kritap4G | KritapSP মাজরা পোকা নিয়ন্ত্রণকারী কীটনাশক কখন কিভাবে কি পরিমানে ব্যবহার করবেন?

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024
  • কীটনাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই কীটনাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে সেই কেমিক্যাল কম্পোজিশন কিভাবে কীটপতঙ্গের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে কীটপতঙ্গদের মেরে ফেলে, মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট এই ভিডিও শেষে দেয়া আছে।
    এই ভিডিওতে আমি আলোচনা করেছি "Cartap Hydrochloride" কেমিক্যাল কম্পোজিশন এর কীটনাশক গুলো নিয়ে।
    ব্যবহার :
    পোকা - মাজরা , পাতামোড়া , ঝাঁকবাঁধা লেদা , হীরকপিঠ মথ , পাতাখেকো পোকা , নালীপোকা , শ্যামা , জ্যাসিড , পাতাজড়ানো পোকা , ফ্রি বিটল , কডলিং মথ , ফলছিদ্রকারী পোকা , জাব , থ্রিপস , গুবরে পোকা ইত্যাদি ।
    ফসল - ধান , ভুট্টা , বেগুন , লঙ্কা , ঢেঁড়শ , বাঁধাকপি , ফুলকপি , বীন , আলু ও অন্যান্য সবজি , লেবু , আপেল , তুলো , আখ , চা , ফুল ও পাতাবাহার ইত্যাদি ।
    নথিভুক্ত ফর্মুলেশান : ৫০ % এস.পি. স্প্রে -১ থেকে ১.৫ গ্রাম / লিটার জলে (৩৫০গ্রাম/একর)
    ৪ % জি . ( ৩ কেজি/১বিঘা.)
    । বাণিজ্যিক নাম : ৫০ % এস.পি. - পাদান ও কাডান ( করোমণ্ডল ) , কেলডান ( ধানুকা ) , ক্রিটাপ ( কৃষি . রসা . ) , ফাস্ট ( ট্রপি . এগ্রো . ) , পাটাপ ( কেমিনোভা ) , অনুডন ( অনু ) , জোশ ( ই . প্যারি ) , সিলেক্ট ( জেইউ পেস্টি . ) , কারটক্স ( র‍্যালিস ) , রিট্যাপ ( প্ল্যাট রিমে . ) , নাগটাপ ( মাল্টিপ্লেক্স ) , স্টারটপ ( শ'ওয়াল ) , ইউনিট্যাপ ( ইউনি এগ্রো . ) , র‍্যাডন ( শ্রীআরসি ) , সানভেক্স ( নাগার্জুন ) , বিকন ( ইন্দোফিল ) , কারডন ( ইউপিএল ) , ডলার ( হিন্দ . পালভা . ) , ক্রাফট ( ঘারদা ) , স্কিমিটার ( সুদর্শন ) , নিদান ( ক্রিস্টাল ) , উদ্যান ( হিম্যান ) , পিসি কারটাপ ( পা . কেমি ) , কারডান ( ইসিআই ) , ট্যাককিল ( বায়োস্টাড ) , কার্গো ( হেরানবা ) , হাইক্যাপ ( সুপার এগ্রো ) , কার্বন ( জিএসপি ) , বোরগান ( ম্যাখটে ) , কালকূট ( রাশনি ) , হিল কারটাপ ( হিল ) , সেলট্যাপ ( এক্সেল ) , কার্টিজ ।
    ৪ % জি . - পাদান ও কাডান ( করোমণ্ডল ) , কেলডান ( ধানুকা ) , ক্রিটাপ ( কৃষি . রসা . ) , ফাস্ট ( ট্রপি . এগ্রো ) , সানভেক্স ( নাগার্জুন ) , কারটাক ( টিএসি ) , অনুডন ( অনু ) , বিলডন ও বিলকপ ( ভারত ) , ডলার ( হিন্দ , পালভা . ) , ক্রাফট ( ঘারদা ) , ঢাল ( ইসাগ্রো ) , বর্ধন ( সাফেক্স ) , প্রধান ( কেমিসাইড ) , নিদান ও ক্রান্তি ( জয়শ্রী রসা . ) , স্কিমিটার ( সুদর্শন ) , শ্রীরাম কারটাপ ( শ্রীরাম ) , বিকন ( ইন্দোফিল ) , কারটপ ( থাক্কার ) , জেলডন ( জয় কেমি . ) , কারডন ( ইউপিএল ) , সিলেক্ট ( জেইউ পেস্টি . ) , ম্যাক্স ( হার্বি . ইন্ডি . ) , কারটক্স ( র‍্যালিস ) , মার্কট্যাপ ( মার্কফেড ) , নাগটাপ ( মাল্টিপ্লেক্স ) , গ্রিপ ( সালফার ) , রিট্যাপ ( প্ল্যাট . রিমে . ) , উদ্যান ( হিম্যান ) , ক্রিদান ও নিদান ( ক্রিস্টাল ) , শ্রীরাম কারটাপ ( শ্রীরাম ) , কার্টিজ , ডিকন , পিসি কারটাপ ( পা . কেমি . ) , হিল কারটাপ ( হিল ) , কারডান ( ইসিআই ) , কারট্রিজ ( বায়োস্টাড ) , কারটাপভিপ ( গোদরেজ ) , ইন্ডান ( ইনসেক্টি ) , র‍্যাডন ( শ্রীআরসি ) , সেলট্যাপ ( এক্সেল ) , বোরগান ( ম্যাখটে ) , হেরাল্ড ( হেরানবা ) ।
    "স্বীকারোক্তি"
    "এই চ্যানেলে প্রচারিত ভিডিও‍ পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
    নতুন যুগের কিটনাশক কিনতে
    1.Emamectin Benzoate 5%
    amzn.to/3CtWU18
    2.IMIDACLOPRID 30.5% SC
    amzn.to/3AIS66H
    3.Hexaconazole 5 % SC, Fungicide
    amzn.to/3AI0Yti
    4.PLANTIC 3 in 1 Total Plant Care Organic Pesticide Fungicide Miticide Insecticide
    amzn.to/3PQzTIB
    5. PI Industries Organic Biovita Liquid Seaweed Plant Growth Regulator For Home Garden & Plants (1Ltr)
    amzn.to/3pGxFB2
    ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
    কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
    কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷...
    #stemborer #farming #agriculture #rice #ধানের_মাজরা_পোকা

