আপনি দেখি তার দুনীতিকে বৈধতা দিচ্ছেন, জনগনের টাকা জনকল্যাণমুখী কাজে ব্যবহার হবে এটা স্বাভাবিক। তবে যে হারে দুর্নীতি করেছে, তা দিয়ে এর ডাবল উন্নয়ন করা যেত। সে বিরোধী দলগুলোর প্রতি ব্যাপক অত্যাচার করেছে, আমরা তা দেখেছি।
আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন,দেশের উন্নয়নমূলক কাজ স্বপ্ন পূরন হচ্ছে এখন দেশের নানারকম বাহানা করে অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে,অতীত বর্তমান নিধারিত করে আর বর্তমান ভবিষ্যৎ নিধারিত করে ভবিষ্যৎ প্রজন্মক শিক্ষা দেয়,আমাদের অতীতে ছিলো দেখতে সুন্দর মুখস্থ বিদ্যা করে শুদ্ধ ভাবে ইংরেজিতে মিথ্যা বাহানা করে চাকরি ক্ষমতা বড় পদ চেয়ার আদায় করা দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ও দেশের সম্পদ লুটপাট অপচয় করা,অনিয়ম-দুর্নীতি তেলবাজি স্বজনপ্রীতি করা,অবৈধভাবে দখল চাঁদাবাজির মাদক চোরাচালান পন্য সামগ্রি জ্বালানি টোল বাড়ানো,ভেজাল ঔষধ,খাদ্য চিকিৎসা কাপড় সহ তৈরি করে জনগণের সাথে প্রতারণা করা,ব্যাংকের টাকা অপচয় লুটপাট করা, যানজট সৃষ্টি করে নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি থাকে,,সকল সেক্টরে জনগণকে হয়রানি করায়,দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই।বাহানা করে অনিয়ম-দুর্নীতি করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলা,ছেলেমেয়েরা স্বজন বিলাসিতা স্বজনপ্রীতি করে, পরিচিত সকল স্বজনদের প্রশ্ন ফাঁস করে লবিং চাকরি দেওয়া হয়,,তা তদন্ত করা খুঁজে বের করা হোক,,এবং ভবিষ্যৎ ৫ প্রজন্ম যেন কোন স্বজন সরকারি চাকরি না পায় ও তিন দল বিশিষ্ট কমিটি সাময়িক বদলি বরখাস্ত না করে কঠোর শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায়,, এইদশে উপর থেকে নিচ পর্যন্ত পরিবারতন্ত্র ঘুষ চুরি দলীয়করণ,নেতা সচিব প্রশাসন সহ সবাই মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে সিন্ডিকেট করে স্বজনপ্রীতি অনিয়ম-দুর্নীতি করে,, আমার পানি লাগবে না পানি আমার পরিবারতন্ত্র দলীয়করণ মুক্ত গনতন্ত্র স্বাধীন দেশ লাগবে,যে দেশ আর কেউ যেন না বলে পানি লাগবে পানি লাগবে, অনেক কষ্ট হয়। যে পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত হাসপাতালে প্রশাসনে সিটি করপোরেশন রাজুক,পানি,বিদ্যুৎ গ্যাস ওয়াসা,দুদক,বিআরটি, এনবিআর ইনকাম ট্যাক্স খেলাধুলাসহ সকল অফিসে স্বৈরাচার মুক্ত সকল কর্মকতারা মুক্ত না হবে সে পর্যন্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হবে না। এই দেশের পুলিশ প্রশাসনসহ সকল অফিস সেক্টরে আগের রুপে আছে,কোনদিন ভালো হবে না,তাই নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত মেধাবী দেশ প্রেমিকদের নিয়োগ দেন কেননা অনেক বেকার যুবক আছে যাদের মেধা আছে কিন্তু টাকা স্বজনপ্রীতি তেলবাজ মামা চাচা নেই,যারা নিরপেক্ষ ভাবে লোভ লালসা অনিয়ম-দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি বাদ দিয়ে দেশ সেবা করতে চায় তাদের দায়িত্ব সুযোগ দেন। ১৫০/২০০ ভবিষ্যতে প্রজন্ম কথা না ভেবে সকল সেক্টরে সঠিকভাবে বিশ্লেষণ আধুনিক সিস্টেম নাই তা করেন ও কঠোরভাবে আইন নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতা বিচার কঠোর শাস্তির ব্যবস্থা নাই তা করেন এবং নিরাপত্তার সাময়িক শক্তি বাড়ানো ও কাঠামো অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সহ নানা রকম সেবা কাজ ছয়নয় করে তা বন্ধ করে সংস্কার টেকসই আধুনিক উন্নয়ন করতে হবে। বুদ্ধিজীবি সুশীল সমাজ সাংবাদিক প্রশাসনদের দেশ নিয়ে চিন্তা ভাবনা বিশ্লেষণ গবেষণা করতে হবে,ভবিষ্যতে যেন আর দেশে এমন খারাপ পরিস্থিতি না হয় না করতে ভয় পায় সেই অভিজ্ঞতা মনমানসিকতা দিয়ে কঠোর আইন সিস্টেম সংস্কার করতে হবে। দেশ পেলাম ভালো কিন্তু আফসোস দেশের মানুষ গুলো পেলাম শিক্ষিত রুপে অশিক্ষিত বাহানা করে অনিয়ম-দুর্নীতি করা মানুষ, দোষ খারাপদের না দোষ আমাদের আমরা ভয়ে অন্যায় করার সুযোগ সুবিধা দিয়েছি বলে তারা নানা রকম অপরাধ অপকর্ম করে থাকে,,তার জন্য আমাদের সিস্টেম কঠোর আইন নেই, জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত শাস্তি নেই বলে তারা অপরাধ করে থাকে,বিচার হয় পুটিমাছের বেঁচে যায় রুই কাতলাগুলো ওদের আছে টাকা সিন্ডিকেট ক্ষমতা ওয়ালা মানুষ,এটা বাংলাদেশ এখানে আইন শুধু অসহায় মানুষের জন্য আইন বিচার,বড়লোক পদ ওয়ালাদের জন্য নয়।আমরা অত্যাচারে জুলুমে ভয়ে প্রতিবাদ করি না তাই তেলবাজি অনিয়ম-দুর্নীতি সহ নানা অপরাধ করতে সাহস পায়। অসৎ কর্মকতা ও মূর্খ্য নেতারা তা কাজে লাগায়,,যারা ক্ষমতা ছিলো আছে বা আসবে তারা সবাই বড় পদ চেয়ার চাকরি ক্ষমতা জন্য পেরেশানি করে,দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ করে না, শিক্ষা নিয়ে রাজনীতি কোচিং বাণিজ্য রেগিং না হয়,চিকিৎসা নিয়ে ছয়নয় ব্যবসা না হয় উন্নত হয়,,খাদ্য জন্য অন্য দেশে ভিক্ষা করতে না হয়। ব্যাংকের টাকা অপচয় লুটপাট সহ নানা অপরাধ অপকর্ম না হয়, সকল উন্নয়নমূলক বড়ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের পরিকল্পনা করে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বা তাদের দায়িত্ব দিয়ে সকল কাঠামো অবকাঠামো টেকসই ভাবে হবে কোন লুটপাট হবে না, এমপি মন্ত্রী সরকারিসহ সকল কর্মকতাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,,,,
