১০০ ভাগ সঠিক ! তবে এই সঠিকতা সৃষ্টির সময় ও সুযোগ আমরা কেমন করে পেলাম ? তা কি আমরা কেউ জানার চেষ্টা করি ? উত্তর না ! এখনো না! আগামীতে ও না! ভবিষ্যেৎ ও না ! আমি যা বলতে ও বুঝাতে চেয়েছি! তা বলাও যথেষ্ট কঠিন! কারন আমাদের অজ্ঞতা, মুর্খতা, আবেগ ও বাড়াবাড়ি খুবই বেশি !
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, এন্ড্রো কিশোর প্রমূখদের এতোটাই প্রতিভা ছিলো যা ভারতের বিখ্যাত শিল্পী আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমারদের সাথে টেক্কা দেওয়ার মতো। কিন্তু আজ সবই স্মৃতি!
গানটিতে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। ”জন্ম থেকে জ্বলছি ”সিনেমার সবগুলি গানই অনবদ্য...সবগুলি গান রচনা করছেন এই ছবির পরিচালক আমজাদ হোসেন.....আমাদের হয়ত আরো শতবর্ষ অপেক্ষা করতে হবে আর একজন আমজাদ হোসেন কিংবা সাবিনা ইয়াসমিনের জন্য....আর অভিনেত্রী ববিতার কথা নাই বা বললাম..জনম জনম তব তরে কাঁদিব.........
@@MdMahbuburrahman-dg7gbসত্য কথা হলো,,,এখন করা সবগান একপাল্লায় দিলে আর সাবিনার একটা(মাত্র একটা)গান আরেক পাল্লায় দিলেও সাবিনার একটা গানের সমান হবেনা,,,
সিনেমার শেষ দৃশ্যটা ছিলো খুব হৃদয় বিদারক। ববিতা আর বুলবুল আহমেদের ছোট ছেলেটা ভিক্ষা করতে করতে যখন এই গান টা গাইছিলেন তখন এমন কোন মানুষ নাই কেদেছে যারা সিনেমাটা দেখেছে।
ও মা তোমার ভাঙা সংসার কবে যে সুখে ভরে তুলবো জন্ম থেকে জ্বলছি মাগো,জ্বলছি মাগো এরকম মায়া ভরা আবেগ মিশ্রিত গান এখন আর হয় না। আমজাদ হোসেনের মতো লিজেন্ড ডিরেক্টর দেশে আর তৈরি হয় নাই সাবিনা ইয়াসমিনের মতো কোকিল কন্ঠী গায়িকা আর হয় না বুলবুল আহাম্মদের মতো সুর্দশন পুরুষ,লিজেন্ড অভিনেতার বড্ড অভাব বতিতার মতো সুন্দরী অলরাউন্ডার অভিনেত্রী আর আসবে না
আমজাদ হোসেন পরিচালিত এই সিনেমা। এতো সুন্দর মনোমুগ্ধকর সিনেমার গল্প আর গান গুলোও অসাধারণ হয়েছে।। সিনেমার শেষের দিকে খুবই কষ্ট লেগেছিল।। এইধরনের সিনেমা হয়তো আর বাংলাদেশে তৈরি হবেনা। বুলবুল আহমেদ ছবির শেষে মারা যায় এটা খুব কষ্টের ছিল। দর্শক সিনেমা হল থেকে চোখের পানি ধরে রাখতে পারিনি। ❤❤❤❤ঢাকা মোহাম্মদপুর থেকে কমেন্ট করলাম।।
lot of things are symbolic here in this piece.. when you paint this picture and re-create the scene with your own imagination, you bound to have some goosebumps... definitely romantic! I think Humayun Ahmed & Amjad Hossain both of them were remarkable and excellent director, writer, producer & story-teller
দিন চলে যায় দাও গো বিদায় সময় হলে আর ফিরে আসবো না সময় কখনো হবে না চিরকাল আমার জীবনের পাতাটা অবাধ্য থেকে যাবে মলিন ময়লা দূরত্ব কখনো জীবনের পাতা খাতার পাতা উল্টে দেখবে না। এইতো মানুষ আমি
