Aikotan ( Partial)|ঐকতান ( সংক্ষিপ্ত) | রবীন্দ্রনাথ ঠাকুর | Brief Discussion | JSSC | By Indrajit

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024
  • কবিতা - ঐকতান
    কবি - রবীন্দ্রনাথ ঠাকুর
    কাব্যগ্রন্থ - জন্মদিনে
    সঙ্কলন গ্রন্থ - সঞ্চয়িতা
    বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি।
    দেশে দেশে কত- না নগর রাজধানী-
    মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু,
    কত- না অজানা জীব, কত- না অপরিচিত তরু
    রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন;
    মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারি এক কোণ।
    সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণবৃত্তান্ত আছে যাহে
    অক্ষয় উৎসাহে-
    যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী
    কুড়াইয়া আনি।
    জ্ঞানের দীনতা এই আপনার মনে
    পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে।
    আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি
    আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনি,
    এই স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক-
    রয়ে গেছে ফাঁক।
    কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা- একতান
    কত- না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ।
    দু্‌র্গম তুষারগিরি অসীম নিঃশব্দ নীলিমায়
    অশ্রুত যে গান গায়
    আমার অন্তরে বারবার
    পাঠায়েছে নিমন্ত্রণ তার।
    দক্ষিণমেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা
    মহাজনশূন্যতায় রাত্রি তার করিতেছে সারা,
    সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে
    অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে।
    সুদূরের মহাপ্লাবী প্রচন্ড নির্ঝর
    মনের গহনে মোর পঠায়েছে স্বর।
    প্রকৃতির ঐকতানস্রোতে
    নানা কবি ঢালে গান নানা দিক হতে;
    তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ-
    সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ,
    গীতভারতীর আমি পাই তো প্রসাদ
    নিখিলের সংগীতের স্বাদ।
    সব চেয়ে দুর্গম- যে মানুষ আপন অন্তরালে,
    তার কোনো পরিণাপ নাই বাহিরের দেশে কালে।
    সে অন্তরময়
    অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়।
    পাই নে সর্বত্র তার প্রবেশের দ্বার,
    বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার।
    চাষি খেতে চালাইছে হাল,
    তাঁতি বসে তাঁত বোনে, জেলে ফেলে জাল-
    বহুদূরপ্রসারিত এদের বিচিত্র কর্মভার
    তারি 'পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার।
    অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে
    সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে।
    মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে,
    ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
    জীবনে জীবন যোগ করা
    না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা।
    তাই আমি মেনে নিই সে নিন্দার কথা
    আমার সুরের অপূর্ণতা।
    আমার কবিতা, জানি আমি,
    গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী।
    কৃষাণের জীবনের শরিক যে জন,
    কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন,
    যে আছে মাটির কাছাকাছি,
    সে কবির বাণী- লাগি কান পেতে আছি।
    সাহিত্যের আনন্দের ভোজে
    নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারি খোঁজে।
    সেটা সত্য হোক,
    শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ।
    সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি
    ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজ্‌দুরি।
    এসো কবি, অখ্যাতজনের
    নির্বাক্‌ মনের।
    মর্মের বেদনা যত করিয়ো উদ্ধার-
    প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারি ধার,
    অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি
    রসে পূর্ণ করি দাও তুমি।
    অন্তরে যে উৎস তার আছে আপনারি
    তাই তুমি দাও তো উদ্‌বারি।
    সাহিত্যের ঐকতানসংগীতসভায়
    একতারা যাহাদের তারাও সম্মান যেন পায়-
    মূক যারা দুঃখে সুখে,
    নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে,
    ওগো গুণী,
    কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি।
    তুমি থাকো তাহাদের জ্ঞাতি,
    তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারি খ্যাতি-
    আমি বারংবার
    তোমারে করিব নমস্কার।
    আমার সীমিত ভাবনার দ্বারা সাধারণ ভাবে এই বৃহৎ গভীর কবিতার ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
    তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং সারগ্রাহি ভাবে ভালোটা গ্রহণ করবেন।
    ধন্যবাান্তে
    ....~~ ইন্দ্রজিৎ
    Instagram : ...
    PDF Through Telegram
    t.me/indrajitp...
    বলাকা: • Bolaka | কবিতা - বলাকা...
    এবার ফিরাও মোরে : • Ebar Firao More | এবার...
    পরশ পাথর : • Parosh Pathor| পরশ পাথ...

КОМЕНТАРІ • 49

  • @PranobOfficialMusics
    @PranobOfficialMusics 10 місяців тому

    🙏🙏

  • @anjalimahato2642
    @anjalimahato2642 Місяць тому

    Onek onek dhonnobad dada apnake🙏🙏🙏mone hoy robindronath thakur apnake pathiche amader maj khane amara ke sohoj bhabe bujhanor jonno..asirbad koro dada jeno exam e pas hoy,ami onek dukhito amar dada nei apnakei dada bhabi karon emon bhabe bujhao kabita gula jeno apni amader nijer osonkho dhonnobad🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @urmiakier7386
    @urmiakier7386 10 місяців тому +1

    "Sir' অনেক কিছু জানতে পার লাম, রবি ঠাকুরের কবিতা৷ আপনি অসাধারণ ভাবে বুঝিয়ে দিলেন কবিতা৷

  • @Littleangel-099
    @Littleangel-099 4 місяці тому +1

    খুব সুন্দর কবিতা

  • @amitkumardey3009
    @amitkumardey3009 9 місяців тому +1

    Sir, কবিতার 28 টি লাইন বাদ দিয়ে আপনি পড়িয়েছেন কেনো?

