অসীম খুশি হলাম এই উদ্যমটা দেখে। অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য অভিজিৎ দাস এর। ভাই এটি আমার অতি অতি প্রিয় কবিতার একটি। আপনার এই মানসিকতা আমার মনের সঙ্গে একদম মিলে গেছে। আমি নিজে যা করতে চেয়েছি তা যে আপনার মাধ্যমে পাবো এ আমি কল্পনাও করিনি। এখনও যে অঞ্জনা নদী, ভাঙন ধারা অজয় নদীর বাঁক চাক্ষুষ খোঁজার এতো আকুল লোক আছে, এটা দেখে মন আপ্লুত হয়ে গেলো। আপনাকে আবার ধন্যবাদ ও আশীর্বাদ। আপনি পরামর্শ চেয়েছেন, তাই বলি মন্দিরের সম্ভাব্য স্থান হিসেবে ঢিবিটায় ক্যামেরা আরো নির্দিষ্ট ভাবে আরো কিছু সময় ধরে দেখালে ভালো হতো।সেই সঙ্গে হাটের সম্ভাব্য স্থানটাও। মন্দিরটা নেই, হাটও নেই, অনুভূতি বা স্বপ্নের ছবিটা আছে, ঠিক যেটা আপনাকে এতো দুর টেনেছে, বলাই বাহুল্য। আর একটু বলবো, সঙ্গে মাঝে মাঝে মন্দির, লেজকাটা কুকুর, একটু হাট তথা অন্ধ কুঞ্জ র একতারা, এ রকম দু একটা পেন্সিল স্কেচ touch করলে বোধহয় ভালোই হতো। আপনার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা থাকলে খুব ভালো লাগতো। আমার নং 9330567298 বিশ্বজিৎ বিশ্বাস কলকাতা 700096 খুব ভালো থাকুন।
আপনার এত মূল্যবান মতামত দেখে আমার সত্যিই ভালো লাগলো। হয়তো একটু দেরি করে ফেললাম উত্তর দিতে, আশা করি মার্জনা করবেন। ছেলেবেলা থেকে ইচ্ছে ছিল অজাকে খুঁজে বেড়ানোর তাই ঘরের মধ্যেই যে অজানা রয়েছে তা অনেকদিন পর মনে পড়েছিল বলে তুলে ধরতেও দেরি হয়েছিল। আপনি ঠিকই বলেছেন পরে ভেবে দেখেছি আরো অনেক কিছুই করা যায়, চেষ্টা করব অঞ্জনা নিয়ে আবারো কাজ করার এমনকি বহুদিন আগেই ইচ্ছা হয়েছিল সময় করে ওঠা হয়নি আর এত কাজের মধ্যে। তবে পেন্সিল দিয়ে আঁকতে পারবো কিনা সেটা কথাই তো পারছি না কারণ আমি ছবি তুলতে জানি আঁকতে অতটা জানিনা। আর আপনার যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব, তবে সরাসরি নিজের নাম্বার টা দিতে পারছি না কারণ এটা সোশ্যাল মিডিয়া আশা করি বুঝবেন। ভালো থাকবেন আর এভাবে সঙ্গে থাকবেন ভুল ত্রুটি ভালো দিক সব তুলে ধরবেন আপনাদের মন্তব্যের মাধ্যম দিয়ে। 🙏😊
সেই ছোট্ট বেলায় পড়েছিলাম এই কবিতা, আজ ৬০ বছর বয়সে এসে রবি ঠাকুরের বিখ্যাত অঞ্জনা নদী ও চন্দনা গাঁ দেখলাম, খুব খুব ভালো লাগলো ... গ্রামটিও খুবই সুন্দর ...মন প্রাণ জুড়ে গেল ... ধন্যবাদ ভাই তোমাকে ।। ভালো থেকো ।।
হঠাৎ ইউটিউব ভিডিওটা আমার সামনে নিয়ে এলো l অঞ্জনা নদীর নাম দেখে ভিডিওটি ওপেন করলাম l অসাধারণ লাগলো অঞ্জনা নদীর বিবরণ দেখে l আরো ভালো লাগলো স্বর্ণেন্দু কে দেখতে পেয়ে l আমি স্বর্ণেন্দুর বন্ধু l রানাঘাট কলেজে একসঙ্গে পড়েছি l আমি সমিরন l বাড়ি বীরনগর l
আরে ভাই নদী অনেকে কব্জা করে নিয়েছে গুন্ডাগিরি করে কেউ মাছ চাষ করছে রবীন্দ্রনাথের স্মৃতি আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি এই নদীগুলো রক্ষা করুক ছোটবেলায় আমরা এই নদীর তীরে খালা করতাম পশ্চিমবাংলায় অনেক নদী গুন্ডাগিরি করে নেতাগিরি করে হজম করে নিয়েছো মমতা দিদিকে আমার হাত জোড় করে অনুরোধ এই নদীগুলো রক্ষা করুন প্লিজ প্লিজ প্লিজ
