Akasher hate ache ekras nil | আকাশের হাতে আছে একরাশ নীল | Haimanti। হৈমন্তী | Haimanti Rakshit Das

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2018
  • SONG : Akasher hate ache ekras nil | আকাশের হাতে আছে একরাশ নীল
    SINGER : Anjuman Ara Begam
    COVERED BY : Haimanti। হৈমন্তী
    LYRIC : Gazi Mazharul Anwar
    TUNE : Satya Saha
    Connect with Me
    ► Subscribe to UA-cam: / haimantisinger
    ► Like me on Facebook Page: / haimantirakshitofficial
    ► Follow me on Instagram: / haimantirakshit
    ► Follow me on Twitter: / haimantirakshit
    ► Like me on FB Group: / haimantirakshitdas
    ► Listen me on soundcloud: / haimantirakshitdas
    ► Find me on Wikipedia: en.wikipedia.org/wiki/Haimant...
    ► My Website: www.haimanti.org
    ►For bookings and work queries: audiotechbd@gmail.com
    +8801819318835 (Cell/Whats-app )
    #Akasher_Hate_ache
    #Haimanti
    #Haimanti_Rakshit_Das
    #হৈমন্তী
    #হৈমন্তীরক্ষিত
    #HaimantiRakshitSongs
    #BestOfHaimantiRakshit
    #হৈমন্তী
    #Anjuman_Ara_Begam

КОМЕНТАРІ • 316

  • @mojharulislam4618
    @mojharulislam4618 Рік тому +40

    স্বাধীনতা পূর্ব বর্তী সময়ের সিনেমা " আয়না অবশিষ্ট " ছবির গান। ছবির গানের মূল কন্ঠ শিল্পী হচ্ছেন আনজুমান আরা বেগম / বশির আহমেদ। সত্যি কথাটি হচ্ছে ৯০ দশকের আগ পরযন্ত সিনেমা হোক আর গানই হোক সবই ছিল সোনালী অধ্যায়। সোনালী দিনের নায়ক নায়িকাদের মধ্যে যেমন রাজ্জাক, রহমান, আজিম, আনোয়র হোসেন সোহেল রানা, ফারুক, ওয়াসিম, প্রবীর মিত্র, নায়িকাদের মধ্যে শবনম, সুজাতা, সুচানদা, কবরী, শাবানা, ববিতা, অলিভিয়া, অনজনা, রোজিনাদের মতো চির স্বরনিয় হয়ে আপামর জনগণের মাঝে যেভাবে প্রভাব ফেলতে পেরেছেন কিংবা আবালবৃদ্ধবনিতার মনে কাঁপন ধরিয়ে দিয়ে আজও চির অমলিন হয়ে সকলের মনে বেঁচে আছেন ঠিক ৯০ দশকের পরের নায়ক / নায়িকার কি আপামর জনগণের মাঝে সেভাবে প্রভাব ফেলতে পেরেছে ? নাকি আপামর জনগণ তাদের কথা মনে করে ? ঠিক তেমনি কন্ঠ শিল্পীদের বেলায়ও। আগেকার শিল্পীেদের মধ্যে নীনা হামিদ, ফেরদৌসী রহমান, আনজুমান আরা বেগম, নিলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা,শাহনাজ রহমতুল্লাহ, আবিদা সুলতানা, মোহাম্মদ আবদুল জব্বার, মাহমুদুননবী, শওকত হায়াত খান, খন্দকার ফারুক আহমেদ, খন্দকার নুরুল আলম, বশীর আহমেদ, সৈয়দ আবদুল হাদী, মোহাম্মদ আলী সিদ্দিকি, খুরশিদ আলমদের গান আজও যেভাবে মনকে নাড়া দেয় এবং হৃদয়কে শিহরিত করে ঠিক তেমনি ৯০ দশকের আগে এবং পরের শিল্পীদের গান কি হৃদয়ে দোলা দেয় ? এন্ডরু কিশোর থেকে আসিফ আকবরের মতো শিল্পীরা গানের বারোটা বাজিয়েছে। তাদের গান হচ্ছে উদ্ভট চিৎকার চেঁচামেচী আর কান ঝালাপালা করা ছাড়া তারা কি কোনোদিন কোনো গানের আবেদন সৃষ্টি করতে পেরেছে ? নাকি তাদের কোনো গান জনগণ মনে রেখেছে ? উত্তর একটাই.... না। আজও আমরা সেই সব হৃদয় ছুঁয়ে যাওয়া গানগুলি শুনি। নবীন প্রবীনরা এবং নতুন প্র জন্মরা আজও বিভিন্ন টিভি চ্যানেলে গায় সেই সব সোনালী দিনের গানগুলি।

