পাহাড়ি দেশি মুরগির কি অবস্থা? ঠান্ডার অগ্রিম চিকিৎসা দিলাম

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 77

  • @PROBASHIBANGLA12
    @PROBASHIBANGLA12 2 роки тому

    সালামুআলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সাকিল ভাই দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক হেফাজতে রাখুক আমিন ইনশাআল্লাহ্ ভবিষ্যতে কোন একদিন আপনার সাথে দেখা হইবো
    আর আমি একজন সৌদি প্রবাসী
    ........রেমিট্যান্স যুদ্ধ.........

  • @tauhidmia7073
    @tauhidmia7073 2 роки тому

    ভিডিও টা ওনেক ভালো লাগলো

  • @mdrubelhossen3457
    @mdrubelhossen3457 2 роки тому

    ধন্যবাদ ভাই খুবই উপকারে আসবে তবে দুটি মেডিসিন কি একসাথে দিয়েছেন নাকি পৃথক পৃথকভাবে দিয়েছেন জানালে আরো উপকৃত হব

  • @mst.urmiakter7100
    @mst.urmiakter7100 2 роки тому

    Vaia apnar murgir baccagulo khub cute hoiche...Allah apake nek hayat dan koruk... Amin

  • @nilvlog5600
    @nilvlog5600 2 роки тому

    সারাদিন অপেক্ষার পর ভিডিও পেলাম

  • @physio184
    @physio184 2 роки тому

    টাইলোডক্সিন এবং ব্রংকোবেট কি একই পানিতে দিছেন🤔🤔🤔🤔

  • @md.sharifulislam5208
    @md.sharifulislam5208 2 роки тому

    ভাই খুব সুন্দর হইছে

  • @ManMan-xn6ev
    @ManMan-xn6ev Рік тому

    ভাই পরবর্তী ভিডিও গুলোর লিঙ্ক এখানে দিয়ে দিলে ভালো হতো।

  • @spparbes977
    @spparbes977 2 роки тому

    আমাদের বাড়িতে ৬টা আছে
    অনেক ভালো জাতের মুরগী

  • @mdmunna5739
    @mdmunna5739 2 роки тому

    আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জাজাকাল্লাহ খাইরান আল্লাহ আপনার সহায় হোক,,

  • @shamimaakther6165
    @shamimaakther6165 2 роки тому

    ভাই,
    আসসালামু আলাইকুম।
    আমিও কিছু পাহাড়ি মুরগী নিতে চাই।
    কিভাবে পাবো একটু যদি পরামর্শ দিতেন।
    আপনার উপস্থাপনা দেখেই আমি সাহস করে আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি।

  • @sksagor4669
    @sksagor4669 2 роки тому +1

    বেসরকারি BCRDV বড় মুরগিকে দেয়া যাবেকি? দোকানদার বলে সব বয়সের মুরগিকে দেয়া যাবে /কালকে আমার ২৫ টা বড় মুরগির বেক্সিন করতে হবে /কি করবো বঝতে পারসি না/

  • @murarybiswas8908
    @murarybiswas8908 2 роки тому

    ভাই পাহারি মুরগি তো অনেক সুন্দর লাগছে

  • @rkripon9208
    @rkripon9208 2 роки тому

    ভাই আপনার দার দেশের অনেক বেকার কমব্যাবস্তা হবে। আমি আশাবাদি আল্লাহ আপনার সহয়হোক সব সময় সুস্থতার কামনা করি।

  • @yashmukeshbaral8861
    @yashmukeshbaral8861 2 роки тому

    Bro u do ur best 💯💯. Salute ur mother and father give u a lot respect.

