নাটকটা বর্তমান সময়ের সাথে সম্পুর্ন মিল আছে,, বিশেষ করে মধ্যবিও পরিবারের ছেলেমেয়েরা এই অবস্থায় পড়ে,না পাড়ে সমাজে চলতে না পাড়ে পরিবারের কাছে থেকে সব চাহিদা মিটাতে🖤
নাটকটা প্রথমের দিকে ভালো লাগছিল দেখতে দেখতে শেষ মুহূর্তে এসে আবেগ আর ধরে রাখতে পারলাম না শেষ পর্যন্ত চোখের পানি দিয়ে বালিশ ভিজায় ফেলি❤️ লাভ ইউ বাবা❤️
Kichu age ami amar baba r sthy thik arkom akta behaviour kori .... Tai akn ovdi baba amar sthy kotha bole na,,, amio onnay korsi onk boro onnay korsi.....sry papa...kintu bolte parsina akono sry..😢😢😢
এসব শিক্ষনীয় নাটক আমাদের সমাজের অবক্ষয়কে রোধ করতে পারে। আমার মনে হয় যেসব ছেলেমেয়েরা এই নাটকটা দেখছে তারা অন্ততপক্ষে নিজেরা এ নাটকটা থেকে অনেক কিছু শিখতে পারবে। অন্তর থেকে ভালোবাসা জ্ঞাপন করছি কালজয়ী বাস্তবমূখী অভিনেতা বাবু স্যার কে এবং তার সাথে সংশ্লিষ্ট চরিত্রগুলোকে❤️
নাটকটি দেখে, আমার চোখের জল আটকাতে পারিনি। এই নাটকটি আমি যদি আজকে না দেখতাম। তাহলে জীবনে যত ভুল করেছি মা-বাবার কাছে, কোনদিন বিষয়টি অনুভব করতে পারতাম না। ধন্যবাদ নাটকটি সকল অভিনেতা অভিনেত্রীদের। হৃদয়কে স্পর্শ করার মত এবং বাস্তব সম্মত একটি নাটক উপস্থাপন করার জন্য। আমিও একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। আমিও এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছি। অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু এখনো কোথাও চান্স হয়নি। আর দুইটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি আছে। জানিনা কপালে কি আছে। তবে নাটকটি দেখে এতটুকু অনুভব করতে পারছি যে। আমার বাবা-মা সত্যিই আমার জন্য যা করেছে। নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে তাদেরকে পরিয়ে দেই তাও মনে হয় সেই ঋণ শোধ হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। মা-বাবাকে আর কষ্ট দেবো না। আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যায়। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়তে গেলে অনেকের জীবনী এই ভাবেই নষ্ট হয়। বাবা মার সাথে ছেলেমেয়েদের খারাপ সম্পর্ক এভাবেই সৃষ্টি হয়। আপনারা দোয়া করবেন আমার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যায়। ❤️❤️❤️
বাবু স্যার একজন গুনি অভিনেতা তার প্রতিটি নাটকে চরিএ বাস্তবের সাথে খুব খুব মিল হয় তার নাটক দেখার জন্য সবসময় অপেখায় থাকি এ নাটকটা দেখার জন্য অনেক অপেখায় ছিলাম সেই অপেক্ষা আজ শেষ হল।
বাবু ভাইয়ের অভিনয় যত দেখি ততই মুগ্ধ হই।এত শুন্দর বাবার চরিত্রে অভিনয় বর্তমান বাংলা নাটক সিনেমায় নেই।চোখে পানি চলে আসে এত শুন্দর অভিনয় দেখলে।❤❤❤বাবা অনেক ভালোবাসি তোমায়❤️❤️❤️❤️
I am from India,Kolkata. এমন মূল্যবোধের নাটক একমাত্র বাংলাদেশের নাটকেই সম্ভব। অসম্ভব সুন্দর নাটক।আজকালকার দিনে পয়সা ছাড়া বাবা মায়ের স্নেহ মমতার কোনো মূল্য সন্তানের কাছে নেই।এটাই চরম পরিতাপের বিষয়।নাটকের বিষয়বস্তু বাস্তব জীবনের কঠিন সত্যকে ছুয়ে যায়।
শুরু থেকেই নাটকটা খুব সুন্দর ছিলো এবং শেষের সিনটা খুব ভালো ছিলো ❤️.. পৃথিবীর সকল বাবা-ই তার সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসেন।।এই নাটকটি সম্পুর্ন বাস্তব জীবনকে তুলে ধরেছে..❤️ ধন্যবাদ NTV কে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ❤️।
