মাশা-আল্লাহ, আপনার উপস্থাপন এত সুন্দর, দেখতে গিয়ে মনে যে প্রশ্ন তার উত্তর পরেই দিয়ে দেন৷ আপনার চ্যানেল আরো বড় হোক৷ ভালবাসা রইলো আপনার জন্যে। বাংলাদেশ থেকে সাজ্জাদ
Da amar peyara gacher groth kome bachche. Matro 6 mast boyes. Duto tabe lagiyechi. Tar madhye ekti kalo peyara. Ar ekta samasya je dalti badche tar ekebare mukher natun pataguli kono pokate kete dichche. Pl. kichu tips din.
পোকায় পাতা কাটা আটকাতে নিমতেল স্প্রে করুন। আর পেয়ারা গাছের গ্রোথের সমস্যা হলে, আমার পেয়ারা গাছের ভিডিওটি দেখুন। সেখানে যে মিশ্র সারের কথা বলা আছে, তা প্রয়োগ করুন।
স্কিপ না করেই পুরো ভিডিও দেখলাম। সত্যি অনেক কিছু জানলাম ও। খুব ভালো লাগলো। আমি খুব তাড়াতাড়ি এই গাছ সংগ্রহ করে লাগাবো ইনশাআল্লাহ। দাদা আমার ক্যাপসিকাম গাছে অনেক ফুল ধরেছে। আগে বারান্দায় ছিলো। কিন্তু গাছটা বাড়ছিলো না বলে ছাদে নিয়ে রেখেছি। তারপর বৃষ্টি পাওয়ার পর গাছ ও বাড়লো আর ফুল ও ধরলো। কিন্তু নতুন সমস্যা হলো গাছের পাতা গুলো আস্তে আস্তে কুচকে যাচ্ছে আর পাতা ও ঝরে পরছে। ফুলগুলো ও নষ্ট হয়ে যাচ্ছে। আগে কখনো এমনটি হয়নি। তাই কি করবো বুঝতেও পারছিনা। যদি এ বিষয়ে পরামর্শ দেন তো খুব উপকার হবে। সুন্দর ভিডিও র জন্য অনেক ধন্যবাদ।
আপনার ভিডিও টা দেখে আপনার ফ্যান হয়ে গেলাম,,, আমার লেমন গ্রাস টা কিছুদিন পরপর পাতা ফুটা হয়ে নেতিয়ে পরে আবার সতেজ হয়ে যায় নিজে নিজে এর কারণ কি যদি একটু বলতেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ। গাছটা তুলে ফাংগাসমুক্ত ওয়েল ড্রেনড সয়েলে লাগান। গোড়ায় জল জমার জন্য ঝিমিয়ে পড়ছে মাঝে মাঝে। আর সময় করে আমার বাকি ভিডিওগুলি দেখুন, আশা করি ভাল লাগবে।
Dada Amar gach ta onk jhar hoegechilo..repot korlm gangar Bali mati r gobor sar die..kintu r kono sand mesai ni..kono odubidha hobe..jol asye aste berochhe..jome thakche na mati te.. nodir bali mati jemon ektu kada kada
আমি উত্তর বঙ্গ এ থাকি। এখানে এটা পাই নি। অনলাইন এ ভালো চারা পাওয়া যায় না শুনেছি। খুব ই ইচ্ছা ছিল লেমন গ্রাস লাগাব । আমি আপনার ভিডিও দেখতে খুব পছন্দ করি। সুন্দর উপস্থাপনা করেন । ধন্যবাদ আপনাকে।
আমার একটা বারোমাসি আম গাছ আছে এরমধ্যে গাছের এক ডালে মুকুল এসেছে এবং অন্য ডালে কচি পাতা বের হয়েছে এবং কচি পাতা গুলোকে এক ধরনের পোকা খেয়ে ফেলছে সাথে নিচের পাতাগুলো খাচ্ছে এখন কি করব
@raj garden dada amar gacher boyos 4 bochor,kokhono kono somossa hoy ni,kintu ebar pura gache sada sada chotrak er moto hoye pura gach kemon mara jacche..dekhte milibug er moto sada sada..kintu kono poka na....ki kore gachta ke bachabo?
