ধন্যবাদ আপনাকে আগরতলা ভ্রমণ ভিডিও র জন্য । আগরতলা শৈশবে একবার এবং পরে আগরতলা হয়ে আসাম গিয়েছিলাম। তেমন কিছু মনে নেই । আপনার ভিডিও র মাধ্যমে দেখার ইচছা রইল ।
সুমন ভাই আপনার চ্যানেলর ১লাখ সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি ভিডিও গুলো দেখি এখন বর্তমানে ওয়ান মিলিয়ন এর উপরে আপনার সাবস্ক্রাইব। আমার আনন্দ লাগছে। আপনি আমাদের রাজ্য এিপুরা তে এসেছেন।আগরতলায় আসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏🙏
পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়… সেটা হল মা-বাবার ভালবাসা.. নিঃস্বার্থ এবং প্রকৃত ভালবাসা… লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❣️❣️
@@TheAlpha608 নারে ভাই কিছুই নেই অনেক চিন্তায় আছি আপনি কি কিছু হেল্প করতে পারবেন 😆😆😆 মুসলিম নাম দেখে এটা জিগ্যেস না করে আপনার ধর্মের লোকদের খবর নিন কারন এখন আপনার ধর্মের ২৯ লক্ষ লোকের নাম আসেনি NRC তে। পাকনামি সব যায়গায় করবেন না।
বাংলাদেশ থেকে সুমনদা আর ইন্ডিয়া মানে বহরমপুর থেকে কৌশিকদা তোমারা বেস্ট,তোমরা এত সুন্দর করে বলো আর ভুঝিয়ে দাও তোমাদের ভিডিও গুলো দেখতে সত্যি দারুন লাগে।
নমস্কার দাদা আমি আগরতলা থেকে আপনাকে প্রথমে ত্রিপুরার রাজধানী আগরতলা তে জানাই স্বাগত হয়তোবা আমি ছয় দিন পরে ভিডিওটা দেখছি কিন্তু আমি আপনার পুরাতন ভিডিও গুলো অনেক আগে থেকে দেখে আসছি, আপনার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আপনি কখনো যদি ত্রিপুরায় আসেন তাহলে আপনার সঙ্গে দেখা করব জানিনা আপনি আগরতলা আছে কিনা,
সুমন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের আখাউড়া হয়ে ত্রিপুরা ভ্রমণ করার জন্য। বিশেষ করে আপনার প্রতি আরেকটি অনুরোধ আমাদের আখাউড়া কিছু ঐতিহ্যবাহী কিছু স্থান আছে এগুলো নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন।
@@penaldodestroyer ভাই মূলত বাংলাদেশের মানুষেরা কলকাতাকে অনেক ভালোবাসে কিন্তু আমরা ইউটিউবের আধলতে দেখলাম কলকাতার বেশিরভাগ মানুষই নিজেদের অনেক বেশী কিছু মনে করেন. এবং বাংলাদেশের যেই কোনো পেইজে এসে উল্টো পাল্টা মন্তব্য করেন. কিন্তু এইখানে দেখলাম আগরতলার লোকজন স্বাগতম জানাচ্ছেন এইবার বুঝতে পারছেন
@@adnoc3213 nah apni sompurno vul sob jagatei erkm manush thake jara hate kore but it's not the factor akjn kharap hole sobai kharap hoyna if you visit any page of Indian youtuber they will always welcome you
@@penaldodestroyer না ভাই আপনার কথাটি সটিক নয়. কলকাতায় বেশিরভাগ মানুষ এই রকম. নিজেদের বিদাতা মনে করে. আপনি এইখানে দেখুন. কেউ কি বাজে মন্তব্য করেছে. এইটা যদি কলকাতায় হতো তাহলে দেখতাম অনেকেই বলতো. বাংলাদেশে খানা নেই এই জন্য কলকাতায় আসছে. আরও কত কি
@@mamatabanerjee8552 নাউজুবিল্লাহ এ কেমন কথা অথচ আল্লাহ তায়ালা দুনিয়ায় আনাচে কানাচে ভ্রমণ করার জন্য বলেছেন, আপনার জানার আরও বাকি আছে।না জাইনা না বুইজা উগ্র বা দী কথাবার্তা না বলাই ভালো।