মানুষ এত দুর্নীতি কি বাজে করে আমার মন বুঝে ধরে না আমার জানামতে ২০০০ ২০০০ সালের আগে অত টাকা ছিল না এদেরকে আইনের আওতায় আনা হোক এদের টাকার হিসাব নেওয়া হোক
আমি ভোলা জেলার চরফ্যাশন এবং মনপুরা বেড়াতে গিয়েছিলাম পর্যটক হিসেবে, সেখানে যে উন্নয়ন দেখেছি সে হিসেবে উনি ভালো মানুষ, কিন্তু পর্দার অন্তরালে কি হয়েছে তা আমি জানি না।
দুর্নীতি যদি করেও থাকে তারপর জ্যাকব ভালো জ্যাকবের মত এত সুন্দর উন্নতি চরফ্যাশন এর কেউ কোনদিন করতে পারেনি এবং করতেও পারবে না। বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি না এবং কোনদিন করবোও না কিন্তু জ্যাকব ইজ দ্যা বেস্ট ফর চরফ্যাশন।
এই বাজে লোক হাজার কোটি টাকা সাইপ্রাস এ পাঠিয়েছে। সব জায়গায় লুটপাট করা সারা বেশি উন্নয়ন হয় নি। উনি গ্রামে গেলে জন সবসময় হেলিকপ্টার এ। এক টার্ন অরাউন্ড হেলিকপ্টার এর যাত্রা মিনিমাম ১০ লাখ টাকা। এর থেকে প্রমাণ হয় এই লোক চুরি ছাড়া এত টাকা ইনকাম করতে পারেন না। এর দৃষ্টান্ত মুলুক শাস্তি হওয়া উচিৎ।
ওনার বাবা হয়তো ভালো ছিলো । উনিও যা উন্নয়ন করেছে চরফ্যাশনে তা কেউ করে নি কেউ করবে কিনা সন্দেহ আছে । তবে উনার পকেট যে এতো ফুলে নাই এটা বলা অসম্ভব । লুটপাটও প্রচুর করেছে ।
বিএনপি'র সমর্থক হয়ে বলছি জ্যাকব অনেক উন্নয়ন করছে
আমাদের দেশের গর্বই নেতা
আমি গ্রামে থাকি না। কোনো দলের রাজনীতি ও করি না। তারপরে ও চরফ্যাশনের উন্নয়ন দেখলে অবাক হয়ে যাই।
খুনিদের সাথে আপস নাই
এতো কোটি টাকা দুনীতি করে ও ওনি তার এলাকায় অনেক উন্নয়ন করছেন,,
দুনীতির বিচার করা হোক
আওয়ামী লীগের প্রত্যেক এম পি মন্ত্রীদের আইনের আওতায় এনে তাদের সম্পদের হিসাব নেওয়া হোক।
উনি দূর্নীতি থেকে ও উন্নয়ন বেশি করেছেন উনাকে সবসময়ই ভালোবাসি❤
উনি নাকি রাজ্জাকের খুনি
লোকটা খাইলে ও এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমি চরফ্যাশনে থাকি। তার মত যদি অন্য নেতারা খেয়ে ও এ রকম কাজ করত তাহলে হয়ত হাসিনা কে পালাতে হত না।
আপনি দেখি তার দুনীতিকে বৈধতা দিচ্ছেন, জনগনের টাকা জনকল্যাণমুখী কাজে ব্যবহার হবে এটা স্বাভাবিক। তবে যে হারে দুর্নীতি করেছে, তা দিয়ে এর ডাবল উন্নয়ন করা যেত।
সে বিরোধী দলগুলোর প্রতি ব্যাপক অত্যাচার করেছে, আমরা তা দেখেছি।
ওহ হাজার হাজার কোটি টাকা মালিক, নিজের নামে সব টেন্ডার নিতো।।পরিবার ছাড়া কাউকে টেন্ডার দিতো না।।
ভোলা ৪ আসনের উন্নয়নের রূপকার
এদের সকল সম্পদ সরকারি কোষাঘারে জমা করা হউক
জ্যাকব ভাই ভালো লোক, এসব রাজনৈতিক মিথ্যা অভিযোগ মামলা হামলা দিয়ে কোন লাভ হবে না সাধারণ মানুষ সবকিছুই জানে ।
