তিন তার ও চার তা‌রের সি‌লিং ফ্যা‌নে ক্যাপা‌সিটর কা‌নেকশন । ফ্যা‌নে ক্যাপা‌সিটর কেন লাগায় ।

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2022
  • তিন তার ও চার তা‌রের সি‌লিং ফ্যা‌নে ক্যাপা‌সিটর কা‌নেকশন । ফ্যা‌নে ক্যাপা‌সিটর কেন লাগায় ।
    এই ভি‌ডিওর মাধ্য‌মে আপনারা জান‌তে পার‌বেন, কিভাবে এক‌টি সি‌লিং ফ্যানের সা‌থে স‌ঠিক নিয়‌মে ক্যাপা‌সিটর কা‌নেকশন কর‌তে হয় । কিছু ফ্যান থে‌কে ৩ তার বের হয় আবার কিছু ফ্যান থে‌কে ৪ তার বের হয় । এই video তে ম্যা‌ল্টি‌মিটার ও সি‌রিজ টেষ্ট ল্যাপ ব্যবহার ক‌রে ৩ তার ও ৪ চার উভয় ফ্যা‌নে ক্যাপা‌সিটর লাগা‌নোর নিময় দে‌খিয়ে‌ছি ।
    এছাড়াও ফ্যা‌নে ক্যাপা‌সিটর কেন ব্যবহার করা হয়, ‌সি‌লিং ফ্যা‌নে বা Single phase induction মট‌রে ক্যাপা‌সিটর আস‌লে কি কাজ ক‌রে ইত্যা‌দি বি‌ভিন্ন বিষয় Animation এর মাধ্য‌মে খুব সহ‌জে বোঝা‌নো হ‌য়ে‌ছে ।
    এই ধর‌নের বেশ কিছু ভি‌ডিও এই চ্যা‌নে‌লে আছে । সেগু‌লো দেখার জন্য অনু‌রোধ রই‌লো । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।
    ENGINEERING TECHNOLOGY
    channel এর পা‌শে থাকার জন্য
    আপনা‌কে অসংখ্য ধন্যবাদ ।
    #ceilingfan
    #celingfancapacitorconnection
    #engineeringtechnology
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel is meant for EDUCATIONAL PURPOSE only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 271

  • @shamimbhuiya9262
    @shamimbhuiya9262 Рік тому +49

    ভিডিওটিতে ক্যাপাসিটর লাগানো অতিসুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। সবচেয়ে ভালো দিক হলো অতিরিক্ত ও অপ্রয়োজনীয় কোন কথাই বলা হয়নি। সেজন্য ভিডিওটি দেখতে ও শুনতে আকর্ষনীয় ও মানসম্মত হয়েছে। তাই নিয়মিত এরকম ভিডিও দেওয়ার আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। - আমি মোঃ শামীম ভূঞা, আপনার একজন ভক্ত নরসিংদী থেকে লিখছি।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому +3

      আপনা‌কেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য লেখার জন্য । আপনা‌দের Support আমার জন্য অনেক বড় অনু‌প্রেরনা ।
      ইনশা আল্লাহ, আমি তাড়াতা‌ড়ি video তৈ‌রি করার চেষ্টা কর‌বো । ❤

    • @mdmobaraksk913
      @mdmobaraksk913 Рік тому

      ভাই প্রসেসর নিয়ে ভিডিও দাও

  • @abdussalam-dm4nz
    @abdussalam-dm4nz Рік тому +7

    অসাধারণ বোঝানোর ক্ষমতা। ধন্যবাদ।

  • @toyebhasan8986
    @toyebhasan8986 Рік тому +1

    ভিডিও দেখে মাথা ব্যথা করে৷
    কিন্তু খুব সুন্দর ভাবে বুঝিয়েছে৷
    ধন্যবাদ ভাই

  • @mdjihadhossain4906
    @mdjihadhossain4906 Рік тому

    অনেক অনেক ধন্যবাদ ভাই,
    অনেক সুন্দর উপস্থাপনা। অনেক পরিশ্রম করে ভিডিওগুলো বানিয়েছেন নিঃসন্দেহে বুঝা যায়।
    মাশা-আল্লহ, বারকআল্লহু-ফিক 💚
    জাযাকাল্লাহু খইরন 💚

