ধর্ম এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাংক ঋণ

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 261

  • @amranhossain168
    @amranhossain168 Рік тому +16

    একদম পুরো ভিডিও টা দেখেছি। আমি কিছুদিন আগে সুদ নিয়ে কোরয়ান থেকে জানার যথেষ্ট চেষ্টা করেছিলাম। আমার কাছে মনে হয়েছিলো যে প্রচলিত সুদ আর কোরয়ানে উল্লিখিত সুদের মধ্যে অনেক পার্থক্য আছে। আপনাদের আলোচনায় সেটাই উঠে এসেছে। ইন্টারেষ্ট নয় বরং ইউজারিটাই হচ্ছে কোরয়ানের উল্লেখিত সুদ।

    • @DailyDairy-wp3ne
      @DailyDairy-wp3ne Рік тому +2

      ইউজারিটা কি, বলতেন যদি

    • @CineBlinks
      @CineBlinks Рік тому

      @@DailyDairy-wp3neবেশী রেটের সুদ হচ্ছে ইউজারি।

    • @zakirhosen5451
      @zakirhosen5451 10 місяців тому

      জাকির হোসেন

    • @ashokmalaker443
      @ashokmalaker443 10 місяців тому

      I would like to jion this conversation. Pl inform the process.

    • @zalalmia5447
      @zalalmia5447 4 місяці тому

      চড়া মুল্যে সুদ নেয়া ​@@DailyDairy-wp3ne

  • @HarunOrRoshidHarun-c5f
    @HarunOrRoshidHarun-c5f Рік тому +3

    শুনছি, আপনাদের জ্ঞান ও মেধা সুন্দর উপস্থাপনা যুগোপযোগী ও মুগ্ধকর।

  • @arko_joti9
    @arko_joti9 Рік тому +4

    নিঃসন্দেহে একটা চমৎকার আলোচনা। নানা ভাবে উপকৃত হলাম। ধন্যবাদ আপনাদের তিনজনকে ।

  • @abulkalammandal1268
    @abulkalammandal1268 Рік тому +6

    খুব ভালো শোনা যাচ্ছে । অফিসে পশ্চিমবঙ্গ ভারত থেকে দেখছি । অসংখ্য ধন্যবাদ ।

  • @shahabuddinripon7280
    @shahabuddinripon7280 Рік тому +3

    Thanks Fakhrul Bhai, you are so smart and telent sajal bhai and Alvi Bhai also telent.

  • @হাসানমাহমুদ-ষ২য

    Excellent brainstorming.

  • @mdkhademul2157
    @mdkhademul2157 2 місяці тому

    সালামুন আলাইকুম খুব সুন্দর আলোচনা

  • @bdlifeinfinland
    @bdlifeinfinland Рік тому +5

    অনেক ব্যস্ততার মাঝে ও আপনাদের আলোচনা শুনার অপেক্ষায় থাকি।

  • @enamullaskar2858
    @enamullaskar2858 Рік тому +1

    চমৎকার আলোচনা।সমৃদ্ধ হলাম।

  • @enamulhaque9327
    @enamulhaque9327 Рік тому +1

    এনামুল হক নওয়াপাড়া থেকে, ভালো ভাবে শুনতে পারছি।

  • @golamkibria3859
    @golamkibria3859 Рік тому +3

    খুব সুন্দর আলোচনা সবাইকে অনেক ধন্যবাদ

  • @LM10283
    @LM10283 Рік тому +4

    খুবই প্রয়োজনীয় আলোচনা। ❤❤❤

  • @mostafaalam7380
    @mostafaalam7380 Рік тому +1

    Sajib ভাইর তথ্য অনেক মূল্যবান, ব্যাকএর সযতানিটা জানা গেল।

  • @ismailbingiasuddin2625
    @ismailbingiasuddin2625 Рік тому +1

    রাজশাহী থেকে, ভালো ভাবে শোনা যাচ্ছে, ধন্যবাদ সবাইকে

  • @ssnetworks2236
    @ssnetworks2236 Рік тому +1

    কুষ্টিয়া থেকে শুনতাছি,, আপনার বলোচনা সবসময়ই গ্রহনযোগ্য। বেশ বলেন আপনি। যারা মুসলিম তারাই শুনবে অমুসলিমরা না।