ভাই, ভারতে এলে আমার সাথে একবার দেখা করবেন । আমি খুব খুশি হব । আপনার প্রত্যেক ভিডিও আমি দেখি । আপনার শব্দ বন্ধনী আর বাক্য প্রয়োগ দারুণ লাগে । পেশায় একজন সাংবাদিক আর মনে প্রাণে ভ্রমণ পিপাসু লোক বলেই দেখা করার আগ্রহ আছে ।
সুমন ভাইয়ের ভারত যাওয়া মানে, ভারতের নতুন নতুন কিছু আমরা দেখতে পারব,, ভারতের ইতিহাস সংস্কৃতি অনেক কিছু জানতে পারব,, অনেক অনেক ভালবাসা,,, অপেক্ষায় থাকলাম নতুন কিছু দেখার,,আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কারনে দেশসহ বিদেশেরো অনেক কিছু দেখতে পারব 🥰🥰🥰🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳 চেষ্টা করতেছি আপনার মত কিছু ট্রাভেল ভিডিও তৈরি করার
দাদা আপনাকে ত্রিপুরার রাজধানী আগরতলা তে স্বাগতম|দাদা আগে যদি জানতাম আপনি আসবেন, তাহলে আপনার সাথে যেভাবে হোক দেখা করতাম আমার একটা স্বপ্ন আপনার সাথে দেখা করা| এই স্বপ্নটা পূর্ন হতে হতে রয়ে গেল|আমি 18 তারিখ বিকেল বেলা বের হয়ে গেলাম কর্মসূত্রে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে, আপনার ভিডিও দেখা মাত্র আমার এত খারাপ লাগলো বলার মত না দাদা, কারণ আপনি এমন সময় আসলেন যখন আমি আগরতলাতে নেই , আগরতলার পাশেই আমার বাড়ি রানীর বাজারে| আমি বাড়িতে থাকলে আপনার কোন অসুবিধা হতো না, আমি আমার নিজের গাড়ি দিয়ে আপনাকে পুরো ত্রিপুরা ঘুরে দেখাতাম, কিন্তু আমার দূর্ভাগ্য আপনাকে আমি পেলাম না , আর আমি 18 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেলাম| মনে একটা প্রচন্ড দুঃখ রয়ে গেল, কিন্তু নেক্সট বছর বা এর পরের বছর আমি যদি বাংলাদেশে আসি অবশ্যই আপনার সাথে দেখা করব যদি আপনি দেখা করেন আমার সাথে ছোটভাই ভেবে|দাদা দাদা আমি 6 7 দিন আগে গিয়েছিলাম আমাদের এখানে সাবরুম এরিয়ার , আপনাদের এখানে চট্টগ্রাম এরিয়া , যেখানে মৈত্রী সেতু বানিয়েছে , ওইখানে যাবেন দাদা ভালো লাগবে| দাদা আপনি যদি আমার মেসেজ দেখতে পান অবশ্যই একটু রিপ্লাই দেখবেন ভালো লাগবে আমার|আর দাদা কোন অসুবিধা হলে আমাকে বলবেন যতটুকু সম্ভব দূরে থেকেও হেল্প করার চেষ্টা করব| ওকে দাদা ত্রিপুরাতে এনজয় করেন আগরতলা টা এনজয় করেন অনেক কিছু আছে দেখার জন্য |দাদা আমি এটা অন্য আইডি দিয়ে দেখেছি অজয় নামে আইডি দিয়ে| দাদা আমার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ| আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, আপনার একটা ভিডিও মিস করি না, আগেও অনেক কমেন্ট করেছি ভিডিওতে আপনি রিপ্লাই দিয়েছেন|
@@mehrabahmed4691 jerokom Christian ra handshake kore ba hii hello kore , serokom e Hindu culture ba Indian culture e guest ba kono ochena lok k welcome jananor jonno Namastey ba Nomoskar boley