  • @towhidmelon6313
    @towhidmelon6313 Рік тому

    আমি আপনার একজন নিয়মিত দশক খুব ভালো ছিল অনেক ধন্যবাদ

  • @dipeshnath5617
    @dipeshnath5617 4 місяці тому

    West Bengal থেকে লিখছি। আপনার vlog দেখতে খুব ভালো লাগে। অনেক কিছু শিখেছি / শিখছি। আরো অনেক electronics সংক্রান্ত video আশা করছি। ভালো থাকবেন।

  • @rayhanmollik
    @rayhanmollik Рік тому +1

    Keep it up brother. You're amazing. Allah bless you all the way

  • @Wahid3137
    @Wahid3137 Рік тому +1

    ভাইয়ার তৈরিকৃত এনিমেশন সব সময়ই অনেক সুন্দর হয়।
    আর এটি ভিডিও কে অন্য মত্রায় নিয়ে যায়।
    অনেক ধন্যবাদ ভাইয়া এতো কষ্ট করে আমাদের বোঝানোর জন্য।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Thank you so much vaiya.. ❤❤

    • @selfdefencelife
      @selfdefencelife Рік тому

      ভাই আপনার এনিমেশন বানানোর জন্য কি ব্যবহার করেন?

  • @imranbhangi5262
    @imranbhangi5262 Рік тому

    দাদা আমি আপনার ভিডিও অনেক দিন থেকেই দেখি ।
    আপনার সব ভিডিও গুলো শিক্ষণীয় , ধন্যবাদ ।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому +1

      আপনা‌কেও অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা মন্তব্য লেখার জন্য । আপনা‌দের Support আমার জন্য অনেক বড় অনু‌প্রেরনা ।

  • @alaminhosen8464
    @alaminhosen8464 Рік тому

    Khub valo hoeche. Celling fan er working principles nie ekta video hole, aro valovabe bujhte partam.

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому +1

      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @298monir
    @298monir Місяць тому

    ভাই ,আপনার জন্য দোয়া রইলো ।

  • @mattmurdock1606
    @mattmurdock1606 Рік тому

    ভাই আপনার ভিডিওগুলা খুব ভালো লাগে।
    সোলার প্যানেল কীভাবে কাজ তার একটা ভিডিও বানান।

  • @user-rs6zo7nb6z
    @user-rs6zo7nb6z Рік тому

    মাশা আল্লাহ্, অনেক সুন্দর হয়েছে।

  • @arbimojasur8789
    @arbimojasur8789 Рік тому

    Assalamualaikum, আপনার ভিডিও অপেক্ষায় থাকি, ভাইয়া কম্পিউটার হাডওয়্যার কাজ যদি দিতেন

  • @nuclearman7382
    @nuclearman7382 Рік тому

    Very nice 👍👍👍,,1 kothai osadharon..

  • @m.jay4206
    @m.jay4206 Рік тому

    Sotti bolci ami ITI electrician korchi kintu ei bisoy ta bujte pareni class a tomar video dekhe puro clear

  • @sanu2302
    @sanu2302 Рік тому +2

    Sir আপনার video গুলো খুবই সুন্দর.....
    Grafix এর মতো দেখিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন খুবই দারুণ লাগছে
    1 ta video বানান "555 ic" কিভাবে কাজ করে ..
    THANK YOU SO MACH❤️❤️❤️

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      আমি অবশ্যই চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ভাইয়া..