  • @NurulIslam-vj2ut
    @NurulIslam-vj2ut Рік тому +1

    রাজশাহী থেকে দেখছি। ধন্যবাদ।

  • @অদ্ভুতদর্শন-ব৭ঙ

    সজল স্যার, কমেন্ট চেক কইরেন। সমাজের এইরকম নানা বিষয় নিয়ে নিয়মিত লাইভ চাই।

  • @NationalNewsFederation
    @NationalNewsFederation 7 місяців тому

    নারায়ণগঞ্জ থেকে শুনছি শাওন ঠিক আছে

  • @arifulhaque585
    @arifulhaque585 Рік тому

    I have been listening to you since November 22, 2023

  • @azmalhassan1780
    @azmalhassan1780 10 місяців тому +1

    আমি ঢাকা মিরপুর হইতে দেখছি। আপনার প্রতি আমার ❤ রইল।

  • @nurmohammod4453
    @nurmohammod4453 Рік тому +2

    waited with bated breath...
    And now quenched.
    Thanks, Sajal Bhai.

  • @mdkhademul2157
    @mdkhademul2157 2 місяці тому

    গাইবান্ধা থেকে দেখতেছি এবং শুনছি

  • @afzalhossain117
    @afzalhossain117 10 місяців тому

    বাংলাদেশ থেকে শুনতে পেলাম ধন্যবাদ।

  • @shafayatalam4264
    @shafayatalam4264 10 місяців тому

    I hear your criticism on religion which impress me very much. You are trying to sweep out all religious prejudices which we obseve as a apart of Islamism.. Thanks to you all.

  • @Gorfan-dd6yl
    @Gorfan-dd6yl Рік тому

    সালামুন আলাইকুম খুব সুন্দর আলোচনা ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @cypt-mq6tr
    @cypt-mq6tr Рік тому +3