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  9 місяців тому

      কারণ ইন্টারনেটে আমি ততোটাই পেয়েছিলাম ,পরে জানতে পেরেছি

  • @aratistreasure2865
    @aratistreasure2865 10 місяців тому

    Thank you sir 🙏

  • @priyonathdas8035
    @priyonathdas8035 Рік тому +2

    Missing some lines but overall great explanation 👍👍👍
    Love from barharwa (sahibganj)

    • @CristianoFF1
      @CristianoFF1 4 місяці тому

      Are bhai amio barharwa theke tomar bari kothay barharwa te

    • @CristianoFF1
      @CristianoFF1 4 місяці тому

      Amar title das

  • @thandamondal7352
    @thandamondal7352 9 місяців тому

    Atrimunir ashrame sri ramchandra kabita ti niye video banan plz

  • @NasimSheikh-wz3wx
    @NasimSheikh-wz3wx Рік тому +1

    কবিতা আলোচনা থেকে অনেক কিছু শিখতে পারলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ sir।

  • @almanac6551
    @almanac6551 Рік тому +1

    পরীক্ষা কেন্দ্র কি শুধুমাত্র রাঁচি তে থাকবে, নাকি অন্য জেলাতেও থাকবে?

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  Рік тому

      অন্যান্য জেলাতেও থাকবে।

    • @almanac6551
      @almanac6551 Рік тому

      @@KavyaCharchaByIndrajit কোন কোন জেলাতে থাকতে পারে?

  • @samim8356
    @samim8356 3 місяці тому

    Sir 13 jily ki ki aase che akta video banan

  • @bikashchakulia
    @bikashchakulia Рік тому +1

    Sir, কবিতাটির 24 টি লাইন বাদ দিয়ে দিয়েছেন কেন?

  • @JagdishSingh-cf5zx
    @JagdishSingh-cf5zx Рік тому

    Missing some line sir

  • @kiranmahato9983
    @kiranmahato9983 Рік тому +2

    Sir plz cgl er jonno mcq baniye din... Sob kobitar

  • @prasantamahato5960
    @prasantamahato5960 Рік тому

    Thanku Sir ❤

  • @barunparamanik2213
    @barunparamanik2213 Рік тому

    Onk onk aapnake dhanobaad .

  • @nadeemomar4751
    @nadeemomar4751 Рік тому

    Doing good keep moving on brother love you

  • @kutudhamaka
    @kutudhamaka Рік тому

    Sir khub sundar apnar bekkha..
    But sompurno kobita bekkha korun..
    Majhe majhe kichu line Chara hoye ache..

  • @subham1487
    @subham1487 Рік тому

    Explaination ta khubi sundor laglo
    Kintu sir puro kobita ta koran plz

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  Рік тому +1

      next time আবার এই কবিতার পুরোটা ভিডিও নিয়ে আসবো।

    • @subham1487
      @subham1487 Рік тому

      @@KavyaCharchaByIndrajit thank u sir

  • @enhanceyourknowledgebybm2907
    @enhanceyourknowledgebybm2907 Рік тому +2

    sir kobita ta puro nahi

  • @flickering8576
    @flickering8576 Рік тому +1

    Sir Ai Kobitar Onek Line Skip Hoye Gaiche...Majer Kichu Line Gulo

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  Рік тому +1

      You are right... তাই, পুরো কবিতা নিয়ে আবার আলোচনা করতে হবে। এই কবিতার

    • @flickering8576
      @flickering8576 Рік тому

      Ha Sir Puro Ta Koriye Den...plzz

  • @goutamgop2412
    @goutamgop2412 Рік тому

    স্যার সাজানো বাগান নাটকের pdf টা টেলিগ্রামে আপলোড করে দিন পড়বো

  • @KaberiSadhu-n3y
    @KaberiSadhu-n3y Рік тому

    খুব ভাল লাগল

  • @Learnplaning
    @Learnplaning Рік тому

    আমার মাথা নাত করে (রবীন্দ্রনাথ ঠাকুর),
    • হাট (কালিদাস রায়)
    এই কবিতা গুলোর ও যদি Video আনেন তো ভালো হয় sir

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  Рік тому

      হাট : ua-cam.com/video/6sxTJ_lQ7Fc/v-deo.htmlsi=NWL0IJeX6tFwCbZh

    • @KavyaCharchaByIndrajit
      @KavyaCharchaByIndrajit  Рік тому

      আমার মাথা নত করে : ua-cam.com/video/eZFIfYkabh0/v-deo.htmlsi=JfZCC0TVLnKhJ72f

  • @atanuchakraborty1153
    @atanuchakraborty1153 Рік тому

    আমার মাথা নত করে কবিতা বাকি আছে । যদি করিয়ে দেন তো উপকৃত হতাম

  • @barunparamanik2213
    @barunparamanik2213 Рік тому

    Jssc cgl er sob syllabus complete kore diben plezzz Ami aapnar er UA-cam theke class kori........ + Onk help hoyechee h aapnar class kore....

  • @alonboy638
    @alonboy638 Рік тому

    Sir kobitar kichu line chute gaiche