Katodin Dekhini Tomay | Lyrical Video | Manna Dey | Kamal Dasgupta | Pronab Roy | Bengali songs

Поділитися
Вставка
  • Опубліковано 7 лис 2017
  • প্রেমে রয়েছে বিরহ। তেমনই একটি গান, যা সবার প্রিয়। মান্না দে-র গাওয়া গান "কতোদিন দেখিনি তোমায়"-এর Lyrical Video, রইল আপনার জন্য।
    Listen to the lyrical version of "Katodin Dekhini Tomay" by Manna Dey.
    To listen to the best of Bangla songs, subscribe to @saregamabengali
    Enjoy the song ''Katodin Dekhini Tomay" with Bengali & English Lyrics sung by Manna Dey.
    Song Credits:
    Song: Katodin Dekhini Tomay
    Artist: Manna Dey
    Music Director: Kamal Dasgupta
    Lyricist: Pronab Roy
    #banglagaan
    #bangla
    #bengalisongs
    #saregamabengali
    #mannadey
    Label :: Saregama India Ltd, A RPSG Group Company
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook :: / saregamabangla
    Twitter :: / saregamaglobal
    Google+ :: plus.google.com/+saregamabengali

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @saregamabengali
    @saregamabengali  8 місяців тому +39

    আহা কি আনন্দ! অন্তরা মিত্রের কণ্ঠে খুঁজে পাবেন চিরসবুজ এই গানের এক নতুন স্বাদ। আপনি হারিয়ে যাবেন সুরের জাদুকরীতে.
    ua-cam.com/video/IO2w0F7OD-w/v-deo.html

  • @galaxytravelint.9590
    @galaxytravelint.9590 3 роки тому +2241

    নতুন জেনারেশন যারা এখনো এই গান শুনছেন তাদের প্রতি আমার অবিরাম ভালোবাসা 💕

    • @latajaiswal4883
      @latajaiswal4883 3 роки тому +19

      আমার সঙ্গে আমার ব্যাথা beautiful song

    • @mdajharulislam5702
      @mdajharulislam5702 3 роки тому +12

      খুব ভালো লাগে তাই শুনি

    • @hiralaldas7606
      @hiralaldas7606 3 роки тому +19

      Old is gold ❤️❤️❤️

    • @asishmandal7483
      @asishmandal7483 3 роки тому +19

      এই গান গুলো পুরোনো হতে পারে না, যুগ যুগ ধরে সুরগুলি থেকে যাবে।

    • @santanubagdi1135
      @santanubagdi1135 3 роки тому +6

      Aapnakeu khub valobasa

  • @afranshopansarkar5210
    @afranshopansarkar5210 3 роки тому +815

    ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,
    যারা এসব গানকে ভালোবাসো তারাই লাইক করো

  • @samiyaakther7218
    @samiyaakther7218 Рік тому +65

    ১৬/১২/২০২২ এ শুনলাম এই জেনারেশন এর মধ্যেও এই গান টা অনেক ভালো লাগে আরো পরে যারা শুনবা তারা একটি লাইক দিয়ে জেও🥰

  • @soaibkhan9442
    @soaibkhan9442 2 роки тому +145

    When Sir Manna Dey said "প্রিয় যবে দুরে চলে যায়, সে যে আরও প্রিয় হয় জানি" I felt this.

  • @sohagkhan1200
    @sohagkhan1200 4 роки тому +1121

    প্রথম প্রেমের স্মৃতি গুলো আজও তিল পরিমাণ ভুলতে পারি নাই । স্ত্রী সন্তান নিয়ে আছি বেশ , ওদের ভালোবাসার সীমানা পেড়িয়ে , আমাদের এই ভুবন থেকে অন্য কোনো পৃথিবীতে যাওয়া হয় না, তাই তোমার খোঁজ - খবর আমার কাছে নেই - আছে শুধু তোমার শান্ত হৃদয়ের সেই প্রান ছোঁয়া ভালবাসার বর্ণ মালা গুলো । ৭ ই মার্চ ২০০২ থেকে ২০০৬ সালের সেই দিনগুলো আজ কত গুলো বছরের নিচে চাপা পরে আছে কিন্তু হৃদয়ের গহিনে তোমাকে চাপা দিতে পারিনি, ভালোবাসি এখনো তোমায়, সকলের অজান্তে নিরবে এই মন এখনো খুজে ফিরে বেড়ায় অতীতের স্মৃতি অঙ্গিনায়, বড্ড ইচ্ছে করে দূর হতে অন্তত তোমায় একপলক দেখতে ! জানি নাও হতে পারে এজীবনে আর দেখা - ভাল থেকো যেথায় আছো

    • @sunveislam445
      @sunveislam445 4 роки тому +69

      দাদা আপনার এই কথা গুলো গানটার মতোই আমার হ্নদয় ছোয়ে গেছে। 😍😍😍😍

    • @azimonnesa2380
      @azimonnesa2380 4 роки тому +70

      আমি,আমার ভালোবাসার মানুষ টাকে ভুলতে পারিনা, এই গানটা অনেক পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়, তখন চোখের পানি ধরে রাখতে পারিনা। আমার ওনি জে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমি এখন একা,সৃতি টুকু শুধুই আমার,দোয়া করবেন যেন আল্লাহ্ ওনাকে জান্নাত বাসি করুন।