    • @s.pelectronic2480
      @s.pelectronic2480 11 місяців тому

      হ্যা দরকার একটা ভিডিও 555 ic নিয়ে

  • @abdurrajjak1352
    @abdurrajjak1352 Рік тому

    আসসালামু আলাইকুম ভাই, আপনার বোঝানোর ক্ষমতা অসাধারণ, আল্লাহ আপনাকে অনেক দূরে নিয়ে যাক। যদি সম্ভব হয় তাহলে Op- Amp নিয়ে একটা ভিডিও দিয়ে উপকৃত করবেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      ওয়া আলাইকুম আসসালাম,,
      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।

  • @MdBabu-uh9gd
    @MdBabu-uh9gd Рік тому

    আপনার ভিডিও আমার খুবই ভালো লাগে।।

  • @sukantasarker7999
    @sukantasarker7999 Рік тому +1

    অসাধারণ ভাই! আমি একজন শিক্ষক। কিন্তু আমার এই কাজটি শিখতে খুব ইচ্ছে হয়।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Thank you so much vaiya..
      এই চ্যা‌নে‌লে এমন অনেক Video আছে । আপ‌নি চাই‌লে সেগু‌লো দেখ‌তে পারেন । হয় তো আপনার উপকা‌রে আস‌বে ।

  • @MDSELIM-dd3mo
    @MDSELIM-dd3mo Рік тому

    আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার বড় একজন ভক্ত। আপনার জন্য অনেক দোয়া।

  • @lkkhokon63
    @lkkhokon63 Рік тому

    অসাধারণ হয়েছে,
    ধন্যবাদ।

  • @anowarhossain2781
    @anowarhossain2781 4 місяці тому

    Thanks a lot for a good presentation.

  • @mdmostakim2884
    @mdmostakim2884 Рік тому +1

    এরকমভাবে আরও ইলেকট্রনিক্স ভিডিও দিয়ে যাবেন ‌। আমরা উপকৃত হই । পাশে আছি পাশে থাকবো।

  • @gameslover124
    @gameslover124 Рік тому

    ভাই আপনার ভিডিও গুলো খুব সাবলীল ও পরিচ্ছন্ন তাই খুব ভালো লাগে।
    ভাই একটা মোবাইলের চার্জার কিভাবে কাজ করে সেটা সম্পর্কে ডিটেলস বলেন

  • @rohiakter2394
    @rohiakter2394 Рік тому

    ভাই তোমার ভিডিও গুলো অত্যান্ত ভালো লাগে।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      আপনা‌কে অসংখ্য ধন্যবাদ । আপনা‌দে‌র ভা‌লোবাসা আমার জন্য অনেক বড় অনু‌প্রেরনা ।

  • @cinemaarsenal6685
    @cinemaarsenal6685 11 місяців тому

    দাদা অসাধারণ কিছু দেখিয়েছেন ❤❤❤

  • @mdselimahmed_8106
    @mdselimahmed_8106 Рік тому

    অনেক সুন্দর ভিডিও আমি অনেক খুশি হলাম আর ভিডিও চাও

  • @hshasmot6932
    @hshasmot6932 Рік тому

    আপনার বোঝানোর ক্ষমতা অসাধারন

  • @shadmansakibsiam5832
    @shadmansakibsiam5832 Рік тому

    ami akjon dimlopa engineer..apnar video quality first class..so keep it up❤

  • @MizanurRahman-fo2xp
    @MizanurRahman-fo2xp Рік тому

    ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে৷ ৷ [~\ট্রান্সফরমার নিয়ে ~]একটা ভিডিও দেন৷

  • @mdsumon-zp4gq
    @mdsumon-zp4gq Рік тому

    আসসালামু আলাইকুম ভাই, নতুন কিছু শিখলাম।

  • @user-ze9fw8jm2l
    @user-ze9fw8jm2l 5 місяців тому

    Riyon Vai Ami Aponar ekjon Fan

  • @EEEJobPreparationinBangladesh
    @EEEJobPreparationinBangladesh 7 місяців тому

