মহানবী স. এর প্রতিদিনের রুটিন | Daily routine of Prophet Muhammad (PBUH)

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • মহানবী স. এর প্রতিদিনের রুটিন
    প্রতিদিন কখন নবীজি স. ঘুম থেকে উঠতেন, কখন ঘুমাতেন, কখনও খাওয়া দাওয়া করতেন, ব্যস্ততার মাঝে কিভাবে তিনি সবকিছু মেনেজ করতেন তিনি - সেসব নিয়ে কথা বলা হয়েছে এই ভিডিওতে।
    আসসালামু আলইকুম, আমি জাহিদ হাসান মিলু। সরকাারি কাগজপত্রের জাহিদুল ইসলাম থেকে বেসরকারি কাগজপত্রে জাহিদ হাসান মিলু- নামের এই বিচিত্র পরিবর্তনের পেছনে একটা মিষ্টি গল্প আছে। জন্মেছি গোপালগঞ্জ জেলার অখ্যাত গ্রাম প্রশন্নপুরে, ১৯৯৬ সালের ডিসেম্বরে। কী এক বিশেষ কারণে যেন কাগজকলমে বয়েস কমিয়ে আমাকে আরও তিনবছরের ছোটো করে রাখা হয়েছে। বাবা মা দুজনেই অক্ষর না শিখেও আমার জীবনের শ্রেষ্ঠতম স্বাক্ষর হয়ে আছেন।
    অবুঝ বয়েসে পারিবারিক স্বপ্নের কারণে ভর্তি হতে পেরেছিলাম মাদ্রাসায় , আলহামদুল্লিলাহ। জীবনের সবথেকে বড় পারিবারিক গিফ্ট ছিল এটা আমার জন্য। কুরআন পড়তে শিখলাম, মুখস্থ করতে পারলাম। অর্থ জানলাম এবং ব্যাখ্যাও পড়লাম। আমাদের পাড়ার মাদ্রাসা কুলিয়ার ভিটায় পড়ার সময় ধর্মের প্রতি আমাদের ভেতরে যে বীজটা রোপিত হয়েছিল, সেটা ডালাপাল মেলে খোলা হাওয়ায় বেড়ে ওঠার সুযোগ পায় প্রাণের প্রতিষ্ঠান এরাবিল মডেল মাদ্রাসায়।
    এখন পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে। বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় অস্থীরতা আমাকে প্রতিনিয়ত আহত করে। সেই আহুতিতে যেন অন্য কাউকে না পুড়তে হয়- সে লক্ষ্যেই মানুষের মাঝে ধর্মীয় ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় ও রাজনৈতিক শিক্ষা প্রচারের উদ্দেশে সাংবাদিকতায় আসা এবং আপনাদের সামনে বসা। আপনাদের দুআ ও সমর্থন চাই। আসুন সবাই মিলে কাজ করি। কেটে যাক এ দেশের সব রাজনৈতিক ও ধর্মীয় অস্থীরতা-বিসৃঙ্খলা, ফিরে আসুক শান্তি।
    চাইলে আমাকে সামাজিক মাধ্যমে ফলো দিয়ে রাখতে পারেন।
    ফেসবুক প্রোফাইল: / jahidhasan.milu.731
    ফেসবুক পেজ: / jahidhasanmilu.media

КОМЕНТАРІ • 84

  • @hamidulislam5498
    @hamidulislam5498 6 місяців тому +25

    পৃথিবীর শ্রেষ্ঠ রুটিন
    আলহামদুলিল্লাহ

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  6 місяців тому +2

      সুম্মা আলহামদুলিল্লাহ ❤️

  • @md.shamimreza1684
    @md.shamimreza1684 4 місяці тому +5

    আল্লাহ মহান রাব্বুল আলামীন আমাদের উপর কত তৌফিক নাযিল করেছেন যে আমরা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। ❤

  • @AsadudzamanJoy
    @AsadudzamanJoy 2 роки тому +31

    ইশশ! এই রুটিনটা যদি মানতে পারতাম। 🥺 যাইহোক এই ভিডিওটা থেকে একটা ভালো আইডিয়া পেলাম বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে কীভাবে চমৎকার একটা রুটিন বানাতে হবে সেই ব্যাপারে। ❤️

    • @user-kh2bj7vs4b
      @user-kh2bj7vs4b 6 місяців тому

      Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah

  • @shahzadasblog5085
    @shahzadasblog5085 3 години тому

    আলহামদুলিল্লাহ

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  2 години тому

      সুম্মা আলহামদুলিল্লাহ! ❤️

  • @mdhasanuzzaman1546
    @mdhasanuzzaman1546 7 місяців тому +5

    অনেক কিছু জানতে পারলাম।
    জাযাকাল্লাহ

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  7 місяців тому

      শুকরিয়া ভাই। জাযাকুমুল্লাহ ❤️

  • @Know_and_obey_Islam
    @Know_and_obey_Islam 6 місяців тому +3

    Wa a'laikumus salam warahmatullahi wabarakatuhu Masha Allah alhamdulillahi রাব্বিল 'আলামীন