    54:03 ব্যাংক সুদের কিস্তি ঠিক মত না দিলে সম্পদ একই রকম ভাবে অন্যায় ভাবে নিয়ে নিবে । চাকরি চলে গেলে , ব্যাবসায়ে লস খেলে কি ব্যাংক কি সুদ ছেড়ে দিবে? সে সময় যারা সঠিক ভাবে সঠিক সময়ে ঋন নিয়ে ফেরত দিতো তাদের সম্পদ নিশ্চয়ই অন্যায় ভাবে ভোগ করতো না । তাছাড়া এই আয়াত mortgage এর জন্য বেশি মানানসই।
    55:13 ঋন দাতা অন্যায় ভাবে সুদ চার্জ করবে জানার পরে ও সম্পদ কেনার জন্য ঋন নিয়ে নিজেকে মজলুম বলার এই যুক্তি টা খুব ই হাস্যকর ছিলো। আমাকে ঋন নিতে কেউ তো বাধ্য করে নাই। আমি চাইলে ঋন না নিতে পারতাম । বাড়ি ভাড়া নিয়েও তো থাকা যায় , কিনতে বাধ্য করলো কে? বিপদে পড়লে আলাদা ব্যাপার।
    56:24 ঋন নেওয়া যাবে যদি দ্বিগুন বা চার গুন ফেরত না দিতে হয়? ফকরুল ভাই কত গুন ফেরত দিবেন সেটার অংক করার সময় আর সাহস আমি করতে পারছি না। ৩ লাখ ডলার ঋন নিয়ে আমি ১৯ লাখ ডলার ফেরত দেওয়ার পরে ও নাকি চড়া সুদ হয় না । ১৬ লাখ ডলার কত গুন/কত পার্সেন্ট বেশি ?
    56:59 কোন বাড়তি টাকা তো নেওয়া যাবেই না বরং সময় দিতে বলা হইসে। ভাই যদি সময়ের কারনে বাড়তি টাকা নেওয়াই যেতো তাহলে তো সময় দিতে বলা হত না। এখানে সুদের পক্ষে কোন যুক্তি পাওয়া গেলো না বরং সুদ না নেওয়ার পক্ষে যুক্তি পাওয়া যায়। যদি সুদ নেওয়া ই যায় সহনীয় মাত্রায় বাড়তি টাকা নেওয়ার কনসেপ্ট কোরানে কোন আয়াতে নাই তাই এই আয়াত বলতে হল।
    1:00:11 ইসলামে ১০০% এর বেশি দিলেই যদি রিবা বলা হয়ে থাকে তার মানে যত টাকা নিয়েছে তার দ্বিগুন এর বেশি দিলেই সেটা সুদ। মাসে বা বছরে ১০০% এর বেশি দিলে রিবা এটা কোথাও বলা হয় নাই। মোট যত টাকা ঋন নেওয়া হয়েছে তার দ্বিগুন দিলেই রিবা হবে সজল ভাই এর সংজ্ঞা মতে। সে হিসাবে বর্তমান যে banking interest সেটাই রিবা ।
    1:10:56 বুখারির ২২৩৬ নাম্বার হাদিসে পাওনার চেয়ে বেশি দিসেন এটা উল্লেখ করা হইসে কারন বেশি বা সুদ দেওয়া হবে এটা তখন নির্ধারন করা হত না। ঋনদাতা অপ্রত্যাশিত ভাবে পেয়েছে তাই উল্লেখ করেছে। ২২৪৬ নাম্বার হাদিসে বলাই আছে আগে থেকে বেশি অর্থ দিতে হবে এমন শর্ত করা যাবে না। তবে ঋনগ্রহীতা খুশি মনে দিলে কোন সমস্যা নাই। ২ টা হাদিস ই সুদের বিপক্ষেই যায় কিভাবে সুদের পক্ষে use করলেন বোধগম্য হল না।
    1:14:35 ব্যাবসায় প্রতিষ্ঠান করা তো আর ফরজ না , যে করতেই হবে। কর্যে হাসানা নিয়ে করতে না পারলে করবে না । কোন বাধ্য ও ইসলাম করে নাই।
    1:15:20 bank এর পক্ষ নিয়ে সুদ কে জায়েজ করার চেস্টাটা আমার কাছে আসলেই অবাককর মনে হয়েছে। যেন অস্ত্র কোম্পানি কিভাবে চলবে হয় সে জন্য বেশি বেশি যুদ্ধ লাগা দরকার এমন যুক্তি ।
    1:20:20 ২ পক্ষ যদি রাজী থাকে , ২ পক্ষের যদি লাভ থাকে তাহলে জায়েজ । এই যুক্তিতে পতিতাবৃত্তি আর যারা যেনার উদ্দেশ্যে যায় ( কারো ক্ষতি করা ) ছাড়া সেটাও জায়েজ হয়ে যায় এমন হয়ে গেলো। হয়ত অদুর ভবিষ্যতে পতিতাবৃত্তির পক্ষেও যুক্তি দেখতে হতে পারে।
    1:27:34 bank কি করছে সেট ব্যাংক এর ব্যাপার । নিয়ত ভালো থাকলে সব ভালো? ঋন মানে liability আর অশান্তি । শুধু মাত্র বিলাসিতার জন্য বাড়ি ভাড়া নিয়ে না থেকে সামান্য কয়েক বছর আমি বাচবো জানার পরেও নিয়ত করে ঋন নিয়ে বাড়ি কিনে নিজ ও নিজের পরিবারের মানুষদের ঋনের ঝুকি ও অশান্তির মধ্যে ফেলার পরে ও কিভাবে নিয়ত ভালো আছে বলি? কেউ ঋন নিয়ে রিস্ক নিয়ে বাড়ি কিনতে বাধ্য করেনি। বাড়ি কেনা ফরজ ও না। আনফেয়ার বা জুলুম মানুষ নিজের সাথেও করে , কোরানে ও কিছু আয়াত পাবেন এই ব্যাপারে ।
    1:29:40 কেউ বাধ্য করে নাই সুদ দিয়ে ঋন নিয়ে বাড়ি কিনতে , এটা যার যার নিজের ইচ্ছা। বাড়ি ভাড়া নিয়েও আরামেই জীবন অতিবাহিত করা সম্ভব। ২০ ধরে সুদ না দিয়ে ২০ বছর পরে টাকা জমানোর পরে ও কেনা সম্ভব , আমাদের পুর্বপুরুষ রা অনেকেই এমন কিনেছেন । কিন্তু আমরা বিলাশি জীবন চাই। সমস্যা আমাদের মাইন্ডসেটের । আমাদের মাইন্ডসেটের জন্য সুদ জায়েজ হয়ে যাবে না। অযথা ব্যাংকিং সিস্টেমকে জায়েজ করার চেস্টা করে কি আদতেই লাভ আছে?
    উপরে আমি দেখিয়েছি যে যত দলীল ওনারা দিয়েছেন সব ই সুদের বিপক্ষে। এমন কি usuray যে রিবা না সেটা ও ওনাদের সংজ্ঞা অনুযায়ী ই সঠিক না। বরং সকল দলীলে বোঝাই যায় interest আর রিবা একই ব্যাপার।
    দুনিয়াতে এই ব্যাংকিং সিস্টেমের অনেক সুবিধাই পুরা লাইভে আলোচিত ছিলো। যা সম্পুর্ন অহেতুক আলোচনা। সকল হারাম কাজের ই দুনিয়াতে লাভ থাকবে নাহলে কেউ পাপ কাজ করবে না। দুনিয়াতে লাভ আছে এই যুক্তি দিলে সকল হারাম কাজ ই হালাল হয়ে যায়। american dream কি ফরজ?
    টাকার মুল্য মান বা ক্রয় ক্ষমতা কমেই সুদের কারনে । যে কারনে টাকার দাম কমে সেই একই কারন দেখিয়ে সুদ নেওয়া এটা কোন ধরনের যুক্তি হল। অর্থ তার ক্রয় ক্ষমতা অন্তত ১০% হারায় সুদের কারনে