    • @sakenderali8381
      @sakenderali8381 Рік тому +1

      1

    • @tctechclean8642
      @tctechclean8642 Рік тому +1

      Tnx

    • @rashidazaman3802
      @rashidazaman3802 Рік тому

      88ㅑㅑㅏ ' '

    • @abulbashar1812
      @abulbashar1812 11 місяців тому +1

      ৯০ দশক পর্যন্ত সব ভালই ছিল।❤
      বিংশ শতাব্দী মানে ২০০০ সালের পরথেকেই সব যেন কেমন হয়ে গেল।

    • @masumsiddiqui3494
      @masumsiddiqui3494 11 місяців тому

      ভাইজান এখানে আরেক জন চিএ নায়ক আলমগীর এবং কন্ঠ শিল্পী কনক চাপা এর নাম উল্লেখ করা দরকার ছিলো।

  • @seabird2594
    @seabird2594 Рік тому +6

    গানগুলো আমাদের অতীতকে মনে করিয়ে দেয় । এক সময় এই গানগুলো রেডিওতে শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম।

  • @amirulislam-xz7zx
    @amirulislam-xz7zx 2 роки тому +6

    এই গান শুনে ছেলেবেলার কথা মনে পড়ে যায়।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 2 роки тому +6

    একেক শিল্পীর গায়কী বা পরিবেশনার স্টাইল একেক রকমের হ'য়ে থাকে। গানটি বহুল জনপ্রিয় এবং অধিক শ্রুত। ঠিক শ্রদ্ধেয়া মরহুমা আনজুম আরার কন্ঠটি খূঁজে পাওয়া যায় না বা তাঁর তরঙ্গায়িত কন্ঠের ঝাঁজ। তবুও অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

  • @relationshiplove8072
    @relationshiplove8072 Рік тому +6

    আকাশের হাতে আছে একরাশি নীল
    বাতাসের আছে কিছু গন্ধ রাত্রির গায়ে জ্বলে জোনাকী প্রতিনির হয়ে ছন্দ

  • @samiransarkar9571
    @samiransarkar9571 Рік тому +4

    এই গানটি 16-17 বছর বয়সে গেয়েছিলাম। দীর্ঘবছর পরে শুনে খুব ভাল লাগলো। শিল্পিকে অসংখ‍্য ধন‍্যবাদ জানাচ্ছি।

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 2 роки тому +2

    Bddoo sundor lagchee 🥰 mashallah nicee thanks bangaladesh 👍😊🧡❤️👍🧡😊❤️❤️❤️💕🧡

  • @mdnazrulislamhowlader2860
    @mdnazrulislamhowlader2860 2 роки тому +10

    মনের কাঁচের আয়নাতে শতসহস্র ছায়া বায়নাতে,
    কেনই বা এতো মায়া সুরেতে,কে জড়ায় অশ্রু কান্নাতে।

  • @prantosdaspanna4098
    @prantosdaspanna4098 Рік тому +3

    দিদি অসম্ভব সুন্দর একটা গান গেয়ে শোনালে খুবই ভালো লাগলো। এগিয়ে যেতে পারবে বহুদুর। শুভ রাত্রি 💞💞💕💞 ঐ