গাছটিকে এমন জায়গায় রাখুন যাতে গোড়ায় এবং গোটা গাছে দিনের বেশীর ভাগটাই রোদ পায়। গোড়া থেকে শুকনো ডাল পাতা বা পচা পাতা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলুন। তারপর ভালো কোনো ফাংগিসাইড গোটা গাছে স্প্রে করুন। সপ্তাহে একবার করে 2g এক লিটার জলে মিশিয়ে।
যে সব গাছ বাঁচানো খুব সহজ, তার একটি এহল লেমন গ্রাস। কী করে মরে গেল? চারা গাছ কেনার সময় কী দেখে কিনবেন, কেনার পর কী করে যত্ন করবেন, তা নিয়ে আমার চ্য়ানেলে আলাদা ২টি ভিডিও আছে। সেগুলো ভাল করে দেখুন, সেই মতো পরিচর্যা করুন - কী কী দেখে গাছের চারা কিনবেন? সুস্থ সবল চারা চেনার বৈশিষ্ট - ua-cam.com/video/K890giYBR5E/v-deo.html কেনার পর এগুলো করুন, মরবে না একটিও চারা গাছ - ua-cam.com/video/KP_TCmdMp94/v-deo.html
Ur presentation skill are amazing I must say dada
I am going to subscribe Ur channel now
Love from Bangladesh
মন্তব্যের জন্য ধন্যবাদ। এরকম ভিডিও অনেক আছে আমার চ্যানেলে, আগামী দিনে আরও আসছে। আপনাদের ভাল লাগলেই আমার পরিশ্রম সার্থক।
অনলাইন এ খুজেন আমি পার পিছ ১০/১৫ টাকা করে নিছি অনলাইন থেকে।
@@anamikakhan2606 Kon page thake?
@@anamikakhan2606 kon site theke kinechhen.. link ta pathale bhalo hoy.. ami kichhu phuler seeds o bulb kinbo..
এতোটা পরিপূর্ণ ভিডিও করতে আমি শুধু আপনাকেই দেখেছি। লেমন ঘ্রাস সম্পর্কে আজ বিস্তারিত জানলাম। ধন্যবাদ, ❤️❤️
I can't imagine such a plant exists.I have no words to thank you.Be Well by God,s grace
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
আপনিও ভালো থাকবেন।
Amio khaoyar jnno bajar theke lemon grass anechilm
Tobe bosichi r growth khub sundor
খুবই ভালো গাছটি। আপনার প্রেজেনটেশন অনেক সুন্দর হয়েছে।
ধন্যবাদ
মাশা-আল্লাহ, আপনার উপস্থাপন এত সুন্দর,
দেখতে গিয়ে মনে যে প্রশ্ন তার উত্তর পরেই দিয়ে দেন৷
আপনার চ্যানেল আরো বড় হোক৷
ভালবাসা রইলো আপনার জন্যে।
বাংলাদেশ থেকে সাজ্জাদ
মাশাল্লাহ।। খুব সুন্দর তথ্য দিলেন দাদা❤️❤️❤️
অবশ্য ভালো লেগেছে তাই অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। ভালো ভিডিও তাই।
ধন্যবাদ। রবিবার সকাল ৯টায় নতুন ভিডিওয় প্রিমিয়ার। দেখতে ভুলবেন না।
Apnake asesh dhanyabad o kritagyata janai sampurna information provide korar jonno.
Dhanyabad.