@@mehrabahmed4691 নমস্কার হচ্ছে বৈদিকযুগ হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত অভিবাদনসূচক শব্দ। সাধারণত দুই হাত জোড় করে ‘নমস্কার’ শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণামও বলা হয়। ‘নমস্কার’ শব্দটি এসেছে মূল সংস্কৃত শব্দ ‘নমঃ’থেকে যার আভিধানিক অর্থ সম্মানজ্ঞাপনপূর্বক অবনত হওয়া। দেখা যাক,এ সম্পর্কে বৈদিক শাস্ত্র কি বলে ! “যো দেবো অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভূবনাবিবেশ য ওষধীষু যো বনস্পতি তস্মৈ দেবায় নমো নমঃ॥” (শ্বেতাশ্ব তর উপনিষদ ২-১৭) “যোগ যেমন পরমাত্মার দর্শনের সাধন বা উপায় ,নমস্কারাদিও অনুরূপ বলিয়া তাঁহাকে নমস্কার জানাই।” তিনি কি রুপে? তিনি দেব অর্থাৎ পরমাত্মার প্রকাশভাব। তিনি কোথায়? তিনি আছেন অগ্নিতে, জলে, তৃণ -লতাদিতে, অশ্বাথাদি বৃক্ষে,তিনি এই বিশ্বভুবনে অন্তর্যামীরুপে অণুপ্রবিষ্ট হইয়া আছেন।” তাই যখন কাউকে নমস্কার জানানো হয় তখন মূলত সর্বজীবে অন্তর্যামীরুপে অবস্থিত পরমাত্মাকেই প্রণতি নিবেদন করা হয়, কোন মনুষ্যদেহকে নয়। সুতরাং, নমস্কার সকলকেই জানানো যায়। দুইহাত জোড় মূলত অহংকার ত্যাগ পূর্বক বিনয়ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সংস্কৃতিভেদে করজোড়ে কিছুটা বৈচিত্র্য দেখা যায় যেমন দেবতাদের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে সাধকরা মাথার উপরে দু’হাত জোড় করে থাকে আবার কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে নমস্কার জানাতে বুকের বরাবর হাত জোড় করা একই সাথে পরমাত্মাকে প্রণতি ও আয়ুষ্মান (দীর্ঘায়ু কামনা) -কে নির্দেশ করে।
ত্রিপুরায় স্বাগত দাদা
ত্রিপুরায় আসার জন্য ধন্যবাদ
আগামী পর্বে আগরতলা ভ্রমন.................. অপেক্ষায় থাকলাম
ত্রিপুরায় স্বাগতম।
উদয়পু্র আসুন। উদয়পু্র প্রায় ১২০০ বছর ধরে ছিল ত্রিপুরা রাজ্যের রাজধানী।
Okanay to kisu nai,sudu usu nisu pahar .Ami gaysi
Tripurar cena rasta ghat apnar vedio te dekhe khub valo laglo❤❤❤
ধন্যবাদ সালাউদ্দিন ভাই আমাদের আগরতলা ভ্রমণের জন্য।
আমার মাতৃভূমি ভারতবর্ষে আপনাদের স্বাগতম।❤
Sumonke dhonnobad, osadharon sob video upload korar jonno.
অনেক অনেক ধন্যবাদ . আপনার এপিসোড খুবই ভালো লাগে। From Siliguri. india.
আপনার ভিডিওটা দেখে খুব ভালো লাগল। তাই তো আপনার ভিডিও দেখে পাশে আছি। পাশে থাকবেন আশা করি।
ধন্যবাদ আপনাকে আগরতলা ভ্রমণ ভিডিও র জন্য । আগরতলা শৈশবে একবার এবং পরে আগরতলা হয়ে আসাম গিয়েছিলাম। তেমন কিছু মনে নেই । আপনার ভিডিও র মাধ্যমে দেখার ইচছা রইল ।
সুমন ভাই আপনাকে অনেক অনেক ,ধন্যবাদ। বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার ভিডিও তুলে ধরার জন্য।
আপনি কি ভারতীয়?
আমাদের এখান থেকে আগরতলা ৫১ কিমি দূরত্ব
@@mehrabahmed4691 ami varotio
@@mehrabahmed4691 আমি এিপুরার বাসিন্দা
Thanks dada I'm from agartala ame aapnar cheneler niyometo dorsok thanks amader agartola neye video bananor jonne,jay hind.
Suman ভাই আমি ত্রিপুরা থেকে bolchi ami apnar niyomito dorshok welcome ত্রিপুরা 🙏
আমাদের ত্রিপুরায় আপনাকে স্বাগতম
আমার সোনার বাংলা, শুভেচ্ছা জানাই
দাদা আপনার video খুব ভালো লাগে। আমি আগরতলার বাসিন্দা। love from Agartala.