রেডিওতে গানগুলো শুনতে অসম্ভব ভালো লাগতো। আজও গানগুলো শুনি। কিন্ত আমার সন্তান বলে বাবা তুমি এ গান শুনতে। ছেলের বলার ধরন বুজতে পারছি। কারণ বর্তমান ডিজিটাল সব কেড়ে নিছে। বর্তমানে ডিজিটাল হয়েছে ঠিক কিন্ত গানের মান, ছবির মান বাড়েনি।
এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে ভালো সিনেমা সিনেমা হলে তিন চার সপ্তাহ থকতো ।ভালো সিনেমার গান অলিথে গলিতে শুনা যেত । জানিনা গত বিশ বছরে একটি সিনেমা ও গান মানুষের মনে জায়গা করে নিয়েছে আমার জানা মতে আমি খুঁজে পাই নাই । যদি কেউ জেনে থাকেন ,,,,,,,,,, , ,,
আহ; কি সুর কত আবেক ' মনে পরে যায় সেই শৈশবের কথা | সেই গ্রামের মেঠোপথ শষ্য-সেমলা ফসলের মাঠ | নদীতে পালতোলা নৌকা | প্রদিপ জ্বলা সন্ধ্যা | আর আসবে কি? না সেই মানুষ সেই দিন আর কোন দিন আসবেনা |
১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় এ ছবি গুলজার হলে ( বর্তমানে নাই)এ ছবিটি দেখেছি।ছবিটি দেখে কান্না করেছিলাম সে বয়সে। এ বয়সেও সে ছবি দেখতে ইচ্ছে করে। এখনো সুযোগ পেলে দেখি।
ভাবা যায় এই গান জাতীয় পুরুষ্কার পায়নি! অথচ রাস্তার শিল্পী ইমরানের তুই কি আমার হবিরে" ঐসব চতুর্থ শ্রেণীর গান জাতীয় পুরুষ্কার পায়! অধঃপতন আর কাকে বলে! সেই হিসেবে সাবিনা ইয়াসমিন তো তার ১৬ হাজার গানের মধ্যে অন্তত ১৬ টা জাতীয় পুরস্কার পাওয়ার কথা!
ছবিটা মুক্তি পায় ১৯৮১ সালে। পুরষ্কার পাবে ৮২ সালে। এই বছর এরশাদ ক্যু করে ক্ষমতায় বসে। ফলে ৮২ তে চলচিত্রের কোনো শাখাতেই আর পুরষ্কার দেওয়া হয়নি। তাই এই ছবি বা ছবির গান কোনো টাই পুরষ্কার পায়নি।
গানটি যতবার শুনছি ততবারই শরীর মন শিহরিত হচ্ছে।গানের কি কথা!কি সুর!!কি গায়কি!!!উফ্!!!!সাবিনা ম্যাম এত আবেগ দিয়ে গানটি করেছেন মনে হচ্ছে যেন গাইতে গিয়ে নিজেই কেঁদেছেন।
এই গান গুলোর জন্যই গানের জন্ম হয়েছিল। কিন্তু এখনকার প্রজন্ম সেটা বোঝেনা । ওরা গানকে শুধু দেখতে চায় , অনুভব করতে চায়না । এটা আমাদের দুর্ভাগ্য ।
মুভিটিও ছিলো অদ্ভুত সুন্দর ।
সহমত প্রকাশ
❤❤❤❤ আপনার জন্য
@@jankurban8995 ❤️💐👍
আসসালামু আলাইকুম স্যার। আমি স্মার্ট প্রজন্মের তবুও এসব গান, কথা ও সুর আমাকে বিমোহিত করে। আমাকে উত্তম - সুচিত্রা প্রবলভাবে আর্কষণ করে।
যেমন গান তেমন সুর সেইরকম অভিনয়, সব মিলেমিশে একাকার।যতদিন রবে বাংলাভাষা ততদিন বেচে থাকবে এসব গান।
কত ভাগ্যবান আমরা। আমজাদ হোসেন, আলাউদ্দিন আলী, আহমেদ ইমতিয়াজ বুলবুল,অজিৎ রায়, খন্দকার নুরুল আলম,শেখ খান, রফিকুজ্জামান, মনিরুজ্জামান,গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, এন্ড্রো কিশোর, সুবীর নন্দী, সৈয়দ আঃ হাদি প্রমূখ শিল্পীরা এই দেশে জন্মে ছিলো।
১০০ ভাগ সঠিক ! তবে এই সঠিকতা সৃষ্টির সময় ও সুযোগ আমরা কেমন করে পেলাম ? তা কি আমরা কেউ জানার চেষ্টা করি ? উত্তর না ! এখনো না! আগামীতে ও না! ভবিষ্যেৎ ও না !