ধন্যবাদ
সুন্দর শিক্ষণীয় ভিডিও।
ধন্যবাদ
চারা কোথায় পাবো, যদি একটু বলেন তবে বাধিত হবো। আপনার চ্যানেল এবং আপনার উপস্থাপনা দুটোই অনবদ্য।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভাল কোনও নার্সারি বা অনলাইন সাইটে পেয়ে যাবেন
Sir apner video Amar Khub Valo lage..amio lagiyechi lemon grass
খুব উপকারি vdo. Subscribe করলাম। অনেক ধন্যবাদ ।
আদাব দাদা, প্রথমে আপনার সুস্থতা কামনা করছি এইজন্য যাতে এরকম সুন্দর সাবলীল উপস্থাপনায় আরো ভিডিও বানাতে পারেন। অনলাইনে সার্চ করলাম কিভাবে লেমন গ্রাসের চারা পেতে পারি। আপনার ভিডিওটা দেখলাম। যদি একটু সহযোগিতা করেন, ভালো লাগবে। ধন্যবাদ
কী সাহায্য চান?
Etto benefits ache jantam na. Thanks
এবার যখন জানললেন, তখন একটা গাছ লাগান।
@@rajgardens লাগিয়েছি ৩/৪ মাস হলো।ধন্যবাদ
Helpfull video
Thank u so much
Khub valo laglo, anaik kichu janlam,Thank you dada
ধন্যবাদ আপনাকে
Ekta lemongrass ache Amar. Repot korbo 2 /1 diner moddhe. Video ta onek upokar korlo. Dhonnobad
ধন্যবাদ
Your speaking power is too good.
Thank You
অনেক ভাল ভিডিও ধন্যবাদ
ধন্যবাদ
অনেক অনেক উপকৃত হই এভাবেই এগিয়ে যান।🥰
Onk upokari ekta jinis
একদম ঠিক
Khub bhlo laglo namaste 🙏
Namasker dada. Visan upakari ekta vdo apner kache peye khubi valo laglo. Ami visan rely kari apner guidelines.
🙏
@@rajgardens nomoskar dada. Misti kumro r ekta vdo karun, jate kichuta korte pari apner sathik guidelines. Dyanyabad valo thakben. ,
দাদা আমি বাংলাদেশথেকে আপনার ভিডিও দেখি আপনার উপস্থাপনা দারুণ লাগে। দাদা ভারমি কমপোষট কি?
ভারমি কমপোস্ট হল কেঁচো সার
Khb valo lge apnar video.nice video
ধন্যবাদ
Thank u,
I am collecting the same,
Namaskar.
Great
Jemon shundor uposthapona, temon shundor videography.... khub bhalo laglo... onek dhonnobad.... joley futiye oi jol ta roj khelei hobe, tai toh?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
লেমন ঘাসের পাতা জল ফুটিয়ে জলটা খেতে হবে
খুব সুন্দর লাগছে। বাড়িতে আছে কিন্তু আমার আজ বোঝা গেল একে আমরা ধননতরি বলি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
Kono মশলা গাছ লাগিয়ে thakle ba laganor tips ta janaben... যেমন elachi .. Lobongo,.. Golmorich e. T. C ... Khub sundor apnar video
এলাচ ও গোলমরিচ নিয়ে ভিডিও করব।
Darun kajer vdo. Thanks dada. Apnar sob vdoguloi khoob methodical. Lemon grass r citronela plant ki same?
একই গাছ।
Khub valo laglo video ti
Khub bhalo video.
ধন্যবাদ
খুব ভালো লাগলো।দেখি আমি একটা লেমন গ্ৰাস লাগাতে পারিকিনা।
নিশ্চয়ই পারবেন। লাগিয়ে তো ফেলুন।
চারা কোথায় পাওয়া যাবে??
@@amitavasarkar7912 যে কোনও ভাল নার্সারি এবং অনলাইন সাইটে চারা পাবেন
আপনাকে অনেক ধন্যবাদ।
টবের আঁকার কেমন হবে?