КОМЕНТАРІ • 59

  • @aranyamondal4571
    @aranyamondal4571 2 роки тому

    দারুণ দাদা খুব ভালো হয়েছে ❤️

  • @gopalroy1814
    @gopalroy1814 Рік тому +1

    Dhan er jomite jol na thakle to sukno jomite spray kora jabe ?

  • @joydebgarai8510
    @joydebgarai8510 2 роки тому

    Happy Teachers Day sir 🙏🙏

  • @priyankabiswas7418
    @priyankabiswas7418 Рік тому +1

    Chadbagan er joba gache osomvob poriman e sada machi hoyeche,kritap 4g Amazon e available. . Kivabe debo ??. . Gach 12" tob e ache

  • @abdulimran9018
    @abdulimran9018 2 роки тому +1

    Hi, Dada
    Sweeter insecticide
    composition -carbofuran 3% cg
    PROSPO -GR
    composition -Fipronil 0.3% GR
    dada এসব এর কাজ কী? Janaben r ekta video banan?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      আপনার এই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আমি ভিডিওতে আলোচনা করব

  • @masumalahi4408
    @masumalahi4408 11 місяців тому

    ধন্যবাদ

  • @komolkumar8596
    @komolkumar8596 2 роки тому +1

    দাদা খুব সুন্দর হয়েছে। বাংলাদেশ থেকে দেখছি। স্টিকার সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন কি।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      আমার চ্যানেলে স্টিকার নিয়ে অলরেডি একটা ভিডিও আছে প্লিজ দেখে নেবেন

  • @AbdulJabbar-oi2yo
    @AbdulJabbar-oi2yo Рік тому

    শসা গেছে যাবতীয় সমস্যা সম্পর্কে ভিডিও চাই

  • @Biker__life__shorts
    @Biker__life__shorts 11 місяців тому

    এই বিষ কে Fungus বিষ carbodizim এবং profex super mix করে দেওয়া যাবে?

  • @tukaiporey8912
    @tukaiporey8912 2 роки тому

    thank u sir

  • @SabirMolla-ud7tu
    @SabirMolla-ud7tu 2 роки тому

    Adama custodia ধানে কখন ব্যবহার করবো?