খুব ভালো লাগলো। আমরাও খুব ছোটবেলায় অঞ্জনা নদীটাকে দেখেছি একদম কচুরিপানা ভর্তি মজে যাওয়া খালের মতো। নদী টা এখনও টিকে আছে এটাই বড় ব্যাপার। তোমার উদ্যোগ খুব প্রশংসনীয়। অনেক শুভেচ্ছা রইলো।
আমি বাদকুললার বাসিন্দা। অঞ্জনা নদীর কাছে আমার বাড়ি আমাদের অনুরোধ এই নদী ঠিক ঠাক মেরামত হোক তার সাথে পোড়ো মন্দির সঠিক ভাবে নির্মান হোক। দয়া করে একটু দেখবেন।
অসংখ্য ধন্যবাদ, অপূর্ব সুন্দর দৃশ্য দেখালেন ভাই। সহজ পাঠ ওঐ অঞ্জনা নদী আমাদের কোনো দিন ই ভোলা সম্ভব নয়, বরঞ্চ এ জীবনে একবার হলেও জনম সার্থক করতে চাই। আপনি চাক্ষুষ করেছেন আপনি ধন্য।
খুব ভালো লাগলো ভিডিও টি। অঞ্জনগড় গ্রামে অঞ্জনা র পাশেই আমার নিবাস, আরও বিশেষ করে এই কারণে অঞ্জনা আমার আবেগ। অনেক বার উত্সো খুজতে যেখানে চূর্ণি নদীর থেকে বেড়িয়েছে সেই পর্যন্ত গিয়েছি। চূর্ণি-অঞ্জনা র কানেক্টিঙ পয়েন্ট পর্যন্ত দেখালে আরও ভালো লাগতো। আর সব থেকে ভালো হবে, যদি কোনো ক্ষমতা সম্পন্ন সরকারি কর্তা ব্যক্তি আমাদের এই জড়াজীর্ণ আবেগকে উদ্ধার এর কিছু প্রয়াস করেন, এই ভিডিও টি দেখে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
অভিজিৎবাবু আপনাকে ধন্যবাদ এই ভিডিও টি করার জন্য । গত শতাব্দীর শেষ ভাগে আমার যাওয়া বাথকুল্লায় । আমরা কলকাতা শহরতলীর লোক। দু এক বছর পর পর যাই সেথায়।অঞ্জনা নদীর দুপাশের লোকেরা এই নদীর পারে মাটি ফেলে নদীটাকে গ্রাস করে ফেলেছে । শীর্ন হয়েছে ধারা । আপনি এর উপর একটা ভিডিও করুন তো তার নাম হবে "অঞ্জনা তোমায় আমরা হারিয়ে যেতে দেব না।"
ছোট ভাই ভিডিওটি খুব ভাল লাগলো। তোমার ব্লগে আমি এই প্রথম এলাম। প্রান ভরে পশ্চিম বাংলার প্রাকৃতিক সৌন্দয্য' উপভোগ করিতেছিলাম।পশ্চিম বাংলার পথঘাট নদী নালা আমার বাংলাদেশের মতই হুবহু দেখতে।তো অন্জনা নদীটার শ্রোত ধারা কি এখন থেমে গেছে? নদীর নাম সই অন্জনা গানটা আমার ভীষম প্রিয়। তোমাকে আমার অনেক অনেক ভালবাসা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাংলা তো বাংলা-ই তার সৌন্দর্য সব স্হানেই হয়ত এক। অঞ্জনা এখন খালে পরিনত হয়েছে, সে আজ মৃতপ্রায়। এভাবে পাশে থাকবেন ভালোলাগল, বাংলাদেশও অমার বেশ ভালোলাগে ভ্লগে দেখে। 😊
Nodi Bangla r pran er sanskar khub proyojon,bisesh kore kochuri pana saf kore jomite jol sech er su byabotha,o sambhob hole nodi r dupase poth nirman, namaskar, thanks
আমি বাদকুললার বাসিন্দা। অঞ্জনা নদীর কাছে আমার বাড়ি।তাই আপনিরা যখন উদ্যোগ নিয়েছেন একটা অনুরোধ করছি পুরনো এই ঐতিহ্যকে রখ্যা করুন। পোড়ো মন্দির বিলুপ্ত হয়ে গেছে সেটা আবার ফিরে পেতে চাই। এই টুকু আমাদের অনুরোধ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও দেখতে পাবেন। আজ একটি গ্রাম বাংলার ভিডিও রিলিজ হয়েছে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন ua-cam.com/video/662kS1N2fPM/v-deo.html
