শেষ পর্বে সেরা তাফসীর! তাক লাগানো বিশ্লেষণ আপনাকে অবাক করবেই || Allama Mozammel Haque New Tafsir

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • সূরা যুমার এর ধারাবাহিক তাফসীর, পর্ব-১১, আয়াত : ৭১-৮৫ || Sura jumar tafsir : 71-75 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Principle Mau. Mozammel Haque || Tahjib Center.
    #tahjibcentermozammelhaque
    #সুরা_যুমার
    وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاء يَوْمِكُمْ هَذَا قَالُوا بَلَى وَلَكِنْ حَقَّتْ كَلِمَةُ الْعَذَابِ عَلَى الْكَافِرِينَ
    কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেয়া হবে। তারা যখন সেখানে পৌছাবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হঁ্যা, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। [সুরা যুমার - ৩৯:৭১]
    قِيلَ ادْخُلُوا أَبْوَابَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا فَبِئْسَ مَثْوَى الْمُتَكَبِّرِينَ
    বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ কর, সেখানে চিরকাল অবস্থানের জন্যে। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। [সুরা যুমার - ৩৯:৭২]
    وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاؤُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
    যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর। [সুরা যুমার - ৩৯:৭৩]
    وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَيْثُ نَشَاء فَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
    তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার। [সুরা যুমার - ৩৯:৭৪]
    وَتَرَى الْمَلَائِكَةَ حَافِّينَ مِنْ حَوْلِ الْعَرْشِ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِيَ بَيْنَهُم بِالْحَقِّ وَقِيلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
    আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর। [সুরা যুমার - ৩৯:৭৫]

КОМЕНТАРІ • 160

  • @amzadhossain2932
    @amzadhossain2932 5 місяців тому +4

    হে আল্লাহ্ এই মানুষটিকে সুস্থতার সঙ্গে দীর্ঘ জীবন দান করুন। আমরা সঠিক ইসলামকে জানতে পারছি 🤲

  • @AlomMobile-j1q
    @AlomMobile-j1q 2 місяці тому +1

    তাফসির কারক মাওলানা মোঃ মোজাম্মেল হক সাহেবকে আল্লাহপাক আপনাকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন আল্লাহু আমিন

  • @rafiqulislam8966
    @rafiqulislam8966 Рік тому +28

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান হুজুরের তাফসির শুনে ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারছি ইনশাআল্লাহ আল্লাহ হুজুরকে সুস্ত ও দীর্ঘ জীবন দান করুন আমিন

  • @AbdurRazzaque-b3q
    @AbdurRazzaque-b3q 6 місяців тому +2

    হুজুরের তাফসির ব্যতিক্রমি।আমার কাছে অত্যন্ত মনে অত্যন্ত সময়োপযোগী জ্ঞানগর্ভ তাফসির।বর্তমানে কোন আালেম তাঁর মত কোরান নিয়ে কোন আলোচনা করেন না।হুজুরের তাফসির থেকে কিয়ামত কবর আজাব বিচার দিনে পুনরুথ্থান সম্পর্কে আমরা সঠিকভাবে জানতে পারি যেটা সমসাময়িক হুজুরগণ আলোচনা করেন না। আল্লাহ হুজুরের নেক হায়াত বৃদ্ধি করুন আমিন।

  • @identityofallah
    @identityofallah 6 місяців тому +2

    আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
    মহান আরশের উরধে সমুন্নত,
    সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
    কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
    আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
    অ- অস্বীকার করি সকল তাগুত,
    আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ
    ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য
    ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য
    উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী
    উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি।
    ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে,
    ঋষিত্বের স্থান নেই ইসলামে।
    এ - এবাদত করি শুধু এক আল্লাহর,
    ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর ।
    ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন,
    ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন।
    কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা

  • @abdussalam-vd6qt
    @abdussalam-vd6qt Рік тому +9

    আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,

  • @mbrchyjontu4194
    @mbrchyjontu4194 Рік тому +8

    মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,,,
    পবিত্র কোরআন মজিদ আমল ও তাফসির শোনার তৌফিক দান করেছেন,
    হে আল্লাহ মওলানা মোজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়াবা দান করুন আমিন,,,

  • @fatemakhatun3334
    @fatemakhatun3334 Рік тому +25

    কোরানের কথা যতোই শুনি ততোই ভালো লাগে আলহামদুলিল্লাহ। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন।

  • @RufaidaRaidha
    @RufaidaRaidha Рік тому +5

    আপনার জন্য আল্লাহ ই যথেষ্ট ।

  • @rafikulislam3880
    @rafikulislam3880 Рік тому +8

    আলহামদুলিল্লাহ্‌

  • @samueljohnson1414
    @samueljohnson1414 Рік тому +1

    মহান আল্লাহর কাছে প্রার্থনা মহান আল্লাহ যেন হুজুরকে সুস্থতার সাথে দীর্ঘ কল্যাণকর জীবন দান করুক।

