স্যার, আমার খুব ছোটবেলা থেকেই শীতের সময় শরীরের বিভিন্ন অংশ ফেটে যায় এবং গরম আসলে আবার এটি স্বাভাবিক হয়ে যায়। এই রোগটি আমার বাবারও আছে।সুতরাং বলতে পারেন এটা বংশগত কারণে হয়েছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কি? ৪/৫ বছর বয়স থেকে এটি হয়েছে এবং বর্তমান আমার বয়স 24 বছর।
আমার বয়স ২৭। অনেক বছর ধরে আমার শরীরে পানি লাগলেই চুলকায় গোসলের পর আধা ঘণ্টার মত চুলকানি হয়।অনেক ডাক্তার দেখিয়েছি কোন উপকার পাইনি। কি করতে পারি পরামর্শ দেন প্লিজ
স্যার প্রায় ১০ বছর ধরে আমার পায়ের আঙ্গুলের পাশে ফোসকার মত পরে, ওগুলা ফেটে গেলে পানি গুলো যেখানে লাগে সেখানে ওসব জায়গায় আবার ফোসকা জাগে,,তাছাড়া আঙুলের পাশ এবং গোড়ালি ফাটে সাড়া বছর,, অনেক চর্মরোগের ডাক্তার দেখাইছি অনেক ঔষধ খাইছি,, কাজ হয়না একবার বিটাভেট সি এল দিছিলো ডাক্তার,, যখন লাগাই তখন কমে না লাগালেই আবার হয়,, এখন অন্য একজন ডাক্তার ক্লোসালিক অয়েন্টমেন্ট দিছে তাও কাজ হচ্ছে না
আমার বয়স ২১ বছর আমার শীত গরম সব সময় পা ফাটা থাকে। আমার ত্বক বেশি ওয়েলি না। হাত পায়ের ত্বক খসখসে কিভাবে সব সময় সফ্ট রাখবো আর এই ফাটা ভালো হবে বললে উপকৃত হতাম।
পা নিয়মিত পরিষ্কার রাখবেন, বাহির থেকে এসে , ঘুমানোর আগে পা ভালমত ধুয়ে ভ্যাসলিন/ লোশন লাগাবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে , তবে যদি ঠিক না হয় তাহলে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ মেডিসিন এর কাজ / তেল, শ্যাম্পু এগুলোর নাম / কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা / ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম / জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বর্ননা অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না
অল্প বয়সে চুল পাকা জেনেটিক সমস্যা বা অন্য চর্ম রোগের কারনেও হতে পারে, আপনি দ্রুত একজন চর্ম বিশেষজ্ঞ দেখান এবং তার প্রেশক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করুন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ
পা নিয়মিত পরিষ্কার রাখবেন, বাহির থেকে এসে , ঘুমানোর আগে পা ভালমত ধুয়ে ভ্যাসলিন/ লোশন লাগাবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে , তবে যদি ঠিক না হয় তাহলে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
স্যার, আমার খুব ছোটবেলা থেকেই শীতের সময় শরীরের বিভিন্ন অংশ ফেটে যায় এবং গরম আসলে আবার এটি স্বাভাবিক হয়ে যায়। এই রোগটি আমার বাবারও আছে।সুতরাং বলতে পারেন এটা বংশগত কারণে হয়েছে। এই রোগ থেকে মুক্তি পাওয়ার কোন সম্ভাবনা আছে কি?
৪/৫ বছর বয়স থেকে এটি হয়েছে এবং বর্তমান আমার বয়স 24 বছর।
বংশগত কারনে হলে এটা সমাধান করার সম্ভাবনা কম, এটা কে নিয়ন্ত্রনে রাখতে হবে, আপনি একজন চর্ম বিষয়ক ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নিন এই ব্যাপারে
ওয়া আলাইকুমুস্ সালা-ম ওয়া রহমাতুল্ল-হি ওয়া বারকা-তুহ।
আপনার জন্য দোয়া এবং শুভকামনা।
ধন্যবাদ
@@MediTalkDigital আল্লহু আকবার, স্বল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম আল্লহ্ আপনাকে তিনার নিজ হিফাজতে রাখুক সবসময়। আমীন আমীন আমীন।
@@s.i6177 আল্লারে ডাকিয়েন না । তিনি ঘুমাইতেছেন ।
@@tapaskumarbhar6206 তিনি ঘুম থেকে চির পবিত্র।
আসসালামু আলাইকুম কেমন আছেন। স্যারের সাথে অনলাইনে কিভাবে যোগাযোগ করতে পারব। আমি সৌদি আরব থেকে বলতেছি।
