জনাব, গাজী কালুর পুথি পাঠের 4 ও অন্যান্য পর্ব কোথায় ? আমার বাবা একজন পুথি পাঠক, তিনি তার বাবার কাছ থেকে তা অর্জন করেন । তিনি আপনার পাঠ খুব পছন্দ করেছেন।
পুথির সুর আরো সুন্দরভাবে উপস্থাপনার জন্য প্র্যাকটিস করতে হবে। আপনার ছন্দের মধ্যে যেমন গোলমাল মিউজিকেও গোলমাল। তবে সুখের কথা আপনি পুথি পড়ার চেষ্টা করেছেন। অনেক আহম্মক ভাট কবিতা পড়ে সেটাকেই পুথি বলে চালায়। এভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আপনার পুথিটির লেখকের নাম কিন্তু বলেন নি। ধন্যবাদ পুথি চেষ্টার জন্য।
ধন্যবাদ সুহৃদ, লেখক আমি নিজেই। আমি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, পুঁথি আর পালাগান নিয়ে কাজ করছি দুই বাংলাতেই।এই পুঁথিটি ভাটপুঁথি বা ভাটুক পুঁথির সুর ছন্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আদি পুঁথি প্রায় সব'ই মহাজনি পুঁথি। আমি কিন্তু সবকিছু জেনেশুনেই পড়েছি৷ আর আমার সংগ্রহে যেটা প্রথম পুঁথি "আদম আসক নামা" সেটাও সংরক্ষিত আছে। চাইলে ফোন দিতে পারেন ০১৭০৯০৬৪৫৯৮ এই নাম্বারে।
আজকে আমার দাদির সাথে বসে শুনছি। তাদের চোখে আমি সোনালী অতীতের ঝলক দেখছি।ধন্যবাদ। ❤
অশেষ অশেষ কৃতজ্ঞতা সুহৃদ 🙏
I love this traditional culture.(from India)
thanks brother 🌹
khub sundor....Banglar adi Sompod.
কৃতজ্ঞতা সুহৃদ 🙏 প্রতি রবিবার আমি শ্যামস্বর পাঠপাতা পেইজে রাত ১১ টায় এই পুঁথি পাঠের আসর করি,আশাকরি এভাবেই পাশে থেকে উৎসাহ যোগাবেন।
আপনার কাছে আমার অনুরোদ
Kije sundor konto
ধন্যবাদ 🌹
Fine
thanks
Sundor . 😍
ধন্যবাদ 🌷
ua-cam.com/video/dfgDykg5mWo/v-deo.html
একটা কপি দেওয়া যাবে
কপি তো নেই ভাই 😐
part 3 kothai
দুই তিন একসাথেই আছে।
জনাব,
গাজী কালুর পুথি পাঠের 4 ও অন্যান্য পর্ব কোথায় ?
আমার বাবা একজন পুথি পাঠক, তিনি তার বাবার কাছ থেকে তা অর্জন করেন ।
তিনি আপনার পাঠ খুব পছন্দ করেছেন।
উঁনাকে আমার সালাম জানাবেন ভাইজান। আশাকরি খুব তাড়াতাড়িই বাকি অংশের পাঠ শুরু করবো ইনশাল্লাহ।
ধন্যবাদ ভাইজান পাশে থাকার জন্য ❤️🙏❤️
পুথির সুর আরো সুন্দরভাবে উপস্থাপনার জন্য প্র্যাকটিস করতে হবে। আপনার ছন্দের মধ্যে যেমন গোলমাল মিউজিকেও গোলমাল। তবে সুখের কথা আপনি পুথি পড়ার চেষ্টা করেছেন। অনেক আহম্মক ভাট কবিতা পড়ে সেটাকেই পুথি বলে চালায়। এভাবে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আপনার পুথিটির লেখকের নাম কিন্তু বলেন নি। ধন্যবাদ পুথি চেষ্টার জন্য।
ধন্যবাদ সুহৃদ, লেখক আমি নিজেই। আমি চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, পুঁথি আর পালাগান নিয়ে কাজ করছি দুই বাংলাতেই।এই পুঁথিটি ভাটপুঁথি বা ভাটুক পুঁথির সুর ছন্দ ব্যবহার করা হয়েছে কিন্তু আদি পুঁথি প্রায় সব'ই মহাজনি পুঁথি। আমি কিন্তু সবকিছু জেনেশুনেই পড়েছি৷ আর আমার সংগ্রহে যেটা প্রথম পুঁথি "আদম আসক নামা" সেটাও সংরক্ষিত আছে। চাইলে ফোন দিতে পারেন ০১৭০৯০৬৪৫৯৮ এই নাম্বারে।
ভাই একটা পুথি আমাকে দিবেন যে দাম চান আমি দিব
দামের বিষয় না। আমি পুঁথিগুলো ফটোকপি করে এনেছি।