আসসালামু আলাইকুম ভাই। আমি ২ টা বছর যাবত একবার এই কোর্স আবার অন্যটা, এভাবে করে করে পড়েছি।কিন্তু আমার কোন পড়াই গুছিয়ে ওঠতে পারি নাই।অর্থ সহ কুরআন পড়ার চেষ্টা ও করেছি।কিন্তু এক এক সময় এক এক ভাবে। ফলে সব কিছুই এলোমেলো।তাফসির ইবনে কাসিরের একটা খন্ড কিনেছিলাম।একটা পেইজও পড়তে পাড়িনাই।সত্য বলতে ২লাইন পড়লেই বিরক্ত হয়ে যাই।কিছুই বুঝি না। কোথায় যোগাযোগ করলে এ ব্যাপারে একটি সঠিক পরামর্শ পাব ভাই, যদি বলেন সত্যি ভীষণ উপকার হয়।
আমার মতে,সবার প্রথমে যদি সম্ভব হয় কোনো আলেমের সহবত নেওয়া প্রয়োজন,, প্রথমেই ছোট ছোট সূরার সহজ তাফসির পড়ার চেষ্টা করুন,,ইবনে কাছির প্রথম থেকে পড়ে নাও বুঝতে পারেন,, ছোট ছোট বই থেকে ধীরে ধীরে বড় বই পড়বেন,,আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন,আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবীজী প্রথমে ঈমানের মেহনত করেছেন।দীন শিখতে গেলে ঈমানের মেহনত আগে করতে হবে।দীনের সাথে আদব জড়িত।আদব আমলকে সৌন্দর্যমন্ডিত করে।নবীজী একটা একটা করে ধাপে ধাপে আমাদের যেভাবে শিখিয়েছেন, আমাদের সেভাবেই দীন শেখা উচিত।
আসসালামুয়ালাইকুম হুজুর আমি আলেম হবো এই জন্য এক মাদ্রাসার ওস্তাদের কাছে পড়ছি ৮ মাস ধরে প্রথম কোরআন শরীফ সহিহ করাইছে। কিন্তু এখন ২ সপ্তাহ ধরে মিজান ও মুনশায়িব পরাইতেছে এখন মিজানের ফায়ালা, ফায়ালা... ফায়ালু এইগুলো মুখস্থ করে সামনে অন্য চাপ্টার শুরু করলে পিছনের গুলো ভুলে যাই এখন আমার করনিয় কি আমি মিজান পড়া ছাড়া কি আলেম হতে পারবো না?
খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের "কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা" বইটা দিয়ে শুরু করলে সুন্দর হবে বলে মনে করি।
খন্দকার আব্দুল জাহাঙ্গীর স্যারের কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা
হুজুর আমার মনের ভিতর যে প্রশ্ন ছিল সেটাই আলোচনা করেছেন ❤❤❤
সময়ের উপযোগী সবচেয়ে উপযুক্ত বিষয় নিয়ে আপনি বলেছেন আল্লাহ তায়ালা আপনাকে সাহায্য করবেন।।
মাশাআল্লাহ শায়েখ খুবই উপকারী কিছু কথা বললেন ।এভাবে আসলে কাউকে পরামর্শ দিতে দেখিনি ।
আসসালামু আলাইকুম ভাই। আমি ২ টা বছর যাবত একবার এই কোর্স আবার অন্যটা, এভাবে করে করে পড়েছি।কিন্তু আমার কোন পড়াই গুছিয়ে ওঠতে পারি নাই।অর্থ সহ কুরআন পড়ার চেষ্টা ও করেছি।কিন্তু এক এক সময় এক এক ভাবে। ফলে সব কিছুই এলোমেলো।তাফসির ইবনে কাসিরের একটা খন্ড কিনেছিলাম।একটা পেইজও পড়তে পাড়িনাই।সত্য বলতে ২লাইন পড়লেই বিরক্ত হয়ে যাই।কিছুই বুঝি না। কোথায় যোগাযোগ করলে এ ব্যাপারে একটি সঠিক পরামর্শ পাব ভাই, যদি বলেন সত্যি ভীষণ উপকার হয়।
Same situation 😢
Facebook a online madrasha paben.oikhe admit hoye porte paren. Akta rules maintain hobe tahole ( in sa Allah)
আপু আপনি কি কুরআন হিফয করতে চান😢?
আমার মতে,সবার প্রথমে যদি সম্ভব হয় কোনো আলেমের সহবত নেওয়া প্রয়োজন,,
প্রথমেই ছোট ছোট সূরার সহজ তাফসির পড়ার চেষ্টা করুন,,ইবনে কাছির প্রথম থেকে পড়ে নাও বুঝতে পারেন,,
ছোট ছোট বই থেকে ধীরে ধীরে বড় বই পড়বেন,,আল্লাহ আমাদের সবার জন্য সহজ করুন,আমিন।
Ki boi porle sohoje bujbo er ekta seriel boi list din
মাশাআল্লাহ শায়েখ খুবই উপকারী কিছু কথা বললেন ।
জাযাকাল্লাহু খাইরান! 💚
অনেক উপকৃত হলাম
জাযাকাল্লাহ ❤❤❤❤
মাসআল্লাহ🥰
jazakaAllah khairan
জাজাকাল্লাহ
মাশাআল্লাহ
Jazakallahu khairan
Alhamdulillah ❤❤
জাযাকাল্লাহ🌸🌸
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবীজী প্রথমে ঈমানের মেহনত করেছেন।দীন শিখতে গেলে ঈমানের মেহনত আগে করতে হবে।দীনের সাথে আদব জড়িত।আদব আমলকে সৌন্দর্যমন্ডিত করে।নবীজী একটা একটা করে ধাপে ধাপে আমাদের যেভাবে শিখিয়েছেন, আমাদের সেভাবেই দীন শেখা উচিত।
মাশাআল্লাহ ❤
আমি দিনের শিক্ষা অজন করতে চাই 🎉
আসসালামুয়ালাইকুম হুজুর
আমি আলেম হবো এই জন্য এক মাদ্রাসার ওস্তাদের কাছে পড়ছি ৮ মাস ধরে প্রথম কোরআন শরীফ সহিহ করাইছে। কিন্তু এখন ২ সপ্তাহ ধরে মিজান ও মুনশায়িব পরাইতেছে এখন মিজানের ফায়ালা, ফায়ালা... ফায়ালু এইগুলো মুখস্থ করে সামনে অন্য চাপ্টার শুরু করলে পিছনের গুলো ভুলে যাই এখন আমার করনিয় কি আমি মিজান পড়া ছাড়া কি আলেম হতে পারবো না?
accha apni ki general line er student? Kon class e poren ekto janaben
আপনাদের সাহায্য চাই।
এভাবে কেও বলে না। মাশাল্লাহ
মাশা আল্লাহ
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🤎🤎🤎
আপনাদের চ্যানেলেও অ্যাড শো করা হয়, দুঃখ লাগলো
এড সব চ্যানেলেই শো হয়। এটা আমাদের হাতে না। ইউটিউবের নতুন এড পলিসি জেনে নিবেন দয়া করে।
যাদের সুযোগ আছে তাদেরকে বলবো আপনারা Islamic Online Madrasah এই প্রতিষ্ঠানের আলিম কোর্স সম্পর্কে জানতে পারেন।
এই কোর্সের কারিকুলাম বেশ উন্নত।