,Tower crane's last day at the site:কনস্ট্রাকশন সাইটে টাওয়ার ক্রেনের শেষ দিন: নিজেই নিজেকে খুলল
Вставка
- Опубліковано 8 лют 2025
- ভিডিওর জন্য ডিসক্রিপশন:
"টাওয়ার ক্রেনের শেষ দিন: মালয়েশিয়ায় বাংলাদেশি টিম লিডারের দক্ষতা ও দায়িত্ব"
মালয়েশিয়ার আধুনিক কনস্ট্রাকশন সাইটে টাওয়ার ক্রেনের শেষ দিনের গল্প। এই ভিডিওতে আমরা দেখাবো, কিভাবে বাংলাদেশি টিম লিডার আলম ভাই তার দক্ষতা, দায়িত্বশীলতা এবং নেতৃত্ব দিয়ে সফলভাবে টাওয়ার ক্রেন খুলে ফেলার কাজ সম্পন্ন করেন।
ভিডিওতে যা দেখতে পাবেন:
টাওয়ার ক্রেন খোলার কাজের গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বাংলাদেশি কর্মীদের পরিশ্রম, দক্ষতা এবং কোম্পানির কাছে সুনাম অর্জনের গল্প।
এই পেশায় কর্মসংস্থানের সুযোগ, উচ্চ বেতন, এবং ক্যারিয়ার সম্ভাবনা।
টিম লিডার আলম ভাইয়ের ইন্টারভিউ, যেখানে তিনি তার অভিজ্ঞতা এবং নতুনদের জন্য পরামর্শ শেয়ার করেছেন।
এই ভিডিওটি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির বাস্তবতা এবং বাংলাদেশি কর্মীদের অবদান সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেবে।
আপনার মতামত জানান এবং আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
---
ট্যাগ (Tags):
#TowerCrane #ConstructionLife #BangladeshiWorkers #TeamLeader #MalaysianConstruction #ModernConstructionTechnology #HighSalaryJobs
বড় ভাই ❤❤
❤ ভাই আপনাকে
ধন্যবাদ
আপনাকেও ধন্যবাদ
ভাই আমি টাওয়ার ক্রেন পাছাংয়ের কাজ শিখতে চাই। আমার অনেক দিনের ইচ্ছা,আগ্রহ টাওয়ার ক্রেন লাগানোর কাজ শিখার জন্য।আমাকে প্লিজ একটু সাহায্য করুন ❤❤❤ আমি মালয়েশিয়াতে অনেক জনের সাথে যোগাযোগ করেছি আমাকে এই টাওয়ার ক্রেন এর কাজে নেওয়ার জন্য। কিন্তু কারো কাছ থেকে হেল্প পাইনি।❤
আসসালামুয়ালাইকুম বড়ভাই আমি টাওয়ার ক্রেন পাছাংয়ের কাজ শিখতে খুবই আগ্রহী মালয়েশিয়াতে।❤❤ ভাই আমার উপরে উঠে কাজ করতে অনেক ভালো লাগে। এই কাজে অনেক এডভেনসার ও অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। আমি ১বছর ৬মাস হয় মালয়েশিয়াতে এসেছি। আমার কাছে পাসপোর্ট, সিআইডিবি এবং সুরত সবই আছে। আমি এখন মালাকাতে প্লানজার পাছাংয়ের কাজ করি। ভাই আমার অনেক দিনের ইচ্ছা আগ্রহ টাওয়ার ক্রেন কাজ শিখার জন্য। আমি অনেক জনের সাথে যোগাযোগ করেছি আমাকে নেওয়ার জন্য কিন্তু আমাকে সাহায্য করেনি কেউ ❤❤❤ প্লিজ আমাকে জানিয়েন ❤❤❤❤ আমি অপেক্ষায় থাকবো ইনশাআল্লাহ ❤❤❤
বড় ভাই আপনার সহায়তা পেলে আমি নিজের ইস্কিল ডেভলপ করতে পারবো ইনশাআল্লাহ❤❤❤@@alombiswas9922