    • @a2zgaming116
      @a2zgaming116 3 роки тому +5

      @@azimonnesa2380 Allah nischoy korun jannat basi apnr priyo Jon k

    • @saifulbabukhan1484
      @saifulbabukhan1484 3 роки тому +26

      যে অতীত শুধু কষ্ট দেয় সে অতীতকে ভেবে বর্তমানে সুখ টুকু থেকে নিজেকে বঞ্চিত করার কোন মানেই হয়না া ভাই আমারও আছে,,,

    • @avishekroy8520
      @avishekroy8520 3 роки тому +10

      Sohag bhai kotha gulo ki sundor bollen ... ami vavtam eokom sriti bijorito ami ekai aj ke apnar kotha sune mone holo Amar moto aro anek keu ache . Sotti ei gan ta kirokom ajo amake achonno kore rakhe

  • @shamimahmed6675
    @shamimahmed6675 3 роки тому +415

    কে কে ২০২১এ গানটি মন থেকে শুনেছ
    তাঁরাই লাইক দাও

    • @mdrabiulhossainrone2087
      @mdrabiulhossainrone2087 3 роки тому

      আমার প্রিয়তমা,হঠাৎ বল্লো কত দিন দেখি নি তোমায়।
      তখনই বল্লাম এম একটা গান আছে।
      ও বল্লো আমি এমন গান আগে কখনও শুনিই নাই।

    • @Vasudeva777
      @Vasudeva777 3 роки тому

      @@mdrabiulhossainrone2087 eta biroher gaan.. Tor break up hoye jaak..

    • @tanushreercdas6740
      @tanushreercdas6740 2 роки тому

      Ami ❤️

    • @kabitabhaduri3792
      @kabitabhaduri3792 2 роки тому

      আমি

  • @benozirahmednaim9288
    @benozirahmednaim9288 2 роки тому +79

    এজন্যেই বলে Old is gold,,,,,, ৩ প্রজন্ম পরেও কিশোর কুমার,মান্নাদের গানগুলো ভালো লাগে।হয়তো বা আমার নাতি - নাতনীরা, বা তাদেরও নাতী- নাতনীদের সময়গুলোতে মনোরঞ্জন করবে।

  • @saregamabengali
    @saregamabengali  9 місяців тому +5

    ভালোবাসায় থাকে বিরহ। সেই বিরহের ছোঁয়া পাওয়া যাবে ঈশান মিত্র-র গাওয়া নতুন গান "ছেড়ে যাওয়া হাত"-এ। সৌরভ দাস ও দর্শনা বনিকের রসায়ন আপনার ভালো লাগবেই।
    ua-cam.com/video/w5rYAkKQVHQ/v-deo.html

  • @udayadityabhattacharyya7496
    @udayadityabhattacharyya7496 3 роки тому +368

    আমার বয়স 68. এই গান শুনছি ছোটবেলা থেকে। পুরনো হবে না এই সব গান।

    • @khangamer3305
      @khangamer3305 2 роки тому +2

      Respect Sir♥️

    • @toufikffx
      @toufikffx 2 роки тому

      #respect

    • @OmorFaruk-sk5bf
      @OmorFaruk-sk5bf Рік тому +2

      ঠিক বলছেন স্যার🖤🥀

    • @tapasmondal326
      @tapasmondal326 Рік тому

      💯

    • @jubayerhossain9486
      @jubayerhossain9486 Рік тому

      ে৷৷৷৷৷৷ ৃ৷ ে৷৷৷৷ ে৷৷ জ৷৷৷৷৷৷৷৷৷ অপ৷ ৷৷৷৷৷ জ৷৷৷৷৷৷ জ৷৷৷৷৷৷৷ প৷৷ জ জ৷৷৷ প৷৷৷৷৷৷ প৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ প৷৷৷৷ জ৷৷

  • @s.m.ashrafali2533
    @s.m.ashrafali2533 3 роки тому +339

    প্রকৃত প্রেম যৌবনের বসন্তেই হয়। যার স্মৃতি সারাটি জীবন ভাবায় ।

    • @BDShort23-24
      @BDShort23-24 2 роки тому +1

      সঠিক বসন্ত কোনটা?🤔

    • @matal6751
      @matal6751 2 роки тому +1

      😂😂😂😂😂

    • @papuncse
      @papuncse 2 роки тому +2

      একদম খাঁটি কথা

    • @manikroy2945
      @manikroy2945 2 роки тому

      🙏🙏🙏

    • @moupriyaghorai9369
      @moupriyaghorai9369 2 роки тому

      Prokrit prem haoyar kono nirdisto somoy hyna❤️

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +7

    ua-cam.com/video/4Q9PzMdxblw/v-deo.html - Listen to "Jaa Pakhi," a song that evokes memories, from #DibakarerOdbhutCanvas #JaaPakhi #SaregamaBengali

  • @mdsumon-ty6od
    @mdsumon-ty6od Рік тому +6

    ২০৫০ সালের জন্য কমেন্ট রেখে গেলাম,,,, দেখবো কয়টা লাইক পরে,,,, যারা এ গানকে ভালোবাসো তারাই লাইক করো