  • @MdSahalam-f8h
    @MdSahalam-f8h 8 місяців тому +1

    আলহামদুলিল্লাহ

  • @greenmango7184
    @greenmango7184 3 місяці тому +1

    আল্লাহ বলেছেন অবশ্যই প্রত্যেকেই জাহান্নাম দেখবে, এর উপর দিয়ে কিংবা মধ্য দিয়ে যেতে হবে এবং আল্লাহ মুমিনদের উদ্দ্বার করবেন। এরকমই প্রায় একটা আয়াত পেয়েছি। সম্ভবত এটাই পুলসিরাত।কুরআনের আয়াত হয়ত আমি ঠিক ঠিক লিখতে পারেনি কিন্তু প্রায় এইরকম একটি আয়াত আমি পড়েছি।

  • @alamgirkazi1037
    @alamgirkazi1037 8 місяців тому +1

    মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জ্ঞানের অজানা বিষয় অবগত হলাম , মহান আল্লাহ হুজুরকে উত্তম প্রতিদান দান করবেন আল্লাহু আমিন 🎉 ।

  • @md.sahadat7217
    @md.sahadat7217 5 місяців тому +1

    আল্লাহ হুজুরের নেক হায়াত এবং সুস্থতা দান করুন

  • @mdapple1173
    @mdapple1173 Рік тому +14

    আল্লাহ আপনাকে আরো ২০০ বছর হায়াত দান করুক

  • @princemahmud9896
    @princemahmud9896 Рік тому +6

    আলহামদুলিল্লাহ ভালো লাগলো

  • @ilyasmunshi3549
    @ilyasmunshi3549 Рік тому +5

    Subhanallah Subhanallah allahu akber allahu akber

  • @Mdabubakar-zv5zz
    @Mdabubakar-zv5zz 5 місяців тому

    Amin

  • @mohammadnurulashraf3580
    @mohammadnurulashraf3580 Рік тому +7

    Alhamdullia alhamdulliah , great delivery. Allah bless you , stay safe. Assalamualikum,Toronto

  • @taufiqgpb419
    @taufiqgpb419 Рік тому +2

    আল্লাহ তালা নেক হায়াত ও সুস্থতা দান করুন।

  • @abdulhamid1971
    @abdulhamid1971 Місяць тому

    আল্লাহর কলেমা পাঠ কাব়ি দেব় আল্লাহ পাক ক্ষমা কব়ুন,দয়া কব়ুন, জান্নাত দান কব়ুন। আমিন।

  • @fatemaarzumanbanu6903
    @fatemaarzumanbanu6903 Рік тому +1

    আমিন আমিন আমিন ছোম্মা আমিন

  • @salambp4144
    @salambp4144 Рік тому +3

    Subhanallah Alhamdulillah

  • @MizanurRahman-lx3te
    @MizanurRahman-lx3te Рік тому +4

    Good lecture lesson from Singapore mizanur

  • @shahidullah2857
    @shahidullah2857 6 місяців тому

    Alhamdulillah..🎉❤🎉

  • @mahbuburrahman569
    @mahbuburrahman569 6 місяців тому +1

    AL HAMDULLIAH

  • @mohammednazmulhasan6993
    @mohammednazmulhasan6993 Рік тому +3

    Thanks for your new lecture

  • @NazrulIslam-vz9uk
    @NazrulIslam-vz9uk Рік тому +7

    আলহামদুলিল্লাহ, ঠান্ডা মাথার বয়ান শুনলাম, তবে এমন লোকের পিছনে শত্রু হতেই পারে।

  • @MdKhalek-g1r
    @MdKhalek-g1r 6 місяців тому

    Alhamdulliah/subhanallah/amin.

  • @HMSharifMedia
    @HMSharifMedia Рік тому +5

    চমৎকার আলোচনা 🤲

  • @samsadali3846
    @samsadali3846 Рік тому +5

    Very good Islamic scolar and good Islamic knowledge moulbi sahab. From kolkata.

  • @motlebhussainmondal880
    @motlebhussainmondal880 Рік тому +2

    Mashallah.