আমি যা বলতে ও বুঝাতে চেয়েছি! তা বলাও যথেষ্ট কঠিন! কারন আমাদের অজ্ঞতা, মুর্খতা, আবেগ ও বাড়াবাড়ি খুবই বেশি !
qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
Thanks a lot for your accurate comments
এই গানগুলো শোনার জন্যই বাংলাদেশের জন্ম হয়েছিল এখনো বাংলাদেশের মানুষ জন্ম থেকে জ্বলছি স্বাধীনতা পেয়ে আমরা কি পেয়েছি
সত্যি বলছি, বিশ্বাস হয়না আমাদের দেশে এমন গান ছিলো... শিল্পী ছিলো... অভিনেতা অভিনেত্রী ছিলো... আমরা কোথায় ছিলাম আর এখন কোথায় ?
সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, এন্ড্রো কিশোর প্রমূখদের এতোটাই প্রতিভা ছিলো যা ভারতের বিখ্যাত শিল্পী আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, কিশোর কুমারদের সাথে টেক্কা দেওয়ার মতো। কিন্তু আজ সবই স্মৃতি!
💔😔😔
সব ......বাংলা হয়ে গেছে
@@JoynalAbedin-wu8hz সব পাকিস্তান জিন্দাবাদ করে দিচ্ছে ;
💯 right
বর্তমানে বাংলাদেশে এমন কোন গায়িকা নেই যে এই গান এভাবে গাইতে পারে।চ্যালেন্জ রইলো
Ok
❤
গানটিতে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। ”জন্ম থেকে জ্বলছি ”সিনেমার সবগুলি গানই অনবদ্য...সবগুলি গান রচনা করছেন এই ছবির পরিচালক আমজাদ হোসেন.....আমাদের হয়ত আরো শতবর্ষ অপেক্ষা করতে হবে আর একজন আমজাদ হোসেন কিংবা সাবিনা ইয়াসমিনের জন্য....আর অভিনেত্রী ববিতার কথা নাই বা বললাম..জনম জনম তব তরে কাঁদিব.........
সাথে আলাউদ্দিন আলী স্যারের কথা না বললে নয়
@@mdarifurrahman6992 অবশ্যই.আলাউদ্দিন আলীকে সশ্রদ্ধ সালাম.এতে কোন ভুল নাই...
শতবর্ষ নয়, হাজার বর্ষেও উনাদের মতো প্রতিভা বাংলার বুকে আর হবে না। আর আশাও করা যায় না।
সোনালী দিনগুলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথে বেচে থাকার ইচ্ছে ও ফুরিয়ে যায় আহা যদি ফিরে পেতাম সেই শৈশবের ফেলে আসা দিন গুলো। 😢😢😢😢
ভাই আপনার কমেন্ট সত্যি আমার মন ছুয়ে গিয়েছে,খুব মিস করি শৈশব কালের দিনগুলো
আমারও এমন মনে হয়! আবার ফিরে যেতে ইচ্ছে করে শৈশবে!
😢😭😿😭
❤
❤@@digitalshadhubd
আমজাদ হোসেন স্যার একটি রত্ন পাথর ❤❤❤
সোনালী দিনগুলো ফুরিয়ে যাওয়ার সাথে সাথে
বেঁচে থাকার ইচ্ছাও ফুরিয়ে যায়।
মুক্তিযুদ্ধভিত্তিক ছিলো --- এই শুনে আমি স্কুলের টিফিন বাঁচিয়ে দেখেছিলাম ।
এখনকার ছেলেমেয়েরা কি এমন করবে ?