বঙ্গবন্ধুর ৬ দফা দাবী তথা বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার এই সেই ঐতিহাসিক আগারতলা । চট্টগ্রাম থেকে দেখছি ।
প্রতিটি বিষয় আপনি খুব ভালো ভাবে তুলে ধরেন। অনেক ধন্যবাদ। 💐
Love from India 💐
আপনার ভিডিও না দেখলে কত তীর্থ, কত পথ বাকি রয়ে যায়, জীবন শুকায় যেন মরুভূমি সম।ধন্যবাদ, সন্দীপ দাস, কালীনগর ডায়মন্ড হারবার, চব্বিশ পরগনাদঃ,পঃবঃ।
আপনি খুব সুন্দর ভিডিও বানান। ভারতে আপনাকে স্বাগত।
Nice.your video's too good agortola video o ta 30 minutes dekte chai. ❤️❤️❤️ From Dhaka Bangladesh
সুমন ভাই আপনার চ্যানেলর ১লাখ সাবস্ক্রাইবার ছিল তখন থেকে আমি ভিডিও গুলো দেখি এখন বর্তমানে ওয়ান মিলিয়ন এর উপরে আপনার সাবস্ক্রাইব। আমার আনন্দ লাগছে। আপনি আমাদের রাজ্য এিপুরা তে এসেছেন।আগরতলায় আসার জন্য ধন্যবাদ জানাই আপনাকে 🙏🙏🙏
চমৎকার উপস্থাপনা, অনেকে র থেকে ই আলাদা, আপনার মতো সুশিক্ষিত দেরই ইউটিউবার হওয়া উচিত
স্বাগত জানাচ্ছি আপনাকে ভারতে আসার জন্য,অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার যাত্রা শুভ হোক (পশ্চিমবঙ্গ থেকে)🌷🌷🌷
স্বাগত জানাচ্ছি আপনাকে ভারতে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো আপনার যাত্রা শুভ হোক( আসাম থেকে) 🌹🌹🌹
পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে যেটা অমূল্য কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়… সেটা হল মা-বাবার ভালবাসা.. নিঃস্বার্থ এবং প্রকৃত ভালবাসা…
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❣️❣️
আমিও কিছুদিন আগরতলায় ছিলাম। ত্রিপুরার মানুষ ওনেক ভাল 💗💗
💕
Ami tripura r
@@bishaldas2434 ভাই তোমরা একসময় আমাদের ছিলা, একরাজ্য
@@apurbographics1090 r tomra Indian chile
আমি আগরতলা থেকে আপনার ভিডিও দেখছি।
অনেক সুন্দর অনেকদিন পরে আমাদের এলাকাটা দেখতে পারছি আপনার মাধ্যমে ধন্যবাদ ভাইজান❤
কোথায় আপনার বাসা
আগরতলা অনেক সুন্দর একটি শহর আমিও গিয়েছিলাম
ওয়েলকাম টু ইন্ডিয়া ধন্যবাদ সুমন ভাইকে ত্রিপুরা আসার জন্য🥰🥰
ভাই,ত্রিপুরাইও কি সবাই বাংলা বলে?
না সবাই বাংলা বলে না । ককবরক ভাষা কথা বলে
৭৫% বাঙালি
@@giasuddin5792 sobai bangla bojhe.. Tribals der modhye oneke nana bhasay katha bolleo maxit bangla bojhe o bolte pate
@@islammiah9475 nahh bhaiya 75% Bengali na 60% ar moto r language bolta
Aikhane Bengali, Kokborok r English chola
Anek anek dhonnobad amarder Agartala key explore korar jonnyo...ank ank valobasaha...Amit...Agartala Thekey...
অনেক অনেক ধন্যবাদ ভাই বাংলাদেশ থেকে ভারতে ছোট্ট রাজ্য ত্রিপুরা আগরতলা ভ্রমণ করা জন্য
খুবই খুশি হলাম আমি না আমারে আগরতলা মানুষও খুশি হয়েছে।
Love Bangladesh From India
দাদা আমি ত্রিপুরা ধর্মনগর থেকে বলছি আপনি ত্রিপুরা ধর্মনগর চলে আসুন আপনার অনেক বড় আমি ফ্রেন্ড আপনার সাথে দেখা করব দাদা প্লিজ প্লিজ
I am watching from krishnanagar, Nadia. West bengal,india.
কি অপরূপ এই বাংলা !!! পুনরায় গড়ে উঠুক অখণ্ড বাংলা অখণ্ড ভারতবর্ষ।❤
Khub bhalo katha ta bhai akhanda bhartbarsher katha bhabar age bangladeshe mandir bhanga niye kichu bhebechen
অখন্ড বাংলা হবে। অখন্ড ভারত নয়
২০১৭ সালে এই সীমান্ত এলাকায় গিয়ে ছিলাম অনেক সুন্দর পরিবেশ।
আপনাকে স্বাগতম আসাম থেকে🌷🌷🌷
আপনার কাগজ সব ঠিক আছে তো?