    • @allbanglafunnypro5745
      @allbanglafunnypro5745 Рік тому

      আলহামদুলিল্লাহ প্রতিটি ভিডিও ধৈর্য সহকারে দেখতেছি

  • @MAINULSHAWON
    @MAINULSHAWON 2 роки тому

    শাকিল ভাই ব্রংকোভেট কি এন্টিবায়োটিকের এক পানিতে এক বেলা ব্যবহার করনো। (সকাল+দুপুর+রাত) কোন সময়।

  • @mdshaidul321
    @mdshaidul321 2 роки тому

    আসসালামু আলাইকুম সকিল ভাই,ভাই আমি আপনার কাছথেকে অনেক কিছু শিকতাছি।আরও শিকতে চাই ভাই।

  • @labibthyan2548
    @labibthyan2548 2 роки тому

    ভাই আমি আপনার ব্রুডিং এর ভিডিও সবগুলো দেখেছি কিন্তু সব ভিডিও দেখার পরও একটা ব্যাপার নিয়ে এখনো ঠিকঠাক ক্লিয়ার হতে পারিনি সেটা হচ্ছে, বাচ্চা ফুটার পর অথবা মেশিন থেকে বের হওয়ার পর কতদিন পর্যন্ত পেপার-এ রাখবো এবং কতদিন পর পেপার থেকে লিটারে শিফট করবো?

  • @asifhasan1
    @asifhasan1 2 роки тому +4

    কেউ এই কমেন্ট না পড়ে যাবেন না।
    আপনারা কেউ আমার সাথে একমত কি না?
    তাহলে সবাই এই কমেন্ট কপি করে শাকিল ভাইকে কমেন্ট করে রিকোয়েস্ট করেন।
    আসসালামু আলাইকুম। শাকিল ভাই কেমন আছেন? ভাই আপনি তো অনেক কষ্ট করে আমাদের জন্য ভিডিও বানান। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আপনি যদি আমাদের জন্য অনলাইনে একটি দেশি মুরগি পালনের একটা কোর্স করাতেন তাহলে খুব ভাল হইত। ভাই শপ্তাহে ৩০ মিনিট করেও যদি এক টা ক্লাস করাতেন তাহলে খুব ভালো হইতো। আর সর্বশেষ কথা আপনি আমার চেয়ে এই বিষয়ে অনেক ভাল ধারণা রাখেন। ভাই আমি আমার মতামত দিয়েছি। আর আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি।

    • @tamanna6557
      @tamanna6557 2 роки тому +1

      আমিও একমত

    • @asifhasan1
      @asifhasan1 2 роки тому

      @@tamanna6557 ভাই আপনিও আমার মতন কমেন্ট করে রিকোয়েস্ট করেন শাকিল ভাই কে।

  • @ronyahmedsiam654
    @ronyahmedsiam654 2 роки тому

    আংকেল আমার ১০০ পিছ সোনালি মুরগি আছে এগুলার এন্টারাইটিক্স হইছে এখন কি ঔষধ দিব। বল্লে উপকৃত হতাম।
    প্লিজ রিপ্লাই দিবেন।

  • @Mizan578
    @Mizan578 2 роки тому

    ভালবাসার প্রিয় ভাই।

  • @abdulkuddus4729
    @abdulkuddus4729 2 роки тому

    শাকিল ভাই, এই পাহাড়ি মুরগী ডিম পাড়ার সংখ্যাটা দেখবেন দয়া করে। মানে, একাধারে কতোটি ডিম দেয়? বছরে কতোটি ডিম দেয় এগুলো দেখবেন দয়া করে।

  • @abdulhannakhankhan6598
    @abdulhannakhankhan6598 2 роки тому

    জাজাকাল্লাহ খাইরান

  • @Md-hi6en
    @Md-hi6en 2 роки тому

    অনেক অনেক ধন্যবাদ

  • @saiful-qr5zp
    @saiful-qr5zp 2 роки тому

    সাকিল ভাই আমাকে একটু প্রোসিক্ষন দিবেন ভাই,,,আমি একটু সিখবো

  • @anamikaakter5115
    @anamikaakter5115 2 роки тому

    vhai kittim projono korar jonno morog theke je semen ta newya hoy seta koyta morgike dewya jay janaben? 🙂

  • @omarhisamalarabim
    @omarhisamalarabim 2 роки тому

    ভাই আমি অনেক আগ্রহী এই পাহাড়ি মুরগী দিয়ে খামার করতে, এবং এতে আপনার সঠিক পরামর্শ পাবো আশা করছি।