সময় কতো পাল্টে গেছে !
ঠিক
শ্রদ্ধেয় আমজাদ হোসেন বেঁচে থাকবেন আজীবন এই সব গানের মধ্যে
এবং আলাউদ্দিন আলী...
@@TheSaiful333এবং সাবিনা ইয়াসমিনও❤❤❤❤❤
বর্তমান সব শিল্পীদের গান একত্র করলেও সাবিনা ইয়াসমিনের এই গানটির সমান হবে না।
মিথ্যা কথা
@@MdMahbuburrahman-dg7gbসত্য কথা হলো,,,এখন করা সবগান একপাল্লায় দিলে আর সাবিনার একটা(মাত্র একটা)গান আরেক পাল্লায় দিলেও সাবিনার একটা গানের সমান হবেনা,,,
আসসালামুয়ালাইকুম ঠিক বলেছেন
যে দিন ছবিটি দেখেছি সে দিন থেকে গানটি হৃদয়ে গেঁথে আছে। শুনছি আর শুনিছি।
কি অসাধারণ গান গানের কথা কত সুন্দর করে গানটি গেয়েছেন মনের আবেক দিয়ে এ ধরনের গান আর ফিরে পাবো না আসবে ও না ।
ভাঙনের খেলা খেলব...♥♪
শতাব্দীর সেরা গান...♥
সিনেমার শেষ দৃশ্যটা ছিলো খুব হৃদয় বিদারক। ববিতা আর বুলবুল আহমেদের ছোট ছেলেটা ভিক্ষা করতে করতে যখন এই গান টা গাইছিলেন তখন এমন কোন মানুষ নাই কেদেছে যারা সিনেমাটা দেখেছে।
আহা্ সেই সোনালী দিনগুলোতে আবার যদি ফিরে যেতে পারতাম😥
ও মা তোমার ভাঙা সংসার
কবে যে সুখে ভরে তুলবো
জন্ম থেকে জ্বলছি মাগো,জ্বলছি মাগো
এরকম মায়া ভরা আবেগ মিশ্রিত গান এখন আর হয় না।
আমজাদ হোসেনের মতো লিজেন্ড ডিরেক্টর দেশে আর তৈরি হয় নাই
সাবিনা ইয়াসমিনের মতো কোকিল কন্ঠী গায়িকা আর হয় না
বুলবুল আহাম্মদের মতো সুর্দশন পুরুষ,লিজেন্ড অভিনেতার বড্ড অভাব
বতিতার মতো সুন্দরী অলরাউন্ডার অভিনেত্রী আর আসবে না
আলাউদ্দিন আলীর মতো সংগীত পরিচালক ও আর আসবেনা
আহ্ রে আল্লাহ কি সুন্দর কন্ঠ দিয়েছেন
কুরআন পড়নে না জানি কত সুন্দর শোনাত।
2023❤😊 সবাই একটা করে লাইক দিয়ে যান নোটিফিকেশন আসবে বারবার শুনতে আসব😊
ও মা তোমার ভাঙা সংসার
কবে যে সুখে ভরে তুলবো ❤💗
আহ্ কি দিনগুলি ছিল তখন মনটা ভেংগে যায় এসব গান শুনলে।
Madam Babita k ami sudhu dekhi ovnoy korar protiva gulo
আমজাদ হোসেন পরিচালিত এই সিনেমা। এতো সুন্দর মনোমুগ্ধকর সিনেমার গল্প আর গান গুলোও অসাধারণ হয়েছে।। সিনেমার শেষের দিকে খুবই কষ্ট লেগেছিল।। এইধরনের সিনেমা হয়তো আর বাংলাদেশে তৈরি হবেনা। বুলবুল আহমেদ ছবির শেষে মারা যায় এটা খুব কষ্টের ছিল। দর্শক সিনেমা হল থেকে চোখের পানি ধরে রাখতে পারিনি। ❤❤❤❤ঢাকা মোহাম্মদপুর থেকে কমেন্ট করলাম।।