কনফিডেন্স দিয়ে বলতে পারি এমন কোনো মানুষ নেই যে এই নাটকের লাস্ট অংশ দেখে চোখের পানি ফেলায় নি এবং বাবাদের সন্তানদের জন্য বাস্তবিক অনুভূতি গুলো উপলব্ধি করতে পারে নি..🙂 বাবা তোমাকে অনেক ভালোবাসি।।
ভাই নাটক দেইখা ভাই চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।।। পৃথিবীতে যতগুলো বাবা আছে সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই।। এবং আল্লাহ যেন সব বাবাকেই দীর্ঘজীবী করুক আমিন
আমার SSC এর কিছু দিন আগে বাবা৷।। আমাকে ছেড়ে চলে যায় ।। দুনিয়ার কোন বাবা নেই যে চাই না তার সন্তানের ইচ্ছা পুরন করতে।। কিন্তু এখন বুঝি বাবা কি জিনিস।।। আর।। বাবা ছাড়া দুনিয়ায় বড় হওয়া কি কস্টের সেটা ওও বুঝি।।। খুব ভালবাসি বাবা মা কে।। খুব মিচ করি আপনাদের৷।। আমার।। সন্তানদের আমি আপনাদের ইচ্ছা মত বানাতে চাই ইনশাআল্লাহ ।। 😭😭😭
এই নাটকটা আমাদের বর্তমান সমাজ এবং আমাদের মত তরুণদের জন্য সত্যিই যুগোপযোগী নাটক। আমরা অন্যের চাকচিক্য দেখে নিজেদের অবস্থা বা বাস্তবতা বেমালুম ভুলে যাই। আর তারপরই আমাদের বাবা মায়েদের একের পর এক কষ্ট দিতেই থাকি। আর তারাও তাদের সন্তানের একটু হাসিমুখ দেখার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয়। আমাদের তরুণদের জন্য এই নাটকটি একটা মাইলফলক হিসেবে থাকুক।
চোখের পানি আটকে রাখতে পারিনাই,, অঝোরে কান্না করছি এই নাটকটা দেখে,,,,। আমার লাখ লাখ টাকা আছে,,,তবে কখনো বিলাসিতা পছন্দ করিনা,,, যখনি কোন দামি জিনিস কেনার জেদ চাপে মনে, তখন আমি আমার বড় ভাইয়ের কঠোর পরিশ্রম এর কথা মনে করি, আমার ২বছর ৬ মাস বয়সে আব্বা মারা যাওয়ার পর,, আমার ভাই এমন কোন কাজ নাই যে সে করেনাই,,,শুধু আমাকে লালন পালন করার জন্য,, অনেক ভালোবাসি ভাই তোমাকে 🧡🧡
বাবার তুলনা কারো সাথেই হয় না 🥰 এতো কষ্টের পরেও কখনো না বলতে শুনিনি বাবার কাছে। তুমি আছো দেখেই পৃথিবী এতো সুন্দর। অনেক ভালো বাসি বাবা তোমাকে🥰 নাটক টা সত্যি অসাধারণ ছিল।
I was just confused what a story by Mabrur Rahman Bannah Lot’s of love for you And what a expression Fazlor Rahman Babu … This drama It’s show us and Proved again “Father is Real Super Hero In our Life” Lot’s of Love For all Father Respect. Thank You For giving us This type of Story Again Respect-Fazlor Rahman Babu & Mahbobur Rahman Banna
বাবা মানে হাজার স্বপ্ন পূরণ করে দেওয়ার একমাত্র অবলম্বন। নিঃস্বার্থভাবে আজীবন বাবারা এভাবেই তার সন্তানের জন্য শুধুমাত্র দিয়েই যায়, কখনো কোন কিছু নিতে চায় না। স্যালুট সব বাবাদের ❤️❤️❤️ কখনো একটা কথা বলা হয়নি, অনেক ভালবাসি বাবা তোমাকে 😰
এমন নাটকই তো চাই যে নাটক বাস্তবতা শিখায়। ইনশাআল্লাহ কিছুদিন পরে আমিও ইউনিভার্সিটিতে উঠবো। আমি যেনো আমার শেকড়ের গভীরতা সবসময় বুঝতে পারি,বুঝতে পারি বাবার সামর্থ্য। ধন্যবাদ সাব্বির অর্ণব,ধন্যবাদ গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু এবং ক্যামেরার পেছনের মানুষগুলো এত সুন্দর শিখনীয় একটা নাটক উপহার দেওয়ার জন্য।
ভাইরে ভাই,, কয়দিন পর গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিমু।তাই রাত জেগে পরতেছি। হটাত ইউটিউবে ডুকতেই নাটক টি চোখের সামনে পড়লো।। পুরো নাটকটি দেখে,, ইউনিভার্সিটির প্রতি একটা খারাপ লাগা কাজ শুরু করছে আমার। আর বাবাদের দিক দিয়ে কি বলবো : ছেলেরা যদি গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় বাবার জন্য, তবুও বোধহয় ঋন শোধ হবে না।। বাবার সেরা। তারা অমর।