  • @alamgir2658
    @alamgir2658 2 роки тому

    মাশাআল্লাহ

  • @fazlulhoque4394
    @fazlulhoque4394 Рік тому

    অনেক ধন্যবাদ শাকিল ভাই

  • @MonnaMonna-ck6wo
    @MonnaMonna-ck6wo 5 місяців тому

    ভাই আপনার বাসা কই আমি আপনার লগে দেখা করতে চাই

  • @shajib4838
    @shajib4838 2 роки тому

    ভাইজান, আমি আপনাকে ইমোতে ভয়েস দিয়েছি, জানি আপনি ব্যাস্ত থাকেন তবুও আশা করি সময় নিয়ে ভয়েসটা শুনে একটা পরামর্শ দিবেন। ধন্যবাদ।

  • @juthiakter3561
    @juthiakter3561 2 роки тому

    ৯টা মুরগিকে কি পরিমাণ দিব??

  • @mdabuhanifa1034
    @mdabuhanifa1034 2 роки тому

    ভাই আমি চার পাঁচ পিস পাহাড়ি মুরগ মুরগি দিয়ে শুরু করতে চাই

  • @mdbadol403
    @mdbadol403 Рік тому

    Vai dekha korbo apnr shate,,,kobe ashbo

  • @shahadathossain3423
    @shahadathossain3423 2 роки тому

    ভাই আমি ২০ টা মুরগি দিয়ে শুরু করছি আমি কিভাবে ঔষধ খাওয়াবো বলবেন

  • @zakiasultana5930
    @zakiasultana5930 2 роки тому

    আসসালামুআলাইকুম। ভাইয়া কেমন আছেন। আমি 300 পিছ কালার বার্ড বাচ্চা উঠাব। ইনশাআল্লাহ আগামী সোমবার। কি কি মেডিসিন দিয়ে ব্রুডিং করব? জানালে খুব উপকৃত হতাম ভাইয়া।

  • @MonnaMonna-ck6wo
    @MonnaMonna-ck6wo 5 місяців тому

    আপনার বাসা কি ঢাকা বিতরে

  • @kohinoorakter7052
    @kohinoorakter7052 2 роки тому

    ভাই আপনার ভিডিও দেখে আমার উৎসাহিত হলাম যে কিছু মুরগি পালন করব, আপনার পরামর্শ সহযোগিতা দরকার। আমি খাঁচা কিনেছি,৫০ মুরগী ধরবে।আমি ৩৫ বাচ্চা উঠাব আপনার সহযোগিতা চাই।

  • @suraiyahatcheryfarm
    @suraiyahatcheryfarm 2 роки тому +1

    শাকিল ভাই আপনার মুভিগুলো দেখে আমারও খুব ভালো লাগলো, আপনার তিন-চারদিনের কষ্ট সফল হোক

  • @ariyan288
    @ariyan288 2 роки тому

    Vai amar akta morog ase mathar taj ta kofar moto onak boro akta full ar moto

  • @MonnaMonna-ck6wo
    @MonnaMonna-ck6wo 5 місяців тому

    কেমন আছে ভাই আপনিন

  • @omarhisamalarabim
    @omarhisamalarabim 2 роки тому

    vai medicine ki 2 tai ek sathe 5 din disen naki ektar por r ekta

  • @osmanagro2938
    @osmanagro2938 2 роки тому

    ভাই যেকোনো ঔষধ অগ্রারিম ডোজ দিয়ার কতো দিন পর আবার অগ্রারিম দিয়া যায়

  • @yaqinmunshi4176
    @yaqinmunshi4176 2 роки тому

    শাকিল ভাই আমার মনটা খুব খারাপ শখের দুইটা মুরগী আজ রাতে চুরি হয়ে গেছে

  • @tanimahmed7221
    @tanimahmed7221 2 роки тому

    মুরগির ঠোঁট কিভাবে কাটব?