  • @ujjwalpakira4101
    @ujjwalpakira4101 2 роки тому +62

    আমি স্কুল জীবনে একজনকে খুব ভালো বাসতাম, যদিও সে আমাকে ভালোবাসেনি আমি তাকে ভালোবাসতাম তার এখন বিয়ে হয়ে গেছে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার তার। ওর একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। আমি এখনও ওকে ভুলতে পারিনি। এখনও মনে পড়ে সেইসব দিনের কথা দুজনে মিলে একসাথে স্কুলে যাওয়া। একসাথে প্রাইভেট পড়তে যাওয়ার কথা। ওকে প্রথম প্রোপোজ করার কথা এই সব কিছু মনে পড়ে এই গানটা শুনলে। হারিয়ে যাওয়া ভালো বাসা, ভেঙ্গে যাওয়া স্বপ্ন আজও কুরে কুরে খায়, আমি এখনও তাকে ভালোবাসি। আপনারা সবাই ওকে আশির্বাদ করবেন ও যেন স্বামী সন্তান নিয়ে সারাজীবন সুখে শান্তিতে সংসার করতে পারে। আমি তোকে আজও ভালোবাসি তুই ভালো থাকিস সুখে শান্তিতে থাকিস।

    • @supriyapatra7812
      @supriyapatra7812 Рік тому +2

      Apni biye korechen

    • @simonriley2046
      @simonriley2046 Рік тому +1

      Apni ki ekono biye koren ni?

    • @sushantamodaksushanta6287
      @sushantamodaksushanta6287 Рік тому +3

      না পাওয়ার কষ্টটাই অন্যরকম অনুভূতি, আমার খুব ভালো লাগে, যদিও কষ্ট পেয়ে থাকি,অন্তরের অন্তর স্থলের ভালোবাসা এটা, শুভকামনা রইল 🙏🙏🙏

    • @ealidahmed8147
      @ealidahmed8147 4 місяці тому +2

      অসাধারণ লেখা ❤❤❤❤

    • @manoranjanmodak840
      @manoranjanmodak840 4 місяці тому +1

      এই ৭০ বছর বয়সেও তোমাকে ভুলতে পারিনি।

  • @gourabojha8021
    @gourabojha8021 3 роки тому +72

    কতদিন দেখিনি তোমায়
    তবু মনে পড়ে তব মুখখানি
    স্মৃতির মুকুরে মম আজ
    তবু ছায়া পড়ে রানী
    কতদিন দেখিনি তোমায়
    কত দিন তুমি নাই কাছে,
    তবু হৃদয়ের তৃষা জেগে আছে
    প্রিয় যবে দূরে চলে যায়
    সে যে আরও প্রিয় হয় জানি
    কতদিন দেখিনি তোমায়
    তবু মনে পড়ে তব মুখখানি
    হয়ত তোমার দেশে আজ
    এসেছে মাধবী রাতি
    তুমি জোছনায় জাগিছো নিশি
    সাথে লয়ে নতুন সাথী
    হেথা মোর দীপ নেভা রাতে
    নিদ নাহি দুটি আঁখি পাতে
    প্রেম সে যে মরিচীকা হায়
    এ জীবনে এই শুধু মানি
    কতদিন দেখিনি তোমায়
    তবু মনে পড়ে তব মুখখানি
    স্মৃতির মুকুরে মম আজ
    তবু ছায়া পড়ে রানী
    কতদিন দেখিনি তোমায়

  • @skyasinarafat5776
    @skyasinarafat5776 5 місяців тому +7

    গান হলে এমনই হওয়া উচিত
    কি কথা !
    কি সুর !!
    কি গায়কি !!!❤

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +4

    প্রত্যেক Single-এর মনের কথা জানতে পারবেন এই গানে। মিলিয়ে দেখুন দেখি।
    ua-cam.com/video/mECfzteLxyA/v-deo.html

  • @AshrafulIslam-ng1eo
    @AshrafulIslam-ng1eo 3 роки тому +106

    পরবর্তী প্রজন্মের কাছে কেউ বলে দিও, আমাদের বাংলায় একজন মান্না দে ছিলো। যার গানে বাস্তবতা কে অবলোকন করে চোখ দিয়ে অশ্রু ঝরতো

    • @azaad_paanchi3483
      @azaad_paanchi3483 2 роки тому +3

      ♥️

    • @dibyendubandyopadhyay636
      @dibyendubandyopadhyay636 2 роки тому +4

      বাঃ, চমৎকার লিখেছেন। এ প্রসঙ্গে একটা মান্না দের গান মনে পড়ছে। যদিও ওনার অনেক বেশী বয়সে গাওয়া, তবু আশা রাখি আপনার ভাল লাগবে। "গানের খাতায়, শেষের পাতায়, এই শেষ কথা লিখো, একদিন আমি ছিলাম, আমি ছিলাম"। UA-cam এই পেয়ে যাবেন।

    • @rathinchakraborty8728
      @rathinchakraborty8728 2 роки тому +2

      Uni sangiter bhogoban

  • @CR-yq4sb
    @CR-yq4sb 3 роки тому +42

    বহু শিল্পীর গলায় এই গানটা শুনেছি কিন্তু মান্না দের গলায় বিরহের ব্যঞ্জনা এত নরম ভাবে হৃদয়ে আঘাত করে যে বলে বোঝাতে পারবো না।

  • @saregamabengali
    @saregamabengali  11 місяців тому +3

    Get ready to hit the dance floor with ' What Jhumka'! ua-cam.com/video/87JIOAX3njM/v-deo.html
    #aliabhatt #ranveersingh #Rockyaurranikiipremkahaani #Arijitsingh #Jonitagandhi

  • @RavSou-vh7cr
    @RavSou-vh7cr 11 місяців тому +3

    ২৩,২৪সালে এসেও এসব গান যারা শুনছে তাদের রুচিবোধের মূল্য কোটি টাকার চেয়েও অনেক বেশি ❤❤