  • @tathagatamukherjee5010
    @tathagatamukherjee5010 Рік тому

    Dhan ropon korar din por cartap hydrochloride debo?

  • @tutorialhome4103
    @tutorialhome4103 2 роки тому

    Sir আমন ধান (দেশি খাস )এর কয়েকটা গাছের পাশের পাতা / নীচের পাতা হলদে হয়ে শুকিয়ে যাচ্ছে.কি করণীয়?
    জমিতে 4 দিন হল চাপান সার প্রয়োগ হয়েছে, জমিতে মোটামুটি জল রয়েছে.

  • @SrikantaMondal-du9xk
    @SrikantaMondal-du9xk Рік тому

    Karap hydrochloride 50 er sathe ar ki meeste hobe

  • @sankardas9008
    @sankardas9008 11 місяців тому

    দাদা আমি cartap hydrochloride 50sp & 30ml কীটনাশক ব্যবহার করার পর ধান গাছের পাতা মোড়া পোকা দমন করা যাচ্ছেনা তার জন্য
    আমি কোরাজিন ধান গাছের পাতা মোড়ার জন্য ব্যবহার করতে পারি??

  • @tutorialhome4103
    @tutorialhome4103 Рік тому +2

    Sir গোবিন্দভোগ ধানের জমিতে মাজরা ও ঝলসার ঔষধ সবেমাত্র প্রয়োগ করা হয়েছে তবে ওই জমিটির কিছু অংশর গাছগুলো হালকা হলদে ও তুলনায় ছোট আছে, অন্য গাছের তুলনায় সেভাবে জোর ধরেনি সেক্ষেত্রে এখন কমমাত্রায় ইউরিয়া সহ DAP সারের কিছু উপরিপ্রয়োগ প্রয়োজন বোধ হচ্ছে. এ বিষয়ে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন.

  • @abdusselim1278
    @abdusselim1278 2 роки тому

    স্যার আমি লঙ্কার বীজ আগামী বছরের জন্য আমার জমিতে সংগ্রহ করেছি এখন কি ভাবে রাখতে হবে যদি একটু বলেন ভালো হয়

  • @RnmofidulBoy-xl3kb
    @RnmofidulBoy-xl3kb 10 місяців тому

    Danermajrapuka.dankasto.

  • @anirbanbiman.
    @anirbanbiman. 2 роки тому

    24d niya akta video banao dada

  • @sujitranjanpodder2797
    @sujitranjanpodder2797 Рік тому

    Kritap 50 sp joba gache proyog Kora jabe ?

  • @vickysingharoy2162
    @vickysingharoy2162 2 роки тому

    দাদা ন্যানো ইউরিয়া পটল গাছের প্রয়োগ করলে কেমন রেজাল্ট পাওয়া যাবে যদি একটু বলেন

  • @md.mukhlesur2466
    @md.mukhlesur2466 2 роки тому

    ভাই, ফুলকপির বয়স 16 দিন পাতা হলুদ হয়ে গাছ নেতিয়ে যাচ্ছে সমাধান দেন? 7 দিন আগে রিডোমিল গোল্ড+ ইমিডাক্লোরোপিড স্প্রে করছি।

  • @snehasispal9195
    @snehasispal9195 Рік тому

    Dhan transplant korar koto diner moddhe deoua jabe ??? 30din ho66e deoua jabe

  • @ranjansarkar8026
    @ranjansarkar8026 2 роки тому +1

    দাদা ধান জমিতে জল নেই ফার্টেরা দিলে কি কাজ হবে। pls reply.

    • @sandipghosh3621
      @sandipghosh3621 Рік тому

      Hobe

    • @aranyamondal4571
      @aranyamondal4571 Рік тому

      Na হবে না. মাটিতে রস থাকলে coragen sprey করবেন

  • @indranildas2117
    @indranildas2117 2 роки тому +2

    গত ভিডিওতে Thifluzamide24%SC সবুজ বিষক্রিয়া শ্রেনীর অন্তর্গত। আপনি বললেন এটি ব্যবহার করার ২৫-৩০ দিন পর ফসল তোলা যাবে।
    তাহলে, Kritap তো নীল বিষক্রিয়া শ্রেনীর অন্তর্গত, এক্ষেত্রে কি করে ১৫-২৫ দিন পর ফসল তোলা যাবে ???
    সময় তো আরও বেশিদিন লাগার কথা তাই নয় কি ???
    উত্তরের অপেক্ষায় রইলাম, অবশ্যই জানাবেন 🙏🙏🙏।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +2

