Al-Ahzab 33:32 হে নবী-পত্নিগণ, তোমরা অন্য কোন নারীর মত নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে *কোমল কণ্ঠে কথা* বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে *সে প্রলুব্ধ হয়*। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে।
In verse 31:6 Allah doesn't say music is haram , neither anywhere else in Quran. And among the people there are those who purchase baseless HADITHS to divert from the way of God without knowledge, making mockery of it. 31:6 The verse actually asks not to believe in ridiculous hadiths. According to Quran, Quran is the best hadith and we're not supposed to follow any other hadith. Anything indecent, obscene is not allowed whether be it in music, book or anything else. But to highlight all music and to say those are haram is wrong. Obscene music, book , speech, action everything is haram. All music are not obscene, all books are not indecent, all speeches are not obscene .
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Again it is not specifically suggesting music. You're interpreting according to your fantasy. Bring a verse where it says music is haram, but you can't because there is none.. 6:112 starts with 'And thus' meaning the context is in previous verse/verses: Quran 6:111 Sahih International: And even if We had sent down to them the angels [with the message] and the dead spoke to them [of it] and We gathered together every [created] thing in front of them, they would not believe unless Allah should will. But most of them, [of that], are ignorant. Quran 6:112 Sahih International: And thus We have made for every prophet an enemy - devils from mankind and jinn, inspiring to one another decorative speech in delusion. But if your Lord had willed, they would not have done it, so leave them and that which they invent. If Allah makes anything lawful then nobody including prophets can make it unlawful. Quran 66:1 Sahih International: O Prophet, why do you prohibit [yourself from] what Allah has made lawful for you, seeking the approval of your wives? And Allah is Forgiving and Merciful
@@AbdurRouf-zn4xs Al-Isra' 17:64 وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم *بِصَوْتِكَ* وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا ‘*তোমার কণ্ঠ* দিয়ে *তাদের মধ্যে যাকে পারো* প্ররোচিত কর, তাদের উপর ঝাপিয়ে পড় তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও’। আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোন ওয়াদাই দেয় না।
নাচ, গান, বাদ্যযন্ত্র’তো বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিষয়। এটার হালাল-হারাম তো নির্ভর করে ব্যবহারের উপর। ছুরি দিয়ে আপনি যখন শল্যচিকিৎসা (চার্জারী) করেন তখন কিন্তু ছুরি হারাম না । ছুরি দিয়ে আপনি যখন মানুষ খুন করেন তখন ছুরি হারাম।
যে সমস্ত গান বা শামা আল্লাহ বা রাসুলুল্লাহ' র সঃআঃ এঁর শান মান গুন গান করা হয়। যে সমস্ত গান শুনলে আল্লাহ ও রসুল সাঃ আঃ কে স্মরণ হয় সে সমস্ত গানের অনুমতি আছে কি?
Two basic principles which every Muslim should follow. (1) Every thing is permissible if otherwise not forbidden. (2) Any thing which leads to something forbidden is itself forbidden.
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
বড়ো ভাই আমি একটি বিষয়ে খুব সন্ধিহান, বিষয় টি হলো সুরে সুরে ওয়াজ করা বা বিভিন্ন রকম গল্প গুজব করে, কুরআনের মাহফিলের মধ্যে এগুলো কি কুরআন সম্মত আশা করি কোরআন মজিদ থেকে বলবেন
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
An-Nisa' 4:148 لَّا يُحِبُّ ٱللَّهُ *ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ* مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا *মন্দ কথার প্রচার* আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপর যুলম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
এর আগেও বলেছিলাম, এভাবে ভিডিও বানালে ফতোয়ার মত হয়ে যাচ্ছে। আপনার কাজ শুধু আয়াতের সঠিক অর্থ প্রচার করা। আপনি ফয়সালা দিয়ে দিচ্ছেন এটাই সবচেয়ে বড় অপরাধ। ফয়সালা না দিয়ে আপনি শুধু আয়াতের সঠিক অর্থ প্রচার করুন। যার নেয়ার সে ঠিকই খুজে নেবে। অন্যথায় মতানৈক্যের কারনে দিন শেষে আপনি ভিডিও বানাতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। লাকুম দীনিকুম ওয়াল ইয়াদীন। লা ইক্বরাহা ফিদ্দীন। কুরান একটি ঐচ্ছিক জীবন দর্শন। অত্যাবশ্যকীয় জীবন বিধান নয়। সে জন্যই সৌদিতে কুরানের আইন প্রতিষ্ঠিত নয়। আল্লাহ চাপিয়ে দেন না।যার ইচ্ছা মানুক। যার ইচ্ছা না মানুক। ফল হাতে নাতেই পাবে। এটাই আল্লাহর সুন্নাত। কাজেই আপনি ফয়সালা দিতে যাবেন না। ফয়সালা দেয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর। হাক্ব মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ।
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
সূরা-৭৪,মুদাস্সির,আয়াত নং-৪৫!! وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। "But we used to talk vanities with vain talkers; এ আয়াতের ব্যখাও কি গান- বাজনা বুঝাব? গান শব্দটির আরবি "গেনা" এ শব্দটি থাকলেতো এত অপব্যাখ্যা দিতে হত না। গড্ডালিকাপ্রবাহে সকল গান হারাম নয়!!