ক্লাস সিক্স এ থাকতে একটা প্যান্ট আর একটা শার্ট প্রতিদিন পরে যেতাম,,অনেকে বলতো কিরে তোর কি জামা কাপড় নাই,,একথা শুনতে যে কত খারাপ লাগে তা শুধু যে এই সিচুয়েশনে পড়ছে সে জানে।আর এখন আল্লাহ আমাকে প্রতিদিন দুই তিনটা পোশাক কেনার ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। তবে আমি কিন্তু এখন কাউকে বলিনা যে, কিরে তোর কি আর জামাকাপড় নাই। কারন আমি জানি এই কথায় মানুষ কতটা কষ্ট পাবে। আজকে এই নাটকটি দেখার পর আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ফজলুর রহমান বাবু স্যার কে,ধন্যবাদ অর্নব ভাই কে। এমন নাটক যেন আরও আমাদের উপহার হিসেবে দেয়।কারন সকল শ্রেনির মানুষের শিক্ষার প্রয়োজন আছে।(আলহামদুলিল্লাহ)
সময়ের সাথে সবার ই চেঞ্জ হতে হয়! তা বলে বাবা মাকে কস্ট দিয়ে চেঞ্জ হয়ে লাভ নাই দিন শেষ এ কপালে কস্ট ই লেখা থাকে!! বাস্তব জিনিস তুলে ধরা হয়েছে নাটক এ! আল্লাহ সবাইকে এই বিষয় গুলা বুঝার তৌফিক দান করুক💜
সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় এটা ঠিক আছে কিন্তু চলতে গিয়ে যাতে আমাদের পরিবারের উপর তা বেশি প্রভাব না পরে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা মধ্যবিত্ত চাইলেও ওদের মত চলতে পারবনা।
নাটকটা অনেক শিক্ষানীয়,,অনেক কিছু শিখার আছে মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েদের,,বিশেষ করি আমিও নিজের অনেক ভুল বুঝতে পেরেছি..খুব ভালো নাটক সাব্বির ভাই এর টেলেন্ট প্রশংসাও করি!!
অনেক সুন্দর এবং শিক্ষানিও একটি নাটক৷ এমন কোনো ব্যবহার মা বাবার সাথে করা যাবে না যাতে মা বাবার চোখে পানি আসে৷ সব মা বাবাই চায় সন্তান সব সময় ভালো থাক নিজেদের হাজার কষ্ট হলেও৷ চাহিদার বেশি কোনো কিছুই ভালো না এটাই তার বড় প্রমাণ ধন্যবাদ৷
❤️❤️ফজলুর রহমান স্যার এর নাটক অনেক অনেক শিক্ষণীয়। নাটকগুলো থেকে অনেক কিছু শিখা যায়। নাটকগুলোর সাথে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। স্যালুট স্যারকে❤️❤️
নাটকটা বর্তমান সময়ের সাথে সম্পুর্ন মিল আছে,,
বিশেষ করে মধ্যবিও পরিবারের ছেলেমেয়েরা
এই অবস্থায় পড়ে,না পাড়ে সমাজে চলতে না পাড়ে পরিবারের কাছে থেকে সব চাহিদা মিটাতে🖤
রাইট
same🙂
আমার জীবনের সাথে পুরোটাই মিল 😓
ভাই রাইট কথা
@@SohelRana-wg2db Ekdom right kotha vai
মধ্যবিত্ত পরিবারের সন্তান রা বুঝবে এই নাটকের প্লট কতটা বাস্তবিক।
শ্রদ্ধা ও ভালোবাসা পৃথিবীর সকল বাবা দের জন্য।
Hm😔
হুম।নিজেই বুঝতাছি।নাটকের মধ্যে নিজেরেই খুইজা পাইলাম।
Right right right
Rights
hea 😢
কে কে টিকটক থেকে দেখতে আসছেন
@@TamannaYeasmin-xs5vu আমি
🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙋♂️
@@TamannaYeasmin-xs5vu ami aschi 🙂
Ami
আমি 😊
প্রতিটা সন্তানের বিশেষ করে ক্লাস 9 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবারই উচিৎ এই নাটকটি দেখা।।।।।।
নাটকটা প্রথমের দিকে ভালো লাগছিল দেখতে দেখতে শেষ মুহূর্তে এসে আবেগ আর ধরে রাখতে পারলাম না শেষ পর্যন্ত চোখের পানি দিয়ে বালিশ ভিজায় ফেলি❤️
লাভ ইউ বাবা❤️
Kichu age ami amar baba r sthy thik arkom akta behaviour kori
.... Tai akn ovdi baba amar sthy kotha bole na,,, amio onnay korsi onk boro onnay korsi.....sry papa...kintu bolte parsina akono sry..😢😢😢
অসাধারণ একটা একটা নাটক একদম বাস্তবধমী নাটক আসলে পৃথিবীর সকল বাবা মা এরকম হওয়া উচিত