      প্রথমে বলি পেস্টিসাইডের গায়ে যে লেভেল করা থাকে সেই লেভেল পেস্টিসাইডের বিষক্রিয়া তার তীব্রতা কে বোঝায়, মানে কোন পেস্টিসাইডের একমাত্রায় প্রয়োগের অল্প সময়ের মধ্যে কোন পরীক্ষিত প্রাণীরতে যে বিষক্রিয়া সৃষ্টি করে তাকেই পেস্টিসাইডে তীব্র বিষাক্ততা বলে। সেই তীব্র বিষাক্ততার(LD⁵⁰) ওপর নির্ভর করে পেস্টিসাইড চারটি ভাগে ভাগ করা হয়েছে, লাল, হলুদ, নীল, সবুজ, ।
      দ্বিতীয় বিষয় হলো আমরা যখন কোন ফসলে পেস্টিসাইড স্প্রে করি তারপর ওই পেস্টিসাইডের সক্রিয় উপাদান কত দিন পর্যন্ত ফসলের মধ্যে সক্রিয় উপাদান পুঞ্জিভূত অবস্থায় থাকে, এবং কত দিন পর ওই সক্রিয় উপাদান নষ্ট হয়ে।
      এই বিষয়টা পেস্টিসাইডের বিষক্রিয়াতার সূচকদের ওপর নির্ভর করে না।
      ছোট্ট একটা উদাহরণ আপনাকে বলি
      যেমন "ডেল্টামেথ্রিন" হলুদ বিষাক্ততা গ্রুপের অন্তর্গত হলো ফসলের মধ্যে পাঁচ থেকে সাত দিন স্থায়ী থাকতে পারে তারপর এর সক্রিয় উপাদান নষ্ট হয়ে যায়।
      আবার "প্রেটিলাক্লোর" সবুজ বিষক্রিয়াতা গ্রুপের অন্তর্গত হল ফসলের মধ্যে ৭৫ থেকে ১১০ দিন পর্যন্ত স্থায়ী থাকে।

    • @indranildas2117
      @indranildas2117 2 роки тому +1

      @@AgriTechShanto এইবার সম্পূর্ণ রুপে বোধগম্য হলো। আমি একটু গভীরে ঢুকে বুঝতে চাই সবকিছু।
      অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমি আপনার প্রত্যেকটি ভিডিও খুবই মনযোগ দিয়ে দেখছি, সেই আপনার প্রথম ভিডিও থেকে 🙂💚🌹🙏।

  • @tutorialhome4103
    @tutorialhome4103 Рік тому

    দাদা kirrap 4g ধানে প্রয়োগ করলে 33শতক বিঘায় পরিমান কি হবে?

  • @BM-xx1ze
    @BM-xx1ze Рік тому

    ভাই বরবটি গাসে সুতুলি পকার কি ওষুধ দেবো আর কত দিন অন্তর দেবো

  • @abdullahilkafi766
    @abdullahilkafi766 2 роки тому +1

    দাদা ওষুধের ডোজ বলার সময় শতাংশ এর হিসেবে বললে ভালো হয়। বিঘার হিসাবে বললে আমাদের একটু অসুবিধা হচ্ছে।যেমন আমাদের ৪০ শতাংশে এক বিঘা আবার কোথাও ৩৩ শতাংশে এক বিঘা।

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      ভিডিও ডেসক্রিপশনে দেখে নেবেন।

    • @abdullahilkafi766
      @abdullahilkafi766 11 місяців тому

      দাদা কারটাপ 50% এটা আপনি বলছেন 1লিটার জলে এক গ্রাম।আর কোম্পানির লিফলেটে আছে 400 গ্রাম/একর। সেই হিসেবে 15 লিটার জলে 40 গ্রাম।এখন আমি দন্দে পরেছি 15 লিটার জলে কত দেব।(ফসল ধান)

  • @alaminhossin616
    @alaminhossin616 Рік тому +1

    কারটাপ
    গান্ধী পোকা যাবে কী

  • @tutorialhome4103
    @tutorialhome4103 2 роки тому

    আমন দেশি খাস ধানে (150দিনের ধান ) কতদিন অবধি পাশকাঠি বৃদ্ধি হয়..গোরা সেভাবে হয়নি.পাশকাঠি বৃদ্ধির জন্য কি করা দরকার? রোয়া থেকে আজ প্রায় 23 -24 দিন অতিক্রান্ত হয়েছে. চারা রোপণের সময় বিঘা পিছু 10 থেকে 12 কেজি হারে ডিএপি (14-28-0) ব্যবহার করা হয়েছিল?

