Aj Amar Bandhob Keho Nai | আজ আমার বান্ধব কেহ নাই | Folk Strings

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • আজ আমার
    বান্ধব কেহ নাই....
    দয়াল...গুরু তুমি,বিহনে
    আমার ডুবুডুবু তরী
    কেমনে ধরি পাড়ি আমার হাইলের বৈঠা
    খাইলো রে ঘুণে
    আমার হাইলের বৈঠা
    খাইলো রে ঘুণে...
    দয়াল গুরু তুমি বিহনে
    আজ আমার,বান্ধব কেহ নাই..
    দয়াল গুরু তুমি, বিহনে..
    দেখে নদীর ঝড় আমার
    সবাই হইল পর
    ফেলিয়া গেলো তুফানে...
    দেখে নদীর ঝড় আমার
    সবাই হইল পর
    ফেলিয়া গেলো তুফানে
    কোথায় আছো দয়াল
    ডাকে তোমার কাঙ্গাল
    কোথায় আছো দয়াল
    ডাকে তোমার কাঙ্গাল
    তরাইয়া লও এ ঘোর নিদানে
    তুমি তরাইয়া লও
    এ ঘোর নিদানে...
    দয়াল গুরু তুমি বিহনে
    ওই চরণের ছোঁয়ায়,অমৃতসুধায়
    মুছিবে কলঙ্ক জীবনে
    ওই চরণের ছোঁয়ায়,অমৃতসুধায়
    মুছিবে কলঙ্ক জীবনে
    পাপে ভরা দেহ,ফেলিও না কেহ
    পাপে ভরা দেহ,ফেলিও না কেহ
    রেখে দিও গুরুর চরণে...
    তোমরা রেখে দিও গুরুর চরণে
    দয়াল গুরু তুমি বিহনে
    ডাকিতে ডাকিতে দয়াল
    হয় যদি মরণ আমার
    দুঃখ রবে না জীবনে
    ডাকিতে ডাকিতে দয়াল
    হয় যদি মরণ আমার
    দুঃখ রবে না জীবনে
    কয় লতিফ সরকার
    দয়াল চাঁদ হলে আমার
    কয় লতিফ সরকার
    দয়াল চাঁদ হলে আমার
    ধন্য জীবন এসে ভুবনে
    আমার ধন্য জীবন এসে ভুবনে...
    দয়াল গুরু তুমি বিহনে
    আজ আমার
    বান্ধব কেহ নাই....
    দয়াল...গুরু তুমি,বিহনে
    দয়াল...গুরু তুমি,বিহনে
    দয়াল...গুরু তুমি,বিহনে
    লোক সঙ্গীত বাংলাদেশের সঙ্গীতের একটি অন্যতম ধারা। এটি মূলত বাংলার নিজস্ব সঙ্গীত। গ্রাম বাংলার মানুষের জীবনের কথা, সুখ দুঃখের কথা ফুটে ওঠে এই সঙ্গীতে। এর আবার অনেক ভাগ রয়েছে। এটি একটি দেশের বা দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতিকে তুলে ধরে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, পল্লীগীতি, গম্ভীরা ইত্যাদি।
    Folk music is one of the genres of Bangladeshi music. It is basically Bengal's own music. The life of the people of rural Bengal, happiness and sadness emerges in this music. It has many parts. It highlights the culture of a country or any region of the country. Like Bhavaiya, Bhatiali, Palligiti, Gambhira etc.
    #banglafolksong #banglafolk #folk #folksong #folkmusic #song #sonks #songstatus #bangla #folkstrings

КОМЕНТАРІ •