পুলিশ ভেরিফিকেশনে যে ভাবে আটকে যায় চাকরি! | Police Verification | Bangladesh Police | Ekhon TV

Поділитися
Вставка
  • Опубліковано 1 лют 2025

КОМЕНТАРІ • 64

  • @NhBahar
    @NhBahar Місяць тому +13

    🗣️ শতভাগ সত্যি নিউজ তৈরি করা হয়েছে
    আপনাকে ধন্যবাদ জানাই, এখন টেলিভিশন 📺📺📺📺

  • @mdjamalmiya4453
    @mdjamalmiya4453 Місяць тому +16

    পুলিশ ভ্যরিফিকেশন স্থায়ী ভাবে বাতিল করা হোক।

  • @tonmoyahmed-h5l
    @tonmoyahmed-h5l Місяць тому +11

    পুলিশ ভেরিফেকিশন বাতিল করা হোক

  • @emonhasan1463
    @emonhasan1463 Місяць тому +3

    পুলিশের সংস্কার চাই এবং ছুটি বাড়ানো হোক❤️👮‍♂️

  • @hafizkamalhafizkamal
    @hafizkamalhafizkamal Місяць тому +9

    এ পুলিশ ভেরিফিকেশন চূড়ান্তভাবে বন্ধ করা উচিত কারণ এই পুলিশ ভেরিফিকেশন দিয়ে কত মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে পাসপোর্টটা পর্যন্ত ওই পুলিশ ভেরিফিকেশনের কারণে পাওয়া যায় না এবং ভিসা ও পায় না

  • @ikhtiarkhansohan7584
    @ikhtiarkhansohan7584 Місяць тому +2

    পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অনলাইনে আ্যপ্লাই করেছিলাম ১০/১২/২৪ পরে ১৫ তারিখে থানা থেকে ফোন দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলে। প্রয়োজনীয় সব কাগজ নিয়ে জমা দিতে গেলে দায়িত্বরত অফিছার আমাকে বলে "দেখেন এই ক্লিয়ারেন্স করতে গেলে বিভিন্ন জায়গায় জেতে হয় আমাদের। স্যারদের সই নিতে গেলে টেবিলে টেবিলে খরচপত্র দিতে হয়। তাই কিছু খরচ দেন। খরচ না দিলে দেরিতে কাগজ আসবে। আমি বললাম স্যার পুলিশ ক্লিয়ারেন্স তো সরকারিভাবে দেয় এতে তো কোন খরচ দরকার হয় না(অনলাইনে যে ফি টা দেওয়া লাগে সেটা আমি অনলাইনে জমা দিয়েছি )। এটা তো সরকারি কাজ। এটা বলার পরে পুলিশ কর্মকর্তা আমাকে বিভিন্ন কিছু বলতে থাকে। বলে পুলিশের মধ্যে অন্য পুলিশের কোন কাজ করতে গেলেও খরচ দিতে হয় এমনকি তার ঐ কথায় পাশে অন্য একজন পুলিশ ছিল সেও সায় দেয়। দুজন এভাবে বলতে থাকলে আমি না পেরে ৫০০ টাকা পকেট থেকে বের করে দেই। পরে তাও ওই পুলিশ কর্মকর্তা নিতে চায় না। বলে এই টাকায় হবে না আরো বেশি করে কিছু দেন। আমি বলি যে স্যার আমার কাছে বেশি টাকা নেই আমি ছাত্র এটা বলার পর ওই পুলিশ কর্মকর্তা কর্মকর্তা বলে যে দেখি আপনার মানিব্যাগ দেখি মানিব্যাগে কত টাকা আনছেন এই বলে সে আমার মানিব্যাগ পর্যন্ত দেখতে কাছে আগায় আসে। কিন্তু আমি না দেখায় বারবার রিকোয়েস্ট করে বললাম স্যার আমি ছাত্র আমার কাছে বাড়তি টাকা নেই। ৩-৪ বার বলার পর পরে সে বলল আচ্ছা ঠিক আছে তাহলে জান কাজ করে দিবনে পরে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার সময় বাকি ৫০০ টাকা দিয়েন।" কাগজপত্র জমা দিয়ে তখন আমি চলে আসলাম।
    আমার প্রশ্ন হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কিভাবে একজন পাবলিকের মানিব্যাগ পর্যন্ত দেখতে আসে টাকার জন্য। একজন পাবলিকের ব্যক্তিগত মানিব্যাগ দেখার কোন অধিকার একজন পুলিশ কর্মকর্তা আছে শুধুমাত্র টাকার জন্য। আমার মানিব্যাগে কয় টাকা আছে না আছে সেটা দেখার কোন অধিকার একজন পুলিশ কর্মকর্তার আছে? যখন কেউ পুলিশ বাহিনীতে জয়েন করে ট্রেনিং নেয় তখন কি তাকে শুধু শারীরিক কসরতই শেখানো হয় নাকি ব্যক্তিত্ববোধ, আত্মসম্মানবোধ এসব বিষয়ক জ্ঞান দেওয়া হয়। এই ধরনের পুলিশগুলো আসলে পুলিশ বাহিনীতে ঢুকেছে পুলিশরূপে সাধারণ মানুষের ডাকাতি করার জন্য, সাধারণ মানুষকে হয়রানি করার জন্য। এই ধরনের পুলিশ থেকে বাংলাদেশের সাধারণ মানুষ কবে মুক্তি পাবে। পুলিশের লোক হয়ে যদি এভাবে অন্যায় করে তাহলে দোষীকে কিভাবে এরা শাস্তি দিবে।
    ঘটনাটি ঘটেছে পাবনা জেলার আমিনপুর থানায়।