    খুব সুন্দর হয়েছে।

  • @user-gp9td3ec8h
    @user-gp9td3ec8h 8 днів тому

    স্যার টেবিল ফ্যানের এরকম একটা ভিডিও দিবেন ইনশাআল্লাহ

  • @mxxxx339
    @mxxxx339 Рік тому

    হ্যালো ব্রাদার কেমন আছো
    কনটেন্ট গুলো খুব সুন্দর । আমি সবগুলোই দেখেছি

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому +1

      Alhamdulillah, ami valo achi. Asa kori apni o valo achen. ❤

    • @mxxxx339
      @mxxxx339 Рік тому

      @@Engineering-Technology LPF LED DIVER নিয়ে একটা ভিডিও আশা রাখছি

  • @angelmeghaa
    @angelmeghaa Рік тому

    ধন্যবাদ এত সুন্দর করে বোঝানো র জন্য

  • @user-xo1xn7ss9z
    @user-xo1xn7ss9z Рік тому

    Excellent tutorial 👌

  • @abdulmotin8902
    @abdulmotin8902 10 місяців тому

    সর্বোচ্চ টেকনিক, ধন্যবাদ

  • @lgbutterfly9688
    @lgbutterfly9688 Рік тому +1

    ভাই আমি lg butterfly তে জব করি আজকে আমাদেরকে ট্রেনিং হয়েছে আমাদেরকে আজকে শেখানো হয়েছে অটোকপুলার সম্বন্ধে সেখানে স্যার আপনার ভিডিওটি চালু করে দিয়েছিল আমাদেরকে এসি ফ্রিজের পিসিবি সম্বন্ধে ট্রেনিং দেওয়া হয়

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      বিষয়টা জান‌তে পে‌রে খু‌বি ভা‌লো লাগ‌লো ভাইয়া ।
      ধন্যবাদ আপনা‌কে ।

  • @mdmohsinali-dc5ou
    @mdmohsinali-dc5ou 3 місяці тому

    সঠিক ভাবে বোঝানোর জন্য ধন্যবাদ

  • @mdsakibulislam2120
    @mdsakibulislam2120 Рік тому

    Dhonnobad vai.

  • @mohammedal-amin1043
    @mohammedal-amin1043 Рік тому

    অনেক ধন্যবাদ এই রকম কাজ চাই

  • @YouTubeFact776
    @YouTubeFact776 Рік тому

    Dada thank you for nice video plase akto tra tari video uploading kori

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Vaiya sorry ektu deri kore felchi. Ami asole onek problem er moddhe achi. But kal porsur moddhei new video asbe INSHA ALLAH.

  • @MdRoyalHossain
    @MdRoyalHossain 3 місяці тому

    মানসম্মত ভিডিও💖

  • @salekborhan8894
    @salekborhan8894 Рік тому

    Nice explain ❤❤

  • @zahurulislam8773
    @zahurulislam8773 Рік тому

    অসাধারণ .♥️♥️♥️

  • @monirelectronicsplumbing720
    @monirelectronicsplumbing720 9 місяців тому +1

    ভাই ক্যাপাসিটর স্টাডিং রানিং কিভাবে চিনবো এই নিয়ে একটি ভিডিও দিবেন যাতে করে আমি কোনটা স্টাটিং কোনটা রানিং চিনতে পারি ভাই ❤❤

    • @Engineering-Technology
      @Engineering-Technology  9 місяців тому

      vai capacitor er kono Starting ba Running thake na.
      Capacitor niye video ache ei channel a,, chaile sei video ta dekhte paren.
      Thank you.

  • @sanjusaikh8288
    @sanjusaikh8288 Рік тому

    ভাই, আপনি কেমন আছেন। আশা করি ভালো আছেন। ভাই আমার একটা বিশেষ অনুরোধ আপনার কাছে । আপনি অতি দ্রুত এসির পিসিবি নিয়ে আলোচনা করেন ।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      আলহাম্দ‌ু‌লিল্লাহ, আমি ভা‌লো আছি । আশা ক‌রি আপ‌নিও ভা‌লো আছেন ।
      ভাইয়া বর্তমা‌নে আমার কা‌ছে কো‌নো AC নেই । সেজন্য আমি দ্রুত ঐটার ওপর video বানা‌তে পার‌ছি না । ত‌বে আমি চেষ্টা কর‌বো ।
      ধন্যবাদ ।

  • @arifuzzamanarif4534
    @arifuzzamanarif4534 Рік тому

    Well Done Bro...