  • @mdkaizerali7757
    @mdkaizerali7757 Рік тому +6

    অপূর্ব 100 % গান গায়িকাকে অনেক ধন্যবাদ ।

  • @shafiulalam2320
    @shafiulalam2320 5 місяців тому

    Haimanti really marvellous performance. Soulful voice. Wanderful expression with smiling face. H

  • @shyamlalsaha
    @shyamlalsaha Рік тому +6

    Nice and lovely songs
    From Kolkata 🇮🇳

  • @mdhdbhryf3539
    @mdhdbhryf3539 Рік тому +1

    বাহ কনঠ খুবই মায়য়াবি মন জুড়িয়ে গেল ধন্যবাদ আপু আমি কুয়েত থেকে দেখছি

  • @mdrakibhassan3318
    @mdrakibhassan3318 Рік тому +4

    ১৬ বছর পর গানটা শুনলাম, আহা কি সুস্থ বিনোদন সুস্থ পরিবেশনা

  • @user-gf4or8wx6g
    @user-gf4or8wx6g Рік тому +2

    Beautiful song Love you from USA. I heard this song in Chittagong in 1969. It’s remind me my birth place Chittagong

  • @tusharbarua7177
    @tusharbarua7177 2 роки тому +5

    অসাধারণ।
    অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন।

  • @SHneel
    @SHneel 2 роки тому +16

    আহা... কি মন মুগ্ধতার ছোঁয়া কন্ঠ .. হৃদয়ের মাঝখানে ছুয়ে যায়... অসাধারণ। 🌷💖💖💖💖💖👏👏👏

  • @shimaaktar6165
    @shimaaktar6165 Рік тому +5

    অনেক দিন ধরে গানটি খুজছিলাম আজকে পাইছি 28/03/2023

  • @moniruzzamankhan2769
    @moniruzzamankhan2769 2 роки тому +3

    আহা!!!!! কতই সুন্দরই না গানের কথা ও কলিগুল। মনে হয় হারিয়ে যাই সেই স্বপনের জগতে!!!!!!!!!!!

  • @krishnendutaladhi6445
    @krishnendutaladhi6445 2 роки тому +1

    Besh bhalo. Paranta bikeler surer murchana. Monta bhalo hoe gelo. Agami path sugam hawk.

  • @manojbiswas3477
    @manojbiswas3477 7 місяців тому

    Mone pore sei harano dingulo.

  • @mdhdbhryf3539
    @mdhdbhryf3539 2 роки тому +3

    আপুকে অনেক ধন্যবাদ সুনদর গান শুনানুর জন্য আবদুললা কুয়েত হইতে আমার মনটা একেবারে ঝুরিয়ে গেছে

  • @mamunmd1568
    @mamunmd1568 10 місяців тому

    এক দিন টিপিনের সময়
    বিদ্যালয়ের কোন এক রমনির
    মিটি মিটি শুরে গাওয়া এই গান টা
    কানে ভেশে এসেছিল তখন
    ক্যশেট ছাড়া অন্য কোন ব্যবস্তা ছিলনা আসে পাশের এমন কোন
    সহর ছিল না জেখানে খুজি নাই
    নানা বাড়ি সিলেট জাবার সময়
    ভৌররব ফেরিতে উঠার আগে
    একটা হোটেলে গান টা শুনি
    তিন শত টাকা দিয়ে ক্যশেট টা
    কিনে আনি আজো আছে সেই
    ক্যশেট টা