12"
Thanks DADA
Thank You
ami 1 m viyou 1 m coment 1 m like theasi thabks am video thekci ai vudeo
ধন্যবাদ
আমার আছে 👍
Khub bhalo thakben.
আপনিও ভাল থাকবেন
Khub valo.
ধন্যবাদ
Khub valo video, lemon grass nischoi lagabo, amr indoor plants gulo growth hochche na, jemo notun pata khub kom hochche, ki korte hobe janale upokrito hoi
বেশি খাবার দেবেন না। মাসে একবার তরল সার দিন। গোড়ায় যেন জল না জমে।
sir alte sobede gach niye video banale vallo hoy
চেষ্টা করছি
Khub valo information. Damta aktu bolun plz
নার্সারিতে এটা ২০০-২৫০ টাকা নেয়।
@@rajgardens ok.thanks
Sir. ai somay ki Jober (Hibiscus) cuting lagano jabe?
হ্যাঁ, বর্ষার সময়ই জবার কাটিং বসানোর আদর্শ সময়
Da amar peyara gacher groth kome bachche. Matro 6 mast boyes. Duto tabe lagiyechi. Tar madhye ekti kalo peyara. Ar ekta samasya je dalti badche tar ekebare mukher natun pataguli kono pokate kete dichche. Pl. kichu tips din.
পোকায় পাতা কাটা আটকাতে নিমতেল স্প্রে করুন। আর পেয়ারা গাছের গ্রোথের সমস্যা হলে, আমার পেয়ারা গাছের ভিডিওটি দেখুন। সেখানে যে মিশ্র সারের কথা বলা আছে, তা প্রয়োগ করুন।
স্কিপ না করেই পুরো ভিডিও দেখলাম। সত্যি অনেক কিছু জানলাম ও। খুব ভালো লাগলো। আমি খুব তাড়াতাড়ি এই গাছ সংগ্রহ করে লাগাবো ইনশাআল্লাহ।
দাদা আমার ক্যাপসিকাম গাছে অনেক ফুল ধরেছে। আগে বারান্দায় ছিলো। কিন্তু গাছটা বাড়ছিলো না বলে ছাদে নিয়ে রেখেছি। তারপর বৃষ্টি পাওয়ার পর গাছ ও বাড়লো আর ফুল ও ধরলো। কিন্তু নতুন সমস্যা হলো গাছের পাতা গুলো আস্তে আস্তে কুচকে যাচ্ছে আর পাতা ও ঝরে পরছে। ফুলগুলো ও নষ্ট হয়ে যাচ্ছে। আগে কখনো এমনটি হয়নি। তাই কি করবো বুঝতেও পারছিনা। যদি এ বিষয়ে পরামর্শ দেন তো খুব উপকার হবে।
সুন্দর ভিডিও র জন্য অনেক ধন্যবাদ।
বেশি জল পেলে এমনটা হতে পারে। বেশি জল সমস্যা না হলে ছত্রাকের আক্রমণেও হতে পারে। সেক্ষেত্রে ভাল ফাংগিসাইড স্প্রে করুন।
@@rajgardens
Thanks for reply.
O Accha ai gach e 10 taka packet mosquito killer agarbatti packet a dewa thake
Banijjik vabe lemon grass caser opay ki?
Good tips
Glad you liked it
আপনার ভিডিও টা দেখে আপনার ফ্যান হয়ে গেলাম,,,
আমার লেমন গ্রাস টা কিছুদিন পরপর পাতা ফুটা হয়ে নেতিয়ে পরে আবার সতেজ হয়ে যায় নিজে নিজে এর কারণ কি যদি একটু বলতেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
গাছটা তুলে ফাংগাসমুক্ত ওয়েল ড্রেনড সয়েলে লাগান। গোড়ায় জল জমার জন্য ঝিমিয়ে পড়ছে মাঝে মাঝে। আর সময় করে আমার বাকি ভিডিওগুলি দেখুন, আশা করি ভাল লাগবে।
Dada aamake ekta Lemon Grass gach diben ki khub upkar habe please 🙏
খুব উপকারী ভিডিও। আমি রোজ খাই এই চা। এটি সত্যি ই ওয়াটার রিটেনশন ব্লোটিং কমায়।তবে এর সাইড এফেক্ট জানা থাকলে জানাবেন।
কোনও সাইড এফেক্ট নেই।
আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। আমার জিজ্ঞাস্য হচ্ছে, এই গাছ কি ঘরে রাখতে পারব?