আল্লাহ সবাই কে হেদায়েত দান করুন,দেশের উন্নয়নমূলক কাজ স্বপ্ন পূরন হচ্ছে এখন দেশের নানারকম বাহানা করে অপরাধ অপকর্ম বন্ধ করতে হবে,অতীত বর্তমান নিধারিত করে আর বর্তমান ভবিষ্যৎ নিধারিত করে ভবিষ্যৎ প্রজন্মক শিক্ষা দেয়,আমাদের অতীতে ছিলো দেখতে সুন্দর মুখস্থ বিদ্যা করে শুদ্ধ ভাবে ইংরেজিতে মিথ্যা বাহানা করে চাকরি ক্ষমতা বড় পদ চেয়ার আদায় করা দেশ ও দলের নাম বিক্রি করে জনগণের কষ্ট টাকা ও দেশের সম্পদ লুটপাট অপচয় করা,অনিয়ম-দুর্নীতি তেলবাজি স্বজনপ্রীতি করা,অবৈধভাবে দখল চাঁদাবাজির মাদক চোরাচালান পন্য সামগ্রি জ্বালানি টোল বাড়ানো,ভেজাল ঔষধ,খাদ্য চিকিৎসা কাপড় সহ তৈরি করে জনগণের সাথে প্রতারণা করা,ব্যাংকের টাকা অপচয় লুটপাট করা,
যানজট সৃষ্টি করে নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি থাকে,,সকল সেক্টরে জনগণকে হয়রানি করায়,দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই।বাহানা করে অনিয়ম-দুর্নীতি করে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলা,ছেলেমেয়েরা স্বজন বিলাসিতা স্বজনপ্রীতি করে, পরিচিত সকল স্বজনদের প্রশ্ন ফাঁস করে লবিং চাকরি দেওয়া হয়,,তা তদন্ত করা খুঁজে বের করা হোক,,এবং ভবিষ্যৎ ৫ প্রজন্ম যেন কোন স্বজন সরকারি চাকরি না পায় ও তিন দল বিশিষ্ট কমিটি সাময়িক বদলি বরখাস্ত না করে কঠোর শাস্তি দিতে হবে যেন ভবিষ্যতে কেউ অপরাধ করতে ভয় পায়,,
এইদশে উপর থেকে নিচ পর্যন্ত পরিবারতন্ত্র ঘুষ চুরি দলীয়করণ,নেতা সচিব প্রশাসন সহ সবাই মিথ্যা আশ্বাস বাহানা দিয়ে সিন্ডিকেট করে স্বজনপ্রীতি অনিয়ম-দুর্নীতি করে,,
আমার পানি লাগবে না পানি আমার পরিবারতন্ত্র দলীয়করণ মুক্ত গনতন্ত্র স্বাধীন দেশ লাগবে,যে দেশ আর কেউ যেন না বলে পানি লাগবে পানি লাগবে, অনেক কষ্ট হয়।
যে পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত হাসপাতালে প্রশাসনে সিটি করপোরেশন রাজুক,পানি,বিদ্যুৎ গ্যাস ওয়াসা,দুদক,বিআরটি, এনবিআর ইনকাম ট্যাক্স খেলাধুলাসহ সকল অফিসে স্বৈরাচার মুক্ত সকল কর্মকতারা মুক্ত না হবে সে পর্যন্ত স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশ হবে না। এই দেশের পুলিশ প্রশাসনসহ সকল অফিস সেক্টরে আগের রুপে আছে,কোনদিন ভালো হবে না,তাই নতুন ভাবে শিক্ষায় শিক্ষিত মেধাবী দেশ প্রেমিকদের নিয়োগ দেন কেননা অনেক বেকার যুবক আছে যাদের মেধা আছে কিন্তু টাকা স্বজনপ্রীতি তেলবাজ মামা চাচা নেই,যারা নিরপেক্ষ ভাবে লোভ লালসা অনিয়ম-দুর্নীতি ঘুষ স্বজনপ্রীতি বাদ দিয়ে দেশ সেবা করতে চায় তাদের দায়িত্ব সুযোগ দেন।
