Success Story of Shakib Al Hasan

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • জন্ম ও পারিবারিক পরিচিতিঃ সাকিব আল হাসানের জন্ম ১৯৮৭ সালের ২৪ ই মার্চ খুলনা বিভাগের অন্তর্গত মাগুরা জেলায়। তার পিতার নাম খন্দকার মাশরুর রেজা। মায়ের নাম শিরিন রেজা। তার বাবা ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন কর্মকর্তা। মা শিরিন রেজা গৃহিনী। সাকিব ছাড়াও মাশরুর রেজা ও শিরিন রেজা দম্পতির ঘরে জান্নাতুল ফেরদৌস রিতু নামের একটি মেয়ে রয়েছে। সাকিব আল হাসানের উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার) । ওজন আনুমানিক ৬৭ কেজি। তার বর্তমান বয়স ৩৪ বছর। জন্মগতভাবে সাকিব আল হাসান মেষরাশির জাতক।
    শিক্ষাজীবনঃ সাকিব আল হাসানের প্রাথমিক শিক্ষা শুরু হয় গ্রামের সরকারী বিদ্যালয়ে। এরপর তিনি ভর্তি হন সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে। এখানে ক্রিকেটের পাশাপাশি মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্বটাও শেষ করেন তিনি। এরপর উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) তে। সেখান থেকে বিবিএ গ্রাজুয়েশন সম্পন্ন করে শেষ হয় সাকিব আল হাসানের শিক্ষা জীবন।
    ব্যক্তিগত জীবনঃ ক্রিকেট মাঠের মতো ব্যক্তিগত জীবনেও সাকিব আল হাসান দারুণ অলরাউন্ডার। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। দুই কন্যা আলায়না হাসান অব্রি এবং ইরাম আল হাসান। ক্রিকেট জীবনে বেশির ভাগ ক্রিকেটারই প্রেম করে চূড়ান্ত পরিণয়ের আবদ্ধ হয়েছেন। সাকিব আল হাসান তবে কেন বাদ যাবেন? তিনিও দারুণ এক প্রেমের পর ২০১২ সালে ১২ ই ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সাথে আজীবনের জন্য জুটি বাঁধেন।
    Shakib Al Hasan Biography, Shakib Al Hasan Family, Shakib Al Hasan life story, Shakib Al Hasan wife, Umme Ahmed Shishir, Umme Shishir al Hasan, Alaina, Shakib Al Hasan daughter, Shakib Al Hasan parents, Shakib Al Hasan income, Shakib Al Hasan salary, Shakib Al Hasan net worth, Shakib Al Hasan career, Shakib Al Hasan history, Shakib Al Hasan life history, Shakib Al Hasan lifestyle, Shakib Al Hasan house, Shakib Al Hasan cars collection, Shakib Al Hasan batting, Shakib Al Hasan bowling, ban vs nz, ban vs aus, Bangladeshi cricketers, Cricketers biography, Cricketers lifestyle

КОМЕНТАРІ • 21