এসব শিক্ষনীয় নাটক আমাদের সমাজের অবক্ষয়কে রোধ করতে পারে। আমার মনে হয় যেসব ছেলেমেয়েরা এই নাটকটা দেখছে তারা অন্ততপক্ষে নিজেরা এ নাটকটা থেকে অনেক কিছু শিখতে পারবে। অন্তর থেকে ভালোবাসা জ্ঞাপন করছি কালজয়ী বাস্তবমূখী অভিনেতা বাবু স্যার কে এবং তার সাথে সংশ্লিষ্ট চরিত্রগুলোকে❤️
নাটকটি দেখে, আমার চোখের জল আটকাতে পারিনি। এই নাটকটি আমি যদি আজকে না দেখতাম। তাহলে জীবনে যত ভুল করেছি মা-বাবার কাছে, কোনদিন বিষয়টি অনুভব করতে পারতাম না।
ধন্যবাদ নাটকটি সকল অভিনেতা অভিনেত্রীদের।
হৃদয়কে স্পর্শ করার মত এবং বাস্তব সম্মত একটি নাটক উপস্থাপন করার জন্য। আমিও একজন মধ্যবিত্ত ঘরের ছেলে। আমিও এইবার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেছি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিচ্ছি। অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি কিন্তু এখনো কোথাও চান্স হয়নি। আর দুইটা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বাকি আছে। জানিনা কপালে কি আছে। তবে নাটকটি দেখে এতটুকু অনুভব করতে পারছি যে। আমার বাবা-মা সত্যিই আমার জন্য যা করেছে। নিজের শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে তাদেরকে পরিয়ে দেই তাও মনে হয় সেই ঋণ শোধ হবে না।
আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমি ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। মা-বাবাকে আর কষ্ট দেবো না। আপনারা আমাকে দোয়া করবেন আমার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যায়।
কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়তে গেলে অনেকের জীবনী এই ভাবেই নষ্ট হয়। বাবা মার সাথে ছেলেমেয়েদের খারাপ সম্পর্ক এভাবেই সৃষ্টি হয়। আপনারা দোয়া করবেন আমার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স হয়ে যায়। ❤️❤️❤️
বাবু স্যার একজন গুনি অভিনেতা তার প্রতিটি নাটকে চরিএ বাস্তবের সাথে খুব খুব মিল হয় তার নাটক দেখার জন্য সবসময় অপেখায় থাকি এ নাটকটা দেখার জন্য অনেক অপেখায় ছিলাম সেই অপেক্ষা আজ শেষ হল।
Just wow
একদম ঠিক বলেছেন
বাবু ভাই ভালো অভিনয় করেন এটা সবাই যানে,কিন্তু আপনার স্যার হলো কিভাবে, একটু বলনে,আপনি কি উনার কাছে অভিনয় শিক্ষা নিচ্ছেন
ভালো লাগছে
আমর মোনটা ওনেক হালকা মনে হল।
ফজলুর রহমান বাবু স্যার কে
অভিনয় আইডল মানি
আমার কাছে তিনিই সেরা অভিনেতা। ❤️
নাটক টি দেখে লাস্ট মুহূর্তে চোখের পানি আটকে রাখতে পারি নি।🙂
চোখের পানি পরতেছে আর কমেন্ট টি করলাম।🙂
ভালোবাসি অনেক বাবাকে।🙂💘
বাবু ভাইয়ের অভিনয় যত দেখি ততই মুগ্ধ হই।এত শুন্দর বাবার চরিত্রে অভিনয় বর্তমান বাংলা নাটক সিনেমায় নেই।চোখে পানি চলে আসে এত শুন্দর অভিনয় দেখলে।❤❤❤বাবা অনেক ভালোবাসি তোমায়❤️❤️❤️❤️
ফেসবুকে ছোট একটি ক্লিপ দেখে ইমোশনাল হয়ে নাটকটা দেখতে এসেছিলাম😓 নাটক টা তার থেকে অনেক বেশি ইমোশনাল 😥😥
I also
Me too
আমি ও
Sm ❤️
I also.
বাবু স্যার এর জন্য অবিরাম ভালোবাসা ❤️। তার প্রতিটি কাজই প্রাণবন্ত ❤️।
ফজলুর রহমান বাবু স্যার একজন শ্রেষ্ঠ অভিনেতা 👍
আমার মতো কে কে টিকটক থেকে দেখে আসছেন
@@MDRuhanAhamed আমি তো এখন দেখতেছি
@@MDRuhanAhamed আমি ও টিকটক থেকে আসছি🤝🤌🤷♂️
@@MDRuhanAhamed 🙋♂️🙋♂️
@@MDRuhanAhamed ami
@@MDRuhanAhamed ami bro
I am from India,Kolkata. এমন মূল্যবোধের নাটক একমাত্র বাংলাদেশের নাটকেই সম্ভব। অসম্ভব সুন্দর নাটক।আজকালকার দিনে পয়সা ছাড়া বাবা মায়ের স্নেহ মমতার কোনো মূল্য সন্তানের কাছে নেই।এটাই চরম পরিতাপের বিষয়।নাটকের বিষয়বস্তু বাস্তব জীবনের কঠিন সত্যকে ছুয়ে যায়।
Ji...