  • @bijoyrahman4810
    @bijoyrahman4810 2 місяці тому +2

    জাযাকাল্লাহ ভাইজান

  • @user-vl2dd3lq8j
    @user-vl2dd3lq8j 8 місяців тому +5

    জাজাকাল্লাহু

  • @jahanarajuthe4281
    @jahanarajuthe4281 7 місяців тому +2

    I knew from this video many things about our Nabi (saw).Thanks bhia for you job.

  • @bithikamozumder1823
    @bithikamozumder1823 6 місяців тому +6

    ভাইয়া আমি একজন নওমুসলিম। আমি কিভাবে হেবজোকরতে পারি আমার খুব ইচ্ছা হেবজোকরার

    • @user-wb5og4in8n
      @user-wb5og4in8n 4 місяці тому

      মাদরাসায় যান তাহলে হেফজ করতে পারবেন

    • @user-cv4bx4ym4c
      @user-cv4bx4ym4c 4 місяці тому

      কোন হুজুরের কাছ থেকে শিখতে হবে. বা মসজিদের ইমামের কাছ থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ আমিও শিখছি প্রবাসে এসে হেপজ করছি

    • @Jeyaull
      @Jeyaull 2 місяці тому

      মাশাআল্লাহ ভাই কথা শুনে ভালো লাগল❤❤

  • @mhrruhan_18
    @mhrruhan_18 5 місяців тому

    অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
    এতো সুন্দর প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিডিওর জন্য ❤🎉

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  5 місяців тому

      অনেক অনেক কৃতজ্ঞতা ভাই। দুআ করবেন!
      জাযাকুমুল্লাহ ❤️

  • @mohammadrapi6642
    @mohammadrapi6642 6 місяців тому +2

    Masha allah

  • @SagirAhmed-gj5pr
    @SagirAhmed-gj5pr 2 місяці тому +1

    ভাই ভাই রাসুলুল্লাহ সাঃ দিনে কত মিনিট ঘুমাতেন এবং কোন সময় ঘুমাতেন

  • @mirzaredoanahmmed6564
    @mirzaredoanahmmed6564 10 місяців тому +1

    Please share more videos relating to my beloved Prophet Muhammad (PBUH)

  • @user-pt6rl1sk1g
    @user-pt6rl1sk1g 4 місяці тому +1

    Masaallah❤❤😊

  • @Tanvirreview-ic8km
    @Tanvirreview-ic8km 27 днів тому

    Ma Sha Allah

  • @user-vr9os8nv4j
    @user-vr9os8nv4j 4 місяці тому

    Mohanobi s bisher sresto manob allah amaderke mohanobi s ar adorse onupranito korun

  • @hafizatalukder4711
    @hafizatalukder4711 6 місяців тому +1

    Subhanallah❤

  • @user-bc6se7ck3e
    @user-bc6se7ck3e 6 місяців тому +1

    Subhan Allah

  • @saymasultana339
    @saymasultana339 6 місяців тому

    জাযাকাল্লাহ ভাই। ইনশাআল্লাহ আপনি অনেক বড় ইউটিউবার হবেন। আপনার ভিডিও কোয়ালিটি ভালো। আমি অনেকদিন ধরে আমাদের রাসূলের এক্স্যাক্ট ডেইলি রুটিন খুঁজছিলাম। প্রথমে তো একবারেই পেতামনা। এরপর কিছু পেলেও এতো প্রিসাইসলি পাইনি। তাও সম বিদেশি ইউটিউবার। ভালো লাগছে দেখে যে বাংলা ভাষায় এতো সুন্দর প্রিসাইস ভিডিও পাচ্ছি।

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  6 місяців тому +1

      শুকরিয়া ভাইয়া। অনুপ্রাণিত হলাম। দুআ করবেন আমার জন্য।
      জাযাকুমুল্লাহ ❤️

  • @habiburrahamanhabib3761
    @habiburrahamanhabib3761 22 дні тому

    jazakallah

  • @user-xl5bh4sp3w
    @user-xl5bh4sp3w 4 місяці тому

    Amin😊

  • @JewelAlo-dj8wb
    @JewelAlo-dj8wb 7 місяців тому +1

    Mashallah

  • @tareqrahman566
    @tareqrahman566 6 місяців тому

    مشاء الله❤❤

  • @MdPiyas-kh7br
    @MdPiyas-kh7br Місяць тому

    বাড়িতে খাবার না থাকলে কি নবীজি (স) সেহেরীর সময় নিয়ত না করেই,সেহেরীতে না খেয়েই, সকাল,দুপুর করে করে না খেয়ে খেয়ে রোযা সম্পন্ন করতেন?