Hello, Awesome video. I liked it so much for a couple of reasons. One reason is your beautiful narration/description and the other one I will tell you another time. Thanks,
টিকটিক,ভিগোভিডিও,ও সব ফালতু,অসভ্য ভিডিও র চাইতে,এই সভ্যতার বাস্তব ভিডিও টা খুব ভালো লাগলো,এবং তোমরা যারা এই ভিডিওটা পরিশ্রম করে আমাদের পরিবেশন করেছেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ,
অসীম খুশি হলাম এই উদ্যমটা দেখে। অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য অভিজিৎ দাস এর। ভাই এটি আমার অতি অতি প্রিয় কবিতার একটি। আপনার এই মানসিকতা আমার মনের সঙ্গে একদম মিলে গেছে। আমি নিজে যা করতে চেয়েছি তা যে আপনার মাধ্যমে পাবো এ আমি কল্পনাও করিনি। এখনও যে অঞ্জনা নদী, ভাঙন ধারা অজয় নদীর বাঁক চাক্ষুষ খোঁজার এতো আকুল লোক আছে, এটা দেখে মন আপ্লুত হয়ে গেলো। আপনাকে আবার ধন্যবাদ ও আশীর্বাদ।
আপনি পরামর্শ চেয়েছেন, তাই বলি মন্দিরের সম্ভাব্য স্থান হিসেবে ঢিবিটায় ক্যামেরা আরো নির্দিষ্ট ভাবে আরো কিছু সময় ধরে দেখালে ভালো হতো।সেই সঙ্গে হাটের সম্ভাব্য স্থানটাও। মন্দিরটা নেই, হাটও নেই, অনুভূতি বা স্বপ্নের ছবিটা আছে, ঠিক যেটা আপনাকে এতো দুর টেনেছে, বলাই বাহুল্য।
আর একটু বলবো, সঙ্গে মাঝে মাঝে মন্দির, লেজকাটা কুকুর, একটু হাট তথা অন্ধ কুঞ্জ র একতারা, এ রকম দু একটা পেন্সিল স্কেচ touch করলে বোধহয় ভালোই হতো।
আপনার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা থাকলে খুব ভালো লাগতো। আমার নং 9330567298
বিশ্বজিৎ বিশ্বাস
কলকাতা 700096
খুব ভালো থাকুন।
আপনার এত মূল্যবান মতামত দেখে আমার সত্যিই ভালো লাগলো। হয়তো একটু দেরি করে ফেললাম উত্তর দিতে, আশা করি মার্জনা করবেন। ছেলেবেলা থেকে ইচ্ছে ছিল অজাকে খুঁজে বেড়ানোর তাই ঘরের মধ্যেই যে অজানা রয়েছে তা অনেকদিন পর মনে পড়েছিল বলে তুলে ধরতেও দেরি হয়েছিল। আপনি ঠিকই বলেছেন পরে ভেবে দেখেছি আরো অনেক কিছুই করা যায়, চেষ্টা করব অঞ্জনা নিয়ে আবারো কাজ করার এমনকি বহুদিন আগেই ইচ্ছা হয়েছিল সময় করে ওঠা হয়নি আর এত কাজের মধ্যে। তবে পেন্সিল দিয়ে আঁকতে পারবো কিনা সেটা কথাই তো পারছি না কারণ আমি ছবি তুলতে জানি আঁকতে অতটা জানিনা।
আর আপনার যোগাযোগ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব, তবে সরাসরি নিজের নাম্বার টা দিতে পারছি না কারণ এটা সোশ্যাল মিডিয়া আশা করি বুঝবেন। ভালো থাকবেন আর এভাবে সঙ্গে থাকবেন ভুল ত্রুটি ভালো দিক সব তুলে ধরবেন আপনাদের মন্তব্যের মাধ্যম দিয়ে। 🙏😊
@@avijitdasvlogঅশেষ ধন্যবাদ ভাই এই রকম ভিডিও উপস্থাপন করার জন্য
🙏😊