ধন্যবাদ ভাই আপনাকে বাংলাদেশের নাটক পলো করার জন্য
Yeah true
আমার দেখা সেরা নাটক,,,,
বাবা ছেড়ে চলে গেয়েছেন আজ ১৯ বছর যাবত, আর আমার বয়স এখন ২০ বছর 😓,বাবা ছাড়া এই সমাজে বেচে থাকা বড় কঠিন , 🌼 ভালবাসা সকল বাবার প্রতি ❤️🌼
হুম ভাই
Baba jar tulona nai
ভালোবাসা অবিরাম ভাইজান ❤️ 🥰 আপনি অনেক ভালো থাকবেন সবসময় ❤️❤️❤️
Seem
😭
শ্রেষ্ঠ নবী পেয়েছি ❤️
শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি 👳♀️
শ্রেষ্ঠ কিতাব পেয়েছি 📖
আলহামদুলিল্লাহ 😍
Alhamdulillah
শুরু থেকেই নাটকটা খুব সুন্দর ছিলো এবং শেষের সিনটা খুব ভালো ছিলো ❤️..
পৃথিবীর সকল বাবা-ই তার সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসেন।।এই নাটকটি সম্পুর্ন বাস্তব জীবনকে তুলে ধরেছে..❤️
ধন্যবাদ NTV কে এত সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য ❤️।
সাব্বির সৌভাগ্যবান বাবু স্যারের সাথে অভিনয়ের সুযোগ পাইছে❤️
নাটকের শেষ অংশটুকু দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না, love you baba 😭😭😭
নাটক টা দেখে অনেক কিছু শেখার আছে, এই পৃথিবীর মানুষ অনেক আলাদা তারা অনেক কথা বলে সবসময় সবকিছু শোনা আমাদের উচিত নয় বলে মনে করি😌💗
বাবা আছে এটাই অনেক আমার কাছে।আলহামদুলিল্লাহ 😌💝
কনফিডেন্স দিয়ে বলতে পারি এমন কোনো মানুষ নেই যে এই নাটকের লাস্ট অংশ দেখে চোখের পানি ফেলায় নি এবং বাবাদের সন্তানদের জন্য বাস্তবিক অনুভূতি গুলো উপলব্ধি করতে পারে নি..🙂
বাবা তোমাকে অনেক ভালোবাসি।।
নিজে পুরানো জামা কাপড় পড়ে ছেলেমেয়েদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নামই হলো বাবা ❤️🥰
সবার বাবা এক না😌
🌺🥀🦄💖💝🤩😍🥰🌼🔮💎🎟️💍
I Love you baba
সব বাবা কিন্তু ছেলে এক না
Right right right
চাহিদাকে যত সীমিত রাখবে তত বেশি সুখে থাকবে,,,,
লৌকিকতা মানুষের সুন্দর জীবনকে অশান্তিতে পরিণত করে
কখনো বাবাকে বলা হয়নি,,😢
“তোমাকে অনেক ভালোবাসি বাবা”🥺
-বাবা ❤️🌺
Comment box e bolle ki apnar baba sune felbe..😃😆😆🤣🤣
কে কে টিক টক থেকে নাটক টা দেখে আইছেন?
Ami
আমি
Ami
Ami
🖐️🖐️🖐️🖐️
চোখে পানি চলে আসলো।।বাবু স্যার আসলেই সেরা অভিনেতা।।আমার বাবার কথা মনে পড়ে গেল🥺
সেইম।আমার ও মনে পড়ল।
ফজলুর রহমান বাবু একজন জাত অভিনেতা।
ভাই নাটক দেইখা ভাই চোখের পানি আর ধরে রাখতে পারলাম না।।। পৃথিবীতে যতগুলো বাবা আছে সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই।। এবং আল্লাহ যেন সব বাবাকেই দীর্ঘজীবী করুক আমিন
Amin
Babu sir +Sabbir duijoner best Ovinoy.💕💕💕
লাস্ট ৫ মিনিট সেই ছিল 😍😍যেখানে দুই লিজেন্ড একসাথে সেখানে ইমোশন তো থাকবেই।😍😍😍😍
আমার SSC এর কিছু দিন আগে বাবা৷।। আমাকে ছেড়ে চলে যায় ।। দুনিয়ার কোন বাবা নেই যে চাই না তার সন্তানের ইচ্ছা পুরন করতে।। কিন্তু এখন বুঝি বাবা কি জিনিস।।। আর।। বাবা ছাড়া দুনিয়ায় বড় হওয়া কি কস্টের সেটা ওও বুঝি।।। খুব ভালবাসি বাবা মা কে।। খুব মিচ করি আপনাদের৷।। আমার।। সন্তানদের আমি আপনাদের ইচ্ছা মত বানাতে চাই ইনশাআল্লাহ ।। 😭😭😭
amro ssc result ar ak mas age amr baba mara gaca 😔
😢😢😢
😢😢😢😢😢😢
@@mdshakilkhan4557 😪😪😪😪
আল্লাহ জান্নাত বাশি করুন আমিন😢😢
এই নাটকটা আমাদের বর্তমান সমাজ এবং আমাদের মত তরুণদের জন্য সত্যিই যুগোপযোগী নাটক। আমরা অন্যের চাকচিক্য দেখে নিজেদের অবস্থা বা বাস্তবতা বেমালুম ভুলে যাই। আর তারপরই আমাদের বাবা মায়েদের একের পর এক কষ্ট দিতেই থাকি। আর তারাও তাদের সন্তানের একটু হাসিমুখ দেখার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয়। আমাদের তরুণদের জন্য এই নাটকটি একটা মাইলফলক হিসেবে থাকুক।
TikTok dekhe k k ascho dekhte tarai like deo😊
@@IsratJahan-992 mui
@@IsratJahan-992... Ami Apo 😩
ami hopay dekci 😊
Amo apu😊
একদম বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই নাটকে। ধন্যবাদ এমন একটা চিত্র তুলে ধরার জন্য।
নাটক টা দেখে বাবার প্রতি আরো হাজার গুন বেরে গেলো ভালোবাসা, love you baba.