  • @oishisaha3089
    @oishisaha3089 2 роки тому +50

    তোমাকে পেয়ে গেলে হয়ত এত সুন্দর গান টাই শোনা হতো না 🙂🙂

  • @nurajannatulferdous7649
    @nurajannatulferdous7649 2 роки тому +33

    আমি তখন ছোট আমার বাবা মান্না দে কেসেট সহ আরো অনেক নামকরা গানের কেসেট এনেছিল শুনতাম কিন্তু বুঝতাম না এখন বাবা নেই কিন্তু তার দেওয়া সুন্দর উপহার এখনো মনের মাঝে আছে অসাধারণ গান।

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +3

    Listen to "Jonaki Jwole Uthuk", debut song from the movie "Mayaa" sung by Somlata Acharya here : ua-cam.com/video/jq5vV8dqnmo/v-deo.html
    #mayaa #jonakijwoleuthuk #saregamabengali

  • @ritarahman7103
    @ritarahman7103 Рік тому +21

    প্রিয় যবে দূরে চলে যায়...
    সে যে আরও প্রিয় হয় জানি।
    হয়তো তোমার দেশে আজ এসেছে মাধুবি রাতি
    তুমি জোছনায় জাগিছো নিশি সাথে লয়ে নতুনও সাথি।
    ( কিছু বলার নাই)

  • @mdinjal9065
    @mdinjal9065 3 роки тому +20

    এই সব গান গুলো শুনলে শুধু চোখ দিয়ে পানি ঝরে। ভালো থাকুক সেই মানুষ গুলো যে মানুষ গুলোর জন্য জীবনের সব হারালাম

  • @anyvideo1086
    @anyvideo1086 4 роки тому +56

    Koto din dekhini Tomay
    যারা ভালোবেসে তাদের কাছে খুব প্রিয় গান।
    যেমন আমার কাছে আজকে 5 বার শুনলাম
    খুব মনে পড়ছিল তার সঙ্গে যে সময় কাটিয়েছিলাম

  • @md.kamrujjaman1702
    @md.kamrujjaman1702 4 місяці тому +2

    Onk valo lage...2024 a jei shonban shei ektha like diban tahole abar shonbo

  • @azizulislam1063
    @azizulislam1063 17 днів тому +1

    ২০২৪ এ কারা শুনিতেছেন?

  • @mdalaminislam8600
    @mdalaminislam8600 4 роки тому +371

    2020 তে কে কে শুনছেন 💖💖💖💖💖💖💖হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রাত তি💖💖💖💖💖💖💖💖💖💖🎍💖🎍💖

  • @rakibulislam6224
    @rakibulislam6224 2 роки тому +10

    নিজেকে পুনরায় ক্ষতবিক্ষত করার জন্য এই গানটিই যথেষ্ট। ভালো থাকুক সকল প্রিয়জন সবসময়

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +1

    The Love anthem of the year “Jodi Pawa Jeto” is here to win over your hearts.
    Link -ua-cam.com/video/TzkDmCP4GSY/v-deo.html
    #Chiroshakhahey #Ishanmazumder #Tanusreechatterjee

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +2

    Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
    ua-cam.com/video/VJftyTaCIio/v-deo.html
    #monerpassword #anupamroy

  • @tulsimaiti8562
    @tulsimaiti8562 4 роки тому +67

    আমার জীবনের বিনিময়ে ঈশ্বর যোদি এই মাহান শিল্পী প্রাতঃশ্মরনীয় মান্না দেকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার প্রোতিশ্রুতি দিতেন তাহোলে আমার এই জীবন আমি হাঁসতে হাঁসতে দিয়ে দিতাম ।

  • @zahurulalam1142
    @zahurulalam1142 3 роки тому +31

    দুজন দুজনকে ছেড়ে অনেক আগেই পৃথক হয়ে গেছি তবুও তোমাকে দেখতে মন আকুল হয়ে থাকে......

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +3

    #JabSaiyaan from #GangubaiKathiawadi out now!
    ua-cam.com/video/jJLP6P5QaGs/v-deo.html

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +6

    To listen to such "Manna Dey" songs, subscribe to #SaregamaBengali

  • @aparajita5727
    @aparajita5727 4 роки тому +92

    প্রিয় যবে দূরে চলে যায়,
    সে যে আরো প্রিয় হয় জানি... ❤

    • @santanubhowmik2390
      @santanubhowmik2390 3 роки тому

      Just apnar cmnt ta por6i..omni ganer line tao chole elo☺..sottito priyo joto dure jay toto aro priyo hoye jay

    • @arghyabanerjee6696
      @arghyabanerjee6696 2 роки тому

      😔😔😔

  • @whitesky.2776
    @whitesky.2776 4 роки тому +14

    মান্না দে'র কন্ঠে মিষ্টি সুরে গানটি এত চমৎকার ভাবে গেয়েছেন যা কাঁদিয়ে তুলে বাঙালির হৃদয়কে। গানটা শুনলে মনের মাঝে ভেসে উঠে অতীতের অনেক মধুর স্মৃতি।

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +2

    #HappyHoeJaRe Out Now...
    আপনি Happy তো?
    ua-cam.com/video/Uh7JwUNuoGE/v-deo.html

