চুল পড়া সমস্যা কি এবং কেন হয়? চুল পড়া সমস্যার সমাধান ও চিকিৎসা | ডাঃ মোঃ মুরাদ হোসেন | Sebaghar

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024
  • বর্তমানে চুল পড়া অত্যন্ত সাধারণ একটি সমস্যা। আমাদের সাধারণত প্রতিদিন ১০০-১৫০ টি চুল পড়ে থাকে যা খুব স্বাভাবিক। কিন্তু এর বেশি চুল পড়লে সেটি অস্বাভাবিক এবং এর জন্য চিকিৎসার প্রয়োজন পড়ে। চুল পড়ার নানা ধরণের কারন থাকতে পারে, তার মধ্যে হরমোনজনিত কারনে চুল বেশি পড়ে থাকে।
    🤳🤳 ঘরে বসে ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে ইন্সটল করুন সেবাঘর অ্যাপঃ
    প্রধানত চুল পড়ার কারণকে দুই ভাগে ভাগ করা হই। একটি নন স্কারিং এবং আরেকটি স্কারিং। পুরুষের ক্ষেত্রে মাথার সামনের দিকে দুই পাশ ধরে চুল পড়া শুরু হই, মাঝে মাঝে মাথার মাঝখান থেকে চুল পড়ে তবে সেটা খুব কম। মহিলাদের ক্ষেত্রে মাথার উপরের দিক থেকে চুল উঠা শুরু হই। চুলের উপরের অংশকে হেয়ার শেপ বলা হয়ে থাকে।
    যে যে কারণে চুল বেশি পড়তে পারেঃ
    অ্যান্ড্রোজেনিক হরমোন শরীরে বেশি থাকলে তাদেরই চুল বেশি পরে। এই হরমোন সাধারণত নারীদের তুলনায় পুরুষের শরীরে বেশি পরিমাণে থাকে।
    চুলে ছত্রাকের সংক্রমণ বা খুশকি চুল পড়ার অন্যতম কারণ।
    চুলের স্বাস্থ্য নির্ভর করে শরীরের পুষ্টির ওপর। শরীরে পর্যাপ্ত পরিমানে আমিষ, শর্করা, চর্বি, খনিজ ও ভিটামিন অভাব থাকলে চুল পড়ে যায়।
    অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগলে বা দীর্ঘদিন মানসিক সমস্যা থাকলে স্বাভাবিকের চেয়ে বেশি চুল পড়তে পারে।
    শরীরে হরমোনের কম-বেশি হওয়ার কারণে চুল উঠে যেতে পারে।
    থেরাপিজনিত কারনে চুল উঠে যায়।
    বিভিন্ন রকম অসুখে অনেক সময় চুল উঠে যায়।
    চুল পড়া রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করছেনঃ
    ডাঃ মোঃ মুরাদ হোসেন
    এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিডি (থাইল্যান্ড)
    কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, উত্তরা, ঢাকা।
    চর্মরোগ বিশেষজ্ঞ
    #sebaghar #চুলপড়াসমাধান #স্কিনডাক্তার
    অনলাইনে ডাক্তারের ভিডিও কনসালটেশনে পরামর্শ নিতে সেবাঘর অ্যাপটি ইন্সটল করে নিন।
    সেবাঘর হটলাইন সার্ভিসে যুক্ত হতে কল করুনঃ ☎️☎️ 01951-900200
    আমাদের ওয়েবসাইটঃ 💻 💻 sebaghar.com/
    ✔️✔️ রোগের শুরুতে যদি সঠিক চিকিৎসা করানো যায় তবে রোগ অল্পতেই সেরে যায় এবং দাগ বসে যাওয়ার হার ০% এ নেমে আসে। এক্ষেত্রে বাজারে প্রচলিত চটকদার বিজ্ঞাপন দেওয়া বিভিন্ন রকম ক্রিম থেকে সাবধান থাকতে হবে। এগুলো শুধু রোগ বাড়ায় না আক্রান্ত স্থানটিতে চিরতরে দাগ ফেলে দেয়। তাই প্রয়োজন একজন ভালো চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ওষুধ সেবন।
    Facebook👉👉 / sebaghar
    Twitter👉👉 / sebaghar
    Linkedin👉 / sebaghar
    Related keywords🏷️🏷️ 🏷️
    sebaghar,চুলপড়া সমস্যা,ডাঃ মোঃ মুরাদ হোসেন,চুলপড়ার সমাধান,chul pora bondho dr tips,chul pora samosa,chuler jotne tel,chul gojanor upay,chul porar somadhan,chul pora bondho upay,চুল পড়া সমস্যার সমাধান,চুল পড়া সমস্যা সমাধানের উপায়,চুল পড়ার কারণ,চুল পড়া রোধে করণীয়,চুল পড়া বন্ধ,চুল পড়ার কারণ ও প্রতিকার,চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানোর উপায়,চুল পড়া বন্ধ করার উপায়bangla health tips,dr. md. murad hossain,skin specialsit murad,সেবাঘর

КОМЕНТАРІ • 73