@@TheAlpha608 নারে ভাই কিছুই নেই অনেক চিন্তায় আছি আপনি কি কিছু হেল্প করতে পারবেন 😆😆😆
মুসলিম নাম দেখে এটা জিগ্যেস না করে আপনার ধর্মের লোকদের খবর নিন কারন এখন আপনার ধর্মের ২৯ লক্ষ লোকের নাম আসেনি NRC তে।
পাকনামি সব যায়গায় করবেন না।
আপনার ভিডিও গুলো খুব ভালো লাগে keep it up boss love from india 👍👍👍👍
বাংলাদেশ থেকে সুমনদা আর ইন্ডিয়া মানে বহরমপুর থেকে কৌশিকদা তোমারা বেস্ট,তোমরা এত সুন্দর করে বলো আর ভুঝিয়ে দাও তোমাদের ভিডিও গুলো দেখতে সত্যি দারুন লাগে।
darun vlog silo valo laglo😍
খুব ভালো লাগলো সুমন ভাই, কলকাতা থেকে ভালোবাসা রইলো ,পবিত্র রমজান মাস ও ঈদের অগ্রিম শুভেচ্ছা ।
আমার সোনার বাংলা, শুভেচ্ছা জানাই ভারতে, ভালো থাকবেন ভাই
নমস্কার দাদা আমি আগরতলা থেকে আপনাকে প্রথমে ত্রিপুরার রাজধানী আগরতলা তে জানাই স্বাগত হয়তোবা আমি ছয় দিন পরে ভিডিওটা দেখছি কিন্তু আমি আপনার পুরাতন ভিডিও গুলো অনেক আগে থেকে দেখে আসছি, আপনার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আপনি কখনো যদি ত্রিপুরায় আসেন তাহলে আপনার সঙ্গে দেখা করব জানিনা আপনি আগরতলা আছে কিনা,
আমার মা -বাবা নবীনগর থেকে নৌক্য দিয়ে বাড়াতে যেত আগরতলা, ব্লগ ভালো লাগছে, আমাদের গ্রামের অনেকের বাড়ি ছিল
খুব খুশি হলাম আপনি আমার জন্মস্থানে এসে ঘুরাঘুরি করেছেন,
ভালো থাকবেন দাদা, 🥰🥰🥰🥰🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
রাজবাড়ী থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইলো দাদা
Love from West Bengal India 🇮🇳
দাদা আপনাকে ত্রিপুরাতে আসার জন্য অনেক ধন্যবাদ ।
সুমন ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমাদের আখাউড়া হয়ে ত্রিপুরা ভ্রমণ করার জন্য। বিশেষ করে আপনার প্রতি আরেকটি অনুরোধ আমাদের আখাউড়া কিছু ঐতিহ্যবাহী কিছু স্থান আছে এগুলো নিয়ে আপনি একটি ভিডিও তৈরি করুন।
@Tripura Village Vlogs আমার বাড়ি আখাউড়া। আমি একজন অ্যানিমেশন কার্টুন নির্মাতা। আমি আগরতলা আসলে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে?
ছোট ভাইয়া আপ্নের কন্ঠ এবং ভিডিওগুলো সত্যিই ভাল লেগেছে। আমিও আগরতলা যাব ভাবছি।
Welcome to AGARTALA sab bhai, bondhu, bon re from BANGLADESH 🙏🙏🙏🤗🤗🤗
ট্রাভেল ব্লগগুলো খুব ভালো লাগে, আগরতলার ব্যাপারে বিস্তারিত জানাবেন
আমি কিন্তু আখাউড়ার 🥰 ।। thanks for coming..
সুমন ভাই, আপনার দুটি বিদেশের সফর শ্রেষ্ট ১। আদম পাহাড় শ্রীলংকা ২।ভারতের এিপুরা। আপনার জন্য দোয়া করি আমি মোঃ শফিকুল ইসলাম।
কমেন্ট দেখে বুজলাম কলকাতার দাদাদের চেয়ে ত্রিপুরার দাদারা খুব ভালো মনের মানুষ।
অবশ্যই রাইট
Bolte ki chaichen?
@@penaldodestroyer ভাই মূলত বাংলাদেশের মানুষেরা কলকাতাকে অনেক ভালোবাসে কিন্তু আমরা ইউটিউবের আধলতে দেখলাম কলকাতার বেশিরভাগ মানুষই নিজেদের অনেক বেশী কিছু মনে করেন. এবং বাংলাদেশের যেই কোনো পেইজে এসে উল্টো পাল্টা মন্তব্য করেন. কিন্তু এইখানে দেখলাম আগরতলার লোকজন স্বাগতম জানাচ্ছেন এইবার বুঝতে পারছেন
@@adnoc3213 nah apni sompurno vul sob jagatei erkm manush thake jara hate kore but it's not the factor akjn kharap hole sobai kharap hoyna if you visit any page of Indian youtuber they will always welcome you
@@penaldodestroyer না ভাই আপনার কথাটি সটিক নয়. কলকাতায় বেশিরভাগ মানুষ এই রকম. নিজেদের বিদাতা মনে করে. আপনি এইখানে দেখুন. কেউ কি বাজে মন্তব্য করেছে. এইটা যদি কলকাতায় হতো তাহলে দেখতাম অনেকেই বলতো. বাংলাদেশে খানা নেই এই জন্য কলকাতায় আসছে. আরও কত কি
"আগরতলা" নামটা জড়িত বঙ্গবন্ধুর সাথে, সেই সুবাদেই নামটা শুনেছিলাম। আজ দেখলাম আপনার কল্যানে সুমন ভাই
amio atai vabchilam.