  • @sayanimandalmotivational
    @sayanimandalmotivational 3 місяці тому +3

    জীবনে একটি অন্তত অসম্পূর্ণ প্রেম থাকা দরকার--এই সমস্ত গানগুলো হৃদয় দিয়ে অনুভব করার জন্য। ❤

  • @soyebahmedkhansourav
    @soyebahmedkhansourav 4 роки тому +22

    কথা, সুর, গায়কী কি চমৎকার
    মান্না দের দরদ ভরা কন্ঠ হৃদয় ছুঁয়ে যায়
    এসব গানে প্রাণ আছে
    ছোঁয়া আছে, হৃদয়ের স্পর্শ আছে

  • @reyabiswas4288
    @reyabiswas4288 4 роки тому +72

    কতশত বার শুনছি কিনতু মন ভরছে না❤❤

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +1

    Shake a leg to the iconic song 'Sajna Hai Mujhe' with social media sensation 'Anjali Arora':
    ua-cam.com/video/OujmxOCqKGA/v-deo.html
    #SajnaHaiMujhe #AnjaliArora #ShrutiRane

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +3

    #ShilalipiBhalobasa song out now.
    ua-cam.com/video/LByWxyulUhA/v-deo.html

  • @user-mc8uo7yv3q
    @user-mc8uo7yv3q 3 роки тому +10

    অসুস্থ বিনোদন যে আমাদের দিন দিন শেষ করে দিচ্ছে, এই গানে ডিসলাইক তার ই ইঙ্গিত।

  • @kuwaitsalmiya1725
    @kuwaitsalmiya1725 6 років тому +495

    ভালোবেসে যারা কেঁদেছে আমিও তাদের একজন

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +5

    Love meets Betrayal. #MainBhiBarbaad out now @SaregamaMusic
    Link : ua-cam.com/video/aUc4AssQRVI/v-deo.html

  • @safiruddinoffical
    @safiruddinoffical 3 місяці тому +2

    এই কমেন্টটা করে গেলেন স্মৃতি হিসেবে। যখন এই কমেন্টে অন্য কেউ রিয়াক্ট করবে তখন আবার এসে এই গানটি শুনে যাব! 😢😌💞

  • @mdhossain9894
    @mdhossain9894 2 роки тому +11

    গানগুলো যখন শুনি তখন মনে হয় তুমি অামার পাশেই বসে অাছো। কি এক অদ্ভুত অনুভূতি অথচ তুমি কোথায় আছো সেটাও অামি জানিনা। যেখানে থাকো যাকে নিয়েই থাকো ভালো থেকো। আর আমি না হয় এই গান গুলো নিয়েই থাকি।

  • @tulsimaiti6299
    @tulsimaiti6299 4 роки тому +62

    আমার জীবনের বিনিময়ে ঈশ্বর যদি এই মহান প্রাতঃস্মরনীয় শিল্পী মান্না দেকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তাহোলে আমি আমার এই ক্ষুদ্র জীবনটা হাঁসতে হাঁসতে দিয়ে দিতাম ।

    • @mdrofik145
      @mdrofik145 3 роки тому

      এতো আবেগ পান কেমনে

    • @monoranjanghosh3817
      @monoranjanghosh3817 3 роки тому +1

      Apni great

    • @prarthonafardin6566
      @prarthonafardin6566 3 роки тому +4

      খুবই ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে 🤍🖤
      আমিও মান্নাদের ঠিক এমনই একজন ভক্ত 🌼🤍

    • @ramangshu9718
      @ramangshu9718 2 роки тому +1

      Na bhai. Apnar jibon o dami. Neglect korben na. Jibon ke bhalobashun. Egiye cholun. Good luck

    • @subhendudhar141
      @subhendudhar141 2 роки тому

      অতীত কে ফিরে না পাওয়াটাই জীবণ ; তবে ওনার গান অমর হয়েই আছে

  • @user-el5pt9kx9j
    @user-el5pt9kx9j 2 місяці тому +2

    প্রায় একযুগ হয়ে গেল ভালোবাসার মানুষ টাকে দেখিনা।।যানি না।।সে কথায় আছে।আর কেমন আছে।।
    খুব মিস করি প্রিয়।।তুমি যেখানেই থেকো যেভাবেই থাকো ভালো থাকো।। 😢😢😢

  • @friendshipforever4784
    @friendshipforever4784 3 роки тому +33

    প্রিয় যবে দূরে চলে যায় 🚶
    সে যে আরও প্রিয় ❤️ হয় জানি

    • @sobhansengupta9636
      @sobhansengupta9636 3 роки тому

      অসাধারণ একটি গান, শুনতে ইচ্ছে করে বারবার

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +9

    এখানেই খুঁজে পাওয়া, এখানেই হারিয়ে ফেলা।
    সত্যি কি তারারা খসে গিয়ে হারিয়ে যায়?
    #ekhanei #lagnajitachakraborty #diptarkabose #trinasaha #neelbhattacharya
    ua-cam.com/video/AHekyci8lkM/v-deo.html

  • @franklinmortiz6945
    @franklinmortiz6945 3 місяці тому +2

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয় ,,, স্মৃতি রেখে দিলাম ,, যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটি শুনতে আসবে  তখন একটা লাইক দিলে ,, নোটিফিকেশন পেলে আমি আবারো এই গানটি শুনতে আসবো...

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +1

    "Chiroshakha Hey Title Track" Out Now!! Listen Here : ua-cam.com/video/JorqHvJZE50/v-deo.html
    #chiroshakhahey #saregamabengali

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +6

    ua-cam.com/video/ut_94nmPOHg/v-deo.html
    Elo Re Dugga Elo Re sung by Raj Barman featuring John Bhattacharya & Bibriti Chatterjee!