১৫০/২০০ ভবিষ্যতে প্রজন্ম কথা না ভেবে সকল সেক্টরে সঠিকভাবে বিশ্লেষণ আধুনিক সিস্টেম নাই তা করেন ও কঠোরভাবে আইন নিরপেক্ষ তদন্ত জবাবদিহিতা বিচার কঠোর শাস্তির ব্যবস্থা নাই তা করেন এবং নিরাপত্তার সাময়িক শক্তি বাড়ানো ও কাঠামো অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য শিল্প কৃষি সহ নানা রকম সেবা কাজ ছয়নয় করে তা বন্ধ করে সংস্কার টেকসই আধুনিক উন্নয়ন করতে হবে। বুদ্ধিজীবি সুশীল সমাজ সাংবাদিক প্রশাসনদের দেশ নিয়ে চিন্তা ভাবনা বিশ্লেষণ গবেষণা করতে হবে,ভবিষ্যতে যেন আর দেশে এমন খারাপ পরিস্থিতি না হয় না করতে ভয় পায় সেই অভিজ্ঞতা মনমানসিকতা দিয়ে কঠোর আইন সিস্টেম সংস্কার করতে হবে।
দেশ পেলাম ভালো কিন্তু আফসোস দেশের মানুষ গুলো পেলাম শিক্ষিত রুপে অশিক্ষিত বাহানা করে অনিয়ম-দুর্নীতি করা মানুষ,
দোষ খারাপদের না দোষ আমাদের আমরা ভয়ে অন্যায় করার সুযোগ সুবিধা দিয়েছি বলে তারা নানা রকম অপরাধ অপকর্ম করে থাকে,,তার জন্য আমাদের সিস্টেম কঠোর আইন নেই,
জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত শাস্তি নেই বলে তারা অপরাধ করে থাকে,বিচার হয় পুটিমাছের বেঁচে যায় রুই কাতলাগুলো ওদের আছে টাকা সিন্ডিকেট ক্ষমতা ওয়ালা মানুষ,এটা বাংলাদেশ এখানে আইন শুধু অসহায় মানুষের জন্য আইন বিচার,বড়লোক পদ ওয়ালাদের জন্য নয়।আমরা অত্যাচারে জুলুমে ভয়ে প্রতিবাদ করি না তাই তেলবাজি অনিয়ম-দুর্নীতি সহ নানা অপরাধ করতে সাহস পায়। অসৎ কর্মকতা ও মূর্খ্য নেতারা তা কাজে লাগায়,,যারা ক্ষমতা ছিলো আছে বা আসবে তারা সবাই বড় পদ চেয়ার চাকরি ক্ষমতা জন্য পেরেশানি করে,দেশ ও দেশের অসহায় মানুষের কষ্ট ভেবে সঠিকভাবে বিশ্লেষণ করে কাজ করে না,
শিক্ষা নিয়ে রাজনীতি কোচিং বাণিজ্য রেগিং না হয়,চিকিৎসা নিয়ে ছয়নয় ব্যবসা না হয় উন্নত হয়,,খাদ্য জন্য অন্য দেশে ভিক্ষা করতে না হয়। ব্যাংকের টাকা অপচয় লুটপাট সহ নানা অপরাধ অপকর্ম না হয়,
সকল উন্নয়নমূলক বড়ছোট কাজগুলো ১৫০/২০০ বছরের পরিকল্পনা করে সেনাবাহিনী ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে বা তাদের দায়িত্ব দিয়ে সকল কাঠামো অবকাঠামো টেকসই ভাবে হবে কোন লুটপাট হবে না,
এমপি মন্ত্রী সরকারিসহ সকল কর্মকতাদের সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,,,,
দেশ টিভি কে ধন্যবাদ
@Mohammad. Shiplu:চরফ্যাশন মনপুরার গৌরব,আধুনিক চরফ্যাশনের কারিগর,প্রিয় নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই।
লজ্জা হওয়া উচিত
নির্লজ্জ দের আবার লজ্জাislamsabuz2392
আপনি দেখি আরও বড় বাটপার, তাঁর কুকর্ম ও দুর্নীতিকে বৈধতা দিচ্ছেন। আপনিও অপরাধী!
তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নিতে হবে ? এবং অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন এগুলো সরকারি কোষাগারে জমা হক ??
কি পরিমান কাজ করছে তা াগে যানেন
@@itsmeariyaaanদুর্নীতি না করলে কি কাজ আরো বাড়তো না ?
চুরি বাটপারি করে সম্পদ করেছে! অবিলম্বে এদেরকে আইনের আওতায় আনা হোক!!!
মানুষ এত দুর্নীতি কি বাজে করে আমার মন বুঝে ধরে না আমার জানামতে ২০০০ ২০০০ সালের আগে অত টাকা ছিল না এদেরকে আইনের আওতায় আনা হোক এদের টাকার হিসাব নেওয়া হোক
হালায় ২০০০ সালে ত একটা সিগারেট খাওয়ার টাকাই ছিল না মানুষের কাছ থেকে চেয়ে খাইত
ভোলা জেলার সব থেকে জনপ্রিয় ব্যক্তির নামে ভুয়া খবর
ভোলা জেলা সব থেকে জনপ্রিয় ব্যক্তির নামে ভুয়া খবর 😢
😡😡😡
Dur bokacoda.monpuray aisa dik ki durdosa...charfesone e park banaya eye wash korche khali.
কথা ঠিক
আমি ভোলা জেলার চরফ্যাশন এবং মনপুরা বেড়াতে গিয়েছিলাম পর্যটক হিসেবে, সেখানে যে উন্নয়ন দেখেছি সে হিসেবে উনি ভালো মানুষ, কিন্তু পর্দার অন্তরালে কি হয়েছে তা আমি জানি না।
মুজিব নগরে এত টাকার কাজ আমরা জানতামই না একটা খারাপ লোক
জ্যাকব কি অদ্ভুত নাম এটা নাম রে ভাই 😂😂😂😂
যারা বলতেছে উন্নয়ন করছে তাদেরকে বলতে চাই এত উন্নয়ন করলে ভোলা জেলার মানুষদের কেন ঢাকা আসতে হয় চিকিৎসা নিতে
দেশটা শেষ করে দিয়েছে এরা
দুর্নীতি যদি করেও থাকে তারপর জ্যাকব ভালো জ্যাকবের মত এত সুন্দর উন্নতি চরফ্যাশন এর কেউ কোনদিন করতে পারেনি এবং করতেও পারবে না। বাংলাদেশের রাজনীতি আমি পছন্দ করি না এবং কোনদিন করবোও না কিন্তু জ্যাকব ইজ দ্যা বেস্ট ফর চরফ্যাশন।
জনগণের রক্ত চুষাদের বিচার চাই।
কাজ ও তো করেছে অনেক
তাই লুটপাট হালাল হয়ে গেছে।
@@abdulmotin5960আরে ভাই অন্য রাতো খায় কাজ করে নস, কিন্তু এতো চরফ্যাশন কে অন্য মাত্রায় নিয়া গেছে
আমার এলাকার এমপি তাকে ত খুব ভালো মানুষ মনে করতাম হায় হায় সে এত খারাপ তার বিচার দাবি করছি
এই রিপোর্টে তার হোটেল ব্যাবসায় মাগি বাজির কথা উল্লেখ করা দরকার ছিল
এটাই তাদের আসল চরিত্র। কথায় আছে মুখে মধু অন্তরে বিষ তার নাম পলিটিক্স। 😊
জার গুণ আছে তার দোষ ও আছে 😊
তাকে দ্রুত বিচার আওতায় আনতে হবে
Sob mp rai amon
হাজার কোটির নীচে কোন কথা নাই !