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান, দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাখির প্রাণ।। সুর যদি হারাম হতো বেলালে কি আজান দিতো পড়তো কি কেউ মধুর সুরে পবিত্র কোরআন।। কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান.... সাদি হাফেজ আখতার রুমি পাগলা করলো আসমান জমিন মিলাদের মাহফিলে শুনো দরুদেরই তান।। কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান.... মা ফাতেমার-ই ফরিয়াদে আল্লাজির ওই আরশ কাঁপে কারবালার ওই মাতম শুনে কান্দেরে জাহান।। কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান.... সূফী কবি নজরুল ইসলাম (রহঃ)
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
@Abdur Rouf Al-Isra' 17:64 وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم *بِصَوْتِكَ* وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا **তোমার কণ্ঠ** দিয়ে *তাদের মধ্যে যাকে পারো* প্ররোচিত কর, তাদের উপর ঝাপিয়ে পড় তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও’। আর *শয়তান প্রতারণা* ছাড়া তাদেরকে *কোন ওয়াদাই* দেয় না।
10000000 percent correct! No doubt- i knew it about 5 years before. all musics should be haram including islamic nasheeds.- perfect conclusion. even if the world is against you on this , however you are correct because i am sure what you are saying is right in the light of quran!!!! Thanks
সালামুন আলাইকুম বুখারী শরীফ হারাম একথাটি কোরআনে আছে কি ?যারা প্লে মিউজিক ,গান- বাজনা শব্দগুলো দিয়ে কোরআনে আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করেননি !! তাদের কাছে প্রশ্ন বুখারী আবু দাউদ এই শব্দগুলো দিও তো আল্লাহ হারাম ঘোষণা করেননি তাহলে কি বোখারী আবু দাউদ তিরমিজি হালাল হয়ে যাবে??
Al-An'am 6:112 وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-Ahzab 33:32
হে নবী-পত্নিগণ, তোমরা অন্য কোন নারীর মত নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে *কোমল কণ্ঠে কথা* বলো না, তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে *সে প্রলুব্ধ হয়*। আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
ছালামুন আলাইকুম একটি কুরআন ভিত্তিক আলোচনা। আলহামদুলিল্লাহ্
In verse 31:6 Allah doesn't say music is haram , neither anywhere else in Quran.
And among the people there are those who purchase baseless HADITHS to divert from the way of God without knowledge, making mockery of it. 31:6
The verse actually asks not to believe in ridiculous hadiths. According to Quran, Quran is the best hadith and we're not supposed to follow any other hadith. Anything indecent, obscene is not allowed whether be it in music, book or anything else. But to highlight all music and to say those are haram is wrong. Obscene music, book , speech, action everything is haram. All music are not obscene, all books are not indecent, all speeches are not obscene .
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Again it is not specifically suggesting music. You're interpreting according to your fantasy. Bring a verse where it says music is haram, but you can't because there is none..
6:112 starts with 'And thus' meaning the context is in previous verse/verses:
Quran 6:111
Sahih International: And even if We had sent down to them the angels [with the message] and the dead spoke to them [of it] and We gathered together every [created] thing in front of them, they would not believe unless Allah should will. But most of them, [of that], are ignorant.
Quran 6:112
Sahih International: And thus We have made for every prophet an enemy - devils from mankind and jinn, inspiring to one another decorative speech in delusion. But if your Lord had willed, they would not have done it, so leave them and that which they invent.
If Allah makes anything lawful then nobody including prophets can make it unlawful.
Quran 66:1
Sahih International: O Prophet, why do you prohibit [yourself from] what Allah has made lawful for you, seeking the approval of your wives? And Allah is Forgiving and Merciful
Excellent explanations@ Shamimur Rahman
@@shamimurrahman3884 What does *Jokhrof Al Kawl* means ?
