বাড়ি কিংবা ফ্ল্যাট কিনে ঠকতে না চাইলে এই গুরুত্বপূর্ণ বিষয় গুলো ভালোমত জেনে রাখুন!!!

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2017
  • বাড়ি পছন্দ হয়েছে। টাকা দিয়ে কিনে কাগজ বুঝে নিয়ে উঠে পরলেন বাড়িতে। কাগজটা কি ? কি লেখা রয়েছে ? প্রকৌশলীদের আলাদা ভাষা রয়েছে। সেই ভাষায় অভিজ্ঞ না হলে আপনি বুঝবেন না। সব সেক্টরের আলাদা কিছু ভাষা রয়েছে। যা সংশ্লিষ্ট বিভাগের লোকেরাই ভালো বুঝে।
    আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি ফ্ল্যাট কিনতে চান।কিন্তু জানেন কি আপনার স্বপ্নকে পুঁজি করে অর্থ লুট করতে পারে অর্থলোভী প্রতারক ব্যবসায়ীরা। অনেক সময় তারা এমন সব অফার- চটকদার বিজ্ঞাপন দেয় যে আপনি প্রলুদ্ধ হয়ে তাদের গ্যাড়াকলে আটকে যাবেন। পরবর্তীতে নাকের জল চোখের জল একাকার হয়ে পুরো জীবনটাই শেষ পর্যন্ত দুর্বিসহ হয়ে ওঠে। অনেক ক্রেতা আছেন যারা সারা জীবনের সঞ্চয়ই কেবল হারান না, ব্যাংক ঋণেও জর্জরিত হয়ে সর্বশান্ত হয়ে যান। চলুন শুরু করা যাকঃ--
    সরকার আইন করার সময় যদিও ক্রেতাদের বেশ কিছু স্বার্থ রক্ষা করেছে। কিন্তু এ আইনের ফাঁক ফোকরও কম নয়। সে কারণে ক্রেতা হিসাবে আপনাকেই বেশি সাবধান হতে হবে। চুক্তি করার সময় সবদিক খেয়াল রেখে চুক্তি করবেন।
  • Розваги

КОМЕНТАРІ • 37