো
মা তুমি নেই অাজও আছে
তোমার লেখা এই গান,
চলমান--------------
🙁🙁🙁🙁😢😢😢😢
Doa kori apnar ma jannat basi hon
এই গানটি শোনলেই মনে হয়, ভালোবাসার কোনো Past Tanse হয় না। সব প্রেমিকের অন্তরেই বেঁচে থাক এই কালজয়ী গানের জীবন্ত কথাগুলো। প্রিয়জনকে না পাওয়ার মাঝেই ভালোবাসার স্মৃতিগুলো অমর হয়ে থাকে চিরকাল।
অসংখ্য ধন্যবাদ সবাইকে গানগুলো তৈরি করার জন্য ,অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা |
2020 সাথে কে কে শোনছো লাইক দিয়ে সাথে থাকো
Omar faruk
najirpur pirojpur
পৃথিবীতে বেশির ভাগ স্বার্থপর মানুষ গুলোই
চিরসুখী হয়।হুম এটাই বাস্তবতা।
রাইট
গানটি 2015 সালের কথা মনে করিয়ে দেয়। মনে করিয়ে দেয় যেদিন তাকে জরিয়ে ধনে বলেছিলাম বল আমায় কখনো ভুলে যাবেনা এভাবে আমায় সারা জীবন জরীয়ে ধরে রাখবে। আজ সে নিজেই আমাকে ছেরে সুখে জিবন জাপন করতেছে।
আসাধারণ """"""""
গানটা শুনতে শুনতে কখন যে ফেলে আসা দিনের দোরগোড়ায় পৌঁছে গেলাম,আমি বুঝতে পারলাম না
কয়েক মিনিটের গানটা তে আমি হারিয়ে যাওয়া ভালোবাসা টা অনুভব করলাম,আজ সাত বছর পরে,
মনের ভেতরে কেমন যেন অজানা একটা ঝড় বয়ে গেল,আর হৃদয়ের স্পন্দন টা যেন কয়েক গুণ বেড়ে গেল।সংসার আর পরিবারের চাপে,নদীর মতো এক কুল বাঁচাতে গিয়ে আর এক কুল হারিয়ে ফেলেছি অকুল গভীরে।।।।।
গানটি শোনার পরে অনেক কেদেছি।
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম।
গানটা যতবার কানে আসে।মোনে ততোবার শিহরণ দেয়।❤❤❤
২০১৮ সালে শুনে ছিলাম আর এখন ২০২৪ সালে এসে গানটা আবার শুনতে এলাম😢
বোরহান উদ্দিন রানা আমার মহল্লার ছেলে ۔۔۔তার গায়কী সত্যিই গর্ব করার মত ۔۔۔শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ❤❤❤💚💚💚
কেনো জানি হঠাৎ করেই বার বার শুনতে ইচ্ছে করে এই গান
ছোটোবেলায় বাবা শুনতো, গানের মানে বুজতামনা, আজ খুব ভালো ভাবে বুজি।ওনার গানগুলো শুনলে বুক ফেটে যায়।😭😭😭😭
এখন ২০২১ সাল 👌 হয়তো একদিন আমরা চলে যাব 😥😥
তিন্তুু গানটি মানুষের কাছে চির চেনা হয়ে থাকবে 💓💓👍👍
"যার জন্য যাকে
তৈরি করা হয়নি,
তাঁর প্রতি যেনো
ভালবাসা না জন্মে প্রভূ😥😥😥
Right vai
এ গান শুনলে চোখের পানি ধরে রাখতে পাড়ি না..😭😥😭..ধন্যবাদ Mostofa এমন একটা গান শুনানোর জন্য..তোর জন্য গান টা খুজে পেয়েছি❤️🖤
আগামি ৩০০ বছরের জন্য কমেন্ট করে গেলাম। ভালবাসা কেন মানুষ হারিয়ে খোজে?