জানালার কাছে রাখতে পারেন।
ভাই আমার বারান্দায় আলো আসে তবে রোদ নেই তেমন, তাই আপনার থেকে পরামর্শ চাচ্ছিলাম।
ফ্রম বাংলাদেশ ❤️
ওই বারান্দায় লো লাইট প্লান্ট করুন। লেমন গ্রাস করতে পারেন।
@@rajgardens right kotha
আমার lemongrass এর পাতা শুকিয়ে এসেছে, কি করব যদি একটু suggest করেন,
মাটিতে জল কম পড়েছে, তাই বোধহয় শুকিয়ে যাচ্ছে। জল দেখে দিন।
আপনার কাছে একটি কথা জানতে চাই ।পশ্চিম বাংলার হাওড়া জেলায় ।কেশর বা সাফরন গাছের বালব বসালে গাছ ও ফুল হবেকি।এটি আমার জানার খুব ইচ্ছা ।
না
Dada Amar gach ta onk jhar hoegechilo..repot korlm gangar Bali mati r gobor sar die..kintu r kono sand mesai ni..kono odubidha hobe..jol asye aste berochhe..jome thakche na mati te.. nodir bali mati jemon ektu kada kada
kono oshubidhe nei tobe jol jeno jome na thake
Dada... Chara nursery theke kinle dam ta kmn hoy janaben ki
ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চেক করে নিন
পানি দিয়ে মরিচ গাছ করা যায়??
করা যায়
আমার বাড়িতে lemon grasser গাছ আছে। আমি ব্যবহার করি।
Gach holud hoye gele ki korbo?
আমি উত্তর বঙ্গ এ থাকি। এখানে এটা পাই নি। অনলাইন এ ভালো চারা পাওয়া যায় না শুনেছি। খুব ই ইচ্ছা ছিল লেমন গ্রাস লাগাব । আমি আপনার ভিডিও দেখতে খুব পছন্দ করি। সুন্দর উপস্থাপনা করেন । ধন্যবাদ আপনাকে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনি চাইলে কলকাতা থেকে চারা পাঠাতে পারি। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে।
হা দাদা আমি চারা নেব। কি ভাবে পাঠানো হবে বলবেন ।
@@sriparnabanerjee4813 পুরো নাম ঠিকানা দিয়ে ৮৭৭৭৬২০০৪৪ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, দেখছি।
@@rajgardens ok
Informative 👍👍
Thanks for liking
Nice video.
এটাতে কি জৈব কীটনাশক হিসাবে ব্যবহার করা যাবে।আশা করি যানাবেন।ধন্যবাদ।
করা যাবে
মাল্টা গাছের পাতা কুকড়ে যাচ্চে কি কিটনাশক প্রয়োগ করবো দয়া করর জানাবেন
লেবু গাছের পাতা বিভিন্ন কারণের জন্য কোঁকরাতে পারে। পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা, গাছের গোড়ায় জল জমছে কিনা এই ব্যাপারগুলো খেয়াল করুন।
গুড আইডিয়া
I want to know how to get ready lemon grass tree
. My son i live in near Dunlop . Please help me .