  • @asokkumarbardhan3683
    @asokkumarbardhan3683 Рік тому

    বাঃ.যেমন কথা,তেমন সুর আর তেমনি পরিবেশনা।

  • @user-ck6fy7iu8f
    @user-ck6fy7iu8f 10 місяців тому

    বিউটিফুল অনেক ভালো লাগে এ-ই গান শুনতে পুরোনো দিনের কথা মনে পরে জায়

  • @anwarchowdhury821
    @anwarchowdhury821 11 місяців тому +2

    Salute you Didi !
    Keep on keeping on.
    You are a versatile talent of our homeland. So proud of you.
    Dr. Anwar Chowdhury
    Andover, KS USA

  • @sunildewangeesunildewangee263
    @sunildewangeesunildewangee263 Рік тому +1

    নমস্কার বোন ঃ চমত্কার পুরনো দিনের গান। আমি ভীষণ আনন্দিত তোমার কন্ঠে এই গান। আমি সেই 1968 সালে শুনেছিলাম এবং নিজেও একটু একটু গাইতাম।

  • @mohinkhan7206
    @mohinkhan7206 2 роки тому +6

    আমার প্রিয় শিল্পী
    আমার আপনার গান শুনলে অটোমেটিক চোখে ঘুম চলে আসে 💗⁉️

  • @mamunurrashid8975
    @mamunurrashid8975 2 роки тому +5

    অসাধারণ গান

  • @rokhsanahaq5048
    @rokhsanahaq5048 2 роки тому +1

    Poranoo sretee gulaa badona dayok 🌹 excellent Artest thanks bangaladesh wonderful songs ❤️❤️❤️

  • @taherasultana7203
    @taherasultana7203 Рік тому +3

    বার বার শুনতে ইচ্ছা করে

  • @kalidasmukhopadhyay8007
    @kalidasmukhopadhyay8007 2 роки тому +4

    Excellent khub sundor laglo gan khani thanks for uploading

  • @a.b.m.mahabubulhuque2980
    @a.b.m.mahabubulhuque2980 Рік тому +2

    তখন আমার বয়স ৬।১৯৬৯ সাল। থাকি ভোলার দৌলতখানে। বাবা চাকরি করতেন। গার্লস স্কুলের একটি অনুষ্ঠানে আমাকে নিয়ে গেলেন। সেখানে একটি মেয়ে এই গানটি গেয়েছিলেন। যা আমার স্মৃতিতে আজো তরতাজা।

  • @-krishichitrabd7039
    @-krishichitrabd7039 Рік тому +1

    ১৯৯০ সালে ৬ষ্ট শ্রেণির ছাত্র আমি স্কুলের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গানটি গেয়ে ১ ম পুরস্কার পেয়েছিলাম।গানটি শুনে সেইদিনের কথা মনে পড়ে গেল।

    • @sadiyaislamzia4648
      @sadiyaislamzia4648 Рік тому

      এই গানটি আমার বাবার প্রিয় একটা গান।

    • @jabirabdullah1260
      @jabirabdullah1260 Рік тому

      @@sadiyaislamzia4648 তাই বুঝি

  • @unpredictable4119
    @unpredictable4119 Рік тому +2

    আমি আপনার শুকরিয়া আদায় করছি ❤❤❤❤

  • @sukumarmajumder9015
    @sukumarmajumder9015 Рік тому +1

    আহাঃ গানের কি কথা কি শুর,চোখ বুজে শুধু শুনতে ইচ্ছা করে ।ধন্যবাদ

  • @chituridakshinfp9940
    @chituridakshinfp9940 2 роки тому +1

    Ashirbad Kari tumi aro upore otho,

  • @user-eb6rq7pg7l
    @user-eb6rq7pg7l 7 місяців тому

    অনেক সুন্দর গান,,

  • @md.martukashmojumder3607
    @md.martukashmojumder3607 2 роки тому +8

    ছোট বেলায় আম্মা ঘুম পাড়াতে গেলে গানটা প্রায় প্রতি রাতেই গাইতে হত। এখনো আম্মা মাঝে মাঝে গান নাতনীর জন্য।
    এই গান এই সুর চিরকাল অম্লান থাকবে।

