সোনার পকেট ঘড়ি | Golden pocket watch | Alap TV

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • আমরা পুরানো সিনেমা কিম্বা পুরানো জমিদার বাড়ি আবার কখনো রাজ-রাজাদের সংগ্রহশালায় গিয়ে অহরহ দেখতে পাই পুরানো ঘড়ির নিদর্শন। হ্যাঁ তখন কিন্তু কোনো ঘড়িই ব্যাটারির ছিল না। সেগুলো ছিল দম দেওয়া সব দারুণ দারুণ আকৃতির ঘড়ি। দেওয়াল ঘড়িগুলো নক্সা করা বার্মা কাঠ কিম্বা আরো দামি সব কাঠ দিয়ে বানানো এক একটা নিদর্শন। কিছু কিছু ঘড়ি আবার পেন্ডুলামের। সেসময় বিত্তশালী মানুষেরা ব্যবহার করতেন সোনার পকেট ঘড়ি আর এই সোনার পকেট ঘড়িগুলো আটকে রাখা হত কোটের সোনার বোতামের সাথে। বোঝা যায় তাদের মধ্যে একটা ফ্যাসিনেশন ছিল এই ঘড়ি নিয়ে। এমনকি কিছুকাল আগেও বিয়েতে যৌতুক হিসাবে এইচ এমটির (hmt) দম দেওয়া হাত ঘড়ি দেওয়া হত বরকে, ভাবা যায়? এখন দম দেওয়া সব ঘড়ি অতীত। এখন বাজারে এসেছে নানা রকমের ব্যাটারির ঘড়ি, স্মার্ট ওয়াচ, ডিজিটাল ঘড়ি। আবার এখন ঘড়ি অনেক সস্তায়ও পাওয়া যায়। কিন্তু এখনও অনেক পুরানো মানুষ আছেন যারা সেইসব পুরানো ঘড়ির ফ্যাসিনেশন ধরে রেখেছেন যুগের পর যুগ। খারাপ হয়ে গেলে সারাতে যান শখের ঘড়ি নিয়ে রাধাবাজার মার্কেটে। আজ তারই কিছু চিত্র আমরা দেখতে পাব এবং শুনতে পাব তাদের ঘড়ির ইতিহাস।
    We go to old cinemas or old landlord's houses and sometimes to the museums of kings and queens and we often see traces of old clocks. Yes, but no watches had batteries then. They were all stunningly shaped watches. Wall clocks made of carved Burma wood or more expensive woods are one of a kind. Some clocks are also pendulum. At that time, wealthy people used gold pocket watches and these gold pocket watches were fastened with gold buttons on their coats. It is understood that they had a fascination with this watch. Even some time ago, the bridegroom was given a hmt wrist watch as a dowry, can you imagine? Now all the clocks that give breath are past. Now there are various types of battery watches, smart watches, digital watches in the market. Also now watches are available at much cheaper prices. But there are still many old people who have retained the fascination of those old watches for ages. If it gets bad, go to Radhabazar market with your hobby watch. Today we will see some of his pictures and hear the history of their watches.
    #ঘড়ি #watch #clock #rolex #Titan #fastrackwatches #ঘড়ির_বাজার

КОМЕНТАРІ • 4