জ্যাকব😂😂😂😂😂
আমরিকার সিটিজেন 😂😂😂
ভোলায় এরকম আরও আছে তাদেরকে খুজে বের করুন😢
জ্যকাব অনেক ভালো মানুষ আমি ভোলাতে থাকি
উনি আমাদের এলাকার গর্ব।
আমার এলাকার এমপি
উনার দুবাই এ বাড়িও আছে
দালালি বন্ধ করেন, ভোলার সিংহ পুরুষ জ্যাকব ভাই,উন্নয়ন এর মহানায়ক।
Amago alakar
ওরে দুর্নীতি! চিন্তা করা যায়?
agula sob mafia
অপরাধ করলে বিচার হবে বাট বিনা অপরাধে বিচার না করা ভালো
এমপি মকুলের থেকে তো ভালোই ছিলো 😅
:জয় বাংলা জয় বঙ্গবন্ধু
সব আমাদের টাকা
Not chor,BNP O Awamileague r ei 2 ta chor r lusaa
আমরা তাহা মানিনা জ্যাকব ভাই বালো মনের মানুষ
তাহলে আওয়ামী লীগ করত কেনো ? আর এত অবৈধ সম্পদ হলো কেমনে ?
সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ করতে হবে।
Chor chor chor
ডাহা মিথ্যা রিপোর্ট
আমরা এদের ভিক্ষা দিছি
মধুমতী ব্যাংক এর তথ্যের ছেক করুন
সে তো বঙ্গবল্টুর আদর্শের সৈনিক, তার হাজার কোটি হবে না হবে কি আপনার আমার।
এমপিদের বাড়ি পুড়িয়ে দেওয়ার এইটাই আসল কারণ🙂🙂😊
Durniti er rajputro
আমাদের ভোলা চরফ্যাশন অনেক উন্নতি করেছে,,
সব মিথ্যা কথা
উনি আমাদের এলকার গর্ব
Amar elakar mp 😂😂😂
জ্যাকব চরফ্যাশন এর গৌরব ❤
খবরে জেমন সাজিয়ে গুছিয়ে বলে বেপারটা এত সহজ না
ভুয়া খবর
Chor
বুয়া নিউজ
Hmm right 😂😂😂😂
বুয়া নিউজ😂
এই বাজে লোক হাজার কোটি টাকা সাইপ্রাস এ পাঠিয়েছে। সব জায়গায় লুটপাট করা সারা বেশি উন্নয়ন হয় নি। উনি গ্রামে গেলে জন সবসময় হেলিকপ্টার এ। এক টার্ন অরাউন্ড হেলিকপ্টার এর যাত্রা মিনিমাম ১০ লাখ টাকা। এর থেকে প্রমাণ হয় এই লোক চুরি ছাড়া এত টাকা ইনকাম করতে পারেন না। এর দৃষ্টান্ত মুলুক শাস্তি হওয়া উচিৎ।
বঙ্গবন্ধুর সৈনিক
আমার এলাকার এমপি,,
১০ বিলিয়ন ডলারের মালিক সে।
সব ভুয়া খবর
সুয়ার 😊😊😊
ওনার বাবার কোটি কোটি টাকা সম্পদ ছিল । উনার বাবার মত একজন আদর্শবান ব্যক্তি অথবা ভোলা জেলায় দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না ।
😂লল🙄🤣
তাই তো লীগের আমলে দূর্নীতির রিপোর্ট আসছে জাতীয় পত্রিকায়
তাই নাকি আমিও তো চরফ্যাশনের ছেলে
Amra mone hoi kicu jani na.
ওনার বাবা হয়তো ভালো ছিলো ।
উনিও যা উন্নয়ন করেছে চরফ্যাশনে তা কেউ করে নি কেউ করবে কিনা সন্দেহ আছে ।
তবে উনার পকেট যে এতো ফুলে নাই এটা বলা অসম্ভব ।
লুটপাটও প্রচুর করেছে ।
Balcob 😂
এই সব চোরদের স্বপক্ষে লোকজন আবার আদালতে বিক্ষোভ করে।