অনুগ্রহ করে ভিডিওটি ভালো করে দেখুন, আমরা সব ভিডিওতে ডাক্তারের চেম্বারের সিরিয়াল নাম্বার দিয়ে দেই, অনুগ্রহ করে কল করে জেনে নিন।
আমার বয়স ২৭। অনেক বছর ধরে আমার শরীরে পানি লাগলেই চুলকায় গোসলের পর আধা ঘণ্টার মত চুলকানি হয়।অনেক ডাক্তার দেখিয়েছি কোন উপকার পাইনি। কি করতে পারি পরামর্শ দেন প্লিজ
আপনার এটা পানির জন্য না বরং আপনার এলার্জির সমস্যা আছে যেটা পানির কারনে বেড়ে যায়,আপনি চর্ম ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মত ঔষধ সেবন করতে থাকুন, ধন্যবাদ
স্যার প্রায় ১০ বছর ধরে আমার পায়ের আঙ্গুলের পাশে ফোসকার মত পরে, ওগুলা ফেটে গেলে পানি গুলো যেখানে লাগে সেখানে ওসব জায়গায় আবার ফোসকা জাগে,,তাছাড়া আঙুলের পাশ এবং গোড়ালি ফাটে সাড়া বছর,, অনেক চর্মরোগের ডাক্তার দেখাইছি অনেক ঔষধ খাইছি,, কাজ হয়না একবার বিটাভেট সি এল দিছিলো ডাক্তার,, যখন লাগাই তখন কমে না লাগালেই আবার হয়,, এখন অন্য একজন ডাক্তার ক্লোসালিক অয়েন্টমেন্ট দিছে তাও কাজ হচ্ছে না
বার বার ডাক্তার পরিবর্তন না করে একজন ডাক্তারের পরামর্শ মত ঔষধ গ্রহন করুন, ধন্যবাদ
স্যার আমার পায়ের গোড়া থেকে চামড়া উটে কি ব্যবহার করলে সমাধান পাবো
আপনার নিকস্টস্থ স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগ করুন ,চর্ম ডাক্তার দেখিয়ে তার পরামর্শ অনুযায়ী চলুন এবং তিনি ঔষধ দিলে তা নিয়মিত গ্রহন করুন। ধন্যবাদ
আমার বয়স ২১ বছর আমার শীত গরম সব সময় পা ফাটা থাকে।
আমার ত্বক বেশি ওয়েলি না। হাত পায়ের ত্বক খসখসে কিভাবে সব সময় সফ্ট রাখবো আর এই ফাটা ভালো হবে বললে উপকৃত হতাম।
পা নিয়মিত পরিষ্কার রাখবেন, বাহির থেকে এসে , ঘুমানোর আগে পা ভালমত ধুয়ে ভ্যাসলিন/ লোশন লাগাবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে , তবে যদি ঠিক না হয় তাহলে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
আমার ১২ মাস পা ফাটে কমে না,ড্রাই থাকে,চুলকায়,এলারজি আছে,অনেক ডাক্তার দেখায়ছি কাজ হচ্ছেনা,প্লিজ ভালো একটা মিডিসিন দেন
দুঃখিত এখানে কোন প্রেসক্রিপশন, মেডিসিন এর নাম / ব্রান্ড এর নাম/ মেডিসিন এর কাজ / তেল, শ্যাম্পু এগুলোর নাম / কেনাকাটার লিংক বা যে কোন চিকিৎসা / ডায়েট চার্ট/ টেষ্টের নাম/ রিপোর্ট এর ব্যাপারে মন্তব্য/ বাচ্চাদের কোন দুধের নাম / জন্মনিয়ন্ত্রন পদ্ধতির বর্ননা অথবা ডাক্তারের নম্বর দেয়া হয় না
Apu amr o sara bochor pa fate doktor dekhaici kaj hoi na.apnar akhon ki obsta
স্যার আমার বয়স বিশ বছর কিন্তু অনেক চুল পেকে য়াচ্ছে এগুলো কি আবার কালো হবে এবং কোনো চিকিৎসা আছে কি
অল্প বয়সে চুল পাকা জেনেটিক সমস্যা বা অন্য চর্ম রোগের কারনেও হতে পারে, আপনি দ্রুত একজন চর্ম বিশেষজ্ঞ দেখান এবং তার প্রেশক্রিপশন অনুযায়ী ঔষধ সেবন করুন। আশা করি ভালো থাকবেন। ধন্যবাদ
কোথাকার চুল ?
Ami saradin basay thaki and amr wait o kom but amr sit and gorome sob somoy pa fate
পা নিয়মিত পরিষ্কার রাখবেন, বাহির থেকে এসে , ঘুমানোর আগে পা ভালমত ধুয়ে ভ্যাসলিন/ লোশন লাগাবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে , তবে যদি ঠিক না হয় তাহলে একজন চর্ম বিশেষজ্ঞ দেখান ও তার পরামর্শ নিন, ধন্যবাদ
আমি অনেকে দিন চিকিৎসা করে কোনো সমাধান পাইনি স্যার আমার পা থেকে রক্ত বের হয় ফেটে এবং পায়ের চামড়া অসাভাবিক থাকে সারা বছর আমার ক্ষেরে কি করা প্রয়োজন
আপনি একজন চর্ম ডাক্তারকে সরাসরি দেখান , আপনার সমস্যা নির্নয় করে চিকিৎসা দেয়া প্রয়োজন, ধন্যবাদ