  • @mdsajibmia3486
    @mdsajibmia3486 Рік тому +3

    অভিনন্দন জানাই আন্তরিক ভাবে

  • @kanizratri
    @kanizratri Місяць тому

    খুব সুন্দর পরিবেশনা

  • @mominulislam949
    @mominulislam949 Рік тому +1

    গান, সুর, অমায়িক সুন্দর চেহারা সব মিলিয়ে মন কেড়ে নিয়েছে আমার

  • @shahabuddinsharkar4421
    @shahabuddinsharkar4421 2 роки тому +1

    সত্যি চমত্কার ।

  • @maya5902
    @maya5902 2 роки тому +2

    খুব সুন্দর এই গান টা এক সময় আমি ও খুব গাইতাম অসাধারণ কন্ঠ তোমার সুন্দরী শিল্পী তুমি অপুর্ব লাগছে তোমাকে সেই ছোট্ট বেলা থেকে এই গান শুনতেছি শুধু বারবার শুনতে ই ইচ্ছে করে

  • @mdkaizerali7757
    @mdkaizerali7757 2 роки тому +1

    Haimanti is the best singer
    Nice very nice

  • @mdhdbhryf3539
    @mdhdbhryf3539 2 роки тому +1

    আমি যতই কষটের কাজ করিনা কেন রাতে বারটার সময় এই কণঠে এই গানটা যখন শুনি আমার মনটা আননদে ভরে যায় এই ধরনের গান শুনতোই মন চায় আমার কথা বলছি ধন্যবাদ আপু আবদুললা কুয়েত থেকে

  • @fazlulhaque8518
    @fazlulhaque8518 Рік тому

    আহ কি অপরুপ পরিবেশনা।

  • @mirzaraihan2141
    @mirzaraihan2141 2 роки тому +2

    অনেক সুন্দর গান বার বার শুনতে মন চায়।

  • @mdislam6381
    @mdislam6381 Рік тому +1

    খালামনিকে ধন্যবাদ গানটি গাওয়ার জন্য।

  • @monoarab7953
    @monoarab7953 Рік тому

    Darun laglo go...

  • @NazrulIslam-yh8gg
    @NazrulIslam-yh8gg Рік тому +1

    ভীষণ।পাগল করার মত-----

  • @shamimhuq2134
    @shamimhuq2134 2 роки тому +1

    Beautiful song and singing !!

  • @babulmallick1492
    @babulmallick1492 2 роки тому +7

    হারানো দিনের গানগুলো খুব ভালো লাগে।

    • @Haimantisinger
      @Haimantisinger  2 роки тому +1

      Thanks

    • @shyamalsaha9973
      @shyamalsaha9973 11 місяців тому +1

      Excellent
      Thanks
      Singer
      Himanti
      Bhalo Takun
      May God bless you ❤️❤️💓💓

  • @pulinbiharinayek3973
    @pulinbiharinayek3973 2 роки тому +6

    This is really very nice song. This song has heart wrenching sensitivity. This is too much appreciable.

  • @arpitabal7614
    @arpitabal7614 2 роки тому +2

    Mind blowing.God bless you......Sankar Howlader .west Bengal ,India

  • @samsungsam7670
    @samsungsam7670 Рік тому

    Anjuman Ara Begum is the best. From lndia Jamshedpur

  • @mahedipalash5501
    @mahedipalash5501 Рік тому +1

    মুগ্ধ হলাম-খুব সুন্দর,

  • @masudajummah3707
    @masudajummah3707 Рік тому

    ছোট্ট বেলায় কত খুঁজেছি এই গানটা পাইনি তখন অবশ্য এখনকার মতো ফোন বা ইউটিউব এতটা available ছিল নাহ।