সেই ছোট্ট বেলায় পড়েছিলাম এই কবিতা, আজ ৬০ বছর বয়সে এসে রবি ঠাকুরের বিখ্যাত অঞ্জনা নদী ও চন্দনা গাঁ দেখলাম, খুব খুব ভালো লাগলো ... গ্রামটিও খুবই সুন্দর ...মন প্রাণ জুড়ে গেল ... ধন্যবাদ ভাই তোমাকে ।। ভালো থেকো ।।
আপনিও ভালো থাকবেন 😊🙏
অসাধারণ। ছোটবেলায় যখন কবিতাটি পড়েছিলাম তখন ভাবতাম এই মনে হয় বাংলাদেশে কিন্তু দেখার পর খুব খুশি হলাম যে এটি আমার মাতৃভূমিতেই অবস্থিত।❤️❤️❤️
☺️☺️
এনে দেনা বয়সটা মোর ছয় কিম্বা সাত,
হয়তো আবার ধরতে পারি স্যারের কোমল হাত।
নেই কবিগুরু, নেই অন্ধ কানাই,নেই সেই পোড়ো মন্দির। শীর্ণকায় অঞ্জনা ক্ষীণ আশা নিয়ে বেঁচে আছে,আর আছে আমাদের অর্থাৎ শৈশব অতিক্রান্ত বাঙালীদের নিগূঢ় ভালোবাসা।
অঞ্জনা দীর্ঘজীবী হোক।
❤️😊🙏
ইউটিউব স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিও টা দেখি । মন জুড়িয়ে গেলো ।। এক্ষুনি সাবস্ক্রাইব করলাম ।। সঙ্গে আছি 🙏🤗🤗
অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে চাই 😃
অঞ্জনা নদী ও চন্দনী গ্রাম খুব ভালো লাগলো ব্লগটা জায়গাটা খুব দারুণ
অসংখ্য ধন্যবাদ
Khub bhalo laglo purono deenar. Katha Mona. Pora galo ajj Tomar. Jonno noditi o oe garm tadakta palam tmank you
😊😊
খুব সুন্দর ভালো লাগলো ।ছোট বেলা সহজ পাঠের কথা মনে করিয়ে দিলে।
ধন্যবাদ
খুব সুন্দর ভিডিও হয়েছে, শৈশবকে ছূয়ে গেল। সীমার মাঝে অসীম আনন্দ পেলাম।
ধন্যবাদ
চমৎকার হয়েছে। সহজ পাঠের এই বিখ্যাত লাইন গুলো আজীবন মনে থাকবে। সত্যিই অনবদ্য।
অসংখ্য ধন্যবাদ 😊
গ্রামটি ছবির মত। চোখ জুড়িয়ে গেল।
ধন্যবাদ
আমি বাংলাদেশ থেকে দেখছি আপনার ভিডিও টা আসলেই জায়গা টা অনেক সুন্দর, যদি কোনোদিন ইন্ডিয়া যায় তাহলে এই জায়গায় যাব।
Amontron roilo ❤️🩹🙏
"অঞ্জনা নদী, চন্দনী গ্রাম, মন্দির সব খুঁজে পেলাম ঠিক এই ভাবে যদি রবি ঠাকুরের নোবেল পুরস্কারও খুঁজে পাওয়া যেত আরও অনেক অনেক অনেক ভালো লাগত।
আমার যতটা ক্ষমতা ততটা করেছি, ঐ কাজটা সরকারের আমার নয়🙏
Sohoj pather sathe choto belar onek smriti te harie geachilam, valo laglo.
ধন্যবাদ 😊
Vari sundor video ti. Vison valo laglo
ধন্যবাদ
Thank u so much, ei rokom sundar jaiga ta sakoler Samne open karar jonno
You are most welcome
গ্রামের ভিডিও খুব ভালো লাগে এই ধরনের ভিডিও আরো চাই অভিজিত দা
Obossoi debo 😊
খুব ভালো লাগলো,চেনা নদী চেনা অঞ্জনগর, কেমন যেন ভুলতে বসে ছিলাম,কিন্তু তুমি আবার নতুন করে মনে করিয়ে দিলে
😊
হঠাৎ ইউটিউব ভিডিওটা আমার সামনে নিয়ে এলো l অঞ্জনা নদীর নাম দেখে ভিডিওটি ওপেন করলাম l অসাধারণ লাগলো অঞ্জনা নদীর বিবরণ দেখে l আরো ভালো লাগলো স্বর্ণেন্দু কে দেখতে পেয়ে l আমি স্বর্ণেন্দুর বন্ধু l রানাঘাট কলেজে একসঙ্গে পড়েছি l আমি সমিরন l বাড়ি বীরনগর l
অসংখ্য ধন্যবাদ ❤️
স্বর্ণেন্দুকে তোমার কথা অবশ্যই জানাব, ভালো থেকো 😊
Excellent video. Apnar collection ekkathai awesome.
অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন।
খুব সুন্দর হয়েছে। 🙏
আরে ভাই নদী অনেকে কব্জা করে নিয়েছে গুন্ডাগিরি করে কেউ মাছ চাষ করছে রবীন্দ্রনাথের স্মৃতি আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি এই নদীগুলো রক্ষা করুক ছোটবেলায় আমরা এই নদীর তীরে খালা করতাম পশ্চিমবাংলায় অনেক নদী গুন্ডাগিরি করে নেতাগিরি করে হজম করে নিয়েছো মমতা দিদিকে আমার হাত জোড় করে অনুরোধ এই নদীগুলো রক্ষা করুন প্লিজ প্লিজ প্লিজ
ছোট বেলা মনে পড়ে গেল।তার সাথে নদীটির করুণ অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল।
😊😊
Sei chhoto belai,Porechhilam ei kobita ta
😊
Darun darun Avijit Babu..Keep Going
অসংখ্য ধন্যবাদ যশোদ্বীপ বাবু, সঙ্গে চাই এভাবেই 😊
খুব ভালো লাগলো। আমরাও খুব ছোটবেলায় অঞ্জনা নদীটাকে দেখেছি একদম কচুরিপানা ভর্তি মজে যাওয়া খালের মতো। নদী টা এখনও টিকে আছে এটাই বড় ব্যাপার। তোমার উদ্যোগ খুব প্রশংসনীয়। অনেক শুভেচ্ছা রইলো।
অসংখ্য ধন্যবাদ 😊
দুর্দান্ত videography
Thank you 😊
আমাদের গ্রামের নদীর ধারে নীলকুঠির আছে।
দাদা আসো একদিন ভিডিও করে জায় ।
কোথায়?
@@avijitdasvlog হাজরা পুর ভিডিও link 👇 ua-cam.com/video/bcIA0bIqzeo/v-deo.html
Video Khub valo laglo.😀😎😁😮🤐🤓🤡
Thank u, songe thakun
আমি বাদকুললার বাসিন্দা। অঞ্জনা নদীর কাছে আমার বাড়ি আমাদের অনুরোধ এই নদী ঠিক ঠাক মেরামত হোক তার সাথে পোড়ো মন্দির সঠিক ভাবে নির্মান হোক। দয়া করে একটু দেখবেন।
সবাইকে এগিয়ে আসতে হবে
খুব সুন্দর উপস্থাপন , সহজ পাঠে এই রকম নদী বা স্থান নিয়ে উল্লেখ আছে, পরবর্ত্তী অনুষ্ঠানে তাহাদের কেও দেখব এই আশা রাখি । ধন্যবাদ
আপনাকে মন থেকে ধন্যবাদ কারন আপনিও জানেননা আপনি কি বললেন।
তবে আগামীকাল কবিগুরুর আরও একটি বড়দের বিখ্যাত কবিতার বিষয় নিয়ে আসছি। ভালো থাকবেন।
Khub valo laglo. Chotobelai firee gelam.👌
অসংখ্য ধন্যবাদ 😊
অঞ্জনা নদী চন্দনী গা কবিতায় পড়েছি আজকে দেখে মন ভরে গেল। ধন্যবাদ।
🙏😊
অসংখ্য ধন্যবাদ, অপূর্ব সুন্দর দৃশ্য দেখালেন ভাই। সহজ পাঠ ওঐ অঞ্জনা নদী আমাদের কোনো দিন ই ভোলা সম্ভব নয়,
বরঞ্চ এ জীবনে একবার হলেও জনম
সার্থক করতে চাই। আপনি চাক্ষুষ করেছেন আপনি ধন্য।
পরজন্ম কেন এই জন্মেই সম্ভব, সুযোগ বুঝে চলে আসুন। আমি এদিক থেকে সত্যিই ভাগ্যবান কারন আমার জন্ম অঞ্জনা নদীর কাছেই।
Ai vabe gramer video tulte thakle ai channel akdin khub femous hobe.
