তীব্র শীতে মধ্যবয়স্ক ও বয়স্কদের সাতটি জটিল সমস্যা। এর সমাধান কিভাবে করবেন ?জেনেনিন এই ভিডিওতে

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • #health #doctor #healthylifestyle #health_in_Bangla #health_and_fitness #doctor_advice #স্বাস্থ্য #স্বাস্থ্যকথা #স্বাস্থ্য_সেবা#বয়স্ক_রোগী #শীতকালে #শীতে_অসুখ-বিসুখ #অসুখ-বিসুখ #শীতে_যত্ন #শীতে_ত্বকের_যত্ন #শীতের_পোশাক #শীতেরকস্ট #শীতেরসকাল #শীতের #শীতকালে_ভালো_থাকার_উপায়
    শীতকালে শিশু এবং বয়স্ক এই দুই শ্রেণীর মানুষদের শরীরে নানা রকম অসুখ বিসুখ সহ নানান ধরনের জটিলতা সৃষ্টি হয় । বিশেষ করে বয়স্করা খুবই কঠিন সময় পার করেন এই শীতকালীন সময়ে। তাই বয়স্কদের সমস্যাগুলো বের করে তা যদি সঠিকভাবে সমাধান করা যায় তাহলে তারা বহুলাংশে অনেক বড় রকম ক্ষতি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারেন এবং তা হয়ে ওঠে পরিবারের জন্য স্বস্তিদায়ক।
    এই ভিডিওতে বয়স্কদের একেবারে কমন সাতটি জটিল সমস্যা এবং তা থেকে পরিত্রাণের উপায় ও কিভাবে সে সকল সমস্যা থেকে বেঁচে থাকা যায় তা নিয়ে সংক্ষিপ্ত আকারে খুবই সহজ ভাষায় আলোচনা করা হয়েছে ।
    ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বয়স্ক সহ পরিবারের ছোট বড় সকলেই অনেক উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ।
    সতর্কতা:- এই ভিডিও কোন রোগীর চিকিৎসার জন্য নির্মিত নয় বরং এটা তথ্য বহুল আলোচনা । আপনার যদি কোন ধরনের এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয় তৎক্ষণাৎ আপনার নিকটস্থ হাসপাতাল বা আপনার ডাক্তারের সাথে কন্টাক্ট করে সঠিক সময় সঠিক চিকিৎসা নিন।
    ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
    ডাক্তার এ এস এম ওমর ফারুক
    স্বাস্থ্য হেলথ টিপস চ্যানেল

КОМЕНТАРІ •