  • @homayrabelly1946
    @homayrabelly1946 Рік тому +4

    Mashallah

  • @montasirmahamud2865
    @montasirmahamud2865 Рік тому +2

    وَاِنْ مِّنْکُمْ اِلَّا وَارِدُهَا ‌ؕ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا
    مَّقْضِيًّا‌ ۚ
    এবং তোমরা প্রত্যেকেই উহা (পুলসিরাত) অতিক্রম করিবেই,ইহা তোমার প্রতিপালকের অনিবার্য সিদ্ধান্ত। ১৯ঃ৭১,৭২

    • @leton6369
      @leton6369 Рік тому

      কোরআনে আয়াত সূমহ আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্কিত। সুতরাং নিদিষ্ট কোন আয়াত উল্লেখ করেই কোন বিষয়ে সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়। আপনি সূরা মরিয়ম এর ৬৯,৭০,৭১,৭২,৭৩ আয়াত পর্যন্ত পড়ে দেখেন কি বিষয়ে আল্লাহ এই আয়াত গুলো নাজিল করেছেন।

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      ​@@leton6369আপনি পড়তে বলেন কেন? ওতো পড়েছে বলে লিখেছেন ১৯:৭১,৭২ এর ব্যাখ্যা কি বলে দিন।

  • @abdulhannan-xf8ns
    @abdulhannan-xf8ns Рік тому +1

    সবাই কুরআন পড়া শুরু করুন এবং বুঝতে চেষ্টা করুন। অন্ততঃ বঙ্গানুবাদ পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন। তার পর আরবির সাথে বাংলার অর্থগত ত্রুটি/ ভুল যাচাই করুন এবং চোখ কান মাথা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করুন সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং তখন আর কোন হুজুরেরা ফতোয়া দেয়ার সুযোগ পাবে না। সত্য সঠিক জানতে চাইলে আজ‌ই কুরআন পড়া শুরু করুন এবং বুঝতে চেষ্টা করুন।

  • @jamilmridha9288
    @jamilmridha9288 Рік тому +1

    মাশাআল্লাহ

  • @fuxjyiu281
    @fuxjyiu281 Рік тому +1

    Excellent lecture form singapore

  • @arshadullah2386
    @arshadullah2386 Рік тому

    দারুণ আলোচনা

  • @MatirKhala-ct4rz
    @MatirKhala-ct4rz Рік тому

    আল্লাহ ভাইকে উত্তম বদলা দান করুন

  • @모하메드-k6o
    @모하메드-k6o Рік тому

    Best hojor

  • @asmadoly4762
    @asmadoly4762 6 місяців тому

    আসসালামু আলাইকুম। আমি চেষ্টা করি আপনার তাফসীর শুনতে। আলহামদুলিল্লাহ্। আমি আপনার উপর সম্মান রেখেই বলছি তা হলো আপনি কোন কোন তাফসীরে বলেছেন এই পৃথিবীর একদিন সমান আখেরাতের ১০ হাজার বসর আবার আজকে এই তাফসীরে বলছেন এই পৃথিবীরর একদিন সমান আখেরাতের ৫০ হাজার বসর 🤔 এতে বিভ্রান্তিতে পড়েছি, আসলে কোন টা ঠিক জানতে পারলে মনে শান্তি পেতাম।
    জাযাকাল্লাহ্

  • @mdafzalulislam2461
    @mdafzalulislam2461 Рік тому

    May Allah bless you.

  • @redwansifat2516
    @redwansifat2516 Рік тому +5

    হুজুর সাঙ্গে যদি সামনাসামনি দেখা হলে কিছু প্রশ্ন করতাম, তা হলে তার কাছে হতে সঠিক উত্তর পাইতাম

  • @mahammadmahamudulhasan1012
    @mahammadmahamudulhasan1012 Рік тому

    Allah amk khoma koruk,
    Ameen.