Bongo bondhu ke?
@@thepuremeriner Tor baper bap
@@thepuremeriner আ্য🤣
@@keltudabigboss9716 bhai ami india teke. Ami jani na k bongobondu , bongobondu nam sune mone hochhe kono khabar?
আগরতলা আমার একমাত্র প্রিয় শহর। অনেক বার গিয়েছি।
Khub Sundar Video
Love From India 🇮🇳 🙏 🇮🇳
I don't understand your language but this journey is amazing love from India.😀😀😀😀
আখাউড়া আমার বাসা,, দেখে অনেক খুশি হলাম😊
ত্রিপুরা যাওয়ার ইচ্ছে আছে
অনেক তথ্য জেনে নিলাম ধন্যবাদ ভাই
খুব শিগগিরই যাবো আগরতলা ইনশা আল্লাহ
India jaien na Allah omuslim der desh e jaite na korse
@@mamatabanerjee8552 নাউজুবিল্লাহ এ কেমন কথা
অথচ আল্লাহ তায়ালা দুনিয়ায় আনাচে কানাচে ভ্রমণ করার জন্য বলেছেন, আপনার জানার আরও বাকি আছে।না জাইনা না বুইজা উগ্র বা দী কথাবার্তা না বলাই ভালো।
Oboshhoi asben dada
বালসাল্লাহ্..। হোগাউল্লাহ্!
welcome to Agartala
I love watching your videos
I am from Kolkata, (India)
অনেক সুন্দর একটি ভিডিও ||
আগরতলা আমিও গিয়েছিলাম। সেখানে বিভিন্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছিলাম।
ভাই, ভারতে এলে আমার সাথে একবার দেখা করবেন । আমি খুব খুশি হব । আপনার প্রত্যেক ভিডিও আমি দেখি । আপনার শব্দ বন্ধনী আর বাক্য প্রয়োগ দারুণ লাগে । পেশায় একজন সাংবাদিক আর মনে প্রাণে ভ্রমণ পিপাসু লোক বলেই দেখা করার আগ্রহ আছে ।
চমৎকার,,, তবে ভিডিওর দৈর্ঘ্য আরেকটু বড় হলে ভালো হয়,,, শুভকামনা,,,
দাদা আমি আগরতলা থেকে, আমি আপনার ভিডিও দেখি খুব ভালো লাগে।
আপনার অনেকগুলো ভিডিও দেখা হলো। শৃলংকার Adam pick খুব ভাল লেগেছে। শুভকামনা রইলো। রাহেদুজজামান, দিনাজপুর থেকে
সুমন ভাইয়ের ভারত যাওয়া মানে, ভারতের নতুন নতুন কিছু আমরা দেখতে পারব,, ভারতের ইতিহাস সংস্কৃতি অনেক কিছু জানতে পারব,, অনেক অনেক ভালবাসা,,, অপেক্ষায় থাকলাম নতুন কিছু দেখার,,আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কারনে দেশসহ বিদেশেরো অনেক কিছু দেখতে পারব 🥰🥰🥰🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳🇧🇩🇮🇳
চেষ্টা করতেছি আপনার মত কিছু ট্রাভেল ভিডিও তৈরি করার
Love from Kolkata 🥰🥰🥰🤗🤗🤗
আমাদের উদয়পুর ও খুব সুন্দর জায়গা,আগরতলা থেকে ৫১ কিমি দক্ষিনে
জানিনা কোনদিন তোমাদের ও দেশে যেতে পারবো কিনা ,তাই তোমাদের চোখে বাঙলাদেশ দেখলাম খুব ভাল লাগল ❤❤❤❤
আমি আগরতলা তে থাকি,আপনার একজন বড় অনুগামী।দাদা কোথায় আছেন একজন,আপনাকে আগরতলা ঘোরাতে চাই আমি,যদি পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো।দাদা রিপ্লাই দিবেন প্লিজ🙏🙃