  • @mdshihabalimullah2352
    @mdshihabalimullah2352 7 місяців тому +1

    Jazakallahu khoiron my dear brother brother.

  • @Saadismomskitchen
    @Saadismomskitchen 7 місяців тому

    মাশাআল্লাহ

  • @SenpaiFlareeOP
    @SenpaiFlareeOP Місяць тому

    আলহামদুললিল্যাহ

  • @user-ur6ck2ef2n
    @user-ur6ck2ef2n 4 місяці тому

    আসসালামু আলাইকুম ভাইয়া । একটু দয়া করে যদি ছাত্র বা ছাত্রীদের একটা দৈনিক রুটিনের ভিডিও দিতেন। কৃতজ্ঞতা প্রকাশ করতাম

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  4 місяці тому

      ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ । ইনশাআল্লাহ ভাইয়া আলোচনা করার চেষ্টা করবো। পরামর্শ দেওয়ার জন্য শুকরিয়া।
      জাযাকুমুল্লাহ! ❤️

  • @flowergarden1736
    @flowergarden1736 6 місяців тому +1

    আমি আপনার মেহমান হিসেবে দুইরাত ছিলাম ২০১৯ এ

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  6 місяців тому +1

      আবার আসার দাওয়াত রইল ভাইজান ❤️

    • @tazulislam1169
      @tazulislam1169 2 місяці тому

      ​@@jahidhasanmilu.banglaমাশাল্লাহ একজন ইমান্দারের উত্তরতো এমনি হওয়া উচিৎ

  • @sibbirrahman6666
    @sibbirrahman6666 2 роки тому +1

    💖💖💖💖💖💖

  • @MdRipon-fk8te
    @MdRipon-fk8te 28 днів тому

    ❤❤❤

  • @Jeyaull
    @Jeyaull 2 місяці тому

    আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  2 місяці тому

      ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ❤️

  • @ArifulIslam-zi2fi
    @ArifulIslam-zi2fi 9 місяців тому

    👍

  • @taiyebislam533
    @taiyebislam533 6 місяців тому

    ❤❤❤❤🎉🎉🎉😊😊

  • @user-de8mm8vp1i
    @user-de8mm8vp1i 2 місяці тому

    আপনি রাসূল সাঃ dady rutine ঠিকভাবে বলেন নি |
    তিনি ফজরের সময় উঠতেন না
    তিনি তাহাজ্জুদ প্রায় ২ ঘন্টা পড়তেন তাহলে তিনি ফজরের সময় কিভাবে উঠতেন |
    তার জীবনে তিনি সর্বোচ্চ 4 ঘন্টা ঘুমাতেন

  • @user-ig4ho6jk1x
    @user-ig4ho6jk1x 5 місяців тому +1

    ভাই আপনি বললেন মহানবি (সা.) আজান পড়ার সাথে সাথেই ঘুম থেকে উঠে যেতেন.. এটা কি ঠিক...! বরং তিনি আজানের অনেক আগে উঠতেন উঠে তিনি তাহাজ্জত এর নামাজ আদায় করতেন..! আর এটি তার পতিদিনের রুটিন ছিল..! কিন্তু আপনি সে বিষয়ে কোনো বিষয়ে বলেননি...! 😢😢

  • @fahimaakter5299
    @fahimaakter5299 6 місяців тому +2

    রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিকা নির্বাহ করতেন কিভাবে? কি কাজ করতেন? আর ফজরের নামাজের পর রোজার নিয়ত করে রোজা রেখে দুপুরে খাবার না থাকলে রোজা কন্টেনিউ করতেন যদি খাবার থাকত তাহলে কি খেয়ে নিতেন? আর এভাবে কি ফজরের নামাজের পর রোজার নিওয়ত করলে কি রোজা হয়? এভাবে কি কাজ্বা রোজা রাখা যাই? দয়া করে উত্তর দিবেন।

    • @tufayelahmed3558
      @tufayelahmed3558 6 місяців тому +2

      রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে।
      সালামা ইবনুল আকওয়া রা. বলেন, (আশুরার রোযা যখন ফরয ছিল তখন) রাূসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেন, ‘যে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোযা রাখবে। আর যে খেয়েছে সেও বাকি দিন রোযা রাখবে। কারণ আজ আশুরা-দিবস।’-সহীহ বুখারী ২০০৭
      আবদুল করীম জাযারী রাহ. বলেন, কিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল। তখন উমর ইবনে আবদুল আযীয রাহ. বললেন, ‘যে ব্যক্তি (ইতিমধ্যে কিছু) খেয়েছে সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে। আর যে খায়নি সে বাকি দিন রোযা রাখবে।’-মুহাল্লা ৪/২৯৩; বাদায়েউস সানায়ে ২/২২৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬

    • @jahidhasanmilu.bangla
      @jahidhasanmilu.bangla  6 місяців тому

      রিপ্লাই দেওয়ার জন্য শুকরিয়া ভাইজান ❤️

    • @mdshimul9683
      @mdshimul9683 6 місяців тому +2

      জাহিদ ভাই উনি আপনার কাছে প্রশ্ন করেছেন রিপ্লাই দেয় নি,, আমি যতোটুকু জানি ততটুকুতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
      হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবিকার মাধ্যম :
      হযরত আব্বাস (রাঃ) এর হাদীস থেকে জানা যায় যে, হযরত মুহাম্মদ (সাঃ) ছিলেন একজন সৎ ব্যবসায়ী।
      সর্বপ্রথম ১০ বা ১২ বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়ার বসরা শহরে গমন করেন। তখন কুরাইশ বংশে অনেকে ছিল, যারা ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করতেন।
      কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেত না। এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন। খাদিজা বিনতে খুওয়াইলিদ ছিলেন এমন একজন ব্যবসায়ী মহিলা। মুহাম্মদ (সাঃ) সততা ও আমানতদারীর কথা শুনে তিনি তাঁর নিকট ব্যবসায়ের প্রস্তাব পাঠান। চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হন। অতঃপর খাদিজার গোলামকে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন। এবং এত বেশি লাভ নিয়ে ফিরে আসেন যে, খাদিজা ইতিপূর্বে কারু কাছ থেকে এত লাভ পাননি।
      রোজার নিয়ত করা ফরজ। হাদিস শরিফে আছে, ‘সকল আমল নিয়তের ওপর নির্ভরশীল। ’ -সহিহ বোখারি
      নিয়তের ক্ষেত্রে সাধারণত আমরা দুই ধরনের ভুলের শিকার হয়ে থাকি।
      যেমন- ১. কেউ কেউ নিয়তের শব্দগুলো শুধু মুখে উচ্চারণ করেন; অন্তরে সংকল্প করেন না।
      ২. আবার অনেকে নিয়তের শব্দগুলো মুখেও উচ্চারণ করেন না; অন্তরেও কোনো কল্পনা উপস্থিত করেন না। তার মানে নিয়ত ফরজ হওয়ার কথা তিনি জানেনই না।
      উপরোক্ত দুই শ্রেণির কারো রোজাই হবে না। এ সম্পর্কে আদ্দুররুল মুখতার প্রণেতার ভাষ্য হলো- ‘নিয়তের ক্ষেত্রে অন্তরের সুদৃঢ় কর্মতৎপরতা গ্রহণযোগ্য। কাজেই শুধু মুখের উচ্চারণ কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদি তা অন্তরের কথার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হয়। কেননা, শুধু মুখের উচ্চারণকে কথা বলা হয়; নিয়ত বলা হয় না। ’ -আদ-দুররুল মুখতার: ২/৯১
      নির্ভরযোগ্য ফিকহি উদ্ধৃতিসহ নিয়ত সংক্রান্ত কিছু মাসয়ালা হলো- মাসয়ালা: ফরজ রোজার নিয়ত রাত বাকি থাকতেই করা উত্তম।
      উম্মুল মুমিনিন হজরত হাফসা (রা.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা (পূর্ণাঙ্গ) হবে না। ’ -সুনানে আবু দাউদ: ১/৩৩৩ এই হাদিসকে ভিত্তি ধরে ইসলামি স্কলাররা বলেন, দিনের দ্বিপ্রহরের আগে রোজার নিয়ত করা না হয়ে থাকলে সেই রোজা সহিহ হবে না।
      (খাবার না থাকলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন এ ব্যাপারে কোন সহিহ দলিল আছে আপনার কাছে থাকলে দেখাবেন। জাহিদ ভাই)

    • @mrbean23461
      @mrbean23461 6 місяців тому

      ​@@jahidhasanmilu.banglaApni eii question er answer den, kindly

  • @grlgaming1913
    @grlgaming1913 3 місяці тому

    গোসল কখন করতেন

  • @mdsaifulislam7595
    @mdsaifulislam7595 6 місяців тому

    ❤❤❤

  • @SabbirHossain-qs5iv
    @SabbirHossain-qs5iv 7 місяців тому

    ❤❤❤