    • @anonymoussoul3343
      @anonymoussoul3343 Рік тому

      আপনার আইডিয়া ভুল। টাকার দাম শুধু সুদের কারণে কমে না। সিম্পল একটা উদাহরণ দেখেন, আপনি যে টাকা ব্যবসা করে কিছু লাভ পাওয়ার সুযোগ ছিল, সে টাকা আপনি আরেকজনকে দিলেন, এবং সে ৫ বছর পরে একই পরিমাণ ফেরত দিলো, অথচ আপনি যদি কোন ব্যবসা বা অন্য কোথাও বিনিয়োগ করতেন সেখান থেকে আপনার লাভ আসতো। এই লাভ কই যাবে? এতো সহজ না।

  • @islammohammad3414
    @islammohammad3414 Рік тому +1

    খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।

  • @muhammadshohiduzzaman9879
    @muhammadshohiduzzaman9879 Рік тому +6

    খুব ভালো আলোচনা। সুদ এবং ইউজারির পার্থক্যটা খুব ভালো ভাবে উঠে এসেছে।
    তবে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে একজন ব্যাংকারকে রাখলে ভালো হতো। ব্যাংক কীভাবে অপারেট করে, কীভাবে খরচ মেটায় এবং মুনাফা করে সেটা সঠিকভাবে উঠে আসেনি।

    • @ahmedmoshfique9844
      @ahmedmoshfique9844 Рік тому

      Please share the videos

    • @tabassumtaharin2918
      @tabassumtaharin2918 9 місяців тому

      সুদকে interest/usury যে নামেই ডাকুন না কেন উভয়ই হারাম। আপনাকে এ বিষয়ে গভীরভাবে পড়াশোনা করে জনসমক্ষে মতামত প্রদানের আহ্বান জানাই। হঠাৎ করে যে কোন সমাজে ইসলামী ব্যাংকিং চালু করা যাবে না। ইসলামী ব্যাংকিং চালু করার প্রথম শর্ত হচ্ছে সমাজে ইনসাফ থাকতে হবে। সমাজে ন্যায়নিষ্ঠতা এবং সততা থাকতে হবে। ব্যবসায় লাভ হয়েছে কিন্তু ঋণগ্রহীতা/বিনিয়োগ গ্রহীতা বলবে না যে তার ব্যবসায় লোকসান হয়েছে। ঋণ/বিনিয়োগ নিয়ে কেউ মিথ্যা বললে তার প্রতিকার থাকতে হবে। আমি বোঝাতে চাচ্ছি, যথাযথ ইসলামী ব্যাংকিং নীতিমালা এবং আইন কানুন ও তার প্রয়োগ থাকতে হবে। এখানে উল্লেখ্য, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের প্রধান ভূমিকা হবে বিনিয়োগ ব্যবস্থাপকের।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সম্পদ যে কতগুলো গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, তার মূলে আছে সুদ-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। সুদের কুফল সম্পর্কে বুঝতে হলে সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, যেখানে থাকবে কেন্দ্রীয় ব্যাংকিং, রিজার্ভ মানি ক্রিয়েশন, ক্যাপিটাল মার্কেট, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ভূমিকা এবং সর্বোপরি সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় প্রকৃত সম্পদের ব্যাকিং বাদ দিয়ে আমরা যে মানি সাপ্লাই দিচ্ছি, তা কি ন্যায় সঙ্গত? এতে করে সাধারণ মানুষের সঞ্চয় ক্রয় ক্ষমতা হারাচ্ছে। আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যেভাবে জটিল করে তুলেছি, তা সাধারণ মানুষের বোঝার বাইরে। আর এভাবেই সাধারণ মানুষ বঞ্চনা এবং বে-ইনসাফির শিকার হচ্ছে। সেজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সহজ সরল ভাবে ব্যবসা/বিনিয়োগ করতে বলেছেন, আর তাতেই মানবজাতির কল্যাণ নিহিত আছে।

