🐟 বেটা মাছঃ সবচেয়ে আকর্ষণীয় মাছ সম্পর্কে কিছু অজানা তথ্য (Betta Fish)

Поділитися
Вставка
  • Опубліковано 27 чер 2020
  • 🐠 Betta Fish: Know about the most beautiful and Stunning Fish
    #betta_fish #beautiful_fish #betta
    মাছ একটি শীতল রক্ত বিশিষ্ট মেরুদন্ডী প্রাণী, যারা ফুলকার সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায় আর চলাচলের জন্য এদের রয়েছে পাখনা। প্রাণীজ আমিষের উৎসগুলোর মধ্যে মাছ অন্যতম। পুষ্টি সরবরাহ, কর্মসংস্থান তৈরী এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছের প্রধান উৎস হলো নদী ও সমুদ্র। এছাড়া হাওড়-বাওড়, খাল-বিল ও পুকর মাছের অন্যতম উৎস হিসেবে কাজ করে।
    পৃথিবীতে প্রায় ২৯,০০০ প্রজাতির মাছ পাওয়া যায়। তন্মধ্যে বাংলাদেশে ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এছাড়া ১২টির অধিক প্রজাতির বিদেশি মাছ ও ৭০ এর অধিক প্রজাতির বিদেশী বাহারী মাছ এ্যাকুয়ারিয়ামে চাষ করা হয়ে থাকে।
    এদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বাহারী মাছ হলো বেটা মাছ। আকারে ছোট, বাহারী রঙ ও লম্বা পাখনা যুক্ত চিত্তাকর্ষক মাছগুলোকে আপনি পোষা প্রাণীর দোকান বা ফুটপাথের অস্থায়ী দোকানগুলোতে দেখতে পাবেন। সৌখিন মানুষেরা অ্যাকুরিয়ামে এটিকে পালন করে থাকেন। মাছের এই প্রজাতিটি থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মেকং অববাহিকায় পাওয়া যায়। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় থাইল্যান্ডের চাও ফ্রেয়া নদীতে।
    লেজ, রঙ এবং প্যাটার্ণ এর উপর ভিত্তি করে বেটা মাছ বিভিন্ন ধরণের হয়ে থাকে। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্রাউন টেইল বেটা, ভেইলটেইল বেটা, প্লাকাট বেটা, হাফমুন বেটা, ডাবলটেইল বেটা, এলিফেন্ট এয়ার বেটা, ব্ল বেটা, রেড বেটা, গ্রীণ বেটা, ড্রাগণ স্কেল বেটা, মার্বেল বেটা ইত্যাদি।
    এপর্যায়ে এই মাছ সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছিঃ
    নাম্বার একঃ এরা মাত্র তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় এবং সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাঁচে।
    নাম্বার দুইঃ লড়াকু স্বভাবের হওয়ায় একটি ট্যাংকে একটি পুরুষ এবং একটি স্ত্রী মাছ ছড়া ততোধিক মাছ রাখা যায় না।
    নাম্বার তিনঃ পুরুষ বেটা যদি কোন স্ত্রী বেটার প্রতি আকর্ষণবোধ করে তবে তারা ফুলকা ও পাখনা প্রসার করে এবং তাদের দেহ নাচার ভংগিমায় মোচড়াতে থাকে। স্ত্রী বেটাও যদি আকর্শিত হয় তবে তারা তাদের দেহের রঙ গাঢ় করে ফেলে এবং দেহে ভার্টিকেল লাইন তৈরী করতে থাকে যেগুলো ব্রিডিং বার হিসেবে পরিচিত।
    নাম্বার চারঃ স্ত্রী মাছ ডিম পাড়ার পর পুরুষ মাছ দ্বারা বিতাড়িত হয় কারণ স্ত্রী মাছ ডিম খেয়ে ফেলতে থাকে। আর অ্যাকুরিয়ামের ক্ষেত্রে যদি স্ত্রী মাছকে সরিয়ে না নেয়া হয় তবে পুরুষ মাছ স্ত্রী মাছটিকে মেরে ফেলে। পরিণত হওয়ার আগ পর্যন্ত পুরুষ মাছই ডিম ও পোনা মাছের খেয়াল রাখে।
    নাম্বার পাঁচঃ পেটএমডির মতানুসারে, বেটা মাছ তাদের মানব অভিভাবককে চিনতে পারে। তারা যখন তাদের অভিভাবককে এগিয়ে আসতে দেখে তখন তারা উত্তেজনার সাথে সাঁতার কাটতে থাকে। এরা খুব কৌতূহলী কারণ এরা তাদের ট্যাঙ্কে রাখা নতুন বস্তুগুলোকে বিস্ময়ের সাথে পরিদর্শন করতে থাকে।
    নাম্বার ছয়ঃ এরা হলো বুদ্ধিমান মাছ। এদেরকে ছোট খাটো বিষয়ে ট্রেইনিংও দেয়া যায়। যেমনঃ এরা কারো আঙ্গুল ফলো করে সাঁতার কাটতে পারে, এমনকি ছোট বলকে ঠেলে লক্ষ্যে পৌছাতে পারে।
    নাম্বার সাতঃ এই মাছ তাদের উৎপত্তিস্থল থাইলান্ডে “প্ল্যাকড” নামে পরিচিত এবং “প্রাচ্যের রত্ন" হিসাবেও এদের খ্যাতি আছে।
    ✔ নিকোবর কবুতরঃ পৃথিবীর সবচেয়ে সুন্দর কবুতর সম্পর্কে জেনে নিন: bit.ly/2AfIZhA
    ✔ ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট: সবচেয়ে অদ্ভুত সুন্দর পাখি: bit.ly/3dKXbwt
    ✔ 21 Most Beautiful and Unusual Ducks in the World: bit.ly/3dDdWdl
    ✔ Top 15 Most Beautiful Birds in the World: bit.ly/3cn50sr
    ✔ Top 10 Unique & Unusual Birds in The World 4K: bit.ly/3ckpfqU
    ✔ Top 15 Most Beautiful Pheasants on Earth: bit.ly/2WFHVuu
    ✔ Top 20 Most Beautiful Goose Breeds in the World: bit.ly/3cyuiEl
    ✔ Top 10 Most Beautiful Pigeons on Earth: bit.ly/35UH1yr
    ✔ Top 10 Most Beautiful & Stunning Fishes on Earth: bit.ly/2WjCjqT
    ✔ Top 10 Most Beautiful and Stunning Flowers on Earth: bit.ly/2T7R91G
    ✔ The 10 Best Pet Turtle: bit.ly/2WXLiyf
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 4