বাড়ির কাছের ভাল কোনও নার্সারি বা অনলাইন সাইটে পেয়ে যাবেন।
Dada ami akta lemon grass er chara chai.ki kore pabo r ki dam porbe ektu bolun
আপনি যখন বলছেন, তখন চারা জোগাড় করে পাঠানোর ব্যবস্থা করতে পারি। 8777620044 নম্বরে নাম ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ করুন।
@@rajgardens এর
আমার একটা বারোমাসি আম গাছ আছে এরমধ্যে গাছের এক ডালে মুকুল এসেছে এবং অন্য ডালে কচি পাতা বের হয়েছে এবং কচি পাতা গুলোকে এক ধরনের পোকা খেয়ে ফেলছে সাথে নিচের পাতাগুলো খাচ্ছে এখন কি করব
৫ এমএল নিমতেল ১ লিটার জলে গুলে পাতায় স্প্রে করুন
Amar ache 💚💚💚
Aamar prachur ghaar hoe giyechilo,tule pale hilam,aabar lagiye chi😊
এই পাতা দিয়ে কি গাছের জন্য কীটনাশক বানানো সম্ভব ?
না
Amar gach ti ek mas holo lagiechi kintu barche na ki rokom jeno sukie jache.
ভিডিওতে যেভাবে বলেছি, সেভাবে যত্ন করুন। ঠিক হয়ে যাবে
Please, don't use background music..
new video kobe asbe
আসবে তাড়াতাড়ি
আমার কাছে আছে আমি ফেলে দেই। এটার কার্যকারিতা এখন জানলাম
আপনার উপস্থাপনা অসাধারন। আমি কি আপনার কাছ থেকে এই লেমন গ্রাসের চারা পেতে পারি?
যদি হ্যাঁ হয়, তাহলে কিভাবে পাবো? আমি হুগলি জেলার শ্রীরামপুর শহরে থাকি।
পেতে পারেন। আপনার পুরো নাম,ঠিকানা দিয়ে ৮৭৭৭৬২০০৪৪ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। পোস্টাল খরচ নিয়ে কত পড়বে জানিয়ে দেব।
@@rajgardens আপনার ভিডিওকি আজ দেখলাম । লেমন গ্ৰাস লাগাতে চাই । আমি শিলিগুড়িতে থাকি, গাছ পাঠানো যাবে কি ?
@@arunkumarmitra5196 লেমন গ্রাস কিনতে চাইলে 8777620044 নম্বরে নাম পরিচয় দিয়ে যোগাযোগ করুন।
@raj garden dada amar gacher boyos 4 bochor,kokhono kono somossa hoy ni,kintu ebar pura gache sada sada chotrak er moto hoye pura gach kemon mara jacche..dekhte milibug er moto sada sada..kintu kono poka na....ki kore gachta ke bachabo?
গাছটিকে এমন জায়গায় রাখুন যাতে গোড়ায় এবং গোটা গাছে দিনের বেশীর ভাগটাই রোদ পায়। গোড়া থেকে শুকনো ডাল পাতা বা পচা পাতা থাকলে সেগুলো পরিষ্কার করে ফেলুন। তারপর ভালো কোনো ফাংগিসাইড গোটা গাছে স্প্রে করুন। সপ্তাহে একবার করে 2g এক লিটার জলে মিশিয়ে।
@@rajgardens dhonnobad dada
Seed kothai pabo.video te onek kichu janlum
বীজ থেকে চারা করে বাঁচাতে পারবেন না। অনলাইনে চারা কিনে নিতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে
Gacher pata holud hye gele ki korbo? 3:27
আরো বেশি সবুজ হয়ে যাওয়ার কথা। মাটিতে মনে হয় বেশি জল জমছে। একবার চেক করে নিন।
আজকে একটা কিনেছি
Amar lemongrass plant ta more jacche ki korbo??
ভিডিওতে যেভাবে বলেছি, সেভাবে যত্ন করুন, মরবেই না
লেমন গ্রাস গাছের জন্য কোন সার ব্যবহার করব।প্লিজ জানাবেন।
সরষের খোল ভেজানো জল দিন আর কিছু দিতে লাগবেনা।
Ki dekhe ei gach kinbo ??ekta kinechilam kintu gachhti bachate parlam na...