  • @jewelrana5515
    @jewelrana5515 Рік тому

    বাহ্ অসাধারণ

  • @shahmd.tohidurrahman9452
    @shahmd.tohidurrahman9452 Рік тому +3

    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ
    রাত্রির গায়ে জ্বলে জোনাকি
    তটিনীর বুকে মৃদু ছন্দ
    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ
    রাত্রির গায়ে জ্বলে জোনাকি
    তটিনীর বুকে মৃদু ছন্দ
    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ
    আমার এ দু'হাত শুধু রিক্ত
    আমার এ দু'চোখ জলে সিক্ত
    আমার এ দু'হাত শুধু রিক্ত
    আমার এ দু'চোখ জলে সিক্ত
    বুকভরা নীরবতা নিয়ে অকারণ
    বুকভরা নীরবতা নিয়ে অকারণ
    আমার এ দুয়ার হলো বন্ধ
    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ
    ভেবে তো পাইনি আমি কী হলো আমার
    লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার
    ভেবে তো পাইনি আমি কী হলো আমার
    লজ্জাপ্রহরী কেন খোলে নাকো দ্বার
    বুঝি না কেমন করে বলবো
    খেয়ালে কতই ভেসে চলবো
    বুঝি না কেমন করে বলবো
    খেয়ালে কতই ভেসে চলবো
    বলি বলি করে তবু বলা হলো না
    বলি বলি করে তবু বলা হলো না
    জানি না কীসের এত দ্বন্দ্ব
    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ
    রাত্রির গায়ে জ্বলে জোনাকি
    তটিনীর বুকে মৃদু ছন্দ
    আকাশের হাতে আছে একরাশ নীল
    বাতাসের আছে কিছু গন্ধ

  • @tannyrt3141
    @tannyrt3141 Рік тому +2

    ২৪-০৯-২০২২ শুনছি,অনেক অনেক প্রিয় গান,আমি নিজেও গাইতে পারি এ-ই গানটি।

  • @mdsharifulislam4432
    @mdsharifulislam4432 2 роки тому +2

    এই গান যত শুনি ততই ভালো লাগে

  • @wahidar-rahman1094
    @wahidar-rahman1094 2 роки тому +2

    অনেক সুন্দর গেয়েছ গানটি। বলে শেষ করা যাবে না

  • @zahurulhaque3341
    @zahurulhaque3341 Рік тому +1

    গানটা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম

  • @haizone320
    @haizone320 2 роки тому +3

    অনেক ছোট বেলায় চলে গেলাম ।

  • @MdNazmul-on5jy
    @MdNazmul-on5jy Рік тому +1

    Oshadaron

  • @user-pj6fy7vv3j
    @user-pj6fy7vv3j 2 місяці тому

    সুন্দর গায়িকার গান

  • @shusildas9955
    @shusildas9955 Рік тому

    Khub sundar🇳🇪 song lagcha thanks❤❤🌹🌹🙏

  • @apixuk4044
    @apixuk4044 Рік тому +1

    Sweet and beautiful voice as always (siempre), Pothik, USA

  • @amitbasak8342
    @amitbasak8342 Рік тому +2

    Superb performance 👏....... Splendid!

  • @md.shahidulislam9523
    @md.shahidulislam9523 10 місяців тому

    Excellent

  • @KA-2151
    @KA-2151 Рік тому +1

    Excellent voice, I am enjoying very much.

  • @parthapratimmallick3044
    @parthapratimmallick3044 Рік тому +1

    Outstanding singing.