  • @eliashossain9599
    @eliashossain9599 Рік тому

    M is the best person

  • @mdborhanuddin5126
    @mdborhanuddin5126 Рік тому +4

    হুজুরের নিকট আমার প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। প্রশ্নটি হলো মৃত্যুর পরে সাথে সাথে ইল্লিন ও সিজ্জিন মানুষ কে কিভাবে শেষ বিচারের আগেই পৃথক করা হবে? যেহেতু ইল্লিনে জান্নাতের বিষয় ও সিজ্জিনে জাহান্নামের শাস্তি দুইবেলা দেখানো হবে। দ্বিতীয় প্রশ্ন যাদের আত্না ও আমলকে ইল্লিনে রাখা হবে তাদের মধ্য থেকে জাহান্নামে যাবে কিনা? তৃতীয় প্রশ্ন হলো কুরআনুল কারিমের সূরা বাকারার ১৭৭ আয়াতে বর্ণিত সৎ কাজের বিবরণের সুস্পষ্ট নাম বোঝা গেলেও মসজিদ মাদ্রাসা নির্মাণ সহ আর অসংখ্য ভালো বা নেক কাজ আছে। এ আল্লাহর আদেশে বর্ণিত সৎ কাজ এবং উক্ত ভালো বা নেক কাজগুলোর মধ্যে মৌলিক পার্থক্য খি? চতুর্থ প্রশ্ন হলো কুরআনুল কারিমে জান্নাতে দাখিলের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার সুস্পষ্ট ঘোষণা থাকা সত্বেও এটাকে ইসলামের ভিত্তি হিসাবে বিবেচনা না করার ফলে প্রচলিত পাঁচ টি ভিত্তির সর্থকতা কি এবং মানুষের চূড়ান্ত সফলতা যেখানে জান্নাত লাভ করা সেখানে প্রচলিত পাঁচ টি ভিত্তির সাথে বিষয় টি কি সাংঘর্ষিক নয়? এবং শেখ প্রশ্ন কুরআনুল কারিমের সূরা বাকারার ২৭৪ নং আয়াতের ব্যাখ্যা জানা সত্বেও বাংলাদেশের হুজুর বা আলেমসমাজ কুরআন এর ওয়াজ করে পেটে আগুন প্রবেশ করান কিভাবে ও কুরআনের ওয়াজ মাহফিলকে অর্থ উপার্জনের উৎস বা পেশা হিসাবে গ্রহণের সুযোগ আছে কিনা? তাহজিব সেন্টার কে প্রশ্নগুলো হুজুরের নিকট উপস্থাপন করবেন। এর উত্তর সমূহ আমার জানা একান্তই প্রয়োজন। প্রশ্নে কোন ভুল কিছু পেলে সংশোধন করে দেবেন। মোঃ বোরহানউদ্দিন

    • @mdal-amin1974
      @mdal-amin1974 Рік тому +1

      আগে sms করবেন কি বিষয় টা জানতে চান তারপর ফোন করবেন, কিন্তু সাবধান - তর্ক বির্তক সমালোচনা করবেন না। এই শর্তে হুজুরের ফোন নং দিতে পারবো।

    • @mdborhanuddin5126
      @mdborhanuddin5126 Рік тому

      @@mdal-amin1974 আমি যে প্রশ্নগুলো করেছি তা মূলত অধিকতর জ্ঞান অর্জণের জন্য। কোন তর্ক বিতর্ক করার উদ্দেশ্যে নয়। আমি চাইছিলাম তাহজিব সেন্টার প্রশ্নগুলো দেখালে হয়তোবা হুজুর কোন এক তাফসির মাহফিলে জবাব দিতে চেষ্টা করতে পারবেন। যদি আপনারা হুজুরকে জানান এবং উনি জবাব দিতে চান তাহলে আমি জানতে পারবো।কারণ আমি ওনার সকল ওযাজ খুব মনোযোগ সহকারে শুনে থাকি। ফোন করলে বিরক্ত হতে পারেন। তাই ম্যাসেজ করতে বলেন তাহলে মোবাইল নম্বর দেন।

  • @mohammadomarfaruk825
    @mohammadomarfaruk825 Рік тому

    Aha koto sundor Kore bujhiye dilen hujur

  • @md.abdulquddus116
    @md.abdulquddus116 Рік тому +1

    ইসলামে হতে পারে। না হবেই।এভাবেই বিশ্বাস করতে হবে। হুজুর তাই নয় কি ?

  • @aqmjashimuddin9526
    @aqmjashimuddin9526 Рік тому +1

    নয়া.….... চৌকষ!

  • @mohammedullahmajumder458
    @mohammedullahmajumder458 Рік тому

    পুল সীরাত দোজকের উপর স্থাপন করা হবে।তাই পুলসেরাট পার হওয়ার অর্থ দুজকের উপর দিয়েই তো যাওয় ।

  • @aditishraq2905
    @aditishraq2905 Рік тому

    Behest/dojokher ekti rasta ba tunnel ba Guzrat er jhulonto setu oboshshoi asey jakey pool sirat ( mominer jonno shojha setu) PASS WAY.

  • @jalalvert2292
    @jalalvert2292 Рік тому

    হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার মনে হয় সূরা মারিয়ামের সত্তর ৭১ ৭২ নম্বর আয়াতে পুলসিরাত সম্পর্কেই আলোচনা করা হয়েছে

  • @NurulIslam-sj4bv
    @NurulIslam-sj4bv Рік тому +1

    Assalamu alaikum. Imam sahab, apni bismillahir rachmanirraxhim kena na porei qur-an tilawat koren? Prtita surai to sudhu bismillahir raxhmanir raxhim diye suru kora hoyese. Apni poren na ken? Surute to aujubillah nei.Amar buja muskil hoyese. Khulasa korben nicchai.