  • @smzahidhossain4425
    @smzahidhossain4425 2 роки тому

    শাকিল ভাই blri হিলি চিকেনের বাচ্চা বিক্রি করে। আমি অনেক চ্যানেলেই দেখেছি blri এর ভিডিও।

  • @MonnaMonna-ck6wo
    @MonnaMonna-ck6wo 5 місяців тому

    ভাই আপনার বাসা কই

  • @kohinoorakter7052
    @kohinoorakter7052 2 роки тому +1

    ভাইয়া এই মুরগির বাচ্চা হলে, আমি নিব

  • @Hasnatjahanpeya
    @Hasnatjahanpeya 2 роки тому

    সাকিল ভাই আমি খুব স্টাডি করতেছি এবং অনেক প্রশ্ন চলে আসছে।
    প্লিস সাহায্য করবেন, আমি গ্রামে থাকি তাই ডাক্তার থেকে সাহায্য ভালো হয় না।
    আমার বড় মোরগটা আজ চুপচাপ হয়ে জড় হয়ে থাকছে এবং খাবার রুচি কম, পায়খানাতে পানি বেশি।
    আমার ২৩টা বড় মুরগি দুই মাস হলো বাজার থেকে কিনে এনেছি, দুই মুরগি ডিম দিচ্ছে এবং এ মাসে কৃমি ১দিন দিয়েছি তার দশ দিন পর ১৮ তারিখে রাণীক্ষেত ভেক্সিন দিয়েছি। আগে ভালো জানতাম না তাই এন্টিবায়োটিক দেই নাই এখন চাইছি আবহওয়া পরিবর্তন হচ্ছে যেনো রোগে না ধরে তাই এন্টিবায়োটিক দিতে।
    প্লিজ এখন এই ভিডিও র কম্বাইন্ড মেডিসিন দিবো নাকি আপনার বাজার থেকে কিনে যে ঔষধ দিতে হয় সেই ভিডিও তে যা আছে সেই এন্টিবায়োটিক গুলো দিবো?
    আবার কি কৃমির ঔষধ দিতে হবে নাকি দু মাস পরে দিবো?

  • @mdjakirhossain7609
    @mdjakirhossain7609 2 роки тому

    কেমন আছেন ভাইজান?

  • @mdrobiulislambhuiyan.3357
    @mdrobiulislambhuiyan.3357 2 роки тому

    ল্যাবটেস্টের সব ডিটেইলসগুলো আপডেট করেন। আমিও এইটা নিয়ে কাজ করতেছি।

  • @yaqinmunshi4176
    @yaqinmunshi4176 2 роки тому

    ভাই আমি চুর ধরতে চাই আপনার পরামর্শ চাই

  • @MdRifat-zh4sx
    @MdRifat-zh4sx 2 роки тому

    ভাই ইনকিবেটরের ভিডিও দেন

  • @khajamiah2389
    @khajamiah2389 2 роки тому

    Shakil vai apner khamarer update dakte base valo lage,,, onk kisu jante pari amra...

  • @mdapsar6094
    @mdapsar6094 2 роки тому

    আসসালামু আলাইকুম শাকিল ভাই কেমন আছেন আজকে একটা মুরগি থেকে ১৪ টা বাচ্চা পাইছি সকালে স্যালাইন দিছি সোনালী স্টাটার ফিট দিছি এখন সামনে কি করতে পারি কালকে ১৪ ১৫ টা বার হবে আবার এরপর দুইদিন পর আবারো দশ বারোটার মতো বাইর হবে এখন আমি চাইছি মার সাথে ১০-১২ দিন বোর্ডিং করতে এই বোর্ডিং এ কি কি ইউজ করব প্লিজ জানাবেন

    • @mdapsar6094
      @mdapsar6094 2 роки тому

      একদিনের বাচ্চাকে লাইসুব্রিড দেওয়া যাবে সাথে ফোর ফেনিক

  • @miahmisluahmed2153
    @miahmisluahmed2153 2 роки тому +3

    শাকিল ভাই কেমন আছেন আপনি যা জানেন আব্দুল্লাহ ভাই তার ১০০ ভাগের ১০ ভাগ জানেনা পাহাড়ি মুরগি পালনের খুব ইচ্চা আমার আপনি এটা নিয়ে গবেষণা করুন ভাই