  • @sagorali4706
    @sagorali4706 Рік тому

    nice big fan bhai

  • @nuclearman7382
    @nuclearman7382 Рік тому

    Vaiyya Ami apner 1 ta chorom vocto, Jamalpur theke bolchi

  • @anisurrahman2768
    @anisurrahman2768 5 місяців тому

    Thanks sir

  • @bdarmylover8697
    @bdarmylover8697 Рік тому

    Nice vedio

  • @thespectre3391
    @thespectre3391 Рік тому

    Vaiya ami notun electronic kaj sikhte chachhi....kivabe shuru korbo ba ki ki jante hobe ektu guide korle onek upokrito hotam🤗🙇

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      1st Electronics component gulo niye besi besi research korte hobe.
      Component er kaj bujhle baki kaj emni easy hoye jabe vaiya.
      Apni chaile amar componet er playlist ta dekhte paren.
      Thank you so much

  • @nidhubanhalder8119
    @nidhubanhalder8119 Рік тому +1

    Very very nice video brother.

  • @saimumkhan7005
    @saimumkhan7005 Рік тому

    ভাই নিয়মিত ভিডিও আপলোডের অনুরোধ রইলো ❤️

  • @MdFahim-rs2em
    @MdFahim-rs2em Рік тому

    Wonderful

  • @user-lj8dt3nz4n
    @user-lj8dt3nz4n Рік тому

    ভাই ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরার মেশিন কিভাবে কাজ করে একটা ভিডিও ছাড়বেন

  • @sheikhnila5985
    @sheikhnila5985 Рік тому

    Peltire module নিয়ে একটা ভিডিও দিবেন

  • @ashibminimodels6836
    @ashibminimodels6836 Рік тому

    Nice 👍👍👍

  • @md.hridoyhasan3823
    @md.hridoyhasan3823 Рік тому

    Good Video

  • @ahsanhabeeb2444
    @ahsanhabeeb2444 6 місяців тому

    ধন্যবাদ

  • @subrotokumar5204
    @subrotokumar5204 Рік тому

    Nice👍👍👍👍

  • @threepointzero32
    @threepointzero32 11 місяців тому

    Good ❤❤❤

  • @grtstudiogolamrabbane3313
    @grtstudiogolamrabbane3313 Рік тому

    আশা করি ভালই আছেন❤
    আমি একটা সিলিং ফ্যানের
    ক্যাপাসিটর কানেকশন দিচি
    যেভাবেই লাগাই
    উল্টা ঘুরে

  • @putulhowlader433
    @putulhowlader433 10 місяців тому

    ভাই এসি মোটর ও ডিসি মোটর এবং এসি ও ডিসি জেনারেটর নিয়ে একটা ভিডিও তৈরী করেন প্লিজ

  • @nahidimran6532
    @nahidimran6532 Рік тому +1

    1st view

  • @Joynul1k
    @Joynul1k Рік тому

    Good video

  • @siyamalvy716
    @siyamalvy716 Рік тому

    vai transformer niye akta vedio cai!!!