অসংখ্য ধন্যবাদ 😊
খুব সুন্দর লাগলো। ❤️❤️
ধন্যবাদ
badkullar upor diye katobar jatayat korechhi....konodin nama hoini.... oi diktai prochur madrasa...tai mon o taaneni sevabe...bah khub sundar.
ধন্যবাদ 😊
Abhijit tomake thanks Anjana nodi dekhabar jonnya.
😊🙏
Khub bhalo laglo... Dhonnobad
😊
আপনার ়অনজনা নদী দেখে মনটা সৈসবে চলে গেছে ।খুব ভালো লাগলো ।মনদির নেই নদী তার চেহারা পালটে ফেলেছে।
ধন্যবাদ 😊
Khub bhalo laglo. Sabaikey anek dhanyabad. Alur chopta.......uffff.
😀😀
খুব ভালো লাগলো ভিডিও টি। অঞ্জনগড় গ্রামে অঞ্জনা র পাশেই আমার নিবাস, আরও বিশেষ করে এই কারণে অঞ্জনা আমার আবেগ। অনেক বার উত্সো খুজতে যেখানে চূর্ণি নদীর থেকে বেড়িয়েছে সেই পর্যন্ত গিয়েছি। চূর্ণি-অঞ্জনা র কানেক্টিঙ পয়েন্ট পর্যন্ত দেখালে আরও ভালো লাগতো। আর সব থেকে ভালো হবে, যদি কোনো ক্ষমতা সম্পন্ন সরকারি কর্তা ব্যক্তি আমাদের এই জড়াজীর্ণ আবেগকে উদ্ধার এর কিছু প্রয়াস করেন, এই ভিডিও টি দেখে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
হ্যাঁ পরে সেটা ভাবলাম, পরবর্তীতে ভিডিও করলে এগুলি মাথায় রাখব
Valo laglo@@avijitdasvlog
Khub bhalo laglo,,,subscribe korlam
ধন্যবাদ 😊
❤️❤️❤️ দাদা দেখে আমার চোখ জুড়িয়ে গেল 🌹🌹🌹
অসংখ্য ধন্যবাদ 😊
খুব ভাল উদ্যোগ আমার ধারণা ছিল অঞ্জনা এখন বাংলা দেশে অথবা এর অস্তিত্ব নেই। এই বিখ্যাত দর্শনীয় স্থানগুলি এত অবহেলিত ভাবলে মনটা খারাপ হয়ে যায়।
ধন্যবাদ
অাপনার উপস্থাপন অনেক অনেক ভাল লেগেছে দাদা। ধন্যবাদ আপনাকে।
🙏😊
খুবই ভাল লাগল। অঞ্জনা নদী যে আমাদের পঃ বাংলায় সেটা জানা ছিল না। ধন্যবাদ !!
😊
অভিজিৎবাবু আপনাকে ধন্যবাদ এই ভিডিও টি করার জন্য । গত শতাব্দীর শেষ ভাগে আমার যাওয়া বাথকুল্লায় । আমরা কলকাতা শহরতলীর লোক। দু এক বছর পর পর যাই সেথায়।অঞ্জনা নদীর দুপাশের লোকেরা এই নদীর পারে মাটি ফেলে নদীটাকে গ্রাস করে ফেলেছে । শীর্ন হয়েছে ধারা । আপনি এর উপর একটা ভিডিও করুন তো তার নাম হবে "অঞ্জনা তোমায় আমরা হারিয়ে যেতে দেব না।"
দুঃখ একটাই এ নদীর মূল্য কতটা তা এই ভিডিও এর কমেন্ট গুলি দেখলেই বোঝা যায়। কিন্তু আমার এলাকাবাসী অনেকেই তার কোনো কদরই করেনা, নইলে আজ এই দশা হয়না।
আরে দাদা ভীষণ ভালো লাগলো,,,, আরো ভিডিও বানাও ,,,,,আমিও badkullari ছেলে
তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এরকম আরো ভিডিও আনবো। এভাবেই পাশে থেকো
Khub bhalo laglo.femeli niye aale kothay thaka jabe
Akhane akta lodge ache biye bari ba kono social program a vara ma thakle okhan kar room gulo vara dei.
ছোটবেলায় ফিরে গেলাম অনেক ধন্যবাদ আপনাকে দাদা❤❤❤
❤️🙏😊
🎉 অঞ্জনার গ্ৰাম ভারি সুন্দর
Khub bhalo laglo. Amader ei paschim banglay bohu noddi, khal, bil r boro pukur sob hariey jachhey. Kano ?