দাদা আপনাকে ত্রিপুরার রাজধানী আগরতলা তে স্বাগতম|দাদা আগে যদি জানতাম আপনি আসবেন, তাহলে আপনার সাথে যেভাবে হোক দেখা করতাম আমার একটা স্বপ্ন আপনার সাথে দেখা করা| এই স্বপ্নটা পূর্ন হতে হতে রয়ে গেল|আমি 18 তারিখ বিকেল বেলা বের হয়ে গেলাম কর্মসূত্রে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে, আপনার ভিডিও দেখা মাত্র আমার এত খারাপ লাগলো বলার মত না দাদা, কারণ আপনি এমন সময় আসলেন যখন আমি আগরতলাতে নেই , আগরতলার পাশেই আমার বাড়ি রানীর বাজারে| আমি বাড়িতে থাকলে আপনার কোন অসুবিধা হতো না, আমি আমার নিজের গাড়ি দিয়ে আপনাকে পুরো ত্রিপুরা ঘুরে দেখাতাম, কিন্তু আমার দূর্ভাগ্য আপনাকে আমি পেলাম না , আর আমি 18 তারিখ বাড়ি থেকে বের হয়ে গেলাম| মনে একটা প্রচন্ড দুঃখ রয়ে গেল, কিন্তু নেক্সট বছর বা এর পরের বছর আমি যদি বাংলাদেশে আসি অবশ্যই আপনার সাথে দেখা করব যদি আপনি দেখা করেন আমার সাথে ছোটভাই ভেবে|দাদা দাদা আমি 6 7 দিন আগে গিয়েছিলাম আমাদের এখানে সাবরুম এরিয়ার , আপনাদের এখানে চট্টগ্রাম এরিয়া , যেখানে মৈত্রী সেতু বানিয়েছে , ওইখানে যাবেন দাদা ভালো লাগবে| দাদা আপনি যদি আমার মেসেজ দেখতে পান অবশ্যই একটু রিপ্লাই দেখবেন ভালো লাগবে আমার|আর দাদা কোন অসুবিধা হলে আমাকে বলবেন যতটুকু সম্ভব দূরে থেকেও হেল্প করার চেষ্টা করব| ওকে দাদা ত্রিপুরাতে এনজয় করেন আগরতলা টা এনজয় করেন অনেক কিছু আছে দেখার জন্য |দাদা আমি এটা অন্য আইডি দিয়ে দেখেছি অজয় নামে আইডি দিয়ে| দাদা আমার নাম হচ্ছে সঞ্জয় ঘোষ| আমি আপনার নিয়মিত ভিডিও দেখি, আপনার একটা ভিডিও মিস করি না, আগেও অনেক কমেন্ট করেছি ভিডিওতে আপনি রিপ্লাই দিয়েছেন|
Apnake onek onek saghoto Tripura te🙏🏻❤Jai Hind...Jai Tripura🇮🇳🚩
Onek valo laglo..
Agiya jan pase aci sob somoy
নিজের চেনা পথ গুলো দেখলাম আপনার উপস্থাপনায় ❤
সুমন ভাই তোমার ভিডিও আমার সব সময়ই ভালো লাগে, এই ভিডিও টা ও খুব খুব ভালো লাগলো। কোলকাতা ঊ
ত্রিপুরাতে আপনাকে স্বাগতম আমি ত্রিপুরা থেকে ❤️
Very glad to see you are in my state Tripura. Love you suman Bhai
তিতাস একটি নদীর নাম এই গল্প পড়া আছে,জেলে সম্প্রদায়ের ওপর লেখা অসাধারণ।
আগরতলা নিয়ে পরের ভিডিওটার জন্য অপেক্ষায় রইলাম💚
সালাউদ্দিন সুমন ভাই অনেক অনেক ধন্যবাদ এমন একটা ভিডিও করার জন্য ওকে সুমন দা
সুমন ভাই আমি আগামী কালকে আগরতলা আসছি আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা।
আমার বাড়ি ত্রিপুরার ধর্মনগরে।
Welcome to our beautiful city Agartala. 💕 আনন্দ করে যান, যতটা সম্ভব। নিজের ঘরের মতোই লাগবে।
সুমন দা ত্রিপুরাতে আসার জন্য অনেক ধন্যবাদ
এই সেই " আগরতলা ষড়যন্ত্র" এর আগরতলা😮😮😮
দারুন ট্রেন জার্নি সুমন ভাই 👌 আখাউড়া বর্ডার টা দেখার ইচ্ছে ছিল দেখে নিলাম 🙏
I am from Tripura.. You are my favourite UA-camr.
ট্রেন- কবিতাটা মনে পরে গেল,,,🙂🙂
Train এ ঘুরতে বেশ ভালোই লাগে ধন্যবাদ ভাই
ধন্যবাদ ভাই।
🇮🇳 lNDIA Tripura Agartala Welcome 🇧🇩 Bangladesh video mashallah 🌷
দাদা আপনাকে ভারতে আসার জন্য ধন্যবাদ 🤝 WEL COME INDIA নমস্কার
নমস্কার এর মানে কি?
