কি ভুলের কারনে প্রতিটি বস্তা থেকে মাত্র ৫০০ থেকে ৬০০ গ্রাম আদা পেলেন চাষী l Roza Agro

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2024
  • বস্তায় আদা চাষী-
    আব্দুল মজিদ
    গ্রাম- রুদ্রবয়রা, ইউনিয়ন- পোগলদিঘা
    উপজেলা- সরিষাবাড়ী, জেলা- জামালপুর
    মোবাইল- 01728783736
    ============================================
    কি ভুলের কারনে প্রতিটি বস্তা থেকে মাত্র ৫০০ থেকে ৬০০ গ্রাম আদা পেলেন চাষী
    ============================================
    দর্শক বন্ধুরা-----এর আগের পর্বে আব্দুল মজিদের বস্তায় আদা চাষ নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, কেন তিনি বস্তায় আদা চাষ করেছেন, কিভাবে করেছেন এবং প্রতিটি বস্তায় কেমন খরচ হয়েছিল সেসম্পর্কে। বর্তমানে তাঁর আদা গাছের বয়স ৯ মাস। বীজ উপযোগী আদা পেতে আরও ১ থেকে দেড় মাস পর আদা উত্তোলন করার কথা থাকলেও, এখনই আদা উঠাতে হচ্ছে, যার ফলে প্রতিটি বস্তা থেকে মাত্র ৫০০ থেকে ৭০০ গ্রাম করে আদা পাচ্ছেন তিনি। অথচ ইতিপূর্বে একটি টেলিভিশন চ্যানেলে তিনি জানিয়েছিলেন, প্রতিটি বস্তা থেকে দেড়/ ২ কেজি আদা পাবেন। কেন ফলনে এমন ধস নামলো সেসম্পর্কেই আজকের এই প্রতিবেদন। আশাকরি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে বস্তায় আদা চাষে কি ভুল ছিলো চাষী আব্দুল মজিদের, সেসম্পর্কে জানতে পারবেন।
    #rozaagro
    #ginger
    #বস্তায় আদা চাষ

КОМЕНТАРІ • 17

  • @fahimahmedmd4389

    ভালো টাকা লাভ হয় দেখা যায় বিদেশ করে কি করছি তাহলে দেশে আইসা আদা চাষ করি তাহলেই তো ভালো হয়

  • @AmalBasumatari-bm7fo

    Good advice . Thanks

  • @abusohel329

    ভাই হিসাবে ভুল আছে, 14000 গাছে খরচ 5,00,000/-, আদা হবে 7000 কেজি, বাজার দর 160/-, তাহলে বিক্রি ১১,২০,০০০/-, লাভ ৬,২০,০০০/-, মাশাআল্লাহ।

  • @arifislam-eh8jr

    Thank you

  • @user-ux9zk7vh8v

    বালি মাটিতে আদা কেমন ফলন হয়

  • @user-lu2uu4dn2p

    কত শতাংস জমিতে রোপন করেছিলে

  • @user-ei9fc1ib2w

    কিভাবে আদার বীজ ভালো বীজ সংগ্রহ করা যায় কিভাবে রোপন করতে হয় এইগুলোই আমরা আমি জানতে চাই

  • @ShaimHaque

    vai uni investment krte pari ni per bostai 40 taka khoroch krle unar costing matro 56000 taka are uni lavoman hoi ni ata biswash korar moto na

  • @MustafizurRahman-ql8nu

    এটা কোন জাতের আদা

  • @jubayershovon8813

    এই উদ্যোক্তার নাম্বার টা পাওয়া যাবে কি

  • @jonyasr-lp7bj

    এই ভুল করলেন