ধন্যবাদ, তবে আপনার প্রশ্নের উত্তর যে নেই আমার কাছে 🙏
Khub valo laglo
ধন্যবাদ 😊
Excellent, khub bhalo laglo
Thank you 😊
Bhai khub sundor video
Thank you dada 😊
তুমি যথেষ্ট চেষ্টা করলে ছোট বেলার কবিতা অসংখ্য ধন্যবাদ. এগিয়ে চলো.
ধন্যবাদ 😊
ছোট ভাই ভিডিওটি খুব ভাল লাগলো। তোমার ব্লগে আমি এই প্রথম এলাম। প্রান ভরে পশ্চিম বাংলার প্রাকৃতিক সৌন্দয্য' উপভোগ করিতেছিলাম।পশ্চিম বাংলার পথঘাট নদী নালা আমার বাংলাদেশের মতই হুবহু দেখতে।তো অন্জনা নদীটার শ্রোত ধারা কি এখন থেমে গেছে? নদীর নাম সই অন্জনা গানটা আমার ভীষম প্রিয়। তোমাকে আমার অনেক অনেক ভালবাসা। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। বাংলা তো বাংলা-ই তার সৌন্দর্য সব স্হানেই হয়ত এক। অঞ্জনা এখন খালে পরিনত হয়েছে, সে আজ মৃতপ্রায়।
এভাবে পাশে থাকবেন ভালোলাগল, বাংলাদেশও অমার বেশ ভালোলাগে ভ্লগে দেখে। 😊
Apurbo 🙏🙏🙏
ধন্যবাদ 😊🙏
দাদা আপনার ভিডিও গুলো খুব সুন্দর।
Thank u 😊
Khub valo laglo dada
অসংখ্য ধন্যবাদ
Khub sundar vashykar!!!
Nodi Bangla r pran er sanskar khub proyojon,bisesh kore kochuri pana saf kore jomite jol sech er su byabotha,o sambhob hole nodi r dupase poth nirman, namaskar, thanks
🙏😊
Bhishoni sweet ekrokom Anjana nadir,Chandani gaer vlogta.Esakal jayegate pauchale hridoye udash,akul hote baddhho.Satti pallybanglar shyamolimae chaoya snigdho gramkhani.
অসংখ্য ধন্যবাদ 😊😊
আমি না হঠাৎ করেই স্ক্রল করতে গিয়ে এটা পেলাম, অ্যান্ড trust me sir, এটা অন্য লেভেলের ব্লগ🥹ভীষণ সুন্দর!
Thank u so much 🤗 keep watching
Sotyi bhai Avijit tomake dhanyabad jananor vasha nei.Ek asadharan presentation.
🙏🙏☺️☺️
Apurbo proyash, sudhu ekta proshno, jekhane dariye chop khele oi jaiga tai jabo kibhabe? Okhan theke nodi ta opurbo
অসংখ্য ধন্যবাদ,
ঐ ঢিপি মানে জল ট্যাঙ্কের থেকে ১ কিমি মতো এগিয়ে গেলেই পাবেন ঐ চপের দোকানের জায়গাটা।
আপনার কণ্ঠস্বর খুব সুন্দর। আপনার কণ্ঠস্বর এর জন্য ভিডিও টি আরও প্রাণবন্ত করেছে। 👌👌👌👌
অসংখ্য ধন্যবাদ 🙏😊
Khub bhalo laglo 👍👍
ধন্যবাদ 😊
Anjana nadi je bastobik ta jana chilo na, jene valo laglo,apnak dhonno bad
😊
Khub valo laglo. Anek dhonnyobad.
আপনাকেও ধন্যবাদ 😊
দারুন লাগল। সত্যিই যেন শৈশবে ফিরে গেছিলাম।
অসংখ্য ধন্যবাদ 😊
@@avijitdasvlog , কিন্তু নদীর এই দৈন্যতা ভীষণ মর্মস্পর্শী।
আপনি ভালো তুলে ধরেছেন। শুভেচ্ছা রইল।
এই নদীর পরিচিতি ঘটানোর সঙ্গে সঙ্গে এই দৈন দশা তুলে ধরাও আমার উদ্দেশ্য
Awesome scenery. Awaiting to watch more such videos.
Keep it up!
Human activity is responsible for such a pathetic condition of the river Anjana!