  • @ehossane74
    @ehossane74 7 місяців тому

    বাংলাদেশ, রাজবাড়ী থেকে

  • @ruhulibramsrijon3523
    @ruhulibramsrijon3523 Рік тому

    Assalamualaikum oya rahmatullah sir. Apni Allahr rahmate ottonto geni Alhamdulillah.❤

  • @RozonimonowarSeikh
    @RozonimonowarSeikh 9 місяців тому

    রাজবাড়ী থেকে দেখছি, মনোয়ার

  • @khonikerprithibi9548
    @khonikerprithibi9548 6 місяців тому

    আসলেই বস।

  • @nijomratri-ms7uj
    @nijomratri-ms7uj Рік тому

    ময়মনসিংহ,।থেকে দেখছি,মোঃ, সোহেল

  • @haqueaminul7024
    @haqueaminul7024 8 місяців тому

    Ok everything from Gazipur

  • @golamkuddush4150
    @golamkuddush4150 Рік тому +1

    Sajal saheb ami Bengal howrah district theke dekchi

  • @atikrahman496
    @atikrahman496 Рік тому +2

    আপনাদের সুদ সংক্রান্ত আলোচনা অনেকের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করবে - তবে সময় লাগবে।

  • @AbdusSalam-kv3qw
    @AbdusSalam-kv3qw Рік тому

    Abdus Salam following from Dhaka.

  • @tarikhaque
    @tarikhaque Рік тому +5

    By the way, brothers, please don't get mad at me for posting such a huge comment opposing what you guys have said. @Sajal bhai, I really listen to all your discussions, especially the "Religious Mindset" series. All of those videos I listened several times. Currently reading your second book "Nabir Progga" for the second time. You encouraged me a lot in my actions and widened my horizons. I agree with you on most of the points also I disagree with you in a lot of aspects. But I am not very active on social media so I rarely post any comments even though I have a lot to say. I would urge you to continue on your journey of informing people about the beauty of the Qur'an, as well as any contradictions found in any hadith or other books. But, please be more vigilant in the trialogue during discussing anything that's not in your core understanding yet. For example, I watched your Palestine talk as well which had a lot of flaws and misleading information. Sakib touched on a good deal of points, you also pointed few things rightly but as a whole, this discussion lacked the actual knowledge and wisdom though a lot of information was presented. Until you know the history of Zionism as a whole, and its religious aspirations you misinterpret things on the surface. Lastly, keep up your good work.

  • @AnisurRahman-g7i
    @AnisurRahman-g7i 9 місяців тому

    আনিসুর রহমান, বরিশাল।শুনা যায়।

  • @harunorrashid266
    @harunorrashid266 Рік тому

    শোনা যা্চ্রছে। রাজশী থেকে শুনছি।

  • @Hannahosen-wt3ro
    @Hannahosen-wt3ro 8 місяців тому

    Dinah pur hannan

  • @marf982b
    @marf982b Рік тому

    Complete discussion... Thx

  • @tuhinahmed1437
    @tuhinahmed1437 Рік тому

    Thank you bhaii..ato sondor Alochonar jonno

  • @NazrulIslam-b5s
    @NazrulIslam-b5s 3 місяці тому

    ভারতের পশ্চিমবঙ্গের থেকে শুনছি

  • @ummakulsum2948
    @ummakulsum2948 Рік тому

    সুন্দর আলোচনা!

