Ki Gabo Ami Ki Shunabo (Unpublished Live Recording, 70's) - Hemanta Mukherjee | Rabindra Sangeet
Вставка
- Опубліковано 15 гру 2024
- #KiGaboAmiKiShonabo #70s #Hemanta_Mukherjee #Rabindra_Sangeet #Live_Unpublished_Recording_Rare #Tagore_Song
#হেমন্ত_মুখোপাধ্যায়_স্মরণ ৬
আজ ৬ জুন। জুন মাস হল হৃদয়রত্ন হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মমাস। প্রিয় শিল্পীকে স্মরণ করে সারা জুন মাস ধরে পোস্ট করা হবে প্রতিদিন বিভিন্ন দুষ্প্রাপ্য রেকর্ডিং শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।
আজ আপনাদের জন্য একটি রবীন্দ্রসংগীতের অপ্রকাশিত লাইভ রেকর্ডিং।
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে
(লাইভ রেকর্ডিং, ৭০-এর দশক)
রবীন্দ্রসংগীত
হেমন্ত মুখোপাধ্যায়
আমাদের সংগ্রহ থেকে।
Ki Gabo Ami Ki Shunabo
(Unpublished Live Recording, 70's)
Rabindrasangeet
Hemanta Mukherjee
From The Archive of 'Hemanta Mukherjee & His Contemporaries'
কী গাব আমি, কী শুনাব, আজি আনন্দধামে।
পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃতনামে ॥
কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা,
কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে ॥
তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে--
রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে।
অসীম আকাশ নীলশতদল তোমার কিরণে সদা ঢলঢল,
তোমার অমৃতসাগর-মাঝারে ভাসিছে অবিরামে ॥
রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
If you love this video, please like, comment, share this video & subscribe to our youtube channel 'Hemanta Mukherjee & His Contemporaries'.
You can also visit our Facebook Page:
/ hemantamukhopadhyaysinger - Розваги
Ki bhalo laglo shuney monta profullo hoye uthlo 💓💟💞
অপূর্ব ও বিরল সংগ্রহ, audio quality যথেষ্ট ভালো, ন্যূনতম 45 বছরের পুরোনো হিসেবে.... রোমাঞ্চকর অভিজ্ঞতা, সংগ্রাহক দের ধন্যবাদ দিয়ে ছোট করবো না.... এভাবেই আমাদের গুনমুগ্ধদের সমৃদ্ধ করে যাবেন, ওঁনার live গানগুলো শুনিয়ে... 🙏🙏🙏
🥀 অপূর্ব সব বাণী তা অসাধারণ চমৎকার সুন্দর কন্ঠে প্রকাশিত হয়ে আমার হৃদয়ে তরঙ্গের স্রোত নদীর মতই বইয়ে দিল।🥀🥀🥀🥀🥀
বিনম্র শ্রদ্ধা গায়কের প্রতি।
অপূর্ব কন্ঠ, অপূর্ব পরিবেশনা! রেকর্ডিংটাও দারুন।
বার বার শুনেও মন ভরেনা।
Supreme Model of Rabindrasangeet !
এই গান তো হেমন্তের কন্ঠে ইতিহাস হয়ে আছে। কোন তুলনা চলে না!👌
পুজা পর্যায়ের গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অনবদ্য👌
This song of Hemanta Mukherjee is immortal -mind blowing,wonderful
বাঙালি হয়ে রবীন্দ্রসঙ্গীত বা বাংলা বিষয়ে বাংলায় মন্তব্য বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়
God gifted voice, no cmparision simply outstanding
বাঙালি হয়ে রবীন্দ্রসঙ্গীত বা বাংলা বিষয়ে বাংলায় মন্তব্য বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়
অসাধারণ ♥️♥️
হেমন্ত মুখোপাধ্যায় হিরো রবীন্দ্রসঙ্গীতের হিরো
Excellent....
Apurbo
Superb
Aha - apurbo. Konto sune gaaye kata diche, sarbange sihoron anubhav korchi....
Mone hoye in the early 70s, between 1970 and 1975 - closer to latter than the former.
To be a fly on the wall at those private and public programmes, what wouldn't we give to be there.......
Team ke request kori eirokom early 70s ba 60s er aprokashito recording live or otherwise aro post koren. I can only imagine how much time and effort it must have taken to track down all these recordings from different sources. Hats off to the entire team. Please continue posting such rare treats.
Thank you so much. Keep supporting.
বাঙালি হয়ে রবীন্দ্রসঙ্গীত বা বাংলা বিষয়ে বাংলায় মন্তব্য বিষয়ের সঙ্গে সাযুজ্যপূর্ণ হয়
🙏🏻🕉️ Save Bengal for Hindutvnishta👍🏼🙏🏻🕉️ Namaskaar Bhagwan Shri Ramkrishna Paramhans jee kee🙏🏻🕉️ Jai Bhagwan Chaithnya mahaprabhu jee❤️🔥🙏🏻🕉️🙏🏻 Hare Raam Hare Krishna jee kee🔥🕉️🙏🏻✌🏼🕉️🚩🙏🏻
Excelleent
Excellent √ অনবদ্য, অপূর্ব √ বিষয়: রবীন্দ্রসঙ্গীত । মন্তব্য : বাঙালির
🎼 🎵 🎷 🎸 🎺 🎻🪕 🥁 🎹 🎶
शुभकामनाएं🙏
वंदे मातरम🚩
जय हिंद 🇮🇳 जय भारत🚩
भारत माता की जय हो🚩
जय गुरु गोरखनाथ🚩
God is singing
onekei bhalo geyechen, kintu Hemanta mukherjee jeta geyechen seta permanent hoye geche. Onno keho gaile kachakachi jete parbena Georgeda chara.
দেবব্রত বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি,
এই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ই অনবদ্য👌 যেমন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে
আকাশ ভরা সূর্য তারা, আমি চঞ্চল হে
ইত্যাদি অনবদ্য👌
Swargiyo kantho