  • @amirulseikh2143
    @amirulseikh2143 Рік тому

    নারকেল গাছ 9বছর বয়সী কীন্তূ 2_3ফুট বড়ো হচ্ছে না কী করব

  • @tapasroy4933
    @tapasroy4933 2 роки тому

    দাদা আপনি আপনার White app no টা দি লে খুব ভাল হবে

  • @skbasirul3625
    @skbasirul3625 2 роки тому

    দাদা মাজরা পোকা দমনে, kartap hydrocloride 50%sp profeno+cyper বা chlro+cyper এর সঙ্গে ব্যবহার করতে পারবো? যদি পারি তাহলে তার ডোজ কতো হবে?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      Kartap Hydrochloride 50%sp এর সাথে এগুলোকে না মিশিয়ে ব্যবহার করাটাই ভালো।

    • @skbasirul3625
      @skbasirul3625 2 роки тому

      @@AgriTechShanto dada tahole ki ota sudhu debo?

  • @tikmoj5272
    @tikmoj5272 Рік тому

    গেদা ফুল গাছে কুড়ি লেদা পোকায় নষ্ট করে দিচ্ছে কি কিটনাশক দেবো

  • @hoichoi7780
    @hoichoi7780 2 роки тому

    Kritap 4g + sagarika z++ + N:p:k 10:26:26 এক সাথে মিশিয়ে প্রয়োগ করতে পারি ধানের জমিতে ?

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому

      হ্যাঁ

    • @hoichoi7780
      @hoichoi7780 10 місяців тому

      দাদা kritap 50 sp সঙ্গে streptocycline মিশিয়ে স্প্রে করা যাবে ? এর সঙ্গে বৃষ্টির সময় ভালো ফাঙ্গিসাইট কোনটা মেশালে ভালো হবে ? একটু তাড়াতাড়ি বলবেন দাদা প্লিজ আমাদের এদিকে ( পাতামোরা পোকা ও ফাঙ্গাস / ব্যাকটেরিয়া এটাক হয়েছে) . Please reply

  • @md.mannan1332
    @md.mannan1332 Рік тому

    ভাই সাদা শিষ বের না হয় এমন একটা কীটনাশক এর নাম বলেন দয়াকরে। এখন আমার ধান গাছ থোর অবস্থায় আছে।

    • @kalyanmahata4133
      @kalyanmahata4133 Рік тому +1

      ধান ফোটার সময় মাজরা লাগালে কি ওষুধ দেয়া যাবে

  • @manikpal6624
    @manikpal6624 11 місяців тому

    স্টিকার কথা টা কি ভুঝলাম না ?

  • @vickysingharoy2162
    @vickysingharoy2162 2 роки тому

    Kritap 4g dam kmn dada.

  • @dipakpal7959
    @dipakpal7959 2 роки тому

    Dada phone nombor ta din kub problam ache amr jakichu korche sob loos hoche

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      আপনার যদি গাছের সমস্যা থাকে তাহলে ফেসবুক গ্রুপে আপনার গাছের ছবিসহ পোস্ট করবেন। Agri tech squad

  • @skbasirul3625
    @skbasirul3625 2 роки тому

    Dada বেগুনের ফল ফুল ছিদ্রকারী পোকার জন্য স্প্রে করা যাবে? Dosge টা একটু বলবেন

  • @mr.rakeshgameing7003
    @mr.rakeshgameing7003 2 роки тому

    Kritap sp 50% Dose ta apni puro vul bolchen. Company 400gm/acre bolche. Acre a 200liter jol dile 2gm/liter howa uchit. But apni 1gm/liter bolchen

    • @AgriTechShanto
      @AgriTechShanto  2 роки тому +1

      দেখুন আমি ভিডিওতে যে পরিমাণের কথা বলেছি, সেটা নিরাপদ পরিমাণের ওপর বলেছি। আপনি ১.৫ গ্রাম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তার বেশি ব্যবহার করলে রেজিস্ট্যান্স আসতে পারে কীটপতঙ্গদের উপর।