  • @nurullahibnkutub5891
    @nurullahibnkutub5891 Місяць тому +6

    ভেরিফিকেশন এ শুধু ঠিকানা ও ক্রিমিনাল অফেন্স আছে কি না তা যাচাই করা উচিত আর তার পজেটিভ বা নেগেটিভ রিপোর্ট এর কপি যেন সে দেখতে পায় সে ব্যবস্থা রাখা উচিত।

  • @hadialom2841
    @hadialom2841 Місяць тому +2

    পুলিশ ভেরিফিকিশন মানে পুলিশ এর ইনকাম এর অন্যতম মাধ্যম, এটা উঠিয়ে দেয়া অত্যন্ত প্রয়োজন

  • @rahatulislam3521
    @rahatulislam3521 Місяць тому +7

    পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হউক

  • @MINDHASAN-y9p
    @MINDHASAN-y9p Місяць тому +2

    কথা ঠিক

  • @jeonkhan9489
    @jeonkhan9489 Місяць тому +1

    এটাকে চুড়ান্ত ভাবে দ্রুত বাতিল করা দরকার, এই বিপ্লব হয়েছেই সরকারি চাকুরিতে জন্য তারপরও যদি সরকারি চাকুরি পাওয়ার পর যদি পাওয়া না যায় তাহলে এর চেয়ে দুঃখজনক নাই

  • @mdrocky506
    @mdrocky506 Місяць тому +7

    হাজার হাজার মেধাবী ধংস্স হয়ে গেল

  • @সতর্কবার্তা-ড৬র

    এনআইডি কার্ড করার সময় পুলিশ ভেরিফিকেশন রাখোখ। আর যার ভোটার আইডি কার্ড আছে তার আর কোন পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন নেই

  • @AnisurRahman-ut2cg
    @AnisurRahman-ut2cg Місяць тому +1

    পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হোক

  • @mohiuddin7327
    @mohiuddin7327 Місяць тому

    Amio 39th o 40th SI theke verification atke geci. Allah awami sorkar theke ekhon sobaike bachiyeci.

  • @Rohan53664
    @Rohan53664 21 день тому

    চাকরিতে বৈষম্য চাইনা, ভেরিফিকেশন বন্ধ চাই

  • @Rohan53664
    @Rohan53664 21 день тому

    চাকরি পাওয়ার জন্যই আন্দোলন, চাকরিতে মেধায় টিকলেই চাকরি দিতে হবে। ভেরিফিকেশন খেলা বন্ধ চাই

  • @anarulIslam-f3m
    @anarulIslam-f3m Місяць тому

    রাইট

  • @hrishekeshroy8932
    @hrishekeshroy8932 Місяць тому

    পুলিশ ভেরিফিকেশন বয়কট চাই।

  • @চাঁদেরঅমাবস্যা-হ২ষ

    বাতিল চাই

  • @Rohan53664
    @Rohan53664 21 день тому

    ভেরিফিকেশন খেলা বন্ধ চাই

  • @kamrulislam-bi4zx
    @kamrulislam-bi4zx Місяць тому

    আজীবনের জন্য বাতিল করা হোক

  • @shantomahamudul4141
    @shantomahamudul4141 Місяць тому

    Amr chakri hobe na😭😭😭police constable exam e ebar shob kisu complete krsi final medical o sesh amar😭😭ekhon bumihin er jnno naki chakri hbe na.. Ami more jabo