বিষ না খেলে যেমন এর প্রতিক্রিয়া বুঝা যায় না,তেমনি ভালবাসায় ব্যর্থতা না আসলে,ভালোবাসার মর্মার্থ বোঝা যায় না।
আজ ও গানগুলো গাইতে শুনতে ভালো লাগে।
Oh ato shondor gan, redoiay choiay jai?bar bar shontay echay kore 🌺🌺🌺
এই গানগুলো শৈশব-কৈশোরের মধুর-বিধুর স্মৃতিময় দিনগুলিতে ফিরিয়ে নিয়ে যায়; সোনালি রঙের সুখের মেলার মালায় শিউলি ফুলের সুবাস এখন আর নেই এই জীবনের প্রতিটি প্রহরে-মূহুর্তে-নিঃশ্বাসে-বিশ্বাসে......
যারা প্রথম প্রেমের কাছে পরাজিত হয়েছে তারা বুঝবে এই গানের মুল্য।
প্রবাশ থেকে শোনছি,,একা রুমে শোয়ে এখন রাত 11:45 মিনিট,,দেশের কথা মনে পড়ে গেল,কে আছেন এমন আমার মতন
হৃদয় ছুঁয়ে যায় হারিয়ে যাই শৈশবের স্মৃতিতে 🤔
জীবনে কত হাজার বার শুনেছি এই গান এখনো বারবার শুনতে ইচ্ছে করে✍️
ভারত থেকে বলছি। এই গানটা একবার এক ফেসবুক পেজে শুনি তারপর থেকে পাগলের মতো খুজছি শিল্পী এবং গান আজ পেলাম❤❤।। love from india. Happy new year 2022
ধন্যবাদ আপনাকে
@@hossain8935 য্র
আমি প্রতি রাতে একবার হলেও এই গান শুনি,
তুমি কি শুনবে তুমি তো সুখে আছো।
কী লিখব সাধুবাদ জানানোর জন্য কোনো ভাষা খুজে পাচ্ছি নাহ। এই গানগুলোর মর্ম কত যে গভীর।
প্রত্যেক মানুষ কোনো একজন মানুষ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে। ভালো থাকুক প্রত্যেকের প্রিয় মানুষটা।
আমি তো ভাবছি এই গানটা শুধু আমিই পছন্দ করি,,,।কিন্তু না,,,এখন দেখছি আমার মতো আরো অনেক ভাইজানেরা আছে, যারা এই গানটা আমার থেকেও বেশি পছন্দ করে ❤️❤️
আমার নারায়ণগঞ্জের র্গভ বোরহান ভাই....... ফুল দিও সমাধিতে
গান গুলা শুনলে চোখ দিয়ে অঝরে জ্বল চলে আসে
oii tomi kokhono prime poreco
আপনার সুন্দর মন আছে তাই ৷ বেচেঁ থাক সব পবিত্র ভালোবাসা 💝😢😢😢
আসলেই অনেক সুন্দর একটা গান যে গানের ভাসা বুঝবে সে কোনো দিন বুলতে পারবেনা এই গান টাকে
হারনো দিন গুলি পিছু ডাকে
whrn I listen to the songs, my eyes light up
মনটা ভরে গেলো পুরানো গানটা শুনে। অনেক অনেক দোয়া রইলো বোরহান ভাইয়ের প্রতি।
আমার মতো কেউ কি ২০২২সালে আইসা গান্টা শুনছো, ২০৩০সালের জন্য লিখে গেলাম
সুখে থাকার জন্য চলে গেছো দোয়া করি সুখে থাকো সারাজীবন
2024 কে কে শুনছেন❤
আমার ভালোবাসা আমার সাথেই আছে,কিন্তু গানটা শোনার সময় চোখ বন্ধ করে ভাবি আমার দুনিয়া কেমন হবে।তখনি গানটার আসল মজা অনুভব করি।ভালোবাসি প্রিয়...