  • @Habiburrahman-gt4vm
    @Habiburrahman-gt4vm Рік тому

    Assalamoalikum wa

  • @sanmedia_24
    @sanmedia_24 Рік тому

    আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
    নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা।
    (মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২) (আধুনিক প্রকাশনীঃ ৮, ইসলামী ফাউন্ডেশনঃ ৮)
    সহিহ বুখারী, হাদিস নং ৯

  • @holybookisthequran9592
    @holybookisthequran9592 Рік тому

    আচ্ছালামুঅলাইকুম। হুজুর আমি অনেকদিন ধরেই আললাহর কোরানের সঠিক তফসির শুনছি। আমরাত অন্যান্য হুজুরদের ওয়াজ শুনে আসতেছি। তার সাথে অনেক গড়মিল রয়েছে। তারা কি সঠিক ভাবে কোরান বুঝে না।একটা কথা আমার জানতে খুব ইচ্ছা হচ্ছে। সেটা হল যদি আমরা বেশী বেশি করে দরুদ পড়লে নাকি হাসরের দিন রাসুল সাঃ তার জন্য আললাহর নিকট সুপারিশ করবেন।

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      যা শুনেছেন এবং বুঝেছেন। এবার সত্য জানতে চাইলে কুরআন পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

  • @bilquishchowdhury8926
    @bilquishchowdhury8926 5 місяців тому

    হুজুর একটু সুন্দর জায়গা দেখে বসলে ভালো দেখাত।

  • @KamalUddin-gs1sr
    @KamalUddin-gs1sr Рік тому +1

    হুজুরের কথা গুলো আমি নিয়মিত শুনি, পুলসিরাত সম্পর্কে যে আলোচনা করা হয়েছে এটা অতিকথনই মনে হচ্ছে,,

    • @aditishraq2905
      @aditishraq2905 Рік тому

      Oti kathon oti vul. Uni twist beshi korey jatey ummi lokder Imaney chir dhorar shongka. Amra gato 60/70 basor oaz suney srotader kedey lutiye oaggan o valo hotey dekheysi. Esob oazey kono maal nai tai Kishore Kumarer gaan sunun . Keu boley kaborey proshno kora hobeyna kabor chap dibena aajab hobeyna ittadi. Esob suneyto mone hoy kisui hobeyna.Amar sandeho era Wahabi ba Sis ba Yahudinasarar agent.

  • @abuhenamd.mostafakamal5451
    @abuhenamd.mostafakamal5451 Рік тому +5

    জনাব আপনার জন্য একটা অনুরোধ তা হলো তাফসির করার আগেই হাদিসের বিরোধিতা করবেন না কেন না উভয়টি রাসূল সাঃ থেকেই পেয়েছি

    • @md.nazrulislam5662
      @md.nazrulislam5662 Рік тому +1

      কোরআন রসুলের মাধ্যমে এসেছে তাই ইহা সন্দেহ মুক্ত আর হাদিস রসুলের মাধ্যমে আসলো সেটা সন্দেহজনক সন্দেহ মুক্ত নয় তাই কুরআনের আলোকেই হাদিসকে মানতে হবে কোরআনের সাথে মিললে হাদিস গ্রহণযোগ্য । আর যদি কোরআনের সাথে হাদিস না মেলে সেটা সুর সহি হাদিস হলো সেটা বাতিল হিসেবে গণ্য ।

    • @md.nazrulislam5662
      @md.nazrulislam5662 Рік тому +1

      কোরআনের ব্যাপারে যেমন বলা হয়েছে লা রইবাফি আপনি কি হাদিসের ব্যাপারে একথা বলতে পারবেন ?

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      ​​@@md.nazrulislam5662আসলে সবাই সবার জায়গা থেকে ঠিক। যে হুজুররা সঠিক পথ দেখানোর কথা সেখানে তারাতো পেটনীতি নিয়ে ব্যস্ত। সঠিক পথ দেখালো তো আর কেউ ভাত দেবে না। কাজ করে খেতে হবে। বসে বসে খাওয়ার বুদ্ধি থাকলে কি কেউ কাজ করতে যাবে। সত্য সঠিক পথ পেতে চাইলে কুরআন পড়ুন এবং বুঝতে চেষ্টা করুন সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

  • @masudrahman4881
    @masudrahman4881 Рік тому +6

    সুরা মরিয়ম এর ৭১-৭২ নং আয়াতে পুলসিরাত এর কথা মনে হয় বলা হয়েছে?

    • @Mr.Ceative
      @Mr.Ceative Рік тому +1

      ২৫ মিনিটের পর থেকে প্রসঙ্গ ক্রমে সুরা মরিয়ম এর ৭১-৭২ নং আয়াতের ব্যাখ্যা করেছেন। আমা করি শুনলে আরো ক্লিয়ার হবেন

  • @hameemehsan4857
    @hameemehsan4857 Рік тому

    Can you read sura19=yeat 71.