  • @abubokorsiddiq4849
    @abubokorsiddiq4849 Рік тому

    ধন্যবাদ জানাইলাম

  • @Mohobbathossain
    @Mohobbathossain Рік тому

    ভাই দয়া করে একটা EXIT বা fog light এর সার্কিট নি ভিডিও বানান, প্লিজ ভাই

  • @IslamiServiceBd
    @IslamiServiceBd Рік тому

    জি ভাই আপনার আলোচনা গুলো অনেক সুন্দর আপনি কোন জায়গায় লেখাপড়া করছেন এটা একটু জানাবেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না বিএসসি ইঞ্জিনিয়ার

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому +1

      Ami Diploma in Electronics Engineering complete kore BSC in EEE korchi bortomane.
      THANK YOU

    • @IslamiServiceBd
      @IslamiServiceBd Рік тому

      @@Engineering-Technology ভাইয়া আমাকে একটা পরামর্শ দিবেন আমি ডিজিটাল স্কেলের বডি তৈরি করল বিষয়ে আপনি আলোচনা করবেন এবং ডিজিটাল স্কেল সম্পর্কে কি কোন বই পাওয়া যাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং আপনি লোড সেল সেল বিষয়ে আলোচনা করবেন

  • @ta.tanvir1516
    @ta.tanvir1516 Рік тому

    Vaiya lc neye akta video den ❤️❤️

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Vaiya IC niye already ekta video ei channel a ache. Apni please channel ta ektu ghure dekhen,
      thanks a lot.

    • @ta.tanvir1516
      @ta.tanvir1516 Рік тому

      @@Engineering-Technology Vaiya ami apner raguler video dekhe .vaiya ic neye akta project baniye video dele Valo hoyo❤️❤️❤️

  • @mdshajibislam5652
    @mdshajibislam5652 Рік тому

    Thanks

  • @mduzzol7644
    @mduzzol7644 Рік тому

    ভাই কম্পিউটারের হাড ডিস্ক এর ভেতর একটা তিন পিনের একটা মটর থাকে সেই মটর টা ঘুরাতে পারছি না ‍যদি একটা পদ্দতি দেখাতেন তাহলে খুব উপকার হতো

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Amar kase apatoto HDD er motor nai, ami jodi oi motor manage korte pari tahole INSHA ALLAH video banai dibo.
      THANK YOU

  • @safiuls5252
    @safiuls5252 6 місяців тому

    Nice

  • @kawsarhossain7896
    @kawsarhossain7896 Рік тому

    nice

  • @sharifelectronicdevices6771

    👍👍

  • @tanvirfahim235
    @tanvirfahim235 Рік тому

    ভাইয়া ট্রান্সফরমার নিয়ে একটা ভিডিও দিবেন প্লিজ

  • @Comady03228
    @Comady03228 Рік тому

    ir led এর আলো যায়না কেন ? এর জন্য একটা ভিডিও বানান।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      LED niye ei channel a ekta video already ache. Please channel ta ektu ghure dekhen.
      Thank you

  • @mehedihasan9310
    @mehedihasan9310 3 місяці тому +1

    Vaiya compressor motor capacitor lagena kno 😊😊😊 2:14

  • @shahadathossan5420
    @shahadathossan5420 Рік тому

    Plz flyback transformer niya kisu kota bolen

  • @skcomputers2706
    @skcomputers2706 Рік тому

    Microcontroler সম্পর্কে সম্পুর্ন জানতে চাই

  • @user-hx2by8zf1y
    @user-hx2by8zf1y Рік тому

    Vai jodi running coil er ses abong Starting coil er suru connect hoy. Tobe to apni bolsen fan colbe kintu ta nosto hoye jabe. Akon fan cholle ami bujbo kivabe atate fault ase karon fan to cholbe.pls clear korben