  • @saidulhasansakib1250
    @saidulhasansakib1250 Рік тому +1

    ফাইনালি আপনারা আবার ব্যাক করলেন, দেখে ভালো লাগলো। দুই সপ্তাহ অপেক্ষা করেছিলাম।

  • @mamunkhan5218
    @mamunkhan5218 Рік тому +1

    সিংগাপুর থেকে দেখছি

  • @princemahmud995
    @princemahmud995 Рік тому +4

    খুবই খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে।
    হাদিসের শর্ট বই টা দ্রুত পাবলিশ করবেন প্লিজ।

    • @Nixxar
      @Nixxar 8 місяців тому

      Quantum er ekta shahi hadlid er mormobani book ase sequence reference all are very effective and not different our Quran. You can choose. Hope its a good one. I always read that book .

  • @mijanurrahmanprodhani1233
    @mijanurrahmanprodhani1233 Рік тому

    India Assam from Guwahati.

  • @md.farukhossen7923
    @md.farukhossen7923 10 місяців тому

    From Khagrachhari, Bangladesh

  • @salahuddinahmed5032
    @salahuddinahmed5032 Рік тому

    I listen from Gazipur.

  • @mdrafiqueuddin5468
    @mdrafiqueuddin5468 9 місяців тому

    Dear Sajal Bhai, I am from Dhaka,

  • @rashedalam5525
    @rashedalam5525 11 місяців тому

    Rashed,listen from dhaka

  • @sonto04
    @sonto04 Рік тому

    Loud and clear. Sontu manikgonj

  • @bonimondal7455
    @bonimondal7455 10 місяців тому

    From west bengal India.

  • @songsarbazar698
    @songsarbazar698 6 місяців тому

    চট্টগ্রাম থেকে

  • @anwarulislam6482
    @anwarulislam6482 Рік тому +1

    বাংলাদেশে রি ফাইনেন্সিং করলে বিশাল একটি রেজিষ্ট্রেশান খরচ যোগ হয়। তাই ২য় ব্যাংক সকল দলিল গ্রহন করে, দায় গ্রহন করে প্রথম ব্যাংকের ঐদিন পযন্ত সকল দায় পরিশোধ করে দেয়। পরিশোধিত দায় ২য় প্রান্তিকের লোন হিসাবে গন্য হয়।

  • @sumonsiddique4660
    @sumonsiddique4660 Рік тому

    👍👍👍. V v important topics

  • @abdussobhanbabul9977
    @abdussobhanbabul9977 Рік тому

    শরীয়তপুর, বাংলাদেশ

  • @md.nazmulhaqueshohel9054
    @md.nazmulhaqueshohel9054 7 місяців тому

    From Bogura

  • @fakhruzzamankhan6403
    @fakhruzzamankhan6403 Рік тому

    ঢাকা থেকে শুনছি।

  • @dgartstarashhomedecorillus9579

    সময় হলে দেশে পরিশ্রম ও দেশের বাহিরে পরিশ্রম করে জীবনে অার্থিক সহ সম্মান ও ক্যিরিয়ার উন্নতি পম্পর্কে অালেচনা করলে অামার তমো অনেকেই সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, ধন্যবাদ।

    • @nuraminsuza
      @nuraminsuza Рік тому

      ইসলাম চাকোরি সমর্থন করেনা ।

  • @skenamul7967
    @skenamul7967 10 місяців тому

    I am from India (Kolkata).

  • @jisunboss5133
    @jisunboss5133 Рік тому

    Salam from Narsingdi

  • @ManwarSultana-cp2et
    @ManwarSultana-cp2et 8 місяців тому

    Pl say about interest of shayaptra that halal or haram

  • @farukchoudhury934
    @farukchoudhury934 Рік тому +1

    The main aspect of the lending in those days is missing in the discussion. There was no concept of currency in those days and lending used to take place in the form of goods, particularly food grain to the hungry. Lending or borrowing currency for any purpose is totally different from lending or borrowing food.