যে সব গাছ বাঁচানো খুব সহজ, তার একটি এহল লেমন গ্রাস। কী করে মরে গেল? চারা গাছ কেনার সময় কী দেখে কিনবেন, কেনার পর কী করে যত্ন করবেন, তা নিয়ে আমার চ্য়ানেলে আলাদা ২টি ভিডিও আছে। সেগুলো ভাল করে দেখুন, সেই মতো পরিচর্যা করুন -
কী কী দেখে গাছের চারা কিনবেন? সুস্থ সবল চারা চেনার বৈশিষ্ট - ua-cam.com/video/K890giYBR5E/v-deo.html
কেনার পর এগুলো করুন, মরবে না একটিও চারা গাছ - ua-cam.com/video/KP_TCmdMp94/v-deo.html
@@rajgardens asole ami mash khanik bari chilam na ..tai ojotne hoito gachti mara geche..
@@kamaladey5417 হয়তো নয়, সেই জন্যই মারা গেছে
কোথায় পাবো?আমাকে একটা গাছের ব্যবস্থা করে দেবেন plzz
আমার কাছে কিছু আছে। চাইলে দিতে পারি। ৮৭৭৭৬২০০৪৪ নম্বরে নাম ঠিকানা হোয়াটসঅ্যাপ করুন
সুধু কোকোপিট ইউজ করলে হবে কি
শুধু কোকোপিট ইউজ করলে সব কাজ পাবেন না।
ওহ তাহলে কি কি ইউজ জরতে হবপ
@@bdbirdsmediazone9904 কোকোপিটের সঙ্গে অবশ্যই ভার্মি কমপোস্ট ও নিমখোল দিতে হবে। পারলে একটু হাড়ের গুঁড়ো।
একটা ভিডিওতে দেখলাম যা থেকে মশার তেল হয় সেই গাছ আলাদা?
Dada lemon grass er daam kirokom?
Ami kinechi,70rs niyeche
সুন্দর উদ্যোগ। আপনার ঠিকানা জানালে উপকৃত হতে
পারি ।
আমি কলকাতায় বাঘাযতীন থাকি।
সম্পূর্ণ ঠিকানা দিন
ফোন নম্বর দিন।
নমস্কার রাজবাবু । আপনার ফোন নম্বর পেলে উপকার পেতাম ।
শিয়ালদহ থেকে আপনার ঠিকানায় যেতে কত নম্বর বাসে কোথায় নামতে হবে এবং বাড়ির নম্বর বা ফোন নম্বর জানালে উপকৃত হব। 🌏
শুভ সন্ধ্যা
লেবনগ্রাস চারা কোথায় পাওয়া যাবে।
ধন্যবাদ 🙏
রাস্তার ধারে যারা গাছ বিক্রি করে তাদের কাছে খোঁজ করুন, না হলে নার্সারি।
Rust er jonno ki krbo?
কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম 1 লিটার জলে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার স্প্রে করুন।
Ki vabay pabo lemon Grass
অনলাইনে কিনতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে
লেমন ঘাসের চা খাওয়া যায় কি? উপকারিতা ও প্রস্তুত প্রণালী জানতে চাই।
আপনি ভিডিওটি না দেখেই প্রশ্ন করেছেন। কারণ ভিডিওটি শুরুই হয়েছে লেমন গ্রাসের চা দিয়ে। মাঝে আলোচনা করা হয়েছে চা তৈরির প্রণালী ও উপকারিতা নিয়ে।
বারান্দায় হবে না?
হবে। তবে এরকম হবে না
আমি একটা চারা নিয়েছি। 😍
বাহ...
আপনার কাছে কি রোজমেরী গাছ হবে
Apni kothay thaken??
আমি কলকাতায় থাকি
এই চারা টা কোথায় পাবো
ভাল যে কোনও নার্সারিতে পাবেন