@@AbdurRouf-zn4xs Al-Isra' 17:64
وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم *بِصَوْتِكَ* وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا
‘*তোমার কণ্ঠ* দিয়ে *তাদের মধ্যে যাকে পারো* প্ররোচিত কর, তাদের উপর ঝাপিয়ে পড় তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও’। আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোন ওয়াদাই দেয় না।
❤❤❤❤
Al-Haqqah 69:52
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
অতএব তুমি তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।
At-Tur 52:12
ٱلَّذِينَ هُمْ فِى خَوْضٍ يَلْعَبُونَ
যারা খেল-তামাশায় মত্ত থাকে।
সালামুন আলাইকুম তিবতুম। আলহামদুলিল্লাহ হি-রব্বিল আ'লামীন। শেরপুর থেকে
নাচ, গান, বাদ্যযন্ত্র’তো বিজ্ঞানের সাথে সম্পর্কিত বিষয়। এটার হালাল-হারাম তো নির্ভর করে ব্যবহারের উপর। ছুরি দিয়ে আপনি যখন শল্যচিকিৎসা (চার্জারী) করেন তখন কিন্তু ছুরি হারাম না । ছুরি দিয়ে আপনি যখন মানুষ খুন করেন তখন ছুরি হারাম।
Al-An'am 6:81
وَكَيْفَ أَخَافُ مَآ أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُم بِٱللَّهِ مَا لَمْ يُنَزِّلْ بِهِۦ عَلَيْكُمْ سُلْطَٰنًاۚ فَأَىُّ ٱلْفَرِيقَيْنِ أَحَقُّ بِٱلْأَمْنِۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ
‘তোমরা যা শরীক করেছ কীভাবে আমি তাকে ভয় করব? অথচ *তোমরা ভয় করছ* না যে, *তোমরা শরীক করেছ আল্লাহর সাথে এমন কিছু, *যার পক্ষে* তিনি তোমাদের উপর *কোন প্রমাণ* *নাযিল* করেননি। অতএব কোন্ দল নিরাপত্তার বেশি হকদার, যদি তোমরা জান’?
যে সমস্ত গান বা শামা আল্লাহ বা রাসুলুল্লাহ' র সঃআঃ এঁর শান মান গুন গান করা হয়। যে সমস্ত গান শুনলে আল্লাহ ও রসুল সাঃ আঃ কে স্মরণ হয় সে সমস্ত গানের অনুমতি আছে কি?
Salamun alikum
Sir namaje daraia ki rakm ayet para usit
গান বাজনা বিনোদনমূলক বিষয়। আল্লাহর হামদ, প্রশংসা গুণকীর্তন বৈধ। অশ্লীলতা অবশ্যই হারাম।
Salamun alaikum❤❤
Salamun Alaikum Tibtum Mobarakatang Tayibah.
Salamun Alaikum Tibtum Mobarakatan Tayyeba, Alhamdulillahi Rabbil Alamin. Nima Azrul Amilin. ❤❤❤❤
Ash-Shu'ara' 26:226
আর নিশ্চয় তারা এমন *কথা বলে, যা তারা করে* না।
Two basic principles which every Muslim should follow. (1) Every thing is permissible if otherwise not forbidden. (2) Any thing which leads to something forbidden is itself forbidden.
Salamun Alaikum, Tibtum Marhaba Marhaba.
An-Najm 53:3
وَمَا يَنطِقُ عَنِ ٱلْهَوَىٰٓ
আর সে মনগড়া কথা বলে না।
Kewki sir ar thikana o mobail no dite parben?
islamic gan e je music use kora hoy ta kototuku Quran shommoto?
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সালামুন আলাইকুম তিবতুম মোবারাকা তান তাইয়্যেবা, আপনাকে অনেক মারহাবা.
সালামুন আলাইকুম তিবতুম বি বাড়িয়া থেকে
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মারহাবা মারহাবা। সালামুন আলাইকুম....
Salamun Alaikum Tibtum Marhaba Marhaba
Alhamdulillahi Robbil Alamin
Salamun Alaikum Tibtum Mubarakatan Toyeeba
সুর হারাম? সুর দিয়েছেন কে? দাউদ আঃ এর গুণ কী ছিলো? সব গানকে হারাম বলার গোমরাহী বাদ দেন।
সালামুন আলা দাউদ
সুর করেছেন গান গেয়েছেন কোন সূরার কত নাম্বার আয়াত দলিল দিয়ে বলতে পারবেন???
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Salamun Alaikum.