  • @ruhulaminamin9835
    @ruhulaminamin9835 Рік тому +2

    পুলসিরাতের কথা কোরআনে নাই, তাহলে হাদিসে কীভাবে এলো?

  • @mamunrashid4266
    @mamunrashid4266 Рік тому

    Assalamualaikum. Kindly make an episode about the details of Salat mentioned in various ayat in the Quran. Do you think Salat mentioned in the Quran is same as Namaz we are praying?

  • @rahimakhanom2677
    @rahimakhanom2677 Рік тому

    আর যারা কিছুকাল জাহান্নামে থাকার পরে জান্নাতে যাবেন তাদেরকে বরযখে কোন আবাস দেখানো হবে?দয়া করে উত্তর দিন।

  • @mdmahdiboss4992
    @mdmahdiboss4992 Рік тому +1

    আমার তো মনে এমন একসময় আসবে যখন কোরআনের থেকে হাদিসকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা হবে।

  • @md.mujibarrahaman6326
    @md.mujibarrahaman6326 Рік тому

    হুজুর , আপনার আলোচনা ভাল লাগে তবে প্রশ্ন হলো " পুলসিরাত " শব্দটি কোন ভাষার।ক্বুরআন শরিফে না থাকলেও হাদিস শরিফে থাকলে এবং ক্বুরআন শরিফের বিরুদ্ধে বিরোধপূর্ণ না হলে তা মানতে হবে ঠিকই।কিন্তু হাদিস শরিফ তো সবই আরবি ভাষায়। আরবি ভাষায় " পুলসিরাত " উচ্চারন করার প্রয়োজন সেখানে 'প' বা 'পে ' এইরুপ কোন হরফ আছে কি?
    এ বিষয়ে হুজুরের মুখে বর্ণনা শুনতে চাই।"পুলসিরাত" শব্দটির বিষয়ে পরিষ্কার হওয়া খুবই জরুরী।
    ------আল্লাহ হাফেজ।

  • @ZakirHossain-wh2qj
    @ZakirHossain-wh2qj Рік тому +2

    Allah doroja bondo corle abar kholbe età con ayat e pailen?

  • @mohammadshoyeb77
    @mohammadshoyeb77 Рік тому

    Like as EET Vata

  • @md.sirajulislam1997
    @md.sirajulislam1997 4 місяці тому

    যেনা করলে ছঙ্গেচার (পাথর মেরে হত্যা) কোরআনে নেই। এখন সেই হাদিস মানতে হবে?

  • @nurunnaharchowdhury7144
    @nurunnaharchowdhury7144 Рік тому

    হুজুর আপনি কোরান মজিদ থেকে সালাম দেন না কেন। যা কোরানে দেয়া আছে সালামুন আলাইকুম। আসসালামু আলাইকুম কোরানে নাই ।

  • @ZakirHossain-wh2qj
    @ZakirHossain-wh2qj Рік тому +3

    Sobaike dojoker pare neoa Hobe, bitore na, ager ayiat golote paben

  • @storyreals630
    @storyreals630 Рік тому

    কুরআনের পুল সিরাতের কথা বলা আছে তো সুরা মারিয়াম ৭২ নং আয়াত

  • @harunorrashid3035
    @harunorrashid3035 Рік тому +2

    আপনাদের মধ্য থেকে আপনাদের কাছে কোন রসূল এসেছে ?

  • @shamsunnahar2593
    @shamsunnahar2593 Рік тому

    Al hajj....it's a little fault. You are a great person. Don't say anything about this please.

  • @ashrafchowdhury2479
    @ashrafchowdhury2479 Рік тому

    সুরা মরিয়ামের ৭১ নং আয়াতে জাহান্নাম পার হয়ার আয়াতটি পুলসিরাত পার হয়ার প্রমান নয় কি?

  • @hkabir2167
    @hkabir2167 6 місяців тому

    Let the blind eyed Aleems talk as they are talking.everybody will have to face the music On The Day Of Judgement.