এই গানের মাঝে মনে হয় জীবনের সবটুকু স্মৃতি জড়িয়ে আছে এবং পুরাতন যন্থনাগুলো জেগে ওঠে খুবই কষ্ট পাই
অসাধারণ একটি গান। এই পৃথিবীতে হইতো আমরা একদিন থাকবো না,কিন্তু এই গান চিরকাল রয়ে যাবে
তাকে হারিয়েছি ৮বছর হলো আজও তাকে ভুলতে পারিনাই সে আছে সংসার নিয়ে আর আমি আছি প্রবাসে পড়ে,,
হয়ত আল্লাহ তায়ালা এমনটা ই চেয়েছেন ভাই❤❤
Porobasa..daka..beha...kortan
্আমার মায়ের খুব পছন্দের এলবাম,,, তাই ছোটবেলায় অনেক শুনেছি,,এখনও শুনি,,,পার্থক্য হলো,,,তখন গানের ভাবার্থ বুঝতাম না,,,এখন বুঝি😔❤️🖤
এই প্রজন্মের কে কে আছেন যারা গানটি শুনেন 🥰 তবে ভালোবাসা সুন্দর 😔🖤
২০২৪ এসে কমেন্ট করে গেলাম হয়তো একদিন থাকবো না কিন্তু আমারই কমেন্ট রয়ে যাবে
যার কাছে দু'ফোটা চোখের পানির কোনো
মূল্য
নেই,
সে কি করে বুঝবে অসীম ভালোবাসার
মূল্য?
কেনো তুমি বার বার সেই মানুষটির জন্যে
কাঁদো,
যে কিনা তোমার চোখের পানিকে শুধু
পানি হিসেবেই
দেখে,
খুঁজেনা সেই কান্নার পেছনের কারন।
সেই মানুষটির জন্যেই কাঁদো,
যে কিনা তোমার চোখের কোনে পানি
জমার
আগেই খুঁজে
বের করে নেয় সেই কান্নার পেছনে
কারন।
সেই মানুষটি শুধু তোমার চোখের পানি
ঝরার
কারন
খুঁজে
বের করবে না, বের করবে তোমার মনে
লুকিয়ে রাখা
অসীম ভালোবাসা।
তোমার ভালোবাসা তখনই স্বার্থক, যখন
সেই
মানুষটি বুঝবে তুমি তাকে কতোটাই না
ভালোবাসো,।
ইতি তোমার প্রেম পাগল শামাীম?
ঠিক বলেছেন কিন্তুু জানি না কেনো কাদি কার জন্য,,,,,
আমার মত ২০১৯ সালে কে কে শুনছো লাইক দিয়ে যাও 👍
Ami
অন্ধকার রুমে,হাতে সিগারেট,ফ্যানের নির্মল বাতাসে হেডফোন লাগিয়ে গানটা শুনছি।কোন এক অজানা মায়ায়,অপরিসীম ভালোবাসায় চোখ বেয়ে পানি পড়ছে। ভালোবাসার সব মানুষগুলো সবসময়ই অনেক অনেক ভালো থাকুক।সকলের জন্য ভালোবাসা!!🖤🌺
ভালো থাকুক ভালোবাসার মানুষ টি। আমার মৃত্যু সংবাদও যেন তার কাছে না পৌছায়, আমি চাইনা সে সামান্য সময়ের জন্যও কষ্ট পাউক ।
এই পৃথিবীতে এমন কিছু সময় চলে আসে এই গান নিয়ে বেচে থাকা,নিজের কাছে আর কিছু এই হয় তো ভালোবাসার মানুষ কাছে থাকলে জীবন আরো সুন্দর হইতো।
এ গানটা শুনলে হাটবিট বেড়ে যাই,তবুও শুনি। যাকে সরন করে এ গানটা শুনি তার কোন দুষ নেই,সব সবই আমার কপাল।আমার ভুলে'ই আজ আমি জনম দুঃখী।
Same too you 😭😭😭😭😭
সম্ভবত 2011 12 দিকে তখন খুব বেশি এনড্রয়েড ফোন ছিল না তখন একটা বাটন ফোনে মেমোরিতে আব্বুর ফোনে মাঝে মধ্যে গানগুলো শুনতাম তখন তো বুঝতাম না এখন বুঝি এই গানগুলো সত্যিই অন্য লেভেলের ছিল
দুই বন্ধু মিলে একসাথে শুনতাম ❤
আজ বন্ধুটা নেই,মাঝে মাঝে গানটা গুন গুন করি আর বুকটা ফেটে যায় 💔
অনেক মিস্ করি রে বন্ধু তোকে,আল্লাহ্ তোকে ভালো রাখুন 😭