সালামুন আলাইকুম
আইউব নবীর মোজেজা কি ছিল ? সেটি আলোচনায় আনলে ভালো হতো ।
Bhalo bolesen....Dhonnobad
Al-Haqqah 69:42
وَلَا بِقَوْلِ كَاهِنٍۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
আর কোন গণকের কথাও নয়। তোমরা কমই উপদেশ গ্রহণ কর।
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
কোরআনের কোথাও গানবাজনা শব্দ নাই। গানবাজনা হারাম না।
আপনি কি জানেন,, চল্লিশজন,, নবির নাম৷ ছাড়া কোরআনে,,,, আর,, কোন নবির নাম,, নাম নাই,, এখন কি আপনি বলবেন,, চললিশ জন,, নবি ছাড়া আর কোনো নবি,, নাই
আর,,, কোরআনে তো,, বলছেন,, ২১ নামবার পারার, ১০ নামবা পৃষ্ঠায়,, পাচ নামবার আয়াতে লিখা আছে,,ভালো করে পড়ে, নেন
আললাহ পাক কোরআনে বলছেন,,
বড়ো ভাই আমি একটি বিষয়ে খুব সন্ধিহান, বিষয় টি হলো সুরে সুরে ওয়াজ করা বা বিভিন্ন রকম গল্প গুজব করে, কুরআনের মাহফিলের মধ্যে এগুলো কি কুরআন সম্মত আশা করি কোরআন মজিদ থেকে বলবেন
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
An-Nisa' 4:148
لَّا يُحِبُّ ٱللَّهُ *ٱلْجَهْرَ بِٱلسُّوٓءِ* مِنَ ٱلْقَوْلِ إِلَّا مَن ظُلِمَۚ وَكَانَ ٱللَّهُ سَمِيعًا عَلِيمًا
*মন্দ কথার প্রচার* আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপর যুলম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
Munafiq akkas. Go tò hell. You have so many followers, ĺike iblis.
সালামুন আলাইকুম তিবতুম
Salamun alaikum tibtum...
যদি কেউ নিয়মিত নামাজ পড়ে রোজারাখে আল্লাহ্ র কোরআন নবীদের আখেরাতের প্রতি বিশ্বাস করে এবং রেডিও টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করে তাদের বিষয়ে বলেন।
এর আগেও বলেছিলাম, এভাবে ভিডিও বানালে ফতোয়ার মত হয়ে যাচ্ছে।
আপনার কাজ শুধু আয়াতের সঠিক অর্থ প্রচার করা। আপনি ফয়সালা দিয়ে দিচ্ছেন এটাই সবচেয়ে বড় অপরাধ।
ফয়সালা না দিয়ে আপনি শুধু আয়াতের সঠিক অর্থ প্রচার করুন। যার নেয়ার সে ঠিকই খুজে নেবে।
অন্যথায় মতানৈক্যের কারনে দিন শেষে আপনি ভিডিও বানাতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
লাকুম দীনিকুম ওয়াল ইয়াদীন।
লা ইক্বরাহা ফিদ্দীন।
কুরান একটি ঐচ্ছিক জীবন দর্শন। অত্যাবশ্যকীয় জীবন বিধান নয়।
সে জন্যই সৌদিতে কুরানের আইন প্রতিষ্ঠিত নয়।
আল্লাহ চাপিয়ে দেন না।যার ইচ্ছা মানুক। যার ইচ্ছা না মানুক। ফল হাতে নাতেই পাবে। এটাই আল্লাহর সুন্নাত।
কাজেই আপনি ফয়সালা দিতে যাবেন না। ফয়সালা দেয়ার দায়িত্ব একমাত্র আল্লাহর।
হাক্ব মাওলা। লা ইলাহা ইল্লাল্লাহ।
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
@@AbdulAlim-cn4rg ক্বতালাহুমুল্লাহ। আন্না ইউফাকুনা। ৯:৩০
Al-Haqqah 69:41
وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ
আর এটি কোন কবির কথা নয়। তোমরা কমই বিশ্বাস কর।
Ash-Shu'ara' 26:224
আর *বিভ্রান্তরাই কবিদের* *অনুসরণ* করে।
Hazrat Shaitan k apni deksen? Shaitan amra kivabe dekte pari/ ALLAH k t amra dekhi na eta shotto
সূরা-৭৪,মুদাস্সির,আয়াত নং-৪৫!!
وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম।
"But we used to talk vanities with vain talkers;
এ আয়াতের ব্যখাও কি গান- বাজনা বুঝাব? গান শব্দটির আরবি "গেনা" এ শব্দটি থাকলেতো এত অপব্যাখ্যা দিতে হত না। গড্ডালিকাপ্রবাহে সকল গান হারাম নয়!!