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 Рік тому +2

    Upanar kichu baktabba confused, bolchhen fhulsirat korana nai, hadisha achha, eta biswas kara jai. Bharsamma rakha baktabba rakhen, kolkata

  • @munshikamruzzaman3524
    @munshikamruzzaman3524 Рік тому

    Bissasta chalen hochha QBS, Muslim umma foundation, baki sab manusar manar katha anujayee alochana karen, Kolkata

  • @rakeshsk4604
    @rakeshsk4604 Рік тому

    ঞ্জ

  • @Jakirhossain-tv1bm
    @Jakirhossain-tv1bm 5 місяців тому

    উনার কোরআন তেলাওয়াত সহীহ নয়।

    • @eeemamun
      @eeemamun 5 місяців тому

      উনার তোলায়াত কেমন করে সহী নয়? মানে ভূল ধরতেই হবে? বয়সের ভারে কথা জরায়ে যায়

  • @NurulIslam-mv4rf
    @NurulIslam-mv4rf 3 місяці тому

    স্বস্বস্বর্বিউজটোয়াওয়াবত্বেঅবস্বরেভেওয়াওয়া

  • @SaifulSoft
    @SaifulSoft Рік тому

    কুরআনে আছে সবাইকে এর উপর দিয়ে যেতে হবে, কিন্তু নাম উল্লেখ করা নেই।

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      পুলসিরাত নাম নেই, ঠিক আছে কিন্তু কোন একটা সেতু , ব্রীজ, পথ দিয়ে যেতে হবে এটাতো সত্য। হয়ত কেউ নাম দিয়েছে পুলসিরাত

    • @SaifulSoft
      @SaifulSoft Рік тому

      @@abdulhannan-xf8ns হ্যাঁ, এটা সত্য।

  • @risinggamerff5870
    @risinggamerff5870 Рік тому +2

    আপনি ভুল ব্যাখা করছেন কোরানের। কারন ১৭ রাকাত ফরজ নামাজ ওহির মাধ্যমে আসেনি। হাদিস অনুযায়ী নবীকে এই নামাজ উপহার দেওয়া হয়েছিল। অতএব এটি নবীজীর হদিসেই এর উল্লেখ আছে।

    • @RufaidaRaidha
      @RufaidaRaidha Рік тому

      তা হলে আপনি বলতে চান কোরআনের সাথে না মিল থাকলেও হাদিসের বইয়ে লিখা থাকলেও সেটা হাদিস ...? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেফারেন্স দিলে সেটাও হাদিস একটু পরিস্কার করবেন ।

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 Рік тому

      হাদিসে নবীজীকে নামাজ দিয়ে ফরজ করা সম্পূর্ণ ভুল ধারণা । কারণ ফরজ সতেরো রাকাত কুরআনে দিয়ে তারপরে নবীজীকে পড়ার নিয়ম শিখাতে বলতেন মহান আল্লাহ তাআলা ।

  • @kulsumnahar7495
    @kulsumnahar7495 8 місяців тому

    Quran Er hefajot Allah robbul al amin nije korven bolseen.
    Kintu hadiser hefajot ki babe hobe?ey jonno to hajar hajar hadis Zal.

  • @juel67ahmed75
    @juel67ahmed75 Рік тому +1

    সুরা হাদীদে পুলসিরাতের কথা আছে এবং আছে সুরা মরিয়মে। আপনার দাবী ভুল।

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      আয়াত নং উল্লেখ করেন সবার জন্য ভালো হবে

  • @dewanfarid
    @dewanfarid 7 місяців тому

    ইসলামের ভিত্তি পাঁচ
    টা,, কুরআনের কোথায় আছে ---?? কুরআনের বক্তব্যের বাইরে গেলে অফসাইড হবে না---??

  • @Md.BozlurRahman-um5me
    @Md.BozlurRahman-um5me 14 днів тому

    হুজুরের হাদীসে বিরোধী তা করেনা আমাদের বুঝার ভূল হুজুরের বলেছেন হাদীস কোরআন বিরুদ্ধে হলে না মানার জন্য

  • @md.nazrulislam5662
    @md.nazrulislam5662 Рік тому +2

    ঈসা আলাই সাল্লাম আবার আসবেন এবং ইমাম মেহেদী আসবেন এ ব্যাপারে কি কুরআনে কোন সুস্পষ্ট ইঙ্গিত আছে যদি না থাকে এ বিষয়টি পরিষ্কার করুন ।

  • @hmrashid7988
    @hmrashid7988 Рік тому

    এটা কেমন কথা জনাব।

  • @Md.BozlurRahman-um5me
    @Md.BozlurRahman-um5me 14 днів тому

    তোমার শুনাটা ভুল ছিল পরোকালে একদিন এই দুনিয়ায় একহাজার বছরের সমান

  • @rameshali4419
    @rameshali4419 Рік тому

    রেফারেন্স নাদিলে সে বক্তব্য র কোন দাম নেই

  • @robiulalam5948
    @robiulalam5948 5 місяців тому

    মনগড়া ব্যাখ্যা।

  • @mohibulhasan1331
    @mohibulhasan1331 Рік тому +2

    উনি হচ্ছেন এন্ট্রি হাদিস। উনার লেকচার শোনার পর আর বুঝার বাকি থাকেনা ওনার এজেন্ডা কি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এই রকম হাদিস অস্বীকারকারিদের থেকে আমাদেরকে রক্ষা করুন৷ আমিন