  • @saregamabengali
    @saregamabengali  11 місяців тому +1

    ua-cam.com/video/rqMIMCn3-z8/v-deo.html Experience the magic of love with #BondeMayaLagaise by #SnigdhajitBhowmik

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому

    Subscribe to our Mix Station for Bengali Remixes and Lofi curated music. youtube.com/@saregamabengalimixstation

  • @Jmmoni6718
    @Jmmoni6718 Рік тому +3

    তোমাকে পেয়ে গেলে এত সুন্দর গানটা শোনা হতো না প্রিয়! স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবার তোমায় ভেবে গানটা শুনবো প্রিয়! 🙂💔🥀

  • @Shekfarid_
    @Shekfarid_ 4 роки тому +128

    কমেন্ট রেখে গেলাম।
    অনেকদিন পর যখন আমরা থাকবাে না
    আমাদের পরিচিত কেউ হয়তাে দেখবে আমাদেরও পছন্দ ছিলাে গানটি ঠিক তাদের মতাে।
    তাদের সময়ে তারা যেমন সিগারেটের ধোঁয়ামাখা মধ্যরাতে গানটি শুনবে আমরাও শুনতাম আমাদের সময়ে।
    আর প্রিয় মানুষটির কথা মনে করতাম।
    মানুষ বদলাবে,ঋতু বদলাবে
    কিন্তু গানটি থেকে যাবে চির বসন্ত!
    পরাণগঞ্জ ভোলা বরিশাল বাংলাদেশ

    • @serviceforall4103
      @serviceforall4103 4 роки тому +1

      ঠিক বলছেন ভাই

    • @siam677
      @siam677 4 роки тому

      Bari ar thekana ta dan vai dakha korbo jaiya apnar sathe.ami legend

    • @mdalaminislam8600
      @mdalaminislam8600 4 роки тому

      অসাধারণ গান

    • @mst.mamtajbegum8137
      @mst.mamtajbegum8137 4 роки тому +1

      Thik bolechen amio apnar sathe.. asob gaan kiamot porjonto theke jabe. Kintu amra thakbo na..sotti asob gaan omor...

    • @khairulbasar7771
      @khairulbasar7771 3 роки тому

      @@serviceforall4103 Right

  • @saregamabengali
    @saregamabengali  10 місяців тому

    ua-cam.com/video/zM3SVBgtNHA/v-deo.html - তুষার যোশী এবং অন্তরা মিত্র-র কণ্ঠে শুনুন "ডিয়ারি ডায়েরি" ফিল্ম থেকে নতুন গান "তোকে নিয়ে যাবো"। #DearDiary

  • @naimurrahamandurjoy6095
    @naimurrahamandurjoy6095 2 роки тому +5

    এই সমস্ত গান আজীবন অমর হয়ে থাকবে, প্রকৃত গান প্রেমিকদের মাঝে।

  • @bapanmistri6123
    @bapanmistri6123 4 роки тому +47

    কে কে 2020 শুনছেন লাইক করুন

  • @Arpan06
    @Arpan06 2 роки тому +7

    ২০২১ গানটা শুনছি 😔
    আমি আমি বাঙালি নই তবে ,এই ভাষাটা এত মিষ্টি .যার অন্তরে একবার ঢুকে যাবে ভালো না বেসে থাকতে পারবে না ❤️। From North Bengal coochbehar 🙏.

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +1

    This pujo, listen to this special song, "Amar Dugga Esheche" in the beautiful voice of "Akriti Kakar."
    ua-cam.com/video/ZkywC2p1E6Q/v-deo.html

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +1

    Dance to the tunes of #WhistleBaja2.0 with #Heropanti2
    ua-cam.com/video/Dlne8IDlC00/v-deo.html

  • @kalimuahmed6376
    @kalimuahmed6376 Рік тому +7

    তোমাকে পেলে হয়তো আর এই গানটা কখনো শোনা হতো না...................

  • @bikram8296
    @bikram8296 4 роки тому +70

    কতো দিন দেখিনি তোমায়,,,,,,,,,
    সত্যি গান টা হারিয়ে যাওয়া অনেক কিছু মনে করিয়ে দিলো ❓

  • @kamrujjamantuhin2653
    @kamrujjamantuhin2653 11 місяців тому +1

    2023 এসে যারা শুনবেন লাইক দিয়ে যাবেন যাতে নোটিফিকেশন পেয়ে আবারও গান টা শুনি😢😢😢

  • @saregamabengali
    @saregamabengali  8 місяців тому

    Get ready to groove to the tunes of What Jhumka? bengali version by Urvi Chatterjee and Samidh Mukherjee only on Saregama Bengali!
    ua-cam.com/video/FdGiUu6AcVM/v-deo.html

  • @rebachoudhury570
    @rebachoudhury570 2 роки тому +5

    পুরোনো জেনারেশন এখনও এইসব গান শোনেন এই গান কোনদিন ও হারিয়ে যাবে না,😚😚অমর মান্না দে 🙏🙏

  • @bhupatiranjandebnath7439
    @bhupatiranjandebnath7439 Рік тому +3

    জীবনের প্রথম প্রেম!!!
    से তো ভোলা ই যায় না... যাচ্ছে না... চিরন্তন সত্য ও সাথী হয়ে চলেছে এই জীবনের সাথে সাথে...
    হয় তো বা শেষ হবে মৃত্যুর পরে!!!!!!!!