😭😭😭😭😭
স্মার্টফোন যখন ছিলনা তখন রেডিও'র অনুরোধের আসর গানের ডালিতে এই গান অনেক শুনেছি এই গান কালজয়ী গান-💔
👇
এখনো শুনেই যাচ্ছি..👌
আমি তো শুধু এই গানগুলোর নিচে কমেন্ট পড়তে আসি!কত প্রেম ভালোবাসা আকালেই ঝড়ে যায়।
তুমায় পেয়ে গেলে হয়তো এতো সুন্দর গান শুনা হতো না।
যখনই মন খারাপ থাকে এই গান গুলো খুজে শুনি। আর সেই মানুষ টার কথা মনে করে চোখ ভিজে। আর সবার কমেন্ট পরি। সত্যিই সবারই মন খারাপ হয় মাঝে মাঝে। 2023 সালে শুনলাম। যার কথা মনে করে শুনছি সে হইত অনেক দূরে
Hm....thik bolecen😢
অমর গান যার কোন তুলনা নায়। শুনলে হৃদয় জুড়িয়ে যায়।
২০২৪ এ এসেও গান টা শুনলাম। কেউ লাইক দিলে আবার শুনবো তাই একটা কমেন্ট করে গেলাম।
পেয়েও হারানোর আক্ষেপ প্রকাশ করার মত ভাষাজ্ঞান আমার নেই। আজও তুমায় ভালবাসি সেই প্রথম দিনের মত। মৃত্যুই বুঝি একমাত্র পথ
তোমাকে ভোলার
2022 কে কে শুনতেছেন শুধু একটা লাইক দিবেন। এই গানটা শুনতে আমার অনেক ভালো লাগে
এই গান চির অম্লান।
যতই শুনি তৃপ্তি মিটেনা।
এ পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কাউকে সত্যি কারের ভালোবাসা
ভালোবাসা সুন্দর, তার চেয়ে ও সুন্দর প্রিয় মানুষ টার সাথে কাটানো মুহুর্ত গুলো যাখন মনে করে নিজেই মুচকি হেঁসে ফেলি🙂।২০২৪ সালে এসেও আমি এই গানটার মাঝে তারে খুঁজে পাই😢❤💔
আহা কি গানরে চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে,, কমেন্ট করে গেলাম 2030 সালের জন্য
ভালবাসার মতো মন ছিল কিন্তু পরিবেশ ছিল না,,,দারিদ্র্যের কারনে।খুব বেশি প্রছন্দ করতাম।জীবনে এইছিল আমার প্রম।ভালো থাকুক ভাল লাগার মানুষ
অসাধারণ যত বার শুনি এতোই ভালো লাগে।😍
Sei suto bala thakei ai ganta amar khob valo lage
প্রথম ভালোবাসা চাইলেও কেউ ভুলতে পারে না একজন এর মা হয়েও আজও তাকে ভুলতে পারিনি কিন্তু সে ঠিকই ভুলে গেছে আমায় 🥲🥺💔🙂বেইমান বলতেও খারাপ লাগে কারন আমার ভালেবাসা সত্যি ছিলো তাই তাকে এখনো ঘৃণা করতে পারি না কিছু বলতেও পারি না 😢😢😢
আজ অব্দি কমেন্ট বক্সে অনেক দেখলাম যে কোনো মেয়ে মানুষ সত্যি কাউকে মন থেকে ভালোবেসেছে কিনা এতো দিন প্রেলাম আজ বছরের শুরু তে প্রেয়ে গেলাম আপনাকে খুব ভালো লাগলো আমার সেই মানুষ টা যদি আপনার চিন্তা ধারার হয় আমি সারতর্ক তার বিয়া হয়ছে তিনটা বাচ্চা হয়েছে আর আমি এখনো বিয়েই করি নাই শুধু তার কথা ভেবে তার পরে-ও আনন্দ পাই যদি শুনি সে ভালো আছে 💔✍️💔
❤
আজ পবিত্র ঈদু উল আজহা । সারাদিন শুনলাম এই গান
২০১৭ সালে প্রথম শুনেছিলাম। ২০২৪ এ এসেও আগের মতোই একই ভালোলাগা কাজ করে
টাকার কাছে কত ভালোবাসাই হেরে যায় 😢