Thank you so much. Next video is coming very soon within one or two days.
Yes you are right .
Khub sundor vai
ধন্যবাদ 😊
খুব ভালো লাগলো❤
🙏😊
Ak chute chole gelam amar sei misti chotobalay😃😃🙍♀️🙍♀️🙍♀️
😊
Valo lagle Dada video ta 👍 amio Nadia te thaki
ধন্যবাদ 😊
Dada kobita khub valo bolo. sunte khub valo lage abr akta kobita r volg dakte chai ❤️❤️❤️
আমিতো কবিতা শিখিনি আচ্ছা তবুও চেষ্টা করব 😊
@@avijitdasvlog tmr voice ta khub sundor kobita bolle bes manai plz plz akta to ontoto kobita bolo 😁😁😁
আচ্ছা চেষ্টা করব 😊
@@avijitdasvlog ok
সত্যিই ফিরে গেলাম সেই ছোট্ট বেলায়, চন্দন দহ অর্থাৎ এখানে নদীর বুকে গভীর জল/গর্ত ছিলো।।
`দহ' শব্দের অর্থ তাই-ই বোঝায়
বাঃ দারুন লাগলো ...
ধন্যবাদ
Asadharan
ধন্যবাদ
Khub sundor.
ধন্যবাদ
আমি বাদকুললার বাসিন্দা। অঞ্জনা নদীর কাছে আমার বাড়ি।তাই আপনিরা যখন উদ্যোগ নিয়েছেন একটা অনুরোধ করছি পুরনো এই ঐতিহ্যকে রখ্যা করুন। পোড়ো মন্দির বিলুপ্ত হয়ে গেছে সেটা আবার ফিরে পেতে চাই। এই টুকু আমাদের অনুরোধ।
Hello...battala kothay
Khub valo laglo!!!
😊
Dada khub sundor hoyeche dada ami sei chandandaha gramer chele 🥰🥰🥰
❤️
ভীষণ ভালো লাগল ।
তবে আমার মনে হয় , ক্যামেরাটা বেশী না ঘুরিয়ে কাট শট নিলে আরো ভালো লাগবে ।
ধন্যবাদ 😊
মাথায় রাখব আপনার পরামর্শটা
Khub sundor laglo video ta
ধন্যবাদ 😊
Khub valo laglo nijer town er video dekhe,amar bari badkulla dhormoda
Thank u
Accha
Khub bhalo laglo Bhai , amar gram banglar jana-jibon dekhte khub bhalo lage , ekta anna dharaner anubhuti - buker bhitor Kemon jeno kore .
আপনাকে অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন আরও অনেক ভিডিও দেখতে পাবেন। আজ একটি গ্রাম বাংলার ভিডিও রিলিজ হয়েছে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন ua-cam.com/video/662kS1N2fPM/v-deo.html
খুব ভাল লাগল❤️💚💛
😊
চিন্তার কোনো কারণ নেই আর কই এক বছরের মধ্যে এটা অঞ্জনা মাঠ হয়ে যাবে 😅😅😅
ভালো লাগলো,
ধন্যবাদ
Darun
Khub sundor hoyeche..... churni Nodi ke nie r Behula Nodi ke vedio korun Dada... onurodh roilo...
Thank you dada
Churni niye amr first documentary chilo. 1st time kaaj otota valo lagbema hoito tau link dicci
ua-cam.com/video/G4S4rvhbNG8/v-deo.html
Hello, Awesome video. I liked it so much for a couple of reasons. One reason is your beautiful narration/description and the other one I will tell you another time. Thanks,
Thank you so much, ☺️
Yes I'm ager to know the second reason.
Please stay tune, you'll get many videos in future. Thank you 😊🙏
Darun Bhalolaglo Thank you
You are most welcome
খুব সুন্দর
ধন্যবাদ ❤️
অঞ্জনা নদীর কথা জানলাম।এবার উসরী নদীর ঝর্ণা দেখতে যাবো।কোথায়?
এটা তো জানা নেই
ভালো লাগলো
ধন্যবাদ দাদা 🍁
Wow amazing
Thank u
টিকটিক,ভিগোভিডিও,ও সব ফালতু,অসভ্য ভিডিও র চাইতে,এই সভ্যতার বাস্তব ভিডিও টা খুব ভালো লাগলো,এবং তোমরা যারা এই ভিডিওটা পরিশ্রম করে আমাদের পরিবেশন করেছেন এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ,
আপনাকেও ধন্যবাদ