  • @othergaming
    @othergaming Рік тому

    আমি ভারত থেকে দেখছি।

  • @durdeshcanada
    @durdeshcanada Рік тому +1

    রিবার বাংলা প্রতিশব্দ কী? সুদের আরবি প্রতিশব্দই বা কী?

  • @abdulalim6243
    @abdulalim6243 10 місяців тому

    ভারত বধমান থেকে দেখছি

  • @sheikhdaulatana9193
    @sheikhdaulatana9193 Рік тому

    go ahead,we are with you.

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 Рік тому

    Noakhali theke raihan

  • @rivanchoudhury5521
    @rivanchoudhury5521 Рік тому +1

    Thanks 🎉, from Dhaka

  • @farazulhoque
    @farazulhoque Рік тому +1

    From Mirpur.Dhaka

  • @alisafah2427
    @alisafah2427 Рік тому

    ভিয়েনা থেকে।

  • @rabiulsardar5204
    @rabiulsardar5204 Рік тому

    Dada that's good & so going

  • @sultanarazia4844
    @sultanarazia4844 Рік тому +1

    ব্যাঙ্কের জন্য দোয়া করে 😂। Sorry প্রথমেই intellectual হতে পারলাম না। সময় এবং মেধা দিয়ে informative আলোচনা করছেন। Thank you.

  • @mdmohosin1648
    @mdmohosin1648 Рік тому

    সজল স্যার আপনার কাছে বায়াত নিব❤

  • @SmilingCake-ob7wm
    @SmilingCake-ob7wm 10 місяців тому

    assalamu alaikum bhai please Ami Apna Sathi Kotha bolte chai Inshallah

  • @yourtube8467
    @yourtube8467 Рік тому +1

    ফকরুল ভাইয়ের কথা বুঝতে অনেক কষ্ট হয় ।

  • @mdbillalbillal3798
    @mdbillalbillal3798 Рік тому

    কাতর থেকে দেখছি

  • @AbdulHakim-mk9sr
    @AbdulHakim-mk9sr Рік тому

    কল্যাণপুর, ঢাকা হতে দেখছি।
    অসাধারন আলোচনা।

  • @AbdurRazzak-g4m
    @AbdurRazzak-g4m 10 місяців тому

    খুলনা থেকে

  • @shahjalalsabuz8610
    @shahjalalsabuz8610 Рік тому

    মাদারীপুর থেকে দেখছি

  • @khairulbasher
    @khairulbasher Рік тому +2

    হুজুরা এই সুদ সংক্রান্ত আলোচনা করতে ব‍্যার্থ কারণ অর্থের মূল‍্য তারা বুঝেই না।

  • @banglarchaya2212
    @banglarchaya2212 Рік тому

    Assalamu-alaiqum. Very beneficial discussion. Allah will live you long! Could you please onboard Islamic scholars in each of your live show.

  • @maymunamehjabin5761
    @maymunamehjabin5761 Рік тому

    কোরআন ভিত্তিক আলোচনা আলোচনা আমাদের আলোকিত করে।আমি জানতে চাচ্ছি ঐ তিন হাজার হদিসের কোন কিতার বা ডকুমেন্ট কি ভাবে পেতে পারি