এইতো আজ ৬৩৬ দিন হয়ে গেছে তার বিয়ের বয়স কই তারে তো তিল পরিমান ভূলতে পারিনি 😭
আসলে ভাই অনেকেই বলে ভালবাসা নাকি টাকায় হয়না,,আমিত জানি টাকাই সব। আমার ভালবাসা আমি হারিয়েছি টাকার জন্য
😢😢😢😢😢
ভাই আপনি টাকা ইনকাম করে তার চেয়ে আর ভাল সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে তার পরে তার সামনে জাবেন।
যা আপনার না,তা কিভাবে আপনার হবে।তাই ছবুর করার ছাড়া আমাদের কিছু করার নেই
---- এই শহরে রূপের ব্যবসা হয় 💘💘💘
মনের না
এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়
ভালোবাসা না
অনেক সুন্দর গান এ গান গুলো অমর হয়ে থাকবে।
কতোই আর বিরহের কথা লিখব😢😢
তোমার সৃতিচারণ হলে কলিজায় লাগে, তোমাকে কতো যে মিস করি সেটা তোমাকে বলে বুজাতে পারবো না।
প্রত্যহ সময় একাকৃত কাটে, চোখের কোনা বিজে যায়। এভাবে আর কতো দিন যাবে?? সারা দিন ছটফট করি, কোনো কাজ ভালো লাগছে, তোমার জন্যে জবে আসা আজ সেটাও বিরক্ত😢
এই গানগুলো শুনলে আজ থেকে 8 9 বছর আগের স্মৃতি গুলো মনে পড়ে যায় সবাই বলে ভালোবাসা একদিন হারিয়ে যায় সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না সারাজীবন বুকের একপাশে রয়ে যায়।সে আছে তাঁর পরিবার নিয়ে আমি আছি আমার পরিবার নিয়ে তাও তাকে বলতে পারিনা। ঠিক ঐভাবে রয়ে যাবে সারা জীবন বুকের বাম পাশে ছোট্ট একটা ঘরে
কি যে ভালো লাগল বুঝতে পারবোনা,তবে অসাধারণ।
ছোট ছিলাম খুব ক্লাস ওয়ান এ পড়তাম। ক্যাসেটে এই গান বাজতো। আব্বু ছিলো তখন আজ আব্বু নেই। আহা স্মৃতিগুলো।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে
স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে..!!!
ঠিক তাই
পৃথিবীর সবচেয়ে বড় আফসোস বাক্য হলো, ইস সে যদি আমার হইতো;💔😭
চারদিকে শুধু প্রিয় মানুষ হারানোর চিৎকার 🥲🥲
আমি আমার প্রিয় মানুষ কে হারালাম 😪😪
এই গান টা শুনে আমি আর থাকতে পারলাম না তাই 2007 সালের কথা মনে পড়ে গেল তার প্রতি দোয়া ও ভালোবাসা রয়ে গেল। ❤ দেখা হয় কিন্তু কথা হয় না।
সেইম সময় ২০০৭, সেইম ঘটনা দেখা হয় কথা হয় না।
আজ বিসিএস ক্যাডার আমি।আজও কি তোমার বাবা যোগ্যতায় বিচার করবে আমার ভালোবাসা।জানি তার আর প্রয়োজন নেই। কিন্তু তুৃমিও তো পারতে একটু অপেক্ষা করতে।যাই হোক ভালোআছো। এইটুকুই চাওয়া।
কমেন্ট রেখে গেলাম যদি কখন প্রিয়োজন ও গানটা শুনতে আসে দেখবে আমার কত পচন্দের ছিলো
আমি বুঝতাম না ভালোবাসা কাকে বলে তুমি শিক্ষিয়েছিলে,,, আজ সেই তুমিই আমায় ছেড়ে চলে গেলে,,, শিউলি,,,, তুমি আমার গলার মালা হয়ে রয়ে আছো,,,,,
ভাই
@@njknayon2805 ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না,,,,
তাকে পেলে গান গুলো এতো মধুর হতো না ভাই 😢