  • @aliyabegum2596
    @aliyabegum2596 Рік тому

    ভাই এর আগের ভিডিওতে যে ভিডিওতে ইন্ডাকটর বসেছেন যেই

  • @Md.Abdullah.AM51
    @Md.Abdullah.AM51 11 місяців тому

  • @rafirumi4556
    @rafirumi4556 Рік тому +1

    একটি জেনারেটর বানিয়ে দেখান

  • @nahidimran6532
    @nahidimran6532 Рік тому +1

    💓

  • @mdshakilahmed1089
    @mdshakilahmed1089 Рік тому

    ভাইয়া আমার জানামতে একই নম্বর তার দিয়ে, যে কয়েলের প্যাচ সংখ্যা বেশি সেটা স্টাটিং কয়েল আর যে কয়েলের প্যাচ সংখ্যা কম সেটা রানিং কয়েল কিন্তু আপনি তার উল্টাটা বলছেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      ভাইয়া এটা নি‌য়ে অনে‌কের মা‌ঝেই দ্বিধা দন্দ থা‌কে । কারন ফ্যান কম্পা‌নি গু‌লো সম‌য়ের সা‌থে তা‌দের ডিজাইন প‌রিবর্তন ক‌রে । সব চে‌য়ে ভা‌লো হয় য‌দি আপ‌নি একটা নতুন ফ্যান খু‌লে দেখ‌তে পা‌রেন ।
      ত‌বে আমি যা ব‌লে‌ছি সেটা অনেক research ক‌রে‌ই বলে‌ছি ।
      ধন্যবাদ ।

  • @mrjony1212
    @mrjony1212 Рік тому

    🇧🇩👍👍

  • @alaminhossain-qe7lp
    @alaminhossain-qe7lp Рік тому

    ভাই আমার একটা ফ্যান নতুন ক্যাপাসিটর লাগাইছি ১৫-২০ দিন চলার পর ফ্যান অটোমেটিক একাই এখন উল্টা ঘুরে

  • @MDsakilkhan-su9ve
    @MDsakilkhan-su9ve Рік тому

    ভাই ১১০ ভোল্ট নিয়ে ভিডিও বানাবেন

  • @rabindranathsarkar1387
    @rabindranathsarkar1387 Рік тому

    আমার একটি question: sealing fan এর speed কম করতে switch board এর সাথে regulator connection দিলে slow motion এ এত আওয়াজ হচ্ছে যে ঘুমাতে পারছি না. এটার কারণ এবং উপায় জানালে বিশেষ উপকৃত হব

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      বিষয়টা না দে‌খে আস‌লে শিওর কিছু বল‌তে পার‌ছি না ত‌বে এই ধর‌নের সমস্যার একটা প্রধান কারন হ‌তে পা‌রে লুজ কা‌নেকশন অথবা ত্রু‌টি পূর্ন রেগু‌লেটর ।
      ধন্যবাদ

  • @aliyabegum2596
    @aliyabegum2596 Рік тому

    ভাই এমন একটি সার্কিট তৈরি করেন হাততালি দিলে এসি লাইট অন হবে প্লিজ 🤗🤗🤗🤗

  • @mdmijanurrahman8248
    @mdmijanurrahman8248 Рік тому

    সার্কিট নিয়া আলোচনা করেন।

    • @Engineering-Technology
      @Engineering-Technology  Рік тому

      Circuit niye already 2ta video ei channel a ache & next time R o onek video asbe.
      THANK YOU VAI..

  • @user-xj1qu5ts2v
    @user-xj1qu5ts2v 8 місяців тому

    স্টাটিং কয়েলে পাক সংখ্যা বেশি থাকে এবং রেজিস্টান্ট বেশি থাকে এবং রানিং কয়েলে পাক সংখ্যা কম থাকে এবং রেজিস্টান্ট কম থাকে। ধন্যবাদ

  • @mdmasrukahmed7475
    @mdmasrukahmed7475 Рік тому

    vai,,

  • @MdRiyad-wk3ve
    @MdRiyad-wk3ve 9 місяців тому

    আসসালামুয়ালাইকুম, আমার জানার বিষয় হল কমন বাহিরে করা উত্তম নাকি ভিতরে করা উত্তম

  • @imranhossain8485
    @imranhossain8485 Рік тому

    বিভিন্ন ধরণের সিলিং ফ্যান রেগুলেটর নিয়ে বিস্তারিত একটা ভিডিও চাই
    2023-07-16

    • @Engineering-Technology
      @Engineering-Technology  11 місяців тому

      ok ভাইয়া আমি চেষ্টা কর‌বো এই বিষ‌য়ে একটা video বানা‌নোর ।
      ধন্যবাদ ।