চতুর্থ শ্রেণি, নবম অধ্যায়।। ৯.৪।। Class - 4, Chapter - 9 ( Part - 1 ) math problem solve
Вставка
- Опубліковано 10 гру 2024
- #চতুর্থ #chapter #class #math #অষ্টম #class4 #mathproblems #class4chapter9#নবম #চতুর্থশ্রেণিনবমঅধ্যায় #mathproblemsolve
আজকের পর্বে আমরা নবম অধ্যায়ের ৯.৪ নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায়ের প্রতিটি অংক সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পর্বে আমরা দশমিকের ভগ্নাংশের অংক গুলো কিভাবে করা যায় সেটাই শেখার চেষ্টা করেছি। অধ্যায়টিতে অনেকগুলো অংক থাকায় সব গুলোকে একসাথে না দিয়ে বোঝার সুবিধার্থে part by part দেওয়া হয়েছে। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে ।
প্রতিটি অংক সহজ এবং সাবলীল ভাবে করা হয়েছে। বোঝার সুবিধার জন্য বারবার কথার পুনরাবৃত্তি হয়েছে। আশা করি তোমরা খুব সহজেই অংক গুলো আয়ত্তে আনতে পারবে।
এরপরেও কোন কিছু না বুঝলে আমি তো আছি। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। 🤗
ভিডিওটি তোমাদের কাজে লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এভাবেই সবসময় আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করতে থেকো । 😊
সকল অংক অন্তঃস্থ করতে বারবার অনুশীলনের কোন বিকল্প নেই। মুখস্ত নয় বরং আমরা সকল অংক আত্মস্থ করতে চাই। 😊
ধন্যবাদ।।