    • @mdsasumon7216
      @mdsasumon7216 2 роки тому

      আমি একজন প্রবাসী আমারও ইচ্ছা পাহাড়ি মুরগির খামার করার।

  • @moksadulislam6592
    @moksadulislam6592 2 роки тому

    ভাই আমি মুরগি পালনের বইটা চাই

  • @keyatasfiya3831
    @keyatasfiya3831 2 роки тому

    ভাল আছেন ভাইয়া

    • @keyatasfiya3831
      @keyatasfiya3831 2 роки тому

      আলহামদুলিল্লাহ ভাল

  • @Hasnatjahanpeya
    @Hasnatjahanpeya 2 роки тому +1

    Td plus যেমন ঠান্ডা জন‍্য কাজ করে সেইম গ্রুপের অন‍্য নাম বলেন যাতে লোকাল বাজারে খুঁজে পাই। যেনো ফ্লোর ফেনিকল এর সাথে সাপোর্ট হিসেবে দেওয়া যায়।

  • @tanvirvlogs2239
    @tanvirvlogs2239 2 роки тому

    আসসালামু আলাইকুম ভাই
    আমাকে কি একটা বই দেয়া জাই

  • @mostofahawlader5448
    @mostofahawlader5448 2 роки тому

    শাকিল ভাই কৃমির কোর্স করাবো কত লিটার পানিতে কতটুকু দিতে হবে কয় ঘন্টা দিতে হবে আর কতদিন দিতে হবে বললে উপকার হত

    • @shamimmia4372
      @shamimmia4372 2 роки тому

      শাকিল ভাইয়ের একটা কৃমির ভিডিও আছে ওইটা দেখতে পারেন

  • @mdapsar6094
    @mdapsar6094 2 роки тому

    আমার থেকে একটা আছে ওটা আজকে ১৪ টা বাচ্চা নেয়ে বাইর হইছে ওকে সব সময় আমার পাশে থাকে হাত দিয়ে ধরা যায় দ্বিতীয় কমেন্টটা উত্তরটা দিয়েন

    • @mdapsar6094
      @mdapsar6094 2 роки тому

      আমার থেকে একটা পাহাড়ি মুরগি আছে ওটা আজকে নামছে ১৪ টা বাচ্চা নিয়ে এখন কালকে আবার নামবে ১৪-১৫ টার মতন এরপর আবারো দশ বারোটার মত নামবে ৪ ৫ দিনের ব্যবধানে সবগুলোকে একসাথে বোডিং করলে কি কি করতে হবে পাহাড়ে মুরগী গুলা আসলে মানুষকে ভয় পাই না আর উত্তরটা দিয়েন

  • @myhappiness715
    @myhappiness715 2 роки тому

    ভাইয়া আমি তো এতোদিন ব্রংকোভেট সিরাপটা ১ মিলি ১ লিটার পানিতে দিতাম।এখন শুনতেছি ভাবি ৫ মিলি ১ লিটার পানিতে দিয়েছে।তাহলে আমি কি এতোদিন ভুল পরিমান দিচ্ছিলাম?

    • @myhappiness715
      @myhappiness715 2 роки тому

      @@SHAKILFARMING ও আচ্ছা। তার মানে মুরগির পরিস্থিতি বেশি খারাপ হলে ওষুধের মাত্রাটাও বাড়িয়ে দিতে হয়। তাই না?

  • @udoy1279
    @udoy1279 2 роки тому

    ভাই আপনি Bd Agro wald এর সাথে
    দেখা করেন 🌝🥀

    • @udoy1279
      @udoy1279 2 роки тому

      @@SHAKILFARMING Thank you 😊🥀

  • @abulkashem3990
    @abulkashem3990 2 роки тому

    ভাই আপনার মোবাইল নং- দেওয়া যাবে ?