lot of things are symbolic here in this piece.. when you paint this picture and re-create the scene
with your own imagination, you bound to have some goosebumps... definitely romantic! I think Humayun Ahmed & Amjad Hossain
both of them were remarkable and excellent director, writer, producer & story-teller
গানটা শুনলে মনে হয় আমি যেনো কোথায় হারিয়ে যাই ❤️
কি মনে হয় আজকাল এই ধরনের গান বর্তমান শিল্পীদের কাছ থেকে আশা করা যায়। shapon
২০৫০ সালের জন্য কমেন্টটি রেখে গেলাম। জানি তখনো এই গানগুলো মানুষ শুনবে।
One day will come when I will not stay in the world after my death the next generation of the future I made comments
দিন চলে যায় দাও গো বিদায় সময় হলে আর ফিরে আসবো না সময় কখনো হবে না চিরকাল আমার জীবনের পাতাটা অবাধ্য থেকে যাবে মলিন ময়লা দূরত্ব কখনো জীবনের পাতা খাতার পাতা উল্টে দেখবে না। এইতো মানুষ আমি
কথা সুর গায়কী ছবির কাহিনীর দৃশ্যায়নে অসামান্য অসাধারণ " সৃষ্টিশীল কাজের জন্য কৃতজ্ঞতা শ্রদ্ধা সকল গুনীজন "
সাথী -- ও মা তোমার ভাঙা সংসার , কবে যে সুখে ভরে তুলবো দারুন । 👍👍👍
রেডিওতে গানগুলো শুনতে অসম্ভব ভালো লাগতো। আজও গানগুলো শুনি। কিন্ত আমার সন্তান বলে বাবা তুমি এ গান শুনতে। ছেলের বলার ধরন বুজতে পারছি। কারণ বর্তমান ডিজিটাল সব কেড়ে নিছে। বর্তমানে ডিজিটাল হয়েছে ঠিক কিন্ত গানের মান, ছবির মান বাড়েনি।
আহা!! কি সোনালি সময় গুলোই না ছিল।
আমার দুঃখের কথা কইতে গেলে
এই দুনিয়ার সবাই বলে
শোনার সময় নাই।।
হায় এখন বুঝি দারুণ সময়
বদলে গেছে দিন
কেউ আমারে চায় না দিতে
একটু সময় ঋণ
এই গানটিতে সাবিনা ইয়াসমিন যে নিঃশ্বাস টুকু ছেড়েছেন সেই আবেগ এখন কোন গানেই পাওয়া যায় না
গানে সাবিনা ইয়াসমিন যে আবেগ,দরদ দিয়ে করেন তা আর কোন শিল্পীর গলায় নাই ❤❤❤
আহা রে কি গান হৃদয়ে ভেতরে গিয়ে নাড়া দেয়।কত দরদ কত ভালোবাসা গানে❤❤
এটা গানটা শুধু শুনার নয় অনুভব করার জিনিস
❤বীর মুক্তিযোদ্ধা শহীদ আজাদের বাড়ি দেখে আশ্চর্য হয়ে গেলাম! সালাম জানাই হে বীর 😢😢😢😢😢
অসাধারণ কালজয়ী একটা গান। এরকম গান আমাদের চলচ্চিত্রের গানকে সমৃদ্ধ করেছে। বারবার শুনতে ইচ্ছে হয়, মনের মধ্যে গেথে গেছে এই সব গান।
❤❤❤❤❤❤ অসাধারণ!
গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা অভিনেত্রী সবার প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।
এমন একটা সময় ছিল যখন বাংলাদেশে ভালো সিনেমা সিনেমা হলে তিন চার সপ্তাহ থকতো ।ভালো সিনেমার গান অলিথে গলিতে শুনা যেত । জানিনা গত বিশ বছরে একটি সিনেমা ও গান মানুষের মনে জায়গা করে নিয়েছে আমার জানা মতে আমি খুঁজে পাই নাই । যদি কেউ জেনে থাকেন ,,,,,,,,,, , ,,
এগুলো বলতে গেলে চোখ দিয়ে পানি আসে।
স্মৃতি বড় বেদনাময়।
অনেক সুন্দর আগের দিন গুলো কথা মনে পড়ছে 😢😢
গান গুলো কত সুমধুর ছিল। গান গুলো যখন শুনি তখন শুনি ছোট্ট বেলার স্মৃতি গুলো চোখের সামনে ভেসে উঠে। ময়মনসিংহ
এত মধুময় গান রিদয় ছুঁয়ে দেয়।
এ-ই গান গুলো আমার জিব নের
কষ্ট টের সাথে মিলে গিয়েছে 🤍
গানটিকে অসাধারণ বললে ভুল হবে অসাধারণ থেকেও অনেক অসাধারণ।
অপূর্ব অসাধারণ একটা গান ❤
আর ফিরে পাবনা সেদিনের স্মৃতি ❤❤
আমি যারা আছে যতদিন বেঁচে তারা ততদিন গানগুলো শুনবে কিন্তু এ প্রজন্মের সন্তানেরে তা হৃদয় দিয়ে কখনোই বুঝবে না
বাংলা সিনেমার গানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম সাবিনা ইয়াসমিন ❤
ওহ মাই গড.........!!!!!!!!
আই হ্যাভ জাস্ট ফlলান ইন লাভ এগেইন
উইদ অল দ্যা আর্টিস্ট অফ দিস সং।
আহ; কি সুর কত আবেক ' মনে পরে যায় সেই শৈশবের কথা | সেই গ্রামের মেঠোপথ শষ্য-সেমলা ফসলের মাঠ | নদীতে পালতোলা নৌকা | প্রদিপ জ্বলা সন্ধ্যা | আর আসবে কি? না সেই মানুষ সেই দিন আর কোন দিন আসবেনা |
এই সংগীত আমার জীবনের অনেক সময়ের স্মৃতি বহন করে।
মন ছুয়ে যায়
ভালো
গান গুলো মনে হয় আজও নতুন।যা কোনো দিন পুরানো হবে না।
১৯৮২ সালে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় এ ছবি গুলজার হলে ( বর্তমানে নাই)এ ছবিটি দেখেছি।ছবিটি দেখে কান্না করেছিলাম সে বয়সে। এ বয়সেও সে ছবি দেখতে ইচ্ছে করে। এখনো সুযোগ পেলে দেখি।
আমার পিয় শিল্পী পিয় পরিচালক ও । পিয় লেখক সংগীত পরিচালক সবার জন্য রয়লো শুভকামনা
গান মনের খাবার | ভাত মাছ পেট ভরায় গান অনন্তে পৌঁছে দেয় | Nice❤🎉😢😮
হৃদয়ের ভিতর নাড়াচাড়া দেয়,
যেমন গানের কথা, সুর, গায়কী এবং অসাধারণ অভিনয়। অতুলনীয়।
অসাধারণ একটা গান বলার ভাসা নেই,,,হৃদয় ভেংগে গুরিয়ে যায় এইসব গান শুনলে অজান্তে চোখে জল চলে আসে,,কি গায়ওকি সাবিনা ইয়াসমিনের উফফফ
এই গান গুলি বেচে থাকবে জত দিন দুনিয়া বেচে থাকবে
আমাদের ঐ সময় টাই অনেক ভালো ছিল!
হৃদয়ের ছুঁয়ে যায় এই গান
আর কতো দিন সেই বো 👩❤️👨🌹🌹🌹🌹🖐️🌿
জীবনের ফেলে আসা স্মৃতি বিজড়িত সময় আর , না ফেরার দেশে চলে যাওয়া প্রিয় নানু হারানোর যন্ত্রণা সহ্য করতে পারছি না 😭😭😭 দোয়া করবেন আমার নানুর জন্য 🤲🤲
amin
কি গান এখনও মন ভরে যায়
যতদিন বাঁচব ততদিন শুনে যাবো আমি
I don't have any language to express my sorrow . Whenever I listen to the song every Time I weep the pain in the chest and chairs in the eyes
এরকম গান এই বাংলাদেশের বুকে আর আসবে না
পুরাতন গান কি যে জাদু ❤❤
শুনলেই মন ভরে জাই
ভাবা যায় এই গান জাতীয় পুরুষ্কার পায়নি! অথচ রাস্তার শিল্পী ইমরানের তুই কি আমার হবিরে" ঐসব চতুর্থ শ্রেণীর গান জাতীয় পুরুষ্কার পায়! অধঃপতন আর কাকে বলে! সেই হিসেবে সাবিনা ইয়াসমিন তো তার ১৬ হাজার গানের মধ্যে অন্তত ১৬ টা জাতীয় পুরস্কার পাওয়ার কথা!