  • @wahidunnobi
    @wahidunnobi Рік тому +1

    মনে পড়ে গেল অতীত, অনেক মিস করি,

  • @mshahinsarkar8815
    @mshahinsarkar8815 Рік тому

    সেই সুর সেই শিল্পী, আমার মনে ধরে। কখনো এই গান ভোলার নয়।

  • @biswanathmistry3515
    @biswanathmistry3515 2 роки тому +4

    বেশ ভাল লাগল। আরও ভাল গাও।আশীর্বাদ রইল।

    • @Haimantisinger
      @Haimantisinger  2 роки тому

      ধন্যবাদ

    • @mdrashed-br4ck
      @mdrashed-br4ck 2 роки тому

      0p00p0pr 000ppp
      Lllllllll"ll"lllllĺkkiiiuuu7
      U in you in uuio06

  • @sampaadhikari6506
    @sampaadhikari6506 Рік тому +1

    ato modhu vara gan mon o hridoy vora galo

  • @afrozafatima1233
    @afrozafatima1233 2 роки тому +1

    আমার প্রিয় ম্যাডামের গান,
    শ্রদ্ধা Sahana Parvin

  • @khakhonmiah5448
    @khakhonmiah5448 Рік тому +1

    ছোট্ট বেলা থেকে গানটা শুনি এখনো শুনি খুব ভালো লাগে

  • @iqbalhussain6537
    @iqbalhussain6537 Рік тому +1

    Osam song!

  • @abusayed-wc7oj
    @abusayed-wc7oj Рік тому +1

    চমৎকার হৃদয়গ্রাহী>>>>>>>

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 2 роки тому +2

    গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের সেরা গীতী কবি। কন্ঠ অসাধারণ

  • @abdurrahman9638
    @abdurrahman9638 2 роки тому +1

    মন জুড়ানো গান।

  • @mdshahadathossen9809
    @mdshahadathossen9809 2 роки тому +4

    সব গানের ভিতরে কিছু কিছু গল্প থাকে যা গানের এক দু লাইন এ

  • @tannidas-ky5bf
    @tannidas-ky5bf 2 роки тому +2

    খুব ভালো লাগলো

  • @fazlulhoque843
    @fazlulhoque843 Рік тому +1

    অসাধারণ ভালো লাগলো।

  • @nurunnabinahid5588
    @nurunnabinahid5588 Рік тому

    খুব সুন্দর, মুগ্ধ হলাম ❤❤

  • @virenparui726
    @virenparui726 2 роки тому +3

    ভেরি নাইস দিদিভাই তোমার কন্ঠে যেন মা সরস্বতী বিরাজ করছে তোমার গান শুনতে এত ভালো লাগে এতো মধুর লাগে নিজেকে ভাবতেও পারছিনা কি দিয়ে তোমাকে বুঝাবো জানিনা আমার কাছে কোন ভাষা নেই ক্রোম গোয়া রাধে রাধে

  • @abdullatifshikdar3941
    @abdullatifshikdar3941 2 роки тому +2

    সুন্দর গেয়েছেন।

  • @fazlulhoque843
    @fazlulhoque843 Рік тому +1

    অনেক অনেক ভালো লাগলো।

  • @siddharthaghosh9699
    @siddharthaghosh9699 2 роки тому +3

    খুব সুন্দর

  • @rittikmondol2444
    @rittikmondol2444 Рік тому +1

    খুব সুন্দর।

  • @SalahUddin95
    @SalahUddin95 5 років тому +3

    ভালো লেগেছে। ধন্যবাদ।

  • @md.sharifulislam4446
    @md.sharifulislam4446 8 місяців тому

    Sheuly Islam.My....Fav...Song.

  • @md.abdulmatin7442
    @md.abdulmatin7442 2 роки тому

    Really excellent.

  • @anuarulislam6383
    @anuarulislam6383 2 роки тому

    ছোট বেলা স্কুলে অনুষ্ঠানে গান গাই তাম আর শুনতাম। শুভকামনা রইল।

  • @asifbhuiyan5773
    @asifbhuiyan5773 Рік тому +1

    আহা কি সুর

  • @sherajulislam7811
    @sherajulislam7811 Рік тому

    অসাধারণ

  • @ariful779
    @ariful779 Рік тому +1

    দারুণ গান

  • @alwaha79
    @alwaha79 2 роки тому

    jemon misti gan tik temon misti tumi