  • @souravdey8922
    @souravdey8922 11 місяців тому +1

    কমেন্ট টা তুলে রাখলাম 2050 সালের জন্য।এখন 2023 সাল।

  • @user-pv5rq1xp3c
    @user-pv5rq1xp3c 3 роки тому +13

    জীবনে যাকে নিয়ে হৃদয়ে জড়িয়ে যায় তাকে ভুলে যাওয়া টা কঠিন।

    • @mahiahasanapon4270
      @mahiahasanapon4270 2 роки тому +1

      একদম ঠিক কথা, তাইতো এতো কষ্ট পাই ২৫ বছর পরও, ভুলতে আর পারলাম না একদিনের জন্য😭😭

  • @kalyanbanerjee4298
    @kalyanbanerjee4298 3 роки тому +9

    চোখের জল মনের ব্যথা একাকার হয়ে যায়।

    • @tuhinpavz9750
      @tuhinpavz9750 3 роки тому

      আসলে দাদা ?পিছনে ফিরে যাই মন আমার।

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +1

    #Shikayat from #GangubaiKathiawadi out now!
    ua-cam.com/video/BD6XxsF2dXM/v-deo.html

  • @iamshahriarkabir
    @iamshahriarkabir 11 місяців тому +1

    (২০ শে জুন ২০২৩) যতবার গানটি শুনি হারিয়ে যাই যেন অজানায়, কমেন্ট টা ভবিষ্যতের জন্য করলাম, আমি হয়তো থাকবোনা কমেন্ট টা থেকে যাবে, যতদিন বেঁচে থাকবো কেউ আমার কমেন্টে লাইক বা রিপ্লাই দিলে যখন নোটিফিকেশন পাবো আরেকবার গানটি শুনবো আরেকবার হারিয়ে যাবো...

  • @jimutsarkar72
    @jimutsarkar72 2 роки тому +4

    কালজয়ী উপন্যাস আর এটাই হচ্ছে কালজয়ী গানের কথার সঠিক চয়ন । মন ভালো হয়ে যায় পা থেকে মাথা অবধি শিহরনে ভরে ওঠে চারপাশ ঘিরে ফেলে ভালো লাগার রেশ । খুব ভালো খুব ভালো একটি গানটি 🙏🙏🙏

  • @rejbanulihishanlaskar4063
    @rejbanulihishanlaskar4063 4 роки тому +72

    গান গুলো শুনলে মনে পড়ে যায় অনেক স্মৃতি , অনেক কষ্ট হয়

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +2

    Presenting “Aigiri Nandini” in the beautiful voice of “Iman Chakraborty” to make the auspicious days more blessed.
    #aigirinandini
    #imanchakraborty #pujorgaan #saregamabengali
    ua-cam.com/video/Qgvav0w0EFU/v-deo.html

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому

    Enjoy the title track of #projapati
    #Mithunchakraborty #dev
    ua-cam.com/video/qnKpw02IVps/v-deo.html

  • @Seoexpertsabur
    @Seoexpertsabur 2 роки тому +48

    ৬ বছর হলো তাকে দেখি নি! তার স্বামীর বাড়িও চিনি, মাঝে মাঝে ওর স্বামীর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, একপলক দেখার জন্য কিন্তু কোনোদিন ও দেখতে পাই নি।

    • @-SkMerazulIslam
      @-SkMerazulIslam Рік тому

      আমি ১ বছর তবে তার বিয়ে মনে হয় হয় নাই!

    • @yourbrothervlog7674
      @yourbrothervlog7674 Рік тому

      💔😔

    • @ImranKhan-qh7nv
      @ImranKhan-qh7nv Рік тому

      ভাই তোমার কথা শোনে খুব কষ্ট পেলাম ভাই। তোমার বাড়ি কোথায় একটু বলবেন প্লিজ

    • @Seoexpertsabur
      @Seoexpertsabur Рік тому

      @@ImranKhan-qh7nv Bogura vai

    • @ImranKhan-qh7nv
      @ImranKhan-qh7nv Рік тому

      আমার বাসা নাটোর।পাশা পাশি জেলা

  • @jubairahmed3455
    @jubairahmed3455 3 роки тому +5

    সব সময় শুনি এই গান তবুও মনে ভরে না।।।শত শুনি ততই মনে শান্তি খুজে পাই 🤗🇧🇩🤗🇧🇩🤗🤗 ।।।

  • @RuhulAmin-du3qo
    @RuhulAmin-du3qo 11 місяців тому +1

    সারাজীবন গান টা থাকবে হয়তো আমি থাকবো না তবে কমেন্টা হয়তো সারাজীবন থাকবে। লাইক পাইলে নোটিফিকেশন আসবে তখন আবার গানটা শুনবো 29-06-2023।

  • @konokmusabbir9136
    @konokmusabbir9136 3 роки тому +19

    Love from Bangladesh Manna dey Sir 😍 What a magical voice sir

  • @ShastraKahini
    @ShastraKahini 3 роки тому +12

    2022 সালে কে কে এই গান শুনছো ?

    • @dewanjamal
      @dewanjamal 3 роки тому +1

      আমাদের মতো অনেকেই
      সংখ্যায় অনেক
      কিন্তু, যোগাযোগ নেই প্রেমীদের
      পরস্পর...