ছবিটা মুক্তি পায় ১৯৮১ সালে। পুরষ্কার পাবে ৮২ সালে। এই বছর এরশাদ ক্যু করে ক্ষমতায় বসে। ফলে ৮২ তে চলচিত্রের কোনো শাখাতেই আর পুরষ্কার দেওয়া হয়নি। তাই এই ছবি বা ছবির গান কোনো টাই পুরষ্কার পায়নি।
@@mohammadjakir2693 কিন্তু এরশাদের পরবর্তী সময়ে আবার সব ধরনের পুরুষ্কার দেওয়া শুরু হয়।
😢😢😢😢😢😢😢😢
EI GAAN PUROSHKAR PAI NI, SHOTTI VISHON LOJJA PELAM,
এই গান গুলো শুনলে আমার প্রাণ ভরে যায় ❤❤❤পৃথিবী যতদিন থাকবে ততদিন গান গুলো বেছে থাকবে
দারুন,হৃদয়বিদারক,মনছুয়ে যায়, মিলে যায় নিজের জীবনের ,,,❤️
আবার কোন এক সময় দেখবো 30.11.2024
...#ভালোবাসার #কিংবদন্তী #গান...২০২৪ জুন ৩"এ শুনতেছি সকাল ৭:৫০'এ... 🙏😘🌺🤗
>> 💪🇧🇩👽 UFO_Hunter_BanGLadeSh 👽🇧🇩💪
Very good ❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤
Golden era of bd films & songs.
Thank you so much anupom movie for our song of golden days
ববিতা আপা সাবিনা আপা এদের মত শিল্পী আর আসবেনা। এসব কালজয়ী গান কখনোই মুছে যাবে না।
এই ধরনের গান শুনলে শুনলে চোখের পানি ধরে রাখা যায় না 😢😢
যুগ যুগ ধরে স্মৃতি হয়ে থাকবে এই গানগুলি মানুষের জীবনে
One of the best songs ever written.
এতো সুন্দর গানের কথা, অসাধারণ ❤
All legends are together
অসাধারণ
The song was outstanding and lovely. The theme and tune is excellent and heart touching.
গানটি আমার খুব প্রিয়।
🎉 গান খুব পছন্দ 🎉🎉🎉🎉🎉🎉
এইগুলি গান ছিল না........ এক একটা বোমা ছিল
অসাধারণ সৃষ্টি।
৮/১১/২৪ আবার শুনলাম গানটি
আমি চিৎকার করে বলতে ইচ্ছে করছে কর কাছে বলবো এরকম গান হয় না কে..?
আমার বাবা শুনতেন এই গান আমার বাবা বেঁচে নেই আমি ও একদিন থাকব না কিন্তু অসাধারণ এই গান থাকবে হয়ত আমার ছেলে নাতি পুতি শুনবে।
অশ্রুশিক্ত নয়নে শুনছি 😢
Excellent ❤
সব কিছুই আল্লাহ তায়ালার পক্ষ থেকেই হয়,মেনে নিয়েছি নিতেই হবে, ভাগ্যের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারে না, ছবি হলো বাস্তব জীবনের নায়িকা কারন এটাও আমরাই বানাই।
আমার জীবনের সেরা ছবি। যার তুলনা হয় না। বার বার দেখি।আগের জীবন কতই না সুন্দর ছিল। মনে হয় আবার ফিরে যায় সেই দিনগুলিতে।
ইচ্ছা করলেই হয় না কিছু ইচ্ছাময়ের ইচ্ছা চাই হে মঙ্গলময় প্রভু তাইতো তোমার করুণা ভিক্ষা চাই 🙏
খুব সুন্দর ❤❤❤❤❤❤❤
এ রকম গান এখন আর হয় না কেনো ??