  • @SohagRana-l7q
    @SohagRana-l7q Місяць тому

    Thik

  • @redowan5186
    @redowan5186 Місяць тому

    আমাদের পাশের গ্রাম এর এক লোক এর ম্যাজিস্ট্রেট হওয়ার চাকরি খেয়ে দিছিল এলাকার চেয়ারম্যান এ। চাকরি পেলে এখন সে অবসর গ্রহণের মুহূর্তে উপনীত হতেন। ৮০ দশকের ঘটনা এটা। পরে লোকটা পাগল হয়ে যায় এবং সে অবস্থাতেই সে মারা যায়। লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র ছিল। খুব সম্ভবত অর্থনীতি বিভাগ( নিশ্চিত না)

  • @NiazMorshed.official
    @NiazMorshed.official Місяць тому

    দেশের অনেক অনেক মেধা প্রবাসে পারি জমিয়েছেন😢

  • @সতর্কবার্তা-ড৬র

    পুলিশ ভেরিফিকেশন বাদ দিতে হবে এটা ব্রিটিশের আইন। এখনো ব্রিটিশের আইন কেন চলবে বুঝলাম না বিষয়টা

  • @shakil300670
    @shakil300670 Місяць тому

    সঠিক বক্তব্য। শুধুমাত্র ফৌজদারি মামলায় শাস্তিপ্রাপ্ত ছাড়া কাউকে পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে বাদ দেওয়া যাবে না।

  • @AnikDas-l5n
    @AnikDas-l5n Місяць тому

    পুলিশ ভেরিফিকেশন চালু করছিলেন ইংরেজরা।
    আমরা স্বাধীন দেশ হলো ইংরেজদের গোলামী এখনো ছাড়তে পারছি না

  • @AnisurRahman-il6fe
    @AnisurRahman-il6fe Місяць тому

    পুলিশ ভ্যরিফিকেশন বাতিল করা হউক।

  • @faizullah58
    @faizullah58 Місяць тому +1

    Police verification দরকার নাই

  • @thoied.abdulla9838
    @thoied.abdulla9838 Місяць тому

    Akmot

  • @ruhulaminrussel3234
    @ruhulaminrussel3234 Місяць тому +2

    Police verification cancel kora lagbe

  • @monirhussain6559
    @monirhussain6559 Місяць тому

    Jeheto NID smart card hoyechey
    Now times to digitalise data base
    So Police can be degitalise criminal data base with details case history
    As a result police verification will not be required as mandatory.
    Through smart card candidates data can be checked easily.

  • @Mdhrridoyahmed
    @Mdhrridoyahmed Місяць тому

    100%

  • @mamunahmed7539
    @mamunahmed7539 Місяць тому

    মেধা মেধা মেধা কোন রাজনীতি বুঝি না

  • @RabiulRafi-q4b
    @RabiulRafi-q4b Місяць тому

    অভিযোগ কার বিরুদ্ধে করছেন? সরাসরি বলেন।

  • @Z_Force
    @Z_Force Місяць тому +1

    আমার একই অবস্থা। ভাইভা দিয়ে ও রাজনৈতিক কারণে চাকরি পাইনি

  • @rashidulrashed5816
    @rashidulrashed5816 Місяць тому

    ৪৩ বিসিএস কতগুলো পুলাপাইন বাদ গেল
    এসব বিষয় এ কুন আলাপ নাই

  • @MDJony-v4c
    @MDJony-v4c Місяць тому

    টাকা দিলেতো ওকে

  • @abdulmanna9279
    @abdulmanna9279 Місяць тому

    কোন সংস্কার হবে না?

  • @mabdusshaheedmiah2147
    @mabdusshaheedmiah2147 Місяць тому

    So called DNA Test.

  • @rashidulrashed5816
    @rashidulrashed5816 Місяць тому

    হাহাহা

  • @joynalabedin5407
    @joynalabedin5407 Місяць тому

    এই ভেরিফিকেশনের মাধ্যমে প্রত্যেক বছর হাজার হাজার মানুষের কাছ থেকে পুলিশ দুই হাজার তিন হাজার পাঁচ হাজার করে টাকা নিয়ে থাকে

  • @MDAyonAyon-d6y
    @MDAyonAyon-d6y Місяць тому +1

    পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা হোক