মিকাত/হুদুদ (حدود) অর্থ কি? মক্কার সীমানা এর আয়তন কতটুকু?What are the boundaries of the Makkah Haram

Поділитися
Вставка
  • Опубліковано 12 чер 2023
  • মিকাত বা মক্কার সীমানা বা হুদুদ অর্থ কি এর আয়তন কতটুকু? হুদুদ একটি আরবি শব্দ যার অর্থ "সীমানা বা সীমানার সীমা" (আরবি: حدود)-What are the boundaries of the Makkah Haram/Hudud is an Arabic word meaning "borders, boundaries, limits". What are #Haram Boundaries of #MAKKAH? | مکہ مکرمہ کی حدود حرم کیا ہیں ؟
    (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)
    মিকাত কি?
    হুদুদ/মীকাত আরবি (ميقات) শব্দ এর অর্থ হলো সীমা/স্থান হজ্জ সংক্রান্ত কিছু স্থান বা জায়গাসমূহ। যেগুলো থেকে ইহরাম বাধতে হয়।
    যারা মক্কা আল মুকাররমার উদ্দেশ্যে বের হবে, তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান অতিক্রম করার আগে ইহরাম বেঁধে নেওয়া ওয়াজিব। ঐ নির্ধারিত স্থানকেই মীকাত বলে। কেউ যদি ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করে, তাহলে আবার মীকাতে ফিরে এসে ইহরাম বাঁধতে হবে, অন্যথায় দম ওয়াজিব হবে।
    হুদুদ মিকাত কয়টি ও কি কি?
    মক্কার হারাম এলাকা সুনির্দিষ্ট। হারামের চতুর্দিকে মিনারের ন্যায় সুস্পষ্ট সীমানা-পিলার বসানো আছে এবং পিলারের গায়ে সাধারণ মানুষের বুঝার জন্য আরবী ও অনারবী ভাষায় এর পরিচয় লেখা আছে।
    যে জায়গাটি এ পিলারের ভেতরে পড়বে সে স্থানটিকে মক্কার হারাম এলাকা। এ জায়গার ক্ষেত্রে শরিয়তের বিশেষ বিধানগুলো প্রজোয্য হবে; স্থানটির অফিসিয়াল নাম যেটাই হোক না কেন। আর যে স্থান এ পিলারগুলোর বাইরে পড়বে সে স্থান মক্কার হারাম এলাকার অন্তর্ভুক্ত নয়। হারাম এলাকার কোন হুকুম সে স্থানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এমনকি সে জায়গাটিকে যদি লোকেরা মক্কা বলে ডাকে তবুও অথবা সময়ের ব্যবধানে মানুষ যদি সে স্থানকে মক্কার একটি এলাকা মনে করে তবুও।
    মীকাতের স্থান মোট পাঁচটি :
    ১. ‘যুলহুলাইফা’
    মদীনা বা উত্তর দিক থেকে আগমনকারীদের জন্য। এখানে ‘মসজিদুল মীকাত’ নামে একটি শানদার মসজিদ আছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্বের জন্য এখান থেকে ইহরাম বেঁধেছিলেন। এখান থেকে মক্কা মুকাররমার দূরত্ব ৪১০ কি.মি.।
    ২. ‘জুহফা’
    (বর্তমান নাম ‘রাবিগ’) সিরিয়া ও মিসর তথা পশ্চিম দিক থেকে আগমনকারীদের জন্য। এখান থেকে মক্কা মুকাররমার দূরত্ব ১৮৭ কি.মি.।
    ৩. ‘করনুল মানাযিল’
    (বর্তমান নাম ‘আসসাইল’) নজদ এবং পূর্ব দিক থেকে আগমনকারীদের জন্য। এখান থেকে মক্কা শরীফের দূরত্ব প্রায় ৮০ কি.মি.।
    ৪. ‘ইয়ালামলাম’
    (বর্তমান নাম ‘সা'দিয়া') ইয়ামান এবং দক্ষিণ দিক থেকে আগমনকারীদের জন্য। এখান থেকে মক্কা শরীফের দূরত্ব প্রায় ১২০ কি.মি. কিংবা তার চেয়ে কিছু বেশি।
    ৫. ‘যাতুইরক’
    ইরাক এবং উত্তর-পূর্ব দিক থেকে আগমনকারীদের জন্য। (রদ্দুল মুহতার
    বি.দ্র: বাংলাদেশ, ভারত ও পাকিস্তান থেকে আকাশ পথে গমনকারীদের বিমান করনুল মানাযিল ও যাতুইরক বরাবর হয়ে মীকাতের সীমানায় প্রবেশ করে বলে প্রতীয়মান হয় এবং বিমান জেদ্দা অবতরণের সাধারণত ২০/২৫ মিনিট পূর্বে মীকাতের সীমানায় প্রবেশ করে। এ জন্য আকাশ পথে গমনকারীদের নিজ বাসা, বিমানবন্দর কিংবা বিমান জেদ্দায় অবতরণের কমপক্ষে ২০-২৫ মি. পূর্বে ইহরাম বেঁধে নিতে হবে, অন্যথায় দম ওয়াজিব হয়ে যাবে। (জাওয়াহিরুল ফিকহ ১/৪৬৫, আহকামে হজ্ব ৩৭-৪২)
    #আমি_প্রবাসী_বাঙ্গালি_YIR @amiprobashibangaleeyir1987 #ami_probashi_Bangali_YIR #প্রবাসী_খবর #সৌদি_আরব #মক্কা #Saudiarabia🇸🇦 #mokkah🕋 #modin #al-haram #umrah, #hajj #Saudi_Arab_Bangala_News #yirallsolution #amiprobashibangali @y.i.ridoy #how #to #front #travel #fun #replace
    👉My Youtub Channel Link - / @amiprobashibangaleeyi...
    👉My Twitter Link - yirctg1987?t=Dr8S...
    👉My Facebook Link -
    / mohammadyounusislam.ri...
    👉My Tiktok Link -
    vt.tiktok.com/ZSR528CPV/
  • Ігри

КОМЕНТАРІ • 2