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-'Asr 103:1
وَٱلْعَصْرِ
সময়ের কসম,
Al-'Asr 103:2
إِنَّ ٱلْإِنسَٰنَ لَفِى خُسْرٍ
নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত।
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
@@AbdulAlim-cn4rg, এত আয়াত দিয়ে কি শুধুই গান-বাজনা হারাম করা হয়েছে? যারা আল্লাহর আয়াত ব্যর্থ করে দিতে চায় তাদের স্থান জাহান্নাম।
@@foridahammadchishti সালামুন আলাইকুম বুখারী শরীফ হারাম একথাটি কোরআনে আছে
কি ?
Hazrat Apni ki Sea beach a Ladys deksen you tube a ? Tara ki shob i jahannam a jaibe
কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান,
দাউদ নবীর বাঁশির সুরে চমকে পাখির প্রাণ।।
সুর যদি হারাম হতো
বেলালে কি আজান দিতো
পড়তো কি কেউ মধুর সুরে
পবিত্র কোরআন।।
কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান....
সাদি হাফেজ আখতার রুমি
পাগলা করলো আসমান জমিন
মিলাদের মাহফিলে শুনো
দরুদেরই তান।।
কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান....
মা ফাতেমার-ই ফরিয়াদে
আল্লাজির ওই আরশ কাঁপে
কারবালার ওই মাতম শুনে
কান্দেরে জাহান।।
কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান....
সূফী কবি নজরুল ইসলাম (রহঃ)
যা বলা নাই, সেটা দাবী করা হল বিধান দাতা সাজা। এতো খারাপ একটি বিষয় বা ক্ষমতা আল্লাহ্ তাঁর নবীকে দান করবেন< সালামুন আলা দাউদ? তাঁর কণ্ঠে সুর ছিল।
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
@@AbdulAlim-cn4rg উত্তরটা কি সঠিক?
@Abdur Rouf Al-Isra' 17:64
وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم *بِصَوْتِكَ* وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَٰدِ وَعِدْهُمْۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَٰنُ إِلَّا غُرُورًا
**তোমার কণ্ঠ** দিয়ে *তাদের মধ্যে যাকে পারো* প্ররোচিত কর, তাদের উপর ঝাপিয়ে পড় তোমার অশ্বারোহী ও পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা দাও’। আর *শয়তান প্রতারণা* ছাড়া তাদেরকে *কোন ওয়াদাই* দেয় না।
আপনার কাছে জানতে চাওয়া হয়েছে, গান বাজনা হারাম না হালাল। সরাসরি উত্তর না দিয়ে এত প্যাচঘোর করছেন কেন?
নতুন ধর্ম ব্যবসায়ী
বাহল্য কথা, সুরা লোকমান এ গান শদ্ব বা ভাষাটা দেখান। কোন মায়ের লাল থাকলে আমাকে দেখান।
10000000 percent correct! No doubt- i knew it about 5 years before. all musics should be haram including islamic nasheeds.- perfect conclusion. even if the world is against you on this , however you are correct because i am sure what you are saying is right in the light of quran!!!! Thanks
ইয়াবা,এল এস ডি, আইস, মরফিন, হেরোইন, গাজা ইত্যাদি কি হালাল নাকি হারাম?!?
সালামুন আলাইকুম বুখারী শরীফ হারাম একথাটি কোরআনে আছে
কি ?যারা প্লে মিউজিক ,গান-
বাজনা শব্দগুলো দিয়ে কোরআনে আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করেননি !! তাদের কাছে প্রশ্ন বুখারী আবু দাউদ এই শব্দগুলো দিও তো আল্লাহ হারাম ঘোষণা করেননি তাহলে কি বোখারী আবু দাউদ তিরমিজি হালাল হয়ে যাবে??
@@AbdulAlim-cn4rg
ওয়ালাইকুম আসসালাম
Al-An'am 6:112
وَكَذَٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيَٰطِينَ ٱلْإِنسِ وَٱلْجِنِّ يُوحِى بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ زُخْرُفَ ٱلْقَوْلِ غُرُورًاۚ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوهُۖ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা **প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে ***চাকচিক্যপূর্ণ*** কথার** কুমন্ত্রণা দেয় এবং তোমার **রব যদি চাইতেন** তবে **তারা তা করত** না। সুতরাং তুমি **তাদেরকে ও তারা যে মিথ্যা** রটায়, তা ত্যাগ কর।
আপনি কি খাচ্ছেন???
😂😂😂😂😂
কিছুই বুঝলামনা।
আবার দেখুন