    • @Sifat99777
      @Sifat99777 10 місяців тому

      Righ vai

    • @Sifat99777
      @Sifat99777 10 місяців тому

      uni koran manen kintu hadis manen na

  • @mdkjaman1824
    @mdkjaman1824 Рік тому +1

    সালাত, সেজদা,রুকু, এই শব্দগুলোর বাংলা অর্থ কি কারো জানা থাকলে উওর দেন? আবার বলি বাংলা অর্থ কি? ফারসি উর্দু মিলিয়ে উওর দিবেন না।

    • @mdshaik2603
      @mdshaik2603 Рік тому

      Salat- Pratthona
      Sizda- Mostok Obonot Kora
      Ruku- Nuye Pora.

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 Рік тому

      সিজদাহ্ ও রুকু এর অর্থ কোথায় পেয়েছেন জনাব ? জানালে উপকৃত হতাম ।

    • @abdulhannan-xf8ns
      @abdulhannan-xf8ns Рік тому

      ​​@@arjumankhanom8366আপনি যা বলতে চেয়েছেন যে , হাদিস না মানলে পেলেন কোথায় এই তো। সালাত হচ্ছে একটা পদ্ধতি এবং রুকু ও সেজদা তার‌ই এক একটা অংশ। আর রুকু মানে হাঁটুতে হাত দিয়ে দাঁড়ান মানুষের একটা অভ্যাস। আবার হাঁটু গেড়ে মাটি মাথা ঠেকানোও মানুষের একধরনের অভ্যাস। কিন্তু মানুষ কোন সময় এই দাঁড়ান বা কপাল ঠেকা একবারে করে না। আমরা খেলা ধুলা করতে গেলে হাঁটুতে ভর দিয়ে খেলা করা হয়। আবার মানুষ আঘাত প্রাপ্ত হলে অনেকে হাঁটু গেড়ে মাটিতে নুয়ে পড়ে বা শুয়ে পড়ে। সালাত আদায় করার জন্য প্রস্তুত হলে কিবলামুখী হয়ে সোজা দাঁড়াতে হবে, রুকু করতে হবে, দাঁড়াতে হবে আবার সেজদা করতে হবে এই পদ্ধতি আল্লাহ সালামুন আলা আদম থেকেই চলে আসছে। কিন্তু মানুষ বিভ্রান্ত করে আল্লাহর ধর্মকে বিকৃতি ঘটিয়েছে ফলে আল্লাহ বারবার নবী রাসুল পাঠিয়ে সংশোধন করে দিয়েছেন এবং শেষ পর্যন্ত সর্বশেষ কুরআন রক্ষার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ ও নবীর গ্রন্থ একটাই তা হলো আল কুরআন/ আল হাদিস ৫৬:৮১; ৬৮:৪৪/ কুরআন মাজিদ একটাই!!! এটাই( কুরআন ) কি তাদের জন্য যথেষ্ট নয়,,,,,,,,,,,২৯:৫১ !!! মাশাআল্লাহ

  • @MdRony-qh6hl
    @MdRony-qh6hl Рік тому +1

    আপনি যে ঈমানদারের ঈমান নষ্ট করার দায়িত্ব নিয়েছেন তাতে কোন সন্দেহ নেই।

    • @mdshaik2603
      @mdshaik2603 Рік тому

      Kibhave? Explain korun or say forgiveness

    • @arjumankhanom8366
      @arjumankhanom8366 Рік тому

      মুখ আটকিয়ে আছে । কারণ মিথ্যা হাদীস বলতেছে তো ।

    • @Sifat99777
      @Sifat99777 10 місяців тому

      Right

    • @Sifat99777
      @Sifat99777 10 місяців тому

      ​@@mdshaik2603uni koran manen kintu hadis manen na ai fitnai corate chan

  • @businesshappylife1495
    @businesshappylife1495 Рік тому

    Nastik .... .manus ke hadis palon e baron korche .... .

  • @md.morshedalom6350
    @md.morshedalom6350 Рік тому +1

    এনার বয়ান সবার শোনা ঠিক না। অনেক জায়গায় ভুল বলেন।

  • @miahsharifalamgir5862
    @miahsharifalamgir5862 Рік тому +1

    হজুর হাদিস নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে ওনি হাদিস মানতেই চান না ।

  • @freddieb1260
    @freddieb1260 Рік тому

    Vai Aponi islam take nosto korben simple normal manush aponar khota sune diverted hobe so plz stop all nonsense talk so you can be popular in UA-cam vai kobor e Jan sob ter parben in Islam logic is not acceptable vai total 1ooo% believe that’s all