নাটকটি একটা শিক্ষা মূলক নাটক যা দেখে সবার শিক্ষার অনেক কিছুই আছে
যে বুজার সে ঠিকি বুজবে। এক কথায় আমার নাটক টা খুব ভালো লাগছে 🥰🙂
বাবু স্যার,,আপনিই সেরা,,
আমি গর্ব করে বলতে পারি আমি একজন বাংলাদেশী,,যে দেশের নাটক বিশ্বের অন্যতম নাটক,,,
স্যালুট ডিরেক্টর আর এই গল্পের রচয়িতা কে,,
বাবার টাকার দরকার হয় না,বাবা থাকাটাই অনেক কিছু-!🥰
R8
Right 😊😊😊👍
@@nionio5125 খাবার টা যে খাও কার টাকার
@@sahedkhan9651 আগে খেয়েছি আমার মার টাকার আর এখন খাই আমার নিজের টাকার
@@nionio5125 কি আর করবা সবার কপাল ভালো হয় না
একজন সফল বাবা তার চেয়েও সফল একজন সন্তানকে তৈরি করেন।
ভালো থাকুক পৃথিবীর সব বাবা❤️❤️
সাব্বির + ঐশী + বাবু আংকেল এই সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী,,, আশা করি অসাধারণ একটা নাটক হবে,,, বাবু আংকেল মানে শিক্ষা,, সাব্বির ঐশী মানে নতুন কিছু,, পুরো টিম কে ধন্যবাদ
I love you
নাটকের পটভূমি নিজের জীবনের সাথেও মিলা যাইতাছে।
ছেলেটার পরিবারের আর্থিক পরিস্থিতি আর আমার পরিস্থিতি সেইম।
আমার অনেকেই আছি হয়তো এখনো কোনদিন এবার হলেও বলতে পারিনি,, "ভালোবাসি বাবা তোমায়"
ভালো থাকুক সকল বাবা নামক বটবৃক্ষ গুলো,, ভালোবাসি বাবা❤️❤️
ফজলুল রহমান বাবু🥰🥰🥰🥰
হৃদয় জুড়ানো নাটক, বাস্তবতা তুলে ধরা হয়েছে part 2 chai 😊
খুব সুন্দর জুটি এবং সেই হয়েছে জুটি সুতরাং অসাধারণ হয়েছে নাটক।
ফজলুর রহমান বাবু is a raw actor🥰
অসাধারণ বাস্তবতা তুলে ধরেছেন ধন্যবাদ
চোখের পানি আটকে রাখতে পারিনাই,,
অঝোরে কান্না করছি এই নাটকটা দেখে,,,,।
আমার লাখ লাখ টাকা আছে,,,তবে কখনো বিলাসিতা পছন্দ করিনা,,,
যখনি কোন দামি জিনিস কেনার জেদ চাপে মনে, তখন আমি আমার বড় ভাইয়ের কঠোর পরিশ্রম এর কথা মনে করি,
আমার ২বছর ৬ মাস বয়সে আব্বা মারা যাওয়ার পর,, আমার ভাই এমন কোন কাজ নাই যে সে করেনাই,,,শুধু আমাকে লালন পালন করার জন্য,,
অনেক ভালোবাসি ভাই তোমাকে 🧡🧡
Amar Babar Kotha mone pore gelo......Allah Amar babake jannat bashi koruk...........amin
এই নাটকে বাস্তব জীবন কাহিনি তুলে ধরা হয়েছে৷ সবার কপালে এই রকম বাবা জোটে না৷
Bannah স্যার আসলেই জোশ🔥🔥🔥🔥
প্রত্যেকটা কনটেন্ট একেবারে মনে দাগ কাটিয়ে দেয়।
লাস্ট চিনটা দেখে অনেক কান্না চলে আসল। কিন্তু কোনোদিন বলতে পারিনি 😭বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি😊। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা 🥰🥰
💔💔🙂
নাটকের শেষ মুহূর্তে চোখের কোণে পানি এসে গেল,,
অসাধারণ অভিনয় ♥️
বাংলা নাটকের পাশে থাকুন সবসময়।
আপনাদের ভালোবাসায় এগিয়ে যাক আমাদের বাংলা নাটক।
সকলের প্রতি অফুরন্ত শ্রদ্ধা ও ভালোবাসা 💜
বাবার তুলনা কারো সাথেই হয় না 🥰
এতো কষ্টের পরেও কখনো না বলতে শুনিনি বাবার কাছে।
তুমি আছো দেখেই পৃথিবী এতো সুন্দর।
অনেক ভালো বাসি বাবা তোমাকে🥰
নাটক টা সত্যি অসাধারণ ছিল।
This is a real masterpiece......