    • @nerabmalakar9938
      @nerabmalakar9938 3 роки тому

      আমি কতো শত বার যে শুনেছি তার কোন হিসেব নেই

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому

    Listen to "Kach Theke Dure", the latest song from "Chiroshakha Hey" by Nachiketa Chakraborty and Mekhla Dasgupta. ua-cam.com/video/UvZwl0VNew8/v-deo.html
    #KachThekeDure #Chiroshakhahey #nachiketa #saregamabengali

  • @Omor377
    @Omor377 8 місяців тому +1

    তোমাকে না পাওয়ার শান্তনা লুকিয়ে আছে এই গানে প্রিয় 😢😢

  • @ishmamspoetry
    @ishmamspoetry 3 роки тому +6

    যারা এই গান ভবিষ্যতে শুনবে তাদের অভিনন্দন। তোমরা সংগীত মানে বুঝো😌❤️🥀

  • @mdsharfinmia2689
    @mdsharfinmia2689 3 роки тому +4

    দৈনিক পাঁচ, দশ বার শুনলেও মন ভরে না দৈনিক শুনি

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому +1

    For the first time ever, the biggest Megastars are coming together to set the dance floor on fire.
    #ThaarMaarThakkarMaar out now: ua-cam.com/video/Z7cvANFjgrA/v-deo.html

  • @saregamabengali
    @saregamabengali  Рік тому

    Ankita Bhattacharyya pays tribute to the rich musical heritage of Bengal with her rendition of a beautiful folk song "Pindare Polasher Bon". Listen here : ua-cam.com/video/HjqqrcGBqsw/v-deo.html
    #পিন্দারেপলাশেরবন #pindarepolasherbon

  • @md.deloar832
    @md.deloar832 2 роки тому +5

    লাইফে কিছু ভূল মানুষের সাথে পরিচয় হয়ে যায়
    তোমার স্বৃতি আমি কখনো ভুলতে পারব না
    খুব মিস করি তোমাকে খুব কষ্ট হয় তোমার জন্য,,,,
    জানিনা তুমি কেমন আছ তানিয়া😭😭😭😭

  • @biswajitbiswas1019
    @biswajitbiswas1019 4 роки тому +12

    এক কথায় অসাধারণ গান। এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই।

  • @mdhabiblitin4398
    @mdhabiblitin4398 2 роки тому +13

    যাকে ভালবেসেছিলাম প্রথম জীবনে,, তাকে কি ভুলা যায়,আমার অপরাধ ছিল একটায় আমি মুসলিম, তার অপরাধ ছিল একটায় সে হিন্দু, সে চলে গেছে, তার স্মৃতি গুলো রেখে,দুর প্রবাসে একা থাকি,তাকে যখন মনে পড়ে চোখ দিয়ে পানি ঝড়ে,,কত দিন দেখিনি তারে,,মনে হয় কত যুগ দেখেনি,,ভালবাসার মানুষ সুখে থাক মহান আল্লাহ কাছে এই দোয়া,,,তুমি আছোও আমার বুকের ভিতর,থাকবে আজীবন,,

    • @dip_daily
      @dip_daily 9 місяців тому

      Same bhai amr gf o muslim chilo, ami hindu etai dosh

  • @antardasanurag3794
    @antardasanurag3794 Рік тому +3

    অমৃত সুধা পান। এ শুধু সংগীত নয়। Hats off legendary maestro Manna Dey. 🙏🙏🙏

  • @saregamabengali
    @saregamabengali  2 роки тому +14

    Thousands of #SidNaaz fans wanted the song immediately. Who are we to come in the way? #HABIT OUT NOW ♥️
    Link: ua-cam.com/video/IiWzoZlQxKo/v-deo.html

    • @kalyansundarjana9704
      @kalyansundarjana9704 2 роки тому

      এই গানটি শুনে প্রথম সেক্সের কথা মনে পড়ে গেল

  • @protikbiswas6057
    @protikbiswas6057 6 років тому +468

    এত্তো সুন্দর গানের সাথে ভিডিওটা মোটেই যায় না। বাঙ্গালীয়ানার ছাপ নেই একটুও।

    • @atoz...musicnhistory.4100
      @atoz...musicnhistory.4100 6 років тому +2

      Protik Biswas অতটা খারাপ হয়নি। ভালই

    • @protikbiswas6057
      @protikbiswas6057 6 років тому +28

      sumoneiloy sarker, মান্না দে র এতো সুন্দর গানের আবেগটুকু আসলে ভিডিওটার মধ্যে নেই বললেই চলে। এজন্য অনেক দৃষ্টিকটুও লাগছে ব্যাপারটা।😞

    • @atoz...musicnhistory.4100
      @atoz...musicnhistory.4100 6 років тому +2

      Protik Biswas মানিয়ে নিলেই হয়

    • @dhrubohasnain5403
      @dhrubohasnain5403 6 років тому +11

      sumoneiloy sarker সারেগামার প্রায় সকল গানেই এই একই ভুলটা করছে..কয়েকটা ছবি দিয়েই এরা সমস্ত অনুভূতি প্রকাশ করতে যায়

    • @ohedulislam9534
      @ohedulislam9534 6 років тому +1

      Protik Biswas hmm

  • @mrinmoychoudhury1500
    @mrinmoychoudhury1500 7 місяців тому +1

    প্রত্যেকটি মানুষের মনের কথা এত সহজে কিভাবে ব্যক্ত করেন মান্না দে