  • @mohammedismail3098
    @mohammedismail3098 10 місяців тому

    From bangladesh

  • @bdlifeinfinland
    @bdlifeinfinland Рік тому

    আসসালামুআলাইকুম সকল ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা।

  • @mdtouhidulislam1825
    @mdtouhidulislam1825 Рік тому +2

    মাশাআল্লাহ ইন্টারেস্ট আর ইউজার সম্পর্কে ভালোমতো বুঝেছি। Thanks all

    • @ahmedmoshfique9844
      @ahmedmoshfique9844 Рік тому

      Please share the vedios

    • @tabassumtaharin2918
      @tabassumtaharin2918 9 місяців тому

      সুদকে interest/usury যে নামেই ডাকুন না কেন উভয়ই হারাম। আপনাকে এ বিষয়ে গভীরভাবে পড়াশোনা করে জনসমক্ষে মতামত প্রদানের আহ্বান জানাই। হঠাৎ করে যে কোন সমাজে ইসলামী ব্যাংকিং চালু করা যাবে না। ইসলামী ব্যাংকিং চালু করার প্রথম শর্ত হচ্ছে সমাজে ইনসাফ থাকতে হবে। সমাজে ন্যায়নিষ্ঠতা এবং সততা থাকতে হবে। ব্যবসায় লাভ হয়েছে কিন্তু ঋণগ্রহীতা/বিনিয়োগ গ্রহীতা বলবে না যে তার ব্যবসায় লোকসান হয়েছে। ঋণ/বিনিয়োগ নিয়ে কেউ মিথ্যা বললে তার প্রতিকার থাকতে হবে। আমি বোঝাতে চাচ্ছি, যথাযথ ইসলামী ব্যাংকিং নীতিমালা এবং আইন কানুন ও তার প্রয়োগ থাকতে হবে। এখানে উল্লেখ্য, ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের প্রধান ভূমিকা হবে বিনিয়োগ ব্যবস্থাপকের।বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সম্পদ যে কতগুলো গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে, তার মূলে আছে সুদ-ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। সুদের কুফল সম্পর্কে বুঝতে হলে সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল ব্যবস্থা সম্পর্কে জানতে হবে, যেখানে থাকবে কেন্দ্রীয় ব্যাংকিং, রিজার্ভ মানি ক্রিয়েশন, ক্যাপিটাল মার্কেট, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির ভূমিকা এবং সর্বোপরি সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় প্রকৃত সম্পদের ব্যাকিং বাদ দিয়ে আমরা যে মানি সাপ্লাই দিচ্ছি, তা কি ন্যায় সঙ্গত? এতে করে সাধারণ মানুষের সঞ্চয় ক্রয় ক্ষমতা হারাচ্ছে। আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমকে যেভাবে জটিল করে তুলেছি, তা সাধারণ মানুষের বোঝার বাইরে। আর এভাবেই সাধারণ মানুষ বঞ্চনা এবং বে-ইনসাফির শিকার হচ্ছে। সেজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে সহজ সরল ভাবে ব্যবসা/বিনিয়োগ করতে বলেছেন, আর তাতেই মানবজাতির কল্যাণ নিহিত আছে।

  • @habiburrahman5260
    @habiburrahman5260 Рік тому

    Good job bro

  • @RabinMandal-e5z
    @RabinMandal-e5z 8 місяців тому

    From Assam

  • @meermosfeq-us-saleheen3547
    @meermosfeq-us-saleheen3547 Рік тому

    Saleheen from Kushtia

  • @shafiullah4402
    @shafiullah4402 Рік тому

    শফি উল্লাহ, রামপুরা

  • @zahidhasan4950
    @zahidhasan4950 Годину тому

    বড় ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, হুজুররা তো বলে জমি বন্দক রাখা হারাম, এই বিষয়ে আপনার একটা ভিডিও চাই, তাহলে আমি নিশ্চিত হতে পারবো, প্লিজ একটা ভিডিও চাই আপনার

  • @sultanarazia4844
    @sultanarazia4844 Рік тому

    Refinance করাটা depends করে । কি ভাবে refinance হচ্ছে। অনেক গুলোর একটা হচ্ছে; same bank or another financial institution কিনা। কিছু একটা pay করতে হয় against refinance. Extra from your pocket অথবা এই extra pay against refinance will add in your mortgage. বুঝাতে পেরেছি কিনা।

  • @zalalmia5447
    @zalalmia5447 4 місяці тому

    তাহলে সহনীয় পর্যায়ের সুদের হার কেমন বা কত % হবে।

  • @psd8845
    @psd8845 Рік тому +1

    স্যার, দুটো টপিক নিয়ে গঠনমূলক আলোচনার অনুরোধ জানাচ্ছি,
    ১. সূরা নিসার আয়াত নং ৩৪ নিয়ে। প্রয়োজনে সম্পূর্ণ সূরাটি নিয়ে।
    ২. ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোন থেকে বিবর্তনবাদ।
    ধন্যবাদ।❤

  • @Mohosin1723
    @Mohosin1723 10 місяців тому

    Panchagar tetulia Bangladesh

  • @shahidullah2857
    @shahidullah2857 Рік тому

    From Narsingdi

  • @MdshifulMdhipon-et2ee
    @MdshifulMdhipon-et2ee Рік тому

    আমি শের পুর থেকে আছি