@@mehrabahmed4691 apnara jerokom kau k Assalamualaikum boley greetings diye welcome janan , India te Namaskar ba Namastey o same e jinish
@@tuhinchakraborty3353 সালাম এর মানে হলো "আপনার উপর শান্তি বর্ষিত হোক"। কিন্তু এই নমস্কার এর মানে কি?
@@mehrabahmed4691 jerokom Christian ra handshake kore ba hii hello kore , serokom e Hindu culture ba Indian culture e guest ba kono ochena lok k welcome jananor jonno Namastey ba Nomoskar boley
@@mehrabahmed4691 নমস্কার হচ্ছে বৈদিকযুগ হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত অভিবাদনসূচক শব্দ। সাধারণত দুই হাত জোড় করে ‘নমস্কার’ শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণামও বলা হয়।
‘নমস্কার’ শব্দটি এসেছে মূল সংস্কৃত শব্দ ‘নমঃ’থেকে যার আভিধানিক অর্থ সম্মানজ্ঞাপনপূর্বক অবনত হওয়া।
দেখা যাক,এ সম্পর্কে বৈদিক শাস্ত্র কি বলে !
“যো দেবো অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভূবনাবিবেশ য ওষধীষু যো বনস্পতি তস্মৈ দেবায় নমো নমঃ॥”
(শ্বেতাশ্ব তর উপনিষদ ২-১৭)
“যোগ যেমন পরমাত্মার দর্শনের সাধন বা উপায় ,নমস্কারাদিও অনুরূপ বলিয়া তাঁহাকে নমস্কার জানাই।”
তিনি কি রুপে? তিনি দেব অর্থাৎ পরমাত্মার প্রকাশভাব। তিনি কোথায়? তিনি আছেন অগ্নিতে, জলে, তৃণ -লতাদিতে, অশ্বাথাদি বৃক্ষে,তিনি এই বিশ্বভুবনে অন্তর্যামীরুপে অণুপ্রবিষ্ট হইয়া আছেন।”
তাই যখন কাউকে নমস্কার জানানো হয় তখন মূলত সর্বজীবে অন্তর্যামীরুপে অবস্থিত পরমাত্মাকেই প্রণতি নিবেদন করা হয়, কোন মনুষ্যদেহকে নয়। সুতরাং, নমস্কার সকলকেই জানানো যায়।
দুইহাত জোড় মূলত অহংকার ত্যাগ পূর্বক বিনয়ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
সংস্কৃতিভেদে করজোড়ে কিছুটা বৈচিত্র্য দেখা যায় যেমন দেবতাদের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে সাধকরা মাথার উপরে দু’হাত জোড় করে থাকে আবার কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে নমস্কার জানাতে বুকের বরাবর হাত জোড় করা একই সাথে পরমাত্মাকে প্রণতি ও আয়ুষ্মান (দীর্ঘায়ু কামনা) -কে নির্দেশ করে।
welcome to india happy jurney
ছায়া ঘেরা মায়া মাখা ক্লান্তি হীন পথ চলা অবশেষে সন্মুখে সৌন্দর্য ময় আগরতলা ! 🇮🇳
আগরতলা এক সময় বাংলাদেশের অংশ ছিল।
@@starmovie1685Bangladesh ek somoy Bharoter ongsho chilo
@@sayanbiswas3563AR BONGO ONCHOL SOB BANGLADESHER CHILO
@@Asimpleboy-o9q ar setao ek somoy Bharotborser bibhinno Raj rajotter moddhe chilo
ভালোবাসার সুমন ভাই 🥰🥰🥰🥰🥰🥰
Welcome to Agartala...😊🙏🇮🇳❤️btw I am from Tripura...
আসসালামু আলাইকুম ভাই সাবধানে থাকবেন
আর সুন্দর সুন্দর ভিডিও দিবেন এই আশায় করি
খুব মিস করি ভাই আপনাকে
ভাইয়ের সফর সঙ্গী হওয়ার ইচ্ছে প্রকাশ করছি। আশা করি একদিন পূরণ হবে ♥️
আসামে আপনাকে স্বাগত
Welcome bhai Amr India (Tripura) te💞
Thank so much Bhai ja aponi tripura visit korar jano,amar bari tripura but amai delhi thaki ,tripura thakla amai apnor sata dakha kortam
মালদা আসতে চেয়েছি লেন দাদা।আমি অপেক্ষায় থাকবো