Respect to all the fathers💚.....
বাংলাদেশ এর সব নাটকের একটা message থাকে...অসাধারণ নাটক... Love ❤ from 🇮🇳 🇮🇳
I was just confused what a story by Mabrur Rahman Bannah Lot’s of love for you
And what a expression Fazlor Rahman Babu …
This drama It’s show us and Proved again “Father is Real Super Hero In our Life”
Lot’s of Love For all Father
Respect.
Thank You For giving us This type of Story Again Respect-Fazlor Rahman Babu
& Mahbobur Rahman Banna
বাবার ভালোবাসা হয়তো লুকোনো থাকে, কিন্তু আগলে রেখে দূর থেকে এই বাবাই সবচেয়ে বেশি ভালোবাসে❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা 🥰
অসাধারণ একটি নাটক বর্তমান বাস্তবতার সাথে একদম মিলে গেছে,,,,
এই নাটকটি দেখে একটা জিনিস খুব পরিস্কার হলো যে স্টুডেন্ট ভালো হইলে হয় না তার ভিতরে মনুষ্যত্ববোধ থাকা জরুরি 🥰
বাবা মানে হাজার স্বপ্ন পূরণ করে দেওয়ার একমাত্র অবলম্বন। নিঃস্বার্থভাবে আজীবন বাবারা এভাবেই তার সন্তানের জন্য শুধুমাত্র দিয়েই যায়, কখনো কোন কিছু নিতে চায় না।
স্যালুট সব বাবাদের ❤️❤️❤️
কখনো একটা কথা বলা হয়নি, অনেক ভালবাসি বাবা তোমাকে 😰
I hatred my father😌
কে কে টিকটক থেকে দেখতে আসছে 😊😊❤
@@AlwaysMaruf ami ektu age dekhchi🤭
Ami ✋
আমি😁🙆♂️🤦♂️🙋♂️🙋♂️
Ami
এক কথায় দারুন,,, শেষের অংশ দেখে চোখে পানি চলে আসে মিস ইউ বাবা
আমার মত কে কে টিক টক থেকে দেখে আইস
Ami
ভাল্লাগছে খুব🥰
প্রতিটা
বাবা মার তুলনায় হয় না
তারা সন্তানের জন্য সব পারে
কিন্তু আমারা বুঝি না😭😭
এমন নাটকই তো চাই যে নাটক বাস্তবতা শিখায়। ইনশাআল্লাহ কিছুদিন পরে আমিও ইউনিভার্সিটিতে উঠবো। আমি যেনো আমার শেকড়ের গভীরতা সবসময় বুঝতে পারি,বুঝতে পারি বাবার সামর্থ্য।
ধন্যবাদ সাব্বির অর্ণব,ধন্যবাদ গুনী অভিনেতা ফজলুর রহমান বাবু এবং ক্যামেরার পেছনের মানুষগুলো এত সুন্দর শিখনীয় একটা নাটক উপহার দেওয়ার জন্য।
ভাইরে ভাই,, কয়দিন পর গুচ্ছ বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিমু।তাই রাত জেগে পরতেছি। হটাত ইউটিউবে ডুকতেই নাটক টি চোখের সামনে পড়লো।। পুরো নাটকটি দেখে,, ইউনিভার্সিটির প্রতি একটা খারাপ লাগা কাজ শুরু করছে আমার। আর বাবাদের দিক দিয়ে কি বলবো : ছেলেরা যদি গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেয় বাবার জন্য, তবুও বোধহয় ঋন শোধ হবে না।। বাবার সেরা। তারা অমর।
Hmmmm r8 vaiiii
@@yeahyeaahmed5123 ভাই আপনি এখন কোন ইউনিভারসিটি তে আছেন
ক্লাস সিক্স এ থাকতে একটা প্যান্ট আর একটা শার্ট প্রতিদিন পরে যেতাম,,অনেকে বলতো কিরে তোর কি জামা কাপড় নাই,,একথা শুনতে যে কত খারাপ লাগে তা শুধু যে এই সিচুয়েশনে পড়ছে সে জানে।আর এখন আল্লাহ আমাকে প্রতিদিন দুই তিনটা পোশাক কেনার ক্ষমতা দিছে আলহামদুলিল্লাহ। তবে আমি কিন্তু এখন কাউকে বলিনা যে, কিরে তোর কি আর জামাকাপড় নাই। কারন আমি জানি এই কথায় মানুষ কতটা কষ্ট পাবে।
আজকে এই নাটকটি দেখার পর আবার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।
ধন্যবাদ ফজলুর রহমান বাবু স্যার কে,ধন্যবাদ অর্নব ভাই কে। এমন নাটক যেন আরও আমাদের উপহার হিসেবে দেয়।কারন সকল শ্রেনির মানুষের শিক্ষার প্রয়োজন আছে।(আলহামদুলিল্লাহ)
সাব্বির ভাইয়ার অভিনয় তো নয় যেন জীবনের বাস্তব ঘটনা।
লাস্টের তিন মিনিট দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😔😢
অসাধারণ নাটক,,,,, 🥀🥰
বাবু স্যার আমার একজন পছন্দের অভিনেতা
বাবা আসলেই বাবা তুলনা হয় না কারো সাথে
চোখের পানি ধরে রাখা সম্ভব হলো না 😥
সত্যিই অসাধারণ একটা নাটক,,,
তবে বাস্তবেও যদি সব ছেলেমেয়ের এরকম রিয়ালাইজেশন টা এত তারাতাড়ি ই আসতো!
- কেঁদে দিসি সত্যি !বাবা ভালোবাসি তোমায়💜
এই নাটকে অনেকটাই বর্তমানের সঙ্গে মিলে যায়। আর বিশেষ করে শেষটা ছিল অনেক ইমোশনাল কান্না চলে আসছিল।
বাবার রেখে যাওয়া অর্থ সম্পদ না থাকলে এই সমাজের প্রতিটা পদক্ষেপে উপরে ওঠার জন্য, দাঁড়ালো অস্ত্রের উপর পা রাখার মত কঠিন😔
অসাধান একটা নাটক...
এর জন্যই বাংলাদেশের নাটক বিশ্বব্যাপী সেরা..❤️
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা
কিছু বলার নাই,, বাবারা আসলেই আইরন ম্যান,🌼
এই নাটক দেখে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারবো৷ লাস্ট মূহুর্তে কেউ চোখের পানি আটকে রাখতে পারবে না 😭✌️
সময়ের সাথে সবার ই চেঞ্জ হতে হয়!
তা বলে বাবা মাকে কস্ট দিয়ে চেঞ্জ হয়ে লাভ নাই দিন শেষ এ কপালে কস্ট ই লেখা থাকে!!
বাস্তব জিনিস তুলে ধরা হয়েছে নাটক এ!
আল্লাহ সবাইকে এই বিষয় গুলা বুঝার তৌফিক দান করুক💜
নাটক টা দেখে চখে পনি চলে আসলো😭😭
নাটক টি দেখে খুবই ভাল লাগল, বর্তমান সমাজের প্রচলিত কষ্ট গুলো এখানে সুন্দর উপস্থাপন করেছেন।
ধন্যবাদ।।
Natok ta kubi sundor hoice ❤❤❤❤❤❤❤ Nice
সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় এটা ঠিক আছে কিন্তু চলতে গিয়ে যাতে আমাদের পরিবারের উপর তা বেশি প্রভাব না পরে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা মধ্যবিত্ত চাইলেও ওদের মত চলতে পারবনা।
নাটকটা অনেক শিক্ষানীয়,,অনেক কিছু শিখার আছে মধ্যবিত্ত পরিবার ছেলেমেয়েদের,,বিশেষ করি আমিও নিজের অনেক ভুল বুঝতে পেরেছি..খুব ভালো নাটক সাব্বির ভাই এর টেলেন্ট প্রশংসাও করি!!
চোখে পানি ধরে রাখতে পারি নাই সত্যি অসাধারণ একটি নাটক🥺🥺
বাবু স্যার একজন গুনি শিল্পী ❤️❤️❤️👌👌👌
অনেক সুন্দর এবং শিক্ষানিও একটি নাটক৷ এমন কোনো ব্যবহার মা বাবার সাথে করা যাবে না যাতে মা বাবার চোখে পানি আসে৷ সব মা বাবাই চায় সন্তান সব সময় ভালো থাক নিজেদের হাজার কষ্ট হলেও৷ চাহিদার বেশি কোনো কিছুই ভালো না এটাই তার বড় প্রমাণ ধন্যবাদ৷
নাটকে অনেক শিক্ষা আছে,জীবনে কখনো পরিবারের সার্পট পাইনি কত কষ্টে আজ লক্ষ,,,, টাকার মালিক তবুও কখনো বাবা কষ্ট দেয় নি,, কারন সে বাবা🌹🌹🌹
নাটক দেখার চোখের পানি চলে আসে।😍🥰🥰🥰
Sotti Natok ta onek Sundor... Bastobotar sathe ekdom mil ase🥺🥺🥺
সাব্বির অর্ণব এর নাটক মানেই অসাধারণ
❤️❤️ফজলুর রহমান স্যার এর নাটক অনেক অনেক শিক্ষণীয়। নাটকগুলো থেকে অনেক কিছু শিখা যায়। নাটকগুলোর সাথে বাস্তব জীবনের অনেক মিল